টুইটার কেনার সিদ্ধান্ত স্থগিত করলেন ইলন মাস্ক

তথ্যপ্রযুক্তি ডেস্ক:

যুক্তরাষ্ট্রের খ্যাতনামা প্রযুক্তি উদ্যোক্তা ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কোম্পানির সঙ্গে তার ৪৪ বিলিয়ন ডলারের ক্রয়চুক্তি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

শুক্রবার (১৩ই মে) এক ঘোষণায় এ কথা বলেন ইলন। এর জন্য টুইটারের ফেক অ্যাকাউন্ট নিয়ে কিছু সমস্যার কথা জানিয়েছেন টেসলা প্রধান।

এক টুইটার বার্তায় মাস্ক বলেছেন, টুইটারে স্প্যাম বা জাল অ্যাকাউন্ট পাঁচ শতাংশেরও কম ব্যবহারকারীর প্রতিনিধিত্ব করে। দাবির পক্ষে বিস্তারিত তথ্য না আসা পর্যন্ত ক্রয়চুক্তি সম্পন্ন প্রক্রিয়া স্থগিত থাকবে।

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটির ভুয়া অ্যাকাউন্ট নিয়ে এর কর্তৃপক্ষের কাছে প্রথম থেকেই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে আসছেন মাস্ক। গত তিন মাসে টুইটারে নতুন ব্যবহারকারী বেড়েছে ১ কোটি ৩০ লাখ।

করোনার মহামারির পর সর্বোচ্চ বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। এর মধ্যে মাস্কের টুইটার কেনার আগ পর্যন্ত সংস্থাটি বেশ কয়েকটি ঝুঁকির সম্মুখীন হয়। যেমন- মাস্ক টুইটার কেনার পর বিজ্ঞাপনদাতারা টুইটারে ব্যয় করবেন কি না তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। খবর- রয়টার্স’র।

এরপর টুইটারের মালিকানা কেনার জন্য গত ২৫শে এপ্রিল এর কর্তৃপক্ষের সঙ্গে  প্রায় ৪ হাজার ৪০০ কোটি ডলারের একটি চুক্তি করেন মাস্ক। এজন্য তাকে ব্যাংক থেকে মোটা অঙ্কের ঋণ নিতে হয়েছে।

বিশাল পরিমাণ এই ঋণ শোধ করার জন্য শেষ পর্যন্ত তাকে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে হতে পারে বলে ইঙ্গিত দেন মার্কিন এই ধনকুবের। পাশাপাশি খরচ কমানোর উদ্দেশ্যে সংস্থার কিছু উচ্চপদস্থ কর্মীর বেতন কমানো হতে পারে বলেও ঋণদাতাদের জানান তিনি।

এদিকে টুইটারের ভোক্তা ও রাজস্ব বিভাগ দেখভাল করা দুই জ্যেষ্ঠ কর্মকর্তাকে সামাজিক মাধ্যমটি থেকে সরে যেতে হচ্ছে। বৃহস্পতিবার (১২ই মে) এক মেমোতে কর্মীদের এমন তথ্য জানিয়েছেন ক্ষুদে ব্লগটির প্রধান নির্বাহী কর্মকর্তা পরাগ আগারওয়াল।

মেমোতে আগারওয়াল বলেন, অধিকাংশ নিয়োগ বন্ধ রাখবে টুইটার। চলমান নিয়োগ প্রস্তাবগুলোও পর্যালোচনা করা হবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে তার কোনোটি প্রত্যাহার করে নেওয়া হবে কি না।

২০২৩ সালের শেষ নাগাদ সাড়ে ৭০০ কোটি মার্কিন ডলারের বার্ষিক রাজস্ব ও দৈনিক ৩১ কোটি ৫০ লাখ ব্যবহারকারীর মাইলফলক ছোঁয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল টুইটার। কিন্তু সাম্প্রতিক আয়ের প্রতিবেদনের পর সেই লক্ষ্যমাত্রা তুলে নেওয়া হয়েছে।

টুইটারের ভোক্তা শাখা কেইভান বেকপুর ও রাজস্ব বিভাগের দেখভাল করছিলেন ব্রুস ফালক। বৃহস্পতিবার টুইটার বার্তায় তারা জানিয়েছেন, কোম্পানি থেকে তাদের বিদায় নেওয়া স্বেচ্ছায় না।

হোয়াটস্অ্যাপ ব্যবহারে গুনতে হবে খরচ

তথ্য প্রযুক্তি ডেস্ক:

এখন ডেস্কটপে হোয়াটস্অ্যাপ ব্যবহার করার জন্য ‘লিঙ্কড ডিভাইস’ নামে একটি অপশন দেওয়া হয়। এই বিভাগটিকে নতুন করে সাজানো হচ্ছে।
গোটা বিশ্বে হোয়াটস্অ্যাপ এখন খুবই জনপ্রিয় মেসেজ পাঠানোর প্লাটফর্ম। সঙ্গে সঙ্গে মেসেজ পাঠিয়ে দেওয়ার জন্য শুধু ব্যক্তিগত ব্যবহারই নয়, ব্যবসার জন্যও অনেকে হোয়াটস্অ্যাপকে বাছেন। সে জন্য কোনও খরচও করতে হয় না। কিন্তু আগামী দিনে এই অ্যাপের সব পরিষেবা বিনামূল্য মিলবে না।

এমনটাই দাবি করা হয়েছে একটি সর্বভারতীয় অ্যাপ বিষয়ক সংবাদমাধ্যম। বলা হয়েছে, হোয়াটস্অ্যাপের পরিচালক সংস্থা ‘মেটা’ ইতিমধ্যেই অ্যাপে কিছু বদল আনার উদ্যোগ নিয়েছে। অর্থের বিনিময়ে যারা অ্যাপ ব্যবহার করবেন তাদের কিছু বিশেষ পরিষেবা দেওয়া হবে। যারা অর্থের বিনিময়ে ব্যবহারে রাজি নন, তারা ওই সুবিধাগুলি পাবেন না।

এখন ডেস্কটপে হোয়াটস্অ্যাপ ব্যবহার করার জন্য ‘লিঙ্কড ডিভাইস’ নামে একটি অপশন দেওয়া হয়। এই বিভাগটিকে নতুন করে সাজানো হচ্ছে। নতুন সংস্করণের ‘লিঙ্কড ডিভাইস’ অপশনটি ব্যবহার করতে পারবেন হোয়াটস্অ্যাপ বিজনেস অ্যাকাউন্ট ব্যবহারকারীরা।

আগামী দিনে এক সঙ্গে অনেক মোবাইল বা কম্পিউটারে ব্যাবহার করা যাবে একই হোয়াটস্অ্যাপ অ্যাকাউন্ট। ব্যবসার সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তি এক সঙ্গে একটি অ্যাকাউন্টে ঢুকে চ্যাটে অংশ নিতে পারবেন। কোনও ক্রেতা বা গ্রাহককে জবাব দেওয়ার জন্য আর এক জনের উপরে নির্ভর করতে হবে না।

তালিকাভুক্ত যে কোনও ব্যক্তি স্মার্টফোন, ট্যাবলেট বা কম্পিউটার থেকে অংশ নিতে পারবেন কথাবার্তায়। এখন এক সঙ্গে চারটি যন্ত্রে একটি হোয়াটস্অ্যাপ অ্যাকাউন্ট খোলা যায়। আগামী দিনে অর্থের বিনিময়ে ব্যবহারকারীরা এক সঙ্গে দশটি যন্ত্রে খুলতে পারবেন।

এ ছাড়াও কিছু বিশেষ সুবিধা আগামী দিনে অর্থের বিনিময়ে হোয়াটস্অ্যাপ থেকে পাওয়া যাবে বলেও জানা গিয়েছে।

কি ফিচার আসছে অ্যান্ড্রয়েড ১৩ তে?

তথ্য প্রযুক্তি ডেস্ক:

ফোনের নিরাপত্তা এবং গোপনীয়তার বিষয়টিকে আরও বেশি গুরুত্ব দিয়ে এবার গুগল নিয়ে এসেছে অ্যান্ড্রয়েড ১৩। এর মাধ্যমে খুব সহজে ফোন ব্যবহারকারীরা নির্দিষ্ট ছবি এবং ভিডিও শেয়ার দিতে পারবেন। অন্যান্য ফাইল সুরক্ষিত থাকবে। এ ছাড়া থিম আইকনেও আনা হয়েছে ভিন্নতা। নতুন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নাম দেওয়া হয়েছে টিরামিসু। নতুন এই ভার্সনে ইউজারদের জন্য থাকছে চমকপ্রদ ফিচার। গুগল জানায়, আগামী আগস্ট মাসে অ্যান্ড্রয়েড ১৩-এর ফাইনাল স্টেবল ভার্সন আসতে পারে। যা যা থাকছে অ্যান্ড্রয়েড ১৩-এ…

ফটো পিকার : এর মাধ্যমে অন্য যে কোনো অ্যাপকে পছন্দ অনুযায়ী ছবি অ্যাকসেস দেওয়া যাবে। অন্যান্য মিডিয়া ফাইলগুলোর অ্যাকসেস অ্যাপ নিজের ইচ্ছামতো নিতে পারবে না। ফলে, ফোনের প্রাইভেসি বাড়বে।

ওয়াইফাই সুবিধা : অ্যান্ড্রয়েড ১৩ সাপোর্টেড ডিভাইসে ওয়াইফাই কানেক্ট করার জন্য অ্যাপগুলোকেও অনুমতি নিতে হবে।
কাস্টম কুইক সেটিংস : এর নোটিফিকেশন কুইক সেটিংসে শর্টকাট অপশন থাকবে। ফলে সেখানে ট্যাপ করলেই ফেসবুক, ইনস্টাগ্রামের অ্যাক্টিভ স্ট্যাটাস টার্ন অফ করে রাখা যাবে।

প্রি-অ্যাপ ল্যাঙ্গুয়েজ : এতে অ্যাপগুলোর সিস্টেম ল্যাঙ্গুয়েজে ভিন্ন ল্যাঙ্গুয়েজও থাকতে পারে, যেন কোড বুঝতে সমস্যা না হয়।

প্লে স্টোরের মাধ্যমে অ্যান্ড্রয়েড আপডেট : এবার অ্যান্ড্রয়েডে নতুন ফিচার পেতে আর সিস্টেম আপগ্রেডের প্রয়োজন হবে না। অর্থাৎ অ্যান্ড্রয়েড ১৩-এর যে কোনো পিকার ফিচার প্লে আপডেট থেকে পাবেন অ্যান্ড্রয়েড ১১ বা ১২ ইউজাররা। ফলে সহজেই আপডেট হবে।

কোন কাজের জন্য কোন ধরনের গ্রাফিক্স ট্যাবলেট? 

বর্তমান সময়ের ডিজিটাল আর্টিস্টদের কাছে খুবই জনপ্রিয় একটি ডিভাইস হলো গ্রাফিক্স ট্যাবলেট। এটি মূলত একটি হার্ডওয়্যার, কম্পিউটার ইনপুট ডিভাইস । যা দেখতে অনেকটা সাধারণ ট্যাবলেটের মতোই তবে এখানে আঁকাআঁকি করার জন্য একটি পেন থাকে যা দিয়ে খুব সহজেই যে কোন কিছু আঁকাআঁকি করা যায় ঠিক যেমনটা খাতায় কোন কিছু আঁকা হয়। এটি আজকাল অ্যাডোব ইলাসট্রেটর এবং অ্যাডব ফটোশপের পাথ ড্রইং ও বিভিন্ন গ্রাফিক্যাল ছবি তৈরি এবং আঁকতে ব্যাপক হারে ব্যবহার হচ্ছে। বর্তমান সময়ে কাজের ধরনের উপর ভিত্তি করে  গ্রাফিক্স ট্যাবলেট এর দাম বিভিন্ন প্রকারভেদের হয়ে থাকে।

এই ধররেন গ্রাফিক্স ট্যাবলেট মূলত দুই ধরনের একটি ঐতিহ্যবাহী সাধারণ গ্রাফিক্স ট্যাবলেট অন্যটি এলসিডি গ্রাফিক্স ট্যাবলেট।

সাধারণ গ্রাফিক্স ট্যাবলেট : এই ধরনের গ্রাফিক্স ট্যাবলেটগুলো মূলত দুটি অংশ নিয়ে গঠিত একটি ডিসপ্লে বা কাজের পৃষ্ট অন্যটি স্টাইলার বা ট্যাবলেটের ডিসপ্লেতে আকার জন্য বিশেষ কলম। ট্যাবলেটটির ডিসপ্লেটি সরাসরি কম্পিউটারের সাথে যুক্ত থাকে যার ফলে আপনি যখনই এটির স্টাইলার দ্বারা ডিসপ্লেতে কিছু অঙ্কন করেন তখনই তা কম্পিউটারের মনিটরে সফটওয়্যারের মধ্যে অঙ্কন হয়ে যায়। সাধারণ কাজেই মূলত এই ধরনের ট্যাবলেটগুলোর ব্যবহার দেখতে পাওয়া যায়।

 

এলসিডি গ্রাফিক্স ট্যাবলেটএটির সাধারণ বৈশিষ্ট্যগুলো অনেকটাই সাধারণ গ্রাফিক্স ট্যাবলেটের মতোই তবে এর এক্সর্টা কিছু ফিচার্স বা বৈশিষ্ট্যও বিদ্ধমান রয়েছে যেমন এটির দ্বারা কাজ করলে খুব সহজেই কাজের যে কোন অংশের সংশোধন করা যায় এছাড়াও যে কোন অংশের সম্পাদনাও খুব সহজেই করা যায় যা যেকোন ডিজাইন করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ দুটি পদক্ষেপ।

 

এছাড়াও বিভিন্ন আলাদা আলাদা কাজের জন্য উপযোগী কিছু গ্রাফিক্স ট্যাবলেটের মডেল নিচে দেওয়া হলো।

ওয়াকম ইন্টুওস অঙ্কন : এটি মূলত যারা একদমি নতুন ডিজাইনার রয়েছে তাদের জন্য উপযোগী এক কথায় লার্নার বা মাত্র ক্যারিয়ার শুরু করেছেন তাদের জন্য পুরোপুরি যোগ্য।

ওয়াকম ইন্টুওস কমিক : এটি দ্বারা মূলত কমিকস, পেইন্টিং বা ডিজাইন অঙ্কনের জন্য উপযোগী একটি গ্রাফিক্স ট্যাবলেট। এটিতে একই সাথে পাওয়া যাবে মাল্টি টার্চ সিস্টেম ও জুম ইন জুম আউটের মতো অতিপ্রয়োজনীয় ফিচার্সগুলো।

 

ওয়াকম ইন্টুওস আর্ট : এটি মূলত নির্ভুল ও সবচেয়ে নিখুঁত কাজগুলো করার জন্য উপযোগী একটি গ্রাফিক্স ট্যাবলেট। এটি হাই প্রোফেশনাল লোকেরাই সবচেয়ে নিখুঁত ডিজাইনগুলোর করার জন্য ব্যবহার করে থাকে।

 

ভিপিএন ব্যবহারে যেসব ঝুঁকি হতে পারে!

ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। সাধারণত অনলাইনে প্রাইভেসি রক্ষার পাশাপাশি সুরক্ষিত থাকতে অনেকেই এই সফটওয়্যার ব্যবহার করেন। আবার ব্লক করা বিভিন্ন সাইটে প্রবেশের জন্যও ভিপিএন ব্যবহার করেন এমন মানুষের সংখ্যা কম নয়।

কিন্তু জানেন কি— ভিপিএন ব্যবহারেও রয়েছে ঝুঁকি। উপকারের পরিবর্তে অনেক বড় সমস্যায় পড়তে পারেন আপনি। চলুন জেনে নিই ভিপিএন ব্যবহারের কয়েকটি ঝুঁকি:

* প্রথমত ভিপিএন ব্যবহারের অনুমতি সবার নেই। অনুমতি ছাড়া এটির ব্যবহার বেআইনি।

* অনলাইনে সুরক্ষার পরিবর্তে আপনার ব্যক্তিগত তথ্য পাচার করে দিতে পারে ভিপিএন সফটওয়্যার।

* বেশিরভাগ ক্ষেত্রে ভিপিএন ব্যবহারকারীদের ডিএনএস তথ্য ফাঁস হয়ে যায়। আর এতেই ঘটতে পারে সর্বনাশ। এই তথ্য ব্যবহার করে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অথবা গোয়েন্দা বিভাগ যেকোনো অনলাইন কার্যক্রমে নজরদারি করতে পারে।

* অনেক ভিপিএন ব্যবহারের ফলে আপনার ব্যক্তিগত তথ্য অন্য ব্যক্তির কাছে চলে যেতে পারে।

* অ্যান্ড্রয়েড প্লেস্টোরে আছে এমন অনেক ভিপিএন সফটওয়্যায়েরর বিরুদ্ধে ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ রয়েছে।

* বিনামূল্যে ভিপিএন ব্যবহারে লাভের চেয়ে আপনার ক্ষতিই বেশি হতে পারে।

* ভিপিএন ব্যবহারের ফলে ইন্টারনেটের গতি তুলনামূলক কমে যায়।

চালু হলো ‘মুজিব ১০০’ অ্যাপ

ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বঙ্গবন্ধুর দর্শন ও সংগ্রাম মুখর জীবনের ইতিহাস তুলে ধরার লক্ষ্যে আইসিটি বিভাগের উদ্যোগে নির্মিত হয়েছে ‘মুজিব ১০০’ অ্যাপ। আর সে অ্যাপটিই এবার গুগল প্লে স্টোর ও আইওএস অ্যাপ স্টোরে সবার জন্য উন্মুক্ত করা হয়েছে।
রোববার (১৪ মার্চ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী (আইসিটি) জুনাইদ আহমেদ পলক অনলাইন প্ল্যাটফর্ম এ অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আগামী ১৭ মার্চ শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে সারাদেশে বিভিন্ন রকম কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে মুজিব শতবর্ষ। মুজিববর্ষ উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে mujib100.gov.bd নামে একটি ওয়েবসাইট তৈরি করা হয়। ‘মুজিব ১০০’ অ্যাপটি এ ওয়েবসাইটের একটি মোবাইল সংস্করণ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘মোবাইল গেইল ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের অধীনে এটি তৈরি করা হয়েছে।

অ্যাপটি উদ্বোধন উপলক্ষে প্রতিমন্ত্রী জানান, দেশের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া এ অ্যাপের অন্যতম লক্ষ্য। বঙ্গবন্ধুর জীবদ্দশায় দেওয়া সমস্ত ভাষণ, বঙ্গবন্ধুর লেখা বই, বঙ্গবন্ধুর জীবনের নানা ঘটনা প্রবাহ নিয়ে সাজানো টাইমলাইন প্রভৃতি কন্টেন্ট দিয়ে তৈরি করা হয়েছে এ অ্যাপটি। ‘মুজিব ১০০’ অ্যাপের গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে প্রতিদিন বঙ্গবন্ধুর জীবনে ঘটে যাওয়া ঘটনাবলি সম্পর্কে এ অ্যাপের ব্যবহারকারীরা জানতে পারবে। রয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত তথ্যচিত্র, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণসহ আরও অসংখ্য বক্তব্য, বঙ্গবন্ধুর নিজের হাতে লেখা চিঠিপত্র ও তার নিজের হাতে লেখা আত্মীজবনীমূলক বইসমূহ। বঙ্গবন্ধুর সংগ্রামময় জীবনের বিভিন্ন সময়কার ছবি দিয়ে তৈরি করা হয়েছে ফটো আর্কাইভ।

এছাড়া অ্যাপের ‘ইভেন্ট’ ফিচারের মাধ্যমে মুজিব শতবর্ষের বিভিন্ন উদযাপনের আপডেট জানা যাবে এ অ্যাপে। এ অ্যাপ নির্মাণে ব্যবহার করা হয়েছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি। যার প্রমাণ মেলে অ্যাপের অগমেন্টেড রিয়েলিটি এবং ভার্চ্যুয়াল রিয়েলিটির মতো ফিচারগুলোতে। এছাড়া বঙ্গবন্ধুকে নিয়ে বিশ্ব নেতাদের বিবৃতি, মুজিব শতবর্ষের থিম সং, বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত গ্রাফিক নভেল ‘মুজিব’ প্রভৃতি বৈচিত্র্যময় কন্টেন্ট দিয়ে সাজানো হয়েছে অ্যাপটিকে।

পলক বলেন, এ অ্যাপটির মাধ্যমে তরুণরা বঙ্গবন্ধুর জীবনের রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের উপলব্ধি থেকে করা বিভিন্ন উক্তি পড়ে অনুপ্রাণিত হবে। অ্যাপটি ডাউনলোড করা যাবে গুগল প্লে স্টোর ও অ্যাপল স্টোর দুই জায়গা থেকেই। এটি অনলাইন ও অফলাইন-এ এবং খুব অল্প ব্যান্ডউইথ -এ ব্যবহার করা যাবে। বাংলা ও ইংলিশ দুই ভাষাতেই ব্যবহার করা যাবে অ্যাপটি।

‘মুজিব ১০০’ অ্যাপের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন, মুজিব এক চির তারুণ্যের প্রতিচ্ছবি। দেশের তরুণ সমাজ এ অ্যাপের মাধ্যমে বঙ্গবন্ধুর সে সংগ্রাম মুখর জীবন সম্পর্কে জানতে পারবে। সেসঙ্গে বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা করতে চান, বিস্তারিত জানতে চান বঙ্গবন্ধুকে নিয়ে, তার জীবন দর্শন নিয়ে, তাদের ক্ষেত্রেও এ মুজিব ১০০ অ্যাপটি বিশেষভাবে কাজে আসবে। দেশে ও দেশের বাইরের ব্যবহারকারীরা সবাই এ অ্যাপ ব্যবহার করতে পারবে।

পলক বঙ্গবন্ধুর জীবনাদর্শকে অনুসরণ ও নিজের জীবনে প্রয়োগ করার জন্য তরুণ প্রজন্মের সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মোবাইল গেম অ্যান্ড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক আনোয়ারুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পরিকল্পনা ও উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব জনাব ড. বিকর্ণ কুমার ঘোষ।

প্রতিদিন ইন্টারনেট বন্ধ থাকবে ৩ ঘণ্টা

রাজধানীতে পরিকল্পনাহীন তার অপসারণে শুধু অর্থনীতি নয়, দাফতরিক কার্যক্রমও স্থবির হয়ে পড়ার শঙ্কা রয়েছে। কেবল অপারেটরেরা ধর্মঘট শুরু করলে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে বাংলাদেশ। আলোচনার মাধ্যমে এ পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছে সবপক্ষ।

নানা আপত্তি, অসুবিধা জানানোর পরও থেমে নেই রাজধানীতে চলছে ঝুলন্ত তার অপসারণ অভিযান। করা হয়নি বিকল্প কোনো ব্যবস্থাও। ইন্টারনেট কিংবা স্যাটেলাইট সংযোগ সেবা পেতে চরম ভোগান্তি পড়েছেন রাজধানীর লাখ লাখ মানুষ। লোকসানে পড়ে রোববার (১৮ অক্টোবর) থেকে প্রতিদিন তিন ঘণ্টা করে সারা দেশে ইন্টারনেট ও কেবল টিভি সেবা বন্ধের হুঁশিয়ারি দিয়েছে সেবাদাতারা।
করোনা সংকট মোকাবিলা করে দেশের অর্থনীতির স্বাভাবিক গতি ধরে রাখতে সারাবিশ্বই নির্ভর করছে অনলাইন যোগাযোগের ওপর। এ অবস্থায় হঠাৎ করে তার অপসারণে স্থবির হয়ে পড়ছে অর্থনৈতিক ও দাপ্তরিক নানা কাজকর্ম। দেশের দুই শেয়ারবাজারের লেনদেন, কেন্দ্রীয় ব্যাংক এমনকি বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রমও হচ্ছে বাধাগ্রস্ত। নিরবচ্ছিন্ন ইন্টারনেট না পেলে বন্ধ থাকবে এটিএম সেবাও। এতে শত শত কোটি টাকা লোকসানের আশঙ্কা করছেন প্রযুক্তিবিদরা।

এদিকে, ১৭ অক্টোবরের মধ্যে চলমান সমস্যা সমাধানের সিটি করপোরেশন সময়সীমা বেধে দিয়েছেন, ইন্টারনেট ও ডিস সেবা প্রদানকারী দুটি সংগঠনের নেতারা।

যে কোনো প্রশ্নের উত্তর দেয় বরিশালের শুভ’র তৈরি রোবট

শামীম আহমেদ:
মুজিব শতবর্ষ উপলক্ষে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী বরিশাল অঞ্চলের শিক্ষার্থীদের সংবর্ধনা ও উৎসাহ প্রদান করা হয়েছে। বরিশাল দি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির আয়োজনে শনিবার বেলা ১২টা নগরীর অশ্বিনী কুমার টাউন হলে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।

অনুষ্ঠানে বরিশাল সরকারি জিলা স্কুলের শিক্ষার্থী অয়ন চক্রবর্তী ও বরিশাল সদর গালর্স স্কুলের শিক্ষার্থী খাতুনে জান্নাত প্রাপ্তিকে শুদ্ধ বাংলা ভাষা চর্চা এবং গৈলা মাধ্যমিক বিদ্যালয়ের শুভ কর্মকারকে রোবট তৈরির অবদান রাখায় এক লাাখ টাকা করে চেক ও ক্রেস্ট প্রদান করা হয়। প্রধানমন্ত্রী নিকট থেকে পুরস্কার প্রাপ্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সারমীন সুলতানাকেও ক্রেস্ট প্রদান করেন। এছাড়াও ৪শ ৩০জন শিক্ষার্থীকে থার্মোফ্লাক্স প্রদান করা হয়।

অনুষ্ঠানের মূল আকর্ষন ছিল বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শুভ কর্মকারের মাত্র ২৫ হাজা টাকায় তৈরি রবিন নামের রোবটের কথা বলা। এসময় শিক্ষার্থী রবিন তার নির্মিত রোবটকে বিভিন্ন প্রশ্ন করলে সঠিকভাবে উত্তর দেয়।

এখানে স্বাগত বক্তব্য রাখেন, দি চেম্বার অফ কমার্সের পরিচালক সেরনিয়াবাত মঈন অব্দুল্লাহ। বক্তব্য রাখেন- দি চেম্বার অফ কমার্সের পরিচালক সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ ও সভাপতি সাইদুর রহমান রিন্টু সহ অন্যান্যরা। এসময় মেধাবী শিক্ষার্থীদের ধারাবাহিক সহযোগীতা প্রদান অব্যাহত রাখার কথা বলেন বক্তারা।

অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন কারা হয়। এরপর বিনোদনের জন্য নৃত্য পরিবেশন করে নৃত্য শিল্পীরা।

জেনে নিন ৫০টি বিপজ্জনক পাসওয়ার্ড!

তথ্যপ্রযুক্তি ডেস্ক:

২০১৯ সালেও সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান স্প্ল্যাশডাটা ৫০ লাখ ফাঁস হওয়া পাসওয়ার্ড বিশ্লেষণ করে দেখে ৫০টি পাসওয়ার্ডকে হ্যাকারদের সবচেয়ে শেয়ার করা পাসওয়ার্ড হিসেবে উল্লেখ করেছে। বিশেষজ্ঞরা এসব ‘বিপজ্জনক’ পাসওয়ার্ড এখনই ব্যবহার বন্ধ করার পরামর্শ দিয়েছেন।

সেই ৫০টি বিপজ্জনক পাসওয়ার্ডের তালিকা:
123456
123456789
qwerty
password
1234567
12345678
12345
iloveyou
111111
123123
abc 123
qwerty 123
1 q2 w3 e4 r
admin
qwertyuiop
654321
555555
lovely
7777777
welcome
888888
princess
dragon
password1
123 qwe
666666
1 qaz2 wsx
333333
michael
sunshine
liverpool
777777
1 q2 w3 e4 r5 t
donald
freedom
football
charlie
letmein
!@#$%^&*
secret
aa 123456
987654321
zxcvbnm
passw0 rd
bailey
nothing
shadow
121212
biteme
ginger

যে কারনে গরম হয় স্মার্টফোন?

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:

প্রযুক্তিনির্ভর এই যুগে প্রায় সবাই স্মার্টফোন ব্যবহার করেন। তবে স্মার্টফোনের অন্যতম একটি সমস্যা হলো- ব্যবহারের মাঝখানে খুবই গরম হয়ে যায়। স্মার্টফোন গরম হওয়ার বেশ কিছু কারণ আছে। তবে অতিরিক্ত গরম বিপদের কারণ হতে পারে। তাই আমাদের স্মার্টফোন অতিরিক্ত গরম হবার কারণগুলো জানা দরকার।

কি পরিমান গরম হওয়া স্বাভাবিক:
আপনার ফোন কম দামি বলে বেশি গরম হয়, তা ঠিক নয়। স্বাভাবিকভাবে স্মার্টফোন ৩৫-৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হতে পারে। তবে স্ট্যান্ড বাই মোডেও যদি ফোনটি ৩৫-৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হয় তবে বুঝবেন আপনর ফোনে সমস্যা আছে।

ব্যাটারি:
মোবাইল কম্পানিগুলো বর্তমানে স্মার্টফোন দিন দিন পাতলা করছে। তবে তার তুলনায় ব্যাটারির প্রযুক্তি তেমন উন্নত হয়নি। ব্যাটারি যত বেশি দুর্বল হবে ফোন তত বেশি তাপ উৎপন্ন  করবে। ব্যাটারি চার্জ নেওয়ার সময় অথবা ডিচার্জ হওয়ার সময়েও ফোন বেশি গরম হয়ে থাকে।

প্রসেসর: 
স্মার্টফোন গরম হওয়ার একটি করণ হচ্ছে প্রসেসর গরম হওয়া। আপনারা হয়তো অনেকেই জানেন স্মার্টফোনের মূল অঙ্গ হচ্ছে প্রসেসর। প্রসেসর এমন একটি ডিভাইস যা সবসময় কাজ করে থাকে। আপনি ফোন ব্যবহার করেন আর নাই করেন। ক্ষুদ্র ক্ষুদ্র ইলেকট্রন দিয়ে প্রসেসর তৈরী হয়ে থাকে। প্রসেসর স্মার্টফোনের বডির সাথে লাগানো থাকে যার ফলে তাপ অনুভব হয়।

দুর্বল নেটওয়ার্ক:
ফোন গরম হওয়ার আরেকটি করণ হচ্ছে দুর্বল নেটওয়ার্ক। আপনার ফোনে যদি নেটওয়ার্ক দুর্বল থাকে তখন সিগনাল যায় আর আসে। আবার ওয়াইফাই ব্যবহারে সিগন্যালের জন্য অনেক বেগ পেতে হয়। দুর্বল নেটওয়ার্কের জন্য ফোনে বেশি চাপ পরে, যার ফলে স্মার্টফোন অত্যাধিক গরম হয়ে থাকে।