অসহায় বৃদ্ধাকে ঘর নির্মাণ করে দিলেন যুবলীগনেতা

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের জয়সী গ্রামের বৃদ্ধা অমৃত বানু ( ৭০) স্বামী মারা যাবার পরে দীর্ঘ ৩০ বছর ধরে অন্যের বাড়িতে বসবাস করত। মেয়ে ও দুই নাতীদের নিয়ে ঝিয়ের কাজ করে সংসার চালত। কোথাও স্থায়ী ভাবে মাথা গোজার ঠাই ছিল না। অর্থের অভাবে জমি থাকার পরে বসত ঘর নির্মান করতে পারছিলেন না। অমৃত বানুর স্বজনদের কাছে হৃদয় বিদারক এই খবর শুনে সহযোগীতার হাত বাড়িয়ে দিলেন ঝালকাঠি পৌর যুবলীগের যুগ্ম-আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী ছবির হোসেন। এবছর পবিত্র ঈদুল ফিতরের বারতি খরচ বাঁচিয়ে সেই টাকা দিয়ে তিনি বৃদ্ধা অমৃত বানুকে তিন কক্ষ বিশিষ্ট একটি টিনের ঘর তৈরি করে দেন। বুধবার সকালে অমৃত বানুর কাছে ঘরের চাবি তুলে দেন ঝালকাঠি পৌর যুবলীগের যুগ্ম-আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী ছবির হোসেন। এসময় আবেগে আপ্লুত হয়ে পরেন অমৃত বানু। প্রাণ খুলে দোয়া করেন ছবির হোসেনের জন্য। ঝালকাঠি পৌর যুবলীগের যুগ্ম-আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী ছবির হোসেন এমন মানবিক কর্মকান্ডের প্রসংশা করেছে অনেকে।
বৃদ্ধা অমৃত বানু বলেন, মানুষের ঘরে কাজ করে সংসার চালাই। আমার সাধ্য ছিল না নিজের টাকা দিয়ে ঘর তোলার। ঝালকাঠি পৌর যুবলীগের যুগ্ম-আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী ছবির হোসেনের সহযোগীতার কারনে আমি আমার ঘরে বসবাস করতে পারছি। আমি প্রাণ ঘুলে দোয়া করি ছবির হোসেন ও তার পরিবারের জন্য।
ঝালকাঠি পৌর যুবলীগের যুগ্ম-আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী ছবির হোসেন বলেন,‘ করোনা ভাইরাসের কারনে এবছর ঈদের আনন্দ সংক্ষিপ্ত করা হয়েছে। বারতি খরচ না করে সেই টাকা দিয়ে বৃদ্ধা অমৃত বানুর জন্য একটি ঘর তুলে দিয়েছি। এতে আমি অনেক তৃপ্তি পাচ্ছি। মানুষ মানুষের জন্য। আমাদের সকলের উচিত মানুষের কল্যাণে কাজ করা।

ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু

ঝালকাঠির নলছিটিতে করোনা উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার মেরহার গ্রামে বাড়িতে চাঁনবরু বেগমের (৬০) মৃত্যু হয়। তিনি ৮ দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। চাঁনবরু ওই গ্রামের মোছলেম মিস্ত্রির স্ত্রী।

এদিকে সকালে তিমিরকাঠি গ্রামের জাকির হোসেন (৫৬) বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শাবাব ফাউন্ডেশন তাদের লাশ দাফন করবে।

ওদিকে, চাঁদপুরের কচুয়ায় করোনা উপসর্গ নিয়ে আব্দুল হাকিম (৪০) নামে ‘ইউনি-মেড ইউনি-হেলথ’ কম্পনির রিপ্রেজেন্টেটিভ বুধবার সকাল সাড়ে ৯টায় ভাড়া বাসায় মৃত্যুবরণ করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাউদ্দিন মাহমুদ বলেন, আব্দুল হাকিম গত তিন দিন যাবৎ সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। আমরা তার নমুনা সংগ্রহ করেছি। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন ইদ্রিস বকাউলের বাসাটি লকডাউন করে।

ঝালকাঠিতে নতুন ২০ জন জেলায় মোট করোনা শনাক্ত ১৪৫

আরিফুর রহমান আরিফ:

ঝালকাঠিতে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা বেড়ে হলো ১৪৫ জন এবং ৬ জনের মৃত্যু হয়েছে।

এই তথ্য নিশ্চিত করেছেন জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন আবুয়াল হাসান। নতুন শনাক্তের মধ্যে রাজাপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাহাজাবিন, নলছিটি হাসপাতালের ডাঃ জাবেদ ইগবাল ও সদর হাসপাতালের ডেন্টাল টেকনিসিয়ান জ্যোতিষ সিকদার রয়েছেন।

প্রসঙ্গত, গত ১১ এপ্রিল ঝালকাঠি জেলা সদর উপজেলায় একই পরিবারের তিন জন করোনা ভাইরাসে প্রথম শনাক্ত হন। এরপর থেকেই জেলা জুড়ে করোনা ভাইরাস আক্রান্ত সংখ্য বেড়েই চলছে।

ঝালাকঠিতে চিকিৎসকদের মানববন্ধন

আরিফুর রহমান আরিফ : খুলনায় চিকিৎসক মো. আব্দুর রকিব খানকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার বেলা ১২টায় সদর হাসপাতালের সামনে বাংলাদেশ মেডিকেল এসাসিয়েশন ( বিএম ) জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে চিকিৎসক ও নার্সরা অংশগ্রহণ করেন। তাঁরা হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন চলাকালে বিএম এর কেন্দ্রীয় কাউন্সিলর , স্বাচিপের ঝালকাঠি জেলা শাখার সভাপতি প্রফেসর ডা. অসীম কুমার সাহা, সাধারণ সম্পাদক পবিত্র কুমার দেবনাথ, ঝালকাঠির ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবুয়াল হাসান ও সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা.জাফর আলী দেওয়ান বক্তব্য দেন। নিহত মো. আব্দুর রকিব খান বাগেরহাটের ম্যাটস এর অধ্যক্ষ ও বিএম এর আজীবন সদস্য ছিলেন।

ঝালকাঠিতে আরও ১০ জন করোনায় আক্রান্ত, মৃত্যু এক

আজ শনিবার পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় ঝালকাঠি জেলায় দুজন চিকিৎসকসহ নতুন করে ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত ১২২ জন জেলায় আক্রান্ত হলো। ঝালকাঠির ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবুয়াল হাসান তথ্য নিশ্চিত করেছেন।

ঝালকালি রাজাপুর উপজেলায় গালুয়া ইউনিয়নের বড় গালুয়া গ্রামের বাসিন্দা ও পশ্চিম চাড়াখালী হামেজউদ্দিন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. আবু আইউব ফরাজী (৫০) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। জ্বর ও কাশিতে অসুস্থ হয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

এদিকে নলছিটির ভৈরপাশায় গত ১৭ জুন সকালে জ্বর সর্দি ও কাশি নিয়ে মারা যাওয়া ব্যক্তি বাদশা মিয়া (৬৫) করোনা পজেটিভ ছিলেন। ওই দিন স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে বরিশালে পরীক্ষার জন্য পাঠান। গতকাল রাতে তার প্রতিবেদন পজিটিভ আসে। এ নিয়ে জেলায় করোনায় মোট ছয়জন মারা গেছেন।

ঝালকাঠির নলছিটি উপজেলায় দুজন চিকিৎসক ও নলছিটি সিদ্ধকাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গিয়াস মাঝিসহ নতুন করে মোট ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
আক্রান্তরা হলেন, নলছিটি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শিাউলি পারভিন (৩০), একই স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুরাইয়া (৩৩) ও একই উপজেলার হেলথ প্রভাইডার শফিকুল ইসলাম (৩৩), একই উপজেলার আনিসুর রহমান তালুকদার, সিদ্ধকাঠি গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান নূরুল আলম গিয়াস, ষাটপাকিয়া এলাকার মিরাজ খান (৩৫) ও নলছিটি উপজেলা সদরের সাইফুল ইসলামক সিকদার (৩৮)। এছাড়া রাজাপুর উপজেলা বাঘাড়ি গ্রামরে মোতালেব হোসেন (৪৩) ঝালকাঠি জেলা শহরের স্টেশন রোডস্থ সাইদুল ইসলাম (২৮) আক্রান্ত হয়েছে।

এ বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুনীবুর রহমান জুয়েল বলেন , আক্রান্ত দুই নারী চিকিৎসককে হোম আইসোলেশনে রাখা হয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায় , এ নিয়ে ঝালকাঠি জেলার চারটি উপজেলার মধ্যে সদর উপজেলায় ৪০ জন, নলছিটি উপজেলায় ৩৬ জন, রাজাপুর উপজেলায় ২৯ জন, ও কাঠালিয়া উপজেলায় ১৭ জন। ঝালকাঠি জেলায় শনিবার পর্যন্ত ১৪০৬জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানে হয়েছে এবং এর মধ্যে ১১৮০ জনের রিপোর্ট এসেছে, এদের মধ্যে ১২২ জনের রিপোর্ট পজিটিভ ও ১০৫৮ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে । জেলায় এ পর্যন্ত ১২৮১ জন হোম কোয়ারেন্টাইনে ছিল।

তাদের মধ্যে ১২১৯ জন ছাড়পত্র নিয়ে চলে গেছে। হোম কোয়ারেন্টিনে রয়েছে ৬২ জন। ঝালকাঠির সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. আবুয়াল হাসান এ তথ্য জানিয়েছেন।
জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবুয়াল হাসান বলেন, জেলায় গেল তিন দিনেই ২২জন করোনায় আক্রান্ত হয়েছেন। সংক্রমণের হার বেড়ে যাওয়ায় জেলা সদরসহ তিনটি উপজেলাই ঝঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই সকলকে স্বাস্থ্যবিধি মেনে আরও সচেতন হয়ে চলতে হবে।

ঝালকাঠিতে কিস্তি পরিশোধে চাপ দিচ্ছে এনজিও

করোনাভাইরাসের কারণে জীবনের সবচেয়ে ক্রান্তিকাল অতিক্রম করছে নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। গত কয়েক মাস কোনো আয় রোজগার না থাকায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে অনেকেই। বিশেষ করে দিন এনে দিন খাওয়া মানুষ এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের অবস্থা সবচেয়ে বেশি নাজুক। এ অবস্থায় তাদের জন্য মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে এনজিওর ঋণের কিস্তি। এই দুঃসময়েও এনজিওগুলো কিস্তির টাকার জন্য চাপাচাপি করছে।

এনজিওকর্মীদের বিরুদ্ধে ঋণগ্রহীতাদের হুমকি দেয়ারও অভিযোগ পাওয়া গেছে। অথচ সরকার এই সঙ্কটকালে এনজিওগুলোকে আগামী ৩০ জুন পর্যন্ত সব ধরনের কিস্তি আদায় পুরোপুরি বন্ধ রাখতে বলেছে। তারপরও এনজিওগুলোর এই তৎপরতায় মানুষের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

ঝালকাঠি সদর উপজেলার ভাটারাকান্দা গ্রামের মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ রাজিয়া বেগম। তিনি জানান, পাঁচ মাস আগে গত জানুয়ারি মাসে মাসিক কিস্তিতে গ্রামীণ ব্যাংক থেকে ৭০ হাজার ঋণ নেন। তিনটি কিস্তি পরিশোধ করার পরেই মহামারি করোনা দুর্যোগে কর্মহীন হয়ে পড়েন পরিবারের একমাত্র উপার্জনকারী স্বামী আইনজীবী সহকারী মো. শাহজাহান। এপ্রিল ও মে মাসে ঋণের কিস্তির জন্য চাপ না দিলেও জুন মাসের কয়েকদিন গেলেই তাকে অফিসে গিয়ে কিস্তি পরিশোধের জন্য মুঠোফোনে কল দিয়ে চাপ দেন সংশ্লিষ্ট কিস্তি গ্রহীতা গ্রামীণ ব্যাংকের নিয়োজিত অফিসার। এতে তিনি কিস্তি দিতে দিশেহারা হয়ে পড়েন। তাদের চাপ ও এক ধরনের হুমকিতে বাধ্য হয়ে প্রতিবেশীর কাছ থেকে কিস্তি পরিশোধের জন্য ঋণ নিয়েছেন।

অপরদিকে রাজাপুর উপজেলার নারিকেল বাড়িয়া গ্রামের খালেদা আক্তার জানান, গত বছর গ্রামীণ ব্যাংক থেকে ৫০ হাজার টাকা ঋণ নেন কিস্তিতে পরিশোধের জন্য। মাসিক কিস্তি হিসেবে ৪৪ কিস্তিতে গ্রামীণ ব্যাংকের লভ্যাংশসহ পরিশোধের শর্তে এ ঋণ নেন তিনি। ইতিমধ্যে ১০ কিস্তি পরিশোধ করেছেন। মার্চ মাসে দেশব্যাপী মহামারি করোনা সংক্রমণ শুরু হলে সরকারি নির্দেশনায় কিস্তি নেয়া স্থগিত হয়। জুন মাসের ১০ দিন যেতে না যেতেই গ্রামীণ ব্যাংকের কিস্তি উত্তোলনের দায়িত্বে নিয়োজিত ব্যক্তি ফোন করে তাকে জুন মাসের কিস্তি পরিশোধের জন্য চাপ দিতে থাকেন।

তিনি বলেন, স্বামীর ব্যবসার জন্য গ্রামীণ ব্যাংক থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছিলাম। যার ১০টি কিস্তি পরিশোধ করেছি। এর মধ্যে মার্চ মাসের কিস্তিও পরিশোধ করা হয়েছে। মার্চ মাসের মাঝখানে সারাদেশে করোনা ছড়িয়ে পড়লে আমার স্বামীর মাছ ব্যবসায় ধস নামে। প্রতিমাসেই তার মোটা অংকের লোকসান হচ্ছে। সন্তানদের নিয়ে স্বাভাবিক জীবনযাপনই কষ্টকর হচ্ছে।

খালেদা আক্তার বলেন, কয়েকদিন আগে গ্রামীণ ব্যাংক থেকে ফোন দিয়ে আমাকে কিস্তি পরিশোধের জন্য চাপ দেয়। এই মুহূর্তে কিস্তি পরিশোধ করার মতো আর্থিক অবস্থা নেই। তাই তাদেরকে বলেছি সরকার কিস্তি পরিশোধের জন্য স্বাভাবিক সময় ঘোষণা করলে এবং আমার স্বামীর ব্যবসা স্বাভাবিক হলে তখন থেকে কিস্তি দিতে পারবো। বর্তমানে কিস্তি দেয়া সম্ভব নয়।

খালেদা বেগমের প্রতিবেশী ও তার নিকট আত্মীয় রিনা আক্তার বলেন, বেসরকারি সংস্থা ব্র্যাক থেকে ৮০ হাজার টাকা ঋণ নিয়েছিলাম বছর খানেক আগে। যার ১২টি কিস্তি পরিশোধ করা হয়েছে (মার্চ মাস পর্যন্ত)। কয়েকদিন আগে ব্র্যাকের কিস্তি আদায়কারী কর্মকর্তা ফোন দিয়ে অফিসে গিয়ে কিস্তি পরিশোধ করতে বলেন। আমার স্বামী মালয়েশিয়া থাকেন। সেখানে করোনার কারণে গৃহবন্দী অবস্থায় আছেন। তার কোনো আয়-ইনকাম নেই। সন্তানদের নিয়ে খুব কষ্টে জীবনযাপন করছি। এমন সময়ে কিভাবে কিস্তির টাকা পরিশোধ করবো?

জানা গেছে, এলাকার বহু অসহায় নারী-পুরুষ কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে পালিয়েও বেড়াচ্ছেন। সরকার লকডাউন তুলে নিয়েছে এমন খবরের পরপরই কর্মহীন ঘরবন্দী মানুষের মাথার ওপর চাপিয়ে দেয়া হচ্ছে ক্ষুদ্রঋণের কিস্তি। করোনা পরিস্থিতির শুরুতে পত্রপত্রিকায় অনেক লেখালেখির পর সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে কিছু দিন কিস্তি আদায় বন্ধ রাখলেও জুনের শুরুতে সরকারি ছুটি উঠিয়ে নেয়ার সঙ্গে সঙ্গে এনজিওগুলো মরিয়া হয়ে উঠেছে কিস্তি আদায়ের জন্য। তারা তাদের মাঠকর্মীদের ঋণের টাকা আদায়ের জন্য মাঠে নামিয়ে দিয়েছে। আর মাঠকর্মীরাও চাকরি বাঁচাতে কিস্তির টাকার জন্য গ্রাহকদের নানাভাবে চাপ দিচ্ছেন এবং নানা ভয়ভীতি দেখাচ্ছেন।

রিকশাচালক মোস্তাহিদ মিয়া বলেন, এই ক্রান্তিকালেও প্রতি সপ্তাহে এক হাজার টাকা করে এনজিওর ঋণের কিস্তি দিতে হচ্ছে। বর্তমানে আয় নেই। তাই সংসার চালাতে হিমশিম খাচ্ছি। এ পরিস্থিতিতে নিয়মিত এনজিওর কিস্তি কীভাবে পরিশোধ করব, তা বুঝতে পারছি না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক এনজিওকর্মী বলেন, অফিস খেলার সঙ্গে সঙ্গেই ম্যানেজার কিস্তির টাকা নেয়ার জন্য বলেছেন। এ কারণে আমরা কিস্তির টাকা পরিশোধ করার জন্য এনজিওর সদস্যদের চাপ দিতে বাধ্য হচ্ছি।

বেসরকারি সংস্থা ব্র্যাকের জেলা ম্যানেজার আব্দুস সামাদ জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমরা যে নির্দেশনা পেয়েছি তাতে স্পষ্ট উল্লেখ আছে যে জোর করে কোনো গ্রাহকের কাছ থেকে কিস্তির টাকা আদায় করা যাবে না। তবে ১০ মে থেকে স্বল্পপরিসরে সীমিত আকারে সবকিছু স্বাভাবিক হয়েছে। এ জন্য যাদের কিস্তি শেষের দিকে তারা ২-১টি কিস্তি পরিশোধ করলেই ঋণ পরিশোধ করা হয়ে যাচ্ছে। গ্রাহক নিজের ইচ্ছায় দিতে চাইলে তা গ্রহণ করা হচ্ছে। বর্তমানে ২০ শতাংশ গ্রাহকের কাছ থেকেও কিস্তির টাকা পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী জানান, খোঁজখবর নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বোম্বাই মরিচ দিয়ে নির্যাতন মহিলা লীগ নেত্রীর বিরুদ্ধে আ. লীগ নেতার পাল্টা অভিযোগ


ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে মহিআওয়ামী লীগ নেত্রী বিউটি বেগমের বিরুদ্ধে দলীয় প্রভাব বিস্তার করে সরকারি সহায়তা পাইয়ে দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন এক আওয়ামী লীগ নেতা। শুক্রবার দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে গাভারামচন্দ্রপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরে আলম এ অভিযোগ করেন। বিউটি বেগম একই ওয়ার্ডের মহিলা আওয়ামী লীগের সভাপতি। বোম্বাই মরিচের পানি দিয়ে তাকে নির্যাতন করা হয়েছে দাবি করে বুধবার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নুরে আলমের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন বিউটি বেগম। এ ঘটনায় পাল্টা সংবাদ সম্মেলনে বিউটি বেগমের বিরুদ্ধে মিথ্যা নাটক সাজিয়ে অপপ্রচার, ক্ষমতা অপব্যবহার, মামলা দিয়ে হয়রানি, বিরোধ সৃষ্টি, জনপ্রতিনিধিদের সম্মানহানিসহ নানা অভিযোগ করেন নুরে আলম। লিখিত অভিযোগে নুরে আলম দাবি করেন, বিউটি বেগম আমার চেয়ে বয়সে অনেক বড়। একজন বয়স্ক মহিলাকে অনৈতিক প্রস্তাব দেওয়ার কথা বলে তিনি আমার সম্মানহানি করেছেন। তিনি ক্ষমতার অপব্যবহার করে সরকারি সহায়তা পাইয়ে দেওয়ার কথা বলে স্থানীয় মানুষের কাছ থেকে টাকা নেন। কিন্তু কাজ না দিয়ে তিনি এসব টাকা আত্নসাত করেন। কেউ টাকা চাইতে গেলে, তাকে বাড়িতে আসতে বলেন। বাড়িতে লোকজন জড়ো করে অসামাজিক কাজের অভিযোগ করে উল্টো টাকা দাবি করেন। তঁার বিভিন্ন অনিয়ম ও অন্যায় কর্মকান্ডে আমিসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মাওলা মাছুম শেরওয়ানি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বাধা দিলে, তাদের বিরুদ্ধেও ষড়যন্ত্র করছেন ওই নারী। বিউটি বেগমের বেগমের সঙ্গে তঁার দেবরের স্ত্রীর জমিনিয়ে বিরোধ রয়েছে। এরই জেরে গত ১৯ মে বিউটি বেগমকে মারিচ পানি মাথায় দেয় দেবরের স্ত্রী। এ ঘটনায় আমাকে জড়িয়ে একটি অভিযোগ দেয় থানায়। পুলিশ ঘটনার সঙ্গে আমার সম্পৃক্ততা পায়নি। এতে ক্ষিপ্ত হয়ে আমাকে নতুন করে বিপদে ফেলার পায়তারা করছেন বিউটি। তিনি বিউটির অন্যায় কর্মকান্ডের বিচার দাবি করেন সংবাদ সম্মেলনে।

ঝালকাঠিতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না ১০২ দিনে আক্রান্ত ১০১

ঝালকাঠিতে করোনাভাইরাসের সংক্রমণ ক্রমেই বাড়ছে। প্রতিদিনই এ ভাইরাসে আক্রান্ত হচ্ছে কেউ না কেউ। করোনাকালের ১০২ দিনে ঝালকাঠিতে ১০১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন চারজন। সুস্থ হয়েছেন ৩৭জন।

সদর উপজেলাকে লকডাউন ঘোষণা করা হলেও বাস্তবে তা কাগজে কলমেই সীমাবদ্ধ। সদর উপজেলার যেকোন প্রান্তে, যেকেউ সহযেই প্রবেশ করতে পারে। সেখান থেকে বের হয়ে শহর কিংবা অন্য জেলায়ও যাচ্ছে মানুষ। স্বাস্থ্যবিধি না মেনেই গায়ে গামিলিয়ে বাজারে কেনাকাটা করা হচ্ছে। গাদাগাদি করে যানবাহনে যাতায়াত করছেন যাত্রীরা। হোটেল রোস্তোরা এবং চায়ের দোকানেও আগের মতোই ভিড় বেড়েছে। মার্কেটগুলোতে সুরক্ষা সামগ্রী ছাড়াই চলছে বেচাকেনা

কারখানাগুলোতে স্বাস্থ্যবিধি না মেনে শ্রমিকরা কাজ করছেন। কাজ শেষে বাড়ি ফিরছেন অটোরিকশা বা অন্যকোন যাত্রীবাহী যানবাহনে। এসব কারণে দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে ঝালকাঠি জেলা। চার উপজেলাতেই এখন করোনা আক্রান্ত ব্যক্ত রয়েছে। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেগুলোতে পর্যাপ্ত গ্লাভস ও হ্যান্ড স্যানিটাইজার নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এতে চিকিৎসাসেবাও ব্যহত হচ্ছে।
চিকিৎসকরা জানান, ঝালকাঠি সদর হাসপাতাল ছাড়া অন্য তিনটি উপজেলাতে পর্যাপ্ত গ্লাভস ও হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ নেই। চিকিৎসকরা বিভিন্ন স্থান থেকে এগুলো সংগ্রহ করে চিকিসাসেবা চালিয়ে যাচ্ছেন। ফলে স্বাস্থ্যসেবা নিয়েও ঝুঁকি রয়েছে। গত ১৫ জুন রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল খায়ের মাহমুদ রাসেল এবং এর আগে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মিজানুর রহমান মোল্লার করোনা শনাক্ত হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী দেখতে গিয়ে তাদের সংস্পর্শে এই দুই চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন বলে তাঁরা জানিয়েছেন। তাই উপজেলার হাসপাতালগুলোতে পর্যাপ্ত হ্যান্ড গ্লাভস ও হ্যান্ড স্যানিটাইজারের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঝালকাঠির সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. আবুয়াল হাসান বলেন, ঝালকাঠি সদর উপজেলায় ৩৪, নলছিটি উপজেলায় ২৮, রাজাপুর উপজেলায় ২৫ ও কাঁঠালিয়ায় ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৭জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন। হ্যান্ড গ্লাভস ও অন্যান্য সুরক্ষা সামগ্রী আমাদের রয়েছে। এগুলো আরো প্রয়োজন বলেও জানান তিনি।

ঝালকাঠি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ নারী নেত্রীকে বোম্বাই মরিচের পানি দিয়ে নির্যাতন

ঝলকাঠি প্রতিনিধিঃ কু-প্রস্তাবে রাজী না হওয়ায় ঝালকাঠিতে মহিলা আওয়ামীলীগ নেত্রীর শরীরে বোম্বাই মরিচ ভিজানো পানি ঢেলে দিয়ে নির্যাতন করেছে সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম। আর এই অভিযোগ এনে বুধবার দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে নির্যাতিত নারীনেত্রী একই ইউনিয়নের ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভাপতি বিউটি বেগম। লিখিত বক্তব্যে বিউটি বেগম বলেন, দীর্ঘদিন যাবৎ কু-প্রস্তাব দেয়া এবং গ্রামের অসহায় নারীদের অসামাজিক কাজের জন্য এনে দেয়ার প্রস্তাবে রাজি না হওয়োয় নুরে আলমের সাথে বিউটির বিরোধের সৃষ্টি হয়। বিরোধের জের ধরে বিভিন্ন সময়ে বিউটিকে মারধর করেছে নুরেআলম। এমনকি বিউটির বসতঘড় ভাংচুরও করেছে বলে অভিযোগ উঠেছে। গত ১৯ মে বোম্বাই মরিচ মেশানো পানি বিউটির শরীরে ঢেলে দেয় নূরে আলম ও তার সহযোগীরা। এ ঘটনার বিচার চেয়ে থানায় গেলেও পুলিশ বিউটির মামলা গ্রহন করেনি এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও নূরে আলমের কাছ থেকে নেয়া অর্থের বিনিময়ে বিউটির অভিযোগ আমলে নেননি। আবার সদর থানার এসআই অচিন্ত কুমার পাল ঘটনা তদন্ত করতে গিয়ে নূরে আলমের কাছ থেকে ঘুষ নিয়ে ঘটনা ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করছেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন নির্যাতিত নারী বিউটি বেগম। অভিযুক্ত ওয়ার্ড আওয়ামীলীগ নেতা নূরে আলম তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে বিউটি বেগম তাঁর সম্মানহানি করছেন। ঝালকাঠি প্রেসক্লাবের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিউটি বেগমের সঙ্গে প্রতিবেশী ও ঘটনার প্রত্যক্ষদর্শী নুরুল ইসলাম খান ও সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।

ঝালকাঠিতে কাজ না করে কাবিখা প্রকল্পের অর্থ হাতিয়ে নিলেন ওয়ার্ড আওয়ামী লীগনেতা

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমানের বিরুদ্ধে কাজ না করে কাবিখা প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়াগেছে। সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানাগেছে, কীর্ত্তিপাশা ইউনিয়নের পানজিপুথিপাড়া গ্রামের ‘পানজিপুথিপাড়া এলজিইডি কার্পেটিং সড়ক থেকে মীরাবাড়ি সড়কের মাটি ভরাট উন্নয়ন ও ইট সলিং প্রকল্পের জন্য ২০১৮-২০১৯ অর্থ বছরে ৮ টন চাল বরাদ্দ দেয়া হয়। যার সরকারি মূল্য তিন লাখ ৪৬ হাজার টাকা। এই প্রকল্পের সভাপতি করা হয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো.মিজানুর রহমানকে। তবে স্থানীয় সুত্রে জানাগেছে, ওই সড়কে কোন ধরনের কাজ না করে ৮ টন চাল তুলে বিক্রি করে পুরো অর্থ একাই আত্মসাত করেছেন প্রকল্পের সভাপতি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মিজানুর রহমান। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে প্রতিবাদ মুখর হয়েছে। তারা বলছেন সড়কে মাটি ভরাট ও ইট সলিং এর জন্য অর্থ বরাদ্দ হলেও তা কোন কাজেই আসেনি। এখনও কাদা পেরিয়ে কষ্ট করে পথ চলতে হচ্ছে। সরকারি বরাদ্দকৃত অর্থ কেন সভাপতির পকেটে থাকবে। তবে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমানের দাবি মাটি ভরাট ও ইট সলিং এর জন্য কাবিখা প্রকল্পের পাওয়া ৮ টন চাল ৮০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। অফিস খরচ ও দলীয় নেতা-কর্মীদের দিয়ে ৬০ হাজার টাকা পাওয়া গেছে । এই টাকার সাথে আরো অর্থ যোগ করে সড়কে ইট সলিং করানো হয়েছে। তবে স্থানীয় একটি পক্ষের সাথে বিরোধ থাকায় প্রকল্পে যে সড়কের নাম উল্লেখ করা হয়েছে ওই সড়কে কাজ করান হয় নি। এই অর্থ দিয়ে এর পাসের একটি সড়কে ইট সলিং করান হয়েছে। যেটা থেকে বেশি লোকজন চলাচল করে। খোঁজ নিয়ে জানাগেছে, কাবিখা প্রকল্পের বরাদ্দকৃত অর্থ দিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মিজানুর রহমান যে সড়ক সংস্কারের দাবি করছেন ওই সড়কে ইট সলিং করানোর জন্য ইতোপূর্বে ২০১৮-২০১৯ অর্থ বছরে জেলা পরিষদ থেকে ১ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছিল। একই সড়কে একই ধরনের উন্নয়নের জন্য সরকারি দুটি প্রকল্পের অর্থ ব্যয় করার আইনগত কোন বিধান নেই। তারা দ্রæত কাবিখা প্রকল্প থেকে বরাদ্দ হওয়া সড়কে ইট সলিং করানো অথবা বরাদ্দকৃত অর্থ ফেরত দেয়ার দাবি জানিয়েছেন। স্থানীয় মো. হেমায়েত হোসেন বলেন,‘ আমরা কষ্ট করে কাদা পেরিয়ে এখনও চলাচল করছি। অথচ এক বছর আগে আমাদের এই সড়কে মাটি ভরাট ও ইট সলিং এর জন্য কাবিখা প্রকল্পে অর্থ ৮ টন চাল বরাদ্দ দেয়া হয়। কিন্তুু এই চাল বিক্রি করে পুরো অর্থ আত্মসাধ করেছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান। আমরা চাই আমাদের সড়কে দ্রæত মাটি ভরাট ও ইট সলিং কারন হোক।
প্রকল্পের সভাপতি ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান বলেন,‘ বিরোধ থাকার কারনে কাবিখা প্রকল্পে উল্লেখিত সড়কে ইট সলিং করানো হয় নি। এর পাসের একটি সড়কে এই টাকা দিয়ে ইট সলিং করানো হয়েছে। একই সড়কে একই ধরনের উন্নয়নের জন্য সরকারি দুই প্রকল্পের অর্থ বরাদ্দের বিধান আছে কি এমন প্রশ্নের জবাবে মিজানুর রহমান বলেন,‘ জেলা পরিষদ থেকে ১ লাখ টাকা বরাদ্দ হলেও ঠিকাদারের কাছ থেকে আমরা হাতে পেয়েছি ৫০ হাজার টাকা। আর এই টাকা পেতেও আমাদের বিভিন্ন স্থানে খচর করতে হয়েছে। তাই আইনগত বিধান না থাকলেও সরকারি দুই প্রকল্পের অর্থ দিয়েই সড়কটি ভালো ভাবে ১০ ফুট চওড়া করে ইট সলিং করান হয়েছে। যাতে স্থানীয়রা ভালো ভাবে চলতে পারে।
ঝালকাঠি সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্ত মো. মোজাম্মেল হক বলেন,‘ যদি কাজ না করে অর্থ ভোগ করে তাহলে উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে তার বিরুদ্ধে বিধি মোতাবেগ ব্যবস্থা নেয়া হবে।