আমতলীতে দ্বিতীয় ডোজ টিকা পাবে না আমতলীর ১০০০ মানুষ

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
প্রাণঘাতী করোনা ভাইরাসের সুরক্ষা টিকার সংঙ্কট থাকায় দ্বিতীয় ডোজ টিকা পাবে না আমতলী উপজেলার ১০০০ মানুষ। এতে ভাইরাসের স্বাস্থ্য সুরক্ষা ঝুঁকিতে পরবেন তারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত দ্বিতীয় ডোজ টিকা সরবরাহের দাবী জানিয়েছেন সচেতন নাগরিক মোঃ আবুল হোসেন বিশ^াস।

জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাসের হাত থেকে মানুষকে সুরক্ষায় সরকার গত ৭ ফেব্রুয়ারী টিকাদান কর্মসুচী শুরু করে। আমতলীতে গত ৩ এপ্রিল প্রথম ডোজ টিকা দেয়া শেষ হয়। উপজেলার ৫ হাজার ৭’শ ৭২ জন মানুষ প্রথম ডোজ স্বাস্থ্য সুরক্ষা টিকা নিয়েছেন। গত ৮ এপ্রিল দ্বিতীয় ডোজ টিকা দেয়া শুরু করে আমতলী উপজেলা স্বাস্থ্য বিভাগ। গত দের মাসে আমতলীর ৪ হাজার ১ ’শ ৮৩ জন মানুষ দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন। এক হাজার ৫’শ ৮৯ মানুষ দ্বিতীয় ডোজ টিকা নেয়া বাকী আছে। খোজ নিয়ে জানাগেছে, হাসপাতালের স্টোরে ৫৩ ভায়েল টিকা রয়েছে। এতে ৫৩০ জন মানুষ দ্বিতীয় ডোজ টিকা দিতে পারবেন। দ্রুত টিকা সরবরাহ না হলে উপজেলার এক হাজার ৫৯ জন মানুষ দ্বিতীয় ডোজ টিকা দেয়া থেকে বঞ্চিত হবেন।

আমতলী পৌর নাগরিক কমিটির সভাপতি সরকারী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোঃ আবুল হোসেন বিশ^াস বলেন, হাসপাতালে টিকার সংঙ্কট থাকায় প্রথম ডোজ টিকা নেয়া এক হাজারের বেশী মানুষ দ্বিতীয় ডোজ টিকা পাবেন না। এতে তারা স্বাস্থ্য সুরক্ষা ঝুঁকিতে পরবে। দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমতলীতে টিকা সরবরাহের দাবী জানাই।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মোনায়েম সাদ বলেন, দ্বিতীয় ডোজ দিকার সংকর রয়েছে। ইতিমধ্যে ৪ হাজার ১’শ ৮৩ জনকে দ্বিতীয় ডোজ টিকা দেয়া হয়েছে। তিনি আরো বলেন, স্টোরে ৫৩ ভায়েল টিকা রয়েছে। এতে ৫’শ ৩০ জন মানুষকে দেয়া যাবে। টিকা সংঙ্কটের কথা উধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। দ্রুত সময়ের মধ্যে টিকা না আসলে অন্তত এক হাজারের বেশী মানুষকে দ্বিতীয় ডোজ টিকা দেয়া যাবে না।

বৃর্টিশ আমলের ম্যাগনেটিক পিলার দিয়ে প্রতারনা, আমতলীতে তিন প্রতারক গ্রেফতার

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বৃর্টিশ আমলের ম্যাগনেটিক পিলার দেখিয়ে প্রতারনা কালে প্রতারক চক্রের হোতা আল আমিন প্যাদা, নুর আলম মোল্লা ও জামাল হাওলাদার নামের তিন প্রতারককে গ্রেফতার করেছে পটুয়াখালী র‌্যাব- ৮ সদস্যরা। সোমবার তিন প্রতারককে পুলিশ আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জানাগেছে, তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া গ্রামের মালেক প্যাদার ছেলে আল আমিন প্যাদা তার সহযোগী নুর আলম মোল্লা ও জামাল হাওলাদার দীর্ঘদিন ধরে বৃর্টিশ আমলের ম্যাগনেটিক পিলার দেখিয়ে দেশের বিভিন্ন এলাকার মানুষের সাথে প্রতারনা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। পুলিশ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গত কয়েক বছর ধরে তারা মানুষের সাথে প্রতারনা করে আসছে। রবিবার বিকেলে ওই প্রচারক চক্র আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের সোনাউডা গ্রামের মুছা ফকিরের বাড়ীতে কথিত বৃর্টিশ আমলের ম্যাগনেটিক পিলার ক্রয়-বিক্রয় করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী র‌্যাব-৮ ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজীব ফরহানের নেতৃত্বে র‌্যাব ওই বাড়ীতে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে প্রতারকরা পালিয়ে যেতে চেষ্টা করে। এ সময় র‌্যাব প্রতারক চক্রের মুল হোতা আল আমিন প্যাদা, নুর আলম মোল্লা ও জামাল হাওলাদারকে গ্রেফতার করে। ওই সময় প্রতারকদের সাথে থাকা কথিত পিলার ও দুটি মোবাইল ফোর জব্দ করে র‌্যাব।
র‌্যাব জানান কথিত বৃর্টিশ আমলের ম্যাগনেটিক পিলারে অলৌকিক চুম্বকীয় ক্ষমতা রয়েছে বলে মানুষের সাথে প্রতারনা করে আসছে। ওই পিলারের গায়ে ঊঅঝঞ ওঘউওঅ ঈঙ-১৮১৮ লেখা রয়েছে। বাস্তবে ওই পিলার প্রতারক চক্রের ধাতব মুদ্রা দিয়ে তৈরি করা। এতে কোন অলৌকিক চুম্বকীয় ক্ষমতা নেই। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে আমতলী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় গ্রেফতারকৃত তিন প্রতারকের নামে মামলা দায়ের করে ওইদিন রাতে আমতলী থানায় সোপর্দ করে। সোমবার দুপুরে পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, তিন প্রতারককে আদালতে পাঠানো হয়েছে।

আমতলীতে দুর্যোগ প্রস্ততি সভা

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
ঘুর্ণিঝড় ইয়াস মোকাবেলায় আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ইউএনও’র কার্যালয়ে এ সভা হয়।
আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ¦ গোলাম ছরোয়ার ফোরকানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন্ ইউএনও মোঃ আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাজমুল ইসলাম, ওসি (তদন্ত) রনজিত কুমার সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়া উদ্দিন মিলন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, আখতারুজ্জামান বাদল খান, বোরহান উদ্দিন মাসুম তালুকদার, রেডক্রিসেন্ট কর্মকর্তা মাহবুবুল আলম বারী, বন কর্মকতা মোঃ ফিরোজ আলম ও জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ তারিকুল ইসলাম ও সাংবাদিক জাকির হোসেন প্রমুখ।

মাদকের সেবনের টাকা না দেয়ায় বাবাকে মারধর!

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
মাদকের সেবনের টাকা না দেয়ায় বাবা হাফেজ ফকিরকে ছেলে সবুজ ফকির মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত বাবাকে স্বজনরা উদ্ধার করে রবিবার রাতে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে রবিবার সন্ধ্যায় উপজেলার উত্তর টিয়াখালী গ্রামে। এ ঘটনায় বাবা হাফেজ ফকির আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। সোমবার পুলিশ ঘটনা তদন্তে এলাকা পরিদর্শন করেছে।
জানাগেছে, উপজেলার উত্তর টিয়াখালী গ্রামের হাফেজ ফকিরের ছেলে সবুজ ফকির গত ৭-৮ বছর ধরে মাদক সেবন করে আসছে। বাবাকে ছেলের মাদক সেবনের টাকা দিতে হয়। টাকা না দিলেই বাবা ও মায়ের উপর নেমে আসে অমানষিক নির্যাতন এমন অভিযোগ বাবা হাফেজ ফকিরের। মাদকাসাক্ত ছেলের নির্যাতনে মা-বাবা অতিষ্ট। ছেলের নির্যাতনে মা সবুরজান বিবি ইতিমধ্যে মানষিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। রবিবার সন্ধ্যায় ছেলে সবুজ ফকির বাবার কাছে মাদক ক্রয়ের জন্য দুই হাজার টাকা চায়। বাবা এ টাকা দিতে অস্বীকার করে। এতে ক্ষিপ্ত হয় ছেলে সবুজ। এক পর্যায় বাবা হাফেজ ফকিরকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মুখমন্ডল ও পা থেতলে দিয়েছেন। আহত বাবাকে স্বজনরা উদ্ধার করে রবিবার রাতে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় বাবা হাফেজ ফকির আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। সোমবার পুলিশ ঘটনা তদন্তে এলাকা পরিদর্শন করেছেন।
বাবা হাফেজ ফকির অভিযোগ করে বলেন, মাদক সেবনের টাকা না দিলেই ছেলে আমার ও আমার স্ত্রীকে মারধর করে। গত ৭-৮ বছরে একাধিকবার মারধর করেছে। ওর নির্যাতনে ওর মা মানষিক ভারসাম্য হারিয়ে ফেলেছ। তার চিকিৎসা চলছে। আমাকে হত্যার চেষ্টা করছে। গতকাল আমার কাছে মাদক ক্রয়ের জন্য দুই হাজার টাকা চায়। আমি টাকা দিতে অস্বীকার করায় আমাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মুখমন্ডল ও পা থেতলে দিয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ইমদাদুল হক চৌধুরী বলেন, আহত বাবা হাফেজ ফকিরের মুখমন্ডল ও পায়ে রক্তাক্ত যখমের চিহৃ রয়েছে। তার যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমতলীতে যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগের বিক্ষোভ

বরগুনার আমতলী উপজেলা যুবলীগের নেতা মোঃ আবুল কালাম আজাদ ও উপজেলা  শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ হাসান মৃধাকে দুর্বৃত্তরা কুপিয়ে হাত ও পা কেটে দেয়ার প্রতিবাদে দুর্বৃত্তদের বিচার চেয়ে রবিবার সন্ধ্যার আমতলী পৌর শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন উপজেলা যুবলীগের একাংশ, উপজেলা ছাত্রলীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন, প্যানেল মেয়র হাবিবুর রহমান, কাউন্সিলর জাহিদুল ইসলাম,  উপজেলা  শ্রমিকলীগ সভাপতি  মো. ফরিদ উদ্দিন মালাকার, যুবলীগ সিনিয়র সহসভাপতি মো. মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান লিটন,  ছাত্রলীগ সভাপতি মো. মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক  আব্দুল্লাহ আল মামুন সবুজ।  শ্রমিকলীগনেতা পারভেজ রানা, যুবলীগ নেতা নাজমুল আহসান সোহাগসহ উপজেলা যুবলীগের একাংশ. উপজেলা ছাত্রলীগ ও শ্রমিকলীগের নেতৃবৃন্দ  অংশগ্রহণ করেন।

পথসভায় নেতৃবৃন্দ দুর্বৃত্তদের জরুরী ভাবে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানান প্রশাসনের প্রতি।

উল্লেখ্য, গত শুক্রবার  (২১মে) শুক্রবার উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমানের ভাগ্নে মোঃ আবুল কালাম আজাদ ও উপজেলা জাতীয় শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মোঃ হাসান মৃধা রাত পৌনে নয় টারদিকে   দাওয়াত খেতে  উপজেলার মাইঠা গ্রামে যান। ওই গ্রামের রাস্তায় ওৎপেতে থাকা দুর্বৃৃত্ত্বরা পরিকল্পিতভাবে আজাদ ও হাসানকে ধরে শারিকখালী খালের পাড়ে নিয়ে যায়। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আজাদের দুই হাতের বাহু, তালু, কব্জি, দু পায়ের হাটু, গোড়ালী  এবং হাসানের দু’হাতের বাহু ও কব্জি কেটে দেয়। দুর্বৃত্ত্বরা তাদের কুপিয়ে রাস্তার পাশে ফেলে রাখে যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে আসে।

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, বরগুনায় ৩৭ জেলে আটক

বঙ্গোপসাগরে ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করে ঘাটে ফেরার পথে ৩টি ট্রলারসহ ৩৭ জেলেকে আটক করেছে দক্ষিণ স্টেশন কোস্টগার্ড পাথরঘাটা।

আজ রবিবার ভোর পাঁচটার দিকে পাথরঘাটা পৌরসভার বিষখালি ও বলেশ্বর ভাড়ানি খাল থেকে আটক করে ট্রলার ও মাছসহ জেলেদের পাথরঘাটা মৎস্য অফিসে হস্তান্তর করে দক্ষিণ স্টেশন কোস্টগার্ড।

দক্ষিণ স্টেশন কোস্টগার্ড কমান্ডার লেফটেনেন্ট শাহরিয়ার জানান, নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, গভীর সমুদ্রে মাছ শিকার করে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে বিক্রির জন্য নিয়ে আসছে ৩টি ট্রলার সহ জেলেরা। এমন সংবাদের ভিত্তিতে রাত একটা থেকে পাথরঘাটা পৌর শহরের ভাড়ানি খালে আমরা অবস্থান করি। পরে ভোর পাঁচটার দিকে ট্রলার তিনটি যাওয়ার পথে তাদের আটক করা হয়।

পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, মৎস্য আইন অনুযায়ী ট্রলার ও জেলেদের মোবাইল কোর্টের মাধ্যমে সকাল দশটায় দিকে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর জব্দ মাছগুলো প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়েছে।

আমতলীতে উন্মুক্ত বাজেট সভা

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় বে-সরকারী সংস্থা এনএসএস ও সুশীলনের সহযোগীতায় ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ মিলনায়তনে এ সভা হয়।
গুলিশাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ অ্যাডভোকেট নুরুল ইসলাম মিয়া ২০২১-২২ অর্থ বছরের ৩ কোটি ১৬ লক্ষ ৬৫ হাজার ৭৭২ টাকার বাজেট ঘোষনা করেন।

পরে চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ কাঞ্চন আলী মাষ্টার, মোঃ আতাউর রহমান, মোসলেম আলী মাষ্টার, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, ইউপি সদস্য সোহাগ মোল্লা, সাবিনা ইয়াসমিন ময়না, সুশীলন প্রজেক্ট ম্যানেজার এএম ওয়াহিদুজ্জামান, আওয়ামীলীগ নেতা আলতাফ হোসেন আকন, নুরুল হক হাওলাদার ও আলী হোসেন মৃধা প্রমুখ।

আমতলীর চুনাখালী বাজারে দু’ব্যবসায়ী গ্রুপের সংঘর্ষে আহত -১৫

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলী উপজেলার চুনাখালী বাজারে দু’ব্যবসায়ী গ্রুপের মধ্যে সংঘর্ষে ১৫ ব্যবসায়ী আহত হয়েছে। গুরুতর আহতদের আমতলী ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে চুনাখালী বাজারে শনিবার বেলা ১১ টার দিকে।
জানাগেছে, পটুয়াখালী সদর উপজেলার আউলিয়া পুর এলাকার ভাসমান পাইকারী ব্যবসায়ী মোঃ জাকারিয়া আমতলী উপজেলার কুকুয়া গ্রামের ক্ষুদ্র ভাসমান ব্যবসায়ী সবুজের কাছে ৮৩ হাজার টাকা পায়। এ টাকা শনিবার চুনাখালী বাজারে চাইতে গেলে সবুজ টাকা দিবে না বলে অস্বীকার করে এমন দাবী পাইকারী ব্যবসায়ী জাকারিয়ার। এদিকে সবুজ দাবী করেন পাইকারী ব্যবসায়ী জাকারিয়া পন্যের দাম বাজার মুল্যের চেয়ে বেশী দামে বিক্রি করেছে। এ নিয়ে সবুজ ও জাকারিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় দু’জনের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এ খবর বাজারে ছড়িয়ে পরলে পটুয়াখালী সদর উপজেলার আউলিয়া এলাকার ব্যবসায়ী ও আমতলী উপজেলার কুকুয়া এলাকার ব্যবসায়ীরা একাত্রিত হয়। পরে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। এ সময় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহুর্তের মধ্যে দোকানপাট বন্ধ হয়ে যায়। গুরুতর আহত আরিফ, সবুজ, সোহেল, সোবাহান, মোতালেক হাওলাদার, এজাজুল ও ফারুককে স্থানীয়রা উদ্ধার করে আমতলী ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
প্রত্যক্ষদর্শী ক্ষুদ্র ব্যবসায়ী জাকির হোসেন বলেন, দুই গ্রুপ ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে অনেক ব্যবসায়ী আহত হয়েছে।
পাইকারী জাকারিয়া বলেন, কুকুয়া এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী সবুজের কাছে আমি ৮৩ হাজার টাকা পাই। ওই টাকা চাইতে গেলে আমাকে মারধর করেছে। এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
ক্ষুদ্র ব্যবসায়ী মোঃ সবুজ বলেন, পাইকারী ব্যবসায়ী জাকারিয়া পন্যের দাম বেশী রাখায় আমি প্রতিবাদ করায় আমাকে মারধর করেছে। এ নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়।
চুনাখালী বাজার ইজারাদার মোঃ সুলতান আহম্মেদ মাষ্টার বলেন, দু’গ্রুপ ব্যবসায়ীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোঃ শাহাদাত হোসেন বলেন, আহতদের যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে।
আমতলী থানার ওসি (তদন্ত) রনজিত কুমার সরকার বলেন, বিষয়টি জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমতলী পৌর মেয়রের ভাগ্নে ও শ্রমিকলীগ নেতার হাত ও পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্ত্বরা

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমানের ভাগ্নে মোঃ আবুল কালাম আজাদ ও উপজেলা জাতীয় শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মোঃ হাসান মৃধাকে কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্ত্বরা ঘটনা ঘটেছে শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে আমতলী উপজেলার খুড়িয়ার খেয়াঘাট ও নোমরহাট সড়কের চলাভাঙ্গা নামক স্থানে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে আসে। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে। শনিবার মুমুর্ষ অবস্থায় মেয়রের ভাগ্নে আজাদকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বরগুনা পুলিশ সুপার মোঃ জাহাঙ্গির মল্লিক ও সহকারী পুলিশ সুপার মোঃ মহরম আলী শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানাগেছে, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমানের ভাগ্নে মোঃ আবুল কালাম আজাদ ও উপজেলা জাতীয় শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মোঃ হাসান মৃধা শুক্রবার রাত ৮টার দিকে ধানখালী দাওয়াত খেতে যাচ্ছিল। পথিমধ্যে আমতলী সদর ইউনিয়নের খুড়িয়ার খেয়াঘাট- নোমরহাট সড়কের চলাভাঙ্গা নামক স্থানে সড়কের পাশে ওত পেতে থাকা দুর্বৃত্ত্বরা আজাদের ব্যবহৃত মোটর সাইকেলের গতিরোধ করে। পরে দুর্বৃত্ত্বরা তাদের সড়কের পাশে দলক্ষেতে (ঘাস ক্ষেত) নিয়ে যায়। ওইখানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে আজাদের দুই হাতের বাহু, তালু, কব্জি, দু পায়ের হাটু, গোড়ালীসহ রগ এবং হাসানের দু’হাতের বাহু ও কব্জি কেটে দেয়। দুর্বৃত্ত্বরা তাদের কুপিয়ে রাস্তার পাশে ফেলে রাখে যায়। পৌর মেয়র মতিয়ার রহমান দাবী করেন রাজনৈতিক প্রতিপক্ষরা কৌশলে দাওয়াত খাওয়ানের কথা বলে আজাদ ও হাসানকে কুপিয়েছে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে আসে। ওই হাসপাতালে কর্তব্যরত চিকিৎসা মোঃ মোশের্^দ আলম তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সঙ্কটজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে। শনিবার ভোররাতে গুরুতর আহত আজাদকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরন করেছে। খবর পেয়ে পুলিশ ও ডিভি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ১৮ ঘন্টা পেরিয়ে গেলেও ঘটনার প্রকৃত কারন উদঘাটন করতে পারেনি পুলিশ। রহস্য উদঘাটনে বরগুনা পুলিশ সুপার মোঃ জাহাঙ্গির মল্লিক ও সহকারী পুলিশ সুপার মোঃ মহরম আলী শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
চলাভাঙ্গা গ্রামের মোঃ জামাল তালুকদার বলেন, রাত সাড়ে ৮ টার দিকে মোটর সাইকেলের শব্দ ও আলো জ¦লতে দেখে ঘটনাস্থল যাই। এ সময় আমি কারা বললেই মোটর সাইকেলে বেশ কয়েকজন লোক খুড়িয়ার খেয়াঘাটের দিকে পালিয়ে যায়। পরে একজন লোককে সড়কের পাশে একজন এবং দল ক্ষেতে একজন রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। তিনি আরো বলেন, গুরুতর আহতদের আমি বাড়ী থেকে পুরাতন কাপড় এনে বেধে দিয়েছি।
একই গ্রামের টমটম চালক মোঃ রাকিব খলিফা বলেন, আহতদের একটি পিকআপে করে আমতলী হাসপাতালে পাঠানো হয়।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মোশের্^দ আলম বলেন, গুরুতর আহত আজাদের দুই হাত ও দুই পা বিভিন্ন স্থানে কুপিয়ে কুচি কুচি করে দিয়েছে। পায়ের রগ বিছিন্ন হয়ে যাওয়ায় আজাদের রক্তক্ষরণ বন্ধ করা যায়নি। তার অবস্থা সংঙ্কটজনক। অপর আহত হাসানের দু’হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। তিনি আরো বলেন, দু’জনকেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, দাওয়াত খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে রাজনৈতিক প্রতিপক্ষরা কৌশলে আমার ভাগ্নে আজাদ এবং শ্রমিকলীগ নেতা হাসানকে সন্ত্রাসীরা নির্মমভাবে কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে দিয়েছে। আমি এ বর্বরতায় শাস্তি দাবী করছি।
আমতলী থানার ওসি (তদন্ত) রনজিত কুমার সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযান অব্যহত আছে। তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।
বরগুনা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গির মল্লিক বলেন, ভিকটিমের পক্ষ থেকে কোন অভিযোগ দেয়নি এবং প্রত্যক্ষ কোন স্বাক্ষী নেই। তাই রহস্য উদঘাটনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তিনি আরো বলেন ভিকটিমের পক্ষ থেকে অভিযোগ পেলে অভিযোগ মোতাবেক আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং সঠিক তথ্য বেড়িয়ে আসবে।

বরগুনায় মোস্তফা হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বরগুনার বামনা উপজেলায় কলেজ অফিস সহকারী গোলাম মোস্তফাকে (৫৭) হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে আজ শনিবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কলেজের শিক্ষার্থী, অভিভাবক, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণির কর্মচারী সমিতি ও এলাকাবাসী। গোলাম মোস্তফা হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রী কলেজের সহকারী ছিলেন।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিলন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইতুল ইসলাম লিটু, জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ জিয়াউল হক, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অঞ্জন চ্যাটার্জি, নুরুল ইসলাম খান, প্রমুখ।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, আটক নাসিরের বাড়ির যে জলাশয় থেকে গোলাম মোস্তফার মৃতদেহ উদ্ধার করা হয়েছে তার পাশেই একটি গাছের পাতায় রক্ত পাওয়া গেছে। এলাকাবাসী ধারণা, মোস্তফা হত্যাকাণ্ডের সাথে তার স্ত্রীর পরকীয়া প্রেমের ঘটনা জড়িত থাকতে পারে।

এলাকাবাসী জানায়, স্বামীর মৃত্যুর পর স্ত্রীর আচরণ খুবই প্রশ্নবিদ্ধ ছিলো। পুলিশ বাবুল মিলিটারি নামে একজনকে আটক করলেও মোস্তফার স্ত্রী তাকে ছাড়িয়ে আনে। নাসিরকেও ছাড়িয়ে আনার চেষ্টা করেছে বলে জানা গেছে।

গোলাম মোস্তফা ডৌয়াতলা বাজারে বাবুল মিলিটারি, সাজেদুল, শাহ আলমদের সাথে বাজারের ইজারার অংশীদার। মোস্তফার ১২ লাখ টাকা পাওনা নিয়ে বাবুল মিলিটারির বিরোধ চলছিলো বলেও কেউ কেউ জানিয়েছেন। মামলাটি ডিবিতে তদন্তের দাবি জানানো হয় সমাবেশ থেকে।

শুক্রবার রাতে অজ্ঞাতদের আসামি করে গোলাম মোস্তফার স্ত্রী আলম তাজ বেগম বাদী হয়ে বামনা থানায় হত্যা মামলা দায়ের করেন।

এই ঘটনায় শুক্রবার পুলিশ নাসির ও মিজানুর নামে ২জনকে আটক করেছে। বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, নাসিরের বাড়ির বাগানে গাছের পাতা থেকে রক্তের আলামত পাওয়া গেছে যা ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হবে। মামলার তদন্ত চলছে আসামিদের শীঘ্রই চিহ্নিত করা যাবে।