ভোলা-৩ আসনে ব্যাপক আলোচনায় আইনজিবী নেতা কামাল

ভোলা প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশেই উৎসবমুখর পরিবেশ চলছে।নির্বাচনী উত্তাপ আর আমেজে পিছিয়ে নেই নদী বেস্টিত দ্বীপ জেলা ভোলার সংসদীয় আসন-১১৭ ভোলা-৩ লালমোহন ও তজুমুদ্দিনের ভোটাররা।ভোলা-৩ আসনে আ’লীগের ৯ জন স্বতন্ত্র-১ জন জাতীয় পার্টির-৩ জন,ইসলামী আন্দোলন হতে-১ জন ও বিএনপি হতে ৫ জন তাদের দলীয় মনোনয়ন ফরম ক্রয় করে জমা দিয়ে চুড়ান্ত মনোনয়নের অপেক্ষায় রয়েছেন।বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্য বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আলহাজ্ব মেজর অবঃ হাফিজ উদ্দীন আহম্মেদ বীর বিক্রম, জাতীয়তাবাদী আইনজিবী ফোরাম সুপ্রীম কোর্ট শাখার যুগ্ন সাধারন সম্পাদক,বার কাউন্সিলের সাবেক নির্বাচিত সদস্য আইনজিবী নেতা আ্যাডঃকামাল হোসেন,সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক রুহুল আমীন বাবলু ও জাসাস নেতা সাইদুল ইসলাম মিলন(সাবেক পৌর কাউন্সিলর) চরভুতা ইউপি চেয়ারম্যান আকতারুজ্জামান টিটব মনোনয়ন জমা দিয়েছেন। বিএনপির অন্যান্য প্রার্থীদের মধ্য হতে ব্যাপক আলোচনায় এসেছেন সুপ্রীমকোর্টের মেধাবী আইনজিবী নেতা আ্যাডঃকামাল হোসেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের তুখোড় ছাত্রনেতা সৎ ও ক্লিন ইমেজধারী আইনজিবী কামাল মনোনয়ন জমা দেওয়ায় লালমোহন ও তজুমুদ্দিনের সাধারন নেতা কর্মী সমর্থকরা চায়ের দোকান হতে শুরু করে দলীয় অফিস পর্যন্ত সর্বত্রই তাকে নিয়ে আলোচনায় মেতেছেন।আইন পেশায় সারা বাংলাদেশেই তার রয়েছে যথেস্ট সুনাম ও খ্যাতি। চাঞ্চল্যকর বহু মামলা মোকাবেলা করে মিডিয়ায় অনেকবার আলোচিত হয়েছেন।সুপ্রীম কোর্ট অঙ্গনেও তার রয়েছে উজ্জল ভাবমুর্তি। বিভিন্ন জেলার দলীয় নেতা কর্মীদের মিথ্যা মামলায় আইনী সহায়তা দিয়ে জাতীয়তাবাদী আইনজিবী ফোরামের নেতা হিসেবে নিজের দায়িত্ব পালন করে বিএনপির হাইকমান্ডের অনেক নেতার আস্থা অর্জন করে নিয়েছেন। নিজ এলাকার সাধারন নেতাকর্মী সমর্থক সহ গনমাধ্যম কর্মীদের সাথেও ভাল যোগাযোগ রাখছেন।তার মনোনয়ন জমা দেওয়ার খবর  নিজ জম্মভুমি লালমোহনের বদরপুর ইউনিয়নে ছড়িয়ে পড়লে নিজ এলাকার মানুষের মধ্যও বিরাজ করে আনন্দের ঢেউ।দলীয় ভেদাভেদ ভুলে সকলে তাকে অভিনন্দনে সিক্ত করছে। অনলাইনে তার অনুসারী বিএনপির  নেতা কর্মী সমর্থকরা তার সংবাদ শেয়ার করছেন। আইনজিবী কামাল সাংবাদিকদের সাথে সর্বশেষ তার অবস্থান ব্যাখ্যা করে বলেন,দেশ আজ এক ক্রান্তিকালের মধ্য এগিয়ে যাচ্ছে। জাতীয়তাবাদী দল বিএনপির এই সংকটময় মুহুর্তে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন তা আমাদের সকলকে মেনে চলতে হবে।আমি দেশের স্বার্থে,বিএনপির স্বার্থে,আমার ব্যক্তিস্বার্থ জলাঞ্জলী দিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় যে কোন ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছি। জনগনের ভোটাধিকার ও গনতন্ত্রের আপোষহীন কান্ডারী বিএনপির চেয়ারপার্সন বেগম জিয়াকে মুক্ত করার আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে যাচ্ছি। আমি মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে সংঘাতময় রাজনীতি হতে রাজনৈতিক সহাবস্থান হিসেবে লালমোহনকে গড়ে তুলব।শিক্ষা,স্বাস্থ্য ও নদীভাঙ্গনকে অগ্রাধিকার দিয়ে একটি সমৃদ্ধ উপজেলা হিসেবে লালমোহন তজুমুদ্দিনকে গড়ে তুলব। ভোলা-৩ আসনে আমার শ্রদ্ধাভাজন মেজর অবঃ হাফিজ ভাই ছয়বার এমপি ছিলেন। এ আসনটি পুনরুদ্ধারে বিএনপির হাইকমান্ড যাকে মনোনয়নের যোগ্য বিবেচনা করবে আমি তার পক্ষেই মাঠে কাজ করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *