বাউফলে মুজিববর্ষে বিদ্যুতায়ন

পটুয়াখালীর বাউফলে ‘মুজিব বর্ষে’ শতভাগ ঘরে ঘরে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদীয় সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ আ.স.ম ফিরোজ।
মঙ্গলবার (১৭মার্চ) সকাল সাড়ে দশটার দিকে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওই বিদ্যুতায়নের উদ্বোধন করেন তিনি।

উপজেলার কালিশুরী, বগা, বাউফল, কেশাবপুর, ধুলিয়া আদাবাড়িয়া ও কাছিপাড়া ইউনিয়নের ১৫টি গ্রামে ৫কোটি ২১লাখ ৬৪হাজার ৮৫০টাকা ব্যয়ে ৩৩.২৪ মাইলেজ কিলোমিটার বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্বোধন করা হয়। এ থেকে ৯৬৬জন নতুন গ্রাহক বিদ্যুৎ সুবিধাভোগ করবে।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খাঁন, মরিয়ম নিশু, কেন্দ্রীয় আ’লীগ নেতা রায়হান সাকিব ।
আরো উপস্থিত ছিলেন- ডিজিএম একেএম আজাদ, মো. ইব্রাহিম ফারুক, হারুন অর রশিদ খাঁন, ইয়্সমিন ফারুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *