ঝালকাঠিতে করোনা পরিস্থিতি নিয়ে কৃষি সচিবের সংবাদ সম্মেলন

আরিফুর রহমান আরিফ ॥ করোনা দুর্যোগ মেকাবেলায় জনসাধারনের করনীয়, ত্রান বন্টন, জনপ্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগের কর্মযজ্ঞ বিষয়ে ঝালকাঠিতে সংবাদ সম্মেলন করেছেন কৃষি সচিব নাসিরুজ্জামান। রোববার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সুগন্ধা সভাকক্ষে সংবাদ সম্মেলনে সচিব নাসিরুজ্জামান বলেন, ইতিমধ্যে জেলার জনপ্রতিনিধিদের সমন্নয়ে সভা করে কৃষি উৎপাদন ও বিপনন, আইন শৃঙ্খলা, ত্রান বিতরণ এবং করোনার সার্বিক বিষয়ে আলোচনা এবং বেশ কিছু গুরুত্বপুর্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। জেলায় খানা ওয়ারী ত্রান বিতরণ, বাহিরে চলাচলরত সকলকে বাধ্যতামুলক মাক্স ব্যবহার করা, ব্যক্তিগত ত্রান বিতরণের বিষয়ে জেলা প্রশাসনের সাথে সমন্নয় করাসহ ১৬টি গুরুত্তপুর্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সংবাদ সম্মলেনে জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. জোহর আলী, নেজারত ডেপুটি কালেক্টর আহম্মেদ হাসান, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আককাস সিকদারসহ অন্যান্য মিডিয়া কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *