ঝালকাঠি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ নারী নেত্রীকে বোম্বাই মরিচের পানি দিয়ে নির্যাতন

ঝলকাঠি প্রতিনিধিঃ কু-প্রস্তাবে রাজী না হওয়ায় ঝালকাঠিতে মহিলা আওয়ামীলীগ নেত্রীর শরীরে বোম্বাই মরিচ ভিজানো পানি ঢেলে দিয়ে নির্যাতন করেছে সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম। আর এই অভিযোগ এনে বুধবার দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে নির্যাতিত নারীনেত্রী একই ইউনিয়নের ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভাপতি বিউটি বেগম। লিখিত বক্তব্যে বিউটি বেগম বলেন, দীর্ঘদিন যাবৎ কু-প্রস্তাব দেয়া এবং গ্রামের অসহায় নারীদের অসামাজিক কাজের জন্য এনে দেয়ার প্রস্তাবে রাজি না হওয়োয় নুরে আলমের সাথে বিউটির বিরোধের সৃষ্টি হয়। বিরোধের জের ধরে বিভিন্ন সময়ে বিউটিকে মারধর করেছে নুরেআলম। এমনকি বিউটির বসতঘড় ভাংচুরও করেছে বলে অভিযোগ উঠেছে। গত ১৯ মে বোম্বাই মরিচ মেশানো পানি বিউটির শরীরে ঢেলে দেয় নূরে আলম ও তার সহযোগীরা। এ ঘটনার বিচার চেয়ে থানায় গেলেও পুলিশ বিউটির মামলা গ্রহন করেনি এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও নূরে আলমের কাছ থেকে নেয়া অর্থের বিনিময়ে বিউটির অভিযোগ আমলে নেননি। আবার সদর থানার এসআই অচিন্ত কুমার পাল ঘটনা তদন্ত করতে গিয়ে নূরে আলমের কাছ থেকে ঘুষ নিয়ে ঘটনা ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করছেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন নির্যাতিত নারী বিউটি বেগম। অভিযুক্ত ওয়ার্ড আওয়ামীলীগ নেতা নূরে আলম তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে বিউটি বেগম তাঁর সম্মানহানি করছেন। ঝালকাঠি প্রেসক্লাবের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিউটি বেগমের সঙ্গে প্রতিবেশী ও ঘটনার প্রত্যক্ষদর্শী নুরুল ইসলাম খান ও সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *