হাবুলে টালমাটাল জাপা, মহানগরের সমর্থন হারালেন তাপস

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে জমে উঠেছে জাপার আভ্যন্তরীণ খেলা। আভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত বরিশাল জাতীয় পার্টি বিসিসি নির্বাচনকে কেন্দ্র করে চরম বিভক্তিতে রুপ নিয়ে। জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ইকবাল হোসেন তাপসের বিরুদ্ধে অবমুল্যায়নের অভিযোগ এনে তার প্রতি সমর্থন প্রত্যাহার করেছে পার্টির সহযোগী সংগঠন জাতীয় ছাত্র সমাজ, জাতীয় যুব সংহতি, শ্রমিক পার্টি, মহিলা পার্টি বরিশাল মহানগর কমিটি। জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী বশির আহমেদ ঝুনু প্রার্থীতা ফিরে পাওয়ায় তার প্রতি সমর্থন দিয়েছে তারা। জানাগেছে জাপা নেতা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলের কতৃত্ববাদী আচরন ও বাড়াবাড়ির কারনেই হঠাৎ করে মহানগর জাতীয় পার্টি অলিখিত ভাবে এমন সিদ্ধান্ত নিয়েছেন। বরিশাল জাতীয় পার্টির বিভক্তির মুলে থাকা অধ্যাপক হাবুলের এমন আচরনে এর আগেও জাতীয় পার্টি কয়েকবার বিভক্ত হয়েছে। এব্যাপারে মহানগর জাতীয় ছাত্রসমাজের সভাপতি ইঞ্জিনিয়ার আশিকুর রহমান বলেন দলীয় প্রার্থী কর্মীদের অবমুল্যায়ন করা, মহানগরের সাথে নির্বাচন নিয়ে সমন্বয়হীনতা এবং একজন জনবিচ্ছিন্ন নেতার কারনে আমরা বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত নিয়াছি। বরিশাল মহানগর জাপার সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ চুন্নু ‘র সাথে আলাপ করলে এর সত্যতা পাওয়া যায়। তিনি বলেন তৃনমুলের কোন মতামত ছাড়াই পার্টির চেয়ারম্যান ইকবাল হোসেন তাপসকে মনোনায়ন দিয়েছেন আমরা তাকে মেনে নিয়াছি। কিন্তু দলীয় প্রার্থী নির্বাচন নিয়ে মহানগর জাপার সাথে কোন আলোচনা করেন নি। তিনি হাবুল সাহেবের ফর্মুলা নিয়ে নির্বাচন করছেন, মহানগর জাপা ও অংগ সংগঠনের কর্মীদের নির্বাচনে কোথাও কোন দায়িত্ব দেননি সেক্ষেত্রে কর্মীরা বিদ্রোহ করলে আমাদের কি করার আছে। তিনি আরোও বলেন হাবুল সাহেবের জন্য বরিশাল জাপা ধ্বংস হয়ে গেছে এবার যেটুকু ছিল তাও শেষ হবার পথে তারপরও আমরা চেষ্টা করছি। কিন্তু প্রার্থী যদি আমাদের কথা না শোনে তাহলে কি করার আছে। এব্যাপারে জাপা মনোনীত প্রার্থী ইকবাল হোসেন তাপস বলেন আমি লাঙ্গলের মালিক না লাঙ্গলের মালিক হুসাইন মুহাম্মদ এরশাদ। তিনি আমাকে লাঙ্গল দিয়েছেন যারা আমার সাথে নাই তারা লাঙ্গলের সাথে নাই, পার্টি করলে লাঙ্গল নিয়েই করতে হবে। জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী বশির আহমেদ ঝুনু বলেন জাপার সকল নেতা কর্মী আমার সাথে জনবিচ্ছিন্ন হাবুল সাহেব ছাড়া কোন নেতাকর্মী তার সাথে নিয়েই, বরিশালের জনগণ কোন জনবিচ্ছিন্ন নেতার কথায় ভোট দিবেন না। জানাগেছে জাপার প্রার্থীর বিরুদ্ধে ইতিমধ্যে কেন্দ্রে লিখিত ভাবে জানিয়েছেন মহানগর কমিটি। আজ সিঙ্গাপুর থেকে জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদ ও মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার দেশে ফিরলেই সিদ্ধান্ত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *