ঘোষণা ছাড়াই মুক্তি পেয়েছে সালমান শাহকে ঘিরে সেই ওয়েব সিরিজ

বিনোদন ডেস্ক :

ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহর মৃত্যু রহস্যের ওপর আলোকপাত করে ওটিটি প্ল্যাটফর্ম হইচই নির্মাণ করেছে ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’। ঘোষণা আসার পরই সিরিজটির মুক্তি আটকাতে সালমান শাহ পরিবার প্রাথমিক আইনী পদক্ষেপ নেয়।

সেই আইনী জটিলতা এড়াতে পূর্ব ঘোষণা ছাড়াই ২ মার্চ রাতে (বৃহস্পতিবার) মুক্তি দেওয়া হয়েছে তানিম রহমান অংশু পরিচালিত আট পর্বের এই ওয়েব সিরিজটি।

‘বুকের মধ্যে আগুন’ কোন তারকার মৃত্যু রহস্য এই সিরিজের উপজীব্য, যদিও কোন নাম অবশ্য উল্লেখ করেননি সংশ্লিষ্টরা। তবে সিরিজটি যারা দেখেছেন তাঁরা দাবি করছেন, সালমান শাহর মৃত্যু রহস্যে ঘিরে নির্মিত হয়েছে এটি।

তবে এই প্রসঙ্গে ওটিটি প্ল্যাটফর্ম হইচই আনুষ্ঠানিক কোন বক্তব্য দিতে রাজি হয়নি। তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যাইনি সালমান শাহ পরিবারেও।

‘বুকের মধ্যে আগুন’ সিরিজে এএসপি গোলাম মামুন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব; যিনি প্রিয় নায়কের মৃত্যু রহস্য প্রকাশ করবেন। এছাড়া ইয়াশ রোহান, আবু হোরায়রা তানভীর, তমা মির্জা, শাহনাজ সুমি, তানিয়া আহমেদ, তৌকীর আহমেদ, তারিক আনাম খান, গাজী রাকায়েতসহ অনেকেই অভিনয় করেছেন তারকাবহুল এ সিরিজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *