নলছিটিতে আমির হোসেন আমুর জন্মদিন পালিত

আরিফুর রহমান আরিফ:

নলছিটিতে বর্ষীয়ান রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সামরিক শাসন বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়কারী, সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর ৭৯তম জন্মদিন পালিত হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) কুলকাঠি ইউনিয়নের সরই নিলারভিটা ছাত্রলীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, নলছিটি উপজেলা যুবলীগের আহবায়ক দুলাল শরীফ, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, কুলকাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এইচ এম আখতারুজ্জামান বাচ্চু, নলছিটি উপজেলা ছাত্রলীগের সভাপতি অনীক রহমান সরদার।

কুলকাঠি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শামীম রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোলাইমান শরীফ টিপুর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,কুলকুাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মল্লিক, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তুহিন মিত্র, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অন্তনু পালিত অন্তু, সহ- সভাপতি মুশফিক হাসান তুহিন,যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম খান, আইন বিষয়ক সম্পাদক ফাহিম মুনতাসীর প্রমুখ ।

অনুষ্ঠানের আমির হোসেন আমুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। আয়োজন করেন কুলকাঠি ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সজিব হাওলাদার।

যুবলীগের মূল কমিটিতে দক্ষিণাঞ্চলের ২২ নেতা

প্রকাশিত তালিকায় দেখা গেছে, ২৭ জন প্রেসিডিয়াম সদস্যের মধ্যে ২২ জনের নাম ঘোষণা করা হয়েছে। ৫ টি পদ ফাঁকা রয়েছে। যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ৫ জন। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ৯ জন। ২১ জন বিভিন্ন দফতরের সম্পাদক, ২১ জন উপ-সম্পাদক, ৪১ জন সহ-সম্পাদক এবং ৭৫ জন পেয়েছেন নির্বাহী সদস্য।

কমিটিতে বরিশাল বিভাগের ৬ জেলা থেকে ২২ জন স্থান পেয়েছেন। যারমধ্যে সবচেয়ে বেশি স্থান পেয়েছে বরিশাল জেলা থেকে এবং সর্বনিম্ন স্থান পেয়েছে ঝালকাঠি থেকে।

২২ জনের মধ্যে ৮ জন রয়েছেন বরিশাল জেলা থেকে। যার মধ্যে বিশ্বাস মতিউর রহমান বাদশা পেয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক পদ। জহির উদ্দিন খসরু পেয়েছেন সাংগঠনিক সম্পাদক পদ। সহ-সম্পাদক পেয়েছেন তিনজন। তারা হলেন, সাইফুল আলম সাইফুল, রাজিব আহম্মেদ তালুকদার, ব্যারিস্টার আরাফাত হোসেন খান। ধর্ম বিষয়ক সম্পাদক পদ পেয়েছেন মাওলানা খলিলুর রহমান সরদার। তাছাড়া নির্বাহী সদস্য পদ পেয়েছেন ইঞ্জি: আবু সাইদ মোঃ হিরো ও গোলাম শাহরিয়ার রনজু।

পটুয়াখালী জেলা থেকে স্থান পেয়েছেন চারজন। যারা হলেন, সহ-সম্পাদক পদে মামুন আজাদ, সাংগঠনিক সম্পাদক পদে এ্যাড. মোঃ শামীম আল সাইফুল সোহাগ, উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে রাসেদুল হাসান সুপ্ত এবং নির্বাহী সদস্য পদে বিকাশ চন্দ্র হাওলাদার।

ভোলা জেলা থেকে স্থান পেয়েছেন তিনজন। যারমধ্যে উপ-শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক পদে কাজী খালিদ আল মাহমুদ টুকু, নির্বাহী সদস্য পদে প্রফেসর আকরাম হোসেন ও ড. আশিকুর রহমান শান্ত।

বরগুনা জেলা থেকে তিনজন স্থান পেয়েছেন। এরা হলেন প্রেসিডিয়াম সদস্য পদে সুভাষ চন্দ্র হালদার, উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে পেয়েছেন গোলাম কিবরিয়া শামীম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ইঞ্জিঃ মোঃ শামীম খান।

পিরোজপুর জেলা থেকে স্থান পেয়েছেন তিনজন। তিনজনই নির্বাহী সদস্য পদ। তারা হলেন, কামরুজ্জামান খান শামীম, মশিউর রহমান মহারাজ ও গোলাম ফেরদৌস ইব্রাহিম।

এছাড়া ঝালকাঠি থেকে মাত্র একজন নির্বাহী সদস্য হিসেবে স্থান পেয়েছেন। তিনি হলেন মানিক লাল ঘোষ।

প্রসঙ্গত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মণির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেনশনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে যুবলীগ। ওদিকে দীর্ঘ সাত বছর পর জাতীয় কংগ্রেসের মাধ্যমে গত বছর দলটির প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণির বড় ছেলে শেখ ফজলে শামস পরশ এবং মাইনুল হোসেন খান নিখিলকে দেওয়া হয় দলের দায়িত্ব। কংগ্রেসের এক বছরের মাথায় পূর্ণাঙ্গ কমিটি পেলো যুবলীগ।

ঝালকাঠিতে আমির হোসেন আমুর জন্মদিন পালিত

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক, উপমহাদেশের কিংবদন্তি রাজনীতিবিদ, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, সাবেক শিল্পমন্ত্রী, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর (এমপি) ৭৯তম জন্মদিন। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করছে জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন।

এছাড়াও বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকেও আওয়ামী লীগের এ বর্ষিয়ান নেতার জন্মবার্ষিকী পালিত হচ্ছে। রাত ১২টা এক মিনিটে আমির হোসেন আমুর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মিলাদের আয়োজন করে জেলা আওয়ামী লীগ।

শহরের রোনালসে সড়কে আমির হোসেন আমুর বাসভবনে দোয়ায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, সহসভাপতি ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, সাধারণ সম্পাদক মাহাবুর হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক তরুণ কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, জেলা কৃষক লীগের সভাপতি ও পিপি আবদুল মান্নান রসুল, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির, যুবলীগ নেতা মো. কামাল শরীফ, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট এসএম রুহুল আমীন রিজভী, জেলা ছাত্রলীগ সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক এস এম আল আমিন।

এদিকে আমির হোসেন আমুর জন্মদিন উপলক্ষে ঝালকাঠি পৌরসভা কর্তৃপক্ষ সকাল ১০টায় কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মিলাদের আয়োজন করে। কেক কাটেন পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ও পৌর কাউন্সিলর তরুণ কর্মকার, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মুহাম্মদ আব্দুর রশীদ।

এদিকে জেলা যুবলীগ, সদর উপজেলা পরিষদ, নলছিটি উপজেলা আওয়ামী লীগ, নলছিটি পৌরসভার মেয়র তছলিম উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা ওয়াহেদ কবির খান, ডা. এসকেন্দার আলী খানসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আমির হোসেন আমুর জন্মদিন পালিত হয়েছে।

ঝালকাঠিতে শ্রদ্ধা ও ভালবাসায় দুই বিচারক হত্যা দিবস পালিত

শ্রদ্ধা ও ভালবাসায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝালকাঠিতে দুই বিচারক হত্যা দিবস পালিত হয়েছে। ২০০৫ সালের এই দিনে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) জঙ্গিরা আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ঝালকাঠির দুই বিচারক সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়েকে হত্যা করে। বিচারক হত্যা দিবস উপলক্ষে শনিবার নানা কর্মসূচি পালন করে ঝালকাঠির বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

সকাল সাড়ে ৯টায় নিহত বিচারকদের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা ও দায়রা জজ মো. শহীদুল্লাহ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি আবদুল মান্নান রসুল ও সাধারণ সম্পাদক আ.স.ম মোস্তাফিজুর রহমান মুনসহ বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। পরে আদালতের শহীদ সোহেল-জগন্নাথ মিলনায়তনে শোক সভা, দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

২০০৫ সালের ১৪ নভেম্বর সকাল ৯ টার দিকে সরকারি বাসা থেকে কর্মস্থলে যাবার পথে তাদের বহনকারী মাইক্রোবাসে এই নৃশংস হামলা চালানো হয়। ঘটনাস্থলেই মারা যান বিচারক সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদ এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় বিচারক সিনিয়র সহকারী জজ জগন্নাথ পাঁড়ের। এ সময় মাইক্রোবাসটি বিধ্বস্ত হয়। আহত অবস্থায় ধরা পড়ে হামলাকারী জেএমবি সুইসাইড স্কোয়াডের সদস্য ইফতেখার হাসান আল মামুন।

সারাদেশের মানুষ এ ঘটনায় হতবাক হয়ে যান। এরপর জেএমবির শীর্ষ নেতারা আটক হয়। জঙ্গিদের ঝালকাঠিতে এনে তাদের উপস্থিতিতে জেলা জজ আদালতে চাঞ্চল্যকর এ মামলার বিচারকার্য চলে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহমেদ ২০০৬ সালের ২৯ মে সাতজনকে ফাঁসির আদেশ দেন।

উচ্চ আদালতে সে রায় অনুমোদনের পর দেশের বিভিন্ন জেলখানায় ২০০৭ সালের ২৯ মার্চ ৬ শীর্ষ জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

এরা হলেন- জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান, সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম বাংলাভাই, সামরিক শাখা প্রধান আতাউর রহমান সানি, উত্তরাঞ্চলীয় সমন্বয়কারী আবদুল আউয়াল, দক্ষিণাঞ্চলীয় সমন্বয়কারী খালেদ সাইফুল্লাহ ও বোমা হামলাকারী ইফতেখার হাসান আল মামুন। ২০১৬ সালের ১৬ অক্টোবর জঙ্গি আসাদুল ইসলাম আরিফের ফাঁসি কার্যকর করা খুলনা কারাগারে।

ঝালকাঠি পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে এস এম আল-আমিন

ঝালকাঠি পৌরসভার ৩নং ওয়ার্ডে সমাজসেবকের ভুমিকায় অবতীর্ণ হয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশে দাড়িয়ে সাধ্যমত কাজ করছে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও দক্ষিণ বাংলার অভিভাবক সাবেক সফল মন্ত্রী, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপির একান্ত স্নেহভাজন এস এম আল-আমিন। এলাকার দুস্থ ও মেহনতি মানুষের আপনজন হয়ে উঠছেন তরুণ সমাজকর্মী এস এম আল-আমিন , এলাকার নানা শ্রেণি-পেশার মানুষের সাথে কথা বলে জানা গেছে- এলাকার বিভিন্ন সমস্যার বিষটি তরুণ সমাজসেবক এস এম আল-আমিনের কানে আসলেই তিনি সমস্যা সমাধানের জন্য যথাসাধ্য চেষ্টা করেন। এসব কারণে এলাকার মানুষের মাঝে জনপ্রিয় হয়ে উঠছেন এস এম আল-আমিন। এলাকার সাধারণ মানুষ জনপ্রিয় তরুণ সমাজসেবক হিসেবে দেখছেন। এর ফলে আগামী ঝালকাঠি পৌরসভা নির্বাচনে ৩নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনে তাকেই জনগণের প্রকৃত প্রতিনিধি হিসেবে দেখতে আগ্রহী স্থানীয়রা।

খোঁজ নিয়ে জানা গেছে, আসছে ঝালকাঠি পৌরসভা নির্বাচনে ৩নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচনে পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক এবং সমাজসেবক এস এম আল-আমিনকে কাউন্সিলর হিসেবে দেখতে চায় ৩নং ওয়ার্ডের সাধারণ জনগণ। এস এম আল-আমিন কোভিড-১৯ এর মহামারিতে তার নিজ এলাকার সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণসহ সতর্কতামূলক প্রশিক্ষণ প্রদান করেন।

এছাড়াও এস এম আল-আমি তার নিজ অর্থায়নে এলাকার অসংখ্য কর্মহীন পরিবারে পাশে দাঁড়িয়েছেন ও সকলের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

অন্যদিকে এলাকার বিভিন্ন সংগঠন সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক ও মসজিদ-মাদ্রাসায় অর্থ সহায়তা দিয়ে আসছেন এস এম আল-আমিন।

তথ্যসূত্রে জানা গেছে, এস এম আল-আমিন ওয়ার্ড ছাত্রলীগ নেতা হিসেবে ছাত্র রাজনীতিতে পা রাখেন। সেখান থেকেই ছাত্রলীগের বিভিন্ন মিছিল, মিটিং ও আন্দোলন সংগ্রামের সাথে নিজেকে রাজনীতির সাথে যুক্ত রাখেন। ছাত্র রাজনীতিতে তিনি প্রথমে ওয়ার্ড, পরবর্তীতে ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রলীগ নেতা, বিগত জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমানে জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

একজন তরুণ, মেধাবী, সৎ, বিনয়ী, শিক্ষিত ও কর্মনিষ্ঠ রাজনীতিবিদ এস এম আল-আমিনকে এবারে ঝালকাঠি পৌরসভা ৩নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ কাউন্সিলর পদে দেখতে চায় বলে জানিয়েছেন ওই এলাকার ছাত্রলীগের নেতাকর্মীরাসহ এলাকার বিভিন্ন সংগঠন সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।

তবে এলাকার গণমান্য ব্যক্তিরা জানান, এমন একজন তরুন ও মেধাবী পরিচ্ছন্ন রাজনীতিবিদ পারবে সরকারের সকল উন্নয়ন কাজে সহায়তা করতে এবং আমরা ঝালকাঠি জেলার অভিভাবক জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপিকে অনুরোধ করতে চাই এই তরুণ ও পরিশ্রমী উদীয়মান সমাজ সেবক এস এম আল- আমিন কে মনোনয়ন ও সমর্থন দিয়ে দীর্ঘ দিনের অবহেলিত ওয়ার্ড কে উন্নয়নের মাধ্যমে সেবা করার সুযোগ দিতে।
এ বিষয় এস এম আল- আমিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার এলাকার সর্বস্তরের জনগন ও আমার অভিভাবক দক্ষিণ বাংলার উন্নয়নের রুপকার সাবেক সফল মন্ত্রী, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, তিলোত্তমা ঝালকাঠি গড়ার অভিভাবক, আমার আশা ভরসার একমাত্র আশ্রয়স্থল জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি মহোদয় যদি আমাকে তার স্নেহের পরশে যোগ্য কর্মী মনে করে ঝালকাঠি পৌরসভার প্রবেশধারখ্যাত ৩নং ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়ন প্রদান করে তাহলে আমি অত্র ওয়ার্ডের সর্বসাধারণের মান্ডেট নিয়ে আগামী পৌরসভা নির্বাচনে ৩নং ওয়ার্ড থেকে নির্বাচিত হয়ে প্রিয় নেতার আস্থার প্রতিদান দিতে সক্ষম হবো বলে আশা রাখি। ইনশাআল্লাহ।

ঝালকাঠি কারাগারে আসামির মৃত্যু

বুকে ব্যথা অনুভব করলে ঝালকাঠি জেলা কারাগারের হত্যা মামলার এক আসামিকে আজ রোববার সকালে সদর হাসপাতালে নেওয়া হয়। বেলা সাড়ে ১১টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

জানতে চাইলে জেলা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা মেহেদী হাসান বলেন, হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

মারা যাওয়া হাজতির নাম ইমরান হোসেন (৩৫)। তিনি রাজাপুর উপজেলার রোলা গ্রামের বাসিন্দা। তিনি বারবাকপুর বালিকা বিদ্যালয়ের অফিস সহকারী কুট্টি মৃধা হত্যা মামলার আসামি হিসেবে চার বছর ধরে কারাবন্দী ছিলেন।

জেলার জান্নাতুল ফেরদৌস জানান, আজ সকাল ১০টার দিকে ইমরান বুকে ব্যথার কথা বলেন। তাঁকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে বেলা সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।

২০১৭ সালের ৫ অক্টোবর থেকে ইমরান কারাগারে রয়েছেন। তাঁর লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঝালকাঠি কারাগারে হত্যা মামলার আসামীর মৃত্যু

ঝালকাঠি জেলা কারাগারে ইমরান হোসেন ইকরাম (৩৫) নামে এক আসামীর মৃত্যু হয়েছে । তিনি একটি হত্যা মামলার আসামী হিসেবে চার বছর যাবত করাগারে আটক ছিলেন।

ইমরান রাজাপুর উপজেলার রোলা গ্রামের আবুল বাশার খানের ছেলে।

ঝালকাঠি জেলা কারাগারের কারাধ্যক্ষ জান্নাত উল ফরহাদ জানান, রাজাপুরের একটি হতা মামলার আসামী ইমরান হোসেন ইকরাম ৪বছর ধরে বিচারাধীন মামলার আসামী হিসেবে কারাগারে ছিলেন। রবিবার সকাল ১০টার দিকে বুকে ব্যথায় অচেতন হয়ে পড়লে তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইমরান মারা যান। নিহতের স্বজনরা জানান, কারাগারেই তার মৃত্যু হয়েছে।

ঝালকাঠি সদর হাসপাতালে নেয়ার পরপরই ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। রাজাপুর উপজেলার বারবাকপুর বালিকা বিদ্যালয়ের অফিস সহকারী কুট্টি মৃধা হত্যা মামলার আসামী ছিলেন ইমরান। ঝালকাঠি থানার ডিউটি অফিসার এএসআই হাসানুজ্জামান বলেন, হাজতী আসামী মৃত্যুর বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের পর লাশ হস্তান্তর করা হবে।

রাজাপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে শততম জন্ম বার্ষিকী মুজিব শতবর্ষ উপলক্ষে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০ টায় রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এএইচএম খাইরুল আলম সরফরাজ।

উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অধ্যক্ষ শাহজাহান মোল্লা (অবঃ), রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম খান, শফিকুর রহমান ডেজলিং তালুকদার প্রমুখ। এ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ২০ দল ৪ টি গ্রুপে খেলায় অংশ নিবে।

নলছিটিতে স্কুল ছাত্রী ধর্ষণ: ধর্ষক গ্রেফতার

ঝালকাঠির নলছিটি উপজেলায় ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মুনির হাওলাদার নামের এক লম্পটকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে উপজেলার মালোয়ার গ্রাম থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত ধর্ষক মুনির হাওলাদার উপজেলার মালোয়ার গ্রামের খলিল হাওলাদারের ছেলে। নির্যাতিতা ছাত্রীটি পৌর এলাকার একটি মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে।

এব্যাপারে শুক্রবার (৬ নভেম্বর) নলছিটি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলাসূত্রে জানাগেছে, ওই ছাত্রীটি গত ২৭ অক্টোবর রাতে তার নানার ঘরের বারান্দার ঘুমিয়েছিল। রাত ১ টার দিকে মুনির কৌশলে ওই ঘরের বারান্দার টিনের বেড়া ছুটিয়ে ভেতরে প্রবেশ করে ছাত্রটিকে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়েটি এ ঘটনা তার বাবা মাকে জানালে তাঁরা লোক লজ্জার ভয়ে বিষয়টি কাউকে বলেননি। এ সুযোগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে মুনির আবারও ধষর্ণের উদ্দেশ্যে ওই ছাত্রীটির বাড়িতে যায়।

এসময় বাড়ির লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। নলছিটি থানার ওসি তদন্ত (ভারপ্রাপ্ত অফিসার ইন চার্জ) আবদুল হালিম তালুকদার জানান, মুনিরকে গ্রেফতার করা হয়েছে। সে ধর্ষণের ঘটনা স্বীকার করেছে।

এ ঘটনায় ছাত্রীটির মা বাদী হয়ে শুক্রবার নলছিটি থানায় একটি মামলা দায়ের করেছেন। তিনি আরও জানান, মুনিরের বিরুদ্ধে মালোয়ার গ্রামের তামান্না নামের এক কিশোরীকে অপহরণের দায়ে একটি মামলা রয়েছে। ২০১৯ সালে দায়ের হওয়া মামলায়( সিআর) মুনির জামিনে রয়েছে। তবে তামান্না উদ্ধার হয়নি।

রাজাপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ফ্রান্সে রাষ্ট্রিয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (স:) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ও ফ্রান্সের সকল পণ্য নিষিদ্ধের দাবিতে ঝালকাঠির রাজাপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের পিংড়ী-বলারজোর সড়কের কেওতা ঘিগড়া ফাজিল মাদ্রাসা সংলগ্ন ঘিগড়া বাজারে এ কর্মসূচি পালিত হয়।

স্থানীয় জাগ্রত যুব সমাজ ও তাওহীদি জনতা আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা ফ্রান্সের সকল পণ্য বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানান।

পাশাপাশি ফ্রান্সের প্রধানমন্ত্রীর দেওয়া ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর বক্তব্য প্রত্যাহার করে বিশ্ববাসীর কাছে ক্ষমা প্রার্থনা না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।

বক্তারা আরও বলেন, ইসলাম একটি শান্তির ধর্ম আর মুহাম্মদ (স:) হচ্ছেন সেই শান্তির দূত। ইসলাম এবং মুহাম্মদ (স:) কে নিয়ে যারা কটুক্তি করেছে বা ব্যাঙ্গ করেছে তারা কেহই রেহাই পায়নি অতএব ফ্রান্সও রেহাই পাবেনা।

বামনকাঠি ফরাজি বাড়ী জামে মসজিদের খতিব মাওলানা জান্নাতুল ফেরদৌস এর সঞ্চালনায় শান্তিপূর্ণ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে তাওহীদি জনতার পক্ষে বক্তব্য রাখেন মাওলানা মাহবুবুুর রহমান, প্রধান শিক্ষক মুবিনুল ইসলাম, হাফেজ মাওলানা মাসউদুর রহমান ও মাসউদুর রহমান মিলন প্রমূখ।

ঘিগড়া বাজারে আধা ঘন্টা ব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষ করে বিক্ষোভ মিছিল নিয়ে শুক্তাগড়ের সাকরাইল (বলারজোর) গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।

এ কর্মসূচিতে প্রায় ৪ শতাধিক মুসল্লিগন অংশ গ্রহন করেন।