ঝালকাঠিতে করোনা পরিস্থিতি নিয়ে কৃষি সচিবের সংবাদ সম্মেলন

আরিফুর রহমান আরিফ ॥ করোনা দুর্যোগ মেকাবেলায় জনসাধারনের করনীয়, ত্রান বন্টন, জনপ্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগের কর্মযজ্ঞ বিষয়ে ঝালকাঠিতে সংবাদ সম্মেলন করেছেন কৃষি সচিব নাসিরুজ্জামান। রোববার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সুগন্ধা সভাকক্ষে সংবাদ সম্মেলনে সচিব নাসিরুজ্জামান বলেন, ইতিমধ্যে জেলার জনপ্রতিনিধিদের সমন্নয়ে সভা করে কৃষি উৎপাদন ও বিপনন, আইন শৃঙ্খলা, ত্রান বিতরণ এবং করোনার সার্বিক বিষয়ে আলোচনা এবং বেশ কিছু গুরুত্বপুর্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। জেলায় খানা ওয়ারী ত্রান বিতরণ, বাহিরে চলাচলরত সকলকে বাধ্যতামুলক মাক্স ব্যবহার করা, ব্যক্তিগত ত্রান বিতরণের বিষয়ে জেলা প্রশাসনের সাথে সমন্নয় করাসহ ১৬টি গুরুত্তপুর্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সংবাদ সম্মলেনে জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. জোহর আলী, নেজারত ডেপুটি কালেক্টর আহম্মেদ হাসান, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আককাস সিকদারসহ অন্যান্য মিডিয়া কর্মীরা।

নলছিটিতে সরকারি চাল মজুদ রাখায় যুবলীগ নেতার জরিমানা, দণ্ড

নিজস্ব প্রতিবেদক :
ঝালকাঠির নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচি ও ভিজিডি’র চাল অসত্য তথ্য দিয়ে সংগ্রহ ও মজুদ রাখার অপরাধে আব্দুর রহিম হাওলাদার নামে এক যুবলীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার কুশঙ্গল গ্রামের আব্দুর রহিম হাওলাদার তার বাড়িতে সরকারি চাল মজুদ রেখেছেন এমন তথ্যের ভিত্তিতে শনিবার (২ মে) বিকেলে তার বাড়িতে অভিযান চালিয়ে অভিযান চালিয়ে ৩০ কেজি ওজনের ৪ বস্তা চালসহ তাকে আটক করে প্রশাসন। পরে এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেন।
দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম হাওলাদার ওই গ্রামের আ. বারেক হাওলাদারের ছেলে। সে কুশঙ্গল ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
নলছিটি উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত হোসেন জানান, অসত্য তথ্য দিয়ে বিভিন্ন সময় সরকারি চাল সংগ্রহ করার কথা স্বীকার করলে আব্দুর রহিম হাওলাদারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জব্দকৃত চালগুলো উপকারভোগীদের মাঝে বিতরণের নির্দেশনা দেয়া হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, অসহায় ও দুঃস্থদের জন্য সরকারের ভিজিডি কার্ড স্থানীয় একজন জনপ্রতিনিধির সহযোগিতায় নিজের স্বজনদের নামে করেন আব্দুর রহিম। ওই কার্ড দেখিয়ে প্রতি মাসে সরকারি বরাদ্দের চাল উঠিয়ে নিতেন তিনি। সেই চালই তার ঘরে মজুদ ছিল।
স্থানীয়দের প্রশ্ন, অন্য নামে বরাদ্দ হওয়া চাল তিনি কিভাবে উঠালেন? আর ইউনিয়ন পরিষদে থাকা মাস্টাররোলে স্বাক্ষর/টিপসই কে দিলো? সঠিক কার্ডধারীদের চাল দিতে ইউনিয়নে ট্যাগ অফিসার থাকা সত্বেও এমন ঘটনা কিভাবে ঘটলো?
প্রশাসনের কাছে এ অনিয়মের বিষয়টি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

ঝালকাঠিতে আমির হোসেন আমু’র পক্ষে ত্রান বিতরণ করলেন কৃষি সচিব নাসিরুজ্জামান

আরিফুর রহমান আরিফ ॥ শিল্পমন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু’র পক্ষ থেকে করোনা দুর্যোগ মোকাবেলায় অসহায়দেরকে ত্রান বিতরণ করা হয়েছে। শনিবার সকালে আমির হোসেন আমু’র ঝালকাঠির বাসভবনে অসহায়দের জন্য খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্ধোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি সচিব মো. নাসিরুজ্জামান। সচিব বলেন, সরকারের খাদ্য ভান্ডারে পর্যাপ্ত খাদ্য রয়েছে। এই দুর্যোগে কোন মানুষ না খেয়ে থাকবে না। তবে ধারনা করা হচ্ছে এই কনোর প্রাদুর্ভাব দীর্ঘ মেয়াদী হতে পারে। সেক্ষেত্রে ভবিষ্যতের কথা চিন্তা করে কৃষির দিকে আমাদের নজর বাড়াতে হবে।
আমির হোসেন আমু’র নিজ তহবিল থেকে ঝালকাঠি ও নলছিটিতে দু’দফায় ১০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। শনিবার প্রথম দফায় ৫টি ইউনিয়নে ৫ হাজার পরিবারকে এ ত্রান বিতরণ করা হয়। ত্রান বিতরণ উদ্ধোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামীলীগের সভাপতি সরদার মো. শাহআলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদ, কাউন্সিলর তরুন কর্মকার, কাউন্সিলর রেজাউল করিম জাকির, নারী নেত্রী শারমিন মৌসুমী কেকা প্রমুখ।

ঝালকাঠিতে ৫ হাজার পরিবারকে ব্যক্তি উদ্যোগে খাদ্য সামগ্রী দিয়েছেন আমু

ঝালকাঠি প্রতিনিধি:
করোনা সংকটে কর্মহীন হয়ে পড়া ঝালকাঠি সদর উপজেলার ৫ হাজার পরিবারের মাঝে ব্যক্তি উদ্যোগে খাদ্য সামগ্রী দিয়েছেন ঝালকাঠি-২ (ঝালকাঠি-নলছিটি) আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু। শনিবার সকালে ঝালকাঠির শহরের রোনালসে রোডে আমির হোসেন আমুর বাড়িতে এ কর্মসূচির উদ্বোধন করেন কৃষি মন্ত্রনালয়ের সচিব মো. নাসিরুজ্জামান।

এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রীর মধ্যে চাল, ডাল, আলু, চিড়া, মুড়ি, তেল, লবন ও সাবান দেওয়া হয়। আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু এসময় উপস্থিত থাকতে না পারলেও নেতাকর্মীরা জেলা শহর ছাড়াও সদর উপজেলার ইউনিয়ন পরিষদে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী পৌছে দেন কর্মহীন হয়ে পড়া পরিবারগুলোকে।

ঝালকাঠির কাঁচাবাজার পরিদর্শন করলেন কৃষি সচিব

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করে বেচাকেনায় দৃষ্টান্ত স্থাপন করা শেখ রাসেল মিনি স্টেডিয়ামের অস্থায়ী কাঁচাবাজার পরিদর্শন করেছেন কৃষি সচিব মো. নাসিরুজ্জামান। আজ শনিবার দুপুরে তিনি কাঁচাবাজারে প্রবেশ করে সামাজিক দূরত্বে মানুষের কেনাকাটা দেখে সন্তোষ প্রকাশ করেন।

বিক্রেতারাও ন্যায্যমূল্যে সবজি ও মাছ বিক্রি করায় খুশি কৃষি সচিব। বাজারের প্রতিটি দোকান ঘুরে দেখেন তিনি। কৃষি সচিব বাজারের পরিবেশ আরো ভালো করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেন। বাজার পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ও অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহমুদ হাসান উপস্থিত ছিলেন।

রাজাপুরে সমাজকর্মী রাজিয়া বেগমের ব্যক্তিগত উদ্যোগে ৫শ’ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের বড়ইয়া ও দক্ষিণ বড়ইয়া এ ২ গ্রামের ৫শ’ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ দিয়েছেন সমাজকর্মী রাজিয়া বেগম। শনিবার দুপুর ১২টার দিকে দক্ষিণ বড়ইয়া স্কুল মাঠে থানা পুলিশের সহায়তায় সামাজিক দুরত্ব বজায় রেখে সমাজকর্মী রাজিয়া বেগম নিজেই উপস্থিত থেকে প্রত্যেক পরিবারের হাতে ১৩শ টাকা খরচের খাদ্য সামগ্রীর প্যাকেট হাতে তুলে দেন।

এসময় তিনি মাস্ক ও গ্লোবস ও ২৫ ব্যক্তিকে নগদ ৩০ হাজার টাকা প্রদান করেন। সমাজকর্মী রাজিয়া বেগম জানান, বর্তমানে কর্মহীন মানুষ খুবই অভাবে রয়েছে, এসব কথা চিন্তা করেই নিজ উদ্যোগে ৫ শতাধিক পরিবারকে খাদ্য ও টাকাসহ মাস্ক ও গ্লোবস দিয়েছি। এ সহযোগীতা অব্যাহত থাকবে। সমাজকর্মী রাজিয়া বেগম ঝালকাঠি মহিলা আ’লীগের সাবেক আহবায়ক।

নলছিটিতে প্রতিপক্ষের হামলায় আহত ৪

নিজস্ব প্রতিবেদক:ঝালকাঠির নলছিটিতে পূর্বশত্রুতার জের ধরে নিজ দলীয় প্রতিপক্ষের হামলায় চারজন আহত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের চৌমাথা বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওই ইউনিয়নের কাটাখালী গ্রামের জাহাঙ্গীর মোল্লা, আমতলী গ্রামের রিপন খান, মাসুম খান ও আলতাফ হাওলাদার। এদের মধ্যে মাসুম খানের অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোল্লারহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান যুবলীগ নেতা আক্কাস সরদারের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় আক্কাস সরদারের অনুসারী জাহাঙ্গীর মোল্লা, রিপন খান, মাসুম খান ও আলতাফ হাওলাদার স্থানীয় চৌমাথা বাজারে গেলে সোহেল রানা ও তার ভাই সুমন তাদের অকথ্য ভাষায় গালাগাল দেয়। এসময় আক্কাসের অনুসারীরা এর প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ
বাঁধে। এতে ওই চারজন আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধারে করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসাপাতালে নিয়ে গেলে জাহাঙ্গীর মোল্লা, রিপন খান ও আলতাফ হাওলাদার করোনা পরিস্থিতির কারণে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে আসে। কিন্তু মাসুদ খানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা অভিযোগ করেন, ‘ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানার নেতৃত্বে ৭/৮ জনের একটি বাহিনী লাঠিসোটা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এরপর নিজেরা তাদের (সোহেল গ্রুপের)
অফিস ভাঙচুর করে নাটক সাজিয়ে আমাদের ফাঁসানোর পায়তারা করছে।’

এ ব্যাপারে মোল্লারহাট তদন্ত কেন্দ্রের সহকারি উপপরিদর্শক (এএসআই) আহাসাব খান জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি।

ঝালকাঠিতে মধ্যরাতেও অসহায়ের বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছে জেলা প্রশাসন

আরিফুর রহমান আরিফ ॥ কভিড ১৯ নভেল করোনা ভাইরাস স্থবির করে দিয়েছে মানুষের কর্মস্থল। সরকার, সেচ্ছাসেবী সংগঠন এবং ব্যাক্তি উদ্দোগে ত্রান দেয়া হচ্ছে বিভিন্ন শ্রেনীর মানুষকে। এর পরেও ত্রানথেকে বঞ্চিত হচ্ছেন মধ্যবিত্ত একশ্রেনীর মানুষ। শত কষ্টের মধ্যেও তারা তাদের হাড়ির খবর প্রকাশ করেন না কখনো। কিন্ত প্রধানমন্ত্রী ঘোষনা দিয়েছেন যার কোন বলার যায়গা নেই তার জন্য রয়েছে সরকারের একটি নম্বর ৩৩৩। জরুরী তথ্য সেবা’র ৩৩৩ হটলাইন টেলিফোন নম্বরে কল করে অনেকেই যানাচ্ছেন ঘরের খাবার সংকটের কথা। আর সেসব মানুষের ঘরে মধ্যরাতেও খাবার নিয়ে ছুটছেন জেলা প্রশাসন। বৃহস্পতিবার রাতে ঝালকাঠির বিভিন্ন পাড়া মহল্লায় দেখা গেছে ব্যাতিক্রম এক দৃশ্য। ৩৩৩ নম্বরে কল করা এসব মানুষের কাছে খাদ্য সামগ্রী নিয়ে নিরবে হাজির হচ্ছেন ঝালকাঠি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (NDC)#আহম্মেদ_হাসান। সরকারের এমন সেবা পেয়ে অনেকেই ছেড়ে দিচ্ছেন চোখের জল। কেউবা আবার ভুলে যাচ্ছিলো কথা বলার ভাষাটুকুও। এনডিসি আহম্মেদ হাসান বলেন, ‘যেহেতু কষ্টচেপে রেখে কাউকে খাদ্য সংকটের কথা না বলে জাতীয় জরুরী সেবা’র হটলাইন টেলিফোন নম্বরের আশ্রয় নিয়েছে, সে কারনেই জেলা প্রশাসক মো. জোহর আলী স্যারের নির্দেশ ক্রমে আমরা গোপনীয়তা রক্ষাকরে মাননীয় প্রধান মন্ত্রীর উপহার সরুপ এই খাদ্য সহায়তা রাতের বেলায়ই করে থাকি।

বরগুনায় জেলা প্রশাসক কর্তৃক শিশু খাদ্য বিতরণ

সৈকত কর্মকার,বরগুনা:
করোনার প্রাদুর্ভাবের কারণে সারা বাংলাদেশে অসহায়দের মাঝে বিভিন্নভাবে সহায়তা করছে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী মাননীয় শেখ হাসিনা সরকার।পূর্ব ঘোষণা অনুযায়ী শিশুদের জন্য খাবারের ব্যবস্থা করার কথা বলেছিল জননেত্রী শেখ হাসিনা তারই ধারাবাহিকতায় বরগুনার শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বসে বিতরণ করা হয়েছে শিশু খাদ্য সামগ্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শিশু খাদ্য সামগ্রী বরগুনায় ৫০০ জন মায়ের হাতে তুলে দিয়েছেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। জেলা প্রশাসক মহোদয় মোস্তাইন বিল্লাহ বলেন আমরা সব সময় অসহায়দের পাশে আছি।

ঝালকাঠিতে ধান কেটে দিল জেলা ছাত্রলীগ, কৃষকের মুখে হাসি

অবজারভার ডেস্ক: করোনাকালে শ্রমিক সংকট থাকায় ঝালকাঠি সদর উপজেলার রণমতি গ্রামের কৃষক আবদুস ছত্তারের এক বিঘা জমির বোরো ধান কেটে দিয়েছে জেলা ছাত্রলীগ। আজ মঙ্গলবার সকালে জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক ও সাধারণ সম্পাদক এস এম আল-আমিনের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা ধান কাটা শুরু করে। চার ঘণ্টায় তাঁরা এক বিঘা জমির ধান কাটেন।

পরে তাঁরা আটি বেধে ওই কৃষের বাড়িতে ধান পৌছে দেন। ধান কেটে দেওয়ায় খুশি কৃষক ছত্তার। জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক জানান, করোনায় ঝালকাঠি জেলায় শ্রমিক সংকট দেখা দেওয়ায় কৃষকরা তাদের ধান কাটার শ্রমিক পাচ্ছে না। খবর পেয়ে জেলা ছাত্রলীগ একটি টিম গঠন করে।

যেখানেই শ্রমিক সংকট, সেখানেই ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত হয়ে কৃষকের ধান কেটে দিবে। আজ থেকে এ কর্মসূচি শুরু করা হয়েছে। কৃষক আবদুস ছত্তার বলেন, আমি গরিব মানুষ কোথাও ধান কাটার শ্রমিক পাচ্ছিলাম না। ছাত্রলীগ এসে আমার ধান কেটে বাড়িতে দিয়ে এসেছে। আমি তাদের কাছে কৃতহজ্ঞ।