বানারীপাড়ায় বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বরিশালের বানারীপাড়ায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় উপজেলা মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার সভাপতিত্বে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় জাতীয় পতাকার সঠিক মাপ নির্ণয় করে যথাযথ ভাবে উত্তোলন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমানের প্রতৃকৃতিতে পুষ্পমাল্যর বিনম্র শ্রদ্ধাঞ্জলী অর্পন সহ স্বাস্থ্য বিধি মেনে বিভিন্ন কর্মসূচি পালন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তুিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা, মুক্তিযুদ্ধ কালীন বেজ কমান্ডার বেনী লাল দাস গুপ্ত বেনুদা,

উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুরুল হুদা, নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মফিজুর রহমান।

সভায় অন্যান্যেরর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খিজির সসরদার, যুগ্ম-সম্পাদক এটিএম মোস্তফা সরদার, আব্দুল জলিল ঘরামী, সদস্য ডা. খোরশেদ আলম সেলিম, ওসি (তদন্ত) মো. জাফর আহম্মেদ,

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহসিন-উল- হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম, নির্বাচন কর্মকর্তা মনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা দিপিকা রানী সেন, মৎস্য কর্মকর্তা জামাল হোসাইন,

প্রাথমিক কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সহ-সভাপতি কেএম শফিকুল আলম জুয়েল, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন প্রমূখ।

বরিশাল বিভাগীয় স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

শামীম আহমেদ ॥ স্বেচ্ছাসেবক দলের কার্যক্রম গতিশীল ফিরিয়ে আনা সহ নতুন নেতৃত্ব সৃষ্টি করার লক্ষে বরিশাল বিভাগীয় টিমের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের সাথে দিন ব্যাপি ওয়ার্ড ভিত্তিক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৪) ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে অনুষ্ঠিত হয়। বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় সহ-সভাপতি ও বরিশাল বিভাগীয় টিম লিডার মোঃ আজহারুল হক মুকুল, সহ-সভাপতি (বরিশাল বিভাগ) মোঃ ফরিদ উদ্দিন আহম্মেদ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক আরিফুর রহমান আরিফ,সহ-সাধারন সম্পাদক ফজলুল কবির জুয়েল,সহ-সাধারন সম্পাদক সরদার মোঃ নুরুজ্জামান,সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন আহমেদ, সহ-স্ংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম লিপন। এখানে আরো উপস্থিত ছিলেন মহানগর সহ-সভাপতি জাহিদুল ইসলাম সমির সহ বিভিন্ন মহানগর স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ।

বরিশাল বিভাগীয় টিম লিডর ও প্রধান অতিথি মোঃ আজহারুল হক মুকুল কর্মী সভায় বলেন, বরিশাল স্বেচ্ছাসেবক দল হবে দেশের মধ্যে মডেল। এখানের দলীয় নেতা-কর্মীদের মাঝে জাতীয়তাবাদী দলের বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি কেন্দ্রীয় (ভারপ্রাপ্ত) ভাইস চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ নিয়ে এখানকার সু-শৃঙ্খল স্বেচ্ছাসেবক দলের কর্মীরা আগামী আন্দোল-সংগ্রামে অগ্রগামী ভূমিকা পালন করার জন্য আহবান জানান।

পরে কর্মী সভায় কমিটি গঠন করার লক্ষে ওয়ার্ড ভিত্তিক বিভিন্ন নেতৃবৃন্দের বক্তব্য শোনেন। এর পূর্বে কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবুর রুহের মাগফেরাত কামনা করে দোয়া- মোনাজাত করা হয়।

অনুষ্ঠান সঞ্চলনা করে বরিশাল মহানগর সাধারন সম্পাদক মসিউর রহমান মঞ্জু।

যে সময়ে হবে ৪১তম বিসিএস পরীক্ষা

এখনই হচ্ছে না ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। মহামারি করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরেই এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার সরকারি কর্মকমিশন (পিএসসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

নামপ্রকাশে অনিচ্ছুক পিএসসির এক কর্মকর্তা বলেন, চলতি বছরের মার্চে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেয়া হয়েছিল। তবে, করোনার কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। কোন মাসে প্রিলি পরীক্ষা আয়োজন করা যাবে সেটি নির্দিষ্ট করে বলা না গেলেও করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা হবে না এটি নিশ্চিতভাবেই বলা যায়।’

পিএসসি সূত্রে জানা যায়, গত বছরের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই বিসিএসে রেকর্ড ৪ লাখ ৭৫ হাজার প্রার্থী আবেদন করেন। ৪১তম বিসিএসে ২ হাজার ১৬৬ জনকে নিয়োগ দেয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী ৪১তম বিসিএসে সবচেয়ে বেশি নেয়া হবে শিক্ষা ক্যাডারে। এই ক্যাডারে ৯১৫ জনকে নিয়োগ দেয়া হবে। এর মধ্যে বিসিএস শিক্ষায় প্রভাষক ৯০৫ জন, কারিগরি শিক্ষা বিভাগে প্রভাষক ১০ জন নেয়া হবে।

শিক্ষার পরেই রয়েছে প্রশাসন ক্যাডার। এখানে ৩২৩ জনকে নিয়োগ দেয়া হবে। পুলিশে ১০০ জন, বিসিএস স্বাস্থ্যতে সহকারী সার্জন ১১০ জন ও সহকারী ডেন্টাল সার্জন ৩০ জন নেয়া হবে।

পররাষ্ট্রে ২৫ জন, আনসারে ২৩ জন, অর্থ মন্ত্রণালয়ে সহকারী মহাহিসাবরক্ষক (নিরীক্ষা ও হিসাব) ২৫ জন, সহকারী কর কমিশনার (কর) ৬০ জন, সহকারী কমিশনার (শুল্ক ও আবগারি) ২৩ জন ও সহকারী নিবন্ধক হিসেবে ৮ জনকে নেয়া হবে।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে পরিসংখ্যান কর্মকর্তা ১২ জন, রেলপথ মন্ত্রণালয়ে সহকারী যন্ত্র প্রকৌশলী ৪ জন, সহকারী ট্রাফিক সুপারিনটেনডেন্ট ১ জন, সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক ১ জন, সহকারী প্রকৌশলী (সিভিল) ২০ জন, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) হিসেবে ৩ জনকে নেয়া হবে।

তথ্য কর্মকর্তা বা গবেষণা কর্মকর্তা ২২ জন, সহকারী পরিচালক (অনুষ্ঠান) ১১ জন, সহকারী বার্তা নিয়ন্ত্রক ৫ জন, সহকারী বেতার প্রকৌশলী ৯ জন, স্থানীয় সরকার বিভাগে বিসিএস জনস্বাস্থ্য প্রকৌশলে সহকারী প্রকৌশলী ৩৬ জন, সহকারী বন সংরক্ষক ২০ জন।

সহকারী পোস্টমাস্টার জেনারেল পদে ২ জন, বিসিএস মৎস্যতে ১৫ জন, পশুসম্পদে ৭৬ জন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ১৮৩ জন ও বৈজ্ঞানিক কর্মকর্তা ৬ জন, বিসিএস বাণিজ্যে সহকারী নিয়ন্ত্রক ৪ জন।

পরিবার পরিকল্পনা কর্মকর্তা ৪ জন, বিসিএস খাদ্যে সহকারী খাদ্য নিয়ন্ত্রক ৬ জন ও সহকারী রক্ষণ প্রকৌশলী ২ জন, বিসিএস গণপূর্তে সহকারী প্রকৌশলী (সিভিল) ৩৬ জন ও সহকারী প্রকৌশলী (ই/এম) হিসেবে ১৫ জন কর্মকর্তাকে এই বিসিএসে নিয়োগ নেয়া হবে।

উজিরপুর পৌরসভার আ’লীগের প্রার্থী গিয়াস উদ্দিনের মনোনয়ন ফরম দাখিল

বরিশাল জেলার আসন্ন উজিরপুর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী উজিরপুর উপজেলার আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও সফল মেয়র জনপ্রিয় নেতা গিয়াস উদ্দিন বেপারি আজ ১লা ডিসেম্বর মঙ্গলবার সকালে উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সকল নেত্রীবৃন্দকে সাথে নিয়ে উপজেলা নির্বাচন কমিশনের সহকারী রির্টানিং কর্মকর্তা মুহাম্মদ আলী মদ্দীন’এর হাতে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার মনোনয়ন ফরম দাখিল করেন।

সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগ অফিসে সকল নেতাকর্মীদের উপস্থিতে সাবেক ছাত্রলীগ সভাপতি আনিসুর রহমান নয়ন এর সঞ্চালনায় আলোচনা সভায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ও বঙ্গবন্ধুর ভাগ্নে দক্ষিণ অঞ্চলের রাজনৈতিক অভিভাবক জননেতা আলহাজ্ব আবদুল হাসনাত আবদুল্লাহর সুসাস্থ ও দির্ঘায়ু কামনায় এবং মহীয়সী নারী নেত্রী সাহানারা আব্দুল্লাহ’র আত্মার মাগফিরাত কামনা’সহ সকল আওয়ামী লীগ নেতার মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়।

আলোচনা শেষে সকলের দোয়া ও ভালোবাসায় সিক্ত হয়ে আওয়ামী লীগ অফিস থেকে সকল নেত্রীবৃন্দকে সাথে নিয়ে উৎসব মূখর পরিবেশে বিশাল এক নৌকার কাফেলা নিয়ে মনোনয়ন ফরম দাখিল করেন জননন্দিত সফল মেয়র গিয়াস উদ্দিন বেপারি।

এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ইকবাল, সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আব্দুল ওয়াদুত সরদার, বানারীপাড়া পৌর মেয়র এ্যাড. সুভাষ চন্দ্র শীল,

উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি নুর মোহাম্মদ হাওলাদার, অশোক কুমার হাওলাদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক মোঃ ইকবাল বালী, ওটরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ শাহদাত হোসেন, শিকারপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সরোয়ার হোসেন, বরাকোঠা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম মৃধা,

সাতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার লিটন, জল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেবী রানী হালদার, গুঠিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডাঃ দেলোয়ার হোসেন, হারতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডাঃ হরেন রায়,

বামরাইল ইউনিয়ন চেয়ারম্যান ইউসুফ হাওলাদার, ওটরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এম এ খালেক রাড়ী, হারতা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বিশ্বাস, উপজেলা মুক্তিযুদ্ধা ডেপুটি কমান্ডার হারুন মুন্সি, শ্রমিক লীগের আহবায়ক আনোয়ার হোসেন খান,

শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক ও শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম শিপন মোল্লা, আওয়ামী লীগ নেতা আজিজ সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি বাবু অসীম ঘরামী, উপজেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জালিছ মাহমুদ শাওন’সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অংঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং কর্মী সর্মথকবৃন্দ।

বরিশালে চল্লিশোর্ধদের নিয়ে এক ব্যাতিক্রমী ফুটবল খেলা অনুষ্ঠিত

বরিশাল নগরীর কাউনিয়া বালুর মাঠে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে চল্লিশোর্ধদের নিয়ে এক ব্যাতিক্রমী ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। দৃষ্টিনন্দন এই খেলায় টেক্সটাইল আবাহনী নীল ও লাল দল অংশগ্রহণ করে। খেলার নির্ধারিত সময়ে কোন দল গোল করতে পারে নি। পরে ট্রাইবেকারে ৩-২ গোলে টেক্সটাইল আবাহনী নীল দল জয় পায়।

শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪ টায় নগরীর কাউনিয়া বালুর মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলা উপভোগ করতে নগরীর বিভিন্ন এলাকা থেকে হাজারো ফুটবল প্রেমিরা ছুটে আসেন সেখানে। তারুণ্যের উন্মাদনা নিয়ে এলাকার যুবকরা ও পাশাপাশি সর্বস্তরের ব্যক্তিবর্গ-সহ সকল শ্রেণি-পেশার ফুটবল প্রেমিরা সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

সব মিলিয়ে এমন ভিন্ন আয়োজনে এক সাথে খেলা দেখতে পেরে আনন্দিত এবং বিনোদনের এক ভিন্ন আমেজে মেতে ছিল ক্রীড়া প্রেমী দর্শকরা।’

মামলার দীর্ঘসূত্রিতা কমিয়ে নিষ্পত্তির উপায় খুঁজতে অনুরোধ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সারাদেশের আদালতে ৩৭ লাখ ৯৪ হাজার ৯০৮টি মামলা বিচারাধীন। এ সব মামলার দীর্ঘসূত্রিতা কমিয়ে দ্রুততম সময়ে রায় দেয়ার উপায় বের করার জন্য বিচারক ও আইনজীবীসহ সবার প্রতি অনুরোধ জানিয়েছেন। সরকারের পক্ষ থেকে কোনো কিছু করার প্রয়োজন হলে তা করা হবে কিন্তু এতগুলো মামলা এভাবে পড়ে থাকুক তা চায় না। খুব অল্প সময়ে অল্প খরচে ভোগান্তিমুক্ত বিচার পেতে পারে, সে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ঢাকায় নবনির্মিত চিফ জুডিশিয়াল আদালত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বুধবার (৪ নভেম্বর) প্রধানমন্ত্রী একথা বলেন। এ সময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হোন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, আদালতের রায় সম্ভব হলে বাংলায় লিখার কিংবা ইংরেজিতে লিখলেও তা ট্রান্সলেটরের মাধ্যমে বাংলায় লিখিয়ে রায়টি বিচারপ্রার্থীর কাছে দিলে তিনি কী বিচার পেলেন তা দেখার সুযোগ পাবেন। অনেকদিন ধরে বিচারকরা ইংরেজিতে রায় লিখে অভ্যস্ত হয়ে গেছেন। হুট করে বাংলায় রায় লেখার কথা বলাটাও ঠিক হবে না। তবে ট্রান্সলেটর নিয়োগ দিয়ে তা বাংলায় রূপান্তর করে তা প্রচারেরও ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

বাবুগঞ্জ উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক এড. সোহেলের মাতার মৃত্যু! বিভিন্ন মহলেরশোক

বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক ড. মনিরুজ্জামান শাহিন ও বরিশালের বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক,জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ন-সম্পাদক বরিশাল “ল” কলেজের প্রভাষক এ্যাডভোকেট সামসুজ্জামান সোহেল(এপিপি)এর রত্নগর্ভা মাতা মোসাম্মৎ মনোয়ারা বেগম(৬৮) শনিবার দুপুর ১২:৩০ মিনিটে বরিশাল শের-ই বাংলা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।(ইন্নানিল্লাহি —–রাজেঊন)

মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি ৫ ছেলে,নাতি নাতনি সহ অসংখ্য আত্বীয় স্বজন,গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমার নামাজে জানাজা শনিবার বাদ আসর তার গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের সিংহেরকাঠী গ্রামে অনুষ্ঠিত হয়।

এদিকে রত্নগর্ভা এই মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু,সাবেক সচিব সিরাজ উদ্দিন আহমেদ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এসএম খালে হোসেন স্বপন,উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদ মোস্তফা কামাল চিশতী,জেলা পরিষদের সদস্য মাইনূল হোসেন পারভেজ,ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ,মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব,উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মৃধা মু. আক্তার উজ জামান মিলন, ইঞ্জিনিয়ার শাহারিয়ার শিল্পী, আহম্মেদ,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান শিমুল, আ’লীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইনূর রহমান শিকদার,বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক আতিকুর রহমান।

রহমতপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার মাহমুদ, সাবেক চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, জাতীয় পার্টির আহবায়ক মুকিতুর রহমান কিসলু, সদস্য সচিব শফিউল আযম,যুগ্ন আহ্বায়ক ওমর ফারুক বাবুল আকন,যুগ্ন আহবায়ক সিদ্দিকুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুবুর রহমান সোহাগ,ঢাকা মহানগর (উত্তর) যুব মহিলা লীগের সহ-সভাপতি সালমা আক্তার, জেলা জাতীয় যুব-সংহতির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম (জিএম সহিদ), ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সহ- সভাপতি সুজন আহমেদ,,যুবদল নেতা মোস্তাফিজুর রহমান টুলু,ইউপি সদস্য জামাল হোসেন পুতুল।

বাবুগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ শাহজাহান খান, সাবেক সভাপতি জসিম উদ্দিন,সহ-সভাপতি রফিকুল ইসলাম,শাহাব উদ্দিন বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক আরিফ হোসেন,দেলোয়ার রাসেল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ন সম্পাদক আক্তার হোসেন, আব্দুল্লাহ-আল মামুন,সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন,সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, মহিবুল ইসলাম সোহাগসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এ সময় তারা এ্যাডভোকেট সামসুজ্জামান সোহেল’র মায়ের মৃত্যুতে মরহুমার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ।

চিরনিদ্রায় শায়িত ছাত্রলীগ নেতা সাদ্দাম

বরিশাল জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শহীদুল ইসলাম সাদ্দামের দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে তার নিজ বাড়ি বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় সমাহিত করা হয়।

এর আগে সকাল ১০টায় সরকারি ব্রজমোহন কলেজ ক্যাম্পাসে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। রাজনৈতিক নেতাকর্মী, বিএম কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্বজনরা অংশগ্রহণ করেন।

সাদ্দামের মৃত্যুতে বরিশালে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক জানিয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ নেতৃবৃন্দ।

সরকারি ব্রজমোহন কলেজ ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি শামিল শাহরোখ তমাল বলেন, কলেজে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় থাকা সাদ্দামের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোক বিরাজ করছে। সাদ্দাম অত্যান্ত স্বচ্ছ একজন ছাত্রনেতা ছিলেন। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক জানান, ছাত্রলীগ তার লড়াই-সংগ্রামের এক আদর্শিক নেতাকে হারিয়েছে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন শহীদুল ইসলাম সাদ্দাম।সর্বশেষ হৃদযন্ত্রে রিং পড়ানোর জন্য রাজধানীর হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি হয়েছিলেন। সেখানে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় রিং পড়ানোর সময়ে মৃত্যুবরণ করেন জনপ্রিয় এই ছাত্রনেতা।

বিএম ক‌লে‌জে হামলার ঘটনায় মামলা, তদন্ত ক‌মি‌টি গঠন

ব‌রিশাল সরকা‌রি ব্রজ‌মোহন (বিএম) ক‌লে‌জের সমাজ কল্যান বিভা‌গে হামলা, ভাঙচুর এবং ক‌ম্পিউটার অপা‌রেটর‌কে কু‌পি‌য়ে আহত করার ঘটনায় মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে। পাশাপা‌শি ঘটনা তদ‌ন্তে তিন সদ‌স্যের ক‌মি‌টি গঠন ক‌রে‌ছে ক‌লেজ প্রশাস‌ন।

বৃহস্প‌তিবার ব‌রিশাল কোতয়ালী ম‌ডেল থানায় ২০/২৫ জন‌কে অজ্ঞাত ক‌রে মামলা‌টি দা‌য়ের ক‌রেন এই ঘটনায় আহত মিজানুর রহমান বাচ্চু।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন থানা পু‌লি‌শের ও‌সি নুরুল ইসলাম।

এ‌দি‌কে বিএম ক‌লে‌জের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড: গোলাম কিব‌রিয়া জানান, সমাজকল্যান বিভা‌গে হামলা, ভাঙচুর ও ক‌ম্পিউটার অপা‌রেটর‌কে কু‌পি‌য়ে আহত করার ঘটনায় তিন সদ‌স্যের এক‌টি তদন্ত ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে। সমাজকলান বিভা‌গের সহ‌যো‌গি অধ্যাপক জাহাঙ্গীর কবির‌কে প্রধান ক‌রে এই ক‌মি‌টি গঠন করা হয়। এই ক‌মি‌টির অন্য সদস্যরা হ‌লো, ইং‌রেজী বিভা‌গের সহকারী অধ্যাপক মনিরুল আহসান হিরু এবং অর্থনী‌তি বিভা‌গের সহকারী অধ্যাপক জা‌হিদুল ইসলাম। ক‌মি‌টি‌কে ২২ সে‌প্টেম্বরের ম‌ধ্যে তদন্ত প্র‌তি‌বেদন জমা দি‌তে বলা হ‌য়ে‌ছে।

এছাড়া থানায় আমরা লি‌খিত ভা‌বে জা‌নি‌য়ে‌ছি বিষয়‌টি।

এবার জেএসসি-জেডিসি পরীক্ষাও বাতিল

মহামারীর করোনাভাইরাসের কারণে ২০২০ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

এর আগে করোনা পরিস্থিতির কারণে প্রাথমিক শিক্ষা সমাপনী ও জেএসসি পরীক্ষা বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। গত সপ্তাহে এ নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সচিব আহমদ কায়কাউসের উপস্থিতিতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিবের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এই সিদ্ধান্ত নেয়া হয়। এর ভিত্তিতে উভয় মন্ত্রণালয়ে পৃথক দুটি সারসংক্ষেপ তৈরি হয়।

ওই প্রস্তাবে সম্মতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত মঙ্গলবার প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষা বাতিলে সারসংক্ষেপ প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো হয়। এতে এ দুই পরীক্ষার পরিবর্তে স্কুল ও মাদ্রাসায় শিক্ষার্থীদের মূল্যায়নের প্রস্তাব রাখা হয়েছিল। পাশাপাশি পরীক্ষা বাতিল করা হলে এ বছরের জন্য মেধাবৃত্তিও না দেয়ার প্রস্তাবও ছিল এতে।

পরে প্রধানমন্ত্রীর কার্যালয় পরীক্ষা বাতিলের প্রস্তাবে সম্মতি দিয়ে সেটি মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়।

উল্লেখ্য, মহামারী করোনাভাইরাসের কারণে গত ১৮ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। প্রধানমন্ত্রীর কাছে পাঠানো প্রস্তাবে মন্ত্রণালয় বলেছে– ১৮ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকায় ৩১ আগস্ট পর্যন্ত ৭১টি কর্মদিবস নষ্ট হচ্ছে। এতে শিক্ষার্থীদের ৪০৬ বিষয়ভিত্তিক পাঠদান ক্ষতিগ্রস্ত। ১ জানুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত সিলেবাসের মাত্র ৩০ থেকে ৩৫ শতাংশ পড়ানো সম্ভব হয়েছে। পাঠ্যবইয়ের অবশিষ্ট অংশ শেষ করতে কমপক্ষে ৫০ কর্মদিবস দরকার। নভেম্বর-ডিসেম্বর মাসে পাঠদান কার্যক্রম চালানো সম্ভব হলেও ৫০ কর্মদিবস পাওয়া যাবে না।

এতে আরও বলা হয়, করোনাভাইরাসের বিদ্যমান প্রাদুর্ভাবে সেপ্টেম্বর মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া সম্ভব হবে কিনা সে সিদ্ধান্ত এখনও নেয়া হয়নি। খুলে দেয়া হলে অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে নাও পাঠাতে পারেন। জাপান, দক্ষিণ কোরিয়া ও দক্ষিণ আফ্রিকায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার পর ভাইরাস পরিস্থিতিতে পুনরায় বন্ধ করে দিতে হয়েছে। অন্যদিকে করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর টেলিভিশনে পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু সমীক্ষায় দেখা গেছে, মাত্র ৫৬ শতাংশ শিক্ষার্থী টেলিভিশন পাঠদানের সুযোগটি গ্রহণ করতে সক্ষম হয়েছে।

সম্প্রতি বেতারে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। এতে ৯৭ দশমিক ৬ শতাংশ শিক্ষার্থী পাঠদানের আওতায় আসতে পারে। এ ছাড়া ৭৬ শতাংশ শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে লেখাপড়ার বিষয়ে কথা বলতে পেরেছে।