উজিরপুর পৌরসভার আ’লীগের প্রার্থী গিয়াস উদ্দিনের মনোনয়ন ফরম দাখিল

বরিশাল জেলার আসন্ন উজিরপুর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী উজিরপুর উপজেলার আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও সফল মেয়র জনপ্রিয় নেতা গিয়াস উদ্দিন বেপারি আজ ১লা ডিসেম্বর মঙ্গলবার সকালে উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সকল নেত্রীবৃন্দকে সাথে নিয়ে উপজেলা নির্বাচন কমিশনের সহকারী রির্টানিং কর্মকর্তা মুহাম্মদ আলী মদ্দীন’এর হাতে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার মনোনয়ন ফরম দাখিল করেন।

সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগ অফিসে সকল নেতাকর্মীদের উপস্থিতে সাবেক ছাত্রলীগ সভাপতি আনিসুর রহমান নয়ন এর সঞ্চালনায় আলোচনা সভায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ও বঙ্গবন্ধুর ভাগ্নে দক্ষিণ অঞ্চলের রাজনৈতিক অভিভাবক জননেতা আলহাজ্ব আবদুল হাসনাত আবদুল্লাহর সুসাস্থ ও দির্ঘায়ু কামনায় এবং মহীয়সী নারী নেত্রী সাহানারা আব্দুল্লাহ’র আত্মার মাগফিরাত কামনা’সহ সকল আওয়ামী লীগ নেতার মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়।

আলোচনা শেষে সকলের দোয়া ও ভালোবাসায় সিক্ত হয়ে আওয়ামী লীগ অফিস থেকে সকল নেত্রীবৃন্দকে সাথে নিয়ে উৎসব মূখর পরিবেশে বিশাল এক নৌকার কাফেলা নিয়ে মনোনয়ন ফরম দাখিল করেন জননন্দিত সফল মেয়র গিয়াস উদ্দিন বেপারি।

এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ইকবাল, সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আব্দুল ওয়াদুত সরদার, বানারীপাড়া পৌর মেয়র এ্যাড. সুভাষ চন্দ্র শীল,

উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি নুর মোহাম্মদ হাওলাদার, অশোক কুমার হাওলাদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক মোঃ ইকবাল বালী, ওটরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ শাহদাত হোসেন, শিকারপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সরোয়ার হোসেন, বরাকোঠা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম মৃধা,

সাতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার লিটন, জল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেবী রানী হালদার, গুঠিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডাঃ দেলোয়ার হোসেন, হারতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডাঃ হরেন রায়,

বামরাইল ইউনিয়ন চেয়ারম্যান ইউসুফ হাওলাদার, ওটরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এম এ খালেক রাড়ী, হারতা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বিশ্বাস, উপজেলা মুক্তিযুদ্ধা ডেপুটি কমান্ডার হারুন মুন্সি, শ্রমিক লীগের আহবায়ক আনোয়ার হোসেন খান,

শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক ও শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম শিপন মোল্লা, আওয়ামী লীগ নেতা আজিজ সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি বাবু অসীম ঘরামী, উপজেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জালিছ মাহমুদ শাওন’সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অংঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং কর্মী সর্মথকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *