বরিশাল বিভাগ থেকে আ’লীগের মনোনয়ন পেলেন যারা

আকিব মাহমুদ,বরিশাল: বরিশাল আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩০ আসনে প্রার্থীর চূড়ান্ত মনোনয়নপত্র বিতরণ করেছে আ’লীগ। বাকি আসনগুলো মহাজোটের প্রার্থীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছে দলীয় সূত্র। তবে এসব বিষয়ে চূড়ান্ত ঘোষণা আগামীকাল সোমবার দেয়া হবে। গতকাল রবিবার আ’লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমকে এসব তথ্য জানান। তিনি জানান, কিছু কিছু আসনে টেকনিক্যাল কারণে দুইজনকে মনোনয়নপত্র দেয়া হয়েছে। পরে এসব বিষয় চূড়ান্ত করা হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত বরিশাল বিভাগ থেকে আ’লীগের মনোনয়ন পেলেন যারা— শ ম রেজাউল করিম (পিরোজপুর-১), অ্যাডভোকেট ধীরেন্দ্রচন্দ্র দেবনাথ শম্ভু (বরগুনা-১), শওকত হাচানুর রহমান রিমন (বরগুনা-২), এস এম শাহজাদা সাজু (পটুয়াখালী-৩), তোফায়েল আহমেদ (ভোলা-১), নুরুন্নবী চৌধুরী শাওন (ভোলা-৩), আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (ভোলা-৪), আবুল হাসানাত আবদুল্লাহ (বরিশাল-১), অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস (বরিশাল-২), পংকজ দেবনাথ (বরিশাল-৪), জেবুন্নেছা আফরোজ (বরিশাল-৫), আমির হোসেন আমু (ঝালকাঠি-২)।

 

বরিশাল-১ আসন: ন্যাশনাল পিপলস্ পার্টির প্রার্থী হলেন সাংবাদিক তুহিন

নিজস্ব প্রতিবেদক: আসন্ন একাদশ জাতীয় সংসদের বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি)’র দলীয় মনোনয়ন পত্র নিয়েছেন সাংবাদিক মোঃ তুহিন ওরফে টি এম তুহিন। তিনি তার ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে জড়িত রয়েছেন। তিনি তার কর্মী-সমর্থকদের নিয়ে পাড়া-মহল্লায় গনসংযোগ চালিয়ে যাচ্ছেন। নিজের যোগ্যতা আর দলের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে গৌরনদী-আগৈলঝাড়া উপজেলাকে উন্নয়নের মডেলে রূপান্তর করতে চান তিনি। সাংবাদিক মোঃ তুহিন ওরফে টি এম তুহিন বলেন, জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে আছি। মানবকল্যানে কাজ করে যাচ্ছি। তুহিন এর আগে বরিশালের গৌরনদী পৌরসভায় মেয়র পদেও প্রার্থী ছিলেন।

বরিশাল- ৫ আসনে বাম গনতান্ত্রিক জোটের প্রার্থী ঘোষনা

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদনা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড অধ্যাপক আবদুস সাত্তারকে এ আসনের প্রার্থী হিসেবে ঘোষনা করা হয়।
আজ শনিবার দুপুর ১২টায় বরিশাল নগরের সদররোডস্থ অনামিলেন বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগের কার্যালয়ে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনের আয়োজন করে বাম গনতান্ত্রিক জোট বরিশাল জেলা পরিচালনা পরিষদ।
সংবাদ সম্মেলনে বাম গনতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা: মনিষা চক্রবর্তী লিখিত বক্তব্যের মাধমে বাম গনতান্ত্রিক জোটের প্রার্থীর নাম ঘোষনা করেন। একই সাথে বাম গনতান্ত্রিক জোটের এই প্রার্থী কোদাল মার্কা নিয়ে নির্বাচনে অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে ডা: মনিষা চক্রবর্তী বলেন, গত কয়েক বছর ধরে নির্বাচনী ব্যবস্থার উপর গন-অনাস্থা কেবল বৃদ্ধি পেয়েই চলছে। ২০১৪ সালের ৫ জানুয়ারী বিতর্কিত নির্বাচনের পর এই পরিস্থিতির কেবল ক্রমাবনতি ঘটে চলছে।
তিনি বলেন, এই প্রহশনের নির্বাচনের পর অবাধ, মুক্ত ও নিরাপদ পরিবেশে মানুষ ভোটাধিকার থেকে ধারাবাহিকভাবে বঞ্চিত হয়ে আসছে। বরিশাল সিটি কপোরেশন নির্বাচন যার সর্বশেষ নজির।
তিনি অভিযোগ করে বলেন, সরকার ও সরকারী দলের রাজনৈতিক ইচ্ছা অনুযায়ী ভূমিকা পালন করতে যেয়ে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন তার দায়িত্ব ও মর্যাদা ভুলুন্ঠিত করছে।
তিনি আরো অভিযোগ করে বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকারী দল ও জোটের প্রার্থীরা যখন সভা, সমাবেশ , গনসংযোগ, গনমিছিল, শো ডাউন অব্যাহত রেখেছেন তখনও বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতা কর্মীদের বিরুদ্ধে হয়রানী মুলক মিথ্যা মামলা , গ্রেফতার, খুন, গুম অব্যহত রয়েছে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মনিষা চক্রবর্তী বলেন, আমরা নির্বাচনের শেষ পর্যন্ত মাঠে থাকবো। জনগনের ভোটের অধিকার নিশ্চিত করে তাদের ভেটের অধিকার ফিরিয়ে দেবো। গনমানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের অংশ হিসেবে আমরা একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য লড়াই করছি।
নির্বাচনে সেনা মোতায়েন ও তাদের যথাযথ ক্ষমতা প্রয়োগের বিষয়ে তিনি বলেন আমরা চাই সেনাবাহীনিকে নির্বাচনে দেয়া হোক। যাতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বরিশাল সদর ০৫ আসনের বাম গনতান্ত্রিক জোটের প্রার্থী অধ্যাপক আবদুস সত্তার বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি অংশ নিচ্ছি। আমি চাই মানুষ তাদের ভোটাধিকার সুষ্ঠু ভাবে প্রয়োগ করতে পারে। নির্বাচনে আমি শেষ পর্যন্ত মাঠে থাকবো। নির্বাচনে ইভিএম নিয়ে আমরা দ্বি-মত প্রশোন করি। এতে নির্বাচন ব্যহত হতে পারে। যত বাধা, হুমকী আসুক না কেন আমরা নির্বাচন বর্জন করবো না।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বরিশাল সদর ০৫ আসনের সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদনা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড অধ্যাপক আবদুস সাত্তার, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট এ.কে.আজাদ, বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক অধ্যাপক মো: জলিলুর রহমান, গনসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার সদস্য সচিব হারুনুর রশিদ মাহমুদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টিবরিশাল জেলা সাধারন সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি’র জেলা সদস্য অধ্যাপক নৃপেন্দ্রনাথ বাড়ৈ, গনসংহতি আন্দোল বরিশাল জেলা সদস্য বদরুদ্দোজা সৈকত প্রমুখ।
সংবাদ সম্মেলনে বাম গনতান্ত্রিক জোটের প্রার্থী কমরেড অধ্যাপক আবদুস সাত্তারের পরিচিতি তুলে ধরা হয়। তিনি বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদনা মন্ডলীর সদস্য। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বেইজ কমান্ডার হিসেবে ভুমিকা পালন করেন। তিনি জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন ও সুন্দরবন রক্ষার আন্দোলনে নেতৃত্বের ভুমিকা পালন করেন।

 

ভোলা-৩ আসনে ব্যাপক আলোচনায় আইনজিবী নেতা কামাল

ভোলা প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশেই উৎসবমুখর পরিবেশ চলছে।নির্বাচনী উত্তাপ আর আমেজে পিছিয়ে নেই নদী বেস্টিত দ্বীপ জেলা ভোলার সংসদীয় আসন-১১৭ ভোলা-৩ লালমোহন ও তজুমুদ্দিনের ভোটাররা।ভোলা-৩ আসনে আ’লীগের ৯ জন স্বতন্ত্র-১ জন জাতীয় পার্টির-৩ জন,ইসলামী আন্দোলন হতে-১ জন ও বিএনপি হতে ৫ জন তাদের দলীয় মনোনয়ন ফরম ক্রয় করে জমা দিয়ে চুড়ান্ত মনোনয়নের অপেক্ষায় রয়েছেন।বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্য বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আলহাজ্ব মেজর অবঃ হাফিজ উদ্দীন আহম্মেদ বীর বিক্রম, জাতীয়তাবাদী আইনজিবী ফোরাম সুপ্রীম কোর্ট শাখার যুগ্ন সাধারন সম্পাদক,বার কাউন্সিলের সাবেক নির্বাচিত সদস্য আইনজিবী নেতা আ্যাডঃকামাল হোসেন,সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক রুহুল আমীন বাবলু ও জাসাস নেতা সাইদুল ইসলাম মিলন(সাবেক পৌর কাউন্সিলর) চরভুতা ইউপি চেয়ারম্যান আকতারুজ্জামান টিটব মনোনয়ন জমা দিয়েছেন। বিএনপির অন্যান্য প্রার্থীদের মধ্য হতে ব্যাপক আলোচনায় এসেছেন সুপ্রীমকোর্টের মেধাবী আইনজিবী নেতা আ্যাডঃকামাল হোসেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের তুখোড় ছাত্রনেতা সৎ ও ক্লিন ইমেজধারী আইনজিবী কামাল মনোনয়ন জমা দেওয়ায় লালমোহন ও তজুমুদ্দিনের সাধারন নেতা কর্মী সমর্থকরা চায়ের দোকান হতে শুরু করে দলীয় অফিস পর্যন্ত সর্বত্রই তাকে নিয়ে আলোচনায় মেতেছেন।আইন পেশায় সারা বাংলাদেশেই তার রয়েছে যথেস্ট সুনাম ও খ্যাতি। চাঞ্চল্যকর বহু মামলা মোকাবেলা করে মিডিয়ায় অনেকবার আলোচিত হয়েছেন।সুপ্রীম কোর্ট অঙ্গনেও তার রয়েছে উজ্জল ভাবমুর্তি। বিভিন্ন জেলার দলীয় নেতা কর্মীদের মিথ্যা মামলায় আইনী সহায়তা দিয়ে জাতীয়তাবাদী আইনজিবী ফোরামের নেতা হিসেবে নিজের দায়িত্ব পালন করে বিএনপির হাইকমান্ডের অনেক নেতার আস্থা অর্জন করে নিয়েছেন। নিজ এলাকার সাধারন নেতাকর্মী সমর্থক সহ গনমাধ্যম কর্মীদের সাথেও ভাল যোগাযোগ রাখছেন।তার মনোনয়ন জমা দেওয়ার খবর  নিজ জম্মভুমি লালমোহনের বদরপুর ইউনিয়নে ছড়িয়ে পড়লে নিজ এলাকার মানুষের মধ্যও বিরাজ করে আনন্দের ঢেউ।দলীয় ভেদাভেদ ভুলে সকলে তাকে অভিনন্দনে সিক্ত করছে। অনলাইনে তার অনুসারী বিএনপির  নেতা কর্মী সমর্থকরা তার সংবাদ শেয়ার করছেন। আইনজিবী কামাল সাংবাদিকদের সাথে সর্বশেষ তার অবস্থান ব্যাখ্যা করে বলেন,দেশ আজ এক ক্রান্তিকালের মধ্য এগিয়ে যাচ্ছে। জাতীয়তাবাদী দল বিএনপির এই সংকটময় মুহুর্তে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন তা আমাদের সকলকে মেনে চলতে হবে।আমি দেশের স্বার্থে,বিএনপির স্বার্থে,আমার ব্যক্তিস্বার্থ জলাঞ্জলী দিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় যে কোন ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছি। জনগনের ভোটাধিকার ও গনতন্ত্রের আপোষহীন কান্ডারী বিএনপির চেয়ারপার্সন বেগম জিয়াকে মুক্ত করার আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে যাচ্ছি। আমি মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে সংঘাতময় রাজনীতি হতে রাজনৈতিক সহাবস্থান হিসেবে লালমোহনকে গড়ে তুলব।শিক্ষা,স্বাস্থ্য ও নদীভাঙ্গনকে অগ্রাধিকার দিয়ে একটি সমৃদ্ধ উপজেলা হিসেবে লালমোহন তজুমুদ্দিনকে গড়ে তুলব। ভোলা-৩ আসনে আমার শ্রদ্ধাভাজন মেজর অবঃ হাফিজ ভাই ছয়বার এমপি ছিলেন। এ আসনটি পুনরুদ্ধারে বিএনপির হাইকমান্ড যাকে মনোনয়নের যোগ্য বিবেচনা করবে আমি তার পক্ষেই মাঠে কাজ করব।

বরিশালে আচরণবিধি ভঙ্গ করে হাতপাখার প্রার্থীর মনোনয়ন দাখিল

নিজস্ব প্রতিবেদক: মনোনয়নপত্র দাখিলের শুরুতেই নির্বাচন কমিশনের নির্বাচনী আচরণবিধি অমান্য করে দলীয় প্রতীক নিয়ে প্রচারণার মাধ্যমে নেতা কর্মীদের নিয়ে উপজেলা সদরে শো-ডাউন করে বরিশাল-১ (আগৈলঝাড়া-গৌরনদী) আসনে মনোয়নপত্র দাখিল করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মো. রাসেল সরদার।
বৃহস্পতিবার সকালে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে নির্বাচন কমিশনের আচরণবিধি লংঘন করে তাঁর দলীয় প্রতীক হাতপাখা নিয়ে উপজেলা সদরে শোডাউনের মাধ্যমে প্রচারণা চালিয়ে নিজের মনোনয়নপত্র দাখিল করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মো. রাসেল সরদার। শোডাউন শেষে সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান উপস্থিত ছিলেন।
নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমানের কাছে প্রার্থীর আচরন বিধি লংঘন করায় কি ব্যবস্থা নেয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি সহকারী রিটার্নিং অফিসারের এখতিয়ারভুক্ত।
সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস বলেন, আচরনবিধি লংঘনের বিষয়টি তার গোচরীভুত হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবারই প্রার্থীকে তার কার্যালয়ে শতর্ক করা হয়েছে, তার পরেও ওই দিনই চিঠি প্রেরণ করা হয়েছে। পরবর্তিতে আচরণবিধি লংঘন হলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়ার হবে বলেও জানান তিনি।

বরিশাল ৫ আসন: মনোনয়ন পত্র দাখিল করলেন বিএনপির বাচ্চু

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় একাদশ নির্বাচনে বরিশাল সদর (৫) আসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীর্ষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী বরিশাল সদর উপজেলা বিএনপি সভাপতি এ্যাড. এনায়েত হোসেন বাচ্চু দলীয় কার্যলয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
গতকাল শুক্রবার বিকালে বিএনপি পল্টনস্থ দলীয় কার্য়লয়ে বরিশাল বিভাগের মনোয়ন পত্র গ্রহন করার কাজে নিয়োজিত কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রওনাকুল ইসলাম টিুপুর হাতে তার মনোনয়ন পত্রের ফরম জমা দেন।

এর পর্বে এ্যাড. এনায়েত হোসেন বাচ্চু তার দলীয় সমর্থক নেতা-কর্মীদের নিয়ে মিছিল সহকারে দলীয় অফিসে যায়।
এনায়েত হোসেন বাচ্চু দীর্ঘদিন যাবত বিএনপি’র রাজনীতির সাথে জড়িত থাকার পাশাপাশি সে বরিশাল সদর উপজেলা বিএনপি’র সভাপতি পদে রয়েছেন।

 

বরিশালের ৫জন সহ আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন না যে ৭০ জন

নিজস্ব প্রতিবেদকঃ বার্ধক্য ,অসুস্থ্যতা,দূর্নীতি,স্বজনপ্রীতি,বিতর্কিত কর্মকান্ড, নেতা কর্মীদের সঙ্গে দূর্ব্যাবহার, জামাত -বিএনপির সাথে সখ্যতা, সন্ত্রাসী লালন এসব কারনে মনোনয়ন পাচ্ছেন না আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এসব এমপিরা।

আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম ঠাকুরগাও-২
মনরঞ্জনশীল গোপাল, দিনাজপুর -১
মোঃ শিবলি সাদিক, দিনাজপুর -৬
মোঃ আফতাব উদ্দিন ,সরকার নীলফামারী-১
মোঃ মোতাহার হোসেন, লালমনিরহাট -১
মোঃ এ এস এম সাইফ, দুলাল  -৩
একে এম আহসানুল হক, চৌধুরী -২
ইউনুস আলী সরকার,- গাইবান্ধা -৩
শামসুল আলম দুদু,- জয়পুরহাট – ১
মোঃ হাবিবুর রহমান, বগুরা -৫
মোঃ গোলাম রাব্বানী, চাপাইনবাবগঞ্জ -১
মোঃ গোলাম মস্তফা বিশ্বাস, চাপাইনবাবগঞ্জ -২
মোঃ আবদুল ওয়াদুদ, চাপাইনবাবগঞ্জ -৩
মোঃ শহীদুজ্জামান সরকার, নওগা – ২
মোঃ ইমাজ উদ্দিন প্রামানিক, নওগা -৪
মোঃ আবদুল মালেক, নওগা – ৫
ওমর ফারুক চৌধুরী, রাজশাহী -১
মোঃ আয়েন উদ্দিন, রাজশাহী -৩
মোঃ আবদুল ওয়াদুদ, রাজশাহী -৫
আবুল কালাম আজাদ, নাটোর – ১
মোঃ শফিকুল ইসলাম শিমুল, নাটোর -২
গাজী ম.ম. আমজাদ হোসেন মিলন, সিরাজগঞ্জ -৩
আবদুল জলিল মন্ডল, সিরাজগঞ্জ – ৫
মোঃ হাসিবুর রহমান স্বপন,- সিরাজগঞ্জ -৬
শামসুল হক টুকু, পাবনা -১
মোঃ মকবুল হোসেন, পাবনা -৩
শামসুর রহমান শরীফ দিলু, পাবনা – ৪
মোঃ ফরহাদ হোসেন মেহেরপুর, – ১
আবদুর রউফ কুষ্টিয়া, – ৪
সোলায়মান হক জোয়ার্দার সেলুন, চুয়াডাঙ্গা – ১
মো আবদুল হাই, ঝিনাইদহ – ৪
এটিএম ওহাব, মাগুরা – ১
মোঃ কবিরুল হক মুক্তি, নড়াইল -১
শেখ হাফিজুর রহমান, নড়াইল – ২
মোঃ মোজাম্মেল হোসেন,বাগেরহাট – ৪
পঞ্চানন বিশ্বাস, খুলনা – ১
মোঃ মিজানুর রহমান, খুলনা – ২
ধীরেন্দ্রনাথ দেবনাথ শম্ভু, বরগুনা –  ১
শওকত হাসানুর রহমান রিমন, বরগুনা -২
আলী আজম মুকুল, ভোলা -২
একে এম এ আউয়াল (সাইদুর রহমান), পিরোজপুর -১
বজলুল হক হারুন, ঝালকাঠি – ১
আমানুর রহমান খান রানা, টাঙ্গাইল -৩
খন্দকার আবদুল বাতেন, টাঙ্গাইল -৬
মোঃ শরীফ আহমেদ, ময়মনসিংহ -২
মোঃ মোসলেম উদ্দিন, ময়মনসিংহ – ৬
সৈয়দ আশরাফুল ইসলাম ,কিশোরগঞ্জ -১
মোঃ সোহরাব উদ্দিন, কিশোরগঞ্জ – ২
মোঃ আসলামুল হক, ঢাকা – ১৪
মোঃ ইলিয়াস উদ্দিন, মোল্লা ঢাকা – ১৬
এডভোকেট সাহারা খাতুন, ঢাকা -১৮
ডা. এনামুর রহমান, ঢাকা -১৯
এডভোকেট রহমত আলী, গাজীপুর -৩
মোঃ আবদুর রহমান, ফরিদপুর – ১
শওকত আলী, শরীয়তপুর -২
সৈয়দা সাজেদা চৌধুরী,- ফরিদপুর -৩
মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ -১
আবুল মাল আবদুল মুহিত, সিলেট -১
মাহামুদ উস সামাদ চৌধুরী, সিলেট -৩
মোঃ শাহাব উদ্দিন, মৌলভীবাজার -১
সৈয়দা সায়েরা মহসীন, মৌলভীবাজার -৩
মোঃ আবদুল মজীদ খান, হবিগঞ্জ -২
মাহাবুব আলী, হবিগঞ্জ -৪
ডা দীপু মনি, চাঁদপুর -৩
দিদারুল আলম, চট্টগ্রাম -৪
এম এ লতিফ, চট্টগ্রাম -১১
আবু রেজা মোহাম্মাদ নিজাম উদ্দিন নদভী, চট্টগ্রাম -১৫
আবদুর রহমান বদী, কক্সবাজার -৪

বরিশাল বিভাগের ১০ আসনের প্রার্থী চুড়ান্ত: ১১ আসন নিয়ে চিন্তিত মহাজোট

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বাধীন দুই জোটে বিভক্ত হয়ে রাজনৈতিক ভাবে ভোটের লড়াইতে নামছে মহাজোট ও জাতীয় ঐক্যফ্রন্ট। ইতিমধ্যে আওয়ামী লীগ মনোনয়ন ফরম বিক্রি ও জমাদানের কাজ শেষ করেছে। বিএনপি, জাতীয় পার্টি, জাতীয় ঐক্যফ্রন্ট ও বি চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট। বরিশাল বিভাগে ২১ টি আসনের মধ্যে আআওয়ামীলীগের বর্তমান এমপি রয়েছেন ১৬ জন, জাপার ৩ জন, ওয়াকার্স পার্টির ১জন ও জেপির ১ জন। মহাজোট মুল দল আওয়ামী লীগের মনোনায়ন ফরম কিনেছেন ৩শতাধিক নেতা। আগামীকাল থেকে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহন করবে আওয়ামী লীগ নির্বাচনী মনোনয়ন বোর্ড। তবে বিভিন্ন সুত্রের খবরে জানাগেছে বরিশাল বিভাগের ১০ আসনে প্রার্থী চুড়ান্ত করেছে মহাজোট এর মধ্যে আটজনের আসন চুড়ান্ত হলেও ২ জনকে কোন আসনে মনোনয়ন দেয়া হবে তা নিশ্চিত করা হয়নি। চুড়ান্ত ১০ জনের মধ্যে সাবেক চীফ হুইপ ও পার্বত্য ভুমি কমিশনের চেয়ারম্যান ( কেবিনেট মন্ত্রীর মর্যাদায়) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ বরিশাল ০১, জেবুন্নেসা আফরোজ বরিশাল ০৫, শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু ঝালকাঠি ০২, জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর ০২, তোফায়েল আহমেদ ভোলা ০১/ ০২ এর যেকোনো একটিতে, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ভোলা ০৪, জাতীয় সংসদের চীফ হুইপ আ স ম ফিরোজ পটুয়াখালী ০২, সাবেক প্রতিমন্ত্রী আ খ মো জাহাঙ্গীর হোসাইন পটুয়াখালী ০৩, ও জাপা মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার বরিশাল ০৬ / পটুয়াখালী ০১ অথবা পটুয়াখালী ০৪ এর যেকোন একটি ডা. রুস্তম আলী ফরাজী জাপা এরশাদ পিরোজপুর ০৩ । বাকি ১১ আসনের প্রার্থী মনোনায়ন নিয়ে চিন্তিত মহাজোট এর মধ্য বরিশাল ০৩ ( বাবুগঞ্জ – মুলাদী) আসনে মহাজোট থেকে কোন প্রার্থী না দিয়ে উন্মুক্ত রাখা হতে পারে। এ আসনের বর্তমান সাংসদ ওয়াকার্স পার্টির শেখ টিপু সুলতান। এ আসনটি নবম সংসদে জাপার দখলে ছিল। জাপার প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু। এই আসনটি জাপা ও ওয়াকার্স পার্টি দাবী করেছে তবে ছাড় দিতে নারাজ আওয়ামী লীগ আবার ওয়াকার্স পার্টিতে রয়েছে আভ্যন্তরীণ কোন্দল। বরিশাল ০২ আসনের বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো: ইউনুস, তিনি গৌরনদীর বাসিন্দা। তাই তাকে ছাড় দিতে চায়না স্হানীয় আওয়ামী লীগ। এ আসনে মনোনয়ন পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন হেভিওয়েট আরো ৬ প্রার্থী। বরিশাল ০৪ আসনে বর্তমান এমপি স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ তবে এখানে দলীয় কোন্দল রয়েছে সেক্ষেত্রে মনোনয়নের দাবীদার হেভিওয়েট আরো চারজন। বরিশাল ০৬ আসনের বর্তমান এমপি জাপার নাসরিন জাহান রত্না তবে এবার তিনি মনোনয়ন নাও পেতে পারেন। আভ্যন্তরীণ কোন্দল, দূর্নীতি ও স্বজনপ্রীতির কারনে সমালোচিত পিরোজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি বর্তমান এমপি এ কে এম এ আউয়ালের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে এ আসনে আওয়ামীলীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম অথবা সাবেক ছাত্রনেতা সাজ্জাদ সাকীব বাদশা মনোনয়ন পেতে পারেন। বরগুনা ০১ আসনে মনোনয়ন প্রত্যাশী ৫২ জন, এ আসনের বর্তমান এমপি জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথের বিরুদ্ধে প্রায় সব নেতা। এ আসনে আলোচনার শীর্ষে রয়েছে ২০০১ সালের উপ নির্বাচনের প্রার্থী গোলাম সরোয়ার ফোরকান। বরগুনা ০২ আসনের বর্তমান এমপি শওকত হাসানুর রহমান রিমন, তার পরিবারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ বিতর্কিত ভুমিকার কারনে তিন উপজেলার সকল নেতা কর্মী তার বিরুদ্ধে, এ আসনে মনোনয়ন পেতে পারেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড ধীরেন্দ্র দেবনাথ শম্ভু তবে এই আসনের সাবেক সাংসদ নুরুল ইসলাম মনির যুক্তফ্রন্টে যোগদানের গুঞ্জন রয়েছে যদি শেষ পর্যন্ত সেটা হয় সেক্ষেত্রে এ আসনটি দাবী করবে তারা। পটুয়াখালী ০১ আসনে যদি জাপার এবিএম রুহুল আমিন হাওলাদারকে মনোনায়ন না দেয়া হয় সেক্ষেত্রে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শাহজাহান মিয়া অথবা কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন দুজনের যেকোনো একজন মনোনয়ন পাবেন। পটুয়াখালী ০৪ আসনে মনোনয়ন প্রত্যাশী ৩২ জন, বর্তমান সাংসদ সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার এ আসনটি জাপা মহিসচিব রুহুল আমিন হাওলাদারও দাবী করছে তবে এ আসনে মনোনয়ন পেতে পারেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাদারীপুর ৩ আসনের বর্তমান সাংসদ কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম তাকে এখান থেকে নির্বাচন করার দাবী জানিয়েছেন স্হানীয় নেতা কর্মিরা। ঝালকাঠি ০১ আসনের বর্তমান সাংসদ বজলুল হক হারুন, মুক্তিযুদ্ধে তার পরিবারের বিতর্কিত ভুমিকা ও জামায়াত লালনের অভিযোগে তিনি মনোনয়ন নাও পেতে পারেন। ভোলা ০২ আসনের বর্তমান সাংসদ আলী আজম মুকুল এই আসনে প্রার্থী মনোনয়ন নিয়ে চমক থাকতে পারে। ভোলা ০৩ আসনের বর্তমান সাংসদ নুরুন নবী চৌধুরী শাওন তবে এবার মনোনয়ন পেতে পারেন সাবেক সাংসদ মেজর অবসরপ্রাপ্ত জসিম উদ্দিন।

বরগুনা-১ আসন: আওয়ামী লীগে মনোনয়ন দৌড়ে এগিয়ে দেলোয়ার হোসেন

আরিফ রহমান: আওয়ামী লীগের আভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত বরগুনা সদর, আমতলী এবং তালতলী উপজেলা নিয়ে গঠিত ১০৯ বরগুনা-১ আসন। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত বরগুনা সদর এবং বেতাগী নিয়ে গঠিত ছিল বরগুনা-১ আসন।
স্বাধীনতা পরবর্তী সময়ে এরশাদের শাসনামল এবং ১৯৯৬ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালীন অবস্থায় নির্বাচন ব্যতীত প্রতিটি সংসদ নির্বাচনেই এ আসন থেকে জয় লাভ করেছে আওয়ামী লীগ। আর এ কারণেই দ্বিতীয় গোপালগঞ্জ হিসেবে আখ্যা পেয়েছে বরগুনা-১ আসন। এই আসনের বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি চারবারের নির্বাচিত এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। তিনি ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলীয় বিদ্রোহী প্রার্থী দেলোয়ার হোসেনের কাছে পরাজিত হন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত বরগুনা-১ আসন আবারও রেকর্ড গড়েছে আওয়ামী লীগের মনোনয়নপত্র ক্রয়ে। দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে বরগুনা-১ আসনে আওয়ামী লীগের সর্বোচ্চ সংখ্যক ৫২ জন মনোনয়ন প্রত্যাশী মনোনয়নপত্র ক্রয় করেছেন। বরগুনা-১ আসনের বর্তমান সংসদ সদস্য ও জেলা আ.লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবীর, এ আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ২০০১ সালের উপ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী গোলাম সরোয়ার ফোরকান, জেলা আ. লীগের সহ-সভাপতি হুমায়ূন কবীর ও গোলাম মোস্তফা, বরগুনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস হোসেন মন্টু, জেলা যুবলীগের সভাপতি ও জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব মৃধা, আ.লীগের কেন্দ্রীয় উপ-কমিটির কৃষিবিষয়ক সহ-সম্পাদক মশিউর রহমান শিহাব, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু, রইসুল আলম রিপন, বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম মো. সিদ্দিকুর রহমানের জ্যেষ্ঠ কন্যা সোহেলী পারভিন মনি, আ.লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও সাবেক ছাত্র নেতা খলিলুর রহমান, বরগুনা সদর উপজেলা আ.লীগ সভাপতি ও বরগুনা সদর উপজেলা বুড়িরচর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মাদ ওলি উল্লাহ ওলি এবং জেলা আ.লীগ সদস্য মনিরুজ্জামান নসা, বরগুনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরান হোসেন রাসেল ফরায়েজী প্রমুখ।
আমতলী পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান, আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম দেলোয়ার হোসেন, বরগুনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম তালুকদারের স্ত্রী জাকিয়া এলিচ প্রমুখ। তালতলী উপজেলা যুবলীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মিন্টু ও তালতলী উপজেলা আ.লীগ নেতা ফজলুল হক জোমাদ্দার।
এছাড়াও বরগুনা-১ আসনে আ.লীগের মনোনয়ন ক্রয়কারীদের মধ্যে রয়েছেন, ঢাকায় বসবাসরত সাবেক ছাত্রলীগ ও যুব নেতাদের মধ্যে মিজানুর রহমান মিজান, আবদুস সোবাহান খান, আবদুস সোবাহান লিটন, মামুদুর রহমান নিরু প্রমুখ। আভ্যন্তরীণ কোন্দলের কারনে বর্তমান সংসদ সদস্য চারবারের এমপি ধীরেন্দ্রনাথ শম্ভু এবার কঠিন চ্যালেঞ্জের মুখে এ আসনের মনোনায়ন প্রত্যাশী প্রায় সকল নেতাই তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। দীর্ঘ সময় সংসদ সদস্য থাকার পরও এলাকায় তেমন উন্নয়ন না হওয়া, দূর্নীতি, সন্ত্রাস, মাদক ব্যবসায় তার পরিবারের যুক্ত থাকার অভিযোগ থাকায় তাকে নিয়ে সমস্যায় পরেছে হাইকমান্ড। অন্যদিকে এ আসনে বর্তমান সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমে এসেছে। সাবেক সাংসদ, জেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন এছাড়া কারও নির্বাচনী বৈতরণি পার হওয়ার মত জনপ্রিয়তা নাই। আবার ধীরেন্দ্র নাথ শম্ভুকে মনোনয়ন দিলে ভোটের মাঠের বিরোধীতা করবে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সহ সিংহভাগ নেতাকর্মি।সেই দিক থেকে দুই গ্রুপের কাছেই গ্রহন যোগ্য জনপ্রিয়তা সব দিক দিয়ে এগিয়ে দেলোয়ার হোসেন। তাছাড়া বিএনপির যদি সাবেক সংসদ মতিয়ার রহমান তালুকদার মনোনায়ন দেয় তাহলে ভোটের মাঠে কঠিন সমস্যায় পরতে হবে আওয়ামী লীগকে। বিএনপির অবস্থান ভাল আমতলী ও তালতলী উপজেলায় কিন্তু আওয়ামী লীগের প্রার্থী দেলোয়ার হোসেন মনোনয়ন পেলে সে হিসাব পাল্টে যাবে। ‘আমতলী তালতলী,বরগুনার দল মত নির্বিশেষে শতকরা ৮০ ভাগ মানুষ দেলোয়ার হোসেন এর পক্ষে।দক্ষিনের এই জেলা দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত সেক্ষেত্রে বড় দুই জোটের যে প্রার্থী হবে তাকেই ভোট দেবে সাধারণ মানুষ। তাছাড়া ২০০১-২০০৬ সালের জাতীয় নির্বাচনের দোলায়ার হোসেন বিপুল ভোটে জয় লাভ করে।যখন আওয়ামীলীগের চরম কঠিন সময় পার করতেছিলো।তাছাড়া পচাত্তর পরবর্তী সময়ে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে যে আন্দোলন হয়েছিলো তাতে মুখ্য ভূমিকা রেখেছেন দেলোয়ার হোসেন।দেলোয়ার হোসেন ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, জেলা চেয়ারম্যান ও এক বার এম.পি হিসেবে জনপ্রতিনিধি থাকলেও তার বিরুদ্ধে দুর্নীতির কোন আচড় লাগাতে পারেন নি।সারা বাংলাদেশেই মুজিবাদার্শের মূর্ত প্রতীক হিসেবে পরিচিত এই দেলোয়ার হোসেন।জনমত জরিপেও এগিয়ে রয়েছেন বলে নিশ্চিত করেছে সরকারি, বেসরকারি কয়েকটি সংস্থা।সব দিক বিবেচনায় নৌকার মাঝি হওয়ার ক্ষেত্রে সর্বাধিক এগিয়ে দেলোয়ার হোসেন।

বরগুনা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন ৫২জন

আকিব মাহমুদ: চার দিনে তিনশ’ আসনের জন্য ৪ হাজার ২৩ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

আজ সোমবার রাতে সংবাদ সম্মেলন এ তথ্য জানান তিনি।

মাহবুব-উল-আলম হানিফ জানান, বরগুনা-১ আসনে আওয়ামী লীগের ৫২টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এ আসন থেকেই আওয়ামী লীগের তহবিলে যোগ হলো ৫২*৩০,০০০= ১৫ লাখ ৬০ হাজার টাকা। সবচেয়ে বেশি মনোনয়ন বিক্রি বরগুনা ১ আসনে।

একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর গত শুক্রবার থেকে টানা চার দিন মনোনয়ন ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।