বরিশালে রাতে স্কুল ছাত্রী নিখোঁজ, সকালে ঝুলন্ত লাশ উদ্ধার

বানারীপাড়া প্রতিনিধি: বানারীপাড়ায় নবম শ্রেণির এক ছাত্রীর আত্মহত্যা নিয়ে রহস্য’র সৃষ্টি হয়েছে। উপজেলার চাখার ইউনিয়নের আশুরাইল গ্রামের মামা বাড়ি সংলগ্ন মুক্তিযোদ্ধা মতিউর রহমানের বাগানের কাঁঠাল গাছে গলায় ওড়না পেঁচিয়ে ওই ছাত্রী আত্মহত্যা করে বলে তার মামি রিনা বেগম দাবী করেন। তবে বিশেষ একটি সূত্র থেকে জানাগেছে ৪ জুলাই বুধবার সন্ধ্যার সময় চাখার ওয়াজেদিয়া মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শেণির ছাত্রী মিম আক্তার তার মামা বাড়ির পার্শ্ববর্তী পারভেজ হোসেনের কোচিং সেন্টারে পড়তে যায়। রাত ৮ টার সময় তার শরীর খারাপ বলে শিক্ষকের কাছ থেকে ছুটি নিয়ে মামার বাড়ি আসতে পথিমধ্যে নিখোঁজ হয় মিম। ওই কোচিং সেন্টারে ওই সময় মিমের মামাত ভাই চাখার ফজলুল হক ইনষ্টিটিউশনের দশম শেণির ছাত্র সেও পড়তে ছিল। সূত্রের দাবী মিমের যদি শরীর খারাপ হবে ছুটি নিয়ে বাড়িতে যাবে তবে,শিক্ষক পারভেজ কেন তার সাথে মামাত ভাইকে পাঠালেন না। এদিকে মিমের মামি রিনা বেগম জানান শিক্ষক মিমকে তার ছেলেকে নিয়ে বাড়িতে যেতে বলেছিল। এরপরে মিমের মামাত ভাই বাড়িতে গিয়ে মিমকে না দেখে তার মায়ের কাছে জানতে চায় সে বাড়িতে এসেছে কিনা। মিম বাড়িতে ফেরেনি নিশ্চিত হলে মামি সহ বাড়ির অন্যরা খোঁজাখোঁজি করতে থাকে। যেখানে মিমের লাশ পাওয়া যায় সেখানেও নাকি মিমকে ওই রাতে কয়েকবার খোঁজ করা হয়েছে। তবে সেখানে মিমকে পাওয়া যায়নি। অবাক করার বিষয় হলো যেখানে রাতে মিমকে অনেক কয়েকবার খোঁজ করেও পায়নি,বেলা সাড়ে ১১ টায় ওই স্থানেই তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। ওই রাতে কি হয়েছিল কোমলমতি শিক্ষার্থী মিমের সাথে সে বিষয়টিও স্পষ্ট নয় অনেকের কাছে। তার মামি সহ স্থানীয় কয়েকজন মহিলা দাবী করছেন মিমের সাথে নাকি চার চারটি জীণ ছিল। ওই জীণ থেকে মিমকে মুক্ত করতে স্থানীয় মোঃ ফারুক হুজুর ও কালাম হুজুরের কাছেও তারা নিয়ে গিয়েছিল মিমকে। যখন কালাম হুজুরের কাছে নেয়া হয়েছিল তখন মিমকে ছেড়ে দিতে ওই চারটি জীণ নাকি দুটি কবুতর দাবী করেছিল। তখন কালাম হুজুর কবুতরও এনেছিল,তবে দুটি কবুতরের দাম ৮ শত টাকা হওয়ায় সে যাত্রায় মিমের মামি রিনা বেগম মিমের সাথে থাকা জীণ তাড়াতে সক্ষম হয়নি তার কাছে মাত্র ২ শত টাকা থাকার কারনে। তারা আরও জানান মিম মাঝে মাঝে জীণের কারনে অসুস্থ্য হয়ে পড়তো। এ কারনেই সে আত্মহত্যা করেছে বলে মিমের মামি সহ স্থানীয় কয়েকজন দাবী করছেন। এদিকে মিম যে কোচিং সেন্টার দিয়ে বের হয়ে প্রথমে নিখোঁজ ও পরেরদিন তার লাশ ওই কোচিং সেন্টারের প্রায় ১ শত গজ অদূরে বাগানে গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়,সেই কোচিং সেন্টারের শিক্ষক পারভেজ মিমের লাশ না পাওয়ার আগেই ঢাকার উদ্দেশ্যে বাড়ি ছাড়েন। এই বিষয়টি নিয়ে শিক্ষক পারভেজ’র সাথে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,সে পূণরায় বাড়িতে ফিরে আসছেন। উল্লেখ্য মিমের লাশ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে স্থানীয় মুক্তিযোদ্ধা মতিউর রহমানের বাগানের কাঁঠাল গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তার আগেই সকাল নয়টায় শিক্ষক পারভেজ ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে যান বলেও তিনি জানান। গাড়িতে বসেই তিনি জানতে পাড়েন মিমের লাশ পাওয়ার বিষয়টি। অপরদিকে মিমের প্রিয় বিদ্যাপিঠ ওয়াজেদিয়া মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে তার বিষয়ে জানতে চাইলে, আই সি টির শিক্ষক মোঃ দুলাল হোসেন জানান, তিনি মিমের সহপাঠিদের কাছে জিঙ্গেস করেছেন মিম সম্পর্কে তারা মিমের চলাফেরায় কোন অসংলগ্ন দেখেননি। তিনি আরও জানান মিম মঙ্গলবারও সুন্দর ভাবেই দ্বিতীয় সাময়িকীর বাংলা পরীক্ষা দিয়েছেন। পুলিশ মিমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেবোচিম হাসপাতাল মর্গে পাঠিয়েছে। উল্লেখ্য মিম মামা বাড়ি চাখারের আশুরাইলে থেকে লেখাপড়া করতো।

বিএম কলেজ শাখার সদস্যদের সাথে Shine a Light এর কেন্দ্রীয় কমিটির মতবিনিময়

নিজস্ব প্রতিবেদকঃ  স্বেচ্ছাসেবী সংগঠন Shine a Light এর বিএম কলেজ শাখারা সদস্যদের সাথে মতবিনিময় সভা করেছে কেন্দ্রীয় কমিটি। সোমবার সকাল ১১টায় সরকারি বিএম কলেজের ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর অডিটোরিয়ামে বিনামুল্যে স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম প্রসারিত করনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় কেন্দ্রীয় কমিটি শাখা কমিটির সাথে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে বিভিন্ন পরিকল্পনা ও দিক নির্দেশনা প্রদান করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি আকিব মাহমুদ, সাধারণ সম্পাদক সাজিদ হাসান, সহ সভাপতি খান মোঃ জুলহাস, যুগ্ম সাধারন সম্পাদক নাহিদ আহসান। এছাড়াও বিএম কলেজ শাখার সামিয়া আফরিন, তামান্না জ্যোতি,সাবরিনা নিশা, সানজিদা ও তামজিদ সাজী উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য সংগঠনটি প্রতিষ্ঠাকাল থেকে বিনামূল্যে স্বাস্থ্যসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

সরকারি বিএম কলেজে বিধিমালা ভঙ্গ করে ডাইনিং লিজ দেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: বরিশাল সরকারি বিএম কলেজের মহাত্মা অশ্বিনী কুমার ছাত্রাবাসের ডাইনিং শিক্ষা মন্ত্রানালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় এর বিধি ভংগ করে অবৈধ সুবিধা নিয়ে লিজ দেয়ার অভিযোগ উঠেছে কলেজ ও ছাত্রাবাস কর্তৃপক্ষের বিরুদ্ধে। সরকারি বিএম কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক এ এস কাইউম উদ্দীন আহমেদ এবং মহাত্মা অশ্বিনী কুমার ছাত্রাবাসের তত্বাবধায়ক ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম খানের বিশেষ তদবিরে বিএম কলেজের বিলুপ্ত অস্থায়ী কর্মপরিষদের কথিত ভিপি বিতর্কিত সাবেক ছাত্রলীগ নেতা মঈন তুষারের সহযোগী ঐ কর্ম পরিষদের স্বঘোষিত সদস্য ইভানের কাছে লিজ দিয়েছেন। শিক্ষার্থীরা জানিয়েছেন সরকারি বিএম কলেজের ডিগ্রী ছাত্রাবাসের ডাইনিং এ একসময় নিয়মিত ৪/৫ শত বোর্ডার ছিল। বর্তমান তত্বাবধায়ক রফিকুল ইসলাম খান দায়িত্ব নেয়ার পর ছাত্রাবাসের একটি গ্রুপকে বিশেষ সুবিধা দেয়া শুরু করলে, ডাইনিং এর খাবারের মান কমতে থাকে। ২০১৪ সালের শুরুতে কুয়াকাটা পিকনিকে যাওয়ার কথা বলে প্রতিমিলে জনপ্রতি ৫ টাকা হারে চাদা নির্ধারন করে। সাবেক ছাত্রলীগ নেতা ইভানকে ডাইনিং পরিচালনার দায়িত্ব দেয়া হয়। ২০১৪ সালে ৯ এপ্রিল সাবেক সিটি মেয়র শওকত হোসেন হিরনের মৃত্যুকে কেন্দ্র করে পিকনিক না হওয়াতে শিক্ষার্থীদের জমানো লক্ষাধিক টাকা হোস্টেল সুপার ও ইভান মিলে আত্মসাৎ করে। এছাড়া ২০০৭ সালে কলেজ কর্তৃপক্ষ হোস্টেলের ছাত্রদের ভোগ দখলের জন্য কলেজের চারটি পুকুর নামমাত্র মূল্যে লিজ দেয়। বর্তমানে হোস্টেলের ভোগদখলে থাকা ৪টি পুকুর থেকে বছরে লক্ষ লক্ষ টাকা আয় হলেও তার কোনো হিসাব নেই। অভিযোগ রয়েছে হোস্টেল কর্তৃপক্ষ ও তাদের অনুগত কয়েকজন মিলে পুরো টাকাই আত্মসাৎ করেছে। এই বিশেষ গ্রুপকে সুবিধা প্রদান এবং নিজের সকল দূর্নিতী ঢাকতেই সরকারি ভবনে কলেজের বিদ্যুৎ, পানি আসবাবপত্র এবং কর্মচারীদের ব্যবহার করে ডাইনিং পরিচালনা করতে দিয়েছেন। এব্যাপারে ছাত্রাবাসের তত্বাবধায়ক রফিকুল ইসলাম খানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোনে ফোন দিলে তিনি রিসিভ করেননি। কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক এ এস কাইয়ুম উদ্দিন আহমেদ এর কাছে জানতে চাইলে তিনি ডাইনিং লিজ দেয়ার কথা সরাসরি অস্বীকার করেন। আমাদের কাছে তথ্য প্রমান আছে এমনটা জানালে তিনি বলেন আমাদের একজন ছাত্রকে চালানোর মৌখিক অনুমতি দেয়া হয়েছে। তার বিরুদ্ধে অতীতে অর্থ আত্মসাতের অভিযোগ আছে। জানতে চাইলে তিনি বলেন আমি জানিনা। কলেজ উপাধ্যক্ষ প্রফেসর স্বপন কুমার পাল বলেন ডাইনিং লিজ দেয়া হয়নি। বন্ধ থাকার কারনে একজনকে চালানোর অনুমতি দেয়া হয়েছে। সরকারি সম্পত্তি কাউকে ব্যাবহারের মৌখিক অনুমতি দেয়া যায় কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সবকিছু নিয়ম মেনে হয়না। কলেজ অধ্যক্ষ প্রফেসর শফিকুর রহমান শিকদার এব্যাপারে বলেন আমার এ ব্যাপারে জানা নেই। আমি আগামীকাল সরেজমিনে গিয়ে দেখব। যদি ছাত্ররা কোনো অভিযোগ দেয় তাহলে বন্ধ করে দেব। অতীতের অর্থ আত্মসাতের ব্যাপারে আমি খোজ খবর নিয়ে সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।

বাকেরগঞ্জের লক্ষ্মীপাশায় প্রতিপক্ষের হামলায় আহত ৫

বাকেরগঞ্জ প্রতিনিধিঃ বাকেরগঞ্জের কবাই ইউনিয়নের লক্ষ্মীপাশা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৫জন আহত হয়েছে। আহতদের বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শুক্রবার সকাল ১০টায় লক্ষ্মীপাশা গ্রামের চেয়ারম্যান বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা জলিল মোল্লার সাথে একটি জমি নিয়ে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির নেতা রফিকুল ইসলাম সবুজের সাথে বিরোধ চলে আসছে। বিরোধীয় সম্পত্তি নিয়ে বরিশাল আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে। এব্যাপারে স্থানীয় পর্যায়ে দুইবার সালিশ মিমাংসা হয়েছে। সালিশ মিমাংসার সিদ্ধান্ত অনুযায়ী জলিল মোল্লা গতকাল শুক্রবার ট্রাক্টর দিয়ে জমি চাষ করতে গেলে সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম সবুজের নেতৃত্বে রামদা, চাপাতি, বগি দা, হকিস্টিক, লোহার পাইপ নিয়ে খলিলুর রহমান হাওলাদার, ইউনুস আকন, মনির আকনসহ অজ্ঞাত ২০-২৫জন জলিল মোল্লার উপর হামলা চালায়।

তখন তাকে বাঁচাতে এলে হামলাকারীরা পিটিয়ে জলিল মোল্লার ভাই মৃত খলিল মোল্লার স্ত্রী রেনু বেগম ,পূত্র জাফর,হেলেনা বেগম, রিমনসহ কয়েকজনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। এদেরকে শেরেবাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

এব্যাপারে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ জহিরুল হক তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন রফিকুল ইসলাম সবুজ একজন সন্ত্রাসী, সে চেয়ারম্যান থাকা অবস্থায় জোর করে একজনের জমি দলিল করে নিয়েছেন। সেই জমি অন্যের মালিকানা থাকায় এর আগেও জবরদখল করার জন্য কয়েকবার হামলা চালিয়েছেন।

 

এব্যাপারে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন দুই পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছেন। ঘটনার প্রাথমিক তদন্ত করে সত্যতা পাওয়া গেছে। আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যহত রয়েছে। তবে স্থানীয় লোকজন জানিয়েছে হামলায় উভয় পক্ষই আহত হয়েছে।

বরিশালের মিয়াবাড়ি জামে মসজিদ- দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন

অবজারভার ডেস্কঃ মোঘল আমলে নির্মিত ঐতিহ্যবাহী কাড়াপুর মিয়াবাড়ি জামে মসজিদ। অনন্য স্থাপত্যশৈলীর দৃষ্টিনন্দন এ মসজিদটি শুধু বরিশালের নয়, বাংলাদেশের প্রাচীন মসজিদগুলোর অন্যতম। বরিশাল সদর উপজেলার উত্তর কড়াপুর গ্রামে অবস্থিত দ্বিতল এ মসজিদটি এখনো নামাজের জন্য ব্যবহৃত হয়। এছাড়া প্রতিনিয়ত দূর-দূরান্ত থেকে প্রচুর পর্যটক আসেন বরিশালের এ ঐতিহ্য দেখতে।

১৮ শতকে নির্মিত মোঘলরীতির এ মসজিদের ঐতিহ্যের বিষয়টি বিবেচনায় রেখে সম্প্রতি প্রত্নতত্ত্ব অধিদপ্তর কড়াপুর মিয়াবাড়ি মসজিদটি সংস্কার ও রঙ করেছে। চারকোনা এই মসজিদের উপরিভাগে তিনটি ছোট আকারের গম্বুজ রয়েছে। তিনটি গম্বুজের মাঝখানের গম্বুজটি অন্য দুটি গম্বুজের চেয়ে আকারে কিছুটা বড়। মসজিদের সামনের দেয়ালে চারটি মিনার এবং পেছনের দেয়ালে চারটি মিনারসহ মোট আটটি বড় মিনার রয়েছে।

এছাড়া সামনে ও পেছনের দেয়ালের মধ্যবর্তী স্থানে আরো ১২টি ছোট মিনার রয়েছে। মসজিদের উপরিভাগ (সিলিং) ও সবগুলো মিনারে নিখুঁত ও অপূর্বসুন্দর কারুকাজ করা। এদিকে, উঁচু ভিত্তির ওপর নির্মিত মিয়াবাড়ির এ মসজিদের পূর্বদিকে রয়েছে বিশালাকারে এক দিঘী। দিঘীর পানিতে মসজিদের বিম্ব যেকোনো মানুষকে মুগ্ধ করে। বর্তমানে মসজিদটির দ্বিতীয় তলায় নামাজের ব্যবস্থা রয়েছে।

তবে দ্বিতীয় তলায় উঠতে বাইরে থেকে দোতলা পর্যন্ত একটি প্রশস্ত সিঁড়ি রয়েছে। আর নিচতলায় কয়েকটি কক্ষে বর্তমানে ‍ ‍একটি মাদ্রাসার কার্যক্রম চলছে। এছাড়া সিঁড়ির নিচের ফাঁকা জায়গায় রয়েছে দুটি কবর। স্থানীয়দের সঙ্গে কথা বলে ও ইতিহাস সূত্রে জানা যায়, মিয়াবাড়ি মসজিদের প্রতিষ্ঠাতা হায়াত মাহমুদ নামে এক ব্যক্তি।

তৎকালীন ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে নির্বাসিত হন তিনি। এ সময় তার জমিদারিও কেড়ে নেওয়া হয়। দীর্ঘ ১৬ বছর পর দেশে ফিরে তিনি এলাকায় দুটি দিঘী ও দ্বিতল এই মসজিদটি নির্মাণ করেন। প্রতিদিন মসজিদটি দেখতে অনেকে আসলেও যাতায়াতে তাদের ব্যাপক ভোগান্তি পোহাতে হয়। শহরের নবগ্রাম রোড থেকে মসজিদ পর্যন্ত সড়কটির অবস্থা খুবই খারাপ।

ফলে প্রায়ই ছোটখাট দুর্ঘটনার শিকার হন পর্যটকরা। তবে এ পথে মোটরসাইকেল, অটোরিকশা বা ইঞ্জিনচালিত থ্রি-হুইলারযোগে যাতায়াত করা যায়। মিয়াবাড়ি মসজিদের মুসল্লি মো. আর্শেদ আলী সিকদার (৭০) জানান, মোঘল আমলের এ স্থাপনাটি দেখতে অনেক মানুষ আসেন। কিন্তু যোগাযোগের একমাত্র মাধ্যম সড়কটি সংস্কার না করায় যাতায়াতের অনুপোযোগী হয়ে পড়েছে এটি।

বরিশালে নদীগর্ভে বিলিন হয়ে যাচ্ছে কোটি টাকার সম্পদ

অবজারভার ডেস্কঃ নির্মাণ কাজ শেষ হয়েছে প্রায় দুবছর আগে। এখন চালু হয় নি নগরববাসীর জন্য নিরাপদ পানি সরবারহের জন্য নির্মাণ ১৯ কোটি টাকা ব্যয়ে দুটি ওয়াটার টিটমেন্ট প্লান্ট। অপর দিকে অব্যহত নদী ভাংঙ্গনের ফলে নদী গর্ভে বিলিন হতে চলছে এই কোটি টাকার সম্পত্তি। প্রায় ৫ লাখ বাসিন্দার বরিশাল নগরীতে প্রতিদিন গড়ে পানির চাহিদা সাড়ে ৪ কোটি লিটার। কিন্তু সরবরাহ হচ্ছে মাত্র দেড় কোটি লিটার।

এ সঙ্কটের মধ্যেই পানির স্তর নিচে নেমে যাওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। যেসব এলাকায় সিটি কর্পোরেশনের পানি সরবরাহের ব্যবস্থা নেই, সেসব এলাকার অবস্থা আরও করুণ। একদিকে ভূ-গর্ভস্থ পানির সঙ্কট অন্যদিকে নতুন উৎস থেকেও পানি না পেয়ে হতাশ নগরবাসী। কিন্তু, প্লান্ট রক্ষায় আশার আলো দেখাতে পারছেন না খোদ নগরপিতাও।

নগরবাসীর পানির চাহিদা মেটাতে ২০১২-১৩ অর্থবছরে নগরীর বেলতলা ও রূপাতলীতে দুটি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণকাজ শুরু করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিফতর। যার কাজ শেষ হয় ২০১৬ সালে। কিন্তু এখনও শুরু হয়নি পানি সরবরাহ। যদিও কয়েকদিন আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসে প্লান্টটি পরিদর্শন করে গেছেন।

কিন্তু এরপরও কোন আশার আলো দেখছেন না নগরবাসী। পানি সরবরাহ শুরু না হওয়ায় পরিত্যক্ত হতে বসেছে ১৯ কোটি টাকার ওয়াটার প্লান্ট দুটি। বারবার বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ হলেও টনক নরছে না সংশ্লিষ্টদের। নগর বাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোটি টাকার এই প্রকল্প নদী ভাংঙ্গনে হাত থেকে বাচাতে দ্রুত পদক্ষেপ চায় সচেতন নগরবাসী।

পেয়ারার সাম্রাজ্যে একদিন …

আকিব মাহমুদ, বরিশাল: ছোটবেলা থেকে ঘুরে বেড়াতে বেড়াতে ঘুরে বেড়ানোটা অন্যতম একটা সখে পরিনত হয়ে গিয়েছিল কখন সেটা টের পাইনি। বাবার চাকরি সূত্রে সিলেটে বড় হওয়া, আর মামা বাড়ি চট্টগ্রামে থাকায় বছরের বিভিন্ন সময়েই সিলেট চট্টগ্রাম ভ্রমন করতে হত। সেই ছোটবেলা থেকে দুই পাহাড়ের মাঝখান থেকে পাহাড়িকা ট্রেনের ছুটে চলা আমার উদ্দমতা, প্রাণচাঞ্চল্যের খোড়াক যোগাতে শুরু করে। এরপর থেকেই বিভিন্ন এলাকা ভ্রমন নেশায় পরিনত হতে শুরু করে।

এরপর ধীরে ধীরে বড় হবার পরে নাগরিক জীবনের কর্মব্যস্ততা, যানজট, কোলাহল থেকে ছুটি নিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস নিতেই চলে যেতাম অচেনা কোনো যায়গায়। প্রকৃতি থেকে বুকভরা নিঃশ্বাস নিতেই ছুটে চলা এদিক থেকে ওদিক। তেমনি এক অচেনা জায়গা চষে বেড়ানোর ভূত মাথায় চেপে বসে একদিন … ।

একদিন টেলিভিশনে ভাসমান পেয়ারার বাজার নিয়ে একটি প্রতিবেদন দেখে চোখ আটকে যায়। ঝালকাঠিতেই দেশের একমাত্র ভাসমান পেয়ারার বাজার! নৌকা ভরা পেয়ারা বেচা কেনা হচ্ছে। ছোট ছোট নৌকা তাও পেয়ারার ভারে প্রায় ডুবুডুবু অবস্থা। এক অপরুপ সৌন্দর্য। এমন সৌন্দর্য নিজ চোখে না দেখলে যে জীবনটাই বৃথা। যেই ভাবা সেই কাজ, সাথে সাথে ফোন করে রাজি করালাম বাংলার বাণী’র সম্পাদক ও প্রকাশক মোকলেসুর রাহমান মনি ও নির্বাহী সম্পাদক তুহীন মিত্রকে।

পেয়ারার রাজ্যে ভ্রমন করবার তারিখ ফিক্সড হল। ভ্রমনের আগেরদিন রাতে আমার ঠিক করে ঘুমই হল না নতুন জায়গা দেখব সেই খুশিতে। ভোর সাড়ে ৪টায় ঘুম থেকে জাগলাম। ফ্রেশ হয়ে দুজনকে ফোন করলাম। সম্পাদক সাহেব বললেন রুমে চলে আয়। ওনার রুমে গিয়ে দেখি উনি তখনো ঘুমোচ্ছেন। সকাল তখন ৭টা। অনেক কষ্টক্লেশ করে তাকে ঘুম থেকে তুলে যখন রওয়ানা করলাম তখন সকাল সাড়ে ৮টা।

 

একটা মোটর বাইকে ৩জন চেপে বসলাম। তুহীন মিত্র ড্রাইভ করছেন, তার পেছনে মনি রহমান, আর তার পেছনে আমি ক্যামেরা হাতে বসে আছি। ৪০/৪৫ গতিতে মোটরবাইক ছুটে চলেছে বাইপাস সড়ক দিয়ে। মহাসড়কে না গিয়ে একটু নিরিবিলি আর যাত্রা সহজ করতেই বাইপাস দিয়ে আমরা ছুটছি পেয়ারার রাজ্যের সন্ধানে।

পথে যেতে যেতে চোখে পরল রাস্তার দুধারে থাকা আমড়া গাছ। বুঝতে পারলাম ঝালকাঠি এলাকায় প্রবেশ করেছি। সারাদেশে বরিশালের আমড়া বিখ্যাত হলেও সর্বাধিক পরিমানে আমড়া উৎপাদন হয় ঝালকাঠি জেলাতেই। কিন্তু ঝালকাঠি জেলা বরিশাল বিভাগের অন্তর্গত হওয়াতে কৃতিত্বটা বরিশালের ঘাড়েই রয়েছে।
রাস্তার পাশে টং দোকানের কাছে বাইক থামিয়ে ক্ষনিকের চা বিরতি। ফাঁকে ফাঁকে আমড়া গাছের ছবি তোলা। বিরতি শেষে আবারো ছুটে চলা পুনোরোদ্যমে।

 

 

ছোট নদীর পাশে রাস্তা দিয়ে ছুটে চলেছি আমরা। নদীতে ছোট ছোট নৌকা দেখা যাচ্ছে। কিছুদুর যেতেই চোখ পরল সারি সারি নৌকার। নদীর পারে রশি দিয়ে বেধে রাখা হয়েছে নৌকাগুলো।

দেখতে একই রকম নৌকাগুলো দেখে মনে হতে পারে একই মিস্ত্রীর গড়া এসব নৌকা। নদীর পাড়ে দাড়িয়েই বেচাকেনা হচ্ছে নৌকার।
একজন বিক্রেতার সাথে কথা বলে জানতে পারলাম নৌকাগুলোর আকার ও কাঠের ধরন অনুযায়ী দাম  ১হাজার ৫০০ থেকে ৪ হাজার ৫০০ পর্যন্ত হয়ে থাকে। বছরের জৈষ্ঠ্য থেকে কার্তিক মাস পর্যন্ত নৌকার এই হাটের বেচাকেনা চলমান থাকে। বিভিন্ন জেলা থেকে পাইকার ব্যবসায়ীরা এসে ১৫-২০টা নৌকা কিনে বড় ট্রলারে করে নিয়ে গিয়ে অন্য জেলায় বিক্রি করে থাকেন।

আটঘর এলাকায় এভাবেই সারিসারি করে নৌকা সাজিয়ে রাখা হয় বিক্রির জন্য – ছবিঃ আকিব মাহমুদ

নৌকার হাটের বিক্রেতাদের সাথে কথা বলতে বলতে টের পেলাম বেলা বাড়ছে। তাই দেরি না করে আবার ছুটে চলা শুরু করলাম পেয়ারার রাজ্যের দিকে। কিছুদুর যেতেই নদীর লাগোয়া পেয়ারার আড়ত দেখতে পেলাম। পেয়ারা বোঝাই ছোট ছোট নৌকা থেকে পেয়ারা তুলে নিয়ে যাওয়া হচ্ছে আড়তে। স্থানীয় একলোক জানাল, এই হাটটা ভীমরুলীর হাট থেকে ছোট। আপনারা দেরি না করে বোট নিয়ে ভিমরুলী বাজারে চলে যান, তাহলেই দেখতে পারবেন পেয়ারার সাম্রাজ্য।

 

                              আড়তদাররা পেয়ারা কিনছেন নৌকা থেকে- ছবিঃ আকিব মাহমুদ

বাইক রেখে এবার বেশ বড়সড় দেখে ট্রলার ভাড়া নিলাম। মানুষ মোটে ৩জন কিন্তু বেশ বড়সড় ট্রলার হওয়াতে একদম খালি খালি লাগছে। ট্রলার চলতে শুরু করলে একদম মাথায় গিয়ে বসলাম। তখন সম্পাদক সাহেব ট্রলারের হাল ধরেছেন সখের বসে। আর নির্বাহী সম্পাদক ক্যামেরা হাতে ব্যস্ত বিভিন্ন ছবি ও ভিডিওগ্রাফীর কাজে।

 

নদীর বুক চিরে আমাদের নিয়ে ছুটে চলেছে ভীমরুলী বাজার সেই পেয়ারার সাম্রাজ্যে। যেতে যেতে চোখে পরল নদীর দুপাশেই পেয়ারা বাগান। সাধারনত সমান্তরল ভূমির পেয়ারা বাগানের মত নয়। উচু ঢিবিতে লাগানো হয়েছে পেয়ারা গাছ। তার পাশেই লম্বা নালা করা রয়েছে। দুই পাশে লাগানো পেয়ার গাছ আর মাঝখানে নালা রাখা হয়েছে। কিন্তু অতবড় নালা কেন সেটা নিয়ে ভাবতে চোখে পরল পেয়ারা চাষীর পেয়ারা সংগ্রহের দৃশ্য। দুপাশ থেকে পেয়া্রা সংগ্রহ করার জন্যই এই ব্যবস্থা রাখা হয়েছে সেটা পরিষ্কার হল। চলতে চলতে নদীতেই দেখা মিলল অনেক দর্শনার্থীদের সাথে, যারা আমাদের মতই এমন নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে এসেছেন এই রাজ্যে।

                    পেয়ারা নিয়ে বাজারে যাচ্ছেন চাষীরা- ছবি : আকিব মাহমুদ

প্রায় ঘন্টা দেড়েক ট্রলার চলার পরে একটা বাজারে এসে ভিড়ল। বাজারের কাছাকাছি যেতেই টেলিভিশনের পর্দায় দেখা সেই দৃশ্যের দেখা মিলল স্বচক্ষে। আহা!! একি অপরুপ প্রকৃতি। চারিদিকে অসংখ্য ছোটবড় পেয়ারা ভর্তি নৌকার সমাহার। কাচা পেয়ারার ঘ্রান নাকে এসে লাগল। প্রান ফিরে পেল চাঞ্চল্য। দুচোখ যতদূর যায় শুধু ছোট ছোট নৌকা ভর্তি পেয়ার আসছে দেখা যাচ্ছে। বেলা তখন ১১টা। জমে উঠেছে পেয়ারার বাজার। খুচরা বিক্রির থেকে এই বাজারে পাইকারি বিক্রি হয় বেশি। বড় বড় পাইকাররা বড় বড় ট্রলার নিয়ে আসেন পেয়ারা ভর্তি করে নিয়ে যান শহরে। সেখান থেকে পাঠানো হয় দেশের রাজধানী ঢাকাসহ অন্যান্য জেলায়। এক ক্রেতার সাথে কথা বলা জানা যায় মণ প্রতি পেয়ারা বিক্রি হয় ৩০০টাকা দরে (কেজি সাড়ে সাত টাকা)। তবে পেয়ারার সরবারহ বেশি থাকলে দর নেমে আসে ৫০থেকে ১০০টাকায়।

      ভীমরুলী ভাসমান পেয়ারা বাজারে ক্রেতা বিক্রেতাদের ব্যস্ততা- ছবিঃ আকিব মাহমুদ

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভাসমান পেয়ারা বাজারের ব্যস্ততা কমে আসল। পেয়ারা বিক্রি শেষে চাষীরা ফিরে যাচ্ছিল খালি নাকি নৌকা নিয়ে। এসব দেখতে দেখতেই আবার ট্রলারে চলা শুরু করলাম। এবার উদ্যেশ্য পেয়ারার বাগানে প্রবেশ করব। একটা বাগানে প্রবেশ করার জন্য নদীতে ছোট একটা জেটিতে ট্রলার থামানো হল। ছোট নালা দিয়ে বড় ট্রলার ঢুকবে না, তাই এবার সরু নৌকা নিতে হবে বাগানে ঢুকতে চাইলে।

সরু একটা নৌকাতে উঠে বসলাম ৩জন। মাঝিসহ চারজন হবার ফলে একটু এদিক সেদিক হলেই নৌকায় পানি উঠছিল। মাঝি নির্দেশনা দিলেন চুপ করে বসে থাকার জন্য। বাধ্য হয়ে চুপচাপ বসে রইলাম। নৌকাটি আমাদের নিয়ে বাগানে প্রবেশ করছে, দুপাশে পেয়ারা গাছ, মাঝখান দিয়ে আমরা চলছি। কখনোবার পেয়ারা ডাল, পেয়ারা পাতা, কাচা পাকা পেয়ারাও আমাদের শরীর ছুয়ে দিচ্ছে। নৌকোতে বসেই আমরা সরাসরি গাছ থেকে পেয়ারা পেরে খেতে শুরু করে দিলাম। বাগানে প্রবেশের সময় টিকেট কেটে ঢুকেছিলাম, তাই পেয়ারা খাওয়া আমাদের জন্য আপাতত বিনামূল্যে। তবে সঙ্গে নিয়ে যেতে চাইলে পেয়ারার দাম পরিশোধ করতে হবে।

                                               সরু নৌকাতে ভয়ে ভয়ে পেয়ারা বাগানে প্রবেশ

 

প্রায় ৪৫ মিনিট পেয়ারার বাগানে নৌকায় চরে ঘুরে বেড়ানো শেষে আবারো ফিরে এলাম সেই জেটিতে। উঠে পরলাম ট্রলারে।  ফিরতে ফিরতে আমাদের মত অনেক পর্যটককে চোখে পরল যারা কেউবা আমাদের মত ফিরছেন কেউবা আবার সবেমাত্র যাচ্ছেন।

                       ভীমরুলী বাজার পরিদর্শন করতে যাচ্ছেন পর্যটকরা- ছবিঃ আকিব মাহমুদ

নদীর দুপাশের দৃশ্য দেখতে দেখতে চলে এলাম আটঘর স্কুলের সামনে। ট্রলারের ভাড়া পরিশোধ করে আবারো মোটর বাইকে উঠে বসলাম। ঘন্টাখানেক বাদে দুপুর ২টায় পৌছলাম বরিশালে।

                  পেয়ারার রাজ্য জয় করে ফিরছি আমরা ৩জন। মুখে বিজয়ের হাসি …

মাত্র কয়েকঘন্টার রোমাঞ্চকর ভ্রমনে পরিতৃপ্ত হল হৃদয়।তাইতো রুপসী বাংলার কবি জীবনানন্দ দাসের  সুরে সুর মিলিয়ে বলতে ইচ্ছে করে বাংলার মুখ দেখিয়াছি আমি,তাই আমি পৃথিবীর রুপ খুঁজিতে যাই না আর।

 

 

 

বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি আওলাদ খুলনায় বদলি

বরিশাল অবজারভার ডেস্ক: বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. আওলাদ হোসেন মামুন পিপিএম কে খুলনা রেঞ্জে বদলী করা হয়েছে । এ সংক্রান্ত একটি আদেশ গত বুধবার (২৭ জুন) বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদর দফতরে এসেছে। এই বিষয়টি বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারি কমিশনার (এসি) নাসির উদ্দিন মল্লিক বৃহস্পতিবার (২৮ জুন) বিকেলে নিশ্চিত করেছেন।

আদেশের বরাত দিয়ে ওই কর্মকর্তা জানিয়েছেন- আগামী ৫ জুলাইয়ের আগে ওসি আওলাদকে খুলনা রেঞ্জে যোগদান করতে বলা হয়েছে। ওসি আওলাদ এর আগে রাজবাড়ি সদর থানার ওসি হিসেবে দায়িত্ব কর্মরত ছিলেন। ভোলার চরফ্যাশন উপজেলার সন্তান শাহ আওলাদ হোসেন মামুন ২০০১ সালে সাব-ইনেসপেক্টর হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। চাকুরী জীবনের প্রথমে খুলনা জেলা পুলিশে কর্মরত ছিলেন।

২০১৩ সালে খুলনা জেলার ডুমুরিয়া থানার ওসি, ২০১৪ সালে মাগুরা জেলার শ্রীপুর থানার ওসি হিসাবে দায়িত্ব পালন করেন। গত বছর। তিনি খুলনা থেকে বদলীয় হয়ে ঢাকা রেঞ্জ ও সেখান থেকে বরিশাল রেঞ্জে এসে যোগদান করেন।

বরিশাল সিটি মেয়র পদে মনোনয়ন পত্র জমা দিচ্ছেন প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়ন পত্র জমা দিচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এপর্যন্ত মেয়র পদে ৮ জন,১৩৪ জন কাউন্সিলর প্রার্থী এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৪০ জন মনোয়নপত্র সংগ্রহ করেছেন।
প্রার্থীরা বলছেন, তারা মনোনয়ন ফরম আগেভাগে সংগ্রহ করেছেন। আজ জমা দিচ্ছেন।
আঞ্চলিক নির্বাচন ও রিটানিং অফিসার বললেন, ২৮ জুন মনোনয়ন জমা দেয়ার শেষ দিন। আজকেরও প্রার্থীরা আসছেন মনোনয়ন পত্র জমা দিচ্ছেন।
আঞ্চলিক নির্বাচন ও রিটানিং অফিসার মো. মুজিবুর রহমান জানান
আজ সিপিবি, বাসদ, জাতীয় পার্টি ও বাংলাদেশ ইসলামী শাষনতন্ত্র আন্দোলনের মেয়র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী কাল শেষ দিনে আওয়ামীলীগ ও বিএনপি মেয়র প্রার্থীরা মনোয়নপত্র জমা দিবেন।

জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস মনোনয়ন পত্র জমা দিয়ে সাংবাদিকদের বলেন খুলনা ও গাজিপুরের নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। আমরা চাই বরিশালের জন সাধারন নিবেঘ্নে ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। সেজন্য নির্বাচন কমিশন ও সরকারের সহযোগীতা কামনা করেন।
এছাড়া তিনি আরো বলেনআমি নির্বাচিত হলে আমি দূর্নীতি করিনা কাউকে দূর্নীতি করতে দেব না।
এছাড়া সিটি কর্পোরেশন থেকে অসহায় সাধারন শিক্ষার্থীদের জন্য শিক্ষার কাজ চালিয়ে যেতে পারে তার ব্যাবস্থা করা হবে।

বাসদ মনোনিত প্রার্থী ডাঃ মনিষা চক্রবর্তী বলেন সিটি কর্পোরেশন হচ্ছে জন সাধারনের সেবা প্রতিষ্ঠান এখানে জনগনের অধিকার আগে দেখা হবে। নির্বাচন প্রসঙ্গে মনিষা বলেন আমরা বরিশালে প্রশ্নবিদ্ধ কোন নির্বাচন দেখতে চাইনা।
তারপরও জনগনের ভোটাধিকার হরন করা হয় তা বরিশালের ভোটাররা মেনে নেবে না।
এছাড়া কারো ভোটের অধিকার কেড়ে নেওয়া হলে দেশে রাজনৈতিক সংকটের সৃষ্টি হবে।

বরিশালে ইয়াবা সহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদকঃ বরিশার মেট্টো ডিবির অভিযানে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রুবেল গোমস্তা (২০) নামের এক জনকে আটক করা হয়েছে। আজ বিকেল ৪ টার দিকে কোতয়ালী মডেল থানা এলাকার জিয়া সড়ক থেকে তাকে আটক করা হয়।

আটকৃত রুবেল গৌরনদী উপজেলার আশোকাঠি গ্রামের মোঃ সহিদ গোমস্তা ছেলে। এ ঘটনায় মাদক আইনে রুবেলের বিরুদ্ধে এসআই হেলালুজ্জামান বাদী মামলা দায়ের করেছে। ডিবির প্রেরিত মেইলের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।