বরিশালে করোনা মোকাবেলায় নদীপথে র‌্যাবের টহল শুরু

শামীম আহমেদ ॥ বরিশাল জেলার নদী পথগুলো করোনা প্রভাব থেকে মুক্ত রাখতে টহল কার্যক্রম শুরু করেছে র‌্যাব-৮ সদস্যরা। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় কীর্তনখোলা নদী থেকে র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর জাহাঙ্গীর আলম এই কর্মসূচির উদ্বোধন করেন।

 

তিনি বলেন, করোনার চলমান পরিস্থিতিতে নদী পথে বাইরের জেলা থেকে যাতায়াত করে বলে এটা ঠেকাতে তারা জেলার নদীপথে টহল অব্যাহত রাখবেন। বিশেষ করে ঘাট এলাকাগুলোতে সর্তকতামূলক প্রচারনা চালানো হচ্ছে।

 

শনিবার সকাল থেকে নগরীর নদী-বন্দর এলাকা সহ জেলার মেহেন্দিগঞ্জ, হিজলা ও মুলাদী এলাকায় অভিযান চলছে। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথে নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করবেন বলেও জানান এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *