৩২ দিনের তেল মজুত আছে, অর্ডার আরও ৬ মাসের

ডেস্ক রিপোর্ট :
দেশে মজুত জ্বালানি তেল নিয়ে গুজব ছড়াচ্ছে একটি মহল। এর সঙ্গে যুক্ত হয়েছে একশ্রেণির গণমাধ্যম। জ্বালানি তেল সংক্রান্ত গুজব সম্পর্কে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বুধবার (২৭ জুলাই) ব্যাখ্যা দিয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি স্বার্থানেষী মহল, জ্বালানি তেলের মজুত নিয়ে অসত্য ও মনগড়া তথ্য প্রচার করছে, যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। আমরা দৃঢ় প্রত্যয়ে বলছি যে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের আওতাধীন কোম্পানিসমূহের ডিপোতে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল মজুত রয়েছে। বর্তমানে দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি বা সংকট নেই। সংকটের কোনো আশঙ্কাও নেই। এরইমধ্যে আগামী ৬ মাসের জন্য প্রয়োজনীয় তেল আমদানির প্রক্রিয়া পাইপলাইনে আছে।

আমাদের ডিজেল বর্তমানে (২৭ জুলাই) মজুত রয়েছে ৪৩১,৮৩৫ মেট্রিকটন। দৈনিক গড় বিক্রি ১৩,৬০৭ মেট্রিকটন হিসাবে ৩২ দিনের; জেট-এ-১ মজুত রয়েছে ৪৪ দিনের ও ফার্নেস অয়েল মজুত রয়েছে ৩২ দিনের। অর্থাৎ আমাদের মজুত সক্ষমতা অনুসারে যথেষ্ট পরিমাণ জ্বালানি তেল মজুত রয়েছে।
উল্লেখ্য যে, পেট্রোল পুরোটাই বাংলাদেশ উৎপাদন করে। অকটেনের প্রায় ৪০ ভাগ বাংলাদেশ উৎপাদন করে।

জুলাই মাসে ৯টি জাহাজ থেকে এরইমধ্যে ২৫৫,০০০ মেট্রিকটন ডিজেল, ২টি জাহাজে প্রায়  ৪৩,০০০ মেট্রিকটন জেট-এ-১, ১টি জাহাজ থেকে ২৪,৬৭৭ মেট্রিকটন অকটেন এবং ২টি জাহাজ থেকে ৫৩,৩৫৮ মেট্রিকটন ফার্নেস অয়েল গ্রহণ করা হয়েছে।

আগস্ট মাসে ৮টি জাহাজে ২১৮,০০০ মেট্রিকটন ডিজেল, ১টি জাহাজে ২৫,০০০ মেট্রিকটন জেট-এ-১, ১টি জাহাজে থেকে ২৫,০০০ মেট্রিকটন অকটেন আসবে।

আগামী ৬ মাসের আমদানি পরিকল্পনা অনুসারে জ্বালানি তেল বাংলাদেশে আসবে। এর ৫০ ভাগ জি-টু-জি চুক্তির মাধ্যমে এবং বাকী ৫০ ভাগ উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ক্রয়াদেশ দেয়া হয়েছে। ঘাটতি হওয়ার কোনো আশঙ্কা নেই।

ভর্তুর্কি মূল্যে সরবরাহকৃত জ্বালানি তেল ব্যবহারে মিতব্যয়ী ও সাশ্রয়ী হওয়ার জন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

 

ঢাকা টরন্টো-ফ্লাইট শুরু হচ্ছে বুধবার

ডেস্ক রিপোর্ট : 
আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা টরন্টো ফ্লাইট। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ বিমান এসব তথ্য জানিয়েছে।

বিমান জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২৭ জুলাই ভোর সাড়ে ৩টা থেকে ঢাকা-টরন্টো-ঢাকা রুটে বাণিজ্যিক ফ্লাইট শুরু করছে। বিজি৩০৫ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টরন্টোর উদ্দেশে যাত্রা করবে। এ সময় ঢাকা-টরন্টো রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালিত হবে।

বিমান আরও জানায়, সপ্তাহে প্রতি বুধবার বিজি৩০৫ বাংলাদেশ সময় ভোর সাড়ে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টরন্টোর উদ্দেশে যাত্রা করবে। যাত্রাপথে ফ্লাইটটি রিফুয়েলিংয়ের জন্য স্থানীয় সময় সকাল ৯টায় তুরস্কের ইস্তাম্বুলে অবতরণ করবে। একঘণ্টা বিরতি শেষে ইস্তাম্বুল থেকে রওনা দিয়ে স্থানীয় সময় দুপুর ১টা ৫৫ মিনিটে ফ্লাইটটি টরন্টো পৌঁছাবে। সপ্তাহের প্রতি রোববার বিজি৩০৫ ঢাকা থেকে ভোর সাড়ে ৩টায় যাত্রা করে রিফুয়েলিংয়ের জন্য স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় তুরস্কের ইস্তাম্বুলে অবতরণ করবে। একঘণ্টা বিরতি শেষে ইস্তাম্বুল থেকে রওনা দিয়ে স্থানীয় সময় দুপুর ১টা ২৫ মিনিটে  ফ্লাইটটি টরন্টো পৌঁছাবে।

অন্যদিকে, প্রতি বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় বিজি৩০৬ টরন্টো থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। যাত্রাবিরতি ছাড়াই ফ্লাইটটি একটানা ১৬ ঘণ্টা উড়ে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সপ্তাহের প্রতি রোববার টরন্টো থেকে স্থানীয় সময় রাত ৯টায় উড্ডয়ন করে সরাসরি ঢাকায় পৌঁছাবে সোমবার স্থানীয় সময় রাত ১১টায়। বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজের মাধ্যমে ঢাকা-টরন্টো রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান।

জুলাইয়ের প্রথম ২১ দিনে এলো ১৬৪ কোটি ডলার রেমিট্যান্স

ডেস্ক রিপোর্ট :
জুলাইয়ের প্রথম ২১ দিনে ১৬৪ কোটি ২৮ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ১৫ হাজার ৬০৬ কোটি টাকা (প্রতি ডলার ৯৫ টাকা হিসাবে)।

বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের সোমবারের (২৫ জুলাই) তথ্য অনুসারে, ২০২১-২২ অর্থবছরে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ (২১ দশমিক ৩ বিলিয়ন) ডলার প্রবাসী আয় পাঠিয়েছেন। যা আগের অর্থবছরের তুলনায় ১৫ দশমিক ১১ শতাংশ কম। ২০২০-২১ অর্থবছরে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার এসেছিল।

এছাড়া ২০২১-২২ অর্থবছরের শেষ মাস জুনে ১৮৩ কো‌টি ৭২ লাখ ডলার এসেছিল। যা আগের মাসের তুলনায় ৪ কোটি ৮০ লাখ ডলার কম।

চলতি বছরের মে’তে ১৮৮ কোটি ৫৩ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। গত বছর একই মাসে ১৯৪ কোটি ৮ লাখ ডলার প্রবাসী আয় পাঠিয়েছিলেন প্রবাসীরা।

 

২৪ ঘণ্টায় হাসপাতালে ৬৫ ডেঙ্গু রোগী

ডেস্ক রিপোর্ট : 
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় অন্তত ৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৬ জন ঢাকার বাইরের। এ নিয়ে চলতি বছর দেশে মোট ২ হাজার ১৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেন।

রোববার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

রোগীদের মধ্যে ২৯৯ জন এখনও চিকিৎসাধীন। তাদের মধ্যে ৬৪ জন ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন।

এখন পর্যন্ত মোট ১ হাজার ৮৪১ জন রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এখন পর্যন্ত এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে।

গত কয়েক বছরের তুলনায় এ বছর ডেঙ্গু ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কার বিষয়ে সিটি করপোরেশনকে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। এডিস মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনগুলোকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

বিদেশে মাছ রপ্তানির প্রতি নজর দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ডেস্ক রিপোর্ট :
নিজস্ব বাজার সম্প্রসারণের সঙ্গে সঙ্গে বিদেশে মৎস্য সম্পদ রপ্তানির প্রতি নজর দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী আজ রোববার ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এ আহ্বান জানান।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

অনুষ্ঠানে দেশের মৎস্য খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্ষেত্রে জাতীয় মৎস্য পদক প্রদান করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিদেশে আমাদের মাছের অনেক সুনাম ও চাহিদা রয়েছে। উৎপাদন বাড়িয়ে নিজস্ব চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানির উদ্যোগ নিতে হবে। সরকার এক্ষেত্রে সব ধরনের সহযোগিতা দেবে।’

বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে আরও সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট : 
দেশের সবাইকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘শুধু বাংলাদেশ নয়, উন্নত দেশগুলোও বিদ্যুৎ সাশ্রয়ে উদ্যোগী হয়েছে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের সবাইকে বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে আরও বেশি সাশ্রয়ী হতে হবে।’

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। অনুষ্ঠানে ২৭ জন সরকারি কর্মকর্তা, তিনটি মন্ত্রণালয় ও একটি ইউনিটের কাছে এ পদক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সবাইকে মনে রাখতে হবে—ক্ষমতা ভোগের বস্তু নয়। জনগণের সেবা করাটাই আমাদের কাজ। আমরা কতটুকু দেশের জন্য করতে পারলাম, দেশের মানুষকে দিতে পারলাম সেটাই দেখার বিষয়।’

শেখ হাসিনা বলেন, ‘চেষ্টা করেছি যে, আমাদের প্রশাসনিক ব্যবস্থাটা এমনভাবে গড়ে উঠুক, যেটা গণমুখী হবে, জনসেবার হবে, জনগণের জন্য কাজ করবে। একটা রাষ্ট্রকে যদি উন্নত করতে হয়, তাহলে সুনির্দিষ্ট কিছু লক্ষ্য স্থির করতে হয়।’

এর আগে গত বৃহস্পতিবার ভূমিহীন-গৃহহীন মানুষের কাছে ঘরের দলিল ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে দেশের সবার প্রতি একই আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাপী জ্বালানি ও খাদ্য সংকট শুরু হয়েছে। সরকার ইতোমধ্যেই সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। দেশের প্রতিটি মানুষকে যার যার জায়গা থেকে এক্ষেত্রে এগিয়ে আসতে হবে। কেননা উন্নত বিশ্ব এ পরিস্থিতিতে হিমশিম খাচ্ছে। তাই সবাইকে বিদ্যুৎ, জ্বালানি ও পানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। খাদ্যের উৎপাদন বাড়াতে হবে। সবাই মিলে একযোগে কাজ করলে আমরা সংকট এড়িয়ে এগিয়ে যাব।’

বিশ্বব্যাপী মূল্যস্ফীতি বেড়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘খাদ্যের জন্য হাহাকার, এমনকি উন্নত দেশগুলোতেও হাহাকার দেখা যাচ্ছে। বিশ্বব্যাপী দুর্যোগ, মহামারি এবং যুদ্ধ চলছে। এ কারণে নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বিভিন্ন দেশ। একে তো করোনা মহামারি, তার ওপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং রাশিয়ার ওপরে যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশগুলোর নিষেধাজ্ঞা চলছে, ইউরোপ দাবদাহে পুড়ছে, বন পুড়ে যাচ্ছে, বিমানবন্দরের পিচ গলে যাচ্ছে। এককথায় বিশ্বব্যাপী সংকট শুরু হয়েছে। কাজেই আমাদের এখন থেকেই সতর্ক থাকতে হবে।

১৮ হাজার ৭৮৪ হাজি দেশে ফিরেছেন

ডেস্ক রিপোর্ট : 
সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ১৮ হাজার ৭৮৪ জন হাজি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের এক বুলেটিনে আজ শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে বলা হয়েছে—আজ ২২ জুলাই পর্যন্ত প্রাথমিক তথ্য অনুযায়ী, দেশে প্রত্যাবর্তনকারী সর্বমোট হাজি ১৮ হাজার ৭৮৪ জন এবং সর্বমোট ফিরতি ফ্লাইট সংখ্যা ৫১টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ২২টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ২৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত পাঁচটি।

এ ছাড়া সৌদি আরবের আইটি হেল্পডেস্ক থেকে প্রদত্ত সার্ভিস সংখ্যা ২৫ হাজার ৫৭৬টি; সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র থেকে প্রদত্ত স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র সংখ্যা ২৯ হাজার ৪৭৪টি;

সৌদি আরবের আইটি হেল্পডেস্ক থেকে আদিল্লা অফিসের জন্য প্রদানকৃত সেবা সংখ্যা ৩০ হাজার ৫১৩টি; সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র থেকে প্রদত্তচিকিৎসা সেবা সংখ্যা ২৯ হাজার ৪৭৪টি;

এ ছাড়া সৌদি আরবে সর্বমোট ইন্তেকাল করেছেন ২৩ জন হজযাত্রী বা হাজী। এর মধ্যে পুরুষ ১৬ জন এবং নারী সাত জন। তাঁদের মধ্যের মক্কায় ১৯ জন, মদিনায় তিন এবং জেদ্দায় মারা গেছেন এক জন।

এ বছর তিনটি এয়ারলাইন্স—বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স হজযাত্রী পরিবহণের সুযোগ পায়। বাংলাদেশ থেকে আগত হজযাত্রীদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহণ করে ৫০ শতাংশ; সৌদি এয়ারলাইন্স পরিবহণ করে ৪০ শতাংশ এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহণ করে ১০ শতাংশ।

হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয়েছিল ১৪ জুলাই।

চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৭ বিলিয়ন মার্কিন ডলার

ডেস্ক রিপোর্ট : 
চলতি ২০২২-২০২৩ অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৭ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

সচিবালয়ে আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ তথ্য জানান। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী বলেন, ‘গত অর্থবছরে রপ্তানিতে আমরা ৬০ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছি। সবদিক বিবেচনা করে এবার আমরা রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ১১ শতাংশ বাড়িয়ে ৬৭ বিলিয়ন ডলার নির্ধারণ করেছি

সবাইকে মিতব্যয়ী হতে বলেছেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈশ্বিক মূল্যস্ফীতির প্রেক্ষাপটে মন্ত্রিসভার সদস্যসহ সরকারি ও বেসরকারি পর্যায়ের সকলকে বিদ্যুৎ ব্যবহারসহ অন্যান্য ক্ষেত্রে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে আমরা মিতব্যয়ী হতে পারলে- লাভবান হবো।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী এই পরামর্শ দেন। রাজধানীর শেরেবাংলানগর এনইসি সভাকক্ষে অনুষ্ঠিত সভায় একেনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

সভাশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর বিস্তারিত বক্তব্য তুলে ধরেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সরকার প্রধান বলেছেন মিতব্যয়ী হতে হবে। আসুন সবাই মিতব্যয়ী হই। তিনি গোটা আমলাতন্ত্রসহ সরকার এবং সরকারের বাইরে যারা সাধারণ নাগরিক আছেন সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন।’

এম এ মান্নান বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের অভিঘাত আমাদের উপর পড়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জন্য বিশ্বের অন্যান্য দেশের ন্যায় আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি। যে পণ্য আমরা নিজেরা উৎপাদন করি না-সেটার অভিঘাত মোকাবিলার জন্য আমাদের সতর্ক হতে হবে। প্রধানমন্ত্রী মূলত এ কারণে দেশবাসীকে মিতব্যয়ী হতে বলেছেন।

প্রধানমন্ত্রীর অনুশাসনের বিষয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, প্রধানমন্ত্রী মিতব্যয়ী হওয়ার নির্দেশনা প্রতিনিয়তই দেন। প্রধানমন্ত্রী কিন্তু আগেও বলেছিলেন, গরমের সময় অফিসে কোর্ট-স্যুট না পরতে। এছাড়া সরকারি অফিসগুলোর এসি একটি নির্দিষ্ট মাত্রায় চালানোর জন্য বলেছিলেন। অপচয় না করতে প্রধানমন্ত্রী সবসময়ই বলে আসছেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, কোনো সরকারি প্রকল্প লাভজনক হলে সে মুনাফা সরকারি কোষাগারে জমা দিতে হবে। ময়মনসিংহ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহের জন্য ধনুয়া হতে ময়মনসিংহ পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্পটি অনুমোদনের সময় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।

শামসুল আলম বলেন, হাসপাতালের মত স্থাপনার সামনে মেট্রোরেল চলাচলের শব্দ কমাতে সাউন্ড ব্রেকার বসানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া, মেট্রোরেলের ল্যান্ডিং স্টেশনে গাড়ি পার্কিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা রাখতেও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী জানান, গ্রামীণ পর্যায়ে সড়ক, কালভার্ট কিংবা সেতু নির্মাণের ক্ষেত্রে মান যেন অক্ষুণ্ন থাকে সে বিষয়ে স্থানীয় সরকার বিভাগকে সজাগ থাকার নির্দেশ প্রদান করেছেন প্রধানমন্ত্রী। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার উন্নয়নের জন্য প্রকল্প আরও নেওয়া হবে বলে জানান এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা লক্ষ্য করছি ভোজ্যতেল চালসহ আরও কিছু ভোগ্যপণ্যের দাম নিম্নমুখী। যে প্রবণতা দেখা যাচ্ছে-তাতে আগামীতে মূল্যস্ফীতি কমবে বলে আশা করছি। আগামী রোপা আমন চাষীরা যেন ভালভাবে আবাদ করতে পারে, সেজন্য প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ, সার, কীটনাশক দেওয়ার বিষয়ে একনেক সভায় আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, সদ্যসমাপ্ত ২০২১-২২ অর্থবছরে ৯২ দশমিক ৭৯ শতাংশ বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে। টাকার অংকে যার পরিমাণ ২ লাখ ৩ হাজার ৭৬৫ কোটি টাকা। এর আগের ২০২০-২১ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ছিল ৮২ দশমিক ১১ শতাংশ।

দুর্বল অবস্থানে নবম বাংলাদেশি পাসপোর্ট!

ডেস্ক রিপোর্ট : 
শক্তির বিচারে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান অনেকটা নীচে। দুর্বলতম পাসপোর্টের বিচারে বাংলাদেশের অবস্থান নবম। যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্সের’ করা ২০২২ সালের তৃতীয় সংস্করণের র‌্যাকিংয়ের তথ্য তেমনটাই বলছে।

আর বর্তমানে বিশ্বের শক্তিশালী পাসপোর্টের দেশের শীর্ষে রয়েছে জাপান। তারপরেই দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুর। তৃতীয় অবস্থানে জার্মানি ও স্পেন। চারে ফিনল্যান্ড, ইতালি লুক্সেমবার্গ। পাঁচে আছে ইউরোপের দেশ অস্ট্রিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ডস, সুইডেন।

দুর্বল পাসপোর্টের বিচারে শীর্ষে আছে আফগানিস্তান, তালিকায় দেশটির অবস্থান ১১২তম। দুইয়ে ইরাক, তিনে সিরিয়া, চারে পাকিস্তান আর পাঁচে ইয়েমেন।

 

আজ মঙ্গলবার ১৯৯টি দেশের পাসপোর্ট সূচক প্রকাশ করেছে ব্রিটিশ প্রতিষ্ঠানটি। সেই সর্বশেষ সূচকে শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থান ১০৪তম। যৌথভাবে ১০৪তম অবস্থানে রয়েছে আরও দুটি দেশ, কসোভো ও গৃহযুদ্ধ কবলিত লিবিয়া।

বৈশ্বিক পাসপোর্ট সূচকে চলতি বছরের জানুয়ারিতেও কসোভো এবং লিবিয়ার সঙ্গে যৌথভাবে ১০৩তম অবস্থানে ছিল বাংলাদেশ। ২০২১ সালের অক্টোবরে এই সূচকে ১০৮তম অবস্থানে থাকলেও জানুয়ারিতে ৫ ধাপ উন্নতি ঘটে বাংলাদেশের পাসপোর্টের। এর ফলে সেই সময় শক্তিশালী পাসপোর্ট সূচকে ১০৩তম স্থানে উঠে আসে বাংলাদেশ।

তিন মাসের ব্যবধানে সূচকে বাংলাদেশের আরও এক ধাপ অবনতি ঘটেছে গত এপ্রিলে। হ্যানলির চলতি বছরের তৃতীয় সংস্করণের বলছে, বাংলাদেশের পাসপোর্ট দিয়ে বিশ্বের ২২৭টি গন্তব্যের মধ্যে বর্তমানে ৪১টিতে ভিসা ছাড়া কিংবা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যায়। এসব গন্তব্যের ১৬টি আফ্রিকায়, ১১টি ক্যারিবীয় অঞ্চলে, সাতটি ওশেনিয়ায় (অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড বাদে), ছয়টি এশিয়ায় এবং একটি দক্ষিণ আমেরিকায়।

বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে আগাম ভিসা ছাড়া ইউরোপের কোনও দেশে ভ্রমণ করা সম্ভব নয়। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে মালদ্বীপের পাসপোর্ট (৬৩তম)। মালদ্বীপের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ৮৯টি দেশে ভ্রমণ করতে পারেন। এরপরই আছে ভারত (৮৭তম), ভুটান (৯৩তম) এবং শ্রীলঙ্কা (১০৩তম)।

দক্ষিণ এশিয়ায় পঞ্চম অবস্থানে আছে বাংলাদেশ। সূচক অনুযায়ী, এই অঞ্চলে নেপাল (১০৬তম), পাকিস্তানের (১০৯তম) চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ।