সূর্যের বিরল ছবি প্রকাশ করল নাসা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :

সোলার ফ্লেয়ার বা সৌর তরঙ্গ বিচ্ছুরণরত সূর্যের বিরল একটি ছবি প্রকাশ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটির ভেরিফায়েড ইনস্টাগ্রাম পেজ থেকে ছবিটি প্রকাশ করেছে। ছবিটির ক্যাপশনে নাসা সূর্যকে আখ্যা দিয়েছে ‘হলুদ বামন’ বা ‘ইয়েলো ডোয়ার্ফ’ হিসেবে।

সূর্যের ছবির ওই ক্যাপশনে নাসা হ্যাশট্যাগ দিয়ে লিখেছে, ‘যে তারা রয়েছে বলেই এসব সম্ভব হয়েছে। সেই সূর্য থেকে ১৫ লাখ কোটি কিলোমিটার ‍দূরের পৃথিবী নতুন কক্ষপথে প্রবেশ করেছে। সেই পৃথিবী থেকে হ্যাপি নিউ ইয়ার।’

ক্যাপশনে নাসা আরও লিখেছে, ‘মহাজাগতিকভাবে মধ্যবয়সী এবং একটি হলুদ বামন শ্রেণির সূর্যের গতিশীল এবং সদা পরিবর্তনশীল প্রকৃতি ক্রমাগত সৌরজগতে শক্তি প্রেরণ করে।

নাসা আরও লিখেছে, ‘একঝাঁক মহাকাশ যান সবসময়ই সূর্যকে পর্যবেক্ষণ করে চলেছে, যা পদার্থবিজ্ঞানের সূর্য সংক্রান্ত শাখা হেলিওফিজিক্সের নতুন নতুন জ্ঞান যুক্ত করে চলেছে। এমন একটি পর্যবেক্ষক মহাকাশযান সোলার ডাইনামিক অবজারভেটরি (এসডিও) থেকেই এই ছবিটি তোলা হয়েছে।’
এর আগে, হাবল টেলিস্কোপ পৃথিবী থেকে ২১ কোটি আলোকবর্ষ দূরের একটি সর্পিল ছায়াপথের ছবি তুলেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ সংশ্লিষ্ট অনলাইন সংবাদমাধ্যম স্পেস ডট কমের এক প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবী থেকে ২১ দশমিক ৪ কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত সর্পিলাকার ওই ছায়াপথটির নাম এনজিসি ৬৯৬৫।

বিজ্ঞানীরা এই সর্পিল ছায়াপথকে ‘বারড গ্যালাক্সির’ নিখুঁত উদাহরণ বলে উল্লেখে করেছেন। বারড গ্যালাক্সি হলো এমন এক ধরনের সর্পিল ছায়পথ, যার কেন্দ্র একটি দণ্ডের মতো আকার ধারণ করে। মহাবিশ্বের ৭০ শতাংশ ছায়াপথে এবার বা দণ্ডের উপস্থিতি দেখতে পাওয়া যায়। কেন্দ্রের দণ্ডাকৃতির গঠনের কারণেই এ ধরনের ছায়াপথের নামকরণ করা হয় ‘বারড গ্যালাক্সি’। এসব ছায়াপথের কেন্দ্রস্থল সাধারণত বেশ সক্রিয় হয়ে থাকে।

 

জেনে নিন আপনার ফেসবুকে অন্য কেউ ঢোকার চেষ্টা করছে কি না

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :
ফেসবুক অ্যাকাউন্টে অন্য কেউ ঢোকার চেষ্টা করছে কি না জানতে চাইলে নিজের প্রোফাইলে ঢুকে Facebook login alerts ev alerts about unrecognized logins  অপশনটি চালু করে দিলেই হবে। আপনার ফেসবুক অ্যাকাউন্ট নিয়মিত ব্যবহার করেন না, এমন কোনো ডিভাইস থেকে লগইন করা হয় কিংবা লগইনের চেষ্টা করা হয়, তবে সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পাবেন। সচরাচর যেসব জায়গা থেকে আপনি ফেসবুক ব্যবহার করেন না, এমন জায়গা থেকে নতুন ডিভাইসে আপনার প্রোফাইলে প্রবেশের চেষ্টা হলেও জেনে যাবেন আপনি। সুবিধাটি পেতে ফেসবুকে ‘লগইন নোটিফিকেশন’ চালু করতে হবে। ফিচারটি চালু করতে স্মার্টফোন থেকে ফেসবুক লগইন করে ওপরের দিকে তিন রেখা আইকনে ট্যাপ করতে হবে। এখান থেকে স্টক্রল করে মেন্যুর একেবারে নিচের দিকে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশন পাওয়া যাবে। এখান থেকে ‘সেটিংস’-এ ট্যাপ করে ‘পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি’ অপশনে ক্লিক করতে হবে। এবার Get alerts about unrecognised logins অপশনে ক্লিক করুন। এখানে কীভাবে অ্যালার্ট পেতে চান (যেমন ই-মেইল ঠিকানা ও পরিচিত ডিভাইসে ফেসবুক নোটিফিকেশন) তা নির্বাচন করে দিন। কম্পিউটার থেকে আপনার প্রোফাইলে ঢুকে ‘সিকিউরিটি অ্যান্ড লগইন সেটিংস’ অপশনে গিয়ে ‘এডিট’ অপশনে ক্লিক করুন। এবার কীভাবে নোটিফিকেশন পেতে চান তা নির্বাচন করে আগের মতো সেটিংস সম্পন্ন করুন। এখানে চাইলে অ্যালার্ট পেতে সেলফোন নম্বরও যোগ করা যাবে। এরপর আপনার ফেসবুক অ্যাকাউন্টে সন্দেহজনক লগইন হলে ফেসবুক থেকে নোটিফিকেশন লিংক পাবেন। ফেসবুক যে লগইনকে সন্দেহজনক মনে করছে, সেটি যদি আপনি হন, তবে ‘দিজ ওয়াজ মি’ ট্যাপ করুন। অন্য কেউ হলে ‘দিজ ওয়াজ নট মি’ ক্লিক করে নতুন পাসওয়ার্ড দিন।

ইউটিউবের নতুন ফিচার ‘গো লাইভ টুগেদার’

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :
বর্তমানে আমরা ইন্টারনেটে দুই ধরনের সার্চ ইঞ্জিন পেয়ে থাকি, প্রথমটি হলো গুগল সার্চ ইঞ্জিন এবং দ্বিতীয়টি হলো ইউটিউব সার্চ ইঞ্জিন। ইউটিউব হলো সান ব্রুনো, ক্যালিফোর্নিয়াভিত্তিক একটি মার্কিন অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম সেবার সাইট। ২০০৫ সালের ফেব্রুয়ারিতে যাত্রা শুরু হয় এটির। বর্তমানে ইউটিউব গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম। ২০০৬ সালের অক্টোবরে, গুগল; সাইটটিকে ১.৬৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ক্রয় করে নেয়।

ইউটিউব বর্তমানে গুগলের পর বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় অনলাইন সার্চ ইঞ্জিন, যেখানে ভিডিওর মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান পাওয়া যায়। নতুন নতুন ফিচার সংযোজনের মাধ্যমে ইউটিউব প্রতিনিয়ত নিজেকে আপডেট করে। তারই ধারাবাহিকতায় এবার ইউটিউবের নতুন সংযোজন হলো ‘গো লাইভ টুগেদার’।

ভিডিও বা কনটেন্ট নির্মাতাদের (ক্রিয়েটর) জন্য অতিথিসহ লাইভ করার নতুন ফিচার এটি। যার মাধ্যমে একজন গেস্টকে এনে লাইভে যুক্ত করতে পারবেন ক্রিয়েটররা। ক্রিয়েটর ইনসাইডার চ্যানেল এবং এক ব্লগ পোস্টে এ ঘোষণা দিয়েছে ইউটিউব। তবে মুঠোফোন থেকে কো-স্ট্রিম করা গেলেও ডেস্কটপে এ ফিচার ব্যবহার করা যাবে না।
প্রাথমিকভাবে নির্দিষ্ট সংখ্যক ক্রিয়েটর গো লাইভ টুগেদার ফিচার ব্যবহার করতে পারবেন। পরবর্তী সময়ে ফিচারটি অন্য ক্রিয়েটরদের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে ইউটিউবের।

কয়েক সপ্তাহের মধ্যেই কিছু ক্রিয়েটর তাদের অ্যাকাউন্টের নিচের অংশে গো লাইভ টুগেদার অপশনটি দেখতে পাবেন। লাইভ স্ট্রিমিং করতে ক্রিয়েটরকে টাইটেল, ডেসক্রিপশন, মনিটাইজেশন সেটিং, থাম্বনেইল এবং ভিসিবিলিটি সেটিং ঠিক করতে হবে। ইনভাইট আ কো-স্ট্রিমার অপশন সিলেক্ট করার পর গেস্টকে লাইভ স্ট্রিমে ইনভাইট করা যাবে।

লাইভ স্ট্রিমটি শুধু হোস্টের চ্যানেলেই দেখা যাবে। আর এ লাইভ স্ট্রিমে বিজ্ঞাপন প্রদর্শিত হলে এর অর্থ আয়োজক বা হোস্ট পাবেন।

সম্প্রতি টিকটকও টুইস কো-স্ট্রিমিং ফিচার চালু করেছে, যাতে সর্বোচ্চ পাঁচজন অতিথি যুক্ত হতে পারেন।

 

নিকোলা টেসলা : হারিয়ে যাওয়া জিনিয়াস

বিনোদন ডেস্ক :
বিশ্ব সেরা বিজ্ঞানীদের কথা মনে হলেই যাদের নাম প্রথমে আপনার মাথায় আসে তারা হলেন হেনরি ফোর্ড, রাইট ব্রাদারস, টমাস এডিসন, আইনস্টাইন। এর বাইরেও একটি নাম আছে, সচরাচর যার কথা কেউ মনে রাখে না। অনেকে হয়তো না-জেনেই তার আবিষ্কারের অনেক কিছু ব্যবহার করছেন। যেমন, দৈনন্দিন জীবনে যখন মোবাইল ফোনটি চার্জ দিচ্ছেন, লাইট অন করছেন, জেনারেটর কিংবা ফ্রিজ ব্যবহার করছেন, তখন একজন বিজ্ঞানীকে ধন্যবাদ দেয়া উচিত। আর তিনি হলেন হারিয়ে যাওয়া জিনিয়াস নিকোলা টেসলা।

সময়টা বিশ শতকের প্রায় মাঝামাঝি, ১৯৪৩ সালের ৭ জানুয়ারি। হোটেল নিউইয়র্কারে এলিস মোনাঘান নামে এক পরিচারিকা ৩৩২৭ নম্বর রুমে যান। যদিও রুমের বাইরে টাঙানো ছিল ‘ডোন্ট ডিস্টার্ব’ সতর্কবাণী, কিন্তু সেটি উপেক্ষা করেই কক্ষে প্রবেশ করেন তিনি। ঘরে ঢুকে দেখেন  ৮৬ বছর বয়সী এক লোকের মরদেহ পড়ে আছে। এভাবেই নিঃসঙ্গ অবস্থায় সবার অগোচরে একটি সাধারণ হোটেলের নির্জন কক্ষে শেষ হয় বিশ শতকের অন্যতম সেরা উদ্ভাবক আধুনিক যুগের প্রমিথিউস নিকোলা টেসলার জীবন। চিকিৎসকদের ধারণা, তার মৃত্যুর কারণ করোনারি থ্রম্বোসিস।

মারা যাওয়ার আগে টেসলা প্রতিদিনই সময় করে পার্কে বেড়াতে যেতেন এবং সেখানে কবুতরদের খাবার দিতেন। কোনো আহত কবুতর পেলে তিনি তার চিকিৎসা ও সেবাযত্ন করতেন। এটা তার কাছে একধরনের অবসেশনের পর্যায়ে চলে গিয়েছিল। ৮১ বছর বয়সী টেসলা ১৯৩৭ সালে গভীর রাতে পার্কে কবুতরদের খাবার দিতে গিয়ে গাড়ি দুর্ঘটনার শিকার হন এবং তার কোমর ও পাঁজরের হাড় ভেঙে যায়। কিন্তু তিনি চিকিৎসার জন্য হাসপাতালে যেতে অস্বীকার করেন, এ আঘাত থেকে তিনি আর কখনো পুরোপুরি সেরে ওঠেননি। আর এ ঘটনার ছয় বছর পর ১৯৪৩ মারা যান তিনি। মৃত্যুর সময় তিনি ছিলেন, অসুস্থ, অসহায়, দরিদ্র এবং উপেক্ষিত।

টেসলা জন্মেছিলেন ১৮৫৬ সালের ১০ জুলাই। তৎকালীন অস্ট্রিয়ান সাম্রাজ্যের পূর্ব সীমান্তে, স্মিলিয়ানে। অর্থাৎ, বর্তমান ক্রোয়েশিয়ার স্মিলিয়ান শহরে। টেসলার কর্মকাণ্ডে বিস্মিত হয়ে কেউ কেউ বলতেন, টেসলা হচ্ছেন এলিয়েন শিশু। তার জন্মের সময়ও অনেকে তাকে ‘সময়ের কাল’ বলত। কিন্তু তার মা বলতেন, টেসলা পৃথিবীতে আলো নিয়ে আসবেন। মায়ের সেই কথা অবশ্য বিফলে যায়নি।

কেননা, মানুষ যখন বিদ্যুৎকে একটি রহস্য মনে করে ভয় পেত, তখন তিনি বিদ্যুৎকে হাতের তালুর মতো নিয়ন্ত্রণ করেছিলেন। পৃথিবীতে টেসলাই প্রথম শুরু করেছিলেন সহজলভ্য বিদ্যুৎশক্তির যুগ, যার উদ্ভাবিত এসি জেনারেটর ও মোটরের শক্তি দিয়ে শুরু হয় ব্যাপক শিল্পোৎপাদন। তার হাত ধরেই শুরু হয়েছে রোবট ও অটোমেশনের যুগ, যা মানুষের কায়িক শ্রম কমিয়ে মেশিনকে মানুষের দাসে পরিণত করেছে। মার্কনির বেতার প্রযুক্তি আবিষ্কারের কয়েক বছর আগেই তিনি পৃথিবীকে একই প্রযুক্তি উপহার দিয়েছেন। তিনি আমাদের দিয়েছেন নিয়ন ও অন্যান্য গ্যাসের টিউবলাইট, ফ্লুরোসেন্ট বাল্ব, হাই ফ্রিকোয়েন্সি বিদ্যুৎ। ফলে সম্ভব হয়েছে শিল্প ও চিকিৎসা জগতে অনেক গুরুত্বপূর্ণ যন্ত্রের ব্যবহার। সময়ের অনেক আগেই জন্ম নেয়া সুপারম্যান নিকোলা টেসলা, যার সব আবিষ্কার ধারণ করতে কিংবা সঠিক মূল্যায়ন করতে তখনকার পৃথিবী তৈরি ছিল না।

কীভাবে হারিয়ে গেলেন টেসলা?
ঊনবিংশ শতকের শেষদিকে টেসলারের খ্যাতি উল্কার মতোই ছড়িয়ে পড়েছিল। তিনি উদ্ভাবক, প্রকৌশলী ও বুদ্ধিজীবী হিসেবে সুধী সমাজে পরিচিত হয়ে ওঠেন। এডিসনের ডিসি কারেন্ট বিদ্যুৎকেন্দ্র থেকে বেশি দূরে সরবরাহ করা যেত না, কিন্তু এসি কারেন্ট অনেক দূরে নিয়ে যাওয়া যেত বলে তা সহজেই ব্যবহার করা যেত। এভাবেই টেসলার জেনারেটরের দিকে আকৃষ্ট হয় বিখ্যাত ইলেকট্রিক অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোং ওয়েস্টিং হাউস। তারা প্রচুর আর্থিক সুবিধা দিয়ে টেসলাকে তাদের সহযোগী করে নেয়। অচিরেই এডিসন, থম্পসন-হিউস্টন এবং ওয়েস্টিং হাউস—এ তিনটি বড় প্রতিষ্ঠানের মধ্যে শুরু হয়ে যায় ‘বিদ্যুৎযুদ্ধ’।

অন্যান্য বিজ্ঞানীর রোষানলে পড়েন টেসলা। পরবর্তী কয়েক বছরে টেসলা ৩০টির বেশি বৈজ্ঞানিক আবিষ্কারের পেটেন্ট গ্রহণ করেন। যার মধ্যে রয়েছে টেসলা বৈদ্যুতিক অসিলেটর, বিদ্যুতের মিটার, উন্নত প্রযুক্তির নানা ধরনের ইলেকট্রিক বাল্ব, হাই ভোল্টেজ ট্রান্সফরমার ইত্যাদি যন্ত্র। এমনকি নায়াগ্রা জলপ্রপাতের শক্তি ব্যবহার করে ১৮৯৩ সালে পৃথিবীর প্রথম আধুনিক জলবিদ্যুৎ প্রকল্প স্থাপিত হয় টেসলার হাত ধরেই। তবে টেসলার জীবনের কালো অধ্যায় ১৮৯৫ সাল, যখন তার ল্যাবে আগুন ধরে যায় এবং দীর্ঘ গবেষণার সবকিছু ধ্বংস হয়ে যায়। কিন্তু এতেও থেমে থাকেননি তিনি

তিন শতাধিক আবিষ্কারের প্যাটেন্ট রয়েছে নিকোলা টেসলার, যেগুলো সময়কে ছাপিয়ে গড়েছে আধুনিক বিশ্ব। তিনি এ বিশ্বে আধুনিক যুগ তৈরি করে গেছেন ঠিকই, কিন্তু নিজে কোনো উত্তরাধিকারী রেখে যাননি। তার আবিষ্কারগুলো কোটি কোটি মানুষের কর্মসংস্থান করে গেছে এবং শত শত মিলিয়নিয়ার তৈরি করে গেছে। অন্যান্য বিজ্ঞানীর সঙ্গে নিকোলা টেসলার পার্থক্য এই যে, তিনি শুধু থিওরিটিক্যালি তার আবিষ্কার প্রকাশ করতেন না; বরং বাস্তবে সেগুলোর প্রয়োগ দেখাতেন। তাকে বলা হয় ‘the wizard of electricity’. পৃথিবী আজ নিকোলা টেসলাকে প্রায় ভুলেই গেছে। কিন্তু আমরা মর্ত্যবাসী আসলে ভাগ্যবান যে এমন একজন জ্ঞানী পৃথিবীতে এসে সবকিছু আলোকিত করে দিয়ে গেছেন।

 

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ হোয়াটসঅ্যাপ পরিষেবা কাজ করছে না

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ব্যবহার করা যাচ্ছে না ইনস্ট্যান্ট মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ। বাংলাদেশ সময় আজ মঙ্গলবার বেলা একটার পর থেকে হোয়াটসঅ্যাপে ঢুকতে পারছেন না ব্যবহারকারীরা। ফলে বার্তা বিনিময় করা যাচ্ছে না। খবর বিবিসির।

হোয়াটসঅ্যাপের সেবা বিঘ্নের তথ্য প্রকাশ করেছে ডাউন ডিটেক্টর ডটকমও। ওয়েবসাইটটি বিভিন্ন সাইট বা অনলাইন সেবা বিপর্যস্ত হলে তাৎক্ষণিক তথ্য প্রকাশ করে থাকে।

এরই মধ্যে কয়েক হাজার ব্যবহারকারী ডাউন ডিটেক্টর ডটকমে হোয়াটসঅ্যাপের সেবা ব্যবহার করতে না পারার বিষয়ে অভিযোগ করেছেন।

হোয়াটসঅ্যাপের সেবা বিঘ্নের কারণ সার্ভার ডাউন না সাইবার হামলা, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।

এক বিবৃতিতে হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার একজন মুখপাত্র জানিয়েছেন, ‘কিছু ব্যক্তির হোয়াটসঅ্যাপে বার্তা বিনিময়ে সমস্যা হওয়ার বিষয়ে আমরা সচেতন রয়েছি। আমরা যত তাড়াতাড়ি সম্ভব সবার জন্য হোয়াটসঅ্যাপ পুনরুদ্ধার করার জন্য কাজ করছি।’

জেমস ওয়েবে ধরা পড়ল ‘সৃষ্টির স্তম্ভ’

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :
মহাকাশে এরই মধ্যে সবচেয়ে সুন্দর ও বিস্ময়কর কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করেছে বিশ্বের সর্ববৃহৎ ও সবচেয়ে শক্তিশালী জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। সেই ধারাবাহিকতায় আরও একটি আইকনিক দৃশ্য ধারণ করেছে মার্কিন মহাকাশ সংস্থা নাসার অত্যাধুনিক যন্ত্রটি। যাতে উঠে এসেছে লাখ লাখ তারার বিন্দুশোভিত গ্যাস ও ধূলি বিশাল একটি অবকাঠামো, যাকে ‘সৃষ্টির স্তম্ভ’ বলে অভিহিত করা হচ্ছে।

নাসার বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, পৃথিবী থেকে প্রায় সাড়ে ছয় হাজার আলোকবর্ষ দূরত্বে বিশাল ‘ইগল নেবুলা’র মধ্যে দাঁড়ানো বিরাটকায় স্বর্ণ, তামা ও বাদামি রঙের সারি সারি দাঁড়ানো কলাম বা স্তম্ভগুলোর চমৎকার কিছু ছবি ধারণ করেছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ।

তবে জেমস ওয়েবই প্রথম নয়, এর আগে ১৯৯৫ সালে ‘সৃষ্টির স্তম্ভ’ নামে ওই কলামগুলোর প্রথম ছবি তুলেছিল নাসার হাবল স্পেপ টেলিস্কোপ। তবে ওয়েবের ইনফ্রারেড সক্ষমতার কারণে জেমস ওয়েব টেলিস্কোপ স্তম্ভগুলোর অস্বচ্ছতার মধ্য দিয়েও নতুন নক্ষত্রের গঠনের দিকটিও প্রকাশ করছে।
জেমস ওয়েবের ছবিতে স্তম্ভগুলোর শেষ প্রান্তের আগ্নেয়গিরির লাভার মতো কালো কালো দাগ ও উজ্জ্বল লাল আলোও প্রকাশ পেয়েছে। নাসার মতে, লাল আলো ও কালো দাগগুলো মূলত এমন নক্ষত্র থেকে বেরিয়ে আসছে, যা এখনও গঠন হচ্ছে এবং এগুলোর বয়স মাত্র কয়েক লাখ বছর।’

ইউরোপিয়ান মহাকাশ সংস্থার বিজ্ঞানের জ্যেষ্ঠ উপদেষ্টা অধ্যাপক মার্ক মক্কাওঘরেন বলেন, ‘১৯৯০ সালে মাঝামাঝি থেকে আমি দ্য ইগল নেবুলা (নীহারিকা) নিয়ে কাজ করছি। আমি আলোকবর্ষের ভেতর লম্ব স্তম্ভ দেখার চেষ্টা করেছি। এখন হাবল সেটি দেখাল। এর ভেতর আমি তাদের ভেতরে তরুণ তারকাদের খুঁজছি। আমি জানতাম জেমস ওয়েব সেটির ছবি তুলতে পারবে এবং এগুলো হবে অসাধারণ। তা আজ দেখতে পেলাম।’

জেমস ওয়েব মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ ও কানাডার মহাকাশ সংস্থার যৌথভাবে পরিচালিত একটি প্রকল্প। এটি ২০২১ সালের ডিসেম্বরে মহাকাশে যাত্রা করে। এটাকে হাবল স্পেস টেলিস্কোপের উত্তরাধিকারী হিসেবে বিবেচনা করা হয়।

 

চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এবার অ্যালকর ‘মৃতদের জীবিত করার’

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :
প্রকৃতির বাস্তব সত্য নির্ধারিত সময়ে মৃত্যু আসবে আর পেছনে থাকবে মানুষের ফেলে আসা স্মৃতি। কিন্তু মৃত্যুকে আটকে রেখে এ প্রাকৃতিক নিয়মকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার অ্যালকর লাইফ এক্সটেনশন ফাউন্ডেশন।

প্রতিষ্ঠানটি মৃতদের জীবিত করতে নানা বৈজ্ঞানিক প্রয়াস চালিয়ে যাচ্ছে। ‘লাইফ এক্সটেনশন’ মানে জীবনের পরিধি বাড়ানোর এ মিশনে, অ্যালকর তরল নাইট্রোজেনে ভরা ট্যাঙ্কে ১৯৯টি মৃতদেহ ও মাথা এবং ১০০টি পোষা প্রাণীকে সংরক্ষণ করে রেখেছে। যারা ভবিষ্যতে পুনরুজ্জীবিত হওয়ার আশায় ক্রিওপ্রেসারের সিদ্ধান্ত নিয়েছিলেন।

সংরক্ষিত মৃতদেহগুলোকে বলা হয় ‘ক্রিওপ্রিজারভড’। অ্যালকর’র পূর্ণ বিশ্বাস এসব মৃত ব্যক্তিদের প্রাণ ফিরিয়ে দেয়া হবে যখন প্রাণ ফেরানোর মতো উন্নত প্রযুক্তি আবিষ্কার করা হবে। আর এমন আশায় এখনো মৃত ব্যক্তিদের স্বজনেরাও অপেক্ষায় দিন গুনছেন। অ্যালকর’র রোগীরা হচ্ছেন ক্যানসার, প্যারালাইসিস বা অন্যান্য জটিল রোগে মারা যাওয়া ব্যক্তিরা। এদের মধ্যে আছে মাত্র ২ বছর বয়সে মস্তিষ্কের ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া থাইল্যান্ডের একটি মেয়ে শিশু।

শিশুটির দেহ ২০১৫ সাল থেকে সংরক্ষিত। প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ ম্যাক্স মোর’র ভাষ্যমতে, শিশুটির মস্তিষ্কে একাধিক অস্ত্রোপচার হয়েছিল তবে কিছু কাজে না আসায় অ্যালকোর সাথে যোগাযোগ করে মেয়েটির বাবা-মা যারা নিজেরাও ডাক্তার। আরও একজন হলেন বিটকয়েনের পথপ্রদর্শক হ্যাল ফিনি তিনিও অ্যালকোর একজন রোগী। ২০১৪ সালে প্যারালাইসিসে প্রাণ হারানোর পর অ্যালকর তার মরদেহ সংরক্ষণ করে রেখেছে।
এ ‘ক্রিওপ্রিজারভেশন’ বা সংরক্ষণ প্রক্রিয়াটি অত্যন্ত ভিন্ন এবং জটিল এক প্রক্রিয়া। ব্যক্তির মৃত্যুর আইনি ঘোষণার পর প্রথমে ব্যক্তির দেহকে কিছুক্ষণ হিম শীতল পানির মধ্যে রাখা হয়। দেহ থেকে রক্ত এবং অন্যান্য তরল বের করে তার পরিবর্তে শরীরে বিশেষ কেমিক্যাল প্রতিস্থাপন করা হয়, যা মৃতদেহকে পচন ধরতে দেয় না।

পরে দেহটি অতিরিক্ত ঠান্ডা তাপমাত্রায় নাইট্রোজেন ট্যাঙ্কে সংরক্ষণ করা হয়। এই সময়টাতে কৃত্রিমভাবে রক্ত সঞ্চালনের জন্য একটি যান্ত্রিক সিপিআর যন্ত্র ব্যবহার করা হয় যাতে কোষগুলোকে ক্ষতি হওয়া থেকে রক্ষা করা যায়। মাইনাস ১১০ ডিগ্রি তাপমাত্রায় শরীর একদম শক্ত হয়ে যায়।

পুরো এ প্রক্রিয়ায় শরীরের জন্য খরচ পড়বে ২ লাখ ডলার এবং মস্তিষ্কের জন্য ৮ হাজার ডলার। ম্যাক্স মোর বলেন, বর্তমান সময় যে অসুস্থ রোগীদের আরোগ্য সম্ভব নয় তাদের স্বজনরাও অ্যালকরের সাথে যোগাযোগ করে তাদের দেহ সংরক্ষণের জন্য বলছেন। তার দাবি অ্যালকর পচন বন্ধ রেখে তাদের দেহও নষ্ট হতে দেয় না।

অ্যালকর লাইফ এক্সটেনশন ফাউন্ডেশনটি, মৃতদের প্রাণ ফিরিয়ে দেয়ার এই প্রক্রিয়া নিয়ে বেশ আশাবাদী এবং প্রাণ ফেরানোর মতো উন্নত প্রযুক্তি আবিষ্কার না হওয়া পর্যন্ত তাদের দেহ এভাবেই সংরক্ষণ করা হবে।

 

পৃথিবীর দিকে ধেয়ে আসা গ্রহাণুর পথ পরিবর্তনে সফল হয়েছে নাসা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :

যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে পৃথিবীর দিকে ধেয়ে আসা একটি গ্রহাণুর পথ পরিবর্তনে তাদের প্রচেষ্টা সফল হয়েছে। বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন যে ডিমরফোস নামে পরিচিত ওই মহাকাশ পাথরের ১৬০ মিটার প্রশস্থ কক্ষপথকে তারা পরিবর্তন করতে সক্ষম হয়েছেন। গত মাসে ডার্ট মহাকাশযানটি ওই গ্রহাণুকে কক্ষপথ পরিবর্তনের লক্ষ্যে এর মাথায় আঘাত করে।

গ্রহাণুটির কক্ষপথ পরিবর্তনের বিষয়ে বিজ্ঞানীরা মহাকাশে ও পৃথিবী থেকে বিভিন্ন টেলিস্কোপের পাঠানো ছবির মাপজোকের মাধ্যমে নিশ্চিত হয়েছেন। আর এর মাধ্যমে মহাকাশ থেকে ছুটে আসা বিভিন্ন বস্তুর হুমকি থেকে পৃথিবীকে রক্ষায় একটি কর্মকৌশল প্রণয়নের মিশনটি সফল হলো বলে ধরে নেওয়া হচ্ছে।

ডার্টের এই সাফল্য এটাই প্রমাণ করে যে নাসার ধারনা কাজ করছে তবে  বেশ আগেই পরীক্ষাটি চালানো হয় এবং এর লক্ষ্যবস্তু বড় আকারের কিছু ছিল না।

এ বিষয়ে নাসার প্রশাসক বিল নেলসন বলেন, ‘এই মিশনে দেখা গেল যে সৌরজগত থেকে পৃথিবীর দিকে ছুটে আসা যে কোনো কিছু থেকে রক্ষার জন্য নাসার প্রচেষ্টা সফল হচ্ছে।’ তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি পৃথিবীকে রক্ষায় নাসা বেশ উদগ্রীব ও প্রস্তুত।’

মহাকাশ সংস্থাটি মঙ্গলবার এ বিষয়ে বেশ কিছু তথ্য-উপাত্ত তুলে ধরে তাদের ধারনার বিষয়ে। প্রকাশ করে হাবল টেলিস্কোপের ছবি এবং  প্রতিক্রিয়া ঘটার সম্ভাব্য স্থান থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থানরত ইতালিয়ান একটি মহাকাশযানের পাঠানো ছবি।

ডার্ট (ডাবল অ্যাসটেরয়েড রিডাইকেশন টেস্ট) পরীক্ষাটি পৃথিবী থেকে ১১ মিলিয়ন কিলোমিটার দূরে চালানো হয়। এতে একটি রেফ্রিজেরেটরের সমান আকৃতির একটি কৃত্রিম উপগ্রহ ঘণ্টায় ২২ হাজার কিলোমিটার বেগে ডিমরফোসে আঘাত করে নিজে ধ্বংস হয়ে যায়।

বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখা যাবে এবার ইউটিউবে!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:
বর্তমানে আমরা ইন্টারনেটে দুই ধরনের সার্চ ইঞ্জিন পেয়ে থাকি, প্রথমটি হলো- গুগল সার্চ ইঞ্জিন এবং দ্বিতীয়টি হলো- ইউটিউব সার্চ ইঞ্জিন।ইউটিউব হলো সান ব্রুনো, ক্যালিফোর্নিয়া ভিত্তিক একটি মার্কিন অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম সেবার সাইট। ২০০৫ সালের ফেব্রুয়ারিতে যাত্রা শুরু হয় এটির। বর্তমানে ইউটিউব গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম। ২০০৬ সালের অক্টোবরে, গুগল; সাইটটিকে ১.৬৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ক্রয় করে নেয়।

ইউটিউব বর্তমানে গুগলের পর বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় অনলাইন সার্চ ইঞ্জিন, যেখানে ভিডিওর মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান পাওয়া যায়। ইউটিউবের জনপ্রিয়তা বেড়েছিল মূলত টেলিভিশনের একগাদা বিজ্ঞাপন দেখা থেকে রেহাই পেতেই। একটি ভিডিওর শুরুতে মাঝে বিজ্ঞাপন দেখতে দেখতে বিরক্ত ব্যবহারকারী।
আগের থেকে বিজ্ঞাপন দেখানোর প্রবণতা অনেকটাই বেড়েছে এই প্ল্যাটফর্মে। এর মধ্যে কিছু অ্যাড আবার স্কিপ করাও যাচ্ছে না। তাই ভিডিও দেখার সময় বারবার বিরক্ত হতে হচ্ছে।

এই ঝামেলা থেকে মুক্তির উপায় এনেছে জনপ্রিয় এ প্ল্যাটফর্মটি। এখন থেকে ইউটিউবে কোনও খরচ ছাড়াই অ্যাড ফ্রি ভিডিও দেখতে পারবেন।

অ্যাড ফ্রি ভিডিও দেখতে যা করতে হবে:

ডেস্কটপ বা ল্যাপটপে দেখতে চাইলে
# ক্রোম ব্রাউজারে গিয়ে ইউটিউব লিখে সার্চ করুন।
# এরপর নিজেদের পছন্দমতো যে কোনও ভিডিও চালু করতে হবে।
# এরপর উপরের সার্চ বারের ইউআরএলে ক্লিক করে ইউটিউবে ‘টি’-এর পর একটি ‘হাইফেন (-)’ দিয়ে দিতে হবে।
# এরপরই বিনা বিজ্ঞাপনে ডেস্কটপ বা ল্যাপটপে ভিডিও দেখতে পাবেন।

স্মার্ট ফোনে কাজটি করতে হলে
# স্মার্ট ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে যান।
# ডেক্সটপ মোড ওপেন করুন।
# এখানে ইউটিউব লিখে সার্চ দিন।
# এরপর নিজেদের পছন্দমতো ইউটিউবের যে কোনও একটি ভিডিও প্লে করুন।
# সার্চ বারের ইউআরএলে ক্লিক করে ইউটিউবের টি’-এর পর একটি ‘হাইফেন (-)’ বসিয়ে দিন।
# ব্যাস, এবার থেকে স্মার্ট ফোনে ইউটিউব ভিডিও দেখুন বিজ্ঞাপন ছাড়া।

 

বাজারে এলো ‘গুগল পিক্সেল ওয়াচ’

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :
অবশেষে সব জল্পনা কল্পনা শেষে টেক জায়ান্ট কোম্পানি গুগল বাজারে এনেছে তাদের অত্যাধুনিক পণ্য গুগল পিক্সেল ওয়াচ।

বৃহস্পতিবার(৬ অক্টোবর) রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পণ্য উন্মোচন অনুষ্ঠানে পিক্সেল স্মার্টঘড়ি দেখিয়েছে প্রতিষ্ঠানটি। এই পিক্সেল ওয়াচ হলো গুগল ব্র্যান্ডিংয়ের প্রথম স্মার্টওয়াচ। গোলাকৃতির ডোম ডিজাইনের নতুন এই স্মার্টওয়াচটি এলটিই এবং ওয়াইফাই দুটি অপশনে পাওয়া যাবে।

গুগল পিক্সেল ওয়াচের ওয়াইফাই মডেলের দাম ধরা করা হয়েছে ৩৪৯ ডলার ( প্রায় ৩৬,১২৪ টাকা) এবং ফোরজি এলটিই মডেলের দাম ৩৯৯ ডলার ( প্রায় ৪১,৩০০ টাকা )। নতুন এই ঘড়িটি ব্ল্যাক, সিলভার এবং গোল্ড এই তিনটি স্ট্র্যাপ অপশনে এসেছে। তবে ব্যবহারকারী চাইলে লেমনগ্রাস, অলিভ, রেড, গ্রে এবং গ্রিন কালারেও এটি পাবেন।

গুগল পিক্সেল ওয়াচ ১.৬ ইঞ্চি গোলাকার ডিসপ্লে। ওয়্যার ওএস চালিত ঘড়িটিতে থাকছে গুগলের নিজস্ব অ্যাসিস্ট্যান্ট, ম্যাপ, ওয়ালেট এবং প্লে স্টোর। গুগল জানিয়েছে  গ্যালাক্সি স্মার্টওয়াচের মতো গুগল পিক্সেল ওয়াচে রয়েছে একটি বিশেষ টেকনোলজি, যার মাধ্যমে ব্যবহারকারী ঘড়িটির উপর ট্যাপ করে অ্যাপ চালু করতে পারবেন এবং এই অ্যাপের মাধ্যমে ঘড়িটির বিভিন্ন মেনু কাস্টমাইজ করা যাবে।

গুগল পিক্সেল ওয়াচের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো এর ফিটনেস এবং হেলথ ফিচার। এতে রয়েছে হার্ট রেট মনিটর, স্লিপ ট্র্যাকার এবং অ্যাক্টিভ জোন মিনিটস। সেই সঙ্গে ঘড়িটি একাধিক ওয়ার্কআউট এবং স্পোর্টস মোড সাপোর্ট করবে। ঘড়িটিতে বিল্ট-ইন জিপিএস রয়েছে, যার মাধ্যমে ফোন ছাড়াই হাতে ঘড়িটি থেকে বাইরের অ্যাক্টিভিটি ট্র্যাক করা সম্ভব।

গুগল জানিয়েছে ২৯৪ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির  স্মার্টওয়াচটি একবার চার্জে পুরোদিন পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। তাছাড়া ঘড়ি থেকে ফোন কল করার জন্য এতে রয়েছে ইন্টিগ্রেটেড মাইক এবং স্পিকার। সেইসঙ্গে ঘড়িটিতে একাধিক ওয়াচফেস, গরিলা গ্লাস ৫, মোবাইল নোটিফিকেশন রয়েছে।  সর্বোপরি জল থেকে সুরক্ষা দেয়ার জন্য ঘড়িটি 5 ATM রেটিং প্রাপ্ত। যার মানে হলো সর্বোচ্চ ৫০মিটার পানির সমান পরিমাণ প্রেসার নিতে পারবে এটি।

বৃহস্পতিবার থেকেই গুগল পিক্সেল ওয়াচের প্রি-অর্ডার নেয়া শুরু করেছে গুগল।