বরিশালবাসীর স্বপ্নের সেতুতে বসল ২৮তম স্প্যান, ৪২০০ মিটার দৃশ্যমান

করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেই পদ্মা সেতুর ২১ ও ২০ নম্বর পিলারে বসানো হলো ২৮তম স্প্যান। এর মধ্য দিয়ে পদ্মা সেতুর ৪ হাজার ২০০ মিটার দৃশ্যমান হলো। শনিবার (১১ এপ্রিল) সেতুর ২০ ও ২১ নম্বর পিলারে ‘৪-বি’ স্প্যানটি বসানো হয়। পিলার দুইটির অবস্থান মুন্সিগঞ্জের মাওয়া ও মাদারীপুরে শিবচর এলাকায়।

সকাল ৮টায় শুরু হয় স্প্যান বসানোর কার্যক্রম। সকল কারিগরি কাজ শেষে সকাল ৯টায় স্প্যানটি পিলারে বসানো সম্পন্ন হয়। ২৭তম স্প্যান বসানোর ঠিক ১৪ দিনের মাথায় বসলো ২৮তম স্প্যানটি।

এর আগে শুক্র

করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেই পদ্মা সেতুর ২১ ও ২০ নম্বর পিলারে বসানো হলো ২৮তম স্প্যান। এর মধ্য দিয়ে পদ্মা সেতুর ৪ হাজার ২০০ মিটার দৃশ্যমান হলো। শনিবার (১১ এপ্রিল) সেতুর ২০ ও ২১ নম্বর পিলারে ‘৪-বি’ স্প্যানটি বসানো হয়। পিলার দুইটির অবস্থান মুন্সিগঞ্জের মাওয়া ও মাদারীপুরে শিবচর এলাকায়।

সকাল ৮টায় শুরু হয় স্প্যান বসানোর কার্যক্রম। সকল কারিগরি কাজ শেষে সকাল ৯টায় স্প্যানটি পিলারে বসানো সম্পন্ন হয়। ২৭তম স্প্যান বসানোর ঠিক ১৪ দিনের মাথায় বসলো ২৮তম স্প্যানটি।

এর আগে শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৮টায় দিকে মুন্সিগঞ্জের মাওয়া কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্যের তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটিকে ‘তিয়ান-ই’ ভাসমান ক্রেনে করে নিয়ে রাখা হয় সেতুর মাঝের ১৮ ও ১৯ নম্বর পিলারের কাছে।

padma0.jpg

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, ইতোমধ্যে পদ্মা সেতুর ৪২টি পিলারের কাজ সম্পন্ন হয়েছে। এসব পিলারে ৪১টি স্প্যানের মধ্যে বসানো বাকি আছে ১৪টি স্প্যান। চলতি মাসের শেষ সপ্তাহে ২৯ নম্বর স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে।

২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদী শাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো কর্পোরেশন।

বার (১০ এপ্রিল) সকাল ৮টায় দিকে মুন্সিগঞ্জের মাওয়া কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্যের তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটিকে ‘তিয়ান-ই’ ভাসমান ক্রেনে করে নিয়ে রাখা হয় সেতুর মাঝের ১৮ ও ১৯ নম্বর পিলারের কাছে।

padma0.jpg

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, ইতোমধ্যে পদ্মা সেতুর ৪২টি পিলারের কাজ সম্পন্ন হয়েছে। এসব পিলারে ৪১টি স্প্যানের মধ্যে বসানো বাকি আছে ১৪টি স্প্যান। চলতি মাসের শেষ সপ্তাহে ২৯ নম্বর স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে।

২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদী শাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো কর্পোরেশন।

বরিশালে করোনা মোকাবেলায় নদীপথে র‌্যাবের টহল শুরু

শামীম আহমেদ ॥ বরিশাল জেলার নদী পথগুলো করোনা প্রভাব থেকে মুক্ত রাখতে টহল কার্যক্রম শুরু করেছে র‌্যাব-৮ সদস্যরা। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় কীর্তনখোলা নদী থেকে র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর জাহাঙ্গীর আলম এই কর্মসূচির উদ্বোধন করেন।

 

তিনি বলেন, করোনার চলমান পরিস্থিতিতে নদী পথে বাইরের জেলা থেকে যাতায়াত করে বলে এটা ঠেকাতে তারা জেলার নদীপথে টহল অব্যাহত রাখবেন। বিশেষ করে ঘাট এলাকাগুলোতে সর্তকতামূলক প্রচারনা চালানো হচ্ছে।

 

শনিবার সকাল থেকে নগরীর নদী-বন্দর এলাকা সহ জেলার মেহেন্দিগঞ্জ, হিজলা ও মুলাদী এলাকায় অভিযান চলছে। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথে নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করবেন বলেও জানান এই কর্মকর্তা।

বরিশালজুড়ে মাথা ন্যাড়া করার হিড়িক

শামীম আহমেদ, ॥ হঠাৎ করেই বরিশাল নগরীসহ জেলার প্রায় প্রতিটি উপজেলার গ্রামে-গঞ্জে মাথা ন্যাড়া করার হিড়িক পরেছে। বিশেষ করে তরুণ ও যুবকদের মধ্যে এ প্রবণতা বেশি লক্ষ্য করা গেছে। শুধু ন্যাড়া হয়েই তারা ক্ষ্যান্ত হচ্ছেন না। নানা ভঙ্গিতে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ন্যাড়া মাথার ছবি পোস্ট করছেন।

করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যে এমন দৃশ্যে বেশ কৌতূহলের সৃষ্টি হলেও যারা ন্যাড়া হয়েছেন তারা বলছেন, সরকারের নির্দেশে ঘরে বন্দি, সেলুনও বন্ধ, তাই মাথায় চুল বড় হওয়ায় তারা ন্যাড়া হয়েছেন। আবার অনেকেই বলেছেন, নিছক মনের বাসনা কিংবা ভালো লাগা থেকেই তারা ন্যারা হয়েছেন। আবার অনেকে জানিয়েছেন, পাশের বা পরিচিত কারও একজনের ন্যাড়া হওয়া দেখে তিনিও উৎসাহিত হয়েছেন।

অতিসম্প্রতি ন্যাড়া হওয়াদের মধ্যে তরুণ ও যুবকদের পাশাপাশি বরিশালের বেশ কয়েকজন সংবাদকর্মী, সাংস্কৃতিক কর্মী, ছাত্রলীগ নেতা, চাকরিজীবী, শ্রমজীবীসহ অনেকেই রয়েছেন। যাদের অধিকাংশরাই ন্যাড়া হওয়ার পর কোনো না কোনো ভঙ্গিতে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।

গরমের এমন সময়টাতে প্রতিবছরই গ্রুপ বেঁধে একই বয়সের তরুণদের মাঝে ন্যাড়া হওয়ার প্রবণতা বেশি থাকে। যদিও চলতি সময়ে ন্যাড়া হওয়া তরুণরা জানিয়েছেন, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশে তাদের গৃহবন্দি থাকতে হচ্ছে। যে যার মতো নিজ বাড়িতে থাকছেন, কবে নাগাদ বাহিরে বের হতে পারবেন এবং স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন তা কারো জানা নেই। এমন সুযোগে তাই মাথা ন্যাড়া করেছেন।বরিশাল সদর উপজেলার লামচরি এলাকার বাসিন্দা রাসেল হোসেন জানান, তিনি পড়াশোনার পাশাপাশি একটি চাকরি করেন। বর্তমান পরিস্থিতি তাদের বাড়ির সবাই নিজ ঘরেই আছেন। দিনের বেলা ঘর থেকে বের হয়ে উঠান কিংবা বাগানের বাহিরে কোথাও যাচ্ছেন না। বাড়িতেও কেউ আসছে না। এই সুযোগে তারা সমবয়সি কয়েকজন মিলে মাথা ন্যাড়া করেছেন।

নগরীর রূপাতলী এলাকার মেহেদি হাসান বলেন, চুল বড় হয়ে গেছে, সেলুন বন্ধ থাকায় চুল কাটার সুযোগ নেই। তার ওপর গরম বেড়েছে, ফলে এক স্বজনের সহায়তায় তিনি মাথা ন্যাড়া করেছেন। প্রায় একইভাবে জানিয়ে গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামের বাসিন্দা আনিচুর রহমান বলেন, তাদের গ্রামের প্রায় অর্ধশতাধিক তরুন ও যুবকরা মাথা ন্যাড়া করেছেন।

বরিশাল জেলা নরসুন্দর কল্যাণ ইউনিয়নের সাধারণ সম্পাদক রতন চন্দ্র শীল বলেন, দীর্ঘদিন সেলুন বন্ধ থাকায় নরসুন্দররা খুব কষ্টে দিন কাটাচ্ছেন। তার পরেও একমাত্র সেলুন যেখানে সামাজিক দূরত্ব কোনোভাবেই নিশ্চিত করা সম্ভব নয়। নরসুন্দরদের সাধারণ মানুষদের স্পর্শ করেই চুল কাটা কিংবা সেভ করার কাজটি করতে হয়। সেখানে যদি কেউ করোনায় আক্রান্ত থাকেন, তাহলে ওই নরসুন্দরসহ পরে সেলুনে আসা বহু লোক এতে আক্রান্ত হতে পারেন। এই চিন্তা থেকে সরকারি নির্দেশনা মেনে গত ২৫ মার্চ থেকে গোটা বরিশাল জেলায় সেলুন বন্ধ করা হয়েছে।

বরিশালকে লকডাউন করার দাবি

শামীম আহমেদ ॥

ঢাকা, নারায়নগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে গোপনে এখানো বরিশালের বিভিন্ন এলাকায় আসছে মানুষ। তার পাশাপাশি সাধারণ মানুষের এখনো অপ্রয়োজনে ঘর থেকে বের হচ্ছে, ফলে শতভাগ সামাজিক দূরত্ব বজায় রাখাটা কঠিন হয়ে উঠেছে। অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া রোধ আর সামাজিক দুরত্ব নিশ্চিতের লক্ষে পুলিশের পক্ষ থেকে জায়গায় জায়গায় চেক পোষ্ট আর জেলা প্রশাসেনর পক্ষ থেকে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম নিয়মিতো পরিচালনা করা হচ্ছে।

তবে পটুয়াখালী ও বরগুনায় ২ ব্যক্তির করোনয় আক্রান্ত হয়ে মৃত্যুর পর গোটা দক্ষিনাঞ্চলেই কিছুটা শঙ্কা বেড়েছে। যদিও এরইমধ্যে বিভাগের ৬ জেলাতেই অন্যস্থানের মানুষ প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপের সাথে সাথে সড়ক পথে নজরদারি বাড়ানো হলেও এখন নৌ-পথে পন্যবাহি নৌ-যান আর ছোট ছোট ট্রলারে চেপে মানুষ আসছে বরিশালে। বিভাগের বরিশাল ও ঝালকাঠি জেলাসহ বিভিন্ন জেলার বিভিন্ন এলাকা ও গ্রাম ব্যক্তি উদ্যোগে পুরোপুরি লগডাউন করা হয়েছে।

তবে দাবি উঠেছে প্রশাসনিকভাবে বরিশালকে লক ডাউন করার। করোনায় যাতে বরিশালে কোনো নাগরিক আক্রান্ত না হয়, সেই বিষয়টিকে মাথায় রেখেই এই দাবী তোলা হচ্ছে বলে জানিয়েছেন অনেকে। বরিশাল নগরের নাজিরমহল্লাসহ মেট্রোপলিটনের বেশ কিছু স্থানে এলাকাবাসীর উদ্যোগে লক ডাউন করা হয়েছে। যেটাকে সাধুবাদ জানিয়েছেন প্রশাসনের লোকজনও। তবে এতে করে জরুরী সেবা কার্যক্রম যাতে ব্যহত না হয় সেদিকেও খেয়াল রাখার আহবান জানিয়েছে প্রশাসন।

কবি ও সাংবাদিক সৈয়দ মেহেদি হাসান বলেন, গতরাতেও ভোলা থেকে প্রায় ৩০ জনের মানুষ বরিশালে ট্রলার যোগে আসে। নৌপথে নির্বিঘ্নে আসলেও সড়কে উঠতেই পড়ে থানা পুলিশের সামনে। তারা তাদের প্রথমে জীবানুনাশক স্প্রে দেয়, পরে জিজ্ঞাসাবাদ করে নির্ধারিত গাড়িতে সামাজিক দুরত্ব নিশ্চিত করে পরবর্তী গন্তব্য’র উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। যা অনেকটাই তরিঘরি করে। এরআগের রাতে উজিরপুরে ৮ বাড়ি বিশেষ নজরদারীর আওতায় আনে প্রশাসন। কারণ ৭ জন্য ব্যক্তি নারায়নগঞ্জ থেকে গোপনে সেখানে চলে এসেছেন। বরগুনার আমতলী, ভোলা ও পটুয়াখালীর বিভিন্ন স্থানে নারায়নগঞ্জ ও ঢাকা থেকে মানুষ নৌ-পথে গোপনে চলে আসছে। যা সত্যিই আমাদের জন্য উদ্বেগ ও শঙ্কার কারণ।

 

বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি পুলক চ্যাটার্জী বলেন, মাদারীপুরে প্রচুর প্রবাসী রয়েছে। যারা আমাদের জেলায় অবাধে প্রবেশ করছে। তাছাড়া মাদারীপুরের শিবপুর আমাদের জেলা থেকে বেশি দুরে নয়। এছাড়াও পটুয়াখালীর দুমকিতে নারায়নগঞ্জ থেকে আসা এক ব‌্যক্তি করোনায় আক্রান্ত হযে মারা গেছে এবং বরগুনার আমতলীতে আওয়ামী লীগের এক নেতাও করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। তার জানাযায় অনেক লোক হয়েছে এবং তার মরদেহ খোলা অবস্থায় ছিলো।

 

আমতলী ও দুমিকি এলাকা লক ডাউন করা হলেও লক ডাউন করার আগে লোকজন যদি আমাদের জেলায় এসে থাকে তাহলে সেটা আমাদের জন্য দুশ্চিন্তার। তাই বরিশাল জেলা অনতিবিলম্বে লক ডাউন করা উচিৎ। বিভাগের কেন্দ্রস্থল বরিশাল, তাই এখানে আতংকের কারণ বেশি, সেজন্য অতিদ্রুত বরিশাল লক ডাউন হওয়া প্রয়োজন বলে জানিয়ে বরিশাল সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপিকা শাহ সাজেদা বলেন, এদেশের মানুষ না খেয়ে মরবে না।

 

অতএব এই এপ্রিল মাস লক ডাউন অবস্থায় যেন বরিশালকে রাখা হয়। বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটাই আমরা কঠোর ভাবে পালন করছি। অপ্রয়োজনে কেউ বাহিরে বের হলে তাকে আইনের আওতায় আনা হচ্ছে। আবার জেলায় প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বরিশালে সারাদিন রাস্তায় পড়ে থাকা সেই লাশ নিয়ে গেল পুলিশ

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পয়সার হাট ব্রিজ সংলগ্ন রাস্তার পাশ থেকে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) ভোর থেকে স্থানীয়রা ওই স্থানে লাশটি পড়ে থাকতে দেখলেও করোনাভাইরাসের আতঙ্কে কেউ কাছে যায়নি। পরে স্থানীয় চৌকিদারের মাধ্যমে খবর পেয়ে দুপুর ৩টার দিকে লাশটি উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে ওই বৃদ্ধাকে অসুস্থ অবস্থায় এলাকায় ঘোরাঘুরি করতে দেখেছেন তারা। তবে তার নাম-পরিচয় কেউ জানেন না। তার চলাফেরা দেখে ভবঘুরে মানসিক রোগী মনে হয়েছে। শুক্রবার ভোরে কয়েকজন লোক রাস্তায় বের হলে ওই স্থানে বৃদ্ধার লাশটি পড়ে থাকতে দেখেন।

করোনাভাইরাসের এ সংকটময় পরিস্থিতিতে লাশটি পড়ে থাকতে দেখে তারা ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন। এ কারণে কেউ লাশের কাছে যাওয়ার সাহস পায়নি।

আগৈলঝাড়া থানা পুলিশের ওসি মো. আফজাল হোসেন জানান, স্থানীয় চৌকিদার দুপুর আড়াইটার দিকে থানায় ফোন করে জানান, রাস্তার পাশে একটি লাশ পড়ে আছে। তবে করোনাভাইরাসের আতঙ্কে ওই বৃদ্ধের লাশের পাশে কেউ ভিড়ছে না। খবর পেয়ে তিনি (ওসি আফজাল হোসেন) পুলিশ সদস্যদের নিয়ে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।

তিনি আরও জানান, বৃহস্পতিবার রাতের যে কোনো সময় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশের পরিচয় শনাক্তে বিভিন্ন থানায় বেতারবার্তা পাঠানো হয়েছে। আপাতত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশটি রাখা হয়েছে।

বরিশালে ১৬টি বাড়ির ৬০টি পরিবারের লকডাউন প্রত্যাহার করেছে স্থানীয় প্রশাসন

শামীম আহমেদ:

বরিশালের আগৈলঝাড়ায় জ্বর, গলাব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে মৃত ব্যাক্তির শরীরে করোনা ভাইরাসের কোন লক্ষন পাওয়া যায়নি বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন। তাই ওই এলাকার ১৬টি বাড়ির ৬০টি পরিবারের লকডাউন প্রত্যাহার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম।

 

গত ৮ এপ্রিল উপজেলার বাগধা ইউনিয়নের পূর্ব বাগধা গ্রামের সোহরাব হোসেন মিয়ার ছেলে গোল্ডেন লাইন পরিবহনের সুপারভাইজার আলী আকবর (৩৮) নিজ বাড়িতে মারা যায়। তখন তার মৃত্যুর খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আঃ রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি তার বাড়িতে অবস্থান করে

 

১৬টি বাড়ির

শামীম আহমেদ:

বরিশালের আগৈলঝাড়ায় জ্বর, গলাব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে মৃত ব্যাক্তির শরীরে করোনা ভাইরাসের কোন লক্ষন পাওয়া যায়নি বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন। তাই ওই এলাকার ১৬টি বাড়ির ৬০টি পরিবারের লকডাউন প্রত্যাহার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম।

 

গত ৮ এপ্রিল উপজেলার বাগধা ইউনিয়নের পূর্ব বাগধা গ্রামের সোহরাব হোসেন মিয়ার ছেলে গোল্ডেন লাইন পরিবহনের সুপারভাইজার আলী আকবর (৩৮) নিজ বাড়িতে মারা যায়। তখন তার মৃত্যুর খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আঃ রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি তার বাড়িতে অবস্থান করে

 

১৬টি বাড়ির প্রায় ৬০টি পরিবারকে লকডাউন করে দেয় উপজেলা প্রশাসন। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন বলেন, আলী আকবর মারা যাবার পর তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানোর পরে শনিবার তার রিপোর্টে করোনা ভাইরাসের লক্ষন পাওয়া যায়নি।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম জানান, আলী আকবর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়নি। তিনি মারা গিয়েছে যক্ষা রোগে। তাই ওই এলাকার ১৬টি বাড়ির ৬০টি পরিবারের লকডাউন প্রত্যাহার করেন তিনি।

প্রায় ৬০টি পরিবারকে লকডাউন করে দেয় উপজেলা প্রশাসন। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন বলেন, আলী আকবর মারা যাবার পর তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানোর পরে শনিবার তার রিপোর্টে করোনা ভাইরাসের লক্ষন পাওয়া যায়নি।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম জানান, আলী আকবর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়নি। তিনি মারা গিয়েছে যক্ষা রোগে। তাই ওই এলাকার ১৬টি বাড়ির ৬০টি পরিবারের লকডাউন প্রত্যাহার করেন তিনি।

বরিশালে অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে জনসমাগম করার অপরাধে ১৩,৯০০ টাকা জরিমানা

মোঃ শাহাজাদা হীরা:
বরিশাল জেলা প্রশাসনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আজ ১১ এপ্রিল শনিবার সকাল থেকে বরিশাল মহানগরীর চৌমাথা, নতুল্লাবাদ, আমতলার মোড়, সাগরদী, রুপাতলী, নতুল্লাবাদ, সদর রোড, বাংলা বাজার, চকবাজার, বটতলা বাজার, পোর্ট রোড বাজার, পলাশপুর, কাউয়ারচর খেয়াঘাট, ভাটার খাল এলাকায় জেলা প্রশাসন বরিশাল এর পক্ষ থেকে মোবাইল কোর্ট এর অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে জনসমাগম করে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখার অপরাধে নয়টি দোকানকে ১৩ হাজার ৯০০ টাকা জরিমানা অাদায় করা হয়।

নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে, ব্যবসা প্রতিষ্ঠানে অধিক মানুষের সমাগম এবং চায়ের দোকানসহ অপ্রয়োজনীয় দোকান খোলা রাখা থেকে বিরত থাকার নির্দেশনা পালনের পাশাপাশি গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ নাজমূল হুদা এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মারুফ দস্তেগীর। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি এ সময় বিভিন্ন টি-স্টল, মুদি দোকান ও এলাকার মোড়ে মোড়ে যেখানেই জনসমাগম দেখা গেছে তা ছত্রভঙ্গ করা হয় এবং নিরাপদ দূরত্বে চলার নির্দেশনা, মাক্স পরার নির্দেশনা প্রদান করা হয়।

পাশাপাশি সবাইকে যৌক্তিক প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসতে নিষেধ করা হয় এবং এ আদেশ অমান্যাকরীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এসময় মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় নেতৃত্ব প্রদান করেন বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমূল হুদা।

অভিযান পরিচালনা এসময় নগরীর লঞ্চঘাট এলাকায় একটি দোকানে জনসমাগম করে সামাজিক দূরত্ব নিশ্চিত না করে আড্ডা দেয়ার অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৫ (১) ধারা মোতাবেক সাজ্জাদ ও বাবুল নামের দুই ব্যক্তি কে প্রত্যেককে ২০০ টাকা করে মোট ৪০০ টাকা জরিমানা করা হয়। বাজার রোড এলাকায় গোপাল চন্দ্র নামে এক ব্যক্তিকে অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে জনসমাগম করার অপরাধে একই আইনে ১ হাজার টাকা জরিমানা করা হয়। পলাশপুর এলাকায় একটি পোশাকের দোকানকে বার বার সতর্ক করা পরেও দোকান খোলা রেখে জনসমাগম করার অপরাধে একই আইনে ৬ হজার টাকা জরিমানা করা হয়।

সদর রোড এলাকায় দুটি চায়ের দোকান খোলা রেখে জনসমাগম করে চা বিক্রয় করার অপরাধে একই আইনে প্রত্যেককে এক হাজার টাকা করে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় প্রসিকিউসন অফিসার হিসাবে স্যানিটারি অফিসার ও নিরাপদ খাদ্য ইন্সপেক্টর মোঃ জাকির হোসেন সহযোগিতা করেন।

আইন-শৃঙ্খলা রক্ষা ও গণসচেতনতা কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করেন ক্যাপ্টেন আল আমিন হেসেনসহ বাংলাদেশ সেনাবাহিনীর ৭ম পদাতিক ডিভিশনের সদস্যরা। অপরদিকে বরিশাল মহানগরীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ মারুফ দস্তেগীর। অভিযানকালে তিনি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক সচেতনতা মূলক প্রচারণা চালানোর পাশাপাশি সবাইকে যৌক্তিক প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসতে নিষেধ করা হয় এবং এ আদেশ অমান্যাকরীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়।

এসময় তিনি নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় তিনি কাউয়ারচর খেয়াঘাটে অধিক যাত্রী নিয়ে জনসমাগম করে খেয়া পারাপার করার অপরাধে একজন টলার চালককে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক ৫০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভাটার খাল সিভিল সার্জন অফিস সংলগ্ন এলাকায় অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করা এবং সামাজিক দূরত্ব বজায় না রাখার অপরাধে একজন ব্যক্তিকে একই আইনে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে কলেজ হাসপাতাল এর সামনে অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে জনসমাগম করার অপরাধে একটি দোকানকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর সদস্যরা।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদ্বয় বলেন, জনগণকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমান সদা সচেষ্ট এবং তাঁর নির্দেশনায় নিয়মিত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 

বরিশালে ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

করোনা সংক্রমণ এড়াতে গনজমায়েত বন্ধ, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ এবং অপ্রয়োজনীয় দোকান খোলা রাখার বিরুদ্ধে বরিশালে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এবং মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

পৃথক ভ্রাম্যমাণ আদালত সরকারি নির্দেশ অমান্যকারী ৬টি ব্যবসা প্রতিষ্ঠান এবং একজন ব্যক্তির কাছ থেকে মোট ১৩ হাজার ২শ টাকা জরিমানা আদায় করেন।

পাশাপাশি সংক্রমণ এড়াতে সরকারি নির্দেশ মেনে শুক্রবারের জুমায় মসজিদে না গিয়ে বাসায় সকল নামাজ আদায় করতে জনগনণকে উৎসাহিত করেন ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া নগরীসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। অহেতুক রাস্তায় বের হওয়া মোটরসাইকেল আটকে দেয়। জরুরি প্রয়োজনে বের হলেও একাধিক আরোহী না থাকা এবং সরকারের নিয়ম মেনে চলতে সচেতনতা সৃষ্টি করেন ভ্রাম্যমাণ আদালত।

জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস।

বরিশালে করোনা আতঙ্কে ছেলেকে বাড়ি থেকে তারিয়ে দিলেন বাবা!

শামীম আহমেদ:
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় করোনাভাইরাস আতঙ্কে নিজের ছেলেকে বাড়িতে ঢুকতে দিলেন না মা-বাবা। পরে শ্বশুরবাড়িতে আশ্রয় নিয়ে আলাদা ঘরে হোম কোয়েরেন্টিনে আছেন তিনি। বৃহস্পতিবার বাসুদেব বিশ্বাস (২৮) ঢাকা থেকে উপজেলার পাকুরিতা গ্রামর বাড়িতে গেলে বাবা বিমল বিশ্বাস লাঠি নিয়ে ধাওয়া করে তাকে বাড়ি থেকে বের করে দেয়। এ সময় উপস্থিত ছিলেন তার মা লক্ষিরানী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ি থেকে বের করে দেওয়ার পর উপজেলার গৈলা গ্রামে তার শ্বশুর অরুন মন্ডলের বাড়িতে আশ্রয় নিলে তাকে আলাদা ঘরে হোম কোয়েরেন্টিন করে রাখা হয়েছে।

এ বিষয়ে বাসুদেব বিশ্বাসের বাবা বিমল বিশ্বাস বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় কোনো ঝুঁকি নিতে চাই না, তাই ছেলেকে বাড়িতে ঢুকতে দেইনি। ছেলে হোক তাতে কি! সে যেই হোক চিকিৎসকের কাছ থেকে করোনা-মুক্ত সার্টিফিকেট ছাড়া বাড়িতে বসবাস করতে দেওয়া যায় না।’
তিনি বলেন, ‘শুনেছি শ্বশুরবাড়িতে হোম কোয়ারেন্টিনে রয়েছে। ১৪ দিনের হোম কোয়েরেন্টিন শেষ করুক। যদি সুস্থ থাকে তাহলে হাসি মুখে বাড়ি নিয়ে আসব।’

বাসুদেব বিশ্বাসের শ্বশুর অরুন মন্ডল বলেন, ‘ বৃহস্পতিবার আমার মেয়ে সিমা মন্ডল ও জামাতা ঢাকা থেকে আসে। মেয়ে আমার বাড়িতে আসে ও জামাতা তার বাড়িতে যায়। তারা দুজনই সুস্থ তার পরেও মেয়ে বাড়িতে আসলে তাকে আমরা আলাদা ঘরে হোম কোয়েরেন্টিনে রেখেছি। পরে জামাতাও আসলে তাকেও আলাদা ঘরে হোম কোয়েরেন্টিনে রাখা হয়েছে।

 

বরিশালে ব্রিজ ভেঙ্গে খালে যোগাযোগ বিচ্ছিন্ন

শামীম আহমেদ:
বরিশালের হিজলা উপজেলার একতা বাজার সংলগ্ন একটি আয়রন ব্রিজ নৌযানের ধাক্কায় ভেঙ্গে গেছে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও শুক্রবার সকাল থেকে হিজলা উপজেলা সদরের সাথে মেহেন্দিগঞ্জের আন্দারমানিক ইউনিয়নের সাধারণ মানুষের যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ উপজেলার আন্দারমানিক ইউনিয়নের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম বলেন, ব্রিজটি শুক্রবার ভোররাত তিনটার দিকে ভেঙ্গে পরেছে। এরআগে একটি বালুবাহী নৌযান ব্রিজটিকে ধাক্কা দেয়, সেই থেকেই ব্রিজটি দুর্বল হয়ে পরেছিলো। তিনি আরও জানান, ভোররাতে ঘটনাটি ঘটায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

তবে দ্রুত ব্রিজটি মেরামত করা না হলে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে হিজলা উপজেলা সদর ও মেহেন্দিগঞ্জের আন্দারমানিক ইউনিয়নের কয়েক হাজার মানুষের ভোগান্তিতে পরতে হবে। তিনি আরও বলেন, আন্দারমানিক ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বেশিরভাগ মানুষের ব্যবসা বাণিজ্য পার্শবর্তী হিজলা উপজেলা সদরে।

এছাড়া স্কুল-কলেজে পড়ার জন্য শিক্ষার্থীরা ওই ব্রিজদিয়ে যাতায়াত করে থাকেন। ফলে বর্তমান করোনা পরিস্থিত স্বাভাবিক হলে সাধারণ মানুষের ভোগান্তি কয়েকগুন বৃদ্ধি পাবে।