জুলাইয়ের প্রথম ২১ দিনে এলো ১৬৪ কোটি ডলার রেমিট্যান্স

ডেস্ক রিপোর্ট :
জুলাইয়ের প্রথম ২১ দিনে ১৬৪ কোটি ২৮ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ১৫ হাজার ৬০৬ কোটি টাকা (প্রতি ডলার ৯৫ টাকা হিসাবে)।

বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের সোমবারের (২৫ জুলাই) তথ্য অনুসারে, ২০২১-২২ অর্থবছরে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ (২১ দশমিক ৩ বিলিয়ন) ডলার প্রবাসী আয় পাঠিয়েছেন। যা আগের অর্থবছরের তুলনায় ১৫ দশমিক ১১ শতাংশ কম। ২০২০-২১ অর্থবছরে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার এসেছিল।

এছাড়া ২০২১-২২ অর্থবছরের শেষ মাস জুনে ১৮৩ কো‌টি ৭২ লাখ ডলার এসেছিল। যা আগের মাসের তুলনায় ৪ কোটি ৮০ লাখ ডলার কম।

চলতি বছরের মে’তে ১৮৮ কোটি ৫৩ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। গত বছর একই মাসে ১৯৪ কোটি ৮ লাখ ডলার প্রবাসী আয় পাঠিয়েছিলেন প্রবাসীরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *