আম্ফানের তাণ্ডব শুরু, সক্রিয় হতে পারে শনিবার

আবহাওয়া ডেস্ক:শক্তিশালী ঘূর্ণিঝড় আম্ফান ইতিমধ্যে বঙ্গোপসাগরে তাণ্ডব চালানো শুরু করেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) থেকেই এই তাণ্ডব শুরু হয়েছে। বৈশ্বিক আবহাওয়াবিষয়ক সংস্থা আকু এক প্রতিবেদনে এ আভাস দিয়েছে। তবে শনিবার (০২ মে) সক্রিয় হতে পারে বলে ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড়টি এখনো সক্রিয় হয়নি। তবে ২ মে এটি সক্রিয় হতে পারে এবং ৫ মে উপকূলে আঘাত হানতে পারে। তবে যেহেতু এটি এখনো সক্রিয়ই হয়নি সেহেতু এর গতিপথ কী হতে পারে, কোথায় আঘাত হানতে পারে বা সাগরেই এর শক্তি শেষ হয়ে যাবে কিনা- সেই বিষয়ে স্পষ্ট করা যাচ্ছে না।
এদিকেন, শুক্রবার (০১ মে) সকাল থেকে অন্ধকার করে রাজধানীতে তুমুল ঝড়-বৃষ্টি হতে দেখা গেছে।

হস্পতিবার (৩০ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ মো. শাহিনুর ইসলামবলেন, ‘আম্ফান এখনও সৃষ্টি হয়নি। এটা সৃষ্টি হতে আরও দু-তিনদিন সময় লাগতে পারে। এর প্রভাব বাংলাদেশে পড়ার সম্ভাবনা আপাতত কম। তবে এখনও সুনির্দিষ্ট কিছু বলা যাচ্ছে না। দু-তিনদিন পর বিস্তারিত বলা যাবে।’

বরিশালে প্রধানমন্ত্রী’র ত্রাণ তহবিল এর অনুদানের টাকা ৭৮ টি কওমি মাদ্রাসায় বিতরন

 মোঃ শাহাজাদা হিরা:
পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী সদয় হয়ে বরিশাল জেলায় অবস্থিত কওমী মাদ্রাসার এতিম ও দুঃস্থ শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরিশাল জেলার ৭৮ টি কওমী মাদ্রাসার এতিম ও দু:স্থ শিক্ষার্থীদের জন্য ৭ লাখ ৮৫ হাজার টাকার অনুদানের অন লাইন ট্রান্সফার টাকা হস্তান্তর করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল এর সম্মেলন কক্ষে মাদ্রাসার পরিচালক এবং শিক্ষকদের হাতে তিনি ওই অনুদানের অন লাইন ট্রান্সফার টাকা তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বৃন্দরাসহ আরো অনেকে। পবিত্র মাহে রমজান উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল জেলার ১০ টি উপজেলা আগৈলঝাড়া উপজেলায় ৪ টি, বরিশাল সদর উপজেলায় ১৪ টি, বাবুগঞ্জ উপজেলায় ২ টি, বাকেরগঞ্জ উপজেলা ১১ টি, গৌরনদী উপজেলা ৭ টি, উজিরপুর উপজেলার ৪ টি, বানারীপাড়া উপজেলার ২ টি, মুলাদী উপজেলা ১৫ টি, হিজলা উপজেলার ৫ টি, মেহেন্দিগঞ্জ উপজেলায় ১৪ টি মোট ৭৮ টি মাদ্রাসার এতিম ও দু:স্থ শিক্ষার্থীদের জন্য প্রতিটি মাদ্রাসার জন্য ১০ হাজার টাকা করে ওই ৭ লক্ষ ৮৫ হাজার টাকা বরাদ্দ করেছেন।

মাদ্রাসার পরিচালকদের টাকা উত্তোলন করে শিক্ষার্থীদের হাতে টাকা পৌঁছে দেয়ার নির্দেশনা দেন জেলা প্রশাসক বরিশাল।

বাউফলে করোনা ভাইরাসে একজনের মৃত্যু

বাউফল:
পটুয়াখালীর বাউফলে করোনা ভাইরাসে আক্রান্ত হালিম বক্স (৫৫) মারা গেছেন। সে উপজেলার কালিশুরী ইউনিয়নের কালিশুরী গ্রামের মৃত হাসান এলাহি বক্সের পুত্র। আজ বৃহস্পতিবার বেলা ১২:২৫ মিনিটে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেসন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান৤ তবে রোগীর স্বজনরা অভিযোগ করেন, হাসপাতালের করোনা ইউনিটে ভর্তী হবার পরে ১জন ডাক্তারও চিকিৎসা সেবা দিতে আসেনি।

জানাযায়, উপজেলার কালিশুরী ইউপির চা বিক্রতে হালিম বক্স জ্বর ও শ্বাসকস্ট নিয়ে ১৪ এপ্রিল জ্বর ও গলাব্যথা নিয়ে কালিশুরী লাইফ কেয়ার কিনিক থেকে চিকিৎসা নেয়ার ১ দিন পর আবার শাসকস্ট বাড়ে। ওখানে সুবিধা মনে না করে দ্রুত স্পিড বোটে বরিশাল শেরেবাংলা হাসপাতালে হার্টের চিকিৎসা নেয়। হার্টের কোন সমস্যা না থাকায় ডাক্তার করোনা ইউনিটে ভর্তি করে নমুনা সংগ্রহ করে টেস্ট করলে ২৪ এপ্রিল সন্ধ্যার পর তার করোনা পজেটিভ আসে।

উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশেনা অনুযায়ী গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হবে। তার বসত বাড়িটি সপ্তাহ আগে লকডাউন করা হয়েছে। বাড়িতে অবস্থানকৃত স্ত্রী কন্যা ও তিন পুত্রের জন্য উপজেলা প্রশাসন থেকে খাবারের ব্যবস্থা চলমান আছে।

উল্ল্যেখ্য, ইতিমধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর ৯৩ জন নারী-পুরুষের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠিয়েছে। যার মধ্যে কালাইয়া ৫, চন্দ্রদ্বীপ ১, কালিশুরী ১, নওমালা ১, বগা ১ ও সদর ইউপির বিলবিলাস গ্রামের ১ জনের দেহে করোনা ভাইরাস পজেটিভ এসেছে।

বরিশালের অর্ধলক্ষ মানুষের খাবারের ব্যবস্থা করলেন সিটি মেয়র

করোনা পরিস্থিতি মোকাবেলায় বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এখন পর্যন্ত অর্ধ লক্ষ নগরবাসীকে খাদ্য সামগ্রী প্রদান করেছে। এছাড়া মশক নিধন, বাজার নিয়ন্ত্রণ,নগর জীবাণুমুক্ত করা ইত্যাদি কার্যক্রম চলমান আছে।

বিসিসি সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার পর্যন্ত কর্মহীন হয়ে পড়া নগরীর ৫২ হাজারেরও অধিক অসহায় মানুষকে খাদ্য সামগ্রী ঘরে গিয়ে পৌঁছে দেয়া হয়েছে। এছাড়া ডেঙ্গুর বিস্তাররোধে মশক নিধন কার্যক্রম আরো জোরদার করা হয়েছে। অপরদিকে পানি সরবরাহ বিভাগ নগরজুড়ে জীবনানুনাশক স্প্রে ছিটানোর পরিধি আরো বৃদ্ধি করেছে। বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে বিসিসির ভ্রাম্যমান আদালতের অভিযানও অব্যাহত রয়েছে।
বিসিসি সূত্র আরো জানায়, দেশব্যাপী করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর উদ্যোগে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করা হয়। শুরুতেই বিসিসির স্টাফদের সুরক্ষায় বায়োমেট্টিক হাজিরা স্থগিত, নগর ভবনসহ নগরীর ১২টি পয়েন্টে সাবান দিয়ে হাত ধোয়ার কার্যক্রম চালু করা হয়। এরপর মেয়রের সরাসরি তত্ত্বাবধানে গত ৩০ মার্চ থেকে অসহায় মানুষদের খাদ্য সহায়তা প্রদান কর্মসূচি শুরু হয়।
বিসিসির পানি সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলী ওমর ফারুক জানান, মেয়রের নির্দেশে গত দেড়মাস ধরে করোনা রোধে বিশেষ কার্যক্রম পরিচালিত হচ্ছে। গড়ে বর্তমানে প্রতিদিন ৪২ হাজার লিটার জীবানুনাশক পানি স্প্রে করা হচ্ছে। তিনি আরো জানান, তাদের শাখায় ৯ হাজার লিটার ধারন ক্ষমতার নতুন একটি ভাউজার যুক্ত হওয়ায় জীবনুনাশক স্প্রে ছিটানো কার্যক্রম জোরদার হয়েছে।
অপরদিকে বিসিসির পরিচ্ছন্নতা কর্মকর্তা ডা. রবিউল ইসলাম জানান, করোনা রোধে পরিচ্ছন্নতা কার্যক্রম আরো জোরদার করা হয়েছে। কয়েকশত কর্মী নগরী পরিচ্ছন্ন রাখতে কাজ করে যাচ্ছে। এছাড়া মশক নিধন কার্যক্রমও চলছে জোরেশোরে।
তিনি আরো জানান, ডেঙ্গুর প্রকোপ রোধে মেয়রের নির্দেশে প্রতিদিন সকালে নগরীর ২ থেকে ৩টি ওয়ার্ডে ঝটিকা অভিযানের মাধ্যমে স্প্রে করা হচ্ছে। এছাড়া প্রতিদিন বিকেলে ফগার মেশিনের মাধ্যমে গুরুত্বপূর্ন সড়ক ও ড্রেনে স্প্রে করা হচ্ছে।
বিসিসির স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফয়সাল হাজবুন জানান, মেয়র সাদিক আবদুল্লাহর নির্দেশে জনগনের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও দ্রব্যমূল্য বৃদ্ধি রোধকল্পে বিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ জুয়েলের নেতৃত্বে নিয়মিত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হচ্ছে।

বরিশালে মসজিদ হামলা চালিয়ে দেয়াল ভাংচুর

শামীম আহমেদ:
বরিশাল নগরীর ১১ নং ওয়ার্ড চাঁদমারী বিআইপি সড়স্থ মাহে রমজান মাসে মুসল্লীদের নামাজের স্থান আলতাফ হোসেন সরদার জামে মসজিদের অভ্যন্ততরের নির্মানাধীন প্রাচির দেয়াল ভেঙ্গে ফেলেছে প্রভাবশালী জনপ্রতিনিধির পালিত একদল স্থানীয় ভূমিদস্যু সন্ত্রাসীরা।

এব্যাপারে আলতাফ হোসেন সরদার জামে মসজিদ কমিটির সভাপতি মোঃ মোকসেদ আলী মানিক (৬৫),বাদী হয়ে আজ বৃহস্পতিবার (৩০ই) এপ্রিল কোতয়ালী মডেল থানায় বাদী হয়ে একটি সাধারন ডায়েরী করেন যার নং ১৫৭৪।

থানার ডায়েরীে অভিযোগ সূত্রে জানা গেছে বুধবার (২৯ই) এপ্রিল বিকাল ৫টার দিকে স্থানীয় প্রভাবশালী জন প্রতিনিধির ঘনিষ্ট কাছের লোক মোস্তফা,পিতা অজ্ঞাত,আনোয়ার,পিং অজ্ঞাত,আলমগীর,পিং মৃত আঃ ছালাম,হান্নান,পিং অজ্ঞাত,রানা পিং আনোয়ার হেসেন, সহ আরো ীজ্ঞাত ১০/১২ জন একদল ভূমিদস্যু সন্ত্রাসী দল মিলে জনৈক ব্যাক্তিকে ম্যাজিস্ট্রেট সাজিয়ে তাকে নিয়ে মসজিদের নির্মানাধীন প্রাচির দেয়ালের কাজ করাকালিন প্রবেশ করে।

এসময় জনৈক ম্যাজিস্ট্রেট মসজিদ সভাপতির মানিক মিয়ার কাছে মসজিদের কাগজ-পত্র আছে কিনা জানতে চাইলে সবকিছুর কাগজ-পত্র আছে বলে জানায় সভাপতি মানিক মিয়ার কথাশুনে তিনি চলে যান।

অন্যদিকে এক প্রর্যায়ে লিখিত ডায়েরীতে অভিযুক্ত ব্যাক্তিরা মুহুর্তের মধ্যে তারা দলবল নিয়ে মসজিদের দেয়াল ভেঙ্গে ফেলে দেয়।

দেয়াল ভেঙ্গে চলে যাবার সময় তারা মসজিদের একটি সিলিং ফ্যান নিয়ে যাবার সময় বলে যায় আজকের এঘটনা নিয়ে বাড়াবাড়ি করলে ও কোন ধরনের সংবাদ প্রকাশিত হলে জীবনের তরে হত্যা করা হবে বলে হুমকি দিয়ে যায়।

সন্তাসী কর্তৃক মসজিদের ব্যাপক ক্ষতি সাধিত হওয়ার ঘটনায় মুসুল্লিদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় বলে উল্লেখ করা হয়।

এদিকে মসজিদ কমিটির সভাপতি মোঃ মোকছেদ আলী মানিক অভিযোগ করে বলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মজিবর রহমান নেপথ্যে থেকে তার দলবল দিয়ে মসজিদটি উচ্ছেদ করে তিনি সেখানে একটি কাচা বাজার নির্মান করার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা উপার্জনের চেষ্ঠা করে যাচ্ছে।

সভাপতি আরো বলেন আলতাফ হোসেন সরদার জামে মসজিদ কোন সরকারী জমিতে গড়ে উঠেনি এই জমির মালিক তার বাবার নামে তাদের জমিতে মসজিদ নির্মান করে স্থানীয় মুসুল্লিদের নামাজ পড়ার ব্যবস্থা করে দিয়েছে।

কোতয়ালী মডেল থানা মসজিদ কমিটির অভিযোগ গ্রহন করে ঘটনার সুষ্ট তদন্ত ও ব্যবস্থা গ্রহনের জন্য এস.আই মেহেদিকে দায়ীত্ব প্রদান করেছে।

উল্লেখ্য দীর্ঘদিন যাবত একটি মহল উক্ত এলাকার মসজিদ ও একটি মাদ্রাসা রয়েছে সেগুলো ক্ষমতার প্রভাব খাটিয়ে দখল করে নেয়ার চেষ্টায় লিপ্ত রয়েছে।

তাই মসজিদ কমিটির সভাপতি আইন শৃঙ্খলা বাহিনীর ঘটনার সুষ্ট তদন্তের দাবী জানান

সেরা নিউজ/আকিব

বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থা পূনর্গঠনে এখনই সুচিন্তিত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রভাবে সারা বিশ্ব আজ চরম বিপর্যয়ের সম্মুখীন। সারা বিশ্বের অর্থনীতি আজ চরম হুমকির মধ্যে পড়েছে। বাংলাদেশও আজ চরম সংকটের সম্মুখীন। মানুষের জীবনের নিরাপত্তার জন্য সরকার সকল মিল ফ্যাক্টরি ও নিত্য প্রয়োজনীয় কিছু  দোকান পাট ছাড়া সকল দোকান পাট বন্ধ ঘোষণা  করেছে।  মসজিদ মন্দির  সহ সকল উপাসনালয়ে ধর্মীয় আচার অনুষ্ঠান সীমিত করেছে। মানুষের জীবন রক্ষায় গৃহীত এসব উদ্যোগের ফলে বাংলাদেশে এখনো  মৃত্যুর হার সীমিত পর্যায়ে রয়েছে। ফলে সারা বিশ্ব  বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের প্রসংশা করছে যা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে।
সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপে মৃত্যুর হার এখন পর্যন্ত  সীমিত আকারে থাকলেও দেশের মানুষের জীবনধারণ অত্যন্ত কঠিন হয়ে দাড়িয়েছে। বিশেষ করে স্বল্প আয়ের মানুষ তথা দিনমজুর, শ্রমজীবী,ক্ষুদ্র ব্যবসায়ী,নিন্ম আয়ের খেটে খাওয়া মানুষদের জীবনধারণ এক কঠিন বাস্তবতার সম্মুখীন। মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবার ফলে দেশের অর্থনীতির চালিকাশক্তি শিল্প মালিকরাও আজ চরম সংকটের মুখোমুখি। এই মহাদুর্যোগে দেশের অর্থনীতির চাকা সচল রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এক লক্ষ কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছেন।  তবে প্রণোদনা যেন প্রকৃত ক্ষতিগ্রস্ত সব সেক্টরে বন্টন করা হয় সেদিকে গুরুত্ব দিতে হবে।
করোনার প্রভাবে অন্যন্য সেক্টরের মত  বাংলাদেশের শিক্ষা সেক্টরও চরম বিপর্যয়ের সম্মুখীন । সারা দেশের শিক্ষা  ব্যবস্থা এখন মুখথুবড়ে পড়েছে। গত প্রায় দুইমাস যাবৎ দেশের সকল স্কুল, কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয় সহ সন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে লক্ষ লক্ষ শিক্ষার্থীর পড়ালেখা চরম সংকটের মধ্যে পড়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের  ক্লাশ সিডিউল সব ওলটপালট হয়ে গেছে। সরকার টেলিভিশনের মাধ্যমে এবং  কিছু কিছু প্রতিষ্ঠান অনলাইনের মাধ্যমে  ক্লাশ নেওয়ার  মাধ্যমে শিক্ষার্থীদের ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।   ইতোমধ্যে দেশের অন্যতম বৃহৎ পাবলিক পরীক্ষা এইচএসসি ফাইনাল স্থগিত করা হয়েছে। কিন্তু কখন এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এই মুহূর্তে তা বলাও সম্ভব নয়। ফলে তাদের অপুরণীয় ক্ষতি হলো। নতুন প্রজন্মের কাছে সম্পুর্ণ অপরিচিত  দেশের বর্তমান চরম এই অস্হিতিশীল  পরিবেশের মধ্যে বাড়িতে বসে তারা যে পরীক্ষার প্রস্তুতি নিবে সেই পরিবেশও নেই। যারা দরিদ্র পরিবারের সন্তান বিশেষ করে যারা শ্রমজীবী কিংবা মধ্যবিত্ত পরিবারের তাদের  করুন অবস্থা। তাদের পরিবারে অনেকের বাড়িতে ঠিকমত চুলাই জ্বলছে না। এমতাবস্থায় তারা কিভাবে পড়াশোনায় মনোনিবেশ করবে?  কিভাবে  পরীক্ষার প্রস্তুতি নিবে?
করোনার সংকটের ফলে দেশের সরকারি,বেসরকারি সকল বিশ্ববিদ্যালয় বন্ধ এবং  সকল পরীক্ষা স্থগিতের ফলে উচ্চ শিক্ষার ক্ষেত্রেও চরম সংকট দেখা দিয়েছে। বিশেষ করে  বিভিন্ন চুড়ান্ত পরীক্ষা স্থগিতের ফলে শিক্ষার্থীরা চরম হতাশায় নিমজ্জিত হয়েছেন। এমনও শিক্ষার্থী আছে যাদের একটি বা দুইটি পরীক্ষা বাকি ছিল তারাও আটকা পড়ে গেছেন। আকস্মিক এই অনির্ধারিত বন্ধের ফলে  বিশ্ববিদ্যালয়ের সেশনজটের কবলে পড়তে যাচ্ছে।
করোনার প্রভাবে শুধু শিক্ষার্থী নয় শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানও চরম হুমকির মধ্যে পড়েছে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা যে বেতন পান তা দিয়ে হয়ত চালিয়ে নিতে পারবে।  এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা সরকারি যে বেতন পান তা দিয়ে তাদের সংসার চালানো দায়। তারা প্রতিষ্ঠান  থেকে যে বাড়ি ভাড়া ও অন্যন্য সুযোগ সুবিধা পান তা দিয়ে  কোনরকমে সামলে নেন। কিন্তু প্রতিষ্ঠান বন্ধ থাকায় তাদের জীবনধারণও কঠিন হয়ে পড়ছে। তবে বেসরকারি ননএমপিও বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠান যারা মুলধারার শিক্ষার সাথে সংশ্লিষ্ট তাদের অবস্থা অত্যন্ত করুন। এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে নামমাত্র কিছু বেতন পেয়ে থাকেন। কোথাও কোথাও তাও পান না।  বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের টিউশন ফি ও বন্ধ। এছাড়া টিউশনি করে যারা কোনরকম জীবন নির্বাহ করতেন তাদের টিউশনিও বন্ধ। এমতাবস্থায় তাঁরা চরম আর্থিক সংকটে নিপতিত হয়েছেন।
এমপিওভুক্ত বড় বড় অনেক প্রতিষ্ঠানেও বিপুল সংখ্যক ননএমপিও শিক্ষক কর্মচারী এবং  অনার্স মাস্টার্স কলেজ সমুখে বিপুল সংখ্যক ননএমপিও অনার্স মাস্টার্স শিক্ষক রয়েছেন  তাঁরাও এখন  চরম আর্থিক  সংকটের সম্মুখীন। স্বতন্ত্র এবতেদায়ি মাদরাসার কয়েক হাজার শিক্ষকের কেউ কেউ  নামমাত্র বেতন পান, আবার অনেক শিক্ষক একবারে কিছুই পান না। অথচ আলীয়া মাদরাসা শিক্ষা টিকিয়ে রাখার জন্য এসব মাদরাসার ব্যাপক ভূমিকা রয়েছে। তারাও অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। কারিগরি শিক্ষার প্রসারে বাংলাদেশে বেসরকারি উদ্যোগে ৫৫৩ টি বেসরকারি পলিটেকনিক গড়ে উঠেছে। সম্পুর্ন নিজস্ব অর্থায়নে গড়ে উঠা এসব প্রতিষ্ঠান শুধুমাত্র শিক্ষার্থীদের বেতনের উপর নির্ভরশীল। বর্তমান পরিস্থিতিতে এসব প্রতিষ্ঠান টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়েছে। পলিটেকনিক ছাড়াও কারিগরি বোর্ডের অধিনে কৃষি,মৎস্য সহ এমন আরো বেশকিছু কোর্স চালু রয়েছে যারা একই সংকটের সম্মুখীন। এ ছাড়াও সম্পুর্ন বেসরকারি উদ্যোগে বেশ কিছু স্কুল, কলেজ ও বিশ্বিবদ্যালয় গড়ে উঠেছে যারা শিক্ষার্থীদের নিকট থেকে মোটা অংকের টিউশন ফি নিয়ে থাকে। তারাও এখন সংকটে পড়েছে।
এছাড়াও বাংলাদেশে সম্পুর্ণ বেসরকারি উদ্যোগে প্রায় ৪০ হাজার কিন্ডারগার্টেন গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানে কয়েক লক্ষ শিক্ষার্থী পড়াশোনা করে। এদেশের শিক্ষা বিস্তারে এসব কিন্ডারগার্টেনও অবদান  রয়েছে। এসব কিন্ডারগার্টেনে প্রায় দুই লক্ষাধিক শিক্ষক কর্মচারী  কর্মরত আছেন। করোনার প্রভাবে  তারা সবচেয়ে বেশি  সংকটে পড়েছে। এইসব প্রতিষ্ঠান গুলি সম্পুর্ন শিক্ষার্থীদের বেতনের টাকায় পরিচালিত হয়ে থাকে।
 এখন  প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষক কর্মচারীদের বেতনও বন্ধ। এমতাবস্থায় তারা অত্যন্ত মানবিক বিপর্যয়ের মুখোমুখি।
বেসরকারি ননএমপিও শিক্ষকদের অধিকাংশেরই  এমন অবস্থা দাড়িয়েছে তাঁরা লোকলজ্জার ভয়েও কারো কাছে হাতও পাততে পারছে না অথচ অনেকের বাসায় চুলাও জ্বলছে না।  তবে আসার কথা হলো  দীর্ঘদিন পর সরকার এবার ২৭৩০ টি ( স্কুল,কলেজ,মাদরাসার ও কারিগরি) প্রতিষ্ঠান এমপিওভুক্ত করেছে। প্রতিষ্ঠান গুলি শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক যাচাই বাছাইও সম্পন্ম করা হয়েছে। দেশের এই সংকটে শিক্ষকদের সমস্যার কথা বিবেচনা করে  শিক্ষা মন্ত্রী এবং উপমন্ত্রীর হস্তক্ষেপে  এইসব প্রতিষ্ঠানগুলির এমপিওর উদ্যোগ গ্রহণ করা হয়েছে । আসন্ন ঈদের আগেই তাঁরা  এমপিওর টাকা পাবেন এতে অন্তত ৩০/৩২ হাজার শিক্ষকের সমস্যা সমাধান হবে।
যদি করোনার ভাইরাস আরো দীর্ঘায়িত হয় সেক্ষেত্রে পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করবে। এমতাবস্থায় সরকারকে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। বর্তমানে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার প্রায় ৯৭% বেসরকারি উদ্যোগে পরিচালিত হয়ে থাকে।  ফলে বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক  শিক্ষা বেসরকারি শিক্ষার উপর নির্ভরশীল। জাতীয় স্বার্থেই এই শিক্ষাকে বাঁচিয়ে রাখতে হবে। এখনই যথাযথ কার্যকর পদক্ষেপ না নিলে শিক্ষাখাতে ভয়াবহ সংকট দেখা দিতে পারে। এব্যাপারে প্রয়োজনে শিক্ষার সাথে সংশ্লিষ্ট স্কুল কলেজ মাদরাসা,কারিগরি,বিশ্ববিদ্যালয় সহ সর্বস্তরের বরেণ্য শিক্ষক প্রতিনিধি ও শিক্ষাবিদদের সমন্নয়ে একটি বিশেষঞ্জ  কমিটি গঠন করে উদ্ধুত পরিস্থিতিতে করণীয় নির্ধারণ করা যেতে পারে। এ ক্ষেত্রে সরকার ঘোষিত প্রণোদণার অংশ থেকে শিক্ষার জন্য একটি বিশেষ ফান্ড গঠন করা যেতে পারে।
করোনা ভাইরাসের এই দুর্যোগের ফলে  শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য বিকল্প চিন্তা করতে হবে। বর্তমানে টেলিভিশনে ক্লাস নেওয়ার সংখ্যা আরো বৃদ্ধি করা যেতে পারে। এ ছাড়াও তথ্য প্রযুক্তি ব্যবহার করে স্ব স্ব প্রতিষ্ঠানকে অনলাইন, ফেইসবুক,ইউটিউব,মোবাইল ম্যাসেঞ্জারের মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের পাঠদান করা যেতে পারে।  পরিস্থিতি স্বাভাবিক হবার পর নির্ধারিত ছুটি কমিয়ে ক্লাসের সংখ্যা বাড়ানো যেতে পারে।  শিক্ষকদের স্ব-উদ্যোগে অতিরিক্ত ক্লাশের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। এছাড়াও এই সময়ে স্ব স্ব শ্রেণি শিক্ষকদের মাধ্যমে মোবাইলে শিক্ষার্থীদের সাথে যোগাযোগের মাধ্যমে তাদের পড়ালেখার প্রতি উৎসাহ এবং গাইড লাইন দেওয়া যেতে পারে। ছুটি দীর্ঘায়িত হলে পাঠ্যবইয়ের গুরুত্ব অনুযায়ী সিলেবাস সংক্ষিপ্ত করা যেতে  পারে।
লেখক:
অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু
সাবেক ছাত্রনেতা,সাধারণ সম্পাদক,স্বাধীনতা শিক্ষক পরিষদ ও সচিব,
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট, শিক্ষা মন্ত্রণালয়

করোনায় মৃত পুলিশ সদস্যের জানাজার ইমামতি করলেন এমপি রিমন

সৈকত কর্মকার,বরগুনা:
মরণঘাতী করোনায় মৃত্যু হয়েছে ঢাকার মিরপুর পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে কর্মরত পুলিশের এ.এস. আই আহমদ খালেক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৬ বছর।তার দাফনকাজ বরগুনা জেলার বেতাগী উপজেলায় তার নিজ বাড়িতে হয়েছে। ঢাকা মিরপুর পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে বৃহস্পতিবার বেলা ১০ টায় প্রথম জানাযার শেষে বেতাগীতে পৌছায় রাত ৮ টায়। নিজ বাড়িতে রাত ৯ টায় দ্বিতীয় জানাযার শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয় মৃত পুলিশ সদস্যকে।

বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকত হাচানুর রহমান রিমন তার জানাজায় অংশগ্রহণ করে এবং ইমামতির দায়িত্ব পালন করে। আরো অংশ নেয় বরগুনা জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন পিপিএম,বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র এবি এম গোলাম কবির,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মাকসুদুর রহমান ফোরকান,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তোফায়েল আহমেদ,সহকারি পুলিশ সুপার মোঃ শাহজাহান,উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিব আহসান ও বেতাগী থানার অফিসার ইনচার্জ কাজী সাওখাত হোসেন তপু ও অন্যান্য জানাজায় অংশগ্রহণ করেন।

মৃত পুলিশ সদস্যার বাড়ি বরগুনা জেলার বেতাগী উপজেলার ঝোপখালী গ্রামে। তার পিতার নাম মোঃ আজিম উদ্দিন মৃধা। বেতাগী থানার অফিসার ইনচার্জ কাজী সাওখাত হোসেন তপু জানিয়েছে, মৃত্যু এ.এস. আই আহমদ খালেক এর স্ত্রী মোসাঃ ফাতিমার হাতে বরগুনা জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন পিপিএম নগদ ৫০ হাজার টাকা ও ছেলে-মেয়ে ও পরিবারে জন্য খাদ্যসামগ্রী তুলে দেন। এবং সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেয়।

জানাগেছে, আঃ খালেক আজ (বৃহস্পতিবার) ভোররাতে ঢাকা আরামবাগ হাসপাতাল করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। কিছুদিন আগে থেকে সে কারণে আক্রান্ত ছিল এবং তারই ধারাবাহিকতায় চিকিৎসা চলছিল। চিকিৎসা অবস্থায় সে মারা যায়। পুলিশ সদস্য আঃ খালেক স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে যান। তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।