মেজর হাফিজের পক্ষে মাঠে নামার আহবান জানালেন আইনজিবী নেতা কামাল

এম ইউ মাহিম চৌধুরী, বিশেষ প্রতিনিধি: ভোলা-৩ আসনের(লালমোহন ও তজুমুদ্দিনে) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হতে চুড়ান্ত মনোনীত প্রার্থী বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক পানিসম্পদ ও বানিজ্যমন্ত্রী বর্ষীয়ান নেতা আলহাজ্ব মেজর অবঃ হাফিজ উদ্দীন আহম্মেদ বীর বিক্রমের পক্ষে নির্বাচনী মাঠে বিএনপির সকল নেতা কর্মীদের কাজ করার আহবান জানালেন সুপ্রীম কোর্ট আইনজিবী নেতা আ্যাডভোকেট কামাল হোসেন। ভোলা-৩ আসনে বিএনপি হতে চুড়ান্ত মনোনয়নে মেজর হাফিজ কে মনোনীত করার পর তার ব্যক্তিগত ফেইসবুক আইডি হতে মেজর হাফিজ কে অভিনন্দন জানিয়ে সাংবাদিকদের সাথে মনোনয়নের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে আ্যাডভোকেট কামাল হোসেন বলেন, আমি হাফিজ ভাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তিনি লালমোহন ও তজুমুদ্দিনের বিএনপির নেতা কর্মীদের সকল বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে মেজর হাফিজের পক্ষে মাঠে কাজ করার অনুরোধ জানান। এ সময় তিনি আরও বলেন আগামী ৩০ শে ডিসেম্বরের নির্বাচন গনতন্ত্র রক্ষার নির্বাচন,এ নির্বাচনে বিএনপি নেতা কর্মীদের ভোট বিপ্লব ঘটাতে হবে। বন্দী বেগম জিয়ার কস্ট হৃদয়ে ধারন করে সকল নেতা কর্মীদের কাধেঁ কাধঁ মিলিয়ে ভোট কেন্দ্র পাহাড়া দিয়ে জনগনের ভোটাধিকার হরনকারীদের প্রতিরোধ করতে হবে। তিনিও বিএনপি নেতা কর্মীদের নিয়ে মাঠে নির্বাচনী প্রচারনায় গনসংযোগ করবেন বলে জানান। উল্লেখ্য ভোলা-৩ আসন হতে সুপ্রীমকোর্ট আইনজিবী নেতা আ্যাডভোকেট কামাল হোসেন ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী মেজর অবঃ হাফিজ বিএনপির মনোনীত প্রার্থী হওয়ার চিঠি পেয়ে মনোনয়ন দাখিল করেন। চুড়ান্ত মনোনয়নে মেজর হাফিজ উদ্দীন আহম্মেদ বীর বিক্রম মনোনয়ন পান।

ভোলা ২ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন হাফিজ ইব্রাহীম

ভোলা প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম। আজ শুক্রবার জাতীয় সংসদ নির্বাচনে ২০৬ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০৬ আসনে চূড়ান্ত প্রার্থীদের মধ্যে ভোলা-২ আসনে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের চূড়ান্ত প্রার্থীতা নিশ্চিত করা হয়।

এদিকে ভোলার দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার জনপ্রিয় নেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বিএনপির চূড়ান্ত মনোনয়ন পাওয়ায় দুই উপজেলার বিএনপি নেতাকর্মী ও স্থানীয় জনগনের মাঝে ব্যাপক আনন্দ উৎসাহ বিরাজ করছে। সূত্র জানায়, ২০০১সালে বিএনপি জোট সরকারের আমলে হাফিজ ইব্রাহিম সংসদ সদস্য থাকাকালে ভোলা-২-আসনের সদরসহ প্রত্যন্ত গ্রামাঞ্চলে প্রচুর রাস্তাঘাট, পুল, কালভার্ট, স্কুল কলেজ, মাদ্রাসা, সরকারি পলিটেকনিক নির্মাণ করে জনগণের মনে ঠাই করে নেন।

উল্লেখ্য, বোরহানউদ্দিন ও দৌলতখান মিলে ভোলা-২ আসন। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বর্তমান আওয়ামী লীগ সরকারের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সাথে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়ী হন হাফিজ ইব্রাহিম।

এর আগে, দ্বীপ জেলা ভোলা-২-আসনের বিএনপি প্রার্থী আলহাজ্ব মোঃ হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করায় বোরহানউদ্দিন-দৌলতখান উপজেলার বিএনপি নেতাকর্মী এবং সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেন। গত ২ ডিসম্বর রোববার ভোলা জেলা রিটানিং কর্মকর্তা মোঃ মাসুদ আলম সিদ্দিক তাঁর কার্যালয়ে সকল প্রার্থীদের সামনে ভোলা -২-আসনে বিএনপির প্রার্থী হিসেবে হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এসময় বিএনপি প্রার্থী সাবেক এমপি হাফিজ ইব্রাহিম জেলা রিটানিং কার্যালয়ে উপস্থিত ছিলেন।

ভোলা জেলা রিটানিং অফিস থেকে বের হয়ে উপস্থিত অসংখ্য বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে হাফিজ ইব্রাহিম বলেন, আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমার মনোনয়ন বৈধ ঘোষনার খবরে আমার এলাকার বিএনপি নেতাকর্মী ও জনগন সবচেয়ে বেশি খুশি। আর তাই ৩০ডিসেম্বর সুষ্ঠ নির্বাচন হলে দৌলতখান-বোরহানউদ্দিনের মানুষ উৎসাহের সহিত ধানের শীষে ভোট দিবে। আর সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব ইসির ও স্থানীয় প্রশাসনের। সংসদ নির্বাচনে স্থানীয় প্রশাসনের পক্ষপাতিত্বমূলক আচরন ভোলা-২-আসনের শান্তি প্রিয় জনগন কোনভাবেই মেনে নেবে না। তিনি উপস্থিত নেতাকর্মীদের ভোটের দিন জনগণের ভোট আমানত রক্ষায় ভোট কেন্দ্র পাহারায় থাকার নির্দেশ দেন।

হাফিজ ইব্রাহিমের মনোনয়ন বৈধ ঘোষণার খবরে দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড গ্রামগঞ্জে, হাটবাজারে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে আনন্দ উল্লাস বইছে বলে সূত্রে জানা গেছে। দুই উপজেলার বিএনপি নেতাকর্মীরা জানান, ২০০১সালে এমপি হয়ে হাফিজ ইব্রাহিম বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার মাটি ও মানুষের ভাগ্যে উন্নয়নে যে ব্যাপক কাজ করেছেন তা আগে কখনও ভোলার মানুষ দেখেনি। যার দরুন এলাকার মানুষ তাকে এখনও মনে রেখেছেন। বোরহানউদ্দিন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সারোয়ার আলম বলেন, হাফিজ ইব্রাহিমের জনপ্রিয়তা দেখে স্থানীয় সরকারি দলের নেতাকর্মীরা ঈর্ষান্বিত হয়ে পড়েছেন। এবং তারা স্থানীয় বিএনপি কর্মীদের বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাচ্ছে।

শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন পাচ্ছেন দলের দুঃসময়ের সারথী সান্টু

মোঘল সুমন শাফকাত,বানারীপাড়াঃ শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন পাচ্ছেন দলটির দুঃসময়ের সারথী এস শরফুদ্দীন আহমেদ সান্টু। বরিশাল-২ আসনের হাল ধরে দীর্ঘ ১০ বছর পর্যন্ত দলটির কার্যক্রম পরিচালনা করা কেন্দ্রীয় কার্যনির্বাহি কমিটির অন্যতম সদস্য,বরিশাল জেলা (দক্ষিণ)’র সহ-সভাপতি ও বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস শরফুদ্দীন আহমেদ সান্টুই শেষ পর্যন্ত পাচ্ছেন ধানের শীষ প্রতীক। এমনই তথ্য পাওয়া গেছে কেন্দ্রীয় একটি সূত্রে। দীর্ঘ দিন পাশে থেকে দিক নির্দেশনা দেয়া নেতা মনোনয়ন পাচ্ছেন এমন সংবাদ শোনার পরে বানারীপাড়া ও উজিরপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনের নেতা ও কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। দলের দুঃসময়ে দলীয় নেতা,কর্মী ও সমর্থকদের জাতীয়তাবাদী শক্তিতে একত্ববদ্ধ করে রাখা এস সরফুদ্দীন আহমেদ সান্টুকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক আগেই দলীয় মনোনয়ন দেয়ার দাবী উঠেছিল দলটির তৃণমুল থেকে। ১/১১’র সময় যখন এখানকার অনেক নেতা বিএনপির রাজনীতি করতে পিছ’পা সহ গাঢাকা দিয়েছিলো তখন এই সান্টুই জাতীয়তাবাদী শক্তিকে এক করতে নিরলসভাবে কাজ করেছেন। তখন সে ব্যতিত দলটির হাল ধরতে কেউই এগিয়ে আসেনি। কেউ কেউ দলীয় চেয়ারপারসনকে মাইনাস করার ফর্মুলায় যুক্ত হয়েছিলো। সেই সব নেতারাই এখন আসনটির মূল জাতীয়তাবাদী শক্তিকে মাইানাস করার ষড়যন্ত্র’র মিশনে নেমে দলীয় মনোনয়ন চাচ্ছেন। তবে উভয় উপজেলার সকল পর্যায়ের ইউনিট’র নেতৃবৃন্দ মনোনয়নের বিষয়ে সান্টু বাদে অন্য কাউকে চুল পরিমান ছাড় না দেয়ার দৃঢ় শপথ নিয়ে নির্বাচনী মাঠে অবস্থান নিয়েছেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে যারা ধানের শীষের বিরোধীতা করে বিএনপিকে হারিয়ে দিতে মরিয়া ছিল,শেষ পর্যন্ত হারিয়ে দিয়ে উল্লাসে মেতে উঠেছিল তাদেরকে রুখে দিতে এবার প্রস্তুতি নিয়েছে মূল ধারার র্তণমূল। সান্টুর কর্মকান্ডের চুলচেড়া বিশ্লেষন করে দলীয় হাই কমান্ড তার হাতেই তুলে দিচ্ছেন ধানের শীষ প্রতীক। এমনটাই জানিয়েছেন এস শরফুদ্দীন আহমেদ সান্টুর একটি বিশ্বস্ত সূত্র। এ বিষয়ে বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা জানান,সংস্কারপন্থী সাবেক হুইপ সৈয়দ শহিদুল হক জামাল’র হাতেগোনা কিছু সংখক সমর্থকরা তাকে দলে নেয়ার পরে এলাকায় গুঞ্জণ ছড়াচ্ছে তাকেই দলীয় মনোনয়ন দিচ্ছে হাই কমান্ড। এমন খবরের কোন ভিত্তি নেই বরিশাল-২ আসনে দলীয় মনোনয়ন দিলে দুঃসময়ের কান্ডারী এস শরফুদ্দীন আহমেদ সান্টুকে দিবে। তিনি আরও জানান তাদের (জামাল) সাথে বিএনপির কোন নেতা,কর্মী নেই,আছে যারা অতীতে দলের ক্ষতি করেছে তারা। তাই কোন গুঞ্জনে কান না দিয়ে বিএনপির মূল ধারার শক্তির নেতৃবৃন্দকে নির্বাচনের মাঠে সরব থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

বরিশাল থেকে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে- সরোয়ার

নিজস্ব প্রতিবেদক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল সদর (৫) আসনের বিএনপি সহ ঐফ্রন্টের প্রার্থী মজিবর রহমান সরোয়ার নগরীর ত্রিশটি ওয়ার্ডের দলীয় নেতা-কর্মীদের নিয়ে প্রস্তুতি সভা করেছে। আজ সোমবার বেলা ১১টা থেকে প্রার্থীর নিজ বাসভবনের আঙ্গিনায় বিএনপি ও সহযোগি সংগঠনের নগর ও উপজেলা কমিটির সভাপতি সম্পাদকসহ নেতৃস্থানীয়দের সাথে এই সভা করেন।
এসময় সভায় সরোয়ার বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে। ক্ষমতাসীনরা সুযোগ নিতে চাইবে। তাই মানুষ যাতে সুষ্ঠু ভাবে ভোট দিতে পারে এজন্য যা করা দরকার এই প্রস্তুতিমূলক সভা থেকে নেতা কর্মীদের নির্দেশনা দেয়া হয়।
দলীয় নেতা-কর্মীদের আরো বলেন এখন থেকে প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন পরিষদের ওয়ার্ডগুলোতে দক্ষ সদস্যদের নিয়ে সাব কমিটি গঠন করে মাঠে কাজ করতে হবে।
সেই সাথে ভোটারদের দারস্থ হয়ে তাদেরকে ভোট প্রদান করার জন্য কেন্দ্রে আনার কাজ করতে হবে বলে জানান।
এই সভায় নগর বিএনপির সহ সভাপতি মনিরুজ্জামান ফারুক,সহ-সভাপতি আব্বাস উদ্দিন বাবলু,রফিকুল ইসলাম,আলমগীর হোসেন আলম (সুন্দর আলম),,সৈয়দ আহসান উল হক হাসান,এ্যাড. আখতার হোসেন মেবুল,মহানগর বিএনপি ভাপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, সহ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিনসহ যুবদল ও ছাত্রদলের নেতা কর্মীরা অংশ নেন।
বিএনপি ধানের শীষ মনোনিত প্রার্থী সরোয়ার আরো বলেন এবারের নির্বাচন দেশনেত্রী মুক্তি সহ গনতন্ত্র উদ্বারের নির্বাচন।
এখানে যদি নির্বাচনে কোন প্রকার কারচুপি করার ষড়যন্ত্র করার চেষ্টা হরা তাহলে বরিশাল থেকে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

বরিশালে দুই জোটের প্রার্থী নিয়ে তৃণমূলে রশি টানাটানি

বিশেষ প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের দুইটি আসনে মহাজোট ও বিএনপির প্রার্থীতা নিয়ে চরম বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) এবং বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন দুটির প্রত্যেকটিতে বিএনপির একাধিক এবং আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ওয়ার্কার্স পার্টি, জাসদের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফলে মহাজোট এবং বিএনপির চূড়ান্ত প্রার্থীতা নিয়ে ওই দুই আসনের ভোটাররা বিভ্রান্তির মধ্যে পরেছেন।
সূত্রমতে, দশম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমে পরিচ্ছন্ন রাজনীতিবিদ তালুকদার মোঃ ইউনুসকে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন দেয়া হয়। পরে তা পরিবর্তন করে দেয়া হয়েছে ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শাহে আলম তালুকদারকে। অন্যদিকে এ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বাংলা চলচ্চিত্রের এক সময়কার জনপ্রিয় নায়ক মাসুদ পারভেজ সোহেল রানাকে। জাতীয় পার্টির দায়িত্বশীল সূত্রে জানা গেছে, বরিশাল-২ আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেবে আওয়ামী লীগ। এ আসনে মহাজোটের অংশীদার জাসদ ও ওয়ার্কার্স পার্টির প্রার্থীসহ মনোনয়ন বঞ্চিত হয়ে পদপদবীবিহীন আওয়ামী লীগের দুই নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ ব্যাপারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহে আলম তালুকদার বলেন, বরিশাল-২ আসনের ভোটাররা নৌকার প্রার্থী চায়। তাই দলের সভাপতি তাকে মনোনয়ন দিয়েছেন। এখানে জাতীয় পার্টির প্রার্থী কেন মনোনয়নপত্র জমা দিয়েছে সে সম্পর্কে তিনি কিছুই জানেন না। অপরদিকে মাসুদ পারভেজ সোহেল রানা বলেন, মহাজোটের নীতিনির্ধারণী মহল থেকে সবুজ সংকেত পেয়ে তিনি বরিশাল-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন মহাজোটের শরিকদের ছেড়ে দেয় আওয়ামী লীগ। নবম সংসদ নির্বাচনে এ আসনে মহাজোটের প্রার্থী ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া টিপু। দশম জাতীয় সংসদ নির্বাচনে তাকেই মহাজোটের প্রার্থী করা হলেও দলীয় প্রতীকে নির্বাচিত হন ওয়ার্কার্স পাটির শেখ মোঃ টিপু সুলতান কিন্তু আসন্ন নির্বাচনে এ আসনটি জাতীয় পার্টিকে আর ছাড়তে চায়না ওয়ার্কার্স পার্টি। আবার জাতীয় পার্টিও এবার অন্য কোন দলকে বরিশাল-৩ আসনটি ছেড়ে দিতে নারাজ। ফলে দুইজনেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখানেও মহাজোটের প্রার্থীতা চূড়ান্ত করতে বরিশাল-২ আসনের মতো বড় জটিলতা দেখা দিয়েছে।
অন্যদিকে বরিশাল-২ আসনে বিএনপির মনোনীত দুই প্রার্থী সাবেক হুইপ সৈয়দ শহিদুল হক জামাল এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু দুজনেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ দু’জনের মধ্যে প্রার্থী হওয়ার ক্ষেত্রে ছাড় দেয়ার মানসিকতা নেই সরফুদ্দিন আহম্মেদ সান্টুর। তিনি দলীয় প্রাথমিক মনোনয়ন পাওয়ার পর ঘোষণা দিয়েছেন চূড়ান্তভাবে তাকে প্রার্থী করা না হলে তিনি দল থেকে পদত্যাগ করবেন। তবে সৈয়দ শহিদুল হক জামাল বলেছেন, দল আমাকে মনোনয়ন দিয়েছে। শেষপর্যন্ত দলীয় সিদ্ধান্ত যাই হোক আমি তা মেনে নেব।
বরিশাল-৩ আসনেও বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দুই হেভিওয়েট প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান ও চেয়ারপারসনের উপদেষ্টা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট জয়নুল আবেদীন। প্রার্থীতা প্রশ্নে এ্যাডভোকেট জয়নুল বলেন, এবার বরিশাল-৩ আসনে দলীয় প্রার্থী আমাকেই করা হবে। কারণ আমি প্রার্থী তালিকার এক নম্বরে আছি। অন্যদিকে বেগম সেলিমা রহমান বলেন, তিনি ২০০৮ সালের নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে এই আসনে প্রার্থী হয়েছিলেন। তখন জয়নুল আবেদীন বিদ্রোহী প্রার্থী হওয়ায় ধানের শীষ পরাজিত হয়। তাই দলের শৃঙ্খলাভঙ্গকারীকে আর মনোনয়ন দেয়া হবেনা।
ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন এমপি জানান, বরিশাল-৩ আসন মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টিকে দেয়া হবে, এমন নিশ্চয়তা পাওয়ার পরই দলের প্রার্থী শেখ মোঃ টিপু সুলতান মনোনয়নপত্র জমা দিয়েছেন। জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু কেন মনোনয়নপত্র জমা দিয়েছেন তা তিনিই ভালো জানেন। গোলাম কিবরিয়া টিপু বলেন, পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের নির্দেশে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন।
একইভাবে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনয়ন দেয়া হয়েছে নবম জাতীয় সংসদ নির্বাচনের দলের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান এবং ওয়ান ইলেভেনের সময় দলের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানো প্রভাবশালী সংস্কারপন্থি নেতা সাবেক এমপি জহির উদ্দিন স্বপনকে। তারা দুইজনেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকার গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় তার মনোনয়নপত্র জমা দিলেও অপর মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন দীর্ঘদিন থেকে নিজ এলাকায় ঢুকতে না পেরে জেলা প্রশাসকের কার্যালয়ে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আগৈলঝাড়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল লতিফ মোল্লা বলেন, যে দলের মনোনয়ন পাওয়ার পরেও নিজ নির্বাচনী এলাকায় এসে মনোনয়নপত্র দাখিল করতে ভয়পায়, যে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছেন তাকে দিয়ে আর যাই হোক দলের ক্লান্তি লগ্নের নির্বাচনী বৈতরনী পার করা সম্ভব নয়। গৌরনদী উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার সাদাত তোতা বলেন, ২০০১ সালে এমপি নির্বাচিত হয়েই দলের দুর্দীনের একাধিক নেতাদের বিরুদ্ধে মামলা দিয়ে এলাকাছাড়া করে একসময়ের বাম নেতা জহির উদ্দিন স্বপন ব্যাপক দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে বিশাল বিত্ত বৈভবের মালিক হয়েছেন। পরবর্তীতে ওয়ান ইলেভেনের সময় নিজের সকল অপকর্ম আড়াল করতে তিনি (স্বপন) জিয়া পরিবারের বিরুদ্ধে মিথ্যাচারের মাধ্যমে প্রভাবশালী সংস্কারপন্থি নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। এতে ক্ষুব্ধ হয়ে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের কাছ থেকে স্বপন জনবিচ্ছিন্ন হয়ে পরায় একাধিকবার তাকে (স্বপন) নিজ এলাকায় প্রতিহত করা হয়েছে।
গৌরনদী উপজেলা যুবদলের সভাপতি সফিকুর রহমান শরীফ স্বপন বলেন, দীর্ঘদিন পর দলের ক্লান্তি লগ্নে জহির উদ্দিন স্বপন দলের সিনিয়র নেতাদের কাছে ক্ষমা চেয়ে একাদশ জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন চাওয়ার পর দুইজন প্রার্থীর মধ্যে স্বপনকে ডামি প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। এ খবর তৃণমূলে ছড়িয়ে পরলে নেতাকর্মীরা দীর্ঘদিন থেকে এলাকায় ঢুকতে না পারা জহির উদ্দিন স্বপনকে নিজ এলাকায় প্রতিহত করার ঘোষণা দিয়েছে। ফলে নিজ নির্বাচনী এলাকায় তিনি (স্বপন) মনোনয়নপত্র জমা দিতে আসতে পারেননি। এ আসনে আওয়ামী লীগের একক প্রার্থী হচ্ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ।

ভোলা ২ আসন: হাফিজ ইব্রাহীম ও তার ছেলের পক্ষে মনোনয়ন পত্র জমা

ভোলা প্রতিনিধি: ভোলা ২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,আলহাজ্ব হাফিজ ইব্রাহীম, ও ২য় মনোনয়ন প্রাপ্ত নেতা হাফিজ ইব্রাহীম এর ছেলে ব্যারিস্টার মারুফ ইব্রাহীম আকাশের পক্ষে মনোনয়ন ফরম জমা দেন বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা বিএনপি নেতারা

বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তারা মনোনয়নপত্র জমা দেন
,এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব হাফিজ ইব্রাহীমের ভাই আকবর হাওলাদার,বোরহানউদ্দিন উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সরোয়ার আলম খান,সাংগঠনিক সম্পাদক নাসিম কাজী,উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফ আলী সবুজ, সম্পাদক আতিফ আসলাম রুবেল,যুগ্ন সম্পাদক প্রিন্স হাওলাদার প্রমুখ।

বাউফলে মনোনয়ন দাখিল করলেন চীফ হুইপ

এম.এ হান্নান,বাউফল: ১১২ পটুয়াখালী-০২ (বাউফল) সংসদীয় আসনের আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ক্ষমতাসীন দলের চীফ হুইপ আ.স.ম ফিরোজ মনোনয়ন ফরম দাখিল করেছেন। বুধবার (২৮ নভেম্বর) বিকাল ৪টার সময় বাউফল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার পিজুস চন্দ্র দে -এর কার্যালয় এসে মনোনয়ন ফরম জমা দেয়। এসময় বাউফল উপজেলা নির্বাচন কমিশনার সেলিম রেজা উপস্থিত ছিলেন। চীফ হুইপের সাথে ছিলেন বাউফল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার, ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খাঁন, সাবেক ভাইস চেয়ারম্যান সামসুল আলম মিয়া, বাউফল উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ফারুক, বাউফল উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক এস.এম ফয়সাল আহম্মেদ মনির মোল্লা। এছাড়াও চীফ হুইপের একান্ত সহকারী (এপিস) আনিসুর রহমান উপস্থিত ছিলেন। এর আগে বিকাল ৩টার দিকে বাউফল উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় জনতা ভবনে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, গত ২০ নভেম্বর চীফ হুইপ আ.স.ম ফিরোজ এর পক্ষে উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম ক্রয় করেন বাউফল উপজেলা আওয়ামীলীগ।

বরিশাল-৬ আসনে আবুল হোসেন খানের শোডাউন

বাকেরগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জ-৬ আসনে একাদশ জাতিয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ সদস্য প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন খান মঙ্গলবার ঢাকা থেকে সড়ক পথে বরিশাল হয়ে বিকেল ৪টায় বাকেরগঞ্জে পৌছেঁন। এসময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও ২৩ দলীয় জোটসহ ঐক্যফ্রন্টের হাজার হাজার নেতাকর্মীরা বরিশাল-পটুয়াখালী মহাসড়কের আউলিয়াপুর বেলুখা মসজিদের সামনে জড়ো হয়ে তাকে স্বাগত জানায়। পরে সেখান থেকে শোডাউন দিয়ে নেতাকর্মীরা বাসস্ট্যান্ড, সদর রোড, বন্দর, থানা ব্রিজ হয়ে তার বাসভবনে গিয়ে শেষ হয়। এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ কারাগারে আটক রয়েছেন। আগামী ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে ঐক্যফ্রন্ট প্রার্থীদের বিজয় নিশ্চিত করে সরকার গঠন করে আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে এবং তারুন্যের অহংকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। শোডাউনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির হাওলাদার, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, শাহিন তালুকদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম মনির হোসেন, উপজেলা যুবদল নেতা এনায়েত হোসেন খান বিপু, রুবেল জোমাদ্দারসহ দলের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভোলা-৩ আসনে বিএনপির মনোনয়নের চিঠি পেলেন আইনজীবী নেতা কামাল

ভোলা প্রতিনিধি: সংসদীয় আসন ১১৭ ভোলা-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হতে মনোনয়নের চিঠি গ্রহন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের তুখোড় ছাত্রনেতা বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক নির্বাচিত সদস্য,জাতীয়তাবাদী আইনজিবী ফোরাম সুপ্রীম কোর্ট শাখার যুগ্ন সাধারন সম্পাদক সৎ ও ক্লিন ইমেজধারী মেধাবী আইনজিবী নেতা কামাল হোসেন।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নের চিঠি গতকাল  বিএনপির গুলশান কার্যালয় হতে তিনি সংগ্রহ করেন। তার মনোনয়ন পাওয়ার সংবাদ টিভি চ্যানেলের স্ক্রলে ও অনলাইন মিডিয়ায় প্রকাশ হওয়ার সাথে সাথে তার নিজ জম্মভুমি বদরপুর ইউনিয়নের সাধারন জনগন রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে আনন্দ উল্লাস করতে থাকে।লালমোহন ও তজুমুদ্দিনে তার সমর্থক অনুসারীদের উচ্ছাস করতে দেখা যায়।সৎ ও ক্লিন ইমেজধারী আইনজিবী নেতা কামাল মনোনয়ন পাওয়ায় সাধারন বিএনপি নেতা কর্মীরা স্বস্তি প্রকাশ করেন।বিএনপির হাইকমান্ড সুত্রে জানা যায় ১/১১এ তিনি মুলধারার রাজনীতির সাথে নির্ভীকভাবেই সম্পৃক্ত থেকেছেন। জরুরী অবস্থায় দলের দুঃসময়ে বিএনপির আটক নেতা কর্মীদের পক্ষে আইনী লড়াই করে হাইকমান্ডের অনেক নেতার নজরে আসেন ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের আস্থা অর্জন করতে সক্ষম হন। বিগত আ’লীগের দুই মেয়াদে মামলায় জর্জরিত বিএনপির অসংখ্য নেতা কর্নীদের তিনি সাধ্যমত আইনী সহায়তা দেন। দলের দুঃসময়ে ও ক্রান্তিলগ্নে তার ভুমিকায় সন্তুস্ট বিএনপির হাইকমান্ড সহ সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। বিগত সময়ে দলে তার অবদান বিবেচনায় নিয়ে নির্বাচনী এলাকা লালমোহন তজুমুদ্দিনে বিএনপির নেতা কর্মীদের নিকট ক্লিন ইমেজ  থাকায় তারেক রহমানের নির্দেশে তাকে  মুল্যায়ন করা হয়েছে বলে জানা গেছে।
সুপ্রীম কোর্ট অঙ্গনেও আইনজিবী নেতা হিসেবে তার পরিচ্ছন্ন ভাবমুর্তি রয়েছে।বিনয়ী,কর্মীবান্ধব  অমায়িক ব্যবহার ও অসাধারন সাংগঠনিক দক্ষতার অধিকারী আইনজিবী নেতা কামালের ক্যারিশমা দেখার অপেক্ষায় রয়েছে লালমোহন ও তজুমুদ্দিনবাসী।মনোনয়নের চুড়ান্ত চিঠি পেয়ে মহান আল্লাহর নিকট শোকরিয়া জ্ঞাপন করে সাংবাদিকদের আইনজিবী নেতা কামাল বলেন, আমি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান ও বিএনপির হাইকমান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার নির্বাচনী এলাকা লালমোহন ও তজুমুদ্দিনের সাধারন জনগন ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারলে ধানের শীষের পক্ষে নিরব ভোট বিপ্লব হবে ইনশাআল্লাহ। উল্লেখ্য ভোলা-৩ আসনে বিএনপি হতে ৫ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করে জমা দেন। তাদের মধ্য বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বর্ষীয়ান জননেতা সাবেক মন্ত্রী আলহাজ্ব মেজর অবঃ হাফিজ উদ্দীন আহম্মেদ বীর বিক্রম ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন সুপ্রীমকোর্ট আইনজিবী নেতা আ্যাডঃ কামাল হোসেন চুড়ান্ত মনোনয়নের চিঠি পেয়েছেন। বিএনপির হাইকমান্ড সুত্রে জানা যায় কিছু আসনে বিএনপির দুজন করে প্রার্থীকে  মনোনয়নের চুড়ান্ত চিঠি প্রদান করা হয়েছে।

বরিশালে বিএনপির প্রার্থী দুইজন

আকিব মাহমুদ, বরিশাল: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা ও তাদের হাতে চিঠি তুলে দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বেলা ৩টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে তিনি মনোনয়নপ্রাপ্তদের হাতে চিঠি তুলে দেন তিনি।

বরিশাল বিভাগে বিএনপির মনোনীতদের তালিকা  নিচে
বরগুনা-১ মতিউর রহমান তালুকদার ও নজরুল ইসলাম মোল্লা, বরগুনা-২ নুরুল ইসলাম মনি। পটুয়াখালী-১ আলতাফ হোসেন চৌধুরী ও সুরাইয়া আখতার চৌধুরী, পটুয়াখালী-২ শহীদুল আলম তালুকদার ও সালমা আলম, পটুয়াখালী-৩ হাসান মামুন ও মো. শাহজাহান, পটুয়াখালী-৪ এবিএম মোশাররফ হোসেন ও মনিরুজ্জামান মুনির।

ভোলা-১ খালি করা হয়েছে। ভোলা-২ হাফিজ ইব্রাহিম ও রফিকুল ইসলাম মনি, ভোলা-৩ হাফিজউদ্দিন আহমেদ ও কামাল হোসেন, ভোলা-৪ নাজিমউদ্দিন আলম ও মো. নুরুল ইসলাম। বরিশাল-১ জহির উদ্দিন স্বপন ও আবদুস সোবহান, বরিশাল-২ সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সরফুদ্দিন আহমেদ সান্টু ও শহিদুল হক জামাল, বরিশাল-৩ জয়নুল আবেদীন ও সেলিমা রহমান, বরিশাল-৪ মেজবাহ উদ্দিন ফরহাদ ও রাজীব আহসান, বরিশাল-৫ মজিবর রহমান সারোয়ার ও এবায়দুল হক চান, বরিশাল-৬, আবুল হোসেন খান ও অধ্যক্ষ আবদুর রশিদ খান।