বরিশালে দু’দিন অব্যাহত থাকবে বৃষ্টিপাত : নিম্নাঞ্চলে বাড়তে পারে জোয়ারের পানি

সাগরে সৃষ্ট লঘুচাপ আর মৌসুমি বায়ুর প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলসহ অনেক জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা ভারী বৃষ্টি হচ্ছে। এ কারণে দেশের চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নদী বন্দরগুলোতে দেখাতে বলা হয়েছে ১ নম্বর সতর্ক সংকেত। একই কারণে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী বৃষ্টি হচ্ছে। আগামী দু’দিন এই বৃষ্টি থাকতে পারে। উপকূলীয় জেলাগুলোয় স্বাভাবিক জোয়ারের চেয়ে বেশি উচ্চতার জোয়ার হতে পারে।

আবহাওয়া বিভাগের সতর্ক বার্তায় বলা হয়েছে, ভারতের বিহার, পশ্চিমবঙ্গ এবং এর আশেপাশের এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে ভারতের মধ্য প্রদেশের মধ্যভাগে অবস্থান করছে। এই লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় অবস্থায় আছে এবং বায়ু চাপের আধিক্য বিরাজ করছে। ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

লঘুচাপের প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, লক্ষ্মীপুর, নোয়াখালী, পটুয়াখালী, বরগুনা, ভোলা, বরিশাল, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও তাদের আশেপাশের দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চলে স্বাভাবিক জোয়ারের চেয়ে ১-২ ফুট বেশি উচ্চতার জোয়ার হতে পারে।

শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান জানান, লঘুচাপের প্রভাব এবং সাগরে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে দক্ষিণাঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে। এটি আগামী দুই দিন একই অবস্থায় থাকতে পারে। একারণে সাগরে ৩ এবং নদীতে ১ নম্বর সংকেত দেওয়া হয়েছে।

গত ২৪ ঘণ্টায সর্বোচ্চ বৃষ্টি হয়েছে যশোরে ৮৮ মিলিমিটার। এছাড়া ঢাকায় ২৩, ময়মনসিংহে ১১, চট্টগ্রামে ৬১, সিলেটে ২০, রাজশাহীতে ২, রংপুরে ৩, খুলনায় ১৬ এবং বরিশালে ২৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সাগরে সৃষ্ট লঘুচাপ আর মৌসুমি বায়ুর প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলসহ অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে। ফলে দেশের সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর ফলে রাজধানীসহ সারা দেশে আরও ২ দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকবে।

শনিবার (২২ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে এমনটিই জানানো হয়েছে।

আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতের মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে ভারতের মধ্যপ্রদেশের পশ্চিমভাগ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় বিরাজ করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, লঘুচাপের প্রভাবে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

এদিকে, উপকূলীয় জেলাগুলোতে স্বাভাবিক জোয়ারের চেয়ে বেশি উচ্চতার জোয়ার হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

একাদশে ভর্তি কার্যক্রম শুরু

অবশেষে করোনাভাইরাস মহামারির কারণে বিলম্বিত ২০২০-২১ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আজ রোববার সকাল ৭টা থেকে অনলাইনে শুরু হয় এ কার্যক্রম।

দেশের সব সরকারি ও বেসরকারি কলেজগুলোতে ভর্তি হতে আগামী ২০ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। এ বছর শিক্ষার্থীরা শুধুমাত্র অনলাইনেই (www.xiclassadmission.gov.bd) এ ঠিকানায় ভর্তির আবেদন করতে পারবেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি আগেই জানিয়েছে, সব প্রক্রিয়া শেষ করে আগামী ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তি করা হবে।
এ বছর সারা দেশে ৭ হাজার ৪৭৪টি সরকারি-বেসরকারি কলেজের একাদশ শ্রেণিতে ২৫ লাখ আসন রয়েছে। মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ শিক্ষার্থী। ৯টি সাধারণ বোর্ড এবং মাদরাসা বোর্ডের কোন কোন কলেজে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে বোর্ড-ভিত্তিক সেই তালিকাও http://www.xiclassadmission.gov.bd প্রকাশ করা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন শিক্ষার্থীকে কমপক্ষে ৫টি কলেজে পছন্দক্রম অনুসারে আবেদন করতে হবে। তবে সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রম অনুসারে আবেদন করা যাবে। মেধা ও পছন্দক্রম অনুসারে শিক্ষার্থীকে নির্দিষ্ট কলেজে ভর্তির জন্য মনোনীত করা হবে।

নগদ, সোনালী ব্যাংক, টেলিটক, বিকাশ, শিওর ক্যাশ কিংবা রকেটের মাধ্যমে ১৫০ টাকা আবেদন ফি জমা দিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি প্রকাশিত এ সময়সূচি অনুসারে, আগামী ৯ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত ভর্তির আবেদন গ্রহণ করা হবে। তবে মাঝে জাতীয় শোক দিবসের কারণে ওইদিন অনলাইন সার্ভিস ও কল সেন্টারের কার্যক্রম বন্ধ থাকবে।

প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ২৫ আগস্ট রাত ৮টায়। শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চিত করতে হবে ২৬ আগস্ট থেকে ৩০ আগস্ট রাত ৮টার মধ্যে। দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ চলবে ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত।

পছন্দের ক্রমানুসারে প্রথম মাইগ্রেশনের ফল ৪ সেপ্টেম্বর রাত ৮টায় প্রকাশ করা হবে। আর দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল একইদিন রাত ৮টায় প্রকাশ করা হবে।

দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চিত করতে হবে ৫ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত এবং তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ চলবে ৭ ও ৮ সেপ্টেম্বর। পছন্দের ক্রমানুসারে দ্বিতীয় মাইগ্রেশনের ফল এবং তৃতীয় পর্যায়ের আবেদনের ফল ১০ সেপ্টেম্বর রাত ৮টায় প্রকাশ করা হবে।

তৃতীয় পর্যায়ে শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চিত করতে হবে ১১ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। আর কলেজভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ১৩ সেপ্টেম্বর সকাল ৮টায়। ভর্তি চলবে ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

বরিশালে র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

বরিশাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) একটি দল বরগুনার জাকিরতবক এলাকায় অভিযান চালিয়ে জনৈক এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. আব্দুল হালিম ওরফে নাকবোচা আলিম (৪৩) নামের ব্যক্তিকে গ্রেপ্তার করে। এই গ্রেপ্তার অভিযানের বিষয়টি বুধবার সকালে র‌্যাব রুপাতলী সদর দপ্তর থেকে প্রেরিত এক ইমেল বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব বরিশাল অফিস সূত্র জানায়, বরগুনার সদর থানাধীন জাকিরতবক এলাকায় আলতাব হোসেন চৌকিদার ছেলে আব্দুল হালিম ওরফে নাকবোচা আলিম একজন শীর্ষ সন্ত্রাসী। নানান ঘটনাবলীতে তার বিরুদ্ধে ধর্ষণ, মানবপাচার, অস্ত্র, ডাকাতি, দস্যুতা, দাঙ্গাবাজি ও চাঁদাবাজিসহ অন্তত একডজন মামলা রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, মঙ্গলবার রাতে বরগুনার জাকিরতবক এলাকার শীর্ষ সন্ত্রাসী আব্দুল হালিম ওরফে নাকবোচা আলিম অস্ত্রসহ নিজ বাসায় অবস্থান করার একটি গোপন খবর আসে।

পরবর্তীতে র‌্যাবের একটি টিম সেখানে অভিযান চালিয়ে নাকবোচা আলিমকে গ্রেপ্তার করে। এবং তার কারোক্তি মতে বাসায় তল্লাশি চালিয়ে ১টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি, ০১ টি ওয়ানশুটার গান ও ২ রাউন্ড কার্তুজ এবং ২৫ পিস ইয়াবা পাওয়া যায়।

এই ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদক ও অস্ত্র আইনে দুটি মামলা করেছে।’

বরিশালে মসজিদ কমিটিকে কেন্দ্র করে সংঘর্ষ যুবলীগ সম্পাদকসহ আহত ৫

উজিরপুরের বড়াকোঠায় মসজিদের কমিটিকে কেন্দ্র করে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রিন্সসহ ৩জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।

এ সময় অপর পক্ষেরও ২জন আহত হয়। আহতদের উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বড়াকোঠা ভিটাবাড়ি জামে মসজিদের কমিটিকে কেন্দ্র করে বর্তমান সভাপতি আব্দুর রব মল্লিক ও আফজাল হোসেন হাওলাদার ওরফে আফজাল কেরাণীর সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এরই সূত্র ধরে রবিবার দুপুর ২টার সময় তাজুল ইসলামের বাড়ির সামনের ব্রীজের উপরে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় একই এলাকার আফজাল হোসেন হাওলাদার(৬০), ইমরান হাওলাদার(২৫), রিয়াজ বেপারী(২৫), সোহাগ হাওলাদার (৩২), রফিক হাওলাদার(৩৭)সহ ১০/১৫ জন।

এতে গুরুতর আহত হয় বড়াকোঠা ইউনিয়ন যুবলীগের সম্পাদক তাজুল ইসলাম প্রিন্স(৩৫), কলেজ ছাত্র জুবায়ের ইসলাম জয়(২৩), পারভেজ মল্লিক(২৪)।

অপর পক্ষের রফিকুল ইসলাম(৪০) ও মিনারা বেগম(৬০)। জানা যায়, ৩ আগষ্ট সোমবার ওই মসজিদের নতুন কমিটি হওয়ার কথা ছিল।

এ ব্যাপারে তাইজুল ইসলাম প্রিন্স জানান, সাবেক এক ছাত্রলীগ নেতার ইন্দনে আফজাল কেরাণীর নেতৃত্বে এ হামলা সংঘটিত হয়। এ ব্যাপারে উজিরপুর মডেল থানায় তাজুল ইসলাম প্রিন্স বাদী হয়ে ৫জনকে আসামী করে মামলা দায়ের করে।

উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান জানান, উভয় পক্ষ মামলা দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মঠবাড়িয়ায় ৩ প্রতারক গ্রেপ্তার

পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি প্রাইভেটকারসহ ৩ প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতারক চক্র গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখা সংবলিত স্টিকার লাগিয়ে প্রাইভেটকারযোগে কুষ্টিয়া থেকে মঠবাড়িয়ায় এসে প্রতারণার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ৩ প্রতারক হচ্ছে – মোঃ লিটন আহমেদ (৩৪), মোঃ হাসিবুল গাইন (২২), মোঃ মাহফুজুর রহমান সবুজ (৩৭)। হাসিবুল ও মাহফুজুর মূল হোতা লিটনের সহযোগী বলে জানা যায়। তাদের স্বীকারোক্তী মতে, লিটনের বাড়ি মিরপুর- কুষ্টিয়া, হাসিবুলের বাড়ি মেহেরপুর-কুষ্টিয়া এবং মাহফুজের বর্তমান ঠিকানা-কুষ্টিয়া সদর তবে স্হায়ী ঠিকানা-আলমডাঙ্গা-চুূয়াডাঙ্গা।

প্রতারণার শিকার ভুক্তভোগী আফজাল খান জানান, “প্রতারকচক্র বৃহস্পতিবার সকাল ৭ টায় উপজেলার বড় শৌলা আমার নিজ গ্রামে সরকারি স্টিকার লাগানো প্রাইভেটকারযোগে আমার বাড়িতে গিয়ে মন্ত্রনালয় থেকে আসছি বলে জানায় এবং তারা মন্ত্রনালয় চাকরি করে বলে পরিচয় দেয়। ভুয়া পরিচয় দিয়ে তারা বলে, আপনার ব্যাংক-ব্যালেন্স, জমিজমা ও টাকা পয়সার হিসাব দিতে হবে। স্ত্রী ও সন্তানদের নামে সম্পত্তি থাকলেও তারও হিসাব দিতে হবে। হিসাব দেওয়ার জন্য আমাদের সাথে মন্ত্রনালয় ঢাকায় যেতে হবে। না গেলে আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেওয়া হবে এবং আপনাদের অর্থ সম্পদ যা কিছু আছে সব সরকারের খাতায় জমা হবে। এসময় ভুক্ততভোগীসহ স্হানীয়দের সন্দেহ হলে তাদের চ্যালেন্জ করে মঠবাড়িয়া থানায় আনা হয়। থানা পুলিশ যাচাই-বাছাই করে প্রতারক বলে প্রমান পায় এবং প্রাইভেটকারটি জব্দ করে প্রতারকদের গ্রেপ্তার দেখানো হয়।

মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান,এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্হা নেওয়া হবে।”

বরিশালে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

রবিবার থেকে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, রংপুর, খুলনা, বরিশাল,

চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে।এর একটি বর্ধিতাংশ উত্তর-বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

অন্যদিকে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

করোনা টেস্ট নিয়ে প্রতারণা: ডা. সাবরিনা গ্রেফতার

করোনাভাইরাস পরীক্ষার টেস্ট না করেই রিপোর্ট ডেলিভারি দেয়া জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা এ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে তাকে তেজগাঁও বিভাগীয় উপপুলিশ (ডিসি) কার্যালয়ে আনা হয়। সেখানে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার দেখানো হয়।

জেকেজি হেলথকেয়ারের করোনা টেস্ট নিয়ে প্রতারণার অভিযোগে এরই মধ্যে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আরিফ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। সাবরিনা তারই স্ত্রী।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ সাবরিনাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি টেলিফোনে বলেন, ডা. সাবরিনাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, করোনা টেস্ট নিয়ে জেকেজি হাসপাতালের জালিয়াতির ঘটনায় তদন্ত কর্মকর্তা অধিকতর তদন্তের স্বার্থে ডা. সাবরিনাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে তার সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকে গ্রেফতার দেখানো হয়।

এর আগে গত ৪ জুন স্বামী আরিফুলের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে সাবরিনা তেজগাঁও বিভাগের একটি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

তবে অন্তত দুই মাস আগে তাদের মধ্যে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়েছে বলে সাবরিনা দাবি করেন।

জেকেজির বিরুদ্ধে অভিযোগ, সরকারের কাছ থেকে বিনামূল্যে নমুনা সংগ্রহের অনুমতি নিয়ে বুকিং বিডি ও হেলথকেয়ার নামে দুটি সাইটের মাধ্যমে টাকা নিচ্ছিল এবং নমুনা পরীক্ষা ছাড়াই ভুয়া সনদ দিত।

এ বিষয়ে রাজধানীর কল্যাণপুরের একটি বাড়ির কেয়ারটেকারের অভিযোগের সত্যতা পেয়ে ২২ জুন জেকেজি হেলথকেয়ারের সাবেক গ্র্যাফিকস ডিজাইনার হুমায়ুন কবীর হিরু ও তার স্ত্রী তানজীন পাটোয়ারীকে গ্রেফতার করে পুলিশ।

তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পরে প্রতিষ্ঠানটির সিইও আরিফকেও গ্রেফতার করা হয়।

এ ঘটনার পর ২৪ জুন জেকেজি হেলথকেয়ারের নমুনা সংগ্রহের যে অনুমোদন ছিল তা বাতিল করে স্বাস্থ্য অধিদফতর।

জানা যায়, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় করোনার নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা না করেই জেকেজি প্রতিষ্ঠানটি ১৫ হাজার ৪৬০ টেস্টের ভুয়া রিপোর্ট সরবরাহ করে।

পুলিশ জানিয়েছে, জেকেজি হেলথকেয়ার থেকে ২৭ হাজার রোগীকে করোনার টেস্টের রিপোর্ট দেয়া হয়েছে। এর মধ্যে ১১ হাজার ৫৪০ জনের করোনার নমুনার আইইডিসিআরের মাধ্যমে সঠিক পরীক্ষা করানো হয়েছিল। বাকি ১৫ হাজার ৪৬০ রিপোর্ট প্রতিষ্ঠানটির ল্যাপটপে তৈরি করা হয়। জব্দ করা ল্যাপটপে এর প্রমাণ মিলেছে। আরিফ চৌধুরীকে জিজ্ঞাসাবাদে পুলিশকে জানান, জেকেজির ৭-৮ কর্মী ভুয়া রিপোর্ট তৈরি করেন।

জেকেজির মাঠকর্মীরা ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থান থেকে করোনা উপসর্গ দেখা দেয়া মানুষের নমুনা সংগ্রহ করতেন। প্রতি রিপোর্টে ৫-১০ হাজার টাকা নেয়া হতো। আর বিদেশিদের কাছ থেকে নেন ১০০ ডলার। সেই হিসাবে করোনা পরীক্ষার ভুয়া রিপোর্টে প্রায় ৮ কোটি টাকা হাতিয়ে নিয়েছে জেকেজি।

২৪ জুন জেকেজির গুলশান কার্যালয়ে অভিযান চালিয়ে প্রতারক আরিফসহ ছয়জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের দুদিনের রিমান্ডে নেয়া হয়। দুজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। জেকেজির কার্যালয় থেকে ল্যাপটপসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি জব্দ করে পুলিশ। এ ঘটনায় তেজগাঁও থানায় চারটি মামলা হয়েছে। এসব মামলার কোনোটিতে এখন পর্যন্ত ডা. সাবরিনার নাম সংযুক্ত করা হয়নি। চারটি মামলার তদন্ত করছে তেজগাঁও থানা পুলিশ।

আরিফ গ্রেফতার হওয়ার পর ডা. সাবরিনা গ্রেফতার-আতঙ্কে গা ঢাকা দেন। আড়ালে ‘অদৃশ্য শক্তির’ ইশারায় দায়মুক্তির চেষ্টায় ছিলেন তিনি।

করোনা মহামারীতে মানুষের জীবন নিয়ে নির্মম প্রতারণায় নাম উঠে আসা ডা. সাবরিনা এ চৌধুরী সরকারি একটি হাসপাতালে চাকরির পাশাপাশি জেকেজির চেয়ারম্যান।

তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক। পাশাপাশি তিনি জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান। আর তার স্বামী আরিফ চৌধুরী প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা।

বাসার ছাদে ডিসি পত্নী দিলরুবা আলমের ছাদ কৃর্ষি, ড্রাগন ফল চাষে ব্যাপক সফলতা

সাতক্ষীরার এক সমভ্রান্ত পরিবারে তার জন্ম। শৈশব থেকেই গাছ লাগানো ভাল লাগত তার।এক সসময়ে সেই ভাললাগা টাই অকৃত্রিম এক ভালবাসায় পরিনত হয়ে যায়। আর সে ভালবাসাকে বাস্তবে রুপান্তরিত করতে ফুল,ফল ও সবজির বাগান করে নিজেকে একজন বৃক্ষপ্রেমী হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর)মোঃ খাইরুল আলমের পত্নী দিলরুবা আলম। সাতক্ষীরা উপজেলা সদরে নিজ বাড়ির ছাদে গড়ে তুলেন ছাদ কৃষি।স্বামীর সংসারে এসেও নিজের বাড়ীর ন্যায় কৃষিপ্রেমী হিসাবে তার বাড়ির ছাদে গড়ে তুলেছেন ছাদ কৃর্ষি।তার ছাদ কৃর্ষিতে রয়েছে ড্রাগন, আম গাছ,জাম গাছ,পেয়ারা গাছ , আনারস,আঙ্গুর,আখ, লেবু, বেগুন গাছ ,চালকুমরা, লাল শাক,পুদিনা পাতা, ধনেপাতা.বনসাই,বাশ,ওষধি গাছ এলভেরা ,তুলশি পাতা।বাহারি ফুলের বাগান নাইট কুইন,কেকটাস সহ প্রায় ৬২ প্রজাতির ফুলের সমারোহ। এ বাগান পরিচর্যা করেই তিনি তার সময় কাটান ।এ সাফল্যের পিছনে রয়েছে স্বামী উপ-পুলিশ কমিশনার মোঃ খাইরুল আলম তার উৎসাহ ও প্রেরনায় যখন যে খানে যান সেখানেই গড়ে তুলেছেন ছাদ কৃর্ষি।

উপ-পুলিশ কমিশনার(উত্তর) খাইরুল আলম জানান,লক ডাউনের সময় ছাদ বাগান থেকেই বেশির ভাগ শাক সব্জি সংগ্রহ করেছেন।নিজেদের চাহিদা মিটিয়ে অন্যদেরকেও তাদের বাগানের শাক সবজি দিয়েছেন।

ডিসি পত্নী দিলরুবা আলম জানান,শৈশব থেকেই শখের বসে গাছ লাগাতেন। গাছ লাগানো ও পরিচর্যা করাটায় আনন্দ পান তিনি।স্বামী ডিসি খাইরুল আলম তাকে উৎসাহ দেন এবং তার সাথে গাছের পরিচর্যা করে তাকে সহযোগিতা করায় বিভিন্ন প্রজাতির ফুল,ফল ও সবজির বাগান গড়ে তুলতে সমর্থ হয়েছেন তিনি।

তিনি আরও জানান,আজ আমাদের ছাদ বাগানের ড্রাগন ফল সংগ্রহ করেছি।এটা চাষ করা খুব সহজ। প্রত্যেকেরই এ রকম কৃর্ষি কাজের প্রতি এগিয়ে আসা উচিত।যেহেতু আমরা বিধাতা প্রদত্ব সোনার মাটি পেয়েছি তা ঠিক ভাবে কাজে লাগাতে পারলে আমাদের আর কোন অভাব থাকবেনা। আমাদের দেশ খাদ্য স্বয়ংসম্পূর্নতা অর্জন করবে এবং একটি উন্নত রাষ্ট্রে পরিনত হবে বলে তিনি মনে করেন।

লালমোহনে ৬ কেজি গাঁজাসহ এক মহিলা মাদক ব্যবসায়ী আটক

লালমোহন(ভোলা)প্রতিনিধি:
ভোলার লালমোহনে ৬ কেজি গাঁজাসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছেন লালমোহন থানা পুলিশ। বুধবার সকালে চরভুতা ইউনিয়নের রহিমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী মহিলার নাম বিবি কুলসুম (৫৫) তার স্বামী- নাম মৃত আবুল কাশেম। তার বাড়ি তজুমুদ্দিন ইউনিয়নের কোড়ালমারা গ্রামের ০৯নং ওয়ার্ডে । গোপন সংবাদের ভিত্তিতে ভোলা জেলা পুলিশ সুপার কায়সার আহমেদের নির্দেশে লালমোহন থানা অফিসার ইনচার্জ মীর খায়রুল কবিরের নেতৃত্বে এস আই (নিঃ) মোঃ শওকত জামিল ও সংঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সকাল অনুমান ০৭.৩০ ঘটিকায় লালমোহন থানাধীন ০৪নং চরভূতা ইউপির অর্ন্তগত রহিমপুর ০১নং ওয়ার্ডস্থ জনৈক মোঃ মোশারেফ এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে নেভীব্লু কালারের কলেজ ব্যাগ হইতে আসামী বিবি কুলসুম এর কাছ থেকে – ০৬ (ছয়) কেজি গাঁজা সহ তাকে আটক করেন।

এই ঘটনায় লালমোহন থানা অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির বলেন আমরা গোপন সংবাদের ভিত্তিতে ভোলা জেলা পুলিশ সুপারের নির্দেশে অভিযান চালায়, এ সময় বিবি কুলসুম নামে এক মহিলার কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করি। পরে লালমোহন থানা পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করি।