বরিশালে বিশ্ব পরিবেস দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

বরিশাল প্রতিনিধি:
‘একটাই পৃথিবীঃ প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’ এই স্লোগান নিয়ে বরিশালে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার সকাল ১০ টায় পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয় এর আয়োজনে নগরীর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আবদুল হালিম। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ মো. হুমায়ুন শাহীন খান, বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান প্রামানিক, সনাক সভাপতি প্রফেসর শাহ সাজেদা, বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান সরকার প্রমুখ। শুরুতে নগরীর সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসে শেষ হয়। সেখানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরে অতিথিরা আলোচনা করেন। পরিশেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান।

সাংবাদিক অপুর উপর হামলাকারি গ্রেফতার ॥ অধরা মূল অভিযুক্তরা

বরিশাল প্রতিনিধি
বরিশালে সময় টেলিভিশনের ব্যুরো প্রধান অপূর্ব অপুর উপর হামলা ও অপহরণ চেষ্টায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত অধরা রয়েছে মূল অভিযুক্ত জিহাদুল ইসলাম জেহাদ ও নূর আলম। এদিকে সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক অপুর উপর হামলায় মূল অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যহত রাখার কথা জানিয়েছেন সুধী সমাজ। গত শনিবার গভীর রাতে বরিশাল সদর উপজেলার লাহারহাট থেকে তাকে গ্রেফতার করে বরিশাল কোতোয়ালী মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত হলো, মো. হাবিব ওরফে ট্যারা হাবিব। হাবিবই প্রথম সাংবাদিক অপুর পথরোধ করে হামলা চালায়। এরপর অন্যান্যদের মধ্যে জিহাদুল ইসলাম জেহাদ অপুকে প্রাইভেটকারে করে অপহরণের চেষ্টা করে। বরিশাল কোতোয়ালী মডেল থানার পরিদর্শক লোকমান হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাবিব ওরফে ট্যারা হাবিবকে লাহারহাট থেকে গ্রেফতার করা হয়। সাংবাদিক অপুর উপর হামলায় তার সম্পৃক্ততা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে, এরপর আদালতে নেওয়া হবে। এদিকে টিআইবি সদস্য শুভঙ্কর চক্রবর্তী বলেছেন, অপূর্ব অপুর মত নির্মোহ সাংবাদিকের উপর হামলা ও তাকে অপহরণ চেষ্টায় মূল অভিযুক্তদের এখনো আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা গ্রেফতার করতে পারেনি। আমাদের আন্দোলন অব্যহত রয়েছে সাংবাদিক ও সংগঠক অপুর উপর হামলার বিচার দাবীতে। ধীরে ধীরে আমরা কঠোর আন্দোলনে যাবো। সচেতন নাগরিক কমিটি বরিশালের সভাপতি অধ্যাপিকা শাহ সাজেদা বলেন, বরিশালে অুপুর সাথে যে ঘটনা ঘটেছে সেটা আমাদের মধ্যে আতংকের জন্ম দিয়েছে। আমরা চাই অতিদ্রুত সময়ের মধ্যে মূল অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। তা না হলে আমরা যে আন্দোলনে নেমেছি, সেটা কঠোর থেকে কঠোরতর হবে। বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন বলেন, আমাদের আন্দোলন অব্যহত রয়েছে। অপূর্ব অপুর উপর হামলা ও অপহরণ চেষ্টায় মূল অভিযুক্তরা গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা রাজপথেই থাকবো। আইনশৃঙ্খলাবাহিনীর প্রতি আমরা বিশ্বাস রাখতে চাই।
উল্লেখ্য, ২৯ মে বিকাল সাড়ে ৩টায় সময় টেলিভিশনের বরিশাল অফিসে যাওয়ার পথে ব্যুরো প্রধান অপূর্ব অপুকে নগরীর শীতলাখোলা এলাকার মুমীতু কমিউনিটি সেন্টারের সামনে অপহরণচেষ্টা চালায় একদল সন্ত্রাসী। এই ঘটনার পরপরই বরিশালসহ সারাদেশ সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষ প্রতিবাদ শুরু করে। ঘটনার ছয় দিন পর ৩ জনকে গ্রেফতারে সক্ষম হয় ডিবি পুলিশ এবং সাত দিন পর ১ জনকে। জব্দ করা হয় অপহরণচেষ্টায়  ব্যবহৃত প্রাইভেটকারটি। তবে ধরা ছোয়ার বাইরে মূল অভিযুক্ত জেহাদ ও নূরে আলম।

বরিশালে ইবতেদায়ী মাদ্রাসা ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি বহাল রাখার দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান

শামীম আহমেদ ॥

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের চলমান উপবৃত্তি বহাল রাখার দাবীতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের মাধ্যমে স্বারকলিপি প্রধান করেছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট বরিশাল জেলা কমিটি।

আজ রোববার (৫ই)মে, বেলা ১২ টায় বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুনিরুজ্জামানের অনুপস্তিতে তারই নির্দেশক্রমে স্বারকলিপি গ্রহন করেন নির্বাহী কর্মকর্তার এডমিনিস্টর অফিসার (সিইও) মোঃ ইব্রাহিম শরীফ।

স্বারকলিপি প্রদানকালে এসময় উপস্থিত ছিলেন মাওলানা মুহাঃ বসিরউল্লাহ অতাহারী, সাধারন সম্পাদক মুহাম্মদ শহজালাল হাওলাদার, মাওঃ মোঃ মোসাদ্দেক বিল্লাহ সাঈফী,মাওঃ মোঃ রিয়াজুল ইসলাম,মাওঃমোঃ ইমাম হোসাইন, মাওঃ মোঃ কাওছার হোসেন,মাওঃ মোঃ হালিম,মাওঃ মোঃ সহিদুল ইসলাম,মাওঃ মোঃ আবুল খায়ের,মাওঃ মোঃমাসুদুর রহমান,মাওঃ গিয়াস উদ্দিন,মহিবুর রহমান খান,মোসাঃ মাফুজা খানম,মোঃ ঝর্ণা বেগম প্রমুখ।

এসময় তারা বলেন তাদের এই পুরনের লক্ষে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসসেবে আগামী ১৫ই জুন তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবেন।

সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক নোমানীর অবস্থার অবনতি ! বিভিন্ন মহলের নিন্দা-প্রতিবাদ অব্যাহত

নিজস্ব প্রতিবেদক:
বরিশাল সম্পাদক-প্রকাশক পরিষদ’র তথ্য ও গবেষণা সম্পাদক, দৈনিক শাহনামার প্রধান বার্তা সম্পাদক ও মেট্রোপলিটন প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ নোমানীর অবস্থার অবনতি হয়েছে। মাথায় গুরুতর কোপের আঘাত ও ব্যাপক রক্তক্ষরণের ফলে এই সমস্য হয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা। তবে শেবাচিম হাসপাতালে তাকে সর্বাত্মক আন্তরিক সেবা প্রদান করে সুস্থ করার প্রচেষ্টা অব্যাহত আছে। হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম নিজেই তার চিকিৎসার সার্বক্ষণিক খোজখবর রাখছেন। বিভিন্ন সংস্থা সংগঠনের নেতৃবৃন্দ খোজখবর নিয়েছেন। এদিকে এই বর্বরাোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশাল সম্পাদক-প্রকাশক পরিষদ, বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব, বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শুক্রবার বিকেলে এই বর্বরোচিত হামলায় সাংবাদিক নোমানীর মাথায় প্রায় দশ ইঞ্চি / ছয় ইঞ্চি ক্ষত হয়ে ব্যাপক রক্তক্ষরণ হয়েছে। বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন শেষে বর্তমানে সার্জারী ওয়ার্ডে অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছে সাংবাদিক নোমানী। এ হামলায় তার বৃদ্ধা মা পারুল বেগম এবং বোন লিপি আক্তারও গুরুতর আহত হয়েছেন। ৩ জুন শুক্রবার বিকেল চারটার দিকে ঝালকাঠীর রাজাপুরের চল্লিশকাহানিয়া শাহরুমীর বাজারে এই হামলা চালায় সন্ত্রাসীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও দুর্ধর্ষ সন্ত্রাসী মুনসুর মোল্লার ছেলে দুলাল ও আলম, ফেরদাউস, ফজলে হক, কালু মোল্লা, হোসেন আলী, দেলোয়ার সহ প্রায় ১৫/২০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ আগে থেকেই ওৎ পেতে ছিল। সাংবাদিক নোমানী ঘটনাস্থলে গেলেই তার উপরে অতর্কিত হামলা চালানো হয়। খবর পেয়ে নোমানীর মা ও বোন তাকে বাঁচাতে গেলে তাদেরকেও কোপায় সন্ত্রাসীরা। তারা তিনজনই এখন মুমূর্ষূ অবস্থায় শেবাচিম হাসপাতালে ভর্তি আছে। তবে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তাদেও অবস্থা গুরুতর। সিটি স্ক্যান সহ বেশ কিছু টেষ্ট দেওয়া হয়েছে। রিপোর্ট পেলে বোঝা যাবে।
জানা গেছে, কালিমা তাইয়েবা খচিত একটি তোরণ ভাঙ্গার উদ্যোগ নেয় এলাকার একটি গ্রুপ। সাংবাদিক নোমানী সহ এলাকার সচেতন মহল এর বিরোধীতা করায় সেই তোরণটি ভাঙ্গতে না পেওে ক্ষিপ্ত হয় তারা। দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে অবশেষে এই হামলার ঘটনা ঘটলো।
আহতের স্বজনরা বলেন, তারা নোমানী ও তার মাকে কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখে। হত্যা করার উদ্যেশেই তারা এভাবে কুপিয়েছে। বর্তমানে তাদেও চিকিৎসা চলছে। এদিকে মামলার প্রস্তুতিও চলছে।

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ সরকারী বিএম কলেজের ড. গোলাম কিবরিয়া

বরিশাল অফিস:
শিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে জেলার পর বরিশাল বিভাগেরও শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া। বিভাগীয় বাছাই কমিটি এ সিদ্ধান্ত জানিয়েছেন। ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া ২০১৯ সালেও বরিশাল বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছিলেন।
ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া ১৯৬৪ সালে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ^বিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে ১৯৮৫ সালে বিএ (অনার্স), ১৯৮৬ সালে এমএ এবং ১৯৮৯ সালে একই বিশ^বিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রী লাভ করেন। এছাড়াও ২০০৫ সালে ভারতের যাদবপুর বিশ^বিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৩ সালে বিসিএস ক্যাডারে প্রভাষক পদে সরকারি চাকুরিতে যোগদান করেন। তাঁর প্রকাশিত একাধিক গ্রন্থ ও প্রবন্ধ রয়েছে। তিনি ভারতের যাদবপুর বিশ^বিদ্যালয়ের পিএইচডি থিসিসের একজন বহি: পরীক্ষক।

জয়নগর ইউনিয়নে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা বিজয়ের বিকল্প নেই -তালুকদার মোঃ ইউনুস 

খবর বিজ্ঞপ্তি:
বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা অ্যাড  তালুকদার মোঃ ইউনুস বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী পঁচাত্তরের খুনি চক্রটি আজ আবার সক্রিয় হয়ে প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’র জীবন নাশের হুমকি, কটুক্তি সহ সারা দেশব্যাপি সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকার  ক্ষমতায় আছে বলেই দেশের মানুষ আজ নিরাপদে আছে। শান্তিতে আছে। নিরাপত্তায় আছে। এগুলো বিএনপি-জামাত চক্রটির  সহ্য হয়না।
শনিবার বিকেলে মেহেন্দিগঞ্জের কাজিরহাট থানা জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ  ও সহযোগী সংগঠনের উদ্যোগে শরীফেরচর  নব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে  আয়োজিত  প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’র জীবন নাশের হুমকি, কটুক্তি সহ সারা দেশব্যাপি সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির  বক্তব্য এসব কথা বলেন তিনি।
বিক্ষোভ সমাবেশ শেষে  জয়নগর ইউনিয়নে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাই কে ঐক্যবদ্ধ হয়ে  আগামী ১৫ জুন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান  প্রার্থী মোঃ সেকান্দার আলী জাফর কে বিপুল ভোটে বিজয়ী করার আহবান জানান তালুকদার মোঃ ইউনুস।
জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আবদুর রশিদ মাস্টারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সাবেক  সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বরিশাল জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাড মুনসুর আহমেদ,  সাংগঠনিক সম্পাদক শাহাব আহম্মেদ, বরিশাল মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল  করীম, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভা মেয়র বীরমুক্তিযোদ্ধা কামাল উদ্দিন খান, কাজিরহাট থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জব্বার খান, কাজিরহাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান মিয়া, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাকিব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক  আব্দুল মোতালেব জাহাঙ্গীর সহ মেহেন্দিগঞ্জ উপজেলা  ও কাজিরহাট থানা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আগামী নির্বাচন গণতান্ত্রিকপন্থায় হবে – বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ

শামীম আহমেদ ॥
বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ বলেছেণ, আজ যারা ৭৫’এর হাতিয়ারগর্জে উঠুক আরেকবার একথা বলেন তারা কি বুজাতে চাইছেন সেকথা মনে হয় নিজেরাই জানেন না।তিনি বিরোধীদলকে গণতান্ত্রিক ভাষায় কথা বলেতে বলেন এর পর যদি কোন ধরনের অগণতান্ত্রিক ভাষায় কথা বলে তাহলে দেশবাশিকে সাথে নিয়ে বাংলাদেশ আওয়ামীলীগ কঠোরভাবে জবাব দেবে।বর্তমান সরকার ও আওয়ামী লীগ সব সময় গণতন্ত্রকে বিশ্বাস করে বলেই আগামী নির্বাচন গণতান্ত্রিকপন্থায় হবে সেই নির্বাচনে মোকাবেলা করেন অমরা প্রস্তুত আছি।তারা বলেন, পনেরই আগস্টে হত্যাকান্ড ঘটায়ে খুনিরা বসে নেই। ওদিন বেঁচে থাকা বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপর ২১ আগস্ট গ্রেনেড হামলা থেকে এখন আবার তাকে হত্যার হুমকী দেয়া মানে দেশকে পুনরায় অি  তিশীল করা পিছিয়ে দেয়া। তবে আমরা রাজপথে আছি, এসব হুমকী রাজনৈতিক ভাবেই মোকাবেলা করবো।আজ শনিবার (৪ই) মে, সকাল ১১টায় বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কুটুক্তি করার প্রতিবাদে বরিশাল নগরীর শহীদ সোহেল চত্বররোডস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সম্মুখে অস্থায়ী মঞ্চে জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে এক বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।এসময় আরো বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাড,তালুকদার মোঃ ইউনুস।বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিসিসি প্যানেল মেয়র গাজী নঈমুলহোসেন লিটু,প্যানেল মেয়র ও বরিশাল আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাড, রফিকুল ইসলাম খোকন,জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সৈয়দ আনিসুর রহমান, আনোয়ার হোসাইন,মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি এ্যাড,আফজাল হোসেন, এ্যাড,গোলাম সরোয়ার রাজিব,জেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক এ্যাড, কায়ূম খান কায়সার,মহানগর আওয়ামী লীগ নেতা হাসানমাহমুদ বাবু,জেলা আওয়ামী লীগ নেতা তারিক বীন ইসলাম,মহানগর নেতা জাহিদুর রহমান মনির মোল্লা,কাউন্সিলর সাঈদ আহমেদ মান্না,এ্যড, মিলন ভূইয়া,মহানগর শ্রম বিষয়ক সম্পাদক কাউসার হোসেন সিপন জেলা আওয়ামী
ছাত্রলীগ সম্পাতক ইঞ্জিনিয়ার আঃ রাজাক সহ নগরীর বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলও আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।সমাবেশ শেষে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে বিশাল এক বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালে এসে শেষ হয়।এর পূর্বে সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকা থেকে খন্ড থন্ড মিছিল নিয়ে দলীয় নেতা কর্মীরা দলীয় কার্যালয়ের বিক্ষোভ সমাবেশস্থলে উপস্থিত হয়।শামীম আহমেদবরিশাল০৪-৬-২২ইং।

বরিশালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বরিশালে বিভাগীয় পর্যায়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বালক অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় বরিশাল জেলা আউটার স্টেডিয়ামে বেলুন-ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও সদর আসনের এমপি কর্নেল (অব.) জাহিদ ফারুক।

বিভাগীয় কমিশনার মো. আমিন-উল আহসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার খন্দকার আনোয়ার হোসেন, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি একেএম এহসান উল্লাহ এবং জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান ও জেলা ক্রীড়া কর্মকর্তা মো. হোসাইন আহমেদ এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আলমগীর হোসেন খান আলো সহ ক্রীড়া সংগঠকরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে বরগুনা ও ঝালকাঠী জেলা বালক দল এবং বালিকা গ্রুপে বরগুনা ও ঝালকাঠী জেলা দল প্রতিদ্বন্দ্বিতা করে।

 

বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল মারুফ জানান, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ (বালক) ফুটবল টুর্নামেন্টে বিভাগের ৬ জেলার ৬টি দল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনূর্ধ্ব-১৭ (বালিকা) ফুটবল টুর্নামেন্টে বিভাগের ৬টি জেলা দল অংশগ্রহণ করছে। আগামী ৭ জুন বিভাগীয় পর্যায়ের এই টুর্নামেন্টের পর্দা নামবে। টুর্নামেন্টের সেরা ১১ জন বালক খেলোয়ার ও ১১ জন বালিকা খেলোয়ারের নাম জাতীয় পর্যায়ে পাঠানো হবে। সেখান থেকে সেরা খেলোয়ারদের নিয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।

বরিশালের সাংবাদিক নোমানীকে হত্যাচেষ্টার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি করেছে বিএমএমএফ

ঢাকা,শুক্রবার, ৩ জুন, ২০২২: বরিশালের স্থানীয় দৈনিক শাহনামার বার্তা সম্পাদক মামুনুর রশিদ নোমানীকে শুক্রবার রাজাপুরে তার নিজ এলাকায় সংবাদ সংক্রান্ত পূর্ব শক্রতার জেরে কুপিয়ে হত্যাচেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম- বিএমএসএফ কেন্দ্রীয় কমিটি।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএমএসএফ প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান সাংবাদিক নোমানীকে হত্যাচেষ্টা ঘটনার সাথে জড়িত অপরাধীদেরকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
নেতৃবৃন্দ বলেন, দেশে জ্যামিতিক হারে সাংবাদিক নির্যাতন বাড়ছে। সাংবাদিক নির্যাতন ঘটনায় বিচারহীনতার কারণে নির্যাতন বাড়ছেই। টিভির বরিশাল ব্যুরো অপূর্ব অপুকে অপহরণ চেষ্টা ঘটনাটি একটি স্পর্শকাতর ইস্যু। সাংবাদিকরা ঐক্যবদ্ধ আন্দোলনে মাঠে থাকায় ঘটনার সপ্তাহ পেরিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সরকারের কাছে সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়নের দাবি করা হচ্ছে দীর্ঘ দিন ধরে। আইনটি প্রণয়ন হচ্ছেনা বিধায় এ নির্যাতনের মাত্রা যেন কমছেইনা।

বরিশালে বিডি ক্লিন এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল প্রতিনিধি :
বরিশালে বিডি ক্লিন এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে পরিস্কার-পরিচ্ছন্ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
‘‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দেশব্যাপী একযোগে পরিস্কার-পরিচ্ছন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
এরই অংশ হিসবে  ৩ জুন, শুক্রবার বিডি ক্লিন বরিশালের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মোঃ শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যলয় বরিশাল সাজ্জাদ পারভেজ, আঞ্চলিক সমন্বয়ক বিডি ক্লিন বরিশাল মাসুদুর রহমান, সাবেক বিভাগীয় সমন্বয়ক বিডি ক্লিন বরিশাল ইব্রাহিম মাসুম, সিনিয়র সদস্য বিডি ক্লিন বরিশাল মোঃ শাহাজাদা হিরা, বিভাগীয় সহ-সমন্বয়ক রুমি আক্তার, অতিঃ সমন্বয়ক আইডি এন্ড মিডিয়া তামিম হোসেন অতিঃ সমন্বয়ক লজিস্টিকস ইব্রাহিম খন্দকার, জেলা সমন্বয়ক জায়েদ ইরফানসহ দুই শতাধিক সদস্যরা উপস্থিত ছিলেন।
শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে বিডি ক্লিন বরিশালের সদস্যদের শপথ বাক্য পাঠ করিয়ে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রমের শুরু করেন অতিথিরা।