নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, বরগুনায় ৩৭ জেলে আটক

বঙ্গোপসাগরে ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করে ঘাটে ফেরার পথে ৩টি ট্রলারসহ ৩৭ জেলেকে আটক করেছে দক্ষিণ স্টেশন কোস্টগার্ড পাথরঘাটা।

আজ রবিবার ভোর পাঁচটার দিকে পাথরঘাটা পৌরসভার বিষখালি ও বলেশ্বর ভাড়ানি খাল থেকে আটক করে ট্রলার ও মাছসহ জেলেদের পাথরঘাটা মৎস্য অফিসে হস্তান্তর করে দক্ষিণ স্টেশন কোস্টগার্ড।

দক্ষিণ স্টেশন কোস্টগার্ড কমান্ডার লেফটেনেন্ট শাহরিয়ার জানান, নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, গভীর সমুদ্রে মাছ শিকার করে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে বিক্রির জন্য নিয়ে আসছে ৩টি ট্রলার সহ জেলেরা। এমন সংবাদের ভিত্তিতে রাত একটা থেকে পাথরঘাটা পৌর শহরের ভাড়ানি খালে আমরা অবস্থান করি। পরে ভোর পাঁচটার দিকে ট্রলার তিনটি যাওয়ার পথে তাদের আটক করা হয়।

পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, মৎস্য আইন অনুযায়ী ট্রলার ও জেলেদের মোবাইল কোর্টের মাধ্যমে সকাল দশটায় দিকে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর জব্দ মাছগুলো প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *