তিন ফরম্যাটে অধিনায়কত্ব ছাড়লেন সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক :
তিন ফরম্যাটে অধিনায়কত্ব ছাড়লেন সাকিব আল হাসান

বরিশালের কাছেও হারল ঢাকা

স্পোর্টস ডেস্ক :
বিপিএলে হারের বৃত্তে আটকে আছে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দুর্দান্ত ঢাকা। আজকের ম্যাচে বরিশালের বিপক্ষে মাঠে নামার আগে ৮ ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছিল ঢাকা।

এবার ফরচুন বরিশালের কাছে ৪০ রানে হেরেছে মোসাদ্দেক হোসেনের দল। ১৯০ রানের টার্গেটে খেলতে নেমে সুবিধা করতে পারেননি ঢাকার ব্যাটাররা। বরিশালের বোলিং তোপে ১৪৯ রানে গুটিয়ে গেছেন তারা।

বরিশালের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আর ঢাকার হয়ে ৩০ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন অ্যালেক্স রোজ।

বিপিএলের ২৮তম ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমেই দুই ওপেনারকে হারিয়েছিল ফরচুন বরিশাল। তবে দলের হাল ধরেন তিনে নামা সৌম্য সরকার ও পাঁচে নামা মাহমুদউল্লাহ রিয়াদ। রিয়াদ-সৌম্যর ব্যাটে ভর করেই দুর্দান্ত ঢাকাকে ১৯০ রানের টার্গেট দিয়েছে বরিশাল।

৮ বলে ১০ রান করে সাজঘরে ফেরেন আহমেদ শেহজাদ। আর শরীফুল ইসলাম তামিমকে ফিরিয়েছিলেন ব্যক্তিগত চার রানে। তিনে নামা সৌম্য ৪৮ বলে ৭৫ রান করে অপরাজিত ছিলেন। আর রিয়াদ শরীফুলের বলে আউট হয়ে সাজঘরে ফেরার আগে ৪৭ বলে করেন ৭৩ রান।

ঢাকার হয়ে তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম নিয়েছেন দুইটি করে উইকেট।

বরিশাল অবজারভার / হৃদয়

মেসির ওপর কেনো ক্ষেপল চীন?

স্পোর্টস ডেস্ক :
হংকংয়ে ইন্টার মায়ামির একটি প্রদর্শনী ম্যাচে খেলেননি লিওনেল মেসি। সেই সূত্র ধরে আর্জেন্টাইন সুপারস্টারের ওপর ক্ষেপেছেন চীনা ভক্তরা। এবার মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের হাংঝু স্পোর্ট ব্যুরো জানিয়েছে, তারা আর্জেন্টিনা ও নাইজেরিয়ার মধ্যকার প্রীতি ম্যাচটি আয়োজন করবে না। ম্যাচটি হাংঝুর অলিম্পিক স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তবে সরাসরি ম্যাচটি প্রত্যাখান করার কোনো কারণ জানানো হয়। তবে হাংঝু স্পোর্টস ব্যুরো জানিয়েছে, ম্যাচটি কেনো বাতিল করা হয়েছে সে কথা সবাই জানে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ম্যাচ আয়োজনের পরিস্থিতি পরিপক্ক নয়। এই ম্যাচ অবশ্যই বাতিল করা উচিত।

তবে আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন (এএফএ) এক কর্মকর্তা জানিয়েছেন, তারা ম্যাচ বাতিল হওয়ার বিষয়টি জানেন না। যে কারণে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচটি অন্যত্র আয়োজনের চেষ্টা করছে। নাম প্রকাশ না করার শর্তে সেই কর্মকর্তা বলেছেন, ‘বিষয়টি স্পর্শকাতর।’

ইএসপিএনসহ একাধিক সংবাদমাধ্যমের খবর, হংকংয়ে ইন্টার মায়ামির হয়ে প্রীতি ম্যাচে লিওনেল মেসির না খেলাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে ম্যাচ আয়োজন থেকে পিছিয়ে গেছে হাংজু স্পোর্টস ব্যুরো। হংকংয়ে না খেললেও জাপানি ক্লাব ভিসেল কোবের বিপক্ষে ৩০ মিনিট খেলেছেন মেসি। যা হংকং ফুটবলপ্রেমীদের আরও খেপিয়ে দিয়েছে।

নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচটি যদি বাতিলও হয়, বেইজিংয়ে আইভরিকোস্টের বিপক্ষে ম্যাচটি পরিকল্পনা অনুযায়ী মাঠে গড়াবে বলে এপিকে জানিয়েছেন আইভরিকোসের মুখপাত্র আনে-মারিয়ে এন’গুয়েসান।

বরিশাল অবজারভার / হৃদয়

নাটকীয়তা, রোমাঞ্চ শেষে যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশ-ভারত

স্পোর্টস ডেস্ক :
আলোচনা, সমালোচনা, নাটকীয়তা কিংবা রোমাঞ্চ, কি ছিল না সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে। ম্যাচ কমিশনারের ভুলে ভারত শিরোপা জিতলেও তার স্থায়িত্ব ছিল মাত্র ত্রিশ মিনিট। ভারতকে চ্যাম্পিয়ন ঘোষণার সিদ্ধান্ত প্রত্যাহারের পর চূড়ান্ত ফলাফলের জন্য প্রায় দুই ঘণ্টার অপেক্ষা। নানা নাটকীয়তার পর শেষমেশ বাংলাদেশ-ভারত দুই দলইকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। ভারতের বিপক্ষে শিরোপা ধরে রাখার মিশনে আজ ফাইনালে তারা খেলতে নেমেছিল। অবস্থা এমন ছিল যে টাইব্রেকার নামক স্নায়ু পরীক্ষাতে ১১টি শটে ফল নির্ধারণ হয়নি। হঠাৎ সাডেন ডেথ বন্ধ করে টস নামক ভাগ্য পরীক্ষায় কপাল পোড়ে বাংলাদেশের। স্বাগতিকদের হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ভারতের বলে ঘোষণা করেন ম্যাচ কমিশনার শ্রীলঙ্কার ডি সিলভা ডিলান। তার পরেই শুরু হয় উত্তেজনা!

টসের পর প্রতিবাদ জানায় বাংলাদেশ। কারণ, নিয়ম অনুযায়ী এমনটা হওয়ার কথা ছিল না। ফলে একটু পর ম্যাচ কমিশনার নিজের ভুল বুঝতে পেরে আবারও টাইব্রেকার শুরু করতে বলেন। কিন্তু এবার ভারত বেকে বসে। প্রতিবাদ জানিয়ে তারা মাঠ ছেড়ে চলে যায়। পরবর্তীতে বারবার চেষ্টা করা হলেও তাদের আর মাঠে ফেরানো যায়নি।

এর আগে, ম্যাচের বয়স তখন ৮ মিনিট। বাংলাদেশের রক্ষণভাগের সুযোগ নিয়ে এগিয়ে যায় অতিথিরা। ভারতীয় মিডফিল্ডার নিতু লিন্ডার বাড়ানো বল বাংলাদেশের দুই ডিফেন্ডারকে পেছনে ফেলে বল পেয়ে যান শিবানী দেবী৷ বাংলাদেশের গোলরক্ষক স্বর্ণা রানী বক্সের সামনে এগিয়ে এসেও নাগাল পাননি। ঠিক এই সুযোগটাই কাজে লাগিয়ে বুদ্ধিদীপ্তভাবে প্লেসিংয়ে ভারতকে লিড এনে দেন শিবানী।

এর দুই মিনিট পর সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে ভারতীয় গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি মুনকি আক্তার। উল্টো এগিয়ে যাওয়ার পর রক্ষণে জোর দেয় ভারত। বারবার চেষ্টায় সেই রক্ষণ ভাঙতে ব্যর্থ লাল-সবুজের দল।

ম্যাচের ২৮তম মিনিটে ডানপ্রান্ত দিয়ে আরও একটি জোরাল আক্রমণ করে ভারত। এবার অবশ্য শিবানীর বুলেট গতির শট দক্ষতার সঙ্গে ফিরিয়ে দেন বাংলাদেশ গোলরক্ষক। ম্যাচের ৩৪তম মিনিটে ডি বক্সের বেশ খানিকটা দূর থেকে স্বপ্নার দূরপাল্লার শট গোলপোস্টের ওপর দিয়ে চলে গেলে হতাশ হতে হয় বাংলাদেশকে। এর এক মিনিট পরই ফের স্বপ্নার শট ঠেকিয়ে দলকে রক্ষা করেন ভারতীয় গোলরক্ষক আনিকা দেবী। ফলে প্রথমার্ধ পিছিয়ে থেকেই শেষ করে বাংলাদেশ।

বিরতির পরও গোলের ছন্দে ফিরতে পারেনি বাংলাদেশ। প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধে আক্রমণ বাড়ায় বাংলাদেশ। তাতে মেলেনি সমাধান। ম্যাচের ৮২তম মিনিটে দারুণ সুযোগ আসে বাংলাদেশের সামনে। কিন্তু দুর্বল শটে সেটাও ভেস্তে যায়। তিন মিনিট বাদে আরেকটি শটও ভারতের বারে লেগে ফিরে আসে। একের পর এক আক্রমণে ব্যর্থ হয়ে ম্যাচ হারের দুয়ারে ছিল বাংলাদেশ।  ওমন মুহূর্তেই চমক দেখা সাগরিকা। আফিদা খন্দকারের থ্রো ইন থেকে বাংলাদেশের সাগরিকা বক্সের আগে জটলায় বলের নিয়ন্ত্রণ নেন৷ নিজ প্রচেষ্টায় বক্সে বল নিয়ে কোনাকুনি শটে গোল করেন সাগরিকা। যাতে আনন্দে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম।

বরিশাল অবজারভার / হৃদয়

সেমি নিশ্চিতে বাংলাদেশের প্রয়োজন ১৫৬ রান

স্পোর্টস ডেস্ক :
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার পথে অগ্নিপরীক্ষায় পড়েছে বাংলাদেশ। বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে বোলিংয়ে দারুণ করেছে মাহফুজুর রহমান রাব্বির দল। পাকিস্তানকে মাত্র ১৫৫ রানে গুটিয়ে দিয়েছে যুবারা। যেহেতু আগে ফিল্ডিং করেছে বাংলাদেশে, সমীকরণ অনুযায়ী বাংলাদেশের ম্যাচটি জিততে হবে ৩৮.১ ওভারের মধ্যে।

আজ শনিবার ( ৩ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার বেনোনিতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৪০.৪ ওভারে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৫৫ রান তোলে পাকিস্তান। বাংলাদেশের হয়ে বর্ষণ ও জীবন চারটি করে উইকেট নেন।

ব্যাটিংয়ে নেমেই শুরুতে ধরে খেললেও আস্তেধীরে চড়াও হয়ে ওঠেন দুই পাকিস্তানি ওপেনার শামিল হুসেন ও শাহজাইব খান। দুইজনের দারুণ ব্যাটিং যখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, ঠিক তখনই আঘাত হানেন বর্ষণ। ৩১ রান করা শামিলকে ফেরান এই পেসার। এরপর ক্রিজে এসে টিকতে পারেননি আজান আওয়াইসও।

বাকি সময়ে একপ্রান্ত আগলে রাখেন শাহজাইব। তবে অন্যপ্রান্তে তখন উইকেটে যাওয়া-আসার মিছিল। এই মিছিলে একে একে যোগ দিতে থাকেন সাদ বেগ, আহমেদ হাসান, হারুন আরশাদ। সতীর্থদের এমন আসা-যাওয়ার মিছিল দেখে উইকেট ছুঁড়ে আসেন শাহজাইবও। আউট হওয়ার আগে ৬৭ বলে করেন ২৬ রান। শেষমেশ ১৫৫ রানে থামে পাকিস্তান।

বরিশাল অবজারভার /  হৃদয়

মাগুরায় ফিরে ফুটবল খেললেন সাকিব

ডেস্ক রিপোর্ট :
বিপিএলে বিরতির ফাঁকে মাগুরায় দলীয় নেতাকর্মীদের সাথে বিভিন্ন কার্যক্রম শেষে খেলায় সময় দিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বুধবার বিকাল সাড়ে ৪টায় সাকিবকে দেখা গেল মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে ফুটবল খেলায় অংশ নিতে। এ স্টেডিয়ামে স্থানীয় জেলা ক্রিড়া সংস্থার আয়োজনে নিয়মিত যে ফুটবল চর্চা হয় সেই চর্চায় যোগ দেন সাকিব।

সাকিবকে দেখেই আনন্দ উদ্বেলিত হন স্থানীয় দর্শকসহ ফুটবল অনুশীলনকারী তরুণরা। তাদের সাথে বেশ কিছুক্ষণ ফুটবল খেলেন সাকিব। খেলা শেষে ভক্তদের সাথে সেলফি তোলেন ও কুশল বিনিময় করেন। 

এ সময় স্থানীয় সাংবাদিকদের সাকিব বলেন, বিপিএলের বিরতিতে মাগুরায় এসেছি। দুই দিন থাকব। দলীয় নেতাকর্মী ও সমর্থকসহ সর্বস্তরের মানুষের সাথে যতদূর সম্ভব দেখা করব। যেহেতু নির্বাচনে বিজয়ী হওয়ার পর খেলার ব্যস্ততার কারণে মাগুরায় আসা হয়নি। 

                                                                      

বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে অল্পতে থামল নেপাল

স্পোর্টস ডেস্ক :
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল আছে চমৎকার ছন্দে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক রাব্বি বলেছিলেন, আমাদের আরও উন্নতি করতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই প্রয়োজন উন্নতি। দলনেতার কথাতে উদ্দীপ্ত হয়েই কি না নেপালের বিপক্ষে জ্বলে উঠলেন বোলাররা। বর্ষণ ও জীবন মিলে একাই তুলে নিলেন সাত উইকেট। প্রতিপক্ষকে থামিয়ে দিলেন অল্প রানে।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সুপার সিক্সের ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয়েছে নেপাল। দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনের মাঙাউং ওভালে সুপার সিক্সের গ্রুপ ওয়ানে নিজেদের প্রথম ম্যাচ খেলছে বাংলাদেশ। বাংলার যুবাদের বিপক্ষে আজ বুধবার (৩১ জানুয়ারি) টস জিতে ব্যাটিং বেছে নেয় নেপাল। ৪৯.৫ ওভারে ১৪৯ রানে অলআউট হয় দলটি।

অধিনায়ক দেব খানাল ব্যাটিং নিলেও শুরুতেই উইকেট হারায় নেপাল। ওপেনার বিপিন রাওয়াল দলীয় ১৮ রানে সাজঘরে ফেরেন। মারুফ মৃধার বলে রিজওয়ানের ক্যাচে পরিণত হওয়ার আগে বিপিনের ব্যাট থেকে আসে মাত্র দুই রান। পরের দুই উইকেটও খুব দ্রুতই হারায় নেপাল। আরেক ওপেনার অর্জুন কুমালকে ১৪ রানে ফেরান রোহানাত বর্ষণ। ওয়ানডাউনে নামা আকাশ ত্রিপাঠি তিন রান করে ইকবাল হোসেন ইমনের শিকারে পরিণত হন।

দলীয় ২৯ রানে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে নেপাল। সেখান থেকে দলকে একটু থিতু করেন অধিনায়ক দেব ও বিশাল বিক্রম। চতুর্থ উইকেটে ৬২ রানের জুটি গড়েন দুজন। ৯১ রানের সময় আউট হন দেব। জুটি ভাঙেন জিসান আলম। ৬০ বলে ৩৫ করা দেব তালুবন্দি হন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বির হাতে। অর্ধশতকের খুব কাছে গিয়ে থামেন বিশাল। ৪৮ রান করা এই ব্যাটারকে বোল্ড করেন বর্ষণ। তবে, তার ইনিংসটি ছিল ভীষণ ধীরগতির। ১০০ বলে ৪৮ করেন তিনি।

এরপর খুব একটা প্রতিরোধ গড়তে পারেননি দলের কেউ। গোটা ম্যাচে মাত্র চার নেপালি ব্যাটারের ইনিংস দুই অঙ্ক ছুঁয়েছে। শেষ দিকে সুবাস ভাণ্ডারির ৩৪বলে ১৮ রানের ইনিংসে নেপাল পায় ১৬৯ রানের সংগ্রহ।

বাংলাদেশের পক্ষে ৮.৫ ওভারে দুই মেডেনসহ ১৯ রান দিয়ে চার উইকেট শিকার করেন বর্ষণ। ৩৪ রানের বিনিময়ে তিন উইকেট পান জীবন।

বরিশাল অবজারভার / হৃদয়

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: সুপার সিক্সে কাদের মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :
চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপপর্ব শেষ করা বাংলাদেশ পা রেখেছে সুপার সিক্সে। ‘এ’ গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশের যুবারা। এবার লড়াই সেমিফাইনালে ওঠার। তবে কাজটা সহজ হবে না। কারণ বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পাকিস্তান ও নেপালকে।

১৬ দল নিয়ে শুরু হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সে উঠেছে ১২টি দল। চারটি গ্রুপের সেরা তিনটি করে দল উঠেছে শেষ ১২-তে। সুপার সিক্সে উঠে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে এই দলগুলো।

‘এ’ এবং ‘ডি’ গ্রুপের দলগুলোকে নিয়ে একটি গ্রুপ এবং ‘বি’ ও ‘সি’ গ্রুপের দলগুলো নিয়ে গঠন করা হয়েছে আরেকটি গ্রুপ। এখানে দলগুলো সুপার সিক্স পর্বে আসা দলের সাথে গ্রুপ পর্বের ম্যাচে পাওয়া পয়েন্ট এবং নেট রান রেট ক্যারি করবে।

‘এ’ এবং ‘ডি’ গ্রুপ থেকে সুপার সিক্সে ওঠা দলগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, আয়ারল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং নেপাল। ‘বি’ এবং ‘সি’ গ্রুপ থেকে সুপার সিক্সে উঠেছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে।

সুপার সিক্স পর্বে দলগুলো নিজের গ্রুপ বাদে অন্য গ্রুপের দলগুলোর বিপক্ষে ম্যাচ খেলবে। গ্রুপে দ্বিতীয় হওয়ায় ‘ডি’ গ্রুপের প্রথম হওয়া দল পাকিস্তান এবং তৃতীয় হওয়া দল নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

সুপার সিক্সের খেলা শুরু হবে ৩০ জানুয়ারি। বাংলাদেশের প্রথম ম্যাচ ৩১ জানুয়ারি, প্রতিপক্ষ নেপাল। আর পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ ৩ ফেব্রুয়ারি। প্রথম ম্যাচটি হবে ব্লুমফন্টেইনে, পরেরটি বেনোনিতে।

বরিশাল অবজারভার / হৃদয়

সুপার সিক্সে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :
জিতলেই বিশ্বকাপের সুপার সিক্স। হারলে পড়তে হবে সমীকরণের মারপ্যাঁচে। আরিফুলের সেঞ্চুরিতে ভর করে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে যুক্তরাষ্ট্রকে ১২১ রানে হারিয়ে সহজেই সুপার সিক্স নিশ্চিত করল বাংলাদেশের যুবারা। এই জয়ের মাধ্যমে শিরোপা পুনরুদ্ধারের অভিযানে আরও একধাপ এগিয়ে গেল রাব্বি-শিবলীরা।

আজ শুক্রবার (২৬ জানুয়ারি) । দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনের মাঙ্গাউং ওভালে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৯১ রান তোলে বাংলাদেশ। জবাবে ৪৭.১ ওভারে সব উইকেট হারিয়ে ১৭০ রানে থামে যুক্তরাষ্ট্র।

২৯২ রানের বড় লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি যুক্তরাষ্ট্রের। দলীয় ১১ রানের মাথায় ওপেনার মেহতার উইকেট হারায় যুক্তরাষ্ট্র। ১৩ বলে পাঁচ রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটার। তার বিদায়ের পর অবশ্য ঘুরে দাঁড়ায় যুক্তরাষ্ট্র। সিদ্ধার্থ কাপ্পাকে নিয়ে দারুণ জুটি গড়ে প্রনব চেত্তিপালায়ম।

দলীয় ৮৬ রানের কাপ্পার বিদায়ে দ্বিতীয় উইকেট হারায় যুক্তরাষ্ট। ৪৪ বলে ১৮ রান করে ফেরেন এই ব্যাটার। পাঁচ রানের ব্যবধানে তৃতীয় উইকেট হারায় যুক্তরাষ্ট্র। এবার বিদায় নেন ফিফটি হাঁকানো ওপেনার চেত্তিপালায়ম। ৯০ বলে ৫৭ রান করে সাজঘরে ফেরেন তিনি।

এরপর দলীয় ১১২ রানের মাথায় চতুর্থ উইকেট হারায় যুক্তরাষ্ট্র। এবার সাজঘরের পথ ধরেন অধিনায়ক রিশি রমেশ। ২২ বল খেললেও আট রানের বেশি করতে পারেননি তিনি। তার বিদায়ের পর উতকার্শ-প্যাটেল জুটিতে কিছুটা স্বস্তি পায় যুক্তরাষ্ট্র। যদিও এই জুটিও খুব বেশি বড় হয়নি। দলীয় ১৫৩ রানের মাথায় আউট হন এই ব্যাটার। ৪৯ বলে ৩৭ রান আসে তার ব্যাট থেকে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষমেশ ১৭০ রানে থামে যুক্তরাষ্ট্র।

এর আগে বাংলাদেশের ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার আশিকুর রহমান শিবলী ও আদিল বিন সিদ্দিক ভালো শুরুর ইঙ্গিত দেয়। যদিও দলীয় ২৯ রানের মাথায় আদিলের বিদায়ে তাদের জুটি বড় হয়নি। আরিয়া গার্গের বলে তুলে মারতে গিয়ে প্যাটেলের হাতে ধরা পড়েন তিনি। আউটের আগে ২৮ বলে ১৩ রান আসে তার ব্যাট থেকে।

এরপর রিজওয়ানকে নিজে জুটি গড়েন শিবলী। এই জুটিতে যোগ হয় আরও ৩৮ রান। সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি শিবলী। দলীয় ৬৭ রানের মাথায় প্যাটেলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এই ডানহাতি ব্যাটার।

দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে, আরিফুলকে নিয়ে সেই চাপ সামালের কাজটা করেন রিজওয়ান। অবশ্য, তাদের জুটিও বড় হয়নি। দলীয় ৯৪ রানের মাথায় রিজওয়ানের বিদায়ে ভাঙে এই জুটি। ৪০ বলে ৩৫ রান করে ফেরেন রিজওয়ান।

রিজওয়ানের বিদায়ের পর আহরার আমিনকে নিয়ে বড় সংগ্রহের ভিত গড়েন আরিফুল। মাঝে ৯৯ বলে চলতি আসরে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন আরিফুল। দলীয় ২১৬ রানের মাথায় ৪৯ বলে ৪৪ রান করে বিদায় নেন আহরার। তার বিদায়ে ভাঙে এই দুইজনের ১২২ রানের জুটি।

সেঞ্চুরি হাঁকিয়ে অবশ্য বেশিক্ষণ টিকতে পারেনি আরিফুল। দলীয় ২৩৭ রানের মাথায় ১০৩ বলে ১০৩ রান করে সাজঘরে ফেরেন এই ডানহাতি ব্যাটার। তার বিদায়ের পর লেজের সারির ব্যাটারের দৃঢ়তায় ২৯১ রানে থামে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ : ৫০ ওভারে ২৯১/৭ (শিবলী ২৭, আদিল ১৩, রিজওয়ান ৩৫, আরিফুল ১০৩, আহরার ৪৪, জেমস ৩১, রাব্বি ২, জীবন ১৩, রাফি ৭; গার্গ ১০-০-৬৮-৩, অতিন্দ্র ১০-০-৫০-১, নাদকারনি ১০-০-৬১-২, ভালালা ৭-০-৪১-০, পার্থ ৮-০-৪০-১, উতকার্শ ৫-০-২৮-০)।

যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৯ : ৪৭.১ ওভারে ১৭০/১০( প্রনব ৫৭, মেহতা ৫, কাপ্পা ১৮, রিশি ৮, উতকার্শ ৩৭, অমোঘ ১৪, পার্থ ০, ভালালা ৬, নাদকারনি ০, অতীন্দ্র ০, আরিয়া ০; ইমন ৪.১-১-১০-১, মারুফ ৪-১-২২-০, জীবন ১০-১-২৬-১, রিজওয়ান ৪-০-১৮-০, রাফি ১০-০-৪২-১, আরিফুল ৫-০-১৫-১, রাব্বি ১০-০-৩১-৪)।

ফল : বাংলাদেশ ১২১ রানে জয়ী।

বরিশাল অবজারভার / হৃদয়

সাকিবকে নিয়ে সুখবর দিল রংপুর রাইডার্স

ডেস্ক রিপোর্ট :
চোখের সমস্যার কারণে চলতি বিপিএলের প্রথম ম্যাচের পর দলের বড় তারকাকে পায়নি রংপুর রাইডার্স। চিকিৎসা নিতে রংপুর তারকা উড়াল দেন সিঙ্গাপুরে।

সাকিবকে নিয়ে এবার খবর হলো, সিলেট পর্বের শুরুর ম্যাচ থেকেই রংপুরের জার্সিতে খেলবেন তিনি। দলের সঙ্গে যোগ দিতে আজ বৃহস্পতিবার সিলেটে যাবেন বিশ্বসেরা অলরাউন্ডার। এনটিভি অনলাইনকে খবরটি নিশ্চিত করেছে রংপুর রাইডার্সের মিডিয়া বিভাগ।

সিলেটে নিজেদের তৃতীয় ম্যাচে আগামীকাল শুক্রবার (২৬ জানুয়ারি) খুলনার মুখোমুখি হবে রংপুর। ম্যাচ শুরু দুপুর ২টায়। তার আগেই দলের সঙ্গে যোগ দিবেন সাকিব।

এদিকে সাকিবকে নিয়ে কিছুটা স্বস্তির খবর দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিঙ্গাপুরে ভালোভাবে চোখের চিকিৎসা করা হয়েছে সাকিবের। অস্ত্রোপচারের ভয় থাকলেও আপাতত লাগছে না সেটি।

বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী বুধবার (২৪ জানুয়ারি) বলেন, ‘সাকিবের বাম চোখের রেটিনায় সমস্যা ধরা পড়েছে। আপাতত অস্ত্রোপচার লাগছে না। তবে, এটি থেকে সেরে উঠতে তার সময় লাগবে। এখন তিনি আগের চেয়ে ভালো আছেন। চিন্তা কিছুটা কমেছে।’

চোখের রেটিনায় সমস্যা নিয়ে বিশ্বকাপেও ভুগেছেন সাকিব। এমনকি রংপুর রাইডার্সের অনুশীলনে তাকে চশমা ব্যবহার করতে দেখা গিয়েছে। প্রথম ম্যাচেও অস্বস্তিতে ছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

এর আগে চোখের সমস্যা প্রসঙ্গে সাকিব বলেছিলেন, ‘পুরো বিশ্বকাপজুড়ে আমি চোখের সমস্যায় ভুগেছি। বলতে গেলে আমি এক চোখ নিয়ে খেলেছি। ব্যাটিং করার সময় অনেক সমস্যা হতো আমার। চোখ দিয়ে পানি পড়ত।’

বরিশাল অবজারভার / হৃদয়