যথাযোগ্য মর্যাদায় ঝালকাঠি সরকারি কলেজে মহান বিজয় দিবস পালিত !

আরিফুর রহমান আরিফ:: বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে আনন্দের ও গৌরবের দিন মহান ১৬ই ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি পেয়েছিল তার বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা। সারাদেশের ন্যায় ঝালকাঠি সরকারি কলেজে যথাযথ ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার সূর্যোদয়ের সাথে সাথে স্বাধীনতা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ,কলেজ প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন। এরপর কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অধ্যাক্ষ প্রফেসর আনছার উদ্দীনের সভাপতিত্বে বক্তৃতা করেন শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক ও সহযোগী অধ্যাপক মোঃ ইলিয়াস বেপারী (ইংরেজি বিভাগের প্রধান) সহযোগী অধ্যাপক সুকেশ রঞ্জন হালদার ( বিভাগীয় প্রধান বাংলা) সহযোগী অধ্যাপক আব্দুস সালাম( বিভাগীয় প্রধান ইতিহাস )সহযোগী অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গির হোসেন (অর্থনীতি বিভাগ)। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক শেখ রাকিবুল ইসলাম(অর্থনীতি বিভাগ)।

আলোচনা শেষে মুক্তিযুদ্ধ বিষয়ে রচনা লিখন কুইজ ও কবিতা আবৃতি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *