হাবুলে টালমাটাল জাপা, মহানগরের সমর্থন হারালেন তাপস

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে জমে উঠেছে জাপার আভ্যন্তরীণ খেলা। আভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত বরিশাল জাতীয় পার্টি বিসিসি নির্বাচনকে কেন্দ্র করে চরম বিভক্তিতে রুপ নিয়ে। জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ইকবাল হোসেন তাপসের বিরুদ্ধে অবমুল্যায়নের অভিযোগ এনে তার প্রতি সমর্থন প্রত্যাহার করেছে পার্টির সহযোগী সংগঠন জাতীয় ছাত্র সমাজ, জাতীয় যুব সংহতি, শ্রমিক পার্টি, মহিলা পার্টি বরিশাল মহানগর কমিটি। জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী বশির আহমেদ ঝুনু প্রার্থীতা ফিরে পাওয়ায় তার প্রতি সমর্থন দিয়েছে তারা। জানাগেছে জাপা নেতা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলের কতৃত্ববাদী আচরন ও বাড়াবাড়ির কারনেই হঠাৎ করে মহানগর জাতীয় পার্টি অলিখিত ভাবে এমন সিদ্ধান্ত নিয়েছেন। বরিশাল জাতীয় পার্টির বিভক্তির মুলে থাকা অধ্যাপক হাবুলের এমন আচরনে এর আগেও জাতীয় পার্টি কয়েকবার বিভক্ত হয়েছে। এব্যাপারে মহানগর জাতীয় ছাত্রসমাজের সভাপতি ইঞ্জিনিয়ার আশিকুর রহমান বলেন দলীয় প্রার্থী কর্মীদের অবমুল্যায়ন করা, মহানগরের সাথে নির্বাচন নিয়ে সমন্বয়হীনতা এবং একজন জনবিচ্ছিন্ন নেতার কারনে আমরা বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত নিয়াছি। বরিশাল মহানগর জাপার সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ চুন্নু ‘র সাথে আলাপ করলে এর সত্যতা পাওয়া যায়। তিনি বলেন তৃনমুলের কোন মতামত ছাড়াই পার্টির চেয়ারম্যান ইকবাল হোসেন তাপসকে মনোনায়ন দিয়েছেন আমরা তাকে মেনে নিয়াছি। কিন্তু দলীয় প্রার্থী নির্বাচন নিয়ে মহানগর জাপার সাথে কোন আলোচনা করেন নি। তিনি হাবুল সাহেবের ফর্মুলা নিয়ে নির্বাচন করছেন, মহানগর জাপা ও অংগ সংগঠনের কর্মীদের নির্বাচনে কোথাও কোন দায়িত্ব দেননি সেক্ষেত্রে কর্মীরা বিদ্রোহ করলে আমাদের কি করার আছে। তিনি আরোও বলেন হাবুল সাহেবের জন্য বরিশাল জাপা ধ্বংস হয়ে গেছে এবার যেটুকু ছিল তাও শেষ হবার পথে তারপরও আমরা চেষ্টা করছি। কিন্তু প্রার্থী যদি আমাদের কথা না শোনে তাহলে কি করার আছে। এব্যাপারে জাপা মনোনীত প্রার্থী ইকবাল হোসেন তাপস বলেন আমি লাঙ্গলের মালিক না লাঙ্গলের মালিক হুসাইন মুহাম্মদ এরশাদ। তিনি আমাকে লাঙ্গল দিয়েছেন যারা আমার সাথে নাই তারা লাঙ্গলের সাথে নাই, পার্টি করলে লাঙ্গল নিয়েই করতে হবে। জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী বশির আহমেদ ঝুনু বলেন জাপার সকল নেতা কর্মী আমার সাথে জনবিচ্ছিন্ন হাবুল সাহেব ছাড়া কোন নেতাকর্মী তার সাথে নিয়েই, বরিশালের জনগণ কোন জনবিচ্ছিন্ন নেতার কথায় ভোট দিবেন না। জানাগেছে জাপার প্রার্থীর বিরুদ্ধে ইতিমধ্যে কেন্দ্রে লিখিত ভাবে জানিয়েছেন মহানগর কমিটি। আজ সিঙ্গাপুর থেকে জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদ ও মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার দেশে ফিরলেই সিদ্ধান্ত হবে।

বরিশালে মুখোমুখি সিটি মেয়র প্রার্থীরা, ছিলনা নৌকা

নিজস্ব প্রতিবেদকঃ সুজন-সুশাসনের জন্য নাগরিক বরিশাল জেলা ও মহানগর কমিটির উদ্যোগে শুক্রবার

আজ শুক্রবার বেলা ১১ টায় নগরের অশ্বিনী কুমার হলে বরিশাল সিটি কর্পোরেশন

নির্বাচনে যোগ্য ও সৎ প্রার্থী নির্বাচনে ভোটারদের মধ্যে সচেতনতা তৈরি
করতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের জনগণের মুখোমুখি
অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সুজন কেন্দ্রীয় কমিটির সম্পাদক ড. বদিউল আলম মজুমদার সঞ্চালনায় বক্তব্য রাখেন

বিএনপি’র মেয়র প্রার্থী মজিবর রহমান সরওয়ার, জাতীয়পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন (তাপস), ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী ওবাইদুর রহমান মাহবুব, বাসদের মেয়র প্রার্থী ডাঃ মনিষা চক্রবর্তী, স্বতন্ত্র মেয়র প্রার্থী বশির আহমেদ ঝুনু, সিপিবির মেয়র প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে সুজন কেন্দ্রীয় কমিটির সম্পাদক ড. বদিউল আলম, গনরায় মেনে নেয়ার
জন্য প্রার্থীদের প্রতি আহবান জানান। পাশাপাশি যারা নির্বাচিত হবেন তাদের কর্পোরেশনে নামে-বেনামে কোন ঠিকাদারি না করার জন্য আহবান জানান।

অনুষ্ঠানে স্বতন্ত্র মেয়র প্রার্থী বশির আহমেদ ঝুনু বলেন, বিগত সময়ে
মেয়রের পদে থেকে কে কি করেছেন তা সবাই জানে। শুধু শওকত হোসেন হিরনই কাজ করেছেন।মেয়র পদে ব্যক্তিগত দূর্ণীতিমুক্তদের বসা প্রয়োজন। আমি বাজে কমিটমেন্ট দিবো আর নির্বাচিত হলে ভুলে যাবো সেটা হতে দেয়া উচিত নয়। ভোটাররা ১ দিনের জন্য ভোট দিবেন আর যোগ্য প্রার্থী না হলে ৫ বছরের জন্য পস্তাবেন। পার্সেন্টিসবাজদের দুর্নিতীবাজদের ঝেড়ে ফেলে দিতে হবে। আমার ভোট চাইতে লজ্জা করে কারন আমি বরিশালবাসীর জন্য কিছু করিনি। তবে দয়া করে যদি ভোটাররা ভোট দেন তবে বরিশালের উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবো।

বিএনপি’র মেয়র প্রার্থী মজিবর রহমান সরওয়ার বলেন, ভোটে অংশগ্রহন করেছি, যা নিয়ে মানুষের মাঝে সংশয়, শঙ্কা রয়েছ। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের কমিটমেন্ট করতে আমার ভোট আমি দিবো, যাকে খুশি তাকে দিবো এবং জনগনের ভোট যারা দখল করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। স্থানীয় সরকার নির্বাচন আজ দলীয় নির্বাচনের কারনে দলীয় করন হয়ে গেছে। আমরা চাই গনতন্ত্র মুক্তির পথে আসুক। গনতান্ত্রিক সরকার নির্বাচিত না হলে সিটি কর্পোরেশনকে এগিয়ে নেয়া যাবে ন্ া তিনি বলেন, উন্নয়নের জন্য আমাদের বাজেটে বরাদ্দের নির্ভরতা কমাতে হবে। আমি বিগত সময়ে যখন মেয়র ছিলাম তখন সিটি কর্পোরেশনের কোন জায়গা লিস দেইনি,
১১ টি মার্কেট করেছি, কালেক্টর পুকুর দখলমমুক্ত করেছি, বাড়ি-ঘর, মন্দির দখলমুক্ত করেছি। এমনকি সন্ত্রাস করতে দেবো না কমিটমেন্ট করেছিলাম তাও করতে দেইনি। মুক্তিযোদ্ধাদের নামে সড়ক করেছি, মেয়র পদক ঘোষনা
করেছিলাম। মেয়র হলে নগর উন্নয়নে পরিকল্পনা করে জনগনের সাথে মিলেমিশে কাজ করবো।খাল খনন, জলাবদ্ধতা নিরসন, শহর রক্ষাবাধ নির্মান, নবীনদের জন্য কর্মসংস্থানসহ নানান সুযোগ-সুবিধা দেয়াসহ অসমাপ্ত কাজ সম্পন্ন করবো।বরিশালকে সুন্দর নগরী করার আকাঙ্খা রয়েছে।

বাসদের মেয়র প্রার্থী ডাঃ মনিষা চক্রবর্তী বলেন, নির্বাচিত হলে নগর কাউন্সিলের মাধ্যমে জনগননের মতামত নিয়ে উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করা হবে। আমি এই সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রথম নারী প্রার্থী। বিগত ১৫ বছরে কোন মেয়রই নারী বান্ধব কর্মসূচী হাতে নেয়নি। আমি মেয়র হলে কর্মজীবি নারী হোষ্টেল, ডে কেয়ার সেন্টারসহ নারীবান্ধব কর্মকান্ড পরিচালনা করা হবে। পাশাপাশি সমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে পাড়ায় পাড়ায় পাঠশালা তৈরি,রচনা প্রতিযোগীতা, গনিত উৎসব, সাংস্কৃতিক চর্চার ব্যবস্থা করা হবে।

সিপিবির মেয়র প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, বরিশাল সিটি কর্পোরেশনকে দৃষ্টিনন্দন একটি নগরী হিসেবে গড়ে তোলা হবে। জলাবদ্ধতা নিরসন, সড়ক উন্নয়নসহ নাগরিক সমস্যাগুলোর সমাধান করা হবে। নগরের বস্তি এলাকার মানুষদের পুনঃবাসনের উদ্যোগ নেয়া হবে।

সুষ্ঠ ও নিরপেক্ষ একটি নির্বাচনের দাবী জানিয়ে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন (তাপস) বলেন,জনগনের উন্নয়ন আর প্রতিশ্রুতির ফুল ঝুড়ি দিতে চাইনা। জনগন সবার ওপরে। নির্বাচিত হলে নগরভবনে নগরপিতা হিসেবে নয়, সেবকভবনে নগরের সেবক হিসেবে বসতে চাই।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী ওবাইদুর রহমান মাহবুব বলেন,সিটি কর্পোরেশনকে সুন্দর ও সমৃদ্ধ করার জন্য দুর্ণিতী মুক্ত করা হবে। পার্সেন্টিস মুক্ত কর্পোরেশন গড়া হবে। এসময় তিনি সৎলোককে ভোট দেয়ার জন্য ভোটারদের কাছে আহবান জানান।

এছাড়াও আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী সেনিয়াবাত সাদিক আবদুল্লাহ উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি উপস্থিত হননি।

সুজন বরিশাল মহানগর কমিটির সভাপতি প্রফেসর শাহ সাজেদার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, মহানগর সাধারণ সম্পাদক রফিকুল আলম, জেলা কমিটির সাধারন সম্পাদক রনজিৎ দত্তসহ ভোটার ও বিভিন্ন স্তরের প্রতিনিধিরা।

 

বরিশাল সিটি নির্বাচনে ভয় ভীতি ছাড়াই ভোট দিতে পারবে ভোটার- সাদিক

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ৩০ই জুলাই বরিশাল সিটি নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনিত প্রার্থী বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক মেয়র প্রর্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ গন সংযোগ ও প্রচার-প্রচারনা কালে গন মাধ্যমের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন আমরা উন্নয়নে বিশ্বাষী কারো হুমকি ধামকি দিয়ে ভোট নিতে চাইনা।
নির্বাচনের দিন প্রতিটি ভোটার কেন্দ্রে যার যার ভোট সে নিজেই দিতে পারবে এনির্বাচনে ভোট দেওয়া নিয়ে কোন সন্দ্রেহ বা শংকা প্রকাশ করার কিছুই নেই।
তিনি আরো বলেন আজ আমার সাথে সিটি নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছেন তিনিতে এখানে নির্বাচিত মেয়র ছিলেন সে বরিশালের জন্য কি করেছে সে বিচার এখানকার ভোটাররা বিবেচনা করবেন।
আমাদের প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনা দেশ ও মানুষের উন্নয়নে বিশ্বাষ করেন।
তার উন্নয়ন মূলক কাজে দেশ একটি রোল মডেলে রুপ নিয়েছ। প্রতিপক্ষ বিএনপির প্রার্থী ও তার দলের পক্ষ থেকে অভিযোগ করা একটি রোগে পরিনত হয়েছে।
আমী বা আমার দল কারো সমলোচনা করার মত কাজে বিশ্বাষ করেনা বলেই আমি কারো বিরুদ্বে কোন মন্তব্য করিনা।
বরিশালের জনগন উন্নয়নের বিবেচনা করেই নৌকায় ভোট দিয়ে সে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।
আজ বৃহস্পতিবার সকালে মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্,মহানগর আওয়ামীলীলীগের যুগ্ম সম্পাদক এ্যাড, একে এম জাহাঙ্গির,সহ-সভাপতি আমিনুল ইসলাম তোতা, জেলা ছাত্রলীগ সভাপতি সুমন সেরনিয়াবাত,সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আঃ রাজ্জাক সহ স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ নেতা-কর্মীদের সাথে গন সংযোগকালে মতবিনিময়,লিফলেট বিতরন করা সহ নগরবাশীর সাথে কুশল বিনিময় করেন।
এসময় তিনি নগরীর ১,২,৩নং ওয়ার্ডের কাউনিয়া,বিসিক,পিছনের স্কুল সহ ২৩নং ওয়ার্ডের নগরীর বর্ধিত এলাকায় পরিদর্শন করেন এবং সে এলাকায় গন সংযোগ করেন।
বিকালে ২৯ ও ৩ এবং ৬ নং ওয়ার্ডের নেতা-কর্মী সমথকদের সাথে নিবাচনী উঠান বৈঠক করেন।
শামীম আহমেদ

বরিশাল সিটি নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা চান সরোয়ার

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে মেয়র প্রার্থীরা যে যার মত করে গন সংযোগ, লিফলেট বিতরন ঘরোয়া কর্মী সমাবেশ,নিবাচনী অফিস উদ্বোধন সহ শহরময় জুড়ে চলছে মাইকিং প্রচার-প্রচারনা
নির্বাচনে বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধারে শীষ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় যুগ্ম মহা সচিব এ্যাড. মজিবর রহমান সরোয়ার গন মাধ্যমে অভিযোগ করে বলেন, সিটি নির্বাচনে আমরা সমান অধিকার চাই।
সরকার দলীয় সিটি নির্বাচনের মেয়র প্রার্থীর নেতা-কর্মীরা প্রকাশ্য মিছিল করতে পারলেও আমাদের প্রশাসন সেটা করতে দিচ্ছেনা।
এছাড়া নির্বাচন এখনো দেরী ইতি মধ্যে আমাদের দলীয় নেতা-কর্মীদের মারধর হুমকি ধামকি দিতে শুরু করে দিয়েছে।
এভাবে চলতে থাকলে নির্বাচন প্রশ্ন বিদ্ব হয়ে পড়বে।
আমরা ইতি মধ্যে দেখতে পাচ্ছি সরকার ও তার প্রশাসন খুলনা ও গাজীপুরের পথে হাটতে শুরু করেছে।
আমরা প্রশাসনের নিরপক্ষতা পালন করার জন্য নির্বাচন কমিশনের সহযোগীতা কামনা করছি।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় আষাড়ের গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে বরিশাল সিটি কপোরেশনের মেয়র প্রার্থী এ্যাড, মজিবর রহমান সরোয়ার, কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী,কেন্দ্রীয় নিবাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদ, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সদস্য সচিব ও জেলা বিএনপি সভাপতি এবায়েদুল হক চাঁন,মহানগর বিএনপি সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খাঁন ফারুক,যুগ্ম সম্পাদক আনায়ারুল হক তারিন সহ দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে নগরীর নাজিরের পুল এলাকা থেকে গন সংযোগ লিফলেট বিতরন করেন।
এসময় মেয়র প্রর্থী সরোয়ার নগরীর বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠান পথচারীদের সাথে কুশল বিনিময় করে ভোট প্রার্থনা করেন।
পরে নগরীর পুরান বাজার,লাইনরোড,কাটপট্রি সড়কে গন সংযোগ করেন।
পরে তিনি দলীয় কার্যলয়ে নগরীর ত্রিশ ওয়ার্ডের দলীয় কর্মীদের নিয়ে নির্বাচন প্রসঙ্গে মতবিনিময় সভা করেন।

বানারীপাড়ায় উদঘাটন হয়নি ৪ লাশের মৃত্যু রহস্য!

বানারীপাড়া প্রতিনিধিঃ বানারীপাড়ায় এক মাসের ব্যবধানে উদ্ধার হওয়া ঝুলন্ত ৪ লাশের “মৃত্যু রহস্য” উদঘাটন করতে পারেনি পুলিশ। এ ঘটনায় কাউকে নূন্যতম জিঙ্গাসাবাদের জন্যও আটক পর্যন্ত করা হয়নি। শুধু লাশগুলো উদ্ধার করে ময়না তদন্ত ও অপমৃত্যু মামলা দায়ের করে দায় সারা হয়েছে। গত ৫ জুলাই বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার চাখার ইউনিয়নের আশুরাইল গ্রামের মামা বাড়ি সংলগ্ন মুক্তিযোদ্ধা মতিউর রহমানের বাগানের কাঁঠাল গাছে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় নবম শ্রেণীর ছাত্রী মীম আক্তারের লাশ উদ্ধার করা হয়।

৪ জুলাই সন্ধ্যায় মীম আক্তার (১৫) তার মামা বাড়ির পার্শ্ববর্তী পারভেজ হোসেনের কোচিং সেন্টারে পড়তে যায়। রাত ৮ টার সময় তার শরীর খারাপ বলে শিক্ষকের কাছ থেকে ছুঁটি নিয়ে মামার বাড়ি আসতে পথিমধ্যে নিখোঁজ হন । পরের দিন কোচিং সেন্টারের অদূরে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

এর আগে ৭ দিনের ব্যবধানে ঈদ-উল ফিতরের রাতে ১৬ জুন উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের দিদিহার গ্রামে ফাতেমা (৩৪) নামের দুই সন্তানের জননী এক গৃহবধু ও ১৭ জুন রাতে উপজেলার উদয়কাঠি ইউনিয়নের পশ্চিম লবনসাড়া গ্রাম থেকে সৈয়দ সজিব (২২) নামের এক যুবকের ও ২২ জুন উপজেলার ইলুহার ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে সুশান্ত বিক্রম (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় ।

এদের পরিবারের দাবী সুপরিকল্পিত ভাবে তাদের হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়। এর মধ্যে স্বামীর পরকিয়া প্রেমে বাধা দেওয়ায় স্ত্রী ফাতেমাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ করেন ফাতেমার বাবা মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন। বিষয়টি ধামাচাপা দিতে ফাতেমার স্বামী দুই সন্তানের নামে তার সম্পত্তি লিখে দেওয়ার অঙ্গীকার করেন।

ফলে ধামাচাপা পড়ে যায় ফাতেমার অস্বাভাবিক মৃত্যু । সৈয়দ সজিবের পরিবারের দাবী স্থাণীয় এক আাওয়ামীলীগ নেতার পরকিয়া প্রেম দেখে ফেলা ও প্রেমিকার সঙ্গে ওই নেতার মুঠোফোনে কথপোকথনের অডিও রেকর্ডের মেমোরী কার্ড সৈয়দ সজিবের কাছে থাকায় তাকে সুপরিকল্পিত ভাবে হত্যা করে কাঠাল গাছে লাশ ঝুলিয়ে রাখা হয়। কাঠাল গাছে ঝুলন্ত মাটির সঙ্গে হাটু ঘেরা অবস্থায় সজিবের লাশ উদ্ধার করা হয়।এ ব্যপারে থানায় মামলা দায়ের করতে গিয়ে ব্যর্থ হয় সজিবের পরিবার। অব্যাহত হুমকির ফলে ওই পরিবার এখন পালিয়ে বেড়াচ্ছেন।

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. খলিলুর রহমান জানান উদ্ধার হওয়া ৪ জনের লাশের মধ্যে সৈয়দ সজিবের মৃত্যু নিয়ে রহস্য রয়েছে। তবে ৪ জনেরই ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পরে এ ব্যপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে বানারীপাড়ায় একের পর এক ঝুলন্ত লাশ উদ্ধার,মৃত্যু রহস্য উদঘাটন না হওয়া ও শিশু ধর্ষনের ফলে জনমনে আতঙ্কের সৃষ্টি হওয়ার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতিও প্রশ্নবিদ্ধ হয়েছে।

১৮৮৮ তে যোগ দিলেন আব্দুল খালেক মৃধা

নিজস্ব প্রতিবেদকঃ পাউবো শ্রমিক কর্মচারী লীগ (রেজি নং বি ১৮৮৭) সংগঠনের আঞ্চলিক কমিটির উপদেষ্টা পদ হতে পদত্যাগ করে রেজি পাউবো শ্রমিক কর্মচারী লীগ ( রেজি নং বি ১৮৮৮) এর আঞ্চলিক পরিষদে যোগ দেন শ্রমিক নেতা আব্দুল খালেক মৃধা।

সোমবার (৯ জুলাই) তিনি এ পদত্যাগ পত্র জমা দেন এবং ঐদিনই পাউবো শ্রমিক কর্মচারী লীগ ( রেজি নং বি ১৮৮৮) তে যোগ দেন। পদত্যাগ পত্রে তিনি শারীরিক কারণে পদত্যাগ করার কথা উল্লেখ করলেও খোজ নিয়ে জানা যায় রেজি নং বি ১৮৮৭ বিএনপি জামায়াত থেকে আশা ব্যক্তিদের কারণে মুজিব আদর্শ বিবর্জিত হয়ে ওঠায় পদত্যাগ করে রেজি নং বি ১৮৮৮ তে যোগ দেন।। তার এই যোগদান অনুষ্ঠানে ১৮৮৮ এর সবাইকে জাতির জনকের আদর্শে নিজেদের গড়ার এবং আসন্ন বিসিসি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ কে জয়যুক্ত করার লক্ষ্যে কাজ করার আহবান করেন সংগঠনটির নেতারা।

বরিশাল সিটিতে সাদিককে বিজয়ী করতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র মতবিনিময়

রবিবার বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ কে বিজয়ী করার লক্ষে বাকেরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর মতবিনিময় সভা বরিশাল মুক্তিযোদ্ধা সংসদে অনুষ্ঠিত হয়।সংগঠনের আহবায়ক ফারুক মল্লিক এর সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সচিব মোঃ মারুফ হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোকলেসুর রহমান,প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলা কমিটির আহবায়ক হাসান মাহামুদ বাবু,বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সদস্য সচিব শাহারিয়ার কবির রিজন,বিশেষ আলোচক হিসেবে আরো ছিলেন জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কাওসার আহমেদ,বাকেরগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার কুদ্দুস মোল্লা,রবুল হক,এছাড়া বীর মুক্তিযোদ্ধা রাজ্জাক হাং,আলতাফ খান প্রমুখ,জেলা জাসদের সভাপতি জনাব মিরন।সভায় উপজেলার ১৪ টি ইউনিয়ন থেকে বীর মুক্তিযোদ্ধার সন্তানগন অংশ নেয়।সভা শেষে সন্তানদের নিয়ে ২ টি ওয়ার্কিং কমিটি করা হয় এবং সবাই নৌকা মার্কার পক্ষে একযোগে কাজ করতে সম্মত হয়।

বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের স্মৃতি এ্যালবাম “স্পন্দন’র” মোড়ক উম্মোচন

আকিব মাহমুদঃ সরকারি বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান চতুর্থ বর্ষের (২০১৩-১৪শিক্ষাবর্ষ) স্মৃতি এ্যালবাম “স্পন্দন’র” মোড়ক উম্মোচন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় সরকারি ব্রজমোহন কলেজের ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে স্মৃতি এ্যালবাম “স্পন্দন’র” মোড়ক উম্মোচন করা হয়।

সকাল ১১টায় জাকজমকপূর্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধান অতিথী, বিশেষ অতিথীরা মোড়ক উম্মোচন করেন। মোড়ক উম্মোচন অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান খান মোঃ গাউস মোসাদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথী প্রফেসর শফিকুর রহমান শিকদার, অধ্যক্ষ, সরকারি বিএম কলেজ, বিশেষ অতিথী স্বপন কুমার পাল,উপাধ্যাক্ষ,  সরকারি বিএম কলেজ, বিশেষ অতিথী এ এস কাইয়ুম উদ্দিন আহমেদ, সম্পাদক, শিক্ষক পরিষদ, প্রফেসর ড.মেথিউ সরোজ বিশ্বাস, সাবেক বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ,সরকারি বিএম কলেজ। আকতার উদ্দিন চৌধুরী, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, এম.এম তারিকুজ্জামান, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।

এছাড়াও বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী, মোকলেসুর রাহমান মনি, বিএম কলেজ ছাত্রলীগ নেতা খাইরুল হাসান সৈকত।

বক্তব্য পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীসহ , সংস্কৃতি পরিষদ ও স্বদেশ ব্যান্ডের সদস্যরা নাচেগানে মাতিয়ে তোলেন মঞ্চ।

জনগণের প্রত্যাশাই আমার ইশতেহার- সাদিক আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদকঃ  বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন আমার কোন নির্বাচনী ইশতেহার নেই, জনগণের প্রত্যাশাই আমার ইশতেহার।

শনিবার রাত ৯ টায় বরিশালের পেশাদার সাংবাদিকদের সংগঠন বরিশাল রিপোটার্স ইউনিটিতে মিট দ্যা প্রেসে সাংবাদিকদের সাথে মতববিনিময় সভায় একথা বলেন। বরিশাল রিপোটার্স ইউনিটির সভাপতি সাংবাদিক নজরুল বিশ্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় তিনি আরো বলেন আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই।

আমি রাজনৈতিক পরিবারের সন্তান হলে বরিশালের রাজনীতিতে এক প্রকার নতুন। বরিশালের মানুষ আমাকে চেনে তারা আশা করি সব কিছু মুল্যায়ন করেই আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবে। তিনি বলেন বরিশালের প্রয়াত মেয়র শওকত হোসেন হিরন বরিশালে যে উন্নয়ন করেছেন তা আমার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী চারবার সংসদ সদস্য এবং একবার মেয়র হয়েও করতে পারেনি।

তাছাড়া বর্তমান মেয়র বরিশালকে একটি জলাবদ্ধ ও আবর্জনার শহরে রুপান্তর করেছেন এই শহরকে আবর্জনা মুক্ত করতে হলে মরহুম শওকত হোসেন হিরনের অসম্পূর্ণ কাজ সমাপ্ত করতে হলে নৌকা মার্কার বিকল্প নেই। তিনি বর্তমান সরকারের সময়ে বরিশাল বিশ্ববিদ্যালয়, মেরিন ইঞ্জিনিয়ারিং কলেজ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সহ হাজার হাজার কোটি টাকার উন্নয়নের চিত্র তুল ধরেন।

এসময় আরো বক্তব্য রাখেন বরিশাল মহানগর আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সিনিয়র সহ সভাপতি এ্যাডভোকেট আফজালুল করিম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর, সাংবাঁদিক আনিসুর রহমান খান, সাংবাদিক সুশান্ত ঘোষ, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক বাপ্পি মজুমদার উপস্থিত ছিলেন সদস্যবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার কর্মরত সাংবাদিক, সুধীজন এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভিসির আশ্বাসে আন্দোলন স্থগিত করল শিক্ষার্থীরা

তানজুম তমা, বরিশাল বিশ্ববিদ্যালয়ঃ চলমান কোটা সংস্কারের সাথে তাল মিলিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আবারও শুরু হওয়া সাধারন ছাত্রছাত্রীদের দাবি আদায়ের আন্দোলন পর পর দ্বিতীয় দিনে ভাইস চ্যান্সেলরের এক আশ্বাসে স্থগিত করেছে ছাত্রছাত্রীরা।

এই নিয়ে একই সাথে ববি ক্যাম্পাসে চলছিলো একই সাথে দুটি আন্দোলন।গত বছরেন জুলাইতে শুরু হওয়া ২২ দফা আন্দোনের পূর্নাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় এবং সেমিস্টার ফি অতিরিক্ত ৫০০ টাকা বাড়ানোয় গত ৪জুলাই ২০১৮, ফের আন্দোলনের ডাক দেন সাধারণ শিক্ষার্থীরা।

তারা জানায়, গত ১ জুলাই রেজিস্টার কার্যালয়ের এক নোটিসের মাধ্যমে তাদের চলমান সেমিস্টার ফী এর সাথে অতিরিক্ত ৫০০ টাকা বাড়ানো হয়,যা অযৌক্তিক এবং সাধারন শিক্ষার্থীদের কাছে ব্যায়সাপেক্ষও।এদিকে চলমান সেমিষ্টার ও ভর্তি ফী কমানোর জন্য গত বছর জুলাইতে ২২ দফার দাবিতে আন্দোলের ডাক দিয়েছিলো বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ,পরে বিশ্ববিদ্যালয়ের সাধারন ছাত্র-ছাত্রীদের সাথে একাত্মতা প্রকাশ করে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিসহ একাধিক সংগঠন শুরু করেছিলো তাদের দাবি আদায়ের আন্দোলন, যা একপর্যায়ে ভি সি অপাসারনের দিকে নিয়ে গেলে -৩১ জুলাই ২০১৭ রেজিস্টার কার্যালয়ের এক নোটিসের মাধ্যমে ভাইস চ্যান্সেলরের সিল সাক্ষরে সকল দাবি মেনে নেবার আশ্বাসে আন্দোলন সমাপ্ত করে শিক্ষার্থীরা।

তবে ভি সি তাদের অধিকাংশ দাবি পূরন করেন নী উপরন্তু সেমিস্টার ফী কমানোর বদলে বাড়ানোর অভিযোগে ৪ জুলাই ২০১৭ ফের আন্দোলনে নামে সাধারন শিক্ষার্থীরা। তবে এবারের আন্দোলনে কোন রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলে জানান রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের এক শিক্ষার্থী।চলমান কোটা আন্দোলনের সাথে সাথে তারা বিশ্ববিদ্যালয়ের মেইন ফটকে তালা ঝুলিয়ে সকল ক্লাস পরীক্ষা বর্জন করে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের ডাক দেয়।এ ব্যাপরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস জানান “ইতিমধ্যে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত নেয়া হয়েছে। ভিসি স্যারের সাথে আলোচনার মাধ্যমে খুব দ্রুত এ সমস্যার সমাধান করা হবে।

“তার এ বক্তব্যের ৫ ঘন্টার মধ্যে ভাইস চ্যান্সেলর ইমামুল হক তিন মাসের সময় চেয়ে শিক্ষার্থীদের আন্দোলন স্হগিত করে পড়ার টেবিলে ফিরে যাবার আহব্বান করেন এবং অতিরিক্ত সেমিস্টার ফী বাতিলের ঘোষনা করেন।

৫ জুলাই ২০১৮ রেজিস্টার কার্যালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে অতিরিক্ত সেমিস্টার ফী বাতিল নিশ্চিত করা হয়। তবে সাধারন শিক্ষার্থীরা জানিয়েছে তিন মাসের মধ্যে তাদের সমুদয় যৌক্তিক দাবি পূরন না হলে তারা ফের আন্দোলনের ডাক দেবে।