সাংবাদিক অপুর উপর হামলাকারি গ্রেফতার ॥ অধরা মূল অভিযুক্তরা

বরিশাল প্রতিনিধি
বরিশালে সময় টেলিভিশনের ব্যুরো প্রধান অপূর্ব অপুর উপর হামলা ও অপহরণ চেষ্টায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত অধরা রয়েছে মূল অভিযুক্ত জিহাদুল ইসলাম জেহাদ ও নূর আলম। এদিকে সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক অপুর উপর হামলায় মূল অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যহত রাখার কথা জানিয়েছেন সুধী সমাজ। গত শনিবার গভীর রাতে বরিশাল সদর উপজেলার লাহারহাট থেকে তাকে গ্রেফতার করে বরিশাল কোতোয়ালী মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত হলো, মো. হাবিব ওরফে ট্যারা হাবিব। হাবিবই প্রথম সাংবাদিক অপুর পথরোধ করে হামলা চালায়। এরপর অন্যান্যদের মধ্যে জিহাদুল ইসলাম জেহাদ অপুকে প্রাইভেটকারে করে অপহরণের চেষ্টা করে। বরিশাল কোতোয়ালী মডেল থানার পরিদর্শক লোকমান হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাবিব ওরফে ট্যারা হাবিবকে লাহারহাট থেকে গ্রেফতার করা হয়। সাংবাদিক অপুর উপর হামলায় তার সম্পৃক্ততা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে, এরপর আদালতে নেওয়া হবে। এদিকে টিআইবি সদস্য শুভঙ্কর চক্রবর্তী বলেছেন, অপূর্ব অপুর মত নির্মোহ সাংবাদিকের উপর হামলা ও তাকে অপহরণ চেষ্টায় মূল অভিযুক্তদের এখনো আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা গ্রেফতার করতে পারেনি। আমাদের আন্দোলন অব্যহত রয়েছে সাংবাদিক ও সংগঠক অপুর উপর হামলার বিচার দাবীতে। ধীরে ধীরে আমরা কঠোর আন্দোলনে যাবো। সচেতন নাগরিক কমিটি বরিশালের সভাপতি অধ্যাপিকা শাহ সাজেদা বলেন, বরিশালে অুপুর সাথে যে ঘটনা ঘটেছে সেটা আমাদের মধ্যে আতংকের জন্ম দিয়েছে। আমরা চাই অতিদ্রুত সময়ের মধ্যে মূল অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। তা না হলে আমরা যে আন্দোলনে নেমেছি, সেটা কঠোর থেকে কঠোরতর হবে। বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন বলেন, আমাদের আন্দোলন অব্যহত রয়েছে। অপূর্ব অপুর উপর হামলা ও অপহরণ চেষ্টায় মূল অভিযুক্তরা গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা রাজপথেই থাকবো। আইনশৃঙ্খলাবাহিনীর প্রতি আমরা বিশ্বাস রাখতে চাই।
উল্লেখ্য, ২৯ মে বিকাল সাড়ে ৩টায় সময় টেলিভিশনের বরিশাল অফিসে যাওয়ার পথে ব্যুরো প্রধান অপূর্ব অপুকে নগরীর শীতলাখোলা এলাকার মুমীতু কমিউনিটি সেন্টারের সামনে অপহরণচেষ্টা চালায় একদল সন্ত্রাসী। এই ঘটনার পরপরই বরিশালসহ সারাদেশ সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষ প্রতিবাদ শুরু করে। ঘটনার ছয় দিন পর ৩ জনকে গ্রেফতারে সক্ষম হয় ডিবি পুলিশ এবং সাত দিন পর ১ জনকে। জব্দ করা হয় অপহরণচেষ্টায়  ব্যবহৃত প্রাইভেটকারটি। তবে ধরা ছোয়ার বাইরে মূল অভিযুক্ত জেহাদ ও নূরে আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *