বরিশালে ৬ দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড প্রদানসহ ৬ দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছে ডিপ্লোমা ইন প্রাইমারী এডুকেশনের (ডিপিএড) শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নগরীর সাগরদী পিটিআই ক্যাম্পাসে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সহকারী শিক্ষক সমাজ কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম জাফর। পিটিআই ছাত্র সংসদের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মো. শহিদুল্লাহ, মো. মনিরুজ্জামান, স্বপন কুমার দাস ও হাসানাত ইব্রাহীম সহ অন্যান্যরা। বক্তারা প্রাথমিক বিদ্যালয়ের অভ্যন্তরে গ্রেড বৈষম্য দূর, প্রধান শিক্ষকের পরের ধাপেই বেতন নির্ধারন, সহকারী প্রধান শিক্ষক পদ বাতিল, শতভাগ পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগ এবং ডিপিএড/সি-ইন-এড/বিএড প্রশিক্ষণপ্রাপ্ত সহ শিক্ষকদের উচ্চতর ধাপে বেতন নির্ধারণ এবং প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদ বিলুপ্ত করার দাবি জানান।

বরিশাল বিভাগে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ প্রকল্পের সূচনা

মোঃ শাহাজাদা হীরা: আজ ১৪ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টায় গ্রামবাংলা উন্নয়ন কমিটির আয়োজনে। বরিশাল সার্কিট হাউস হল রুমে বরিশাল বিভাগে বাংলাদেশের তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ এবং নিয়ন্ত্রণ আইনের বাস্তবায়ন প্রকল্পের সূচনা কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল, রাম চন্দ্র দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল, মোঃ খায়রুল আলম সেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক স্বাস্থ্য বরিশাল বিভাগ, মোঃ মাহাবুবুর রহমান, জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন নির্বাহী পরিচালক গ্রাম উন্নয়ন কমিটি, কে এম মাকসুদ, তামাক নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ, টেকনিক্যাল অ্যাডভাইজার ইউনিয়ন, সৈয়দ মাহবুবুল আলমসহ বিভিন্ন অতিথি বৃন্দরা, সরকারি-বেসরাকারি, ডাক্তার, শিক্ষক, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রকল্প বাস্তবায়নে গ্রাম বাংলার উন্নয়ন কমিটি কাজ করছে আর প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করছে সেভ দি কোস্টাল পিপল।

বরিশাল মহিলা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে প্রাক বহিরগমন প্রশিক্ষণের সমাপনী

মোঃ শাহাজাদা হীরা: আজ ১৪ মার্চ সকাল ১০ টায় বরিশাল মহিলা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রর আয়োজনে। মহিলা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের সেমিনার কক্ষে প্রাক বহিরগমন প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যক্ষ, বরিশাল মহিলা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র, ইঞ্জিঃ মোঃ সাজ্জাদ হোসেন ভূঁঞা। আরে উপস্থিত ছিলেন অধ্যক্ষ বরিশাল কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র, গেলাম কবির, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরিশাল, খান মোঃ আব্দুল্লা আল মামুন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরিশাল, রাসেল ইকবালসহ প্রশিক্ষক, প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। বিদেশে গমনের পূর্বে ব্যবহারিক ও থিউরিটিক্যাল বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে তারা দেশের বাইরে বিভিন্ন দেশে যাবার জন্য প্রশিক্ষণ নিচ্ছে বরিশাল মহিলা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে।

মানবতার পাশে জেলা প্রশাসক এস. এম. অজিয়র রহমান

মোঃ শাহাজাদা হীরা: আইজ ডিসি আমারে ৫০০০ টাকা দেছে এই টাকা দিয়া আমি পোলাপাইনে পড়ালেখা করামু। আমি অনেক খুশি আমি ডিসি স্যারের জন্য দোয়া করি। এমটি করে বলছিলেন মোঃ আনিস হাওলাদার বয়স (৫৬)। বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সোনের মসজিদ এলাকায় বসবাস করেন। পরিবারের একমাত্র উপার্জন কারী ব্যক্তি তিনি। পরিবারে স্ত্রী, কন্যা, ছেলে এই চারজনের সংসার অনিসের। কোন এক সময় মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন এবং কমিউনিটি পুলিশিং এর সদস্য বলে তার দাবী । মেয়েটি বরিশাল এ করিম আইডিয়াল কলেজের মেধাবী শিক্ষার্থী সে এবার ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী। ছেলেটি চাঁদপুরা হাজী মোবারক আলী মাদ্রাসার দাখিল পরিক্ষার্থী। বরিশাল শহরের রাস্তা ঘাটে দেখা মেলে তার কেউবা তাকে পাগল বলে কেউবা তাকে ট্রাফিক পাগল বলে তবে তার এই পাগলামি নগর বাসীর উপকারে আসছে।যেখানে যানজট সেখানেই তাঁর আবির্ভাব, বাঁশি বাজিয়ে ফাঁকা করে দেয় মুহূর্তের মধ্যে। আনিস সাহায্যের জন্য সবার কাছে হাত পাতেনা, নগরীর যানজট নিরসন করে সামর্থ্যবান মানুষের কাছে হাত পাতে। তার চাহিদা কখনো ১০ টাকা কখন ১০০ টাকা যে যা দেয় তাই নিয়ে হাসিমুখে চলে যায় আনিস। তাকে বিভিন্ন কর্মসূচিতে বা র‌্যালিতে তাঁকে যানজট নিরসনের কাজে সহযোগিতা করতে দেখা যায়। তার বাঁশির আওয়াজে মুহুর্তের মধ্যে ফাঁকা করে দেয় র‌্যালির চলাচলের রাস্তা। বিষয়টি চোখ এড়ায়নি জেলা প্রশাসক বরিশালের তিনি পূর্বেও তার এই কার্যক্রম দেখেছেন। আজ প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৯ র‌্যালিতে তার ভুমিকা দেখে আনিসের সাথে কথা বলেন তার সম্পর্কে খোঁজ খবর নেয় জেলা প্রশাসক। আজ ১৩ মার্চ বিকেলে জেলা প্রশাসক বরিশাল এর অফিস কক্ষে। জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান সমাজসেবার মাধ্যমে সাহায্যের জন্য পাঁচ (৫০০০) হাজার টাকা টাকা নিজ হাতে তুলে দেন মোঃ আনিচ হাওলাদার এর হাতে, টাকা পেয়ে মহা খুশি আনিস। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল, শহিদুল ইসলাম, সমাজসেবার প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজসহ আরো অনেকে। জেলা প্রশাসক তার প্রতিক্রিয়ায় বলেন, আনিস সাহেবকে বিভিন্ন প্রোগ্রামে দেখা যায় বাঁশি বাজিয়ে ট্রাফিকের কাজ করে আজ শুনলাম তার দুটি সন্তান পড়াশোনা করছে তাদের পড়াশোনার জন্য একটু সহযোগিতা করতে পেরে ভালো লাগছে। ভবিষ্যতে তাকে জেলা প্রশাসন এর পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

মল্লিকা কিন্ডারগার্টেন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মোঃ শাহাজাদা হীরা: আজ ১৪ মার্চ সকাল সারেদশটায় বগুড়া রোড এলাকায় মল্লিকা কিন্ডারগার্টেন এর আয়োজনে, ৪২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০১৯ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। আরো উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরিশাল, খান মোঃ আব্দুল্লা আল মামুন, সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখা বরিশাল, মোহাম্মদ হোসেন চৌধুরী, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি পরিচালক পর্ষদ মল্লিকা কিন্ডারগার্টেন, এড. এ. কে. এম. জাহাঙ্গীরসহ মল্লিকা কিন্ডারগার্টেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন। অতিথিরা জাতীয় পতাকা উত্তোলন এবং ফেস্টুন উড়িয়ে ক্রিয়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন পরে ছাত্র ছাত্রী দের মাঝে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উজিরপুরে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা

মোঃ শাহাজাদা হীরা: আজ ১৪ মার্চ দুপুর ১২ টায় নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ঢাকা এর আয়োজনে। আলহাজ্ব বি. এন. খান ডিগ্রি কলেজ, উজিরপুর বরিশালের হলরুমে। ৫ম উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯ উপলক্ষে উজিরপুর উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজিরপুর, মাসুমা আক্তার, অফিসার ইনচার্জ, উজিরপুর মডেল থানা, শিশির কুমার পাল, আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা বির্বাচন কর্মকর্তা বরিশাল নুরুল আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা বরিশাল সদর, আব্দুল মান্নান, উজিরপুর উপজেলার নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা, আবদুল আলিমসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ভোটগ্রহণ কর্মকর্তাগণ প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন। পরে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এবং ৫ম উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯ এর আয়োজনে। উজিরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে। ৫ম উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভিজিল্যান্স ও অবজারভেশন এবং মনিটরিং টিমের সদস্যবৃন্দের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বরিশালে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা

মোঃ শাহাজাদা হীরা: প্রাথমিক শিক্ষার দীপ্তি উন্নত জীবনের ভিক্তি এই স্লোগান নিয়ে আজ ১৪ মার্চ বুধবার সকাল ৯ টায় জেলা প্রাথমিক শিক্ষা অফিস বরিশাল এর আয়োজনে। প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৯ অনুষ্ঠিত হয়। শুরুতে একটি র‌্যালি সার্কিট হাউজ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরিশাল, আবদুল লতিফ মজুমদার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরিশাল, খান মোঃ আব্দুল্লা আল মামুন, সহকারী পরিচালক জেলা প্রাথমিক শিক্ষা অফিস বরিশাল, আরিফ বিল্লাহ, বরিশাল জেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি, মোঃ হোসেন চৌধুরীসহ প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দরা উপস্থিত ছিলেন।

বরিশালের বাবুগঞ্জে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

মোঃ শাহাজাদা হীরা: আজ ১৩ মার্চ দুপুর ১২ টায় উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় বাবুগঞ্জ বরিশাল এর আয়োজনে। রাশেদ খান মেনন মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। ৫ম উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯ উপলক্ষে বাবুগঞ্জ উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবুগঞ্জ, সুজিত হালদার, আলোচনা সভার সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচব কর্মকর্তা বরিশাল অঞ্চল বরিশাল, মোঃ আলাউদ্দীন,
অফিসার ইনচার্য বাবুগঞ্জ, দিবাকর চন্দ দাস, জেলা বির্বাচন কর্মকর্তা বরিশাল নুরুল আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা বরিশাল সদর, আব্দুল মান্নান, বাবুগঞ্জ উপজেলার নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা, মোস্তফা কামালসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ভোটগ্রহণ কর্মকর্তাগণ প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন। পরে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এবং ৫ম উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯ এর আয়োজনে। বাবুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে। ৫ম উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভিজিল্যান্স ও অবজারভেশন এবং মনিটরিং টিমের সদস্যবৃন্দের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স এর উদ্বোধন

মোঃ শাহাজাদা হীরা: আজ ১১ মার্চ সকাল ১০ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে। সম্মেলন কক্ষ, জেলা প্রশাসকের কার্যালয় বরিশালে। ৫ দিন ব্যাপি ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল, উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল, আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল, মোঃ শহিদুল ইসলাম, উপ-পরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল, আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল, মোঃ ইকবাল আখতারসহ এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক কার্যালয় বরিশাল। এবং প্রশিক্ষণার্থী ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বরিশালে ভেজাল বিরোধী অভিযানে তিন রেস্টুরেন্টকে জরিমানা

মোঃ শাহাজাদা হীরা: আজ ১১ মার্চ বিকেল ৪ টার দিকে জেলা প্রশাসক বরিশাল এর নিদের্শনায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নগরীর লঞ্চঘাট এবং নথুল্লাবাদ এলাকায় ভেজাল বিরোধী এবং ভোক্তা অধিকার সংরক্ষণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রাসেল ইকবাল। এসময় বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ, খাবারের নিম্নমান, পোড়া তেলের ব্যবহার ইত্যাদি কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় কৃত অপরাধে নগরীর লঞ্চ ঘাট এলাকার চট্টগ্রাম মুসলিম হোটেলের মালিক মোঃ নাসির উদ্দিন (৪০) কে পনেরো (১৫০০০) হাজার টাকা, নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকার কস্তুরী রেস্তোরাঁ হোটেলের ম্যানেজার তারিকুল ইসলাম (৩৫) কে পাঁচ (৫০০০) হাজার টাকা এবং বাঙ্গালী হোটেল এন্ড রেস্তোরাঁ কর্মচারীকে ছয় (৬০০০) হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন মোবাইল কোর্ট। এ অপরাধে প্রসিকিউশন প্রদান করেন স্যানিটেরি ইন্সপেক্টর, বরিশাল সিটি কর্পোরেশন, সৈয়দ এনামুল হক। অভিযানে তিনটি প্রতিষ্ঠান থেকে মোট ছাব্বিশ (২৬,০০০) হাজার টাকা অর্থ জরিমানা আদায় করা হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মনীষা আহামেদ। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন এএসপি র‌্যাব-৮ বরিশাল, মুকুর চাকমা, কোতয়ালী মডেল থানা পুলিশ এবং র‌্যাব-৮ এর সদস্যরা। এই জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল।