শেবাচিমের আইসোলেশনে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন গৃহবধূ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের পাটুয়া গ্রামের করোনা শনাক্ত হওয়া জুয়েল মৃধার স্ত্রী গৃহবধূ ইভা (২৬) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

শুক্রবার তার পরিবার এ তথ্য নিশ্চিত করেছে।

এরআগে ঢাকার নারায়নগঞ্জে বসবাসরত পাটুয়া গ্রামের এ নারী করোনা আক্রান্ত অবস্থায় দু’দিন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তির চেষ্টা করে ব্যর্থ হয়ে ২৬ এপ্রিল ঢাকা থেকে স্বামী জুয়েল মৃধার সঙ্গে বাড়ি ফিরছিলেন।

বরিশালে আসার পরে বেশি অসুস্থ হয়ে পড়লে সেখানে শেবাচিমের করোনা ইউনিটে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। আক্রান্ত হওয়া নারীর দুই শিশু সন্তানসহ বাড়ির অন্যদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল।

দুই শিশু সন্তান সহ তাদের সংস্পর্শে আসা বাড়ির অন্যদের নমুনা সংগ্রহ করা হলেও রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে।

করোনা জয়ী নারীর স্বামী জুয়েল মৃধা জানান, তারা পরিবারের সবাই এখন সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন। বৃহস্পতিবার স্বস্ত্রীক বাড়ি ফিরেছেন।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: চিন্ময় হাওলাদার জানান, শুক্রবার পর্যন্ত ৭৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ৪৫ জনের রিপোর্ট এসেছে। কারও পজিটিভ আসেনি। বাকিদের রিপোর্ট পাওয়া যায়নি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কলাপাড়ায় করোনা আক্রান্ত কোন রোগীর তথ্য জানা যায়নি।

বরিশাল বিভাগে করোনা আক্রান্ত ১৫১ জন, সুস্থ হয়ে উঠেছেন ৭৪

বরিশাল বিভাগের ৬ জেলায় মোট ১৫১ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মীও রয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, করোনার সংক্রমণ প্রতিরোধে বিদেশি নাগরিকসহ বিভিন্ন জেলা (সংক্রমিত) থেকে আগত ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলমান রয়েছে। ফলে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ৬ জেলায় মোট ১০ হাজার ৫৪৫ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়।

এরমধ্য হোম কোয়ারেন্টিনে পাঠানো হয় ৯ হাজার ৮৭৩ জনকে, আর এরমধ্যে ৮ হাজার ১৭০ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া বর্তমানে বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে (প্রতিষ্ঠানিক) কোয়ারেন্টিনে ৬৭২ জন রয়েছেন এবং এ পর্যন্ত ৫৩৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় পিরোজপুর ব্যতিত বিভাগের ৫ জেলায় ৪৯ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে এবং গত ২৪ ঘণ্টায় বিভাগের ৬ জেলায় ১০৮ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এর বাইরে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাপ্রাপ্ত রোগীর সংখ্যা ২৬৪ জন এবং এরইমধ্যে ১৬৯ জনকে ছাড়পত্রও দেওয়া হয়েছে।

এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় ৪৯ জন, পটুয়াখালীতে ৩০, ভোলায় ৫, পিরোজপুরে ১৭, বরগুনায় ৩৬ ও ঝালকাঠিতে ১৪ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

পাশাপাশি বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় ৩১ জন, পটুয়াখালীতে ১৫, ভোলায় ২, পিরোজপুরে ৩, বরগুনায় ১৮ ও ঝালকাঠিতে ৫ জন করোনা পজেটিভ রোগী সুস্থ হয়েছেন। যাদের এরইমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া বরিশালের মুলাদীতে, পটুয়াখালী জেলার সদর উপজেলায় ১ জন, মির্জাগঞ্জে ১ ও দুমকিতে ১ জন এবং বরগুনা জেলার আমতলী ও বেতাগীতে ১ জন করে ৬ জন ব্যক্তির করোনায় মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

বরিশালে কৃষকের পাশে ছাত্রলীগ

মাননীয় প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশ অনুযায়ী,উজিরপুরে অসহায় কৃষকের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিলেন সরকারি সেরে বাংলা ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ।এসময় উপস্থিত ছিলেন,সরকারি শেরে বাংলা ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতা মোঃসবুজ হাওলাদার,মো মনির

হোসেন,মোঃশামীম,শাওন শিকদার,মোঃআলামিন মোঃ বাচ্চু,মোঃপরশ,মোঃরিপন,মোঃকাউসার,আলামিন,মোঃনয়ন,মোঃআশিক,মোঃজহিরুল ইসলাম প্রমূখ।

এই সময দারিদ্র কৃষক পরিবার মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা ও ছাত্রলীগ কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বরিশালে শিশু, প্রতিবন্ধী ও হিজড়াদের মাঝে এক করোনা যোদ্ধা সাজ্জাদ পারভেজ

যে মুহূর্তে নিম্নআয়ের মানুষের পাশে দাড়াতে সরকার থেকে শুরু করে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ কাজ করে যাচ্ছে তখন নিম্নআয়ের পরিবারের শিশুদের পাশে দাড়িয়েছেন সমাজসেবা অধিদফতরের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের নির্দেশনা অনুযায়ী প্রতিটি পরিবারে গিয়ে শিশুদের খাদ্য বিতরণ করছেন। এদের সাথে নগরীতে হিজড়া এবং প্রতিবন্ধীদের মাঝেও নিত্য প্রয়োজনীয় জিনিস বিতরণ করছেন এ প্রবেশন কর্মকর্তা।

প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ জানান, করোনা ভাইরাসের আগ্রাসনে সমাজের নানা অর্থনৈতিক অবস্থার মানুষ আজ দিশেহারা। নিম্নমধ্যবিত্ত মানুষগুলোর রোজগার নেই বললেই চলে। এতে করে বিপাকে এ সমস্ত পরিবারের শিশুরা। তাদের অসহায় অবুঝ মুখগুলো ভাইরাসের সংক্রমণ বোঝে না, তাদের খাবার দরকার, পুষ্টি দরকার, দরকার বয়সোচিত পরিচর্যা।

এ সমস্ত অবুঝদের কথা বিবেচনা করে বরিশালের শিশু বান্ধব জেলা প্রশাসক অজিয়র রহমানের নির্দেশনা অনুযায়ী বিতরণ করা হয় শিশু খাদ্য। এমনকি রাত-বিরাতেও তিনি খাদ্যসামগ্রী নিয়ে অসহায় মানুষের বাড়িতে বাড়িতে ছুটে যান। যে কোন মাধ্যমে অভূক্ত মানুষের ঠিকানা নিশ্চিত হয়েই এই কর্মকর্তা ছোটেন খাদ্যসামগ্রী নিয়ে৷ এছাড়াও সাজ্জাদ পারভেজ জীবনের ঝুঁকি নিয়ে সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের নিবাসীসহ স্নেহ বঞ্চিত শিশুদের সুরক্ষায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।

ক্যাপ্টেন মোয়াজ্জেমের অর্থায়নে বানারীপাড়া-উজিরপুরে খাদ্য সহায়তা কার্যক্রম শুরু

বানারীপাড়া প্রতিনিধি:
বিশ্বের প্রায় দুই শতাধিকের অধিক রাষ্ট্র সহ বাংলাদেশে যখন মরনঘাতি করোনা ভাইরাস(কোভিড-১৯) ছড়িয়ে পড়ছে তখন শ্রমজীবী অসহায় মানুষ করোনা আতংকে গৃহবন্দি কর্মহীন হয়ে অর্ধাহারে অনাহারে জীবন যাপন করছেন,ঠিক সেই মুহুর্তে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পরিষদের কার্যকরী সভাপতি ও দানবীর জনবান্ধব নেতা ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেন(বাবুল) বরিশালের বানারীপাড়া-উজিরপুরে অসহায় কর্মহীন পরিবারের মাঝে সহায়তার হাত বাড়িয়ে দেন।

তিনি এই সংকটাপন্ন মুহুর্তে ও পবিত্র রমজান উপলক্ষে খাদ্য ও ইফতার সামগ্রী উপহার নিয়ে দাড়িয়েছেন সাধারণ মানুষের মাঝে। পবিত্র রমজান ও লকডাউনে অসহায় কর্মহীন দুস্থ পরিবারের মাঝে বানারিপাড়া ও উজিরপুরে চলমান কার্যক্রমে পুরো রমজান মাস জুড়ে তারা খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করবেন। কার্যক্রমের প্রথম দিনে  বানারীপাড়ায় উপজেলার সৈয়দকাঠী ও উদয়কাঠীতে বাড়ি বাড়ি গিয়ে অসহায় পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী তারা বিতরণ করেছেন যা চলমান রয়েছে। পরবর্তী তারা এই খাদ্য ও ইফতার সামগ্রী বানারীপাড়ার অন্যান্য ইউনিয়ন সহ পার্শ্ববর্তী উজিরপুর উপজেলায় বিতরণ করবেন। তবে তাদের এই খাদ্য ও ইফতার সামগ্রী বিতরন কার্যক্রম পুরো রমজান মাস জুড়ে চলমান থাকার অঙ্গীকার হিসেবে যদি সহায়তা বাড়াতে হয় তারা তা বাড়িয়ে রমজান মাস জুড়ে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে।

সহায়তা কার্যক্রমে ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেনের ছোট ভাই মোঃ মেহেদী হাসানের বাস্তবায়নে ও মোঃ শাহে আলম সিকদার,ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেনের ব্যাক্তিগত সহকারী মোঃ সাইফুল ইসলাম,সেচ্ছাসেবক হাফিজুর রহমান মিঠু,রাফাত মোল্লা,রাব্বি গোলান্দাজ,আসাদ হোসেন,রাহাদ মোল্লা ও সাগর হাওলাদারের সার্বিক সহযোগিতায়  শুক্রবার দিনভর অসহায় মানুষের পরিবারের মাঝে চাল,ডাল,আলু,চিনি,পিয়াজ,ছোলাবুট সহ বিভিন্ন খাদ্য সামগ্রীর উপহার পৌছে দেন।

ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেন মুঠোফোনে জানান পবিত্র রমজান মাসে ধারাবাহিক ভাবে বানারীপাড়া-উজিরপুরের অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রীর এ উপহার পৌছে দেয়া হবে। তিনি আরো বলেন প্রয়োজনে আরো বাড়ানোর সম্ববনা রয়েছে।

বরিশাল বিভাগে নার্সসহ নতুন আক্রান্ত ৭, মোট ১৩৪

বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজের এক নার্সসহ গত ২৪ ঘণ্টায় নতুন করে সাতজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগের ছয় জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৩৪ জন। এর মধ্যে ২৩ জনই চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী, যা মোট আক্রান্তের ১৭ ভাগ।

আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি বরিশালের। এই জেলায় নতুন তিনজনসহ আক্রান্তের সংখ্যা ৪৪। এরপরে আছে বরগুনা। এখানে নতুন আক্রান্ত একজনসহ মোট আক্রান্তের সংখ্যা ৩৩ জন। পটুয়াখালীতে নতুন দুজনসহ আক্রান্তের সংখ্যা ২৯ জন। এ ছাড়া পিরোজপুরে নতুন একজনসহ ১১ জন, ঝালকাঠিতে ১২ জন এবং ভোলায় পাঁচজন।

আক্রান্তদের মধ্যে ৫৬ জনই সুস্থ হয়েছেন। এর মধ্যে বরিশালে ২৫ জন, বরগুনায় ১৪ জন, পটুয়াখালীতে চারজন, ঝালকাঠিতে দুজন ও পিরোজপুরে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, বরিশাল বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় পটুয়াখালীর দুমকি ও বরগুনার আমতলীতে। গত ৯ এপ্রিল ওই দুই রোগী মারা যান। এরপর বরিশাল জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১২ এপ্রিল। ৯ এপ্রিলের পর রোগীর সংখ্যা তেমন না বাড়লেও ২০ এপ্রিলের পর রোগীর সংখ্যা বাড়তে থাকে। ২৫ এপ্রিল আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়ায়।

আক্রান্তের গতিপ্রকৃতি পর্যালোচনায় দেখা যায়, বরিশাল, বরগুনা ও পটুয়াখালীতে ২০ এপ্রিলের পর করোনা রোগী বাড়তে থাকে। বরগুনায় ৯ এপ্রিল একজন করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার পর সেখানে ১১ এপ্রিল আরও একজন রোগী শনাক্ত হয়। ২৫ এপ্রিলের মধ্যে সেই সংখ্যা দাঁড়ায় ৩০-এ। এরপর আক্রান্তের গতি কিছুটা কমে আসে। এরপর গত ৯ দিনে এই জেলায় মাত্র তিনজন আক্রান্ত হয়। বরিশালে ১২ এপ্রিল প্রথম এক রোগীর মৃত্যুর মধ্য দিয়ে করোনা শনাক্ত হয়। এরপর ১৪ এপ্রিল একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ ছয়জনের করোনা শনাক্ত হয়। ১৬ এপ্রিল পর্যন্ত জেলা আক্রান্ত ছিল ১৪ জন। ২৪ এপ্রিলের মধ্যে তা বেড়ে হয় ৩৬ জনে। এরপর গত ১০ দিনে এই জেলায় ৮ জন আক্রান্ত হন।

পটুয়াখালী জেলায় ৯ এপ্রিল প্রথম শনাক্ত রোগী মারা যাওয়ার পর ২০ এপ্রিল পর্যন্ত দুজন আক্রান্ত ছিলেন। কিন্তু ২১ এপ্রিল এক দিনে নতুন ৮ জন আক্রান্ত হয়ে সংখ্যা দাঁড়ায় ১০-এ। এরপর ২৬ এপ্রিল পর্যন্ত ৫ দিনে আরও ১০ জন রোগী শনাক্ত হয়। এরপর গত ৮ দিনে আক্রান্ত হয় ৯ জন। তবে ঝালকাঠি ও পিরোজপুর ও ভোলায় রোগী সংখ্যা অনেকটা স্থিতিশীল রয়েছে। সোমবার পর্যন্ত পিরোজপুরে ১১ জন, ঝালকাঠিতে ১২ জন এবং ভোলায় ৬ জন আক্রান্ত হয়েছে। মৃত্যুর দিক থেকে পটুয়াখালীতে তিনজন, বরগুনায় দুজন এবং বরিশালে একজন রোগী মারা গেছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘তিন জেলায় আক্রান্তের সংখ্যা নিয়ে আমাদের দুশ্চিন্তা ছিল। তবে গেল এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা কিছুটা কমে আসায় অনেকটা স্বস্তি মিলেছে। তবে পটুয়াখালী আক্রান্তের হার কিছুটা বেশি। তারপরও আমরা এই তিন জেলার ওপর বিশেষ নজর রাখছি’। স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টদের আক্রান্তের বিষয়টি উদ্বেগের উল্লেখ করে তিনি বলেন, ‌’আমরা পর্যালোচন করে যত দূর জানতে পেরেছি তাতে হাসপাতালে রোগীদের তথ্য গোপন করা একটি বড় কারণ। এ জন্য আমরা প্রতিটি হাসপাতালে চিকিৎসক ও অন্যদের আরও সতর্ক হওয়ার ব্যাপারে পরামর্শ দিচ্ছি।

বানারীপাড়ায় করোনা উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু, দাফনে পুলিশ ও ইফা’র টিম

বরিশালের বানারীপাড়ায় করোনা উপসর্গ নিয়ে আনোয়ার হোসেন (৫০)ও সিদ্দিকুর রহমান (৪৮) নামের দুই ব্যক্তি মারা গেছে। এদের দুজনের বাড়িই উপজেলার বাইশারী ইউনিয়নে।

জানা গেছে, উপজেলার বাইশারী ইউনিয়নের বাইশারী গ্রামের মুদি দোকানি আনোয়ার হোসেন শ্বাস কষ্ট নিয়ে বৃহস্পতিবার বেলা ১১টায় বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হওয়ার মাত্র ৩০ মিনিট পরে বেলা সাড়ে ১১টায় সেখানে মারা যান। বিকালে তাকে নিজ বাড়িতে সংক্ষিপ্ত জানাজা শেষে দাফন করা হয়।

এদিকে একই ইউনিয়নের উত্তর নাজিরপুর গ্রামের মিদ্দিকুর রহমান ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধিন থাকা অবস্থায় বুধবার দুপুরের পরে মারা যান।

বৃহস্পতিবার ভোর ৫টায় বানারীপাড়ায় নিয়ে আসার পরে সংক্ষিপ্ত জানাজা শেষে উত্তর নাজিরপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। সিদ্দিকুর রহমান সপরিবারে ঢাকার মিরপুরে বসবাস করতেন। সেখানে তার নিজস্ব বহুতল বাড়ি রয়েছে। তার লাশ দাফনে এলাকাবাসী বাধা সৃষ্টির চেষ্টা চালালে উত্তর নাজিরপুর গ্রামের বাসিন্দা বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুকের মানবিক উদ্যোগে পরে নির্বিঘ্নে তার দাফন সম্পন্ন হয়।

প্রসঙ্গত, ইসলামী ফাউন্ডেশনের উপজেলা মডেল কেয়ারটেকার মাসুদ করিমের নেতৃত্বে উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. এনামুল কবির ও উপজেলার রাজ্জাকপুর জামে মসজিদের ইমাম হাফেজ আল-আমিন এ দুজনের দাফন কাফনে ভূমিকা রাখেন।এছাড়া বানারীপাড়ার লবণসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক শহিদুল ইসলামের নেতৃত্বে ৪ সদস্যের পুলিশের একটি টিম এসময় উপস্থিত ছিলেন। অপরদিকে প্রাণঘাতী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এ দুজনের মৃত্যুর খবরে এলাকাবাসীর মাঝে করোনা আতঙ্ক সৃষ্টি হয়েছে।

বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে ৪০টি পুজা মন্ডপে খাদ্য সামগ্রী বিতরণ

করোনা ভাইরাস পরিস্থিতি রোধে বরিশাল সিটি কর্পোরেশনের নেয়া বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে ইমাম ও মুয়াজ্জিনের পর এবার নগরীর ৪০টি পুজা মন্ডপে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর উদ্যোগে ও সরাসরি তত্বাবধানে এ খাদ্য সহায়তা বিতরন করা হয় বুধবার রাতে।

বিসিসি সূত্রে জানা গেছে, নগরীর ব্যক্তিগত ও সার্বজনীন মিলিয়ে ৩০টি ওয়ার্ডের মোট ৪০টি পুজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এ খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়। এদিকে করোনার প্রকোপ বেড়ে যাওয়ার ফলে সরকারিভাবে সাধারণ ছুটি ঘোষনাসহ অনেক এলাকা লকডাউন করা হয়। এর ফলে নগরীর খেটে খাওয়া অগনিত মানুষ কর্মহীন হয়ে পড়ে। এসকল অসহায় মানুষের দূর্দশা লাঘবে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে ও মেয়র সাদিক আবদুল্লাহর নির্দেশে গত ৩০ মার্চ থেকে খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম শুরু করা হয়। তারই ধারাবাহিকতা এখনো অব্যাহত রয়েছে। এপর্যন্ত নগরীর ৬০ হাজারের অধিক অসহায় পরিবারের মাঝে এসহায়তা পৌঁছে দেয়া হয়।

যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত অব্যাহত রাখার কথা জানিয়েছেন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তার পক্ষ থেকে জানানো হয়েছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন অসহায় পরিবারের মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে সম্ভব সবধরণের সহযোগিতার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়া হবে। জনসাধারণের নিরাপদে ঘরে থাকা নিশ্চিত করতে এসব খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম নিজে সরাসরি মনিটরিং করছেন। তার নির্দেশে বিসিসির স্টাফরা দ্বারে দ্বারে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে

বরিশালে ৭ দফা দাবীতে পথসভা করেছে সিপিবি

বেশি বেশি করোনা পরীক্ষা করে আক্রান্ত ব্যক্তিদের আইসোলেশনে রেখে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে হবে,কর্মহীন দরিদ্র ও নিম্নবিত্ত মানুষের ঘড়ে ঘড়ে খাদ্য ও চিকিৎসা নিশ্চিত করতে হবে,খাদ্য চোরদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে,সকল দরিদ্র ও নিম্নবিত্ত মানুষের মাঝে ন্যায্য মূল্যে রেশন কার্ড দিয়ে দ্রুত খাদ্যের ব্যবস্থা গ্রহণ করা সহ ৭ দফা দাবী আদায়ের লক্ষে দুনিয়ার মজদুর এক হও এই প্রতিপাদ্য নিয়ে পথসভা ও মানবন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি) বরিশাল জেলা কমিটি।

আজ বৃহস্পতিবার (৭ই মে) সকাল সাড়ে ১০টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে প্রচন্ড রৌদ্র উপেক্ষা করে তারা এপথ সভার মাধ্যমে সরকারের কাছে দাবী জানান।

বরিশাল কমিউস্টি পার্টি- সিপিবি বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিমের সভাপতিত্বে পথ সভায় আরো বক্তব্য রাখেন সাধারন সম্পাদক অধ্যাপক দুলাল মজুমদার,এ্যাড,বিশ্ব নাথ দাস মুন্সি ও মনির হোসেন প্রমুখ।

এসময় তারা বলেন সরাসরি কৃষকের কাছ থেকে ১০৪ টাকা মন দরেধান ক্রয় করার পাশাপাশি ৬লক্ষ মেট্রিক টন নয়,২ কোটি মেট্রিক টন ধান কৃষকের কাছ থেকে ক্রয় করে খাদ্য মজুদ করার জন্য আহবান জানান।

বাকেরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় তিনজন আহত

বাকেরগঞ্জ প্রতিনিধি:
বাকেরগঞ্জ উপজেলার নলুয়া ইউনিয়নের শাপলাখা‌লি‌ গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিনজনকে পিটিয়ে,কুপিয়ে আহত করেছে স্থানীয় সন্ত্রাসী কাদের বাহিনী। গত ৩০ এ‌প্রিল বৃহস্প‌তিবার বেলা সা‌ড়ে ১১ টায় স্থানীয় শাপলাখালী‌ নামক স্থা‌নে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। স্থানীয় জনসাধারণ ও ভিকটিম পরিবারের সাথে আলোচনা করে জানা যায় যে, ঘটনার আগের দিন শিমুলতলা বাজারে স্থানীয় হোমরা চোমড়া টাইপের নেতা কাদের গাজীর সামনে সিগা‌রেট খাওয়া‌কে কেন্দ্র ক‌রে কা‌দের গাজী মোঃ খাইরুল ইসলাম হাং (২০) ও ই‌লিয়াস হাং (২০) কে গা‌লিগালাজ করে।
দুই যুবক এর প্রতিবাদ করলে কাদের গাজী তাদের মারধর করার চেষ্টা করে কিন্তু স্থানীয় উপস্থিত লোকজনের কারনে তা সম্ভব হয়নি পরে রাতে তারাবি নামাজ পড়তে স্থানীয় মসজিদে গেলে কাদেরের ছেলে আবদুর রহমান ও জহিরুলসহ কয়েকজন ইলিয়াসকে মারধর করে। ঘটনা সুত্রে জানাযায় ২০১৬ সা‌লের ইউ‌পি নির্বাচ‌নে কা‌দের গাজী‌কে খাইরুল ও ই‌লিয়া‌সের প‌রিবার সমর্থন না করায় তাদের মধ্যে পুর্বশত্রুতার জন‌্য মারধরের ঘটনা ঘ‌টে ও দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃ‌ষ্টি করে।

পরব‌র্তী দিন বৃহস্প‌তিবার ঘটনার দিন বেলা সাড়ে ১১ টায় খাইরুল ইসলাম শিমুলতলা বাজার থে‌কে বা‌ড়ি যাওয়ার সময় পূর্বপ‌রিক‌ল্পিতভা‌বে রামদা,লা‌ঠি সোটা নি‌য়ে অবস্থান‌ নেন কা‌দের বা‌হিনী এবং খাইরুল কে দেখামাত্রই ধাওয়া ক‌র‌লে খাইরুল তার জীবন বাঁচা‌তে দৌ‌ড়ে নি‌জে‌দের বা‌ড়ি‌তে গি‌য়ে ঘ‌রের দরজা বন্ধ ক‌রে বাড়িতে অবস্থান নেন কিন্তু সন্ত্রাসী বাহিনী দরজা ভেঙ্গে এ‌লোপাতা‌রি কু‌পি‌য়ে,পি‌টি‌য়ে খাইরুল (২০) তার মা ‌রো‌কেয়া বেগম (৬৮) বোন ৮ মা‌সের অন্তসত্তা ময়না বেগম (১৯) কে কুপিয়ে,পিটিয়ে আহত করে, ঘরের মালামাল ভাংচুর ও স্বর্নাংলকার লুট করে চলে যায় ।

পরে স্থানীয়‌দের সহায়তায় আহতদের উদ্ধার ক‌রে প্রথ‌মে পার্শ্ববর্তী পটুয়াখালীর দুমকি উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লেক্সে ভর্তি করা হয় সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে শে‌রে-ই-বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতালে প্রেরন করা হয়। আহতদের অবস্হার অবনতি হলে উন্নত চি‌কিৎসার জন‌্য আহত খাইরুল কে ঢাকা মে‌ডি‌কেল ক‌লে‌জ হাসপাতালে রেফার ক‌রেন। আহত খাইরুলের মা ব‌রিশাল শে‌রে বাংলা মে‌ডি‌কে‌লে চি‌কিৎসাধীন অা‌ছেন এবং বোন ময়না বেগম লুথরান হেলথ কেয়ার থে‌কে রেফার পে‌য়ে উন্নত চি‌কিৎসার জন‌্য পটুয়াখা‌লী সরকা‌রি মা ও শিশু স্বাস্থ‌্য কে‌ন্দ্রে নি‌বিড় পর্য‌বেক্ষ‌নে অা‌ছেন।

স্থানীয় নলুয়া ১নং ওয়া‌র্ডের ইউপি মেম্বার মোঃ সেকান্দার গাজী জানান ভিক‌টিম‌দের প্রতি অন‌্যায় ও মধ‌্যযুগীয় নির্যাতন করা হ‌য়ে‌ছে। তি‌নি স্বীকার ক‌রেন তা‌কে নির্বাচ‌নে সমর্থন করা‌ত‌ে‌ই খাইরুলের প‌রিবা‌রের উপর হত‌্যা চেষ্টা চালা‌নো হ‌য়ে‌ছে।ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন এবং বাকেরগঞ্জ থানায় সন্ত্রাসীদের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে। বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান অভিযোগ পেয়েছি পুলিশ শীঘ্রই আসামীদের গ্রেফতার করার চেষ্টা চালাবে।