পটুয়াখালীতে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে একজনের মৃত্যু, দম্পতি নিখোঁজ

পটুয়াখালীর বাউফলে লঞ্চের সাথে ধাক্কা লেগে একটি খেয়া নৌকা ডুবে আনোয়ার হোসেন খান (৩৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। আসলাম শরীফ (৩৭) ও জান্নাতুল ফেরদৌস (২২) নামের এক দম্পতি নিখোঁজ রয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে বাউফলের নুরাইনপুর লঞ্চ ঘাটের আলোকী নদীতে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা-কালাইয়াগামী এমভি ঈগল-৪ নামের একটি যাত্রীবাহি দোতালা লঞ্চ ঘটনার দিন সকাল সারে ৫টার দিকে নুরাইনপুর পন্টুনে ঘাট দেয়। এসময় বিপুল সংখ্যক যাত্রী ওই ঘাটে নামেন। এর মধ্যে ১০-১২ জন যাত্রী পন্টুনের দক্ষিন পাশে একটি পাকা ঘাটলা দিয়ে খেয়া নৌকায় উঠে অপর পারে (ভড়িপাশা) যাওয়ার সময় প্রচন্ড রাতের মধ্যে পরে খেয়া নৌকাটি লঞ্চের সাথে ধাক্কা লেগে ডুবে যায়। এসময় খেয়া নৌকার অধিকাংশ যাত্রীরা সাতরে তীরে উঠেতে সক্ষম হলেও আনোয়ার হোসেন খান, আসলাম শরীফ ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস তলিয়ে যান। এর মধ্যে স্থানীয় লোক জন আনোয়ার হোসেন খানের লাশ উদ্ধার করেছেন। আসলাম শরীফ ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস নিখোঁজ রয়েছেন। ফায়ারসার্ভিসের ডুবরি দল ঘটনাস্থলে এসে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান চালাচ্ছেন। মৃত ও নিখোঁজ দম্পতির বাড়ি কেশবপুর ইউনিয়নের ভড়িপাশা গ্রামে।

পটুয়াখালীতে নতুন করে ১১ জনের করোনা শনাক্ত

পটুয়াখালী জেলায় নতুন করে আরও ১১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে তিনটি শিশু, চারজন নারী রয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ২০৪ জনে। আইইডিসিআরে পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদন আসার পর গতকাল বুধবার রাতে পটুয়াখালীর সিভিল সার্জন এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে জেলায় এ পর্যন্ত ১১ জন মারা গেছেন। তাঁদের মধ্যে বাউফলে তিনজন, দুমকিতে দুজন, কলাপাড়য় দুজন, সদর উপজেলায় দুজন। এ ছাড়া গলাচিপা ও মির্জাগঞ্জে একজন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন।

পটুয়াখালীর সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, গত রোববার পর্যন্ত জেলায় ৩ হা্জার ৩২৯টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ২ হাজার ৭৪৫ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন এসেছে। পরীক্ষার প্রতিবেদনে ২০৪ জনের পজিটিভ শনাক্ত হয়েছে। মারা গেছেন ১১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ জন। করোনাভাইরাসে শনাক্ত ব্যক্তিদের জন্য পটুয়াখালীতে ২৫০ শয্যার হাসপাতালে ৩০ শয্যার করোনা আইসোলেশন ইউনিট প্রস্তুত রয়েছে। করোনায় সংক্রমিতদের সংস্পর্শে আশা ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানোর ব্যবস্থা হচ্ছে।

পটুয়াখালীতে মাস্ক না পরায় ৪ জনকে জরিমানা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে পটুয়াখালীতে সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং সাধারণ মানুষকে সচেতন করতে জেলা প্রশাসন ও র‌্যাব-৮ এর যৌথ উদ্যোগে অভিযান পরিচালিত হয়েছে। এ সময় মুখে মাস্ক না পরায় পটুয়াখালী শহরের ৪ ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে পটুয়াখালী শহরে এ অভিযান পরিচালিত হয়।

পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মুখে মাস্ক না পরে ঘোরাঘুরি করার অপরাধে স্থানীয় চাঁন মিয়াকে (৩৫) ২০০ টাকা, আলমগীর সরদারকে (৫০) ৫০০ টাকা, শাহাদৎ হোসেনকে (৪০) ২০০ টাকা এবং দিলীপ নামে একজনকে (৩৮) ৫০০ টাকা সহ সর্বমোট ১,৪০০ টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পটুয়াখালী জেলায় লকডাউন কার্যক্রম স্থগিত

আধিক সংক্রমনের ঝুকিতে থাকা পটুয়াখালী জেলা লকডাউন বাস্তাবায়ন নিয়ে শুরু হয়েছে তুঘলঘি কান্ড। লকডাউন বিজ্ঞপ্তি আকারে ঘোষণার একদিন পর ও লকডাউন কার্যকরের একদিন আগেই তা প্রত্যাহার করে নিল স্বাস্থ্য প্রশাসন। প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের এমন দায়সাড়া আচরণে ক্ষুদ্ধ জেলাবাসী।

গত মঙ্গলবার ঘোষিত রেডজোন বিন্যাসের কার্যক্রম আজ বুধবার স্থগিত করা হয়। জেলা সিভিল সার্জন মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ বুধবার দুপুরে এ তথ্য জানানো হয়েছে গণমাধ্যমকে। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জোন বিভাযোনের কার্যক্রম জাতীয় টেকনিক্যাল কমিটি কর্তৃক অনুমোদন না আসায় পর্যন্ত মঙ্গলবারের নেয়া সিদ্ধান্ত স্থগিত করা হলো। এ দিকে এম বিজ্ঞপ্তি প্রকাশের পর জেলাবাসীদের মধ্যে এক ধরনের সংক্রমন আতংঙ্ক দেখা দিয়েছে।

উল্লেখ্য, গত ১৫ দিনে পটুয়াখালী জেলায় লাফিয়ে লাফিয়ে করোনা সক্রমনের ধারাবাহিকতায় করোনা প্রতিরোধে পটুয়াখালী জেলা কমিটি গত ১৪ জুন সভা করে রেডজোন ও ইয়োলোজোন ও গ্রীণ জোনের সুপারিশ করে। সুপারিশের আলোকে গত মঙ্গলবার আবারো সভা করে পটুয়াখালী জেলা সদরসহ সদর উপজেলা ও কলাপাড়ার ১২ টি ওয়ার্ডকে রেডজোন ঘোষণা করা হয়। ইয়োলো জোন করা হয় ১২ টি ওয়ার্ডকে।

এ বিজ্ঞাপ্তি জেলা সিভিল সার্জনের স্বাক্ষরিত আকারে গণমাধ্যমে প্রকাশ করা হয়। যা আগামি কাল ১৮ জুন সকাল থেকে কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু হটাৎ করে আজ দুপুরে সিভিল সার্জন স্বাক্ষরিত আর একটি বিজ্ঞপ্তি জারি করে মঙ্গলবারে সিদ্ধান্ত বাতিলের কথা বলা হয়।

এ ব্যপারে করোনা প্রতিরোধ পটুয়াখালী জেলা কমিটির সভাপতি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জিএম সরফরাজ’র দৃষ্টি আকর্ষণ করলে তিনি জানান, জেলা কমিটির সিদ্ধান্ত সুপারিশ আকারে জাতীয় টেকনিক্যাল কমিটি কর্তৃক অনুমোদন নিয়ে লকডাউন করার কথা। সিদ্ধান্ত এখনও আসে নি।

সিদ্ধান্ত ছাড়া সিভিল সার্জন কি ভাবে লক ডাউন ঘোষণা করলেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যিনি লকডাউন ঘোষণা দিয়েছেন সেই ভালো বলতে পারবেন।

এ ব্যাপারে সিভিল সার্জনের সাথে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেন নি।

গলাচিপায় ১ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ১

পটুয়াখালীর গলাচিপায় জাল টাকাসহ শামিম (৩৫) নামের প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ১ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। আটককৃত শামিম পটুয়াখালীর দুমকী উপজেলার সুলিশা গ্রামের সোহরাব হোসেনের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে গলাচিপা উপজেলার পানখালী গ্রামের মকবুল খান স্থানীয় বাজারে গরু বিক্রির সময় শামীম হোসেন তাকে জাল টাকার নোট দেয়।

টাকা দেখে সন্দেহ হলে জনতা প্রতারক শামিমকে আটক করে পুলিশে সোপর্দ করে। গলাচিপা থানার এসআই সাইফুল বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতারক চক্রের সদস্য শামিমের রিুদ্ধে গলাচিপা থানায় মামলা দায়ের হয়েছে।

রাঙ্গাবালীতে উপজেলা শ্রমিক লীগের আহবায়কের নিয়ন্ত্রণে সুইচগেট: জলাবদ্ধতায় বিপাকে কৃষক

রাঙ্গাবালী প্রতিনিধি:
রাঙ্গাবালী উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক রওশন মৃধাসহ স্থানীয় কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া সুইচগেটের পানি নিয়ন্ত্রণ করে মাছ চাষের অভিযোগ পাওয়া গেছে। সুইসগেটটি রওশন মৃধা সহ কয়েকজন প্রভাবশালী কব্জায় নিয়ে মাছ শিকার করছে। ফলে জোয়ারের পানি ও বৃষ্টির পানি জমে ফসলি খেতে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় ওই ইউনিয়নের ৫ টি গ্রামের আউশধান চাষিরা বিপাকে পড়েছে।

আজ দুপুরে সরেজমিনে দেখা গেছে, দিনভর থেকে গত এক সপ্তাহে দফায় দফায় বৃষ্টিতে ছোটবাইশদিয়া ইউনিয়নের ভূঁইয়ার হাওলা, সাজির হাওলা, হরিদ্রাখালি, কোরালিয়া ও ছোটবাইশদিয়া গ্রামের আউশ খেতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। রোপা আউশ ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। এর ফলে চলতি মৌসুমে ওইসব গ্রামের প্রায় কয়েক শ’ একর আউশ আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা করেছেন কৃষকরা। এদিকে, এ ঘটনার প্রতিকার চেয়ে গত সোমবার ওই ইউনিয়নের মোল্লার বাজারে মানববন্ধন করেছে দুই শতাধিক বিক্ষুব্ধ কৃষক।

পরদিন মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ১১০ কৃষকের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগও দাখিল করা হয়। কৃষকদের অভিযোগ, উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক রওশন মৃধাসহ স্থানীয় কয়েকজন প্রভাবশালী কোড়ালিয়া সুইচগেট নিজেদের ইচ্ছে খুশি মতো করে নিয়ন্ত্রণ করছেন। তবে সুইচগেট নিয়ন্ত্রকদের দাবি, কৃষকদের সুবিধার্থে সুইজগেট এর কপাট খুলে পানি নিষ্কাশন করা হচ্ছে। এ ব্যাপারে রওশন মৃধার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত সেল ফোন বন্ধ থাকার কারনে যোগাযোগ করা সম্ভব হয়নি।

কলাপাড়ায় মৃত্যুর আগেভাগেই খোড়া হয়েছে কবর

এক নামে সবাই তাকে বড় হুজুর বলেই চেনেন, ডাকেনও। প্রকৃত নাম ক্বারী মো. আব্দুল ওহাব। বয়সের ভারে ন্যুয়ে পড়া মানুষ। কমপক্ষে ৯০ বছর। স্থানীয়রা জানায় ৪/৫দিন আগে হুজুরে স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। চিকিৎসার জন্য প্রথমে কলাপাড়ায়, পরে বরিশালে নেয়া হয়েছিল। অবস্থার তেমন কোন উন্নতি না হওয়ায় উপজেলার দৌলতপুর গ্রামের বাড়িতে ফেরত নেয়া হয়েছে। এখনও বাড়িতে মুমূর্ষু অবস্থায় রয়েছেন। এখনও জীবিত রয়েছেন মানুষটি। অথচ তার জন্য আগেভাগেই কবর খুড়ে রাখা হয়েছে। তাও পাকা করা হয়েছে।

এনিয়ে গ্রামজুড়ে চলছে আলোচনা সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরালও হয়েছে। বিভিন্নজনে ক্ষোভের মন্তব্য করেছেন।

এলাকায় বিষয়টি আলোচনার চেয়ে সমালোচনামুখর হয়েছে। সবাই শ্রদ্ধা করেন এমন মানুষটি জীবিত থাকাকালে কী করে আগেভাগেই কবর খুড়ে রাখা হয়েছে। হুজুরের ছেলে গোলাম মাওলা জানান, তার বাবা খুব অসুস্থ। শুধু শ্বাসটুকু চলে। তাকে যে যায়গায় তার অসুস্থ বাবা মারা গেলে দাফন করার কথা ওই জায়গা কাদামাটি থাকায় স্থানীয় মুরুব্বীদের পরামর্শে পাঁচজন রাজমিস্ত্রি এনে সোমবার তিনি কবরটি করেছেন। আর কোন বিষয় নয়।

খেপুপাড়া বড় জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি মো. সাঈদুর রহমান জানান, কবরের জন্য জায়গা চিহ্নিত করা (ওসিয়ত) যেতে পারে। কিন্তু মারা যাওয়ার আগে কবর খুড়ে রাখা ঠিক না। কারণ মৃত্যুর সময় একমাত্র আল্লাহ জানেন।

কলাপাড়ায় এক পুলিশ সদস্যসহ দুইজন করোনায় আক্রান্ত

পটুয়াখালীর কলাপাড়া থানার একজন পুলিশ কনেস্টেবল এবং উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের আরও একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের দুই জনেরই বয়স ৫০ বছরের উপর। রোবার রাতে এ দুই জনের নমুনা পরীক্ষার রির্পোট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এসেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও চিকিৎসা প্রযুক্তিবিদ মো: হাফিজুর রহমান জানায়, ওই দুই জনের সর্দি-কাশি ও জ্বও ও ছিল। গত ১০ জুন এ দুই জনের নমুনা সংগ্রহ করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো: আশাদুর রহমান জানায়, ওই কনেস্টবলসহ ১২ পুলিশ সদস্যর একটি দলকে আগে থেকেই শৈখ কামাল অডিটোরিয়ামে আলাদা রাখা হয়েছিল। করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পর কনেস্টবলকে আলাদা রুমে রাখা হয়েছে।

আগামী ১৪ দিন তারা এখানেই কোয়ারেন্টিনে থাকবে। কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিম্ময় হাওলাদার বলেন, নীলগঞ্জের করোনায় আক্রান্ত ব্যাক্তি নিজ বাড়িতে অবস্থান করছেন। তাকে প্রয়োজণীয় পরামর্শ দেয়া হয়েছে। এবং তাদেও পরিবারের অপর সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে।

কলাপাড়ায় এ পর্যন্ত ২৯২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আর ১৯৯ জনের রির্পোট পাওয়া গেছে। এদেও মধ্যে কলাপাড়া পৌর শহর ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ১২ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে জানাগেছে। এবং দুই স্কুল শিক্ষকসহ এক যুবক মারা গেছে।

বাউফলে করোনা উপসর্গ নিয়ে স্কুল শিক্ষকের মৃত্যু

বাউফলে করোনা উপসর্গ নিয়ে আফরোজা বেগম (৬৫) নামের এক স্কুল শিক্ষকের (অবঃ) মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে তিনি মারা গেছেন। তার বাড়ি বগা ইউনিয়নের বালিয়া চাঁদ গ্রামে।

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আখতারুজ্জামান (ভারপ্রাপ্ত) জানান, আফরোজা বেগম গত কয়েক দিন ধরে জ্বর, কাশ ও শ্বাস কষ্টে ভুগছিল। রবিবার সকাল সারে ১০টার দিকে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যালে কলেজ হাসপাতালে যাওয়ার পথে মারা যান।

এদিকে বাউফল স্বাস্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ আর চারজন করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের সবাই বাউফল পৌর শহরের বসবাস করছেন।

মৃত ও আক্রান্ত ব্যক্তিদের স্পর্শে যারা এসেছেন তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন অনুরোধ জানিয়েছেন।

মহিপুর প্রেসক্লাবে সাংবাদিকদের মানবন্ধন

কুয়াকাটা,প্রতিনিধি:
সাংবাদিকদের সাথে দূর্ব্যবহার ও অকথ্য ভাষায় গালি দেয়ায়, মহিপুর প্রেসক্লাব ও সাধারণ জনগনের উপস্থিতিতে আজ ১৩ জুন বেলা ১২ টার সময় শেখ রাসেল সেতুর উপর এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। পটুয়াখালীর কুয়াকাটা পৌর মেয়র আবদুল বারেক মোল্লা ও ৭নং লতা চাপলি ইউনিয়নের চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লার ছোট ভাই মোশারফ মোল্লা মোবাইল ফোনে সাংবাদিকদের মা তুলে অকথ্য ভাষায় গালি দিয়েছে এবং বিভিন্ন অপকর্ম ও সন্ত্রাসীমুলক কর্মকাণ্ড করে আসছে বলে জানিয়েছেন বিভিন্ন সুত্রে।

স্থানীয় কুয়াকাটা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনির আহম্মদ ভূঁইয়ার হাত কাটা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি ভূমি দস্যু মোশারফ মোল্লার গ্রেফতারের দাবিতে সামাজিক দুরত্ব বজায় রেখে মানব বন্ধন কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ ও জোরালো দাবী জানানো হয়।

মহিপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, কুয়াকাটা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বিপ্লব, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাইদ ও আওয়ামীলীগ নেতা আনোয়ার হাওলাদার , মহিপুর থানা শ্রমিক লীগের সাবেক আহবায়ক সোহাগ আকন, মহিপুর থানা শ্রমিক লীগের সভাপতি মোঃ কালাম ফরাজী সহ মহিপুর থানা ছাত্রলীগের ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এসময়।

মানববন্ধনে বক্তারা বলেন, মোশারফ মোল্লার নামে থানায় একাধিক অভিযোগ রয়েছে কিন্তু প্রশাসনের কঠোরতা না থাকার কারণে প্রতিনিয়ত অন্যয় অত্যাচারের মাত্রা বেড়েই চলছে তার। ঐ সময় উপস্থিত বক্তারা বলেন, মাদক সেবি ও ভূমিদস্যু মোশারেফ মোল্লাকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিছে তারা । অন্যথায় আরো কঠোর কর্মসূচির গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সাংবাদিক নেতারা।