ঘোষণা ছাড়াই মুক্তি পেয়েছে সালমান শাহকে ঘিরে সেই ওয়েব সিরিজ

বিনোদন ডেস্ক :

ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহর মৃত্যু রহস্যের ওপর আলোকপাত করে ওটিটি প্ল্যাটফর্ম হইচই নির্মাণ করেছে ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’। ঘোষণা আসার পরই সিরিজটির মুক্তি আটকাতে সালমান শাহ পরিবার প্রাথমিক আইনী পদক্ষেপ নেয়।

সেই আইনী জটিলতা এড়াতে পূর্ব ঘোষণা ছাড়াই ২ মার্চ রাতে (বৃহস্পতিবার) মুক্তি দেওয়া হয়েছে তানিম রহমান অংশু পরিচালিত আট পর্বের এই ওয়েব সিরিজটি।

‘বুকের মধ্যে আগুন’ কোন তারকার মৃত্যু রহস্য এই সিরিজের উপজীব্য, যদিও কোন নাম অবশ্য উল্লেখ করেননি সংশ্লিষ্টরা। তবে সিরিজটি যারা দেখেছেন তাঁরা দাবি করছেন, সালমান শাহর মৃত্যু রহস্যে ঘিরে নির্মিত হয়েছে এটি।

তবে এই প্রসঙ্গে ওটিটি প্ল্যাটফর্ম হইচই আনুষ্ঠানিক কোন বক্তব্য দিতে রাজি হয়নি। তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যাইনি সালমান শাহ পরিবারেও।

‘বুকের মধ্যে আগুন’ সিরিজে এএসপি গোলাম মামুন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব; যিনি প্রিয় নায়কের মৃত্যু রহস্য প্রকাশ করবেন। এছাড়া ইয়াশ রোহান, আবু হোরায়রা তানভীর, তমা মির্জা, শাহনাজ সুমি, তানিয়া আহমেদ, তৌকীর আহমেদ, তারিক আনাম খান, গাজী রাকায়েতসহ অনেকেই অভিনয় করেছেন তারকাবহুল এ সিরিজে।

রাতের অন্ধকারে দেয়াল টপকে শাহরুখের বাড়িতে দুই ভক্ত

বিনোদন ডেস্ক :
লুকিয়ে আলিয়া ভাটের গোপন মুহূর্ত ক্যামেরান্দি করা নিয়ে শোরগোল উঠেছিল দিন কয়েক আগেই। সেই রেশ কাটতে না কাটতেই আবার শাহরুখ খানের বাংলোয় অবৈধ অনুপ্রবেশের অভিযোগ উঠল। মান্নাতের ম্যানেজার দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিয়েছেন বৃহস্পতিবার। ঠিক কী ঘটেছিল? নিরাপত্তারক্ষীরা জানান, বুধবার রাতে দেয়াল টপকে মান্নাতের ভিতরে ঢুকে লুকিয়েছিলেন ওই দুই ব্যক্তি। তবে শাহরুখ ‘জাওয়ান’-এর শুটিংয়ে ব্যস্ত থাকায় ওই রাতে তিনি বাড়ি ফেরেননি।

বৃহস্পতিবার ভোরবেলা ফিরে ঘুমিয়ে পড়েন। তারপরই মান্নাতের চৌহদ্দি থেকে লুকিয়ে থাকা ওই দুই ব্যক্তিকে দেখতে পাওয়া যায়।

শাহরুখের ঘনিষ্ঠ এক ব্যক্তির সূত্রে খবর, অভিযুক্ত দুই ব্যক্তি নিজেদের শাহরুখ-ভক্ত হিসেবে পরিচয় দেন। মান্নাতের পিছন দিকের দেয়াল টপকে তারা ভিতরে ঢুকেছিলেন। তাদের ধরে ফেলা হলেও অনুরোধ করতে থাকেন শাহরুখের সঙ্গে একবার দেখা করিয়ে দেওয়ার জন্য। তবে না বলে তারকার বাড়িতে ঢুকে পড়ার অভিযোগে তাদের আটক করেছে পুলিশ। শাহরুখ এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

কিছু দিন আগেই নিজের বাড়িতে বসে অন্যের ক্যামেরায় লেন্সবন্দি হয়েছিলেন অভিনেত্রী আলিয়া। তিনি জানতেনই না, পাশের বাড়ির ছাদে দাঁড়িয়ে গোপনে দুই ব্যক্তি তার ছবি তুলছিলেন। সেই ঘটনায় ভীষণ বিরক্ত হন আলিয়া। কাপুর পরিবার এই ঘটনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে যাচ্ছে। বলিউডের অন্যান্য তারকাও সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। গোপনীয়তায় হস্তক্ষেপ অপরাধ, তাই এ বিষয়ে অধিক সতর্কতা জারি নিয়ে আলাপ-আলোচনা চলছে বলিউডে। এর মধ্যেই আবার আরেক কাণ্ড ঘটল শাহরুখের বাড়িতে।

আজাইরাতে এখনও চলছে জুয়ার বিজ্ঞাপন

বিনোদন ডেস্ক :

বদমাইস পোলাপান একটি ইউটিউব সিরিজের নাম। দ্য আজাইরা লিমিটেড নামের একটি ইউটিউব চ্যানেলে প্রচারিত এ সিরিজে দেখানো হচ্ছে জুয়ার বিজ্ঞাপন। এ অভিযোগে চ্যানেলটির অন্যতম স্বত্বাধিকারী প্রত্যয় হিরন ও তার দুই সহযোগীকে গ্রেপ্তারের পর মিলেছে নতুন নতুন তথ্য। পাওয়া গেছে কয়েকজন ব্যক্তির নাম, যারা ইউটিউব, ফেসবুক বা টিকটকে বিভিন্নভাবে জুয়ার বিজ্ঞাপন প্রচার করে থাকেন। এ ধরনের আরও কয়েকজনকে ধরতে অভিযান চালাবে আইনশৃঙ্খলা বাহিনী।

যারা অর্থের বিনিময়ে জুয়ার বিজ্ঞাপন প্রচার করে আসছিল তাদের সম্পর্কে পাওয়া তথ্য যাচাই-বাছাই করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ। যাচাই-বাছাই শেষে অভিযান চালানোর পরিকল্পনা করছে ডিবি উত্তর। এ তথ্য এনটিভি অনলাইনকে জানিয়েছেন ডিবির উত্তর বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মহিদুল ইসলাম।

মহিদুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার প্রত্যয় হিরন ও তার দুই সহযোগী রায়হান সরকার বিশাল ও আব্দুল হামিদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। আরও কিছু ব্যক্তির তথ্য আমরা পেয়েছি। যারা জুয়ার বিজ্ঞাপনের কাজে জড়িত বলে অভিযোগ আছে। সেসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তীতে আমরা অভিযান চালাব।’

আজাইরা লিমিটেডে প্রচারিত বদমাইস পোলাপানের সিজন-৪-এর ২৮ নম্বর এপিসোড চলতে চলতে হঠাৎ জুয়ার বিজ্ঞাপন দেওয়া হয় এভাবে, ‘মামা, বিপিএল তো শেষ হয়ে যাইতেছে। ওকে, …(জুয়ার সাইটের নাম) টাকা ইনকাম করারও অনেক সুযোগ হইতেছে। আর সেখানে চলতেছে গ্রান্ড স্লাম টুর্নামেন্ট। ওইডার ভেতরে বাজি ধরলেই বিএমডাব্লিউ, আইফোন, ল্যাপটপ; আরও অনেককিছু জেতার সুযোগ আছে। আর সাইটের প্রত্যেকটার মধ্যে লাইভ স্কোর দেখতে পারবি। কে কত রান করবে, কে সর্বোচ্চ রান করবে। প্রত্যেকটার ভেতরে তুই অনুমান করে বেট ধরতে পারবি। এ ছাড়া আরও অনেক গেম আছে, যেগুলো খেলে তুই টাকা ইনকাম করতে পারবি…।’

আজাইরা লিমিটেডে প্রচারিত এ সিরিজটির পরিচালক মাবরুর রশীদ বান্নাহ। এনটিভি অনলাইনকে তিনি বলেন, ‘ওয়েব সিরিজটির ভেতরে জুয়ার বিজ্ঞাপন জুড়ে দেওয়া হলে তাতে আমার কোনো দায় নেই।’

দ্য আজাইরা লিমিটেডের অন্যতম স্বত্বাধিকারী ইউটিউবার প্রত্যয় হিরন। এ ইউটিউবে জুয়া ও বেটিং সাইটের বিজ্ঞাপন প্রচারের অভিযোগে গত ১৫ ফেব্রুয়ারি রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয় রমনা থানায়। মামলা নম্বর ১৩। মামলার পর ওইদিন দিবাগত রাতে অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি তিনিসহ তার দুই সহযোগীকে নারায়ণগঞ্জ ও রমনা থানা এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এডিসি মহিদুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারের পর প্রত্যয় হিরন আমাদের কাছে দাবি করেছেন, তিনি জানতেন না; জুয়ার বিজ্ঞাপন প্রচার বড় মাপের অপরাধ। তিনি বুঝতে পারেননি বলে জানিয়েছেন। জানলে এ ধরনের কাজ করতেন না। কিন্তু, তিনি তো ছোট না। হয়তো সবই জানেন। কিন্তু, অপরাধ স্বীকার করছেন না।’

মহিদুল ইসলাম আরও বলেন, ‘এসব ব্যাপারে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য আমরা আদালতের কাছে গ্রেপ্তার প্রত্যেকের জন্য পাঁচ দিন করে রিমান্ড আবেদন করেছিলাম। কিন্তু, আদালত তা নামঞ্জুর করেছেন। ফলে, তাদের তিনজনকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।’

তবে, প্রত্যয় হিরনকে গ্রেপ্তার করা হলেও তার দ্য আজাইরা লিমিটেডের ওই ইউটিউব চ্যানেলে এখনও জুয়ার বিজ্ঞাপন দেখানো হচ্ছে।

মহিদুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার আব্দুল হামিদ জানিয়েছেন, মূলত তার মাধ্যমে প্রত্যয় হিরনের সঙ্গে বিজ্ঞাপনদাতাদের পরিচয় হয়। প্রথম কিছুদিন হামিদকে কমিশন দিতেন বিজ্ঞাপনদাতারা। পরে হামিদকে বাদ দিয়ে বিজ্ঞাপনদাতারা প্রত্যয় হিরনের সঙ্গে সরাসরি যোগাযোগ করতেন। আর রায়হান সরকার বিশাল এসব কনটেন্টে অভিনয় করতেন।’

গোয়েন্দা পুলিশ বলছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জুয়া ও বেটিং সাইটের বিজ্ঞাপনের কাজে টিকটক, ইউটিউব ও ফেসবুকের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করতেন। এ ধরনের অন্তত আটটি লিঙ্ক পাওয়া গেছে। তবে, চক্রের মূল প্ল্যাটফর্মের নাম ‘দি আজাইরা লিমিটেড’। চ্যানেলটিতে প্রচারিত ‘বদমাইশ পোলাপাইন সিজন-৪’-এর মাধ্যমে এসব বিজ্ঞাপন বেশি প্রচার করা হতো।

ডিবি সূত্রে জানা গেছে, নিজের কনটেন্টে জুয়া ও বেটিং সাইটের বিজ্ঞাপন প্রচারে প্রতি পর্বের জন্য ৭০ হাজার টাকা থেকে ১ লাখ ১০ হাজার টাকা নিতেন প্রত্যয় হিরন। অনলাইনভিত্তিক অন্তত তিনটি জুয়া ও বেটিং সাইটের বিজ্ঞাপন প্রচার করতেন প্রত্যয় হিরন ও তার সহযোগীরা।

ডিএমপির রমনা থানার উপপরিদর্শক (এসআই) জয়দেব জয়ধরের করা মামলার এজাহারে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা প্রতারণামূলকভাবে নিজের পরিচয় গোপন রেখে অধিক মুনাফা লাভের আশায় সাধারণ মানুষকে মুনাফার লোভ দেখানো ও ঘরে বসে আয় করার কথা বলে উৎসাহিত করতেন। যা দেখে উঠতি বয়সের যুবকরা জুয়া খেলার দিকে ধাবিত হয়; যা সামাজিক অবক্ষয় সৃষ্টি করে। এর মাধ্যমে দেশ থেকে বিপুল অর্থ বিদেশে চলে যায়।

এজাহারে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া প্রত্যয় হিরনের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি। তার সহযোগী রায়হান সরকার বিশাল এইচএসসি ও আবদুল হামিদ অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। তারা তিনজনই ইউটিউবার। তারা তিন বছর ধরে জুয়ার সাইট পরিচালনা ও প্রচার করে আসছেন। তাদের দুজনের বয়স ২২ বছর। আরেকজনের বয়স উল্লেখ করা হয়নি।

প্রতয় হিরন ও তার সহযোগীদের বিরুদ্ধে জুয়ার বিজ্ঞাপন প্রচারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৩/২৪/২৬/৩০/৩৫ ধারায় অভিযোগ আনা হয়েছে। সে অভিযোগ প্রমাণিত হয় তাহলে তার বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে।

এর মধ্যে, ২৩ ধারায় বলা আছে, যদি কোনো ব্যক্তি ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে প্রতারণা করেন এবং তা প্রথম বার হলে তকে ৫ বছর কারাদণ্ড এবং ৫ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড দিতে পারবে। আদালত চাইলে তাকে উভয়দণ্ডে দণ্ডিত করতে পারেন। এ ছাড়া একই ধারায় দ্বিতীয় বার বা বারবার অপরাধ করলে ৭ বছর কারাদণ্ড বা ১০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবে।

২৪ ধারায় বলা আছে, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো কম্পিউটার, কম্পিউটার প্রোগ্রাম, কম্পিউটার সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক, কোন ডিজিটাল ডিভাইস, ডিজিটাল সিস্টেম বা ডিজিটাল নেটওয়ার্ক ব্যবহার করে প্রতারণা করা বা ঠকানোর উদ্দেশে অপর কোনো ব্যক্তির পরিচয় ধারণ করেন বা অন্য কোনো ব্যক্তির ব্যক্তিগত কোনো তথ্য নিজের বলে প্রদর্শন করেন তা হলে তিনি অনধিক পাঁচ বছর কারাদণ্ডে দণ্ডিত হবেন। এ ছাড়া, তিনি ৫ লাখ টাকা অর্থদণ্ডে বা উভয়দণ্ডে দণ্ডিত হবেন। কোন ব্যক্তি একই ধারায় অপরাধ দ্বিতীয়বার করলে তিনি ৭ বছর কারাদণ্ডে এবং ১০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন।

২৬ ধারায় বলা আছে, কোন ব্যক্তি আইনগত কর্তৃত্ব ছাড়া অপর কোনো ব্যক্তির পরিচিতি তথ্য সংগ্রহ, বিক্রয়, দখল, সরবরাহ বা ব্যবহার করেন, তা হলে তা হবে অপরাধ। সেই অপরাধ করলে তিনি ৫ বছর কারাদণ্ড, বা ৫ লাখ টাকা অর্থদণ্ডে বা উভয়দণ্ডে দণ্ডিত হবেন। এ ছাড়া, একই ধারায় অপরাধ দ্বিতীয় বার বা বারবার অপরাধ সংঘটন করেন, তাহলে তিনি অনধিক ৭ বছর কারাদণ্ডে বা অনধিক ১০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হবেন।

৩০ ধারায় বলা আছে, কোনো ব্যাংক, বীমা বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান বা মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হতে কোন ইলেকট্রনিক বা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে আইনানুগ কর্তৃত্ব ব্যতিরেকে ই-ট্রানজেকশন করেন, বা সরকার বা বাংলাদেশ ব্যাংক কর্তৃক, সময় সময়, জারিকৃত কোন ই-ট্রানজেকশনকে অবৈধ ঘোষণা করা সত্ত্বেও ই-ট্রানজেকশন করেন, তাহলে উক্ত ব্যক্তির ৫ বছর কারাদণ্ড বা ৫ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। একই ধারায় বারবার অপরাধ সংঘটন করলে তিনি ৭ বছর কারাদণ্ডে বা ১০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন।

৩৫ ধারায় বলা আছে, যদি কোনো ব্যক্তি কোনো ব্যাংক, বীমা বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান বা মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হতে কোন ইলেকট্রনিক বা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে আইনানুগ কর্তৃত্ব ব্যতিরেকে ই-ট্রানজেকশন করেন, বা সরকার বা বাংলাদেশ ব্যাংক কর্তৃক, সময় সময়, জারিকৃত কোনো ই-ট্রানজেকশনকে অবৈধ ঘোষণা করা সত্ত্বেও ই-ট্রানজেকশন করেন, তা হলে উক্ত ব্যক্তি অনধিক ৫ বছর কারাদণ্ডে, বা অনধিক ৫ লাখ টাকা অর্থদণ্ডে, বা উভয়দণ্ডে দণ্ডিত হবেন। এ ছাড়া, একই ধারায় অপরাধ দ্বিতীয় বার বা বারবার করলে তিনি অনধিক ৭ বছর কারাদণ্ডে বা অনধিক ১০ লাখ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

কিশোর কুমারের বায়োপিকে দেখা যাবে রণবীরকে

বিনোদন ডেস্ক :
কলকাতায় এসে একসঙ্গে দু’টি বোমা ফেললেন রণবীর কাপুর! জানিয়ে দিলেন প্রয়াত অভিনেতা তথা গায়ক, কিশোর কুমারের বায়োপিকে তিনিই নাম ভূমিকায় থাকছেন। তবে সৌরভ গাঙ্গুলির বায়োপিকে দেখা যাবে না তাকে।

বর্তমানে ‘রকস্টার’ অভিনেতা কলকাতায় এসেছেন তার আসন্ন ছবি ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’ এর প্রচারের জন্য। আর সেখানেই রবিবার একটি ইভেন্টে তিনি এই দু’জন বিখ্যাত ব্যক্তির বায়োপিকে কাজ করা নিয়ে কথা বলেন।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার হয় এই অনুষ্ঠানের। সেখানে অভিনেতাকে বলতে শোনা যায়, ‘আমার মনে হয় দাদা শুধুমাত্র ভারতেরই জীবন্ত কিংবদন্তি নন, তিনি পুরো পৃথিবীর কাছেই তাই। উনার বায়োপিক ভীষণ স্পেশাল হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার কাছে এই ছবির অফার আসেনি। আমার মনে হয় এই ছবির স্ক্রিপ্ট নিয়ে এখনও কাজ চলছে।’

অন্যদিকে কিশোর কুমারের বায়োপিকে বিষয়ে তিনি বলেন, ‘আমি গত ১১ বছর ধরে কিশোর কুমারের বায়োপিক নির্মাণ নিয়ে কাজ করছি। অনুরাগ বসুর সঙ্গে লেখার কাজে যুক্ত আছি। আশা করছি, এটাই আমার পরবর্তী বায়োপিক হবে, যেখানে আমি অভিনয় করব। কিন্তু আমি এখনও দাদার উপর যে বায়োপিক হচ্ছে, সে বিষয়ে কিছু শুনিনি।’

চূড়ান্ত সিদ্ধান্তের আগেই দেশের সিনেমা হলে ‘পাঠান’ মুক্তির পোস্টার টাঙানো হয়েছে

বিনোদন ডেস্ক :
বাংলাদেশে বলিউডের সিনেমা আমদানির বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে এরই মধ্যে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ মুক্তির পোস্টার টাঙানো হয়েছে দেশের সিনেমা হলে।

ময়মনসিংহের ছায়াবাণী সিনেমা হলে ‘আগামী ৩ মার্চ সিনেমাটি মুক্তি পাচ্ছে’ এমন ঘোষণা দিয়ে বাংলায় ছাপানো পোস্টার লাগানো হয়েছে।

এ বিষয়ে গতকাল রবিবার রাতে হল বাংলাদেশে চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত দাস সংবাদমাধ্যমকে বলেন, ‘পাঠান মুক্তির কোনো সিদ্ধান্ত হয়নি। সরকার যদি অনুমতি দেয় তাহলে হিন্দি সিনেমা চলবে। তবে আমাদের পক্ষ থেকে কোনো হলকে এই সিনেমা আসছে এমন নিশ্চয়তা দিইনি।’

বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বলও জানালেন, হল মালিকদের সংগঠনের কাছ থেকে ৩ মার্চ পাঠান মুক্তি পাবে এমন কোনো গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি।

‘এখনো কোনো নিশ্চিত বার্তা আমরা পাইনি। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ যেহেতু ১৯ সংগঠনকে আশ্বস্ত করেছেন, সেহেতু আশা করছি শিগগিরই অনুমোদন পেয়ে যাব,’- বলেন তিনি।

তবে পোস্টার ছাপানো বিষয়ে ছায়াবাণী সিনেমা হলের ম্যানেজার শফিকুল ইসলাম বলেন, সিনেমার প্রচারণার জন্য পোস্টার নিজেরা লাগিয়েছি। দৈনিক দর্শক এসে জানতে চায় ‘পাঠান’ রিলিজ কত তারিখ। ৩ মার্চ মুক্তি পাবে এই খবর জেনেছি। গ্রিন সিগন্যাল পেয়ে পোস্টার লাগিয়ে রেখেছি।

যদিও গত ২৪ ফেব্রুয়ারির আগে দেশে হিন্দি সিনেমা আমদানির সম্ভাবনা তৈরি হয়েছিল। তখন প্রযোজক সমিতির নেতা খোরশেদ আলম খসরু জানিয়েছিলেন ১৯ সংগঠন যেহেতু ঐকমত্যে পৌঁছেছে সেহেতু তথ্য মন্ত্রণালয়ের কোনো আপত্তি নেই। প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমতির অপেক্ষা বাকি ছিল। সেটা আর হয়নি। তবে চলচ্চিত্র সংশ্লিষ্ট নেতারা মনে করছেন, যেকোনো মুহূর্তে হিন্দি সিনেমা আমদানির বিষয়টি চূড়ান্ত অনুমোদন পেয়ে যাবে।

ইউটিউবার ও অভিনেতা প্রত্যয় হিরণ ও তার দুই সহযোগীকে আটক করেছে ডিবি পুলিশ

বিনোদন ডেস্ক :
ইউটিউবার ও অভিনেতা প্রত্যয় হিরণ ও তার দুই সহযোগীকে আটক করেছে ডিবি পুলিশ। ভিডিও এবং নাটকে অনলাইন জুয়ার প্রচারণার দায়ে তাদের আটক করা হয়। এ ছাড়া এজেন্টের মাধ্যমে বিদেশি জুয়ার প্ল্যাটফর্মের বিজ্ঞাপন চালানোর অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

ডিবি জানিয়েছে, নাটকের ফাঁকে ফাঁকে বিজ্ঞাপনী সংলাপ চলতে দেখা যায়। এর ধারাবাহিকতায় দেশের বিজ্ঞাপনের বাজারে ইউটিউব-ফেসবুকের ভিডিওতে নতুন এই ধারার প্রচলন শুরু হয়েছে। ৪৫ লাখ সাবস্ক্রাইবারের ‘আজাইরা লিমিটেড’ নামে একটি ইউটিউব চ্যানেলে বেশ কিছুদিন ধরে তাদের ভিডিওতে জুয়ার বিজ্ঞাপন প্রচার করছে।

ডিবি আরো জানায়, প্রত্যয় হিরণরা বিশ্বব্যাপী জুয়ার সাইট ওয়ানএক্সবেট, বাবুএইটিএইট, ক্রিকেক্স নামের জুয়ার সাইটের বিজ্ঞাপন বাবদ ভিডিওপ্রতি এক লাখ ১০ হাজার টাকা করে নিতেন।

ডিবি সাইবার ক্রাইম ইউনিটের উপকমিশনার তারেক বিন রশিদ বলেন, ওরা অনলাইন জুয়ার বিজ্ঞাপন দিয়ে আসছিল। তাদের গ্রেফতার করে আমরা জানতে পারি, অনলাইন জুয়াড়িরা দেশের বাইরে থেকে এসব পরিচালনা করে। ভারতীয় এজেন্টদের মাধ্যমে জনপ্রিয় ইউটিউবার বা অনলাইন অ্যাকটিভিস্টদের সঙ্গে যোগাযোগ করে জুয়ার সাইটের বিজ্ঞাপন দেয় তারা।

ডিবি সাইবার ক্রাইম ইউনিটের উপকমিশনার তারেক বিন রশিদ আরো বলেন, অনলাইন জুয়া থেকে অনেকগুলো অপরাধের জন্ম দেয়। এ ছাড়া ইউটিউব বা অন্য কোনো মাধ্যমে জুয়ার প্রচারণা হতে দেখলে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছে ডিবি পুলিশ।

৪ হাজার ঘণ্টা লেগেছিল কিয়ারার লেহেঙ্গা তৈরি করতে !

বিনোদন ডেস্ক :

কিয়ারা আদভানি তার ইন্সটাগ্রামে সংগীতের কিছু ছবি শেয়ার করেছেন। ছবিতে সিদ্ধার্থ এবং কিয়ারা দুজনকেই দেখা গেছে। এতে দেখা যায়, কিয়ারা একটি লেহেঙ্গা পরেছিলেন একটি অনুষ্ঠানে। এই লেহেঙ্গার  ডিজাইনার ছিলেন মনীশ মালহোত্রা। লেহেঙ্গাটি সোনালী এবং রূপালী রঙের মিশ্রণ ছিল। এই লেহেঙ্গায় ৯৮ হাজারটি ঝকঝকে স্বরোভস্কি ক্রিস্টাল ব্যবহার করা হয়েছে। ডিজাইনার মনীশ মালহোত্রার মতে,  পোশাকের হাতের কাজটি সম্পূর্ণ করতে ৪ হাজার ঘণ্টা (প্রায় ২৪ সপ্তাহ) সময় লেগেছিল।

কিয়ারার গলায় ছিল একটি নেকলেস। যা কিনা হীরা এবং রুবি পাথর দিয়ে নকশা করা হয়েছিল।

সিদ্ধার্থ মালহোত্রার শেরওয়ানিও ছিল নজড়কাড়ার মতো। এটিও ডিজাইন করেছিলেন মনীশ মালহোত্রা। শেরওয়ানিতে সূক্ষ্ম সুতার কাজ করা ছিল। মখমলের এই শেরওয়ানিতে মূল্যবান স্বরোভস্কি ক্রিস্টাল দিয়ে ঘেরা ছিল। যা কিনা একেবারে রাজকীয় চেহারা এনে দিয়েছে।

ডিজাইনার মনীশ মালহোত্রা সিড-কিয়ারার বিয়ের সমস্ত পোশাক ডিজাইন করেছেন। মাথা থেকে পা পর্যন্ত মনীশ মালহোত্রার সৃষ্টিতেই যেন ডুবে ছিলেন এই দম্পতি।

শেরশাহখ্যাত এই  দম্পতি ৭ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধেন। পরে, ১২ ফেব্রুয়ারিতে বলিউড ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য একটি রিসিপশন পার্টি রাখেন। করণ জোহর, কারিনা কাপুর খান, আলিয়া ভাট, কাজল, গৌরী খান, সঞ্জয় লীলা বনসালি এবং অন্যান্য সেলিব্রিটিরা এই গ্র্যান্ড রিসেপশনে অংশ নিয়েছিলেন।

৩ মিনিটে ১৮৪ সেলফি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান অক্ষয়

বিনোদন ডেস্ক :
সেলফি সিনেমার প্রচারে গিয়ে ধুন্ধুমার সেলফি কাণ্ডই ঘটিয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। তিনি ভেঙেছেন সেলফি তোলার আগের রেকর্ড।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানো অক্ষয় তিন মিনিটে ভক্তদের সাথে ১৮৪টি সেলফি তুলেছেন।

বুধবার সেলফি সিনেমার প্রচারে গিয়ে এই কাণ্ড ঘটান অক্ষয়। আর সেই সেলফি দিয়ে লঙ্কাকাণ্ড ঘটানোর ভিডিও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেছেন এই অভিনেতা।

আর এই নতুন ‘সেলফি কিংয়ের’ হাতে সনদ তুলে দিয়েছে গিনেস রেকর্ড কর্তৃপক্ষ।

এই রেকর্ড গড়তে পেরে ভক্তদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন অক্ষয়। বলেছেন, এটা তার ক্যারিয়ারের অন্যতম অর্জন।

এর আগে রেকর্ডটি ছিল ডোয়াইন জনসনের (যিনি রেসলিংয়ের ময়দানে রক নামেই বেশি পরিচিত) দখলে। তিনি লন্ডনে ২০১৫ সালে তিন মিনিটে ১০৫টি সেলফি তুলেছিলেন।

মানসিক ও শারীরিকভাবে ভালো নেই শাকিব খান

বিনোদন ডেস্ক :

শারীরিকভাবে ভালো নেই চিত্রনায়ক শাকিব খান। ‘আগুন’ সিনেমার শুটে আহত শাকিবের পায়ে প্লাস্টার করাতে হয়েছে, আছেন বিশ্রামে।

এর মাঝে মানসিক চাপে আছেন এই নায়ক। কারণ সাবেক দুই স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী ফের প্রকাশ্যে কথার যুদ্ধে নেমেছেন। দুজনের এমন কর্মকাণ্ড নিয়ে খুবই বিরক্ত শাকিব খান।

শাকিবের একাধিক ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, শাকিব এসব নিয়ে মাথা ঘামাতে চাচ্ছেন না। তবে তাঁকে জড়িয়ে এই দুজনের এসব কর্মকাণ্ডের কারণে মানসিকভাবে আঘাত পাচ্ছেন তিনি। যার প্রভাব কাজেও পড়ছে।

সম্প্রতি এক টেলিভিশন শোতে অপু বিশ্বাসের খোঁচায় নাম উল্লেখ না করে বুবলী দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন।

শাকিব খান সাবেক স্ত্রী অপু বিশ্বাস সন্তানের খবর প্রকাশ্যে নিয়ে আসায় ২০১৭ সালের ২২ নভেম্বর বিচ্ছেদের জন্য আবেদন করেন। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ হয়।

এরপর ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে করেন আরেক চিত্রনায়িকা শবনম বুবলীকে। গুঞ্জন ছিল, বুবলীর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় শাকিবের ঘরে নিজের সন্তান থাকার সংবাদ প্রকাশ্যে আনেন অপু। সেই হিসাবে অপুকে ডিভোর্সের ১৪৮ দিন পর বুবলীকে বিয়ে করেন শাকিব। আর সেই খবর বুবলী প্রকাশ্যে নিয়ে আসেন ১৫৩৬ দিন পর।

ফ্রি টিকিট দিয়েও দর্শক নেই

বিনোদন ডেস্ক :

একে তেলেগু সিনেমার রিমেক, অন্যদিকে ‘পাঠান’ ঝড়; সঙ্গে যুক্ত হয়েছে হলিউডের সিনেমা ‘অ্যান্ট ম্যান থ্রি’। এসবে হারিয়ে যেতে বসছে কার্তিক আরিয়ানের ‘শেহজাদা’ সিনেমা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন, মুক্তির প্রথমদিনে সিনেমাটি ভারতীয় বক্স অফিসে সংগ্রহ করেছে মাত্র সাত কোটি রূপি। এই সংখ্যাই বলে দিচ্ছে কয়েকটি সফল সিনেমার পর কার্তিকে অনেকেই বলিউড ‘শেহজাদা’ ডাকা শুরু করেছিলেন, সেটা সহজেই হচ্ছে না।

‘পাঠান’ ঝড়ে ‘শেহজাদা’র মুক্তি এক সপ্তাহ পেছানো হলেও অগ্রিম টিকেট বিক্রি আশানুরূপ না হওয়ায় পরিস্থিতি বিবেচনা করে প্রথম দিনের শোতে একটি টিকেটের সাথে আরেকটি বিনামূল্যেও দেয়া হয়েছে। তবুও সাড়া মিলছে না দর্শকের।

রোহিত ধাওয়ান পরিচালিত ও ভূষণ কুমার, অল্লু অরবিন্দ, অমন গিল ও আরিয়ান প্রযোজিত ‘শেহজাদা’ তেলেগু সিনেমা ‘আলা বৈকুণ্ঠপুরমলো’ সিনেমার হিন্দি রিমেক।  ‘আলা বৈকুণ্ঠপুরমলো’ সিনেমায় অভিনয় করেছিলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন এবং পূজা হেগড়ে। ‘শেহজাদা’ ছবিতে কার্তিকের বিপরীতে অভিনয় করেছেন কৃতি শ্যানন।