ভোলা-৪ ‍আসনে ‍বিপুল ভোটে বিজয়ী জ্যাকব

আকিব মাহমুদ,বরিশাল: ভোলা-৪ ‍আসনে বিপুল ভোটে ‍বিজয়ী হয়েছেন ‍আওয়ামী লীগের প্রার্থী ‍আবদুল্লাহ ‍আল ‍ইসলাম জ্যাকব। তার ধারে কাছে নেই ধানের শীষ বা হাতপাখার প্রার্থী। ভোলা-৪ ‍আসনে মোট-১৩৬ টি কেন্দ্রে ৩৬৮৫৫৩ ভোট। ‍এর মধ্যে

আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব – বাংলাদেশ আওয়ামী লীগ ২,৯৯,১৫০

নাজিম উদ্দিন আলম – বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৫,০৪৭

মো. মহিবুল্যাহ – ইসলামি আন্দোলন বাংলাদেশ ৬,২২২

ছাত্রদল নেতাদের জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশে উপজেলা ছাত্রদলের নিন্দা

ভোলা প্রতিনিধি- লালমোহন উপজেলা ছাত্রদলের আহবায়ক শহিদ হাওলাদার,সরকারী শাহবাজপুর কলেজ শাখা ছাত্রদলের সভাপতি  ফজলে রাব্বী নাফিজ ও ছাত্রদল নেতা ফোরকানকে জড়িয়ে আ’লীগের পরিকল্পিত ঘটনা রটিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র নিন্দা জানিয়েছে লালমোহন উপজেলা ছাত্রদল। গনমাধ্যমে প্রেরিত উপজেলা ছাত্রদলের এক বার্তায় জানানো হয়, রবিবার সকাল আট ঘটিকায় পৌরসভার ৯ নং ওয়ার্ডের যুবলীগ কর্মী বিল্লাল ও সুমন লালমোহন যাওয়ার পথে উপজেলা বিএনপির সেক্রেটারী মার্শাল হিমুর বাসার সামনে ছাত্রদল আহবায়ক শহিদ হাং,ও কলেজ ছাত্রদল নেতা নাফিজ,ফোরকান হামলা করে আহত করে “এ মর্মে দৈনিক যুগান্তর, লালমোহন নিউজ২৪ডটকম সহ ভোলার একাধিক অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশিত হয়। এ ধরনের মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ঘটনার ও প্রকাশিত সংবাদের নিন্দা জানিয়ে নেতারা বলেন, মার্শাল হিমুর বাসার নিকটে এ ধরনের কোন ঘটনা ঘটেছে কিনা তাদের জানা নেই। ছাত্রদলের কোন নেতা বা বিএনপির কোন কর্মী এ রকম মিথ্যা ঘটনার সাথে জড়িত নয়।এ ঘটনা প্রতিপক্ষ আ’লীগের সাজানো ও পরিকল্পিত। আ’লীগ নিজেরাই পরিকল্পিত হামলা সাজিয়ে ছাত্রদলের নেতাদের ঘায়েল করার অপচেস্টা করছে। রাজনৈতিক ফায়দা হাসিলের কু মতলবে আ’লীগ এমন ঘটনা রটিয়েছে।নেতৃবৃন্দ সাজানো এ ঘটনা ও প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা জ্ঞাপন করে এসব বানোয়াট মিথ্যা ঘটনা রটানো ও প্রকাশ করা হতে লালমোহনের আ’লীগকে বিরত থাকার আহবান জানান।

ভোলা-২: আ’লীগ-বিএনপি প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

ভোলা প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে নির্বাচনী পরিবেশ নিয়ে বড় দুটি দল একে অপরের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলেছেন। প্রতিক বরাদ্দের পর থেকে নির্বাচনী মাঠে নৌকার প্রার্থীকে দেখা গেলেও মাঠে দেখা যায়নি বিএনপি প্রার্থীকে। তবে বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিম নিজ বাসায় অবরুদ্ধ রয়েছেন বলে দাবি করেন।

বুধবার দুপুরে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী সাবেক এমপি হাফিজ ইব্রাহিম বলেন, প্রতিপক্ষ আওয়ামী লীগ প্রার্থীর লোকজনের বাধার মুখে নির্বাচনী প্রচারনায় নামতে পারছেন না, নিজ বাসায় তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে।

তিনি ভোলায় আসার পর থেকে এ পর্যন্ত দুই মামলায় ৭০০ জনকে আসামী করা হয়েছে। ওই মামলায় অন্তত ২০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতিপক্ষরা হামলা চালিয়ে অন্তত ৫০ জনকে আহত করেছে। রির্টানিং অফিসার বা প্রশাসনকে ২৪টি অভিযোগ দেয়া হলেও তারা কোন ব্যবস্থা গ্রহন করছে না বলেও অভিযোগ করেন তিনি। এছাড়াও তিনি পুলিশ প্রটেকশন চাইলেও তাকে দেয়া হচ্ছে না। তবে যতই বাঁধা আসুক শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকবেন বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাফরুজা সুলতানা, কেন্দ্রীয় শ্রমিক দলের নেতা রফিকুল ইসলাম, দৌলতখান উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন

নির্বাচন করার কোন পরিবেশ নাই : মেজর হাফিজ

স্টাফ রিপোর্টার: ভোলা-৩ আসনের বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি মেজর হাফিজ উদ্দিন আহমেদ ৩০ ডিসেম্বরের নির্বাচনে মানুষ ভোট কেন্দ্রে যেতে পারবে না বলে আশংকা করেছেন। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি হয়নি। তিনি অবরুদ্ধ হয়ে আছেন, প্রচারে বের হতে পারছেন না বলে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান। মেজর হাফিজ বলেন, সেনাবাহিনী ছাড়া এই দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। আজ্ঞাবহ নির্বাচন কমিশন বসিয়ে দেয়া হয়েছে পছন্দের দলকে বিজয়ী করে দেওয়ার জন্য। তবুও জনগণ যদি ভোট কেন্দ্রে যেতে পারে তাহলে ধানের শীষ জয় লাভ করবে।
নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মেজর হাফিজ আরো বলেন, আওয়ামী লীগ ভালো করেই জানেন সুষ্ঠ নির্বাচন হলে কি হবে। তাই ক্ষমতায় বসে নির্বাচন দিয়েছেন। সারা পৃথিবীতে সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচন হয়। বাংলাদেশেই একমাত্র তার বতিক্রম। পুলিশ তাদের সাথে থাকে। সন্ত্রাসে চেয়ে গেছে বাংলাদেশ। ভোলা-৩ আসনে প্রতিপক্ষ প্রার্থী ২শত সন্ত্রাসী বিভিন্ন এলাকা থেকে নিয়ে এসেছে।
লালমোহন সন্ত্রাসী কর্মকান্ডে ভরপুর। আমি গত ১২ তারিখে লঞ্চে উঠবো, ব্যাগ নিয়ে রওয়ানা হয়েছি। গুলিস্তান এসে শুনলাম লঞ্চ ভাংচুর করে নদীর মাঝে নিয়ে গেছে। ২দিন পর আবার পুলিশ প্রটোকলে এলাকায় আসলাম। আমাকে ৪০ হাজার নেতা-কর্মী, সমর্থক লঞ্চঘাট থেকে অভ্যর্থনা জানায়। আমাকে আনার জন্য গাড়িটিও ভেঙ্গে দিয়েছে। উল্টো পুলিশ গাড়ির ড্রাইভারসহ আমার দুই ভাতিজাকে থানায় নিয়ে যায়। লালমোহন আসার পর কর্মীরা বাড়ি ফেরার সময় পথের মধ্যে কোপানো হয়। রায়চাঁদ, দালাল বাজার আমার সমর্থকের দোকান ভাংচুর করে। মঙ্গলসিকদার চৌকিদার বাড়িতে মহিলাদের নির্যাতন করা হয়েছে। তজুমদ্দিনে খাসেরহাট বাজারে দোকান ভাংচুর করা হয়েছে। কোড়ালমারার সিকদার বাড়ির সবগুলো ঘর ভেঙ্গে দিয়েছে।তিনি বলেন, ২০১০ সালের উপনির্বাচন থেকে লালমোহনে সন্ত্রাস শুরু হয়েছে। ওই নির্বাচনে বিএনপির ৩৫০ নেতা-কর্মীকে রামদা দিয়ে কুপিয়েছে। তারা হাসপাতালে পর্যন্ত যেতে পারেনি। আমার বাড়িই হাসপাতাল হয়েছে। ঢাকা থেকে সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে ব্যাপক ভোট ডাকাতি করেছে। ওই সময় যিনি এমপি হয়েছেন তিনি এলাকার ভোটারও ছিলেন না। ২০১৪ সালে বিনা ভোটে এমপি হয়। এবারো চায় বিএনপি নির্বাচন না করুক।এখানে নির্বাচন করার কোন পরিবেশ নাই। প্রতিপক্ষ আচরন বিধি লঙ্গন করে লালমোহন পৌরসভায় ২৮ টি নির্বাচনি আফিস খুলছে। ইউনিয়নগুলোতে ও একাধিক নির্বাচনী অফিস খুলে প্রচারনা চালাচ্ছে। তিনি আরও বলেন তার নেতা কর্মীদের নামে মিথ্যা মাামলা দেয়া হচ্ছে। গতকাল রাতে কর্তারহাট থেকে তার কর্মী লতিফকে পুলিশ ধরে নিয়ে চালান করে দিয়েছে। তজুমদ্দিনে ও একই ঘটনা ঘটছে।জনগন ভোটকেন্দ্রে যেতে পারবে কিনা আমার সন্দেহ হচ্ছে। যদি ৩০ ভাগ নির্বাচন সুষ্ঠ হয় তাহলে আমি বিপুল ভোটে বিজয়ী হব।

অর্ধযুগ পর লালমোহনে হাফিজ, জনতার বাধঁভাঙ্গা ঢল

এম ইউ মাহিম চৌধুরী ভোলা প্রতিনিধি-

প্রায় অর্ধযুগ পর নিজ নির্বাচনী এলাকা লালমোহনে পা রাখলেন ভোলা-৩ এর ছয়বারের নির্বাচিত সাংসদ সাবেক পানিসম্পদ ও বানিজ্যমন্ত্রী বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বর্ষীয়ান নেতা আলহাজ্ব মেজর অবঃ হাফিজ উদ্দীন আহম্মেদ বীরবিক্রম।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসন হতে বিএনপির চুড়ান্ত মনোনীত প্রার্থী হিসেবে ঘোষিত হওয়ার পর নির্বাচনী প্রচারনার উদ্দেশ্য বুধবার ঢাকা হতে রওয়ানা হয়ে বৃহঃবার লালমোহনের ধলীগৌরনগরের মঙ্গলসিকদার লঞ্চঘাট এসে পৌছান।তার আগমনের খবর শুনে ভোর হতেই উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী ধলীগৌরনগর লঞ্চঘাট এলাকায় তাকে স্বাগত জানানোর উদ্দেশ্য সমবেত হন।লোকে লোকারন্য হয়ে যায় পুরো এলাকা।লঞ্চ ঘাটে  এসে ভিড়া মাত্রই হাজার হাজার বিএনপি নেতা কর্মীদের হাফিজ ভাইয়ের আগমন,শুভেচ্ছা স্বাগতম,হাফিজ ভাই,হাফিজ ভাই স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। সেখানে এক সংক্ষিপ্ত বক্তব্য শেষে তিনি গাড়ি বহরসহ নেতা কর্মীদের নিয়ে পথে কয়েকটি পথসভা করে  লালমোহনের নিজ বাসায় পৌছান। মঙ্গল সিকদার ঘাট হতে লালমোহনের নিজ বাসা পর্যন্ত ১৪ কিলোমিটারেরও বেশি এ দীর্ঘ পথ বিএনপি নেতা কর্মীরা পায়ে হেটে আসেন। ধানের ছড়ি হাতে বেধেঁ নিয়ে  হাজার হাজার জনতার ধানের  শীষের স্লোগানে প্রকম্পিত  হয়ে উঠে আশে পাশের এলাকা। রাস্তার দু পাশে দাড়িয়ে থাকা আবাল বৃদ্ধ বনিতা শিশু কিশোর হতে শুরু করে সর্বস্তরের নারী পুরুষ তাদের  প্রিয় নেতা মেজর হাফিজ কে রাস্তার দুপাশে দাড়িয়ে হাত নেড়ে অভিবাদন জানান।এ যেন এক অভুতপুর্ব দৃশ্য! অর্ধযুগ পর এ জনপদে এক মহানায়কের আগমন। লালমোহনের লঞ্চঘাট সড়ক সংলগ্ন নিজের বাসার নিকটেও কয়েক হাজার নেতা কর্মীর ভিড় জমে। সকলকে একত্রিত করে আগত নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন।

লালমোহন ও তজুমুদ্দিন উপজেলা  বিএনপি  সুত্রে জানা যায়, পরিবেশ পরিস্থিতি অনুকুলে না থাকায় বিগত ছয় বছর ধরে  তিনি এলাকায় আসেন নি। সপ্তাহ দুয়েক পুর্বে লালমোহনে আসার পরিকল্পনা করলেও গায়েবী মামলা জটিলতায় বিএনপি নেতা কর্মীরা হয়রানি হওয়ায় তিনি আসতে পারেন নি। কয়েকদিন পুর্বে ঢাকা হতে রওয়ানা হওয়ার পর লঞ্চে হামলা হলে সে যাত্রায় ও আসতে পারেন নি।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহনের বিষয়ে ঘোষনা দিলেই এ আসনের বিএনপির নেতা কর্মীদের মনে প্রানচাঞ্চল্য সৃস্টি হয়। লালমোহনে তার  আগমনকে ঘিরে তৃনমুলের সাধারন নেতা কর্মীরা আশায় বুক বেধেঁছেন।তৃনমুলের নেতা কর্মীরা অনেক বছর পর  তার সাথে সাক্ষাতের ও প্রানখুলে কথা বলার সুযোগ পাবেন।দলীয় নেতা কর্মীরা একজোট হয়ে দলীয় কর্মকান্ড করার সুযোগ পাবে।বিএনপি নেতা কর্মীদের মনে যেন উৎসবের ঢেউ উঠেছে।তিনি টানা ছয়বার এ আসন হতে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।তার পিতা মরহুম ডাঃ আজাহার উদ্দীন আহম্মেদও এ আসনের এমএলএ ছিলেন।লালমোহন ও তজুমুদ্দিনের সদর সহ ইউনিয়ন পর্যায়ে বড় বড় সকল শিক্ষা প্রতিষ্ঠান ও  অবকাঠামোগত সকল উন্নয়ন তার নিজের হাতেই গড়া।বিএনপির নেতা কর্মী ছারাও সাধারন মানুষের একটি বৃহৎ অংশ এখনো মনে প্রানে তাকে ভালবাসে ও সমর্থন করে।বিএনপির  অনেক নেতাকর্মী জানান ব্যক্তি হাফিজ জনগনের হৃদয়ের মনিকোঠায় কতটা জনপ্রিয় তা আজকের সাধারন জনতার এই বাধঁভাঙ্গা জনস্রোতেই প্রমানিত হয়েছে।

“জয় বাংলা”স্লোগান দিয়ে মেজর হাফিজের লঞ্চ বহরে হামলা ভাংচুর

ভোলা প্রতিনিধি: ভোলা-৩ আসনের বিএনপি দলীয় মনোনীত প্রার্থী সাবেক সাংসদ ও মন্ত্রী বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মেজর অবঃ হাফিজ উদ্দীন আহম্মেদ বীরবিক্রমের ঢাকা হতে বুধবার তাসরিফ-৪ লঞ্চে  নির্বাচনী এলাকায় আসার খবরে জয় বাংলা স্লোগান দিয়ে লঞ্চে হামলা ও ভাংচুর চালায় একদল যুবক।তিনি বাসা হতে রওয়ানা হয়ে সদরঘাট এলাকায় আসলেই তাসরিফ লঞ্চে সন্ত্রাসী হামলা ও ভাংচুর চালায়।লঞ্চে থাকা বিএনপির নেতা কর্মীদের মারধর করে লঞ্চ হতে নামিয়ে দেয়া হয়।হঠাৎ অতর্কিত আক্রমন চালিয়ে হামলা ভাংচুরে লালমোহনের বিএনপি নেতা কর্মীরা দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে।সাধারন যাত্রীরাও আতংকিত হয়ে পড়ে।মেজর হাফিজ অভিযোগ করে বলেন তার আসার খবরে ছাত্রলীগ ও যুবলীগ বিএনপির নেতা কর্মীদের মারধর করে হামলা ও ভাংচুর চালায়। সদরঘাট নৌ থানা পুলিশ সুত্রে জানা যায় লঞ্চে হামলা ভাংচুরের খবরে তারা সেখানে পুলিশ ফোর্স পাঠিয়েছিলেন।

এবার রিলিজ হলো তরুন মডেল স্বাধীন চৌধুরীর প্রান বন্ধুরে

আওলাদ খান:ভোলার সন্তান জনপ্রিয় মডেল স্বাধীন চৌধুরীর “প্রান বন্ধুরে“ নামের মিউজিকাল ফিল্মটি রিলিজ হয়েছে। ৬ই ডিসেম্বর সংগীতার ‘ ব্যানারে প্রকাশিত ফিল্মটিতে মডেল স্বাধীনের বিপরীতে প্রথমবারের মতো দেখা মিডিয়াতে পদার্পণ করেছে তরুন মডেল আলভিরা মন প্রিয়া।

আর মিউজিকাল ফিল্মের জগতের সফল পরিচালক শান্তর পরিচালনায় মডেল স্বাধীনের প্রথম বার এ ফিল্মটির শুটিং করা হয়েছে নরসিংদীর বিভিন্ন মনোরম স্থানে। আর এ ফিল্মটিকে মডেল স্বাধীনকে দেখা গেছে গতানুগতিক স্টাইলের বাহিরে গ্রাম্য পরিবেশে অতি গরীব ঘরের সন্তান হিসেবে। দরিদ্রতার কষাঘাতে পেটের দায়ে বাবা-মা, পরিবার, পরিজন ছেড়ে বিদেশে পাড়ি দিতে হয়েছে তাকে। ফিল্মটির বিষয়ে মডেল স্বাধীনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এই প্রথমবার আমি ভিন্ন একটি চরিত্রে অভিনয় করতে পেরে নিজের কাছে খুব ভাল লাগছে। জানতাম অামরা গানটি ডিসেম্বর মাসে রিলিজ হবে তাই ” প্রাণ বন্ধুরে” গানটির মাধ্যমে ফুল টিম ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে কেন্দ্র করে – লাল সবুজের দেশ ও দেশের সংস্কৃতিকে তুলে ধরতে যথেষ্ট চেষ্টা করেছি।

ভোলা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামালের মনোনয়ন বৈধ ঘোষনা

ভোলা প্রতিনিধি: সংসদীয় আসন ১১৭ (লালমোহন তজুমুদ্দিন)ভোলা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সুপ্রীমকোর্ট আইনজিবী নেতা আ্যাডভোকেট কামাল হোসেনের মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে।২রা ডিসেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিকী মনোনয়ন যাচাই বাছাই প্রক্রিয়া শেষে তার মনোনয়ন বৈধ ঘোষনা করেন।তার মনোনয়ন বৈধ ঘোষনা করার পর আ্যাডভোকেট কামাল হোসেনের সমর্থক অনুসারীরা নিজেদের মধ্য মিস্টি বিতরন করে উল্লাস করতে দেখা যায়।

ভোলার যুবদল নেতাদের উপর হামলায় লালমোহন উপজেলা যুবদল নেতৃবৃন্দের নিন্দা

ভোলা প্রতিনিধি: ভোলার যুবদল নেতাদের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে গনমাধ্যমে বিবৃতি পাঠিয়েছেন লালমোহন উপজেলা ও পৌর যুবদল নেতারা। গনমাধ্যমে প্রেরিত বিবৃতিতে ন্যাক্কারজনক এ হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন লালমোহন উপজেলা যুবদল সভাপতি কবির হাং,সিনিয়র সহ-সভাপতি মোঃ মোসলেউদ্দীন আহম্মেদ,সম্পাদক হাছান কাজী,সাংগঠনিক সম্পাদক বশির হাং,পৌর যুবদল সভাপতি জাকির হোসেন ইমরান,সম্পাদক মাকসুদ আহম্মেদ মাসুদ,সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সহ উপজেলা/পৌর ও ইউনিয়ন যুবদল নেতারা।
 উল্লেখ্য ২৯শে ডিসেম্বর দুপুর ১২টায় ভোলা জেলা যুবদল সভাপতি জামাল উদ্দীন লিটন সাধারন সম্পাদক আব্দুল কাদের সেলিম(ভিপি সেলিম) সহ জেলা যুবদলের নেতাকর্মীরা দুটি মাইক্রোবাসে করে চরফ্যাশনে যাওয়ার পথে লালমোহনের ডাওরী বাজার এলাকায় তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে গাড়ি ভাংচুর করে যুবদল নেতাকর্মীদের পিটিয়ে আহত করে যুবলীগের নেতাকর্মীরা। হামলায় ১৫ জন যুবদল নেতাকর্মী আহত হন।

ভোলা-৩ আসনে বিএনপির মনোনয়নের চিঠি পেলেন আইনজীবী নেতা কামাল

ভোলা প্রতিনিধি: সংসদীয় আসন ১১৭ ভোলা-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হতে মনোনয়নের চিঠি গ্রহন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের তুখোড় ছাত্রনেতা বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক নির্বাচিত সদস্য,জাতীয়তাবাদী আইনজিবী ফোরাম সুপ্রীম কোর্ট শাখার যুগ্ন সাধারন সম্পাদক সৎ ও ক্লিন ইমেজধারী মেধাবী আইনজিবী নেতা কামাল হোসেন।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নের চিঠি গতকাল  বিএনপির গুলশান কার্যালয় হতে তিনি সংগ্রহ করেন। তার মনোনয়ন পাওয়ার সংবাদ টিভি চ্যানেলের স্ক্রলে ও অনলাইন মিডিয়ায় প্রকাশ হওয়ার সাথে সাথে তার নিজ জম্মভুমি বদরপুর ইউনিয়নের সাধারন জনগন রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে আনন্দ উল্লাস করতে থাকে।লালমোহন ও তজুমুদ্দিনে তার সমর্থক অনুসারীদের উচ্ছাস করতে দেখা যায়।সৎ ও ক্লিন ইমেজধারী আইনজিবী নেতা কামাল মনোনয়ন পাওয়ায় সাধারন বিএনপি নেতা কর্মীরা স্বস্তি প্রকাশ করেন।বিএনপির হাইকমান্ড সুত্রে জানা যায় ১/১১এ তিনি মুলধারার রাজনীতির সাথে নির্ভীকভাবেই সম্পৃক্ত থেকেছেন। জরুরী অবস্থায় দলের দুঃসময়ে বিএনপির আটক নেতা কর্মীদের পক্ষে আইনী লড়াই করে হাইকমান্ডের অনেক নেতার নজরে আসেন ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের আস্থা অর্জন করতে সক্ষম হন। বিগত আ’লীগের দুই মেয়াদে মামলায় জর্জরিত বিএনপির অসংখ্য নেতা কর্নীদের তিনি সাধ্যমত আইনী সহায়তা দেন। দলের দুঃসময়ে ও ক্রান্তিলগ্নে তার ভুমিকায় সন্তুস্ট বিএনপির হাইকমান্ড সহ সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। বিগত সময়ে দলে তার অবদান বিবেচনায় নিয়ে নির্বাচনী এলাকা লালমোহন তজুমুদ্দিনে বিএনপির নেতা কর্মীদের নিকট ক্লিন ইমেজ  থাকায় তারেক রহমানের নির্দেশে তাকে  মুল্যায়ন করা হয়েছে বলে জানা গেছে।
সুপ্রীম কোর্ট অঙ্গনেও আইনজিবী নেতা হিসেবে তার পরিচ্ছন্ন ভাবমুর্তি রয়েছে।বিনয়ী,কর্মীবান্ধব  অমায়িক ব্যবহার ও অসাধারন সাংগঠনিক দক্ষতার অধিকারী আইনজিবী নেতা কামালের ক্যারিশমা দেখার অপেক্ষায় রয়েছে লালমোহন ও তজুমুদ্দিনবাসী।মনোনয়নের চুড়ান্ত চিঠি পেয়ে মহান আল্লাহর নিকট শোকরিয়া জ্ঞাপন করে সাংবাদিকদের আইনজিবী নেতা কামাল বলেন, আমি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান ও বিএনপির হাইকমান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার নির্বাচনী এলাকা লালমোহন ও তজুমুদ্দিনের সাধারন জনগন ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারলে ধানের শীষের পক্ষে নিরব ভোট বিপ্লব হবে ইনশাআল্লাহ। উল্লেখ্য ভোলা-৩ আসনে বিএনপি হতে ৫ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করে জমা দেন। তাদের মধ্য বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বর্ষীয়ান জননেতা সাবেক মন্ত্রী আলহাজ্ব মেজর অবঃ হাফিজ উদ্দীন আহম্মেদ বীর বিক্রম ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন সুপ্রীমকোর্ট আইনজিবী নেতা আ্যাডঃ কামাল হোসেন চুড়ান্ত মনোনয়নের চিঠি পেয়েছেন। বিএনপির হাইকমান্ড সুত্রে জানা যায় কিছু আসনে বিএনপির দুজন করে প্রার্থীকে  মনোনয়নের চুড়ান্ত চিঠি প্রদান করা হয়েছে।