গ্রাম থেকে গ্রামে একা ছুটে চলছেন নলটোনা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হুমায়ন কবির

স্টাফ রিপোর্টার:
মোটরসাইকেল নিয়েই বেড়িয়ে পরেন হুমায়ন কবির। নিজ বাড়ি থেকে বেরিয়ে গাজীমাহমুদ এলাকায় গিয়ে হঠাৎ মোটরসাইকেল থামালেন। একজন কৃষক জমিতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। তার সামনে মোটরসাইকেল থামিয়ে বললেন, ‘চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আপনার বাসার সবাই ভালো? ঘরে খাবারদাবার আছে চাচা? এই নেন (এক প্যাকেট খাবার আর কিছু টাকা)। আসি চাচা, আমার জন্য দোয়া করবেন। করোনা সংক্রমণ থেকে সাবধানে থাকবেন।’

কৃষকের হাতে এক প্যাকেট খাবার দিয়ে আবার মোটরসাইকেলে চলতে শুরু করলেন। এ যেন এক অন্যরকম মানবিক চেয়ারম্যান । তিনি বরগুনার সদর উপজেলার ১০নং নলটোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান । মোটরসাইকেলে এক গ্রাম থেকে আরেক গ্রামে ছুটে চলছেন। করোনা পরিস্থিতিতে নিচ্ছেন মানুষের খোঁজখবর তিনি। হাতে হাতে তুলে দিচ্ছেন ব্যক্তিগত ত্রাণসামগ্রী। চেয়ারম্যান হলেও আশপাশে নেই উৎসক জনতার ভীড়। নেই কোনো গাড়িবহর কিংবা হুইসেল।

কিন্তু মোটরসাইকেল থামিয়ে হাতে খাবারের প্যাকেট দিয়ে চলে যাওয়া চেয়ারম্যানের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন ওই কৃষক। বাড়িতে গিয়ে হয়তো ওই কৃষক স্ত্রী-সন্তানদের উৎফুল্ল মনে বলছেন; জানিস আজ কার সাথে দেখা হয়েছিল? এই খাবারের প্যাকেট কে দিয়েছে?

নিম্নআয়ের এমন অসংখ্য মানুষের বাড়ির সামনে মোটরসাইকেল থামিয়ে কিং বা বাড়ি বাড়ি গিয়ে কাউকে খাবার, কাউকে টাকা দিয়ে গেছেন তিনি। এসব পরিবারের আত্মসম্মানের কথা ভেবে ত্রাণ কিংবা সহযোগিতা দেয়ার ছবি তুলতে নিষেধ করেছেন চেয়ারম্যান । এসব মানুষ কখনও হুমায়ন কবিরের এসব সহযোগিতার কথা ভুলবে না। মনভরে হুমায়ন কবিরের জন্য দোয়া করবে; যুগ যুগ বেঁচে থাকার।

সেরা নিউজ/আকিব

করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় বরগুনার সুনাম দেবনাথ ব্লাড ফাউন্ডেশনের মেডিকেল টিম গঠন

সৈকত কর্মকার,বরগুনা:
করোনা ভাইরাসের আতঙ্ক এখন সমগ্র বিশ্বজুড়ে। বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৩০৬ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১৪৪ জন। এ সময়ে আরও ৯ জনের মৃত্যুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮৪ জনে। এই মহামারীতে পুরো দেশের পাশাপাশি উপকূলীয় জেলা বরগুনাও হয়েছে বিপর্যস্ত।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ও প্রাণঘাতী এ ভাইরাসের প্রসার ঠেকাতে আজ শনিবার দুপুর ১২টা থেকে পুরো জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এ পরিস্থিতিতে সাধারণ মানুষের চিকিৎসাসেবা যাতে ব্যাহত না হয় সে লক্ষ্যে স্বাস্থ্য সম্পর্কিত তথ্য ও পরামর্শ সেবা দিতে চার সদস্যের মেডিকেল টিমের সমন্বয়ে স্বাস্থ্য বিষয়ক সেল গঠন ক‌রেছে বরগুনার সুনাম দেবনাথ ব্লাড ফাউন্ডেশন। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বরগুনা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুনাম দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বরগুনা জেলার যেকোনো মানুষ ফোন করে নিতে পারবেন এই সেবা। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ডাক্তাররা থাকবেন আপনাদের সেবায়।

তিনি আরও বলেন ডাক্তারদের নাম এবং নাম্বার দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ব্যাপক প্রচারণা চালাচ্ছি৷ বরগুনার যে কোনো মানুষ ওই নম্বরগুলিতে ফোন দিয়ে স্বাস্থ্য সম্পর্কিত যেকোনো পরামর্শ নিতে পারবেন। কেউ অসুস্থ হলেও ফাউন্ডেশন তার পক্ষে সাধ্যমতো দাঁড়াবে। এ প্রসঙ্গে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও অ্যাডভোকেট সুনাম দেবনাথের সহধর্মিণী কাশপিয়া দেবনাথ বলেন, আমি বরগুনার সকল মানুষকে অনুরোধ করব, আপনারা ঘর থেকে বের হবেন না।

বাসায় থাকুন, সরকারের দেওয়া নিয়ম মেনে চলুন। এ সময় তিনি আরও বলেন, আপনাদের কারো যদি সাধারণ কোনো অসুখ হয়, তাহলে হাসপাতালে আসতে হবে না। করোনার কারণে যারা সাধারণ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা পাচ্ছেন না আমাদের মেডিকেল টিম তাদের সেবায়ও সাধ্যমতো সহযোগিতা করবে।

উল্লেখ্য করোনা ভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকেই মানুষকে সচেতন করতে বিভিন্ন সুরক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি জেলার কর্মহীন মানুষ ও অভুক্ত পশু পাখির মাঝে খাদ্য বিতরণ করে এ ফাউন্ডেশন। এছাড়া সামাজিক দূরত্ব নিশ্চিত করতে জেলা শহরের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাঝেও খাবার বিতরণ করেন তারা।

ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিলেন ইউএনও মনিরা পারভীন

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
প্রাণঘাতী করোনা ভাইরাসের আপদকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঘরে থাকা হতদরিদ্র কর্মহীন শ্রমজীবি ৬০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌছে দেয়া হয়েছে। সামাজিক সুরক্ষা বজায় রেখে শনিবার আমতলী’র ইউএনও মনিরা পারভীন উপজেলা কুকুয়া ইউনিয়নের কৃষ্ণনগর গুচ্ছগ্রামের ঘরে ঘরে গিয়ে খাদ্য সহায়তা পৌছে দেন। ইউএনও’র এমন মহতি উদ্যোগে অভিভুত আমতলী উপজেলাবাসী।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে সরকারের নেয়া উৎকৃষ্ট সিদ্ধান্তে কর্মহীন হয়ে পরেছে উপজেলার কয়েক হাজার হতদরিদ্র শ্রমজীবি মানুষ। এ শ্রমজীবি পরিবারকে করোনা ভাইরাসের আপদকালিন সময়ে খাদ্য সহায়তা বরাদ্দ দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ শ্রমজীবি পরিবারগুলোর মধ্যে খুঁজে খুঁজে কুকুয়া ইউনিয়নের কৃষ্ণনগর গুচ্ছগ্রামের হতদরিদ্র ৬০ পরিবারকে শনিবার আমতলীর ইউএনও মনিরা পারভীন প্রত্যান্ত গ্রামাঞ্চলের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌছে দেন। হতদরিদ্র প্রত্যেক পরিবারকে দশ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল, এক লিটার তেল দেয়া হয়।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, উপজেলার কুকুয়া ইউনিয়নের কৃষ্ণনগর গুচ্ছগ্রামের ৬০ পরিবারকে

আমতলীতে কাপড়ের দোকান পুড়ে ছাই

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলার খলিয়ান বাজারে সোহেল সরদারের কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনা ঘটেছে শুক্রবার গভীর রাতে। এতে ক্ষয়ক্ষতির পরিমান অন্তত ৫ লক্ষ টাকা।
জানাগেছে, উপজেলার খলিয়ান বাজারে সোহেল সরদার কাপরের ব্যবসা করে আসছিল। শুক্রবার গভীর রাতে ওই দোকানে বৈদ্যুতিক সট্সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমতলী দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে সোহেলের কাপড়ের দোকানের সমুদয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া ওই দোকানের পাশে ইমরানের ষ্টেশনী ও রাসেলের মুদিমনহরদি দোকান আংশিক পুড়ে গেছে। এতে তার প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ সোহেল।
প্রত্যক্ষদর্শী রাজ্জাক হাওলাদার বলেন, গভীর রাতে সোহেলের কাপড়ের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। ওই সময় দোকানে কেউ ছিল না। পরে দমকল বাহিনীর লোকজন স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনে।
ক্ষতিগ্রস্থ দোকান মালিক সোহেল সরদার কান্নাজনিত কন্ঠে বলেন, আমার সংসার চালানোর একমাত্র অবলম্বন পুড়ে শেষ হয়ে গেছে। আমার পরিবার পরিজন নিয়ে চলার কিছুই রইল না।
আমতলী দমকল বাহিনীর ষ্টেশন ম্যানেজার মোঃ শাহাদাত হোসেন বলেন, ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সট্সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে এনেছি।
আমতলীতে ঔষধের দোকানে চুরি।

রাঙ্গাবালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মনজু সরদার, রাঙ্গাবালী:
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় হানিফ মৃধা(৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯ টার দিকে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হানিফ মৃধার বাড়ি বড়বাইশদিয়া ইউনিয়নের কানকুনিপাড়া গ্রামে।

স্থানীয়রা জানান, হানিফ মৃধা গত দুই সপ্তাহ আগে পশ্চিম চরগঙ্গা এলাকায় তার মেয়ে জামাই বাড়িতে বেড়াতে আসে। বেড়ানো শেষে শুক্রবার রাতে তার নাতি স্বজল মৃধার টমটমে নিজ বাড়িতে ফেরার পথে টমটমটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় টমটমের নিচে চাপা পরে ঘটনাস্থলেই মারা যান ওই বৃদ্ধা। এব্যাপারে রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ (OC) মো.আলী আহম্মেদ জানান, নাতির টমটমে বাড়ি ফেরার পথে হানিফ মৃধা সড়ক দুর্ঘটনায় মারা যান।

এতে আসলে কেউ অপরাধী নয়। এ বিষয়ে কারো কোন অভিযোগও নেই। তাই লাশটির দাফনকার্য স্বাভাবিকভাবেই সম্পন্ন হয়েছে।

মানবতার সেবায় বরগুনা ছাত্রলীগ

সৈকত কর্মকার,বরগুনা:
করোনাভাইরাস দূর্যোগকালিন সময়ে মানুষের পাশে সব সময় কাজ করছে বরগুনা ছাত্রলীগ।বাংলাদেশে করোনার প্রাদুর্ভাব আসার সাথে সাথেই মানুষকে সচেতন করা ও বিভিন্ন ভাবে ত্রান ও সচেতনতা মুলক প্রচারে মাঠে নেমেছে ছাত্রলীগের সব কর্মীরা।তেমনি ভাবে চালু করা হয়েছে বিভিন্ন সেবামুলক কার্যক্রম তাতে আজ যুক্ত হলো করোনা চিকিৎসা হেল্প লাইন।

যাতে ঘরে বসে কল করে জানতে পারবে চিকিৎসার নানা তথ্য।বরগুনা সদর ও বরগুনার সব উপজেলাতে বসে এই সেবা পেতে পারবে প্রত্যেকে। ১৫ জন চিকিৎসক কাজ করছে ছাত্রলীগ এর আয়োজিত এই কার্যক্রম এ।এতে দিকনির্দেশনা দিচ্ছে বরগুনা জেলার ছাত্রলীগ সভাপতি জুবায়ের আদনান অনিক ও সাধারন সম্পাদক তানভীর হোসাইন।

জুবায়ের আদনান অনিক বলেন আমরা বঙ্গবন্ধুর সৈনিক আমরা দেশের এই অসময়ে কাজ করে প্রমান করে দিতে চাই আমরা মুজিব সৈনিক।তাই আমরা এই মহামারির সময়ে সর্বদা মানুষের পাশে থাকার সংকল্প করছি।

বরগুনায় দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

বরগুনায় দুই পক্ষের সংঘর্ষে সাইফুল ইসলাম সবুজ (২২) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত সবুজের বাড়ি বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ কদমতলা গ্রামে। তার বাবার নাম ফারুক পহলান। সবুজ ঢাকার একটি বেসরকারি কলেজে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যায়নরত। করোনার কারনে কয়েকদিন আগে বাড়ি এসেছে।

স্থানীয়রা জানান, গত ইউপি নির্বাচন নিয়ে ওই এলাকার বর্তমান ইউপি সদস্য রাজা সাবেক ইউপি সদস্য স্বপন খানের মধ্যে বিরোধ চলছে। বুধবার বেলা সাড়ে এগারটার দিকে ঢলুয়া ইউনিয়নের পশ্চিম রায়ভোগ গ্রামের অতুল হাওলাদারের বাড়ির পুকুর পাড়ে সাবেক ইউপি সদস্য স্বপন খানের লোকজন জুয়ার আসর বসায়।

স্থানীয় গ্রাম পুলিশ সদস্য আবদুস সালাম বিষয়টি বরগুনা থানা পুলিশকে অবহিত করেন। বরগুনা থানার এসআই হেলালের নেতৃত্বে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে কুদ্দুস পহলানের ছেলে রাজা পহলান (৩২), অতুল হাওলাদারের ছেলে বাসুদেব (৩৭), আফজাল হোসেনের ছেলে হাবিল (২২)ও আলতাফ হোসেন মোল্লার ছেলে মামুন মোল্লাকে (২৪) ধরে বরগুনা ইউএনও অফিসে নিয়ে আসেন। বিকেল চারটার দিকে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার ভ্রাম্যমান আদালত বসিয়ে করোনায় ঘরে থাকার নিষেধাজ্ঞা অমান্য করে আড্ডা দেবার অভিযোগে তাদেরকে সাড়ে ৩ হাজার টাকা জরিমানা ও মুচলেকা রেখে ছেড়ে দেয়।

এ ঘটনার জেরে বিকেলে পাঁচটার দিকে স্বপন খানের প্রায় ২০/২৫ জন সমর্থক সংঘবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে রায়ভোগ বাজারে এসে বর্তমান ইউপি সদস্য রাজুর সমর্থকদের এলোপাতারি মারধর করতে শুরু করে। এসময় রাজুর গ্রুপরে লোকজন প্রতিরোধ গড়ে তুললেও টিকতে পারেনি। এক পর্যায়ে রাজুর গ্রুপের লোকজনও সংঘবদ্ধ হয়ে স্বপন খানের গ্রুপের লোকজনের উপর পাল্টা হামলা চালায়। এসময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয় এবং আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপতালে সন্ধ্যার পরে নিয়ে আসে। হাসপতালে নিয়ে আসার পথে সবুজ নামের একজনের মৃত্যু হয়। সংঘর্ষের ঘটনায় আরও ১০জন আহত হয়েছে। এদের মধ্যে সাতজনকে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

গুরুতর তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়েছে। বরগুনা থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে আহদের উদ্ধার করে চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে

বরগুনায় একদিনে ৪ করোনা রোগী শনাক্ত

সৈকত কর্মকার,বরগুনা: বরগুনাতে একদিনে  চার জন করোনা রুগী শনাক্ত। করা হয়েছে। চার করোনা শনাক্তর বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সিভিল সার্জন হুমায়ুন শাহীন খান।  এঘটনার পরপরই জেলা লকডাউনের সিদ্ধান্ত নেয় বরগুনার প্রশাসন। শেষ খবর পাওয়া পর্যন্ত শনিবার দুপুর ১২টা থেকে এই লকডাউন কার্যকর হবে বলে জানা গেছে।

বরগুনায় করোনা আক্রান্ত রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
বরিশাল শের-ই-বাংলা হাসপাতালের করোনা ইউনিটে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া বরগুনা জেলার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ফুলতলা গ্রামের খলিল(৭২) এক বৃদ্ধ আজ রোজ শুক্রবার সন্ধ্যায় করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে। তিনি গতকাল তারিখ বৃহস্পতিবার বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার নমুনা পাঠিয়েছে বরগুনা স্বাস্থ্য বিভাগ।

বরগুনায় করোনা সচেতনতায় কাজ করছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট

 সৈকত কর্মকার:
আজ শুক্রবার বরগুনা জেলা পৃথিবীর বিভিন্ন স্থানে করোনা রোগ বিস্তার করেছে যার ফলে বাংলাদেশেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে তাই সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা, দল মত সবাই সচেতনতা মুলক কাজ এর হাত বাড়িয়ে দিয়েছে সাধারন মানুষের জন্য সেই ভাবে বরগুনা জেলার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর উদ্যোগে “করোনায় আতঙ্ক নয়-চাই সচেতনতা” এই স্লোগানকে সামনে রেখে বরগুনাতেও চলছে সচেতনতা মুলক নানা কার্যক্রম।

তারা বিভিন্ন এলাকায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতা মুলক ব্যানার লাগানো ও প্রচার-প্রচারণা মাইকিং করা,লিফলেট বিতরন, হ্যান্ডসেনিটাইজার এবং হ্যান্ডওয়াশ বিতরণ করে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরগুনা জেলা শাখার আহ্বায়ক দ্বীপজয় চক্রবর্তী বলেন যে, পর্যায় ক্রমে আমরা অসহায় দুস্থ মানুষদের ত্রাণ সামগ্রী দিয়ে সাহায্যে করবো এবং ফ্রি চিকিৎসা ক্যাম্প করার লক্ষে আমাদের কার্যক্রম শিঘ্রই চালু হবে।
তাই সবাইকে অনুরোধ আপনারা ঘরে থাকুন নিজেরা সচেতন হউন এবং অন্যকে সচেতন করুন।