বরিশালে ঘরে ঘরে খাদ্য সহায়তা সিটি করপোরেশনের

করোনা পরিস্থিতির কারণে কর্মহীন অসহায়, দুস্থ ও সুবিধা বঞ্চিত ৪০ হাজার পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে বরিশাল সিটি করপোরেশন। সোমবার থেকে সিটি মেয়র সাদিক আবদুল্লাহর নির্দেশে কর্মহীন মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার কর্মসূচি শুরু করে সিটি করপোরেশন।

প্রথম দিন সকাল ১১টার দিকে নগরীর কেডিসি বস্তির (মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক কলোনী) কর্মহীন ১ হাজার ২শ মানুষের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেয় সিটি করপোরেশন। ১ হাজার ২শ পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল, ৫ কেজি আলু ও ২ কেজি করে মসুর ডালের প্যাকেট পৌঁছে দেওয়া হয়।
এ সময় নগরীর ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এ টি এম শহীদুল্লাহ কবির, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ও ৩ নম্বর প্যানেল মেয়র আয়শা তৌহিদ লুনা, বিসিসির প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক নিরব হোসেন টুটুল, ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখর দাসসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিসিসির প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন জানান, সিটি করপোরেশনের হিসেবে করোনা পরিস্থিতির কারণে নগরীর ৩০টি ওয়ার্ডের অন্তত ৪০ হাজার মানুষ বর্তমানে কর্মহীন অবস্থায় রয়েছেন। অসহায় এই মানুষের খাদ্য সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন সিটি মেয়র। তার নির্দেশে সোমবার এই খাদ্য সহায়তা কর্মসূচি শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব ওয়ার্ডে খাদ্য সহায়তা দেওয়া হবে। একবার নয়, করোনা পরিস্থিতি দীর্ঘায়িত হলে যতবার প্রয়োজন ততবার কর্মহীন মানুষের ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র।

এছাড়াও বর্তমান পরিস্থিতিতে করোনা সংক্রমণ এড়াতে সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর বিভিন্ন সড়কে নিয়মিত ব্লিচিং পাউডার ছিটানো হচ্ছে। প্রত্যেক ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনেসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। করপোরেশনের পক্ষ থেকে করোনা সচেতনতায় মাইকিংসহ প্রচারপত্র বিলি অব্যাহত রয়েছে। এছাড়া করোনা সংক্রান্ত সমস্যার অভিযোগ এবং এর প্রতিকারের জন্য সিটি করপোরেশনে একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে বলে জানিয়েছেন বিসিসির প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন।

এদিকে কর্মহীন মানুষের জন্য ত্রাণ মন্ত্রণালয়ের দেওয়া খাদ্য সহায়তা সোমবার পর্যন্ত জেলার ৭৬৮ পরিবারে পৌঁছে দিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন। বরিশাল অফিসার্স ক্লাবে এক সংক্ষিপ্ত আয়োজনে হিজড়া সম্প্রদায়ের ৫০ জনকে খাদ্য সহায়তা দেওয়া হয়। প্রত্যেক প্যাকেটে ১০ কেজি করে চাল, ৫ কেজি আলু, ২ কেজি মসুল ডাল, ২টি মাস্ক এবং ১টি করে সাবান দেওয়া হয়।

এছাড়া বিভিন্ন ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে আড়াইশ পরিবহন শ্রমিকের মাঝে, নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকায় অসহায় ৫০টি পরিবারের মাঝে, নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের খান সড়কে স্থানীয় যুব সমাজের উদ্যোগে ১১৫টি পরিবারে এবং সদর রোডের দক্ষিণাঞ্চল গলিতে অর্ধশত পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। এখনও বিভিন্ন এলাকায় সরকারি, বেসরকারি এবং ব্যক্তি উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রয়েছে।

বরিশালে দুঃস্থদের পাশে র‍্যাব

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এর জন্য যারা দুঃস্থ এবং অসহায় ব্যক্তিবর্গ আছেন, যাদের আয়-রোজগারের পথ সংকীর্ণ হয়ে গেছে তাদের মধ্যে আজ ( ৩০ মার্চ) বিকালে বরিশালের বিভিন্ন জায়গায় বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। করোনা ভাইরাস এর বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র‌্যাব-৮,

বরিশাল কর্তৃক শহরের বিভিন্ন স্থানে (ফার্মেসি, কাঁচা বাজার, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা কাটার) দোকান সমূহের সামনে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সাধারণ জনগণের সুবিধার্থে সামাজিক দুরত্ব রেখা/বৃত্ত অংকন করা হয়।

এছাড়াও সাধারণ জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য বাড়ির বাইরে যাতায়াতের সময় মাস্ক ব্যবহার, হ্যান্ড গ্লাভস ব্যবহার, নিয়মিত সঠিকভাবে হাত ধৌতকরণ সহ বিভিন্ন বিষয়ে প্রচারণা চালানো হয়। এসময় র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মাদ জাহাঙ্গীর আলম, মেডিকেল অফিসার মেজর মোঃ খালেদ মাহমুদ, ল-অফিসার এএসপি মোঃ ইফতেখারুজ্জামান, অপস্ অফিসার এএসপি মুকুর চাকমা উপস্থিত ছিলেন।

এছাড়াও র‌্যাব-৮ এর অধীনে সকল জেলায় নিয়মিত রোবাস্ট পেট্রোলিং এর মাধ্যমে জনগণকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন করার লক্ষ্যে টহল বিদ্যমান রয়েছে। র‌্যাব-৮ এর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

বরিশালে হিজরাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

মোঃ শাহাজাদা হীরা:
প্রাণঘাতী করোনা ভাইরাস আতঙ্কে থমকে গেছে পুরো বিশ্ব। করোনা আক্রান্ত প্রতিরোধে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত, বিপণিবিতান, গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। বরিশালের প্রশাসন উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জনগণকে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখতে এরিমধ্য নানা কর্মসূচি গ্রহন করেছে।

 

নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের জন্য আহার্যের ব্যাবস্থা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আজ ৩০ মার্চ সোমবার বিকাল ৪ টায় বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে নগরীর বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন অফিসার্স ক্লাবের সামনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কতৃক প্রদত্ত করোনা ভাইরাস প্রতিরোধে নিম্ন আয়ের কর্মহীন খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে ৫০ জন হিজরাদের মাঝে এই ত্রাণ সামগ্রি বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

 

এসময় তিনি সরকারের নিয়ম মেনে গণজমায়েত না করে সরকারের নির্দেশনা নেনে বাসায় অবস্থান করার অনুরোধ জানিয়েছেন। প্রত্যেক হিজরাকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ কেজি আলু এবং একটি করে সাবান, দুইটি মাক্স বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) বরিশাল সদর মোঃ মেহেদী হাসান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বরিশাল প্রশান্ত কুমার রায়, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে পর্যায়ক্রমে বিভিন্ন পেশাজীবী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

সড়ক জীবানুমুক্ত করতে স্প্রে শুরু করেছে বিসিসি

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে নগরীর সড়কগুলো জীবানুনাশক করতে স্প্রে কার্যক্রম শুরু করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। নগরীর জনাকীর্ন সড়কে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। সিটি কর্পোরেশন থেকে জানানো হয়েছে, প্রধানসড়কসহ বর্ধিত ওয়ার্ডসমূহের অলিগলিতে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে নিয়মিত। এর আগে তিনদিন ধরে চলমান এই কার্যক্রমে পানিবাহী গাড়ি দিয়ে জীবাণুনাশক স্প্রে করার কাজ চলে।

শুক্র ও শনিবার ২৮ হাজার করে এবং আজ রবিবার ৪০ হাজার লিটার নগরীর প্রানকেন্দ্র সদর রোড, গীর্জ্জা মহল্লা, হাসপাতাল রোড, বটতলা,আমতলা, বাংলা বাজার, পলাশপুর কলোনী, ২২ নং, ২৩, ২৪ এর একাংস, ২৮ ও ৩০ নং ওয়ার্ডে বিসিসির পানি বিভাগের কর্মীরা তাদের পানিবাহী গাড়ি দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাকে ঘিরে জীবাণুনাশক স্প্রে করেছে।

বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নির্দেশে শুক্রবার থেকে সিটি কর্পোরেশনের উদ্যোগে জীবাণুনাশক ছিটানোর কার্যক্রম শুরু করা হয়। পরে তা পর্যায়ক্রমে বরিশালে নগরীর বিভিন্ন এলাকায় ছিটানো হচ্ছে।

বিসিসির পানি বিভাগের নির্বাহী প্রকৌশলী ওমর ফারুক জানান, তিনদিন ধরে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাতে জীবানুনাশক স্প্রে করা হচ্ছে। তিনি আরো জানান, মেয়রের নির্দেশে নগরীর গুরুত্বপূর্ন সড়কের মোড়ে হাত ধোয়ার কার্যক্রম চালু রয়েছে।

গোটা নগরী স্প্রে করার জন্য তাদের কর্মী ও গাড়িগুলো নিয়োজিত রয়েছে। চাহিদা অনুযায়ী বিভিন্ন স্থানে এ জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে।

করোনা নয়, শেবাচিমে নিরু বেগমের মৃত্যু হয়েছে হার্ট ‍এ্যাটাকে

করোনাভাইরাস সন্দেহে হাসপাতালে ভর্তি হওয়া এক নারী রোগীর মৃত্যু হয়েছে। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে নিরু বেগম (৪৫) নামে ওই রোগীর মৃত্যু হয়।

তবে নিরু বেগম করোনা রোগে মৃত্যুবরণ করেননি বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন। তিনি আজ (২৯ মার্চ) রোববার জানান, ওই রোগী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি বলেন, হাসপাতালের শিক্ষানবিশ ‍এক চিকিৎসক ভুল করে ওই নারীকে করোনা ‍ইউনিটে ভর্তি প্রেরণ করেছিলেন। কিন্তু তিনি হার্ট ‍এ্যাটাকে মারা গেছেন।

তার মৃত্যু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হওয়ায় হাসপাতালের পক্ষ থেকে লাশ বুঝিয়ে দেয়া হয়েছে।

মূলত, মারা যাওয়ার মাত্র মাত্র ১৫ মিনিট আগে নিরু বেগমকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন স্বজনরা। স্বজনদের কাছ থেকে উপসর্গ শুনে কর্তব্যরত চিকিৎসক তাকে করোনা ইউনিটে প্রেরন করেছিলেন। কিন্তু করোনা ‍ইউনিটে পৌছানোর সাথে সাথে ওই রোগী মৃতবরণ করেন।

মৃত ব্যক্তির স্বজনদের উদ্বৃতি দিয়ে হাসপাতালের পরিচালক আরও বলেন, এই রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৩দিন আগে বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরে যান। এরপর বাড়িতে বসে তিনি জ্বর, গলাব্যাথা ও শ্বাসকস্টে আক্রান্ত হন।

শনিবার তার অবস্থার অবনতি হলে তাকে রাত পৌনে ১২টার দিকে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়। তার ডায়বেটিস এবং উচ্চ রক্তচাপ ছিলো বলে মুঠোফোনে জানান তার স্বজনরা।

নিরু বেগমের কোন স্বজন বিদেশ থেকে আসেননি কিংবা তিনিও বরিশালের বাইরে কোথাও যাননি বলে স্বজনদের উদ্বৃতি দিয়ে জানিয়েছেন হাসপাতালের পরিচালক।

মৃত নিরু বেগম (৪৫) বরিশাল নগরীর কাউনিয়া পুড়ানপাড়া এলাকার মো. দুলালের স্ত্রী। তিনি ২ সন্তানের জননী ছিলেন। হাসপাতালে মারা যাওয়ার পরপরই স্বজনরা তার মৃত দেহ বাসায় নিয়ে যান।

শনিবার দিবাগত রাত পর্যন্ত শের-ই বাংলা মেডিকেলের করোনা ইউনিটে করোনা সন্দেহে ৬ জন রোগী চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন পরিচালক। তবে তারা কেউ করোনায় আক্রান্ত কিনা তা নিশ্চিত হতে পারেননি কর্তৃপক্ষ।

ওদিকে আজ (২৯ মার্চ) সকাল ৭টা ২০ মিনিটে ‍এক পুরুষ রোগীর মৃত্যু হয়েছে আইসোলেশন ‍ইউনিটে। ধারণা করা হচ্ছে তিনি করোনা আক্রান্ত হয়ে মারা যেতে পারেন।

বরিশালে কর্মহীন শতাধিক রিক্সা চালকদের পাশে জেলা প্রশাসক

মোঃ শাহাজাদা হীরা:
প্রাণঘাতী করোনা ভাইরাস আতঙ্কে থমকে গেছে পুরো বিশ্ব। করোনা আক্রান্ত প্রতিরোধে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত, বিপণিবিতান, গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। বরিশালের প্রশাসন উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জনগণকে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখতে এরিমধ্য নানা কর্মসূচি গ্রহন করেছে।

 

নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের জন্য আহার্যের ব্যাবস্থা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আজ ২৯ মার্চ রবিবার দুপুর ২ টায় বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কতৃক প্রদত্ত করোনা ভাইরাস প্রতিরোধে নিম্ন আয়ের কর্মহীন খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে ১০০ জন রিক্সা চালকদের মাঝে এই ত্রাণ সামগ্রি বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

 

এসময় তিনি সরকারের নিয়ম মেনে গণজমায়েত না করে সরকারের নির্দেশনা নেনে বাসায় অবস্থান করার অনুরোধ জানিয়েছেন। প্রত্যেক রিক্সা চালককে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ কেজি আলু এবং একটি করে সাবান বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল তৌহিদুজ্জামান পাভেল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাস, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মোশারফ হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বরিশাল প্রশান্ত কুমার রায়সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে পর্যায়ক্রমে বিভিন্ন পেশাজীবী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

বরিশালে করোনা ইউনিটে একজনের মৃত্যু, বাড়ি লকডাউন

বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় ওই ব্যক্তির বাড়ি লকডাউন করেছে প্রশাসন।

রোববার সকালে মৃত্যুর পর দুপুর সাড়ে ১২টায় পটুয়াখালী সদর উপজেলার বহালগাছিয়া ডিবুয়াপুর তালুকদার বাড়ি সংলগ্ন বাড়িতে লাল পতাকা টাঙিয়ে লকডাউন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতি।

উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতি বলেন, এই বাড়ির কেউ বাড়ির বাইরে বের হবেন না। আমরা তাদের খাদ্য সহায়তা প্রদান করবো। এলাকাবাসী এই বাড়িতে যাতায়াত করবেন না এবং বাড়ির সদস্যরাও বাড়ির বাইরে বের হবেন না।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজ রহমান জানান, এর ব্যাতয় ঘটলে আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য আজ রোববার (২৯ মার্চ) সকাল ৭টা ২০ মিনিটে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

বরিশাল শেবাচিমে করোনা ইউনিটে আরও একজনের মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। রোববার (২৯ মার্চ) সকাল ৭টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।

করোনা ইউনিটে মারা যাওয়া ৪০ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি পটুয়াখালী সদর উপজেলার গোহানগাছিয়া গ্রামে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন জানান, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই রোগীকে উন্নত চিকিৎসার জন্য শনিবার বিকেলে বরিশাল মেডিকেলে আনা হয়। এরপর তাকে প্রথমে মেডিসিন ইউনিটে এবং সেখান থেকে গতরাতেই করোনা ওয়ার্ডে স্থানান্তর করা হয়। রোববার সকাল ৭টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।

তিনি আওর জানান, ওই রোগী দীর্ঘদিন ধরে জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। এক্সরে ও বিভিন্ন পরীক্ষায় নিউমোনিয়া ধরা পড়ে। তবে তার কোনো স্বজন বিদেশ থেকে আসেননি কিংবা তিনিও বাইরে কোথাও যাননি বলে রোগীর স্বজনরা জানিয়েছে।

ডা. এসএম বাকির হোসেন জানান, ওই রোগীর মৃত্যুর বিষয়টি ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) জানানো হয়েছে। তাদের নির্দেশনা অনুসারে মৃতদেহ দাফনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন কিনা তা জানার জন্য তার নমুনা আইইডিসিআরে পাঠানো হচ্ছে।

এদিকে শনিবার রাত ১২টার দিকে হাসপাতালের করোনা ইউনিটে ৪৫ বছর বয়সী আরেক নারীর মৃত্যু হয়েছে। তিনিও জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শনিবার অবস্থার অবনতি হলে তাকে রাত পৌঁনে ১২টার দিকে শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি করা হয়। ১২টার দিকে তার মৃত্যু হয়। তার বাড়ি বরিশাল নগরীতে।

হাসপাতাল সূত্র জানায়, করোনা ইউনিটে এখন পাঁচজন রোগী ভর্তি আছেন। তারা কেউ করোনাভাইরাসে আক্রান্ত কিনা, সেটা পরীক্ষা-নিরীক্ষা না করে নিশ্চিত বলা যাবে না। কারণ করোনা শনাক্তের পরীক্ষার ব্যবস্থা নেই হাসপাতালে। এদিকে করোনা ইউনিটে সাড়ে ৭ ঘণ্টার ব্যবধানে করোনা ইউনিটে দুই রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসকেরাও উদ্বিগ্ন বলে জানিয়েছে ওই সূত্রটি।

বরিশালে করোনা ইউনিটে রোগীর মৃত্যু, লাশ নিয়ে পালালেন স্বজনরা

নিজস্ব প্রতিবেদক:
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর পর তার মরদেহ নিয়ে পালিয়ে গেছেন স্বজনরা।

একই দিন দিবাগত রাত পৌনে ১২টার দিকে শ্বাসকষ্ট নিয়ে ওই নারীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন স্বজনরা। সেখান থেকে ভর্তির জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে পাঠানোর পর ওই নারীর মৃত্যু হয়।

এসএম বাকির হোসেন বলেন ওই রোগী কয়েকদিন আগে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। সেখান থেকে সুস্থ হয়ে ২-৩ দিন আগে বাসায় ফেরেন।

‘এরপর তার শ্বাসসকষ্ট দেখা দেয়। এছাড়া তার স্বজনরা জানান হৃদরোগও ছিল ওই রোগীর। তাই কোন রোগে তার মৃত্যু হয়েছে তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা সঠিক হবে না’।

বরিশালে দোকান খোলা রাখা এবং গণজমায়েত করার অপরাধে ২৬ হাজার টাকা জরিমানা

মোঃ শাহাজাদা হীরা:
আজ ২৮ মার্চ শনিবার দিনভর জেলা প্রশাসক বরিশাল ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় বরিশাল মহানগরীতে একটি এবং দশটি উপজেলায় উপজেলা নির্বাহি অফিসার ও সহকারী কমিশনার ভূমি এর নেতৃত্বে ১০টি টিম মোট ১১ টি মোবাইল কোর্ট টিমের মাধ্যমে বরিশাল জেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। বরিশাল জেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখা, গণজমায়েত ও সমাবেশ বন্ধ, বিদেশ প্রত্যাগত প্রবাসী ও ব্যক্তিদের বিরুদ্ধে এবং করোনা ভাইরাসকে পুঁজি করে মাস্ক, স্যানিটাইজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার স্থিতিশীল রাখতে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত আছে।

 

আজ সারাদিন অভিযান চালিয়ে ২৬ হাজার সাতশত টাকার জরিমানা আদায় করা হয়। সকাল থেকে বরিশাল নগরীতে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে করোনা ভাইরাস রোগ প্রতিরোধে অন্যান্য দিনের ন্যায় আজ সকাল থেকে নগরীর বাংলাবাজার, সাগরদী, মেডিক্যাল কলেজ এলাকা, রূপাতলী, নথুল্লাবাদ ও কাশীপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

 

 

এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে, ব্যবসা প্রতিষ্ঠানে অধিক মানুষের সমাগম করা থেকে বিরত থাকার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার/দোকান, মেডিসিনের দোকান ইত্যাদির বাইরে সব ধরনের দোকানপাট বন্ধের নির্দেশনা বাস্তবায়ন করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মারুফ দস্তেগীর। অভিযানকালীন নগরীর বাংলা বাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা কালে নগরীর ভাটিখানা, নতুন বাজার, সদর রোড, চৌমাথা, নথুল্লাবাদ, কাশীপুর, রূপাতলী সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতা কার্যক্রম পরিচালনা করেন। সচেতনতা কার্যক্রম চলাকালে স্বল্পসংখ্যক চা দোকানে জনসমাগম পরিলক্ষিত হলে উক্ত দোকানমালিককে দোকান বন্ধের নির্দেশনা দেয়া হয়।

 

 

তাছাড়াও ভাটিখানা এলাকায় রাস্তাসংলগ্ন একটি বাড়ির আঙ্গিনায় ক্যারাম খেলারত ব্যাক্তিদের ক্যারামবোর্ড সরিয়ে নেয়ার অনুরোধ জানানো হয়। আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম। হিজলা উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ ও দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার হিজলা মোঃ আমিনুল ইসলাম।

 

হিজলা উপজেলার কাউরিয়া বাজারে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ও দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৬ ব্যক্তিকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অনুযায়ী ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বানারীপাড়া উপজেলায় অপ্রয়োজনীয় দোকান খোলা রাখা ও গণজমায়েত করার কারণে ৭ জনকে ৬ হাজার সাতশত টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার বানারীপাড়া শেখ আবদুল্লাহ সাদীদ।জনগণকে সচেতন করতে ও জনসমাগম এড়িয়ে নিজ বাড়িতে অবস্থান করতে উৎসাহিত করতে আজ গৌরনদীতে অভিযান পরিচালনা করা হয়।

 

এসময় গৌরনদী বন্দর ও টরকী বন্দর এলাকার চায়ের স্টলগুলো থেকে বেঞ্চ উঠিয়ে দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) গৌরনদী ফারিহা তানজিন। এছাড়াও অন্যান্য উপজেলায় অপ্রয়োজনীয় দোকান খোলা রাখা, গণজমায়েত ও সমাবেশ বন্ধ করার লক্ষ্যে, বিদেশ প্রত্যাগত প্রবাসী ও ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে এবং স্থানীয় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমান বলেন জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।