ঝালকাঠিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ইটভাটা বন্ধ

ঝালকাঠির নলছিটি উপজেলায় অভিযান চালিয়ে লাইসেন্স ছাড়া ইট তৈরি ও অবৈধ ড্রামচিমনি ব্যবহার করে ভাটার কার্যক্রম পরিচালনা করায় ‘মেসার্স এমবিএল ব্রিকস’ নামে একটি ইটভাটা বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

একইসঙ্গে ইটভাটায় থাকা প্রায় ২ লাখ কাঁচা ইট পানি দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ মগর গ্রামের করুয়াকাটি এলাকায় অবস্থিত ওই ইটভাটায় অভিযান চালান পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল হালিম এ অভিযান পরিচালনা করেন।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. তোতা মিয়া বিডি ক্রাইম কে জানান, অবৈধভাবে ইটভাটাটি পরিচালনা করে আসছিলো মেসার্স এমবিএল ব্রিকস।

এমন অভিযোগের ভিত্তিতে ওই ইটভাটায় ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯)’ অনুযায়ী অভিযান পরিচালনা করে ইটভাটাটি বন্ধসহ প্রায় ২ লাখ টাকার কাঁচা ইট পানি দিয়ে ধ্বংস করে দেওয়া হয়।

অভিযানে পুলিশ প্রশাসন ও বরিশাল ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

নলছিটিতে শ্বশুরবাড়িতে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধিঃ- ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নে হদুয়া বৈশাখীয়া বাজার সংলগ্ন শ্বশুর বাড়িতে মো.রাজু (২৬) নামে এক জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। নিহতের পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যা। নিহত রাজু সদর উপজেলার লেশ প্রতাপ গ্রামের মোঃইউসুফ আলীর ছেলে। রাজু মঙ্গলবার শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে অবস্থান করছিলো। স্থানীয়রা জানান, বুধবার সকালে বাড়ির পাশের ধানক্ষেত সংলগ্ন একটি আমগাছের সাথে একটি সাদা কাপড় দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। এসময় তার পা মাটিতে লুটানো অবস্থায় দেখতে পাওয়ায় রহস্য জনক বলে মনে হচ্ছে। নিহত রাজুর বোন ইয়াসমিন আক্তার বলেন, আমার ভাই শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলো। তারা আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি আমার ভাই হত্যার বিচার চাই। নলছিটি থানার ওসি মোঃ শাখাওয়াত হোসেন জানান, উপজেলার বৈশাখিয়া বাজার সংলগ্ন শ্বশুর বাড়িতে বেড়ানো অবস্থায় রাজু নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি রহস্যজনক বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় ২ শ্রমিক নিহত, আহত ৬

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া পৃৃথক সড়ক দুর্ঘটনায় ২ শ্রমিক নিহত ও আরও ৬ জন আহত হয়েছে। রাজাপুরের গোডাউন রোডের বাদুরতলা মোড় এলাকায় বুধবার বিকেলে পাথরবোঝাই ট্রাক চাপায় নির্মান শ্রমিক দেলোয়ার সিকদার (৫৫) নিহত হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাকের হেলপার শাওন হোসেনকে গণধোলাইয়ের শিকার হয়ে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এদিকে পুলিশ ট্রাক চালক সোহাগ হাওলাদারকে আটক করেছে। নিহত নির্মান শ্রমিক দেলোয়ার পটুয়াখালির বড় বিঘাই গ্রামের মৃত শানু সিকদারের ছেলে। রাজাপুর থানা পুলিশ জানায়, রাজাপুর মডেল মসজিদের জন্য পাথর নিয়ে এসে গোডাউন রোডের বাদুরতলা মোড় এলাকায় ট্রাকটি পেছনে দিয়ে রাস্তার পাশে রাখতে গিয়ে শ্রমিক দেলোয়ারকে পেছনের চাকার নিচে চাপা দেয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে আরএমও ডাক্তার জাহিদুল ইসলাম মৃত ঘোষণার করে। ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনী পদক্ষেণ নেয়া হবে। অপর দিকে কাঁঠালিয়ায় সড়ক দুর্ঘটনায় মোসলেম আলী খান (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। আজ বুধবার সকাল ১০টায় শহরের বাইপাসমোড়ে মাইক্রোবাস ও টমটম গাড়ির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোসলেম আলী খান উপজেলার আমুয়া গ্রামের আবদুর রহমান খানের ছেলে। কাঁঠালিয়া থানার ওসি এনামুল হক বলেন, আমুয়া থেকে ইঞ্জিন চালিত টমটম গাড়িতে মিকচার মেশিন নিয়ে কাঁঠালিয়া শহরে আসছিলেন নির্মাণ শ্রমিক মোসলেম আলী খান। বাইপাসমোড়ে আসলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে টমটম উল্টে মিকচার মেশিনের নিচে চাপা পড়ে শ্রমিক মোসলেমের মৃত্যু হয়। দুর্ঘটনায় টমটম গাড়িতে থাকা আরো পাঁচ শ্রমিক আহত হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান ওসি।

ঝালকাঠিতে বিজয় দিবস উপলক্ষে ঘোড় দৌড় প্রতিযোগীতা

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি ঘোড় দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পড়ন্ত বিকেলে সুগন্ধা-বিষখালী-ধানসীঁড়ি নদীর মোহনায় ইকোপার্ক মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসন এ প্রতিযোগীতার আয়োজন করে। ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালীর বিভিন্ন এলাকা থেকে ১০ জন প্রতিযোগী ঘোড়া নিয়ে দৌড়ে অংশ নেয়। এদের মধ্যে পিরোজপুরের ভান্ডারিয়ার সুলতানের ঘোড়া প্রথম এবং বরগুনার তালতলির রোকন ও চালিতাতলার সৈকতের ঘোড়া যথাক্রমে ২য় ও ৩য় হয়। জেলা প্রশাসক মো. জোহর আলী প্রতিযোগীতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এসএম ফরিদ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নাহিদা আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌসসহ বিশিস্ট জনেরা উপস্থিত ছিলেন। কয়েক হাজার মানুষ এ প্রতিযোগীতা উপভোগ করেন।

ঝালকাঠিতে জেলা আ’লীগের সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচছা

ঝালকাঠি জেলা আওয়ামী লীগের পুনরায় নির্বাচিত সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনিরকে সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়েছে। সোমবার ( ১৬ই ডিসেম্বর) বিকেলে শিক্ষক নেতৃবৃন্দ শুভেচ্ছা জানান। এ সময় সদর উপজেলা সহকারী শিক্ষক সমাজের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান, সহ-সভাপতি শহিদুল ইসলাম, সহসভাপতি মামুনুর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহসম্পাদক আশীষ সেন গুপ্ত, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যথাযোগ্য মর্যাদায় ঝালকাঠি সরকারি কলেজে মহান বিজয় দিবস পালিত !

আরিফুর রহমান আরিফ:: বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে আনন্দের ও গৌরবের দিন মহান ১৬ই ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি পেয়েছিল তার বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা। সারাদেশের ন্যায় ঝালকাঠি সরকারি কলেজে যথাযথ ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার সূর্যোদয়ের সাথে সাথে স্বাধীনতা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ,কলেজ প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন। এরপর কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অধ্যাক্ষ প্রফেসর আনছার উদ্দীনের সভাপতিত্বে বক্তৃতা করেন শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক ও সহযোগী অধ্যাপক মোঃ ইলিয়াস বেপারী (ইংরেজি বিভাগের প্রধান) সহযোগী অধ্যাপক সুকেশ রঞ্জন হালদার ( বিভাগীয় প্রধান বাংলা) সহযোগী অধ্যাপক আব্দুস সালাম( বিভাগীয় প্রধান ইতিহাস )সহযোগী অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গির হোসেন (অর্থনীতি বিভাগ)। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক শেখ রাকিবুল ইসলাম(অর্থনীতি বিভাগ)।

আলোচনা শেষে মুক্তিযুদ্ধ বিষয়ে রচনা লিখন কুইজ ও কবিতা আবৃতি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

ঝালকাঠিতে শহীদ বুদ্ধিজীবী দিবসে মুক্তিযোদ্ধা সংবর্ধনা দিলো ৭১’র চেতনা

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির মুক্তচিন্তার সেচ্ছাসেবী সংগঠন ৭১’র চেতনা পালন করলো শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে ১৪ ডিসেম্বর শনিবার বিকেলে স্থানীয় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ দু’জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেয়া হয়। এছাড়াও আলোচনা সভা ও স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রঘুনাথ এবং বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহাকে সংগঠনটির পক্ষ থেকে সম্মাননা স্বারক, সম্মাননা সনদ দেয়া হয়। একই সাথে দুজনকেই উত্তরীয় পড়িয়ে দেয়া হয়। ৭১’র চেতনা ঝালকাঠি জেলা শাখার সভাপতি গোপাল দে এর সঞ্চালনায় আলোচনায় অংশনেন সংগঠনটির সহ সভাপতি দিবস তালুকদার, গোলাম সাইদ খান, সাংবাদিক আতিকুল ইসলাম প্রমুখ।

বিজয় দিবস উপলক্ষে ঝালকাঠি নাগরিক ফোরামের আলোচনা সভা গুনীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৩ ডিসেম্বর

ঝালকাঠি শনিবার ১৪ ডিসেম্বর ২০১৯:
মহান বিজয় দিবস উপলক্ষে ঝালকাঠি নাগরিক ফোরামের আলোচনা
সভা গুনীজন সম্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ২৩ ডিসেম্বর বিকাল ৩টায় স্থানীয় ডিসি পার্ক সংলগ্ন কালেক্টর স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী। বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ও ঝালকাঠি জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির উপস্থিত থাকবেন। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অতিথি হিসেবে অংশগ্রহন করবেন।

এছাড়াও অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, ঝালকাঠির বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, পেশাজীবি সংগঠন নেতৃবৃন্দসহ বিভিন্নস্তরের নেতৃবৃন্দ আলোচনায় অংশগ্রহন করবেন।

অনষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশিষ্ট শিল্পপতি ও ঝালকাঠি নাগরিক ফোরামের সভাপতি রোটারিয়ান আলহাজ্ব শামসুল হক মনু। অনুষ্ঠানটি সকলের জন্য উম্মুক্ত।

জেলা পর্যায়ে বিভিন্ন পেশায় বিশেষ অবদান রাখায় দশ জনকে বিশেষ সম্মানণা স্মারক প্রদান করার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। ক্যাটাগরীসমুহ হল মুক্তিযুদ্ধ, শিক্ষা, সাহিত্য, সাংবাদিকতা, সমাজসেবা, চিকিৎসা, গীতিকবি, সংগঠক, শিল্পী ও কবি।

আয়োজন সফল করতে ঝালকাঠি নাগরিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর সকলের সহযোগিতা এবং অংশগ্রহন কামনা করেছেন।

মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ৭টায় ঝালকাঠি মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করা হবে। এতে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে।

এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে ঝালকাঠি নাগরিক ফোরামের সদস্যপদ প্রদানের ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে জেলার বিভিন্ন উপজেলায় সদস্য ফরম পাঠানো হয়েছে। ঝালকাঠির উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে গণমানুষের পাশে থেকে কাজ করতে চায় এমন ব্যক্তিরাই কেবল আবেদন ফরম সংগ্রহ করতে পারেন।

আলোকিত ঝালকাঠি’র বিশেষ মুদ্রণ সংখ্যা ডিআইজিকে উপহার

ঝালকাঠি প্রতিনিধি : মুক্তিযদ্ধের স্বপক্ষের অনলাইন সংবাদপত্র আলোকিত ঝালকাঠি’র বিশেষ মুদ্রণ সংখ্যা পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলামকে উপহার দেয়া হয়েছে। বুধবার দুপুরে জেলা পুলিশ আয়োজিত বিভিন্ন সময়ে আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের সাথে মতবিনিময় সভা শেষে আলোকিত ঝালকাঠির সম্পাদক অলোক সাহা ডিআইজি মো. শফিকুল ইসলামের হাতে বিশেষ সংখ্যা তুলে দেন। এসময় অন্যানের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) এমএম মাহমুদ হাসান, প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সাদেকা সুলতানা, ভকেশনাল সেন্টারের অধ্যক্ষ মো. রেদওয়ান, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার মুখার্জি, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো মিজানুর রহমান। মুক্তিযদ্ধের স্বপক্ষের এই অনলাইন সংবাদপত্রটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসায় এবং বিশেষ মুদ্রণ সংখ্যা প্রকাশ করায় ডিআইজি মো. শফিকুল ইসলাম সম্পাদক অলোক সাহাকে শুভেচ্ছা জানান।

ঝালকাঠীর ঠিকাদার মেকার আলম’র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

আদালত প্রতিবেদক:
ঝালকাঠির ঠিকাদার মোঃ আলম হোসেন হাওলাদার ওরফে পিস্তল আলম ওরফে মেকার আলমের বিরুদ্ধে চেক জালিয়াতি ও প্রতারনা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। আজ সকাল সাড়ে দশটায় বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কবির উদ্দিন প্রামানিক সি আর ৫৪৫ নং মামলার শুনানি শেষে আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গত ১৩ জুন এন আই অ্যাক্টের ১৩৮/১৪০ ধারায় আলম হোসেন হাওলাদার ওরফে মেকার আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেন সাবেক ছাত্রনেতা সাংবাদিক মোকলেসুর রাহমান মনি। আদালত মামলা আমলে নিয়ে আসামীর বিরুদ্ধে সমন জারি করেন। গত ২৪ সেপ্টেম্বর ধার্য তারিখে আসামী আদালতের সমন পেয়ে হাজিরা দেয়া থেকে বিরত থাকেন। আজ মামলার ধার্য তারিখে আসামী আলম হোসেন আদালত অনুপস্থিত থাকলে বিজ্ঞ বিচারক শুনানি শেষে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মেকার আলম ঝালকাঠি সদর উপজেলার আগরবাড়ী এলাকার মৃত আবদুর রাজ্জাক হাওলাদার ও মৃত জামিলা খাতুনের পুত্র। সে ঠিকাদার ব্যবসার সুবাদে ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠীর এলাকায় বসবাস করে। তার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আলম এন্টারপ্রাইজ নামে প্রাপ্ত বিভিন্ন কাজ কমিশনে বিক্রি করে জাল জালিয়াতির মাধ্যমে বিভিন্ন দপ্তর থেকে টাকা উঠিয়ে আত্মসাৎ করার অভিযোগে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর আদালতে কয়েকটি মামলা চলমান রয়েছে। আদালতে বাদী পক্ষে মামলার শুনানিতে অংশ অ্যাডভোকেট আর্শিব উদ্দিন শাওন ও কাজী রফিকুল ইসলাম।