চলতি বছরেই হবে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন

ডেস্ক রিপোর্ট:

আগামী ডিসেম্বরের মধ্যে দলের জাতীয় সম্মেলন করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘তৃণমূল পর্যায় থেকে উন্নয়ন করছি। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।’ আজ বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভায় সূচনা বক্তব্যে দলের সভাপতি শেখ হাসিনা এ কথা বলেন।

সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, ১৫ আগস্টের শহীদ ও প্রয়াত উপদেষ্টা পরিষদের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় তাঁদের সবার আত্মার মাগফিরাত কামনা করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘নির্বাচনি ইশতেহার ঘোষণা দিয়ে নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে আমরা সেটা (ইশতেহার) ভুলে যাই না। প্রতিবার বাজেট ঘোষণার সময় সেই ইশতেহার হাতে নিয়ে কতটুকু অর্জন করতে পারলাম, কতটুকু আমাদের সামনে করতে হবে, সেগুলো বিবেচনা করে সেভাবেই বাজেট করি।’

‘আমরা তৃণমূল থেকে উন্নয়ন করেছি’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। পদ্মা সেতু একটা চ্যালেঞ্জ ছিল। সততা ছিল বলেই এই চ্যালেঞ্জ নিতে পেরেছি। নিজের অর্থে সেই সেতু করেছি। ২৫ জুন উদ্বোধন করব, ইনশাল্লাহ।’

পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধে ড. ইউনূসের সংশ্লিষ্টতার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘ড. ইউনূস এটা করেছে শুধু গ্রামীণ ব্যাংকের এমডি পদের জন্য। ৭১ বছর বয়স পর্যন্ত ড. ইউনূস বেআইনিভাবে গ্রামীণ ব্যাংকের এমডি থেকেছে। এ নিয়ে মামলা করে সে হেরে যায়। বিশ্বব্যাংক তাঁর কথায় ফান্ড বন্ধ করে দেয়। পরে আমরা নিজস্ব অর্থায়নে করি। দেশের ৯০ ভাগ উন্নয়ন নিজস্ব অর্থায়নে করছি। বাংলাদেশ আজ বদলে গেছে।’

ব‌রিশালে সাংবা‌দিক অপূর্ব অপু‌র উপর হামলা ও অপহরণ চেষ্টায় উদ্বেগ প্রকাশ করেছেন সাত বি‌শিষ্টজন

বরিশাল প্রতিনিধি :ব‌রিশা‌লে সাংবা‌দিক অপূর্ব অপু‌র উপর হামলা ও অপহরণ চেষ্টায় উ‌দ্বেগ প্রকাশ ক‌রে‌ছেন সাত বি‌শিষ্টজন। তারা এই ঘটনায় জ‌ড়িত‌দের দ্রুত সম‌য়ের ম‌ধে‌্য গ্রেপ্তার ক‌রে দৃষ্টান্তমূলক শা‌স্তি দাবী ক‌রে‌ছেন এবং ভ‌বিষ‌্যতে যা‌তে গণমাধ‌্যমকর্মী‌দের সা‌থে এই ধর‌ণের ঘটনা না ঘ‌টে সেই ল‌ক্ষ্যে যথাযথ ব‌্যবস্থা নেওয়ার আহবান জা‌নি‌য়ে‌ছেন।

মঙ্গলবার দুপু‌রে সাংবা‌দিক‌দের কা‌ছে এই উ‌দ্বে‌গে‌র কথা জা‌নি‌য়েছেন তারা।

ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের ভাইস চ‌্যা‌ন্সেলর প্রফেসর ড. ছা‌দেকুল আ‌রে‌ফিন ব‌লেন, এক কথায় ঘটনা‌টি উ‌দ্বেগজনক। আমার ম‌ধে‌্য আশংকার জন্ম দি‌য়ে‌ছে। যারা এই ঘটনার সা‌থে জ‌ড়িত তা‌দের অন‌তি‌বিল‌ম্বে গ্রেপ্তার ক‌রে আই‌নের আওতায় আনার আহবান কর‌ছি আইন শৃঙ্খলা বা‌হিনীর কা‌ছে।

সরকা‌রি ব্রজ‌মোহন ক‌লে‌জের অধ‌্যক্ষ প্রফেসর ড. গোলাম কিব‌রিয়া ব‌লেন, যে সাংবাদি‌কের সা‌থে ঘটনা ঘ‌টে‌ছে তা‌কে আ‌মি বেশ ভা‌লো ক‌রেই চি‌নি। তার অ‌নেক সংবাদ ব‌রিশা‌লে প্রশংসা কু‌ড়ি‌য়ে‌ছে। তা‌কে অপহর‌ণের চেষ্টা করা সাংবাদিক ও সাংবা‌দিকতার জন‌্য হুম‌কি এবং আমা‌দের জন‌্য উ‌দ্বে‌গের। দ্রুত সম‌য়ের ম‌ধ্যে এই ঘটনার বিচার প্রয়োজন।

স‌চেতন নাগ‌রিক ক‌মি‌টি ব‌রিশা‌লের সভাপ‌তি অধ‌্যা‌পিকা শাহ সা‌জেদা ব‌লেন, রবিবার ন‌্যাক্কারজনক এক ঘটনা ঘ‌টে‌ছে ব‌রিশা‌লে। ব‌রিশা‌লের সাংবা‌দিকতায় অপহরণ চেষ্টার মত ঘটনা এটাই প্রথম। একজন গণমাধ‌্যমকর্মী‌কে প্রকা‌শ্যে অপহরণ চেষ্টা যারা ক‌রে‌ছে তা‌দের এবং তা‌দের পেছ‌নে য‌দি কেউ থে‌কে থা‌কে তাহ‌লে তাদেরও গ্রেপ্তার করা করা উ‌চিৎ দ্রুত।

ব‌রিশাল সাংস্কৃ‌তিক সংগঠন সমন্বয় পরিষ‌দের সভাপ‌তি নজমুল হো‌সেন আকাশ ব‌লেন, অপু ব‌রিশা‌লের একজন সাহসী সাংবা‌দিক। তি‌নি অ‌নেক ভা‌লো ভা‌লো রি‌পোর্ট করে‌ছেন। তা‌র উপর হামলা ও অপহরণ চেষ্টা স‌ত্যিই উ‌দ্বে‌গের।

বাংলা‌দেশ ক‌লেজ শিক্ষক স‌মিতি ব‌রিশাল বিভাগীয় সভাপ‌তি অধ‌্যাপক মহসিন উল ইসলাম হাবুল ব‌লেন, অপু‌ একজন পু‌রোপু‌রি সংবাদকর্মী। সে বি‌ভিন্ন টে‌লি‌ভিশন চ‌্যা‌নে‌লে সুনা‌মের সা‌থে কাজ ক‌রে‌ছে। তার উপর হামলা বা অপহরণ চেষ্টা হ‌য়ে‌ছে মা‌নে গণমাধ‌্যমের উপর হ‌য়ে‌ছে। মুক্ত গণমাধ‌্যম চর্চায় এই ঘটনা আশংকার ও উ‌দ্বে‌গের।

সংগঠক শুভংকর চক্রবর্তী ব‌লেন, যে সাংবা‌দি‌কের সা‌থে ঘটনা সে সারা‌দিনই পেশাগত কাজ নি‌য়েই ব‌্যস্ত থা‌কে। তা‌র কো‌নো নিউ‌জে ক্ষিপ্ত হ‌য়ে এক‌টি মহল এই অপহরণ চেষ্টা চা‌লি‌য়ে‌ছে। বিষয়‌টি সি‌সি টি‌ভি ফু‌টে‌জে স্পষ্ট দেখা গে‌ছে। আমরা চাই দ্রুত সম‌য়ের মধ্যে অপহরণ চেষ্টায় ব‌্যবহৃত প্রাই‌ভেটকার‌টি আটক সহ জ‌ড়িত সক‌লকে গ্রেপ্তার হোক।

বাংলা‌দেশ ক‌মিউ‌নি‌টি পু‌লিশিং ফোরাম ব‌রিশাল মহানগর শাখার সভাপ‌তি স ম ইমানুল হা‌কিম ব‌লেন, মুক্ত সাংবা‌দিকতায় ন‌্যাক্কারজনক হস্ত‌ক্ষেপ আমা‌দের জন‌্য উ‌দ্বেগজনক। সাংবা‌দিকতার জন‌্যও বাধা এই ঘটনা।

প্রসঙ্গত, রোববার বিকাল সা‌ড়ে ৩টায় ব‌রিশাল নগরীর শীতলা খোলা এলাকার মুমীতু ক‌মিউ‌নি‌টি সেন্টা‌রের সাম‌নে সময় টি‌ভির ব‌রিশাল ব‌্যু‌রো প্রধান অপূর্ব অপুর উপর হামলা ও তা‌তে প্রাই‌ভেটকা‌রে ক‌রে অপহর‌ণের চেষ্টা চালায় একদল দুস্কৃ‌তিকা‌রি। এই ঘটনায় ব‌রিশাল কোতয়ালী ম‌ডেল থানায় মামলা দা‌য়ের করা হ‌লেও এখন পর্যন্ত অপহরণ চেষ্টায় ব‌্যবহৃত প্রাই‌ভেটকার ও জ‌ড়িত‌দের কাউ‌কেই গ্রেপ্তার কর‌তে পা‌রে‌নি পু‌লিশ।

নতুন শিক্ষাক্রমে স্কুল বন্ধ থাকবে দুদিন

ডেস্ক রিপোর্ট:

দেশের প্রাথমিক বিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি দুদিন করা হচ্ছে। প্রাক-প্রাথমিক থেকে উচ্চ-মাধ্যমিক স্তরের জন্য অনুমোদিত নতুন শিক্ষাক্রমের রূপরেখায় প্রাথমিক বিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি দুদিন করার কথা বলা হয়েছে। ২০২৩ সাল থেকে নতুন এ শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হবে। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) যৌথ সভায় গতকাল সোমবার এই রূপরেখার অনুমোদন দেওয়া হয়। এ সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, অনুমোদিত নতুন শিক্ষাক্রমের রূপরেখায় প্রাথমিকে তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনো পরীক্ষা থাকছে না। চতুর্থ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়তে হবে আটটি বই। তবে সব শ্রেণিতেই শিখনকালীন মূল্যায়নেই বেশি জোর দেওয়া হয়েছে। বর্তমান পদ্ধতিতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা থাকছে না।

২০২৩ সাল থেকে নতুন এই শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হবে। তবে, এরই মধ্যে মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণিতে পরীক্ষামূলকভাবে নতুন শিক্ষাক্রমের বাস্তবায়নও শুরু হয়ে গেছে।

সাইকেল নিয়ে কিংবা হেঁটে পার হওয়া যাবে না পদ্মা সেতু

ডেস্ক রিপোর্ট:

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সেতু ও সড়ক) শাহ মো. মুসা বলেছেন, পদ্মা সেতুতে হেঁটে পার হওয়ার কোনো সুযোগ নেই। এ ছাড়া কেউ সাইকেলে চড়েও সেতু পার হতে পারবে না।

আজ সোমবার গণমাধ্যমকে শাহ মো. মুসা এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘সেতুর ওপর দিয়ে কোন কোন যানবাহন পার হতে পারবে ও টোল কত, সব কিছুর প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্যে সাইকেল নেই।’

প্রজ্ঞাপন অনুযায়ী, মোটরসাইকেলে ১০০ টাকা, কার বা জিপে ৭৫০ টাকা, পিকআপ ভ্যানে এক হাজার ২০০ টাকা, মাইক্রোবাসে এক হাজার ৩০০ টাকা, ছোট বাসে (৩১ আসন বা এর কম) এক হাজার ৪০০ টাকা, মাঝারি বাসে (৩২ আসন বা এর বেশি) দুই হাজার টাকা, বড় বাসে (৩ এক্সেল) দুই হাজার ৪০০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ছোট ট্রাকে (পাঁচ টন পর্যন্ত) এক হাজার ৬০০ টাকা, মাঝারি ট্রাকে (পাঁচ টনের বেশি থেকে আট টন) দুই হাজার ১০০ টাকা, মাঝারি ট্রাক (আট টনের বেশি থেকে ১১ টন পর্যন্ত) দুই হাজার ৮০০ টাকা, ট্রাক (থ্রি এক্সেল পর্যন্ত) পাঁচ হাজার ৫০০ টাকা, ট্রেইলার (ফোর এক্সেল পর্যন্ত) ছয় হাজার টাকা ও টেইলর (ফোর এক্সেলের বেশি) ছয় হাজারের সঙ্গে প্রতি এক্সেলে এক হাজার ৫০০ টাকা করে যোগ করে টোল দিতে হবে।

দেশব্যাপী অভিযানে ৩ দিনে বন্ধ প্রায় ৮ শতাধিক হাসপাতাল-ক্লিনিক

ডেস্ক রিপোর্ট:

সারা দেশে আট শতাধিক হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই ১৬৭টি প্রতিষ্ঠান রয়েছে। ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় বন্ধ করা হয়েছে ১২টি প্রতিষ্ঠান। আর ঢাকার বাইরে বন্ধ করা হয়েছে ৭১৫টি প্রতিষ্ঠান। লাইসেন্সসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এসব প্রতিষ্ঠানকে বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এসব তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. বেলাল হোসেন। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

গত ২৬ মে দেশের সব অবৈধ ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ৭২ ঘণ্টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এই সময়ের পর নিবন্ধনহীন কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার চালু থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন ডা. মো. বেলাল হোসেন। এরপর থেকে দেশব্যাপী শুরু হয় অভিযান।

এখন পর্যন্ত সারা দেশে ৮৮২টি অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক বন্ধ করা হয়েছে বলে আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ঢাকার বাইরের বন্ধ করা ৭১৫টি প্রতিষ্ঠানের মধ্যে চট্টগ্রামে ২২৯টি, রাজশাহীতে ৭৮টি, রংপুরে ১৪টি, ময়মনসিংহে ৯৬টি, বরিশারে ৫৯টি, সিলেটে ৩৫টি ও খুলনায় ২০৪টি প্রতিষ্ঠান বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

এর আগে ডা. মো. বেলাল হোসেন বলেছিলেন, ‘এখনও কিছু জেলার তথ্য হাতে আসা বাকি আছে। সেসব তথ্য পে‌লে এ সংখ্যা আরও বাড়বে। এ বিষয়ে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

আবদুল গাফফার চৌধুরীর জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট:

বিশিষ্ট সাংবাদিক, গীতিকার, কলামিস্ট ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরীর জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ মে) বিকেল সাড়ে ৩টার দিকে নানা স্তরের মানুষ এই জানাজায় অংশ নেয়। সেখান থেকে বিকেল ৪টার দিকে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ জাতীয় প্রেসক্লাবে নিয়ে যাওয়া হবে।

এরপর বিকেল সাড়ে ৪টার দিকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের উদ্দেশে আবদুল গাফ্‌ফার চৌধুরীর মরদেহ নিয়ে যাওয়া হবে। পরে বিকেল সাড়ে ৫টার দিকে তাকে সমাহিত করা হবে। এর আগে শনিবার (২৮ মে) বেলা ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় আবদুল গাফফার চৌধুরীর মরদেহ।

মহান একুশের অমর সংগীতের রচয়িতা আবদুল গাফ্‌ফার চৌধুরী গত ১৯ মে লন্ডনের বার্নেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৮৮ বছর। পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

পিছিয়ে গেল বাংলাদেশ ভারত বৈঠক

ডেস্ক রিপোর্ট:

ভারতের রাজধানী দিল্লিতে আগামী সোমবারের ভারত-বাংলাদেশ বৈঠক হচ্ছে না। ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে দু’দিনের নদী সম্মেলনের উদ্বোধনী দিনে আজ শনিবার এ তথ্য জানা গেছে। তথ্য নিশ্চিত করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

গুয়াহাটির এক হোটেলে শনিবার এশিয়ান কনফ্লুয়েন্স আয়োজিত রিভার কনক্লেভ-২০২২ শুরু হয়েছে। প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সঙ্গে ছিলেন থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, ভারতে নিযুক্ত সিঙ্গাপুর ও কম্বোডিয়ার রাষ্ট্রদূতসহ অন্যান্য উচ্চপর্যায়ের প্রতিনিধিরা।

জানা গেছে, যৌথ কনসালটেটিভ কমিশনের (জেসিসি) প্রস্তাবিত বৈঠক হবে আগামী ১৮ জুন। ভারত ও বাংলাদেশ দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা জানিয়েছেন, গুয়াহাটিতে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে বলেই এই মুহূর্তে বৈঠক জরুরি নয়। কিন্তু, বিশ্বস্ত সূত্রের খবর, আরও সময় নিয়ে প্রস্তুত হয়ে তবেই আলোচনার সিদ্ধান্ত হয়েছে বলেই বৈঠক পিছিয়ে গেছে।

অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণে এস জয়শঙ্কর বলেন, ‘নদী হল জীবন ও জীবিকার ক্ষেত্রে সংযোগের বড় মাধ্যম। অ্যাক্ট ইস্ট ও নেইবারহুড ফার্স্ট নীতির মাধ্যমে ভারত দক্ষিণপূর্ব এশিয়ায় সমঝোতার পরিবেশ সৃষ্টি করার উদ্যোগ নিয়েছে। বাংলাদেশের সঙ্গে ছয়টি রেলপথ ফের খোলা হবে। বাংলাদেশের নদীপথ ব্যবহার করে বাণিজ্যিক ও যাত্রী পরিবহণ বাড়ানোর চেষ্টাও চলছে।’

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, ‘পুরনো দিনের মতো ভারতের সঙ্গে জলপথে যোগাযোগ তৈরি করতে চায় বাংলাদেশ। ছেলেবেলায় মায়ের মুখে শুনেছি, কলকাতা থেকে সিলেটে মানুষ আসত নৌপথে। সেই দিন ফিরিয়ে আনতে চাই। রিভার শেয়ারিং এমন পর্যায়ে নিয়ে যেতে চাই, যাতে দুই দেশই উপকৃত হয়।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন দলের নিবন্ধন নিচ্ছে সিইসি

ডেস্ক রিপোর্ট:

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নতুন দলগুলোকে নিবন্ধন নেওয়ার জন্য আবেদন চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ আগস্টের মধ্যে করা যাবে আবেদন। আজ বৃহস্পতিবার ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার স্বাক্ষরিত এই সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
জানা গেছে, গত ১৪ বছরে মোট ৪৪টি দলকে নিবন্ধন দিয়েছে ইসি। এর মধ্যে পাঁচটি দলের নিবন্ধন বাতিল হওয়ায় বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে ৩৯টি।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে—গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৯০(ক) এর অধীন নিবন্ধন করতে ইচ্ছুক দলগুলো নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। ‘রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা, ২০০৮’-এর শর্তাবলী পূরণে সক্ষম দলকে বিধিমালায় সংযোজিত ফরম-১ পূরণ করতে হবে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্দেশিকা মানতে হবে। নিবন্ধীকরণে আগ্রহী রাজনৈতিক দলকে স্বীয় লেটারহেড প্যাডে দরখাস্ত করতে হবে।

গণবিজ্ঞপ্তিতে রাজনৈতিক দলগুলোকে আগামী ২৯ আগস্টের মধ্যে নিবন্ধনের জন্য আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

আবেদনের সঙ্গে যা জমা দিতে হবে

(ক) দলের গঠনতন্ত্র

(খ) দলের নির্বাচনি ইশতেহার (যদি থাকে)

(গ) দলের বিধিমালা (যদি থাকে)

(ঘ) দলের লোগো এবং পতাকার ছবি

(ঙ) দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি বা সমমানের কমিটির সব সদস্যের পদবীসহ নামের তালিকা

(চ) দলের নামে রক্ষিত ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও ব্যাংকের নাম এবং উক্ত অ্যাকাউন্টের সর্বশেষ স্থিতি

(ছ) দলের তহবিলের উৎসের বিবরণ

(জ) দলের নিবন্ধনের দরখাস্ত করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তির অনুকূলে প্রদত্ত ক্ষমতাপত্র

(ঝ) নিবন্ধ ফি বাবদ সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের বরাবরে জমাকৃত অফেরতযোগ্য টাকার ট্রেজারি চালানের কপি (ট্রেজারিতে টাকা জমাদানের কোড নম্বর-১০৬০১০১১০০১২৫-১১০০০০০০০-১১০০১০০০-১৪২২২০৪);

(ঞ) দরখাস্ত দাখিলে দিন পর্যন্ত—

(অ) বাংলাদেশ স্বাধীন হওয়ার পর হতে দরখাস্ত দাখিল করার তারিখ পর্যন্ত সময়ের মধ্যে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের যে কোনো একটিতে দলীয় নির্বাচনি প্রতীক নিয়ে কমপক্ষে একটি আসন লাভের সমর্থনে প্রামাণিক দলিল; অথবা

(আ) বাংলাদেশ স্বাধীন হবার পর হতে দরখাস্ত দাখিল করার তারিখ পর্যন্ত সময়ের মধ্যে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের যে কোনো একটিতে দরখাস্তকারী দল কর্তৃক নির্বাচনে অংশগ্রহণকৃত নির্বাচনি এলাকায় প্রদত্ত মোট ভোট সংখ্যার শতকরা পাঁচ ভাগ ভোট লাভের সমর্থনে কমিশন বা তদকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নপত্র; অথবা

(ই) দলের কেন্দ্রীয় কমিটিসহ, তা যে নামেই অভিহিত হোক না কেন, একটি সক্রিয় কেন্দ্রীয় দপ্তর অন্যূন এক তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কার্যকর জেলা দপ্তর এবং অন্যূন একশতটি উপজেলা বা ক্ষেত্রমতে, মেট্রোপলিটন থানায় কার্যকর দপ্তর এবং প্রতি উপজেলায় বা ক্ষেত্রমত, থানায় অন্যূন দুইশত ভোটার সদস্য হিসেবে দলের তালিকাভুক্ত থাকার সমর্থনে প্রামাণিক দলিল।

সব কিছু ঠিকঠাক থাকলে কোনো রাজনৈতিক দলকে নিবন্ধিত করার সিদ্ধান্ত গ্রহণের পর ওই দলের অনুকূলে কমিশন ফরম-৩-এ একটি নিবন্ধন সার্টিফিকেট প্রদান করবে এবং নিবন্ধিত রাজনৈতিক দলের নাম সরকারি গেজেটে প্রকাশ করবে।

সর্বশেষ দল নিবন্ধনের জন্য ২০১৭ সালের ৩০ অক্টোবর গণবিজ্ঞপ্তি জারি করেছিল ইসি। সময় দেওয়া হয়েছিল ওই বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত। এতে নিবন্ধন পেতে আবেদন করেছিল ৭৬টি রাজনৈতিক দল। কেএম নূরুল হুদা কমিশন নানা কারণে সকলের আবেদন বাতিল করেছিল। পরবর্তীতে আদালতের আদেশে নিবন্ধন পায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম ও বাংলাদেশ কংগ্রেস।

তার পাঁচ বছর আগে ২০১৩ সালে গণবিজ্ঞপ্তি জারি করলে ৪৩টি দল আবেদন করেছিল। কাজী রকিবউদ্দীন আহমদ কমিশন সে সময়  বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ও সাংস্কৃতিক মুক্তিজোট এই দুটি দলকে নিবন্ধন দেয়।

এক-এগার সরকারের সময় ড. এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশন ২০০৮ সালে দেশে প্রথমবারের মতো দলগুলোকে নিবন্ধন দেয়। সে সময় ১১৭টি দল আবেদন করেছিল। যাচাই-বাছাইয়ের পর নিবন্ধন পায় ৩৯টি দল। সব মিলিয়ে গত ১৪ বছরে মোট ৪৪টি দলকে নিবন্ধন দিয়েছে ইসি। এর মধ্যে শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ও আদালতের নির্দেশে পাঁচটি দলের নিবন্ধন বাতিলও করা হয়। ফলে বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে ৩৯টি।

নিবন্ধিত দলগুলোর মধ্যে রয়েছে—বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), গণতন্ত্রী পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি—এলডিপি, বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি (জেপি)।

আরও আছে—বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, গণফোরাম, গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম, বাংলাদেশ মুসলিম লীগ ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)।

যে পাঁচ দলের নিবন্ধন বাতিল হয়েছে—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, ফ্রিডম পার্টি, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি (পিডিপি) ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

 

 

শনিবার দেশে আসছে গাফফার চৌধুরীর মৃতদেহ

ডেস্ক রিপোর্ট:

মহান একুশের অমর সংগীতের রচয়িতা মরহুম আবদুল গাফফার চৌধুরীর মৃতদেহ আগামী শনিবার (২৮ মে) শনিবার ঢাকায় পৌঁছবে। একই ফ্লাইটে গাফফার চৌধুরীর পরিবারের সদস্যদেরও ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

বুধবার (২৫ মে) লন্ডনের বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানায়।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন মরহুম আবদুল গাফফার চৌধুরীর মরদেহ সম্পূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাংলাদেশে প্রেরণের সার্বিক প্রক্রিয়া সম্পন্ন করেছে।

আমরা আশা করছি, সব ঠিক থাকলে ২৭ মে শুক্রবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে লন্ডনের হিথ্রো এয়াপোর্ট থেকে রওয়ানা দিয়ে মরহুমের মরদেহ ২৮ মে শনিবার বাংলাদেশ সময় দুপুরে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সার্বিক সহযোগিতায় ১৯৭৪ সালে আবদুল গাফফার চৌধুরী তাঁর স্ত্রীর চিকিৎসার জন্যে লন্ডনে আসেন। আজ প্রায় পাঁচ দশক পর বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবদুল গাফফার চৌধুরীর শেষ ইচ্ছা অনুযায়ী তাঁর প্রিয় স্বদেশ ভূমিতে, তাঁর প্রিয় স্ত্রীর কবরের পাশে তাঁকে দাফনের ব্যবস্থা করেছেন। আবদুল গাফফার চৌধুরী বিগত ১৯ মে আমাদের ছেড়ে চলে গেছেন। সেদিন থেকেই বাংলাদেশ হাইকমিশন, লন্ডন সার্বক্ষণিকভাবে মরহুমের পরিবারের পাশে রয়েছে।

গত ২০ মে পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে আবদুল গাফফার চৌধুরীর প্রথম নামাজে জানাজার পর পূর্ব লন্ডনের ঐতিহাসিক শহীদ আলতাব আলী পার্কের শহীদ মিনারে রাষ্ট্রীয় মর্যাদায় ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সদস্যসহ সর্বস্তরের মানুষ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

গত ২৩ মে সোমবার বাংলাদেশ হাই কমিশন মরহুমের স্মরণে পূর্ব লন্ডনে এক মিলাদ মাহফিল ও শোকসভায় আয়োজন করে, যেখানে ওই সময় যুক্তরাজ্যে সফররত শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সাইদা মুনা তাসনিম বলেন, আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুর পর থেকে অদ্যাবধি বিভিন্ন ক্ষেত্রে বার্নেট হাসপাতাল কর্তৃপক্ষ, ব্রিকলেইন মসজিদ কর্তৃপক্ষ, ব্রিকলেইন ফিউনারেল সার্ভিস ও শহীদ আলতাব আলী পার্ক কর্তৃপক্ষসহ ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের মানুষের কাছ থেকে আমরা অসামান্য সহযোগিতা পেয়েছি। এজন্য বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

৫ কোটি টাকা পাবে ইউক্রেনে নিহত ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের পরিবার

ডেস্ক রিপোর্ট:

ইউক্রেনের অলভিয়া বন্দরে ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত ‘এম ভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের পরিবার পাঁচ লাখ মার্কিন ডলার (প্রায় পাঁচ কোটি টাকা) ক্ষতিপূরণ পাচ্ছেন। আজ বুধবার ঢাকায় বিএসসি টাওয়ারে অনুষ্ঠিত বিএসসির পরিচালনা পর্ষদের ৩১২তম বৈঠকে এসব তথ্য জানানো হয়। পর্ষদের চেয়ারম্যান নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বিএসসির পরিচালনা পর্ষদের ৩১২তম বৈঠকে সভাপতিত্ব করেন।

নৌপরিবহণ মন্ত্রণালয় জানায়, জাহাজে ওই সময়ে অন্য সদস্যরা সাত মাসের বেতন পাবেন। এছাড়াও নিহত হাদিসুরের ভাইকে বিএসসিতে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাঁর ভাই ১লা জুন বিএসসিতে যোগদান করবেন।

সভায় পরিচালনা পর্ষদের সদস্য নৌপরিবহণ সচিব মো. মোস্তফা কামাল, স্বতন্ত্র পরিচালক প্রফেসর এম শাহজাহান মিনা, স্বতন্ত্র পরিচালক ড. মো. আবদুর রহমান, বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর এসএম মনিরুজ্জান, অর্থ বিভাগের যুগ্ম পরিচালক নাসিমা পারভীন, ড. পীযূষ দত্ত ও মোহাম্মদ ইউসুফ উপস্থিত ছিলেন। বৈঠকে নিহত হাদিসুরের আত্মার মাগফিরাত কামনাসহ তাঁর শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়।

এবছরের ২ মার্চ ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধকালীন ক্ষেপণাস্ত্রের আঘাতে ‘এম ভি বাংলার সমৃদ্ধি’ জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। এতে হাদিসুর নিহত হন।