মঠবাড়িয়ায় ৩ প্রতারক গ্রেপ্তার

পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি প্রাইভেটকারসহ ৩ প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতারক চক্র গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখা সংবলিত স্টিকার লাগিয়ে প্রাইভেটকারযোগে কুষ্টিয়া থেকে মঠবাড়িয়ায় এসে প্রতারণার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ৩ প্রতারক হচ্ছে – মোঃ লিটন আহমেদ (৩৪), মোঃ হাসিবুল গাইন (২২), মোঃ মাহফুজুর রহমান সবুজ (৩৭)। হাসিবুল ও মাহফুজুর মূল হোতা লিটনের সহযোগী বলে জানা যায়। তাদের স্বীকারোক্তী মতে, লিটনের বাড়ি মিরপুর- কুষ্টিয়া, হাসিবুলের বাড়ি মেহেরপুর-কুষ্টিয়া এবং মাহফুজের বর্তমান ঠিকানা-কুষ্টিয়া সদর তবে স্হায়ী ঠিকানা-আলমডাঙ্গা-চুূয়াডাঙ্গা।

প্রতারণার শিকার ভুক্তভোগী আফজাল খান জানান, “প্রতারকচক্র বৃহস্পতিবার সকাল ৭ টায় উপজেলার বড় শৌলা আমার নিজ গ্রামে সরকারি স্টিকার লাগানো প্রাইভেটকারযোগে আমার বাড়িতে গিয়ে মন্ত্রনালয় থেকে আসছি বলে জানায় এবং তারা মন্ত্রনালয় চাকরি করে বলে পরিচয় দেয়। ভুয়া পরিচয় দিয়ে তারা বলে, আপনার ব্যাংক-ব্যালেন্স, জমিজমা ও টাকা পয়সার হিসাব দিতে হবে। স্ত্রী ও সন্তানদের নামে সম্পত্তি থাকলেও তারও হিসাব দিতে হবে। হিসাব দেওয়ার জন্য আমাদের সাথে মন্ত্রনালয় ঢাকায় যেতে হবে। না গেলে আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেওয়া হবে এবং আপনাদের অর্থ সম্পদ যা কিছু আছে সব সরকারের খাতায় জমা হবে। এসময় ভুক্ততভোগীসহ স্হানীয়দের সন্দেহ হলে তাদের চ্যালেন্জ করে মঠবাড়িয়া থানায় আনা হয়। থানা পুলিশ যাচাই-বাছাই করে প্রতারক বলে প্রমান পায় এবং প্রাইভেটকারটি জব্দ করে প্রতারকদের গ্রেপ্তার দেখানো হয়।

মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান,এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্হা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *