বরিশালে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল-সমাবেশ

ডেস্ক রিপোর্ট : 
২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামায়াত সরকারের আমলে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে আওয়ামী লীগ। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগর ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী আজ বুধবার সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর এবং জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসের নেতৃত্বে মিছিলটি সদর রোড, লাইন রোড, চকবাজার রোড এবং ফজলুল হক এভিনিউ প্রদক্ষিণ করে ফের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর এবং জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস।

বরগুনা জেলা ছাত্রলীগের কমিটি অবাঞ্ছিত ঘোষণা

ডেস্ক রিপোর্ট : 
সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রলীগ ঘোষিত বরগুনা জেলা ছাত্রলীগের কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক। বরগুনায় ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধ্যায় করা বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেন তারা।

বিক্ষোভ সমাবেশে দেওয়া বক্তব্যে জেলা আওয়ামী লীগ সভাপতি ও বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, বরগুনা জেলা ছাত্রলীগের যে কমিটি কেন্দ্রীয় ছাত্রলীগ ঘোষণা করেছে তা সম্পূর্ণ নিয়মের বাইরে গিয়ে করা হয়েছে। যার কারণে ছাত্রলীগের ত্যাগী নেতাকর্মীরা হতাশ। এজন্য বর্তমানে ছাত্রলীগের মধ্যে দুই গ্রুপ তৈরি হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের এমন কাজের কারণেই ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়।  সম্প্রতি ঘোষণা করা কমিটি অবৈধ। যারা এই অবৈধ কমিটিকে সমর্থন করে তাদেরও জেলা আওয়ামী লীগ প্রত্যাখ্যান করবে।

একই সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বলেন, আজ (মঙ্গলবার) থেকে এই অবৈধ ছাত্রলীগ কমিটিকে বরগুনায় অবাঞ্ছিত ঘোষণা করা হলো।

এর আগে, গত ১৭ জুলাই বরগুনা শহরের সিরাজ উদ্দীন টাউন হল মিলনায়তনে বরগুনা জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর ২৪ জুলাই রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক জেলা ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন দেন। এতে রেজাউল কবির রেজাকে সভাপতি ও তৌশিকুর রহমান ইমরানকে সাধারণ সম্পাদক করে ৩৩ জনের নাম ঘোষণা করা হয়। এরপর থেকেই ওই কমিটি প্রত্যাখ্যান করে পদবঞ্চিতরা প্রতিবাদ জানাতে থাকেন।

সর্বষেশ, সোমবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসে বরগুনা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় ছাত্রলীগের পদবঞ্চিত ও পদপ্রাপ্ত সমর্থকদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় ছাত্রলীগ নেতাকর্মীদের ছোড়া ইটের আঘাতে পুলিশের গাড়ির গ্লাস ভেঙে যায়। ঘটনাস্থলেই সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ভেঙে যাওয়া গ্লাসের ক্ষতিপূরণ ও অপরাধীর বিচারের কথা বলার পরেও তার সামনেই ছাত্রলীগ সদস্যদের অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলীর নেতৃত্বে লাঠিচার্জ করা হয়।

আগামীতে নিরপক্ষ ও তত্বাবধায়ক সরকারের অধিনে ছাড়া বিএনপি নির্বাচন যাবে না- মনিরুজ্জামান খান ফারুক

শামীম আহমেদ ॥

বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,যেদিনই ীবৈধ সরকারকে হটানোর এক দফা আন্দোলনের ডাক দেবে সেদিন থেকেই বরিশাল মহানগর বিএনপি নেতা কর্মীরা সকলেই ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে।

এই ফ্যাসিস্ট অবৈধ নিশি রাতের সরকার রাতের আধারে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে আজ সাধারন মানুষকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে শোষন করছে।

তাই আগামী জাতীয় নির্বাচনে এই অবৈধ সরকারকে হটিয়ে নিরপক্ষ ও তত্বাবধায়ক সরকারের অধিনে ছাড়া বিএনপি নির্বাচন যাবে না।

আজ মঙ্গলবার (১৬) আগস্ট বিকালে সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয় চত্বরে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্ম বার্ষিকী উপলক্ষে তার রোগ মুক্তি ও আশু সুস্থতা কামনায় এবং দেশব্যাপি চলমান গণতান্ত্রিক আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত ও যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠানের পূর্বে তিনি সভাপতির বক্তব্যতে একথা বলেন।

মহানগর বিএনপি সদস্য সচিব এ্যাড, মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চলনায় এসময় আরো বক্তব্য রাখেন মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড, আলী হায়দার বাবুল।

এখানে এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান টিপু, যুগ্ম আহবায়ক এ্যাড, শাহ্ আমিনুল ইসলাম আমিন,যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান মাকসুদ,মহানগর মহিলা দল সভাপতি অধ্যাপিকা ফারহানা তিথি, সাধারন সম্পাদিকা পাপিয়া পারভিন, মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, সাধারন সম্পাদক মশিউর রহমান মঞ্জু, সহ মহানগর বিএনপি অন্য সকল সদস্য ছাড়াও নগরীর বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ সহযোগী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

বরিশালে‘‘আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলী মিউচ্যুয়াল ফান্ড’’ এর রোড শো

শামীম আহমেদ ॥

মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অনেক ত্যাগ ও আত্মবিসর্জনের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে স্মরণীয় করে রাখার প্রয়াসে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) এবং আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কেম্পানি লিমিটেড যৌথভাবে ‘‘আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলী মিউচ্যুয়াল ফান্ড’’ নামে একটি মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড বাজারজাত করতে যাচ্ছে। আলোচ্য ফান্ডটি বাজারজাতকরণের বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে ১৬ আগস্ট ২০২২, আজ মঙ্গলবার, বেলা আড়াইটায় আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড (আইএসটিসিএল) বরিশাল শাখা কার্যালয়ের আয়োজনে -এ রোড শো অনুষ্ঠিত হয়।

আইএসটিসিএল এর ব্যবস্থাপক সহিদুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত রোড শো তে প্রধান অতিথি ছিলেন আইসিবি বরিশাল শাখার ব্যবস্থাপক উপ-মহাব্যবস্থাপক মোঃ মাহমুদুল হক। বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন মল্লিক রওশন আলম, উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা, আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (আইসিবিএএমসিএল), মোঃ শামীম উদ্দিন আহমেদ, সহকারী মহাব্যবস্থাপক, আইসিবি এবং জনাব মোঃ আমিনুল ইসলাম, শাখা ব্যবস্থাপক, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমল), বরিশাল শাখা।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে স্মরণীয় করে রাখতে এবং পুঁজিবাজারে ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগকারীদের সর্বোচ্চ মুনাফা প্রদানের লক্ষ্যে আলোচ্য ফান্ডটি গঠন করা হয়। ফান্ডটির জন্য আবেদনের সময় আগামী ১৭ আগস্ট ২০২২ থেকে ২৪ আগস্ট ২০২২ পর্যন্ত।

 

সারাদেশে কাল বিক্ষোভ করবে আওয়ামী লীগ

ডেস্ক রিপোর্ট :
২০০৫ সালে ১৭ আগস্টে দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে কাল বুধবার আওয়ামী লীগ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়, অপপ্রচার-গুজবের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি ও তার দোসদের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির উস্কানির প্রতিবাদে এই কর্মসূচি পালিত হবে।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে আওয়ামী লীগের জেলা-মহানগর, উপজেলা, থানা, পৌর ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত সকল নেতাকর্মীকে এই কর্মসূচি পালনের সাংগঠনিক নির্দেশনা প্রদান করেছেন।

উল্লেখ্য, ২০০৫ সালে ১৭ আগস্টে দেশব্যাপী পাঁচ শতাধিক জায়গায় সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। এরপর থেকে দিনটি সিরিজ বোমা হালার প্রতিবাদ দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ।

বঙ্গবন্ধুর স্বপ্ন-আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি ঘাতকরা: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের ধারাবাহিকতা ও গণতন্ত্র রক্ষার জন্য সর্বদা প্রস্তুত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘ঘাতকচক্র বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করলেও তার স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। কিন্তু স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং গণতন্ত্র বিরোধী চক্র এখনও নানাভাবে চক্রান্ত-ষড়যন্ত্র করে যাচ্ছে। এই অপশক্তির যে কোনো অপতৎপরতা-ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করে দেশের উন্নয়নের ধারাবাহিকতা ও গণতন্ত্র রক্ষার জন্য সর্বদা প্রস্তুত থাকতে আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার (১৪ আগস্ট) দেয়া এক বাণীতে এ আহ্বান জানান। তিনি সশ্রদ্ধচিত্তে ১৫ আগস্টের সকল শহীদকে স্মরণ এবং তাদের রুহের মাগফেরাত কামনা করেন।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এ দিনে ঘাতকরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে। জাতির পিতার সহধর্মিনী বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব, তিন ছেলে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, দশ বছরের শিশুপুত্র শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, একমাত্র সহোদর বীর মুক্তিযোদ্ধা শেখ আবু নাসের, কৃষকনেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সেরনিয়াবাত, যুবনেতা বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি, বেবী সেরনিয়াবাত, আরিফ সেরনিয়াবাত, সাংবাদিক শহীদ সেরনিয়াবাত, সুকান্ত বাবু, আব্দুল নঈম খান রিন্টুসহ পরিবারের ১৮ জন সদস্যকে ঘৃণ্য ঘাতকরা এ দিনে হত্যা করে। রাষ্ট্রপতির সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল জামিল এবং দায়িত্বরত পুলিশের বিশেষ শাখার এএসআই সিদ্দিকুর রহমান নিহত হন। ঘাতকদের কামানের গোলার আঘাতে মোহাম্মদপুরে একটি পরিবারের বেশ কয়েকজন হতাহত হন।
প্রধানমন্ত্রী বলেন, সকল ষড়যন্ত্র প্রতিহত করে আমরা জাতির পিতার হত্যার বিচারের রায় কার্যকর করেছি। এ হত্যাকাণ্ডের বিচারের রায় কার্যকরের মধ্য দিয়ে জাতি কলঙ্কমুক্ত হয়েছে। আশা করি, জাতির পিতার হত্যার ষড়যন্ত্রের পেছনে কারা ছিল সেটাও একদিন বের হয়ে আসবে। জাতীয় চার নেতা হত্যার বিচারও সম্পন্ন হয়েছে। একাত্তরের মানবতাবিরোধী-যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করা হচ্ছে। জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ নির্মূলে আমাদের সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সংবিধানে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের সুযোগ বন্ধ হয়েছে।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ১৯৯৬ সালের ১২ জুনের সাধারণ নির্বাচনে বিজয়ী হয়ে দীর্ঘ ২১ বছর পর সরকার গঠন করে। আমরা জাতির পিতার হত্যার বিচার শুরু করি। কিন্তু বিএনপি-জামায়াত জোট ষড়যন্ত্রের মাধ্যমে ২০০১ সালে ক্ষমতায় এসে এ হত্যার বিচার কাজ বন্ধ করে দেয়। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচনে আওয়ামী লীগ পুনরায় বিপুল ভোটে বিজয়ী হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে পূর্ববর্তী সরকারগুলোর রেখে যাওয়া অচলাবস্থা এবং বিশ্বমন্দা কাটিয়ে দেশকে দৃঢ় অর্থনৈতিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করার কাজ শুরু করে। গত সাড়ে ১৩ বছরে আমরা দেশের প্রতিটি সেক্টরে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করেছি। এই সময়ে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে। আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ বিশ্বে ‘রোল মডেল’ হয়েছে। আমাদের সরকার ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষ্য নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে।

জাতির পিতার দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে ছিনিয়ে এনেছিল আমাদের মহান স্বাধীনতা। সদ্য স্বাধীন যুদ্ধবিধ্বস্ত দেশে বঙ্গবন্ধু শেখ মুজিব যখন সমগ্র জাতিকে নিয়ে সোনার বাংলাদেশ গড়ার সংগ্রামে নিয়োজিত, তখনই স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধী চক্র তাঁকে পরিবারের বেশিরভাগ সদস্যসহ হত্যা করে।

এ হত্যার মধ্য দিয়ে তারা বাঙালি জাতির ঐতিহ্য, সংস্কৃতি ও অগ্রযাত্রাকে স্তব্ধ করার অপপ্রয়াস চালায় উল্লেখ করে তিনি বলেন, ঘাতকদের উদ্দেশ্যই ছিল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্রকাঠামোকে ভেঙে আমাদের কষ্টার্জিত স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করা।

প্রধানমন্ত্রী বলেন, এ জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত স্বাধীনতা বিরোধী চক্র ’৭৫-এর ১৫ আগস্টের পর থেকেই হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করে। তারা ইনডেমনিটি অর্ডিনেন্স জারি করে জাতির পিতার হত্যার বিচারের পথকে বন্ধ করে দেয়। জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে মার্শাল ল’ জারির মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করে, সংবিধানকে ক্ষত-বিক্ষত করে। হত্যাকারীদের পুরস্কৃত করে বিদেশে দূতাবাসে চাকরি দেয়া হয়। স্বাধীনতা বিরোধী-যুদ্ধাপরাধীদের নাগরিকত্ব দেয়া, রাষ্ট্রক্ষমতার অংশীদার করে রাজনৈতিক ও সামাজিকভাবে পুনর্বাসিত করে। পরবর্তী অবৈধ সামরিক সরকার এবং বিএনপি-জামায়াত সরকারও একই পথ অনুসরণ করে।

জাতির পিতা হারানোর শোককে শক্তিতে পরিণত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তার আত্মত্যাগের মহিমা এবং দীর্ঘ সংগ্রামী জীবনাদর্শ আমাদের কর্মের মাধ্যমে প্রতিফলিত করে সকলে মিলে বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের অসাম্প্রদায়িক, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলি- জাতীয় শোক দিবসে এই হোক আমাদের সুদৃঢ় অঙ্গীকার।

 

 

গুম-হত্যার রাজনীতির প্রবর্তক জিয়াউর রহমান : ছাত্রলীগ সভাপতি

বাংলাদেশে যদি গুম-হত্যার রাজনীতি কেউ প্রবর্তন করে থাকে তাহলে সেটি জিয়াউর রহমান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়।

শুক্রবার (১২ আগস্ট) বিকেলে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল মাঠে হল ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

আল নাহিয়ান খান বলেন, আমরা সবাই জানি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড ছিলেন জিয়াউর রহমান। এই খুনি জিয়া শুধু জাতির পিতাকে হত্যারই মাস্টারমাইন্ড ছিলেন না বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পরিবারের প্রত্যেকটি সদস্যকে হত্যার মূল মাস্টারমাইন্ড ছিলেন। আল্লাহর অশেষ রহমতে সেদিন শেখ হাসিনা ও শেখ রেহানা বেঁচে গিয়েছিলেন। বাংলাদেশে যদি গুম-হত্যার রাজনীতির প্রবর্তক থাকে সেটা খুনি জিয়া। তার হাত ধরেই এই গুম হত্যার রাজনীতি শুরু হয়েছিল।

ছাত্রলীগ সভাপতি বলেন, আপনারা জানেন জিয়া তার অবৈধ ক্ষমতাকে দখলে রাখার জন্যে একটি দল গঠন করেন। শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে দিলেন। মাদক তুলে দিলেন। আজকের এই টেন্ডারবাজির প্রবর্তন করেছেন জিয়াউর রহমান।

জয় বলেন, শিক্ষার্থী ও ছাত্রলীগ শেখ হাসিনার ভ্যনগার্ড হিসেবে সবসময় কাজ করে। শেখ হাসিনা শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মীদের হাতে বই, খাতা ও কলম তুলে দিয়েছেন। আর খুনি জিয়ারা তুলে দিয়েছিল অস্ত্র। এরই ধারাবাহিকতায় তারই স্ত্রী খালেদা জিয়া একই পথে হেঁটেছেন। জিয়া জাতির পিতাকে হত্যার মাটারমাইন্ড হিসেবে কাজ করেছেন আর পরবর্তীতে তার স্ত্রী ও ছেলে শেখ হাসিনাকে বারবার হত্যার চেষ্টা করেছেন।

হল ছাত্রলীগের সভাপতি কামাল উদ্দিন রানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। প্রধান আলোচক হিসেবে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, বিশেষ আলোচক হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রহিম উপস্থিত ছিলেন।

বরিশালে তেল ও পরিবহনে ভাড়া বৃদ্ধি ও লোড শেডিংয়ের প্রতিবাদে জেলা ও উত্তর জেলা বিএনপি বিক্ষোভ

শামীম আহমেদ ॥

তেলের মূল্য বৃদ্ধি,পরিবহন খাতে ভাড়া বৃদ্ধি, সকল পণ্যের মূল্য বৃদ্ধি সহ অসহনীয় লোড শেডিং এবং ভোলায় পুলিশের বর্বরোচিত ছাত্রদল সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহমানকে গুলি করে হত্যার প্রতিবাদে বরিশাল ে দক্ষিণ জেলা বিএনপি ও বরিশাল উত্তর জেলা বিএনপি যৌথ আয়োজনে বিক্ষোভ সমাবেশ করে।

আজ শুক্রবার (১২) আগস্ট সকাল ১১ টায় সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর পূর্বে জেলার বিভিন্ন উপজেলা জেলা থেকে আগত বিএনপি নেতা কর্মীদের মিছিল কোতয়ালী মডেল থানা পুলিশ টাউন হলের প্রথম গেট থেকে দলীয় কার্যলয়ে যাবার জন্য প্রথ তৈরী করে দেয়।

অপর দিকে বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকনের নেতৃত্বে আসা ছাত্রদলের বিক্ষোভ মিছিল টাউন হল সংলগ্ম মসজিদ গেট থেকে দলীয় কার্যালয়ে আসার পথে পুলিশ ব্যাপকভাবে ব্যাড়িকেড দিয়ে বাধা প্রদান করে।

বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোঃ শহিদুল্লাহর সভাপতিত্বে ও বরিশাল জেলা দক্ষিন সদস্য সচিব এ্যাড, আকতার হোসেন মেবুল এবং বরিশাল উত্তর জেলা বিএনপি সদস্য সচিব মিজানুর রহমান মুকুলের সঞ্চলনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি সদস্য ও সাবেক এমপি মেজবা উদ্দিন ফরহাদ।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদলের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ও বরিশাল জেলা দক্ষিন এর আহবায়ক এ্যাড, মজিবুর রহমান নান্টু।

এসময় আরো বক্তব্য রাখেন বরিশাল জেলা বিএনপি সাবেক সাধারন সম্পাদক এ্যাড,আবুল কালাম শাহিন, বরিশাল জেলা দক্ষিন বিএনপি সদস্য অলহাজ্ব নুরুল আমিন,উত্তর জেলা বিএনপি সদস্য ও মুলাদী উপজেলা বিএনপি সভাপতি আং ছত্তার খান,হিজলা উপজেলা জেলা বিএনপি আহবায়ক আব্দুল গফফার খান,বরিশাল কোতয়ালী বিএনপি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সেলিম, বরিশাল জেলা যুবদল সাধারন সম্পাদক এ্যাড, তছলিম উদ্দিন প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য এ্যাড, নাজিম উদ্দিন আহমেদ পান্না,জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আং হক ফরাজি,সাধারনসম্পাদক সাইফুল ইসলাম,গৌরনদী বিএনপি নেতা হান্নান শরীফ, সফিকুজ্জামান মিলন,উত্তর জেলা বিএনপি সদস্য দুলাল রায় দুলু,বাখেরগঞ্জ বিএনপি নেতা নাসির জমাদ্দার,মিজান মিয়া,উজিরপুর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল মন্নান মাস্টার, জেলা স্বেচ্ছাসেবক দল সাধারন সম্পাদক রুফকুল ইসলাম জনি, সাংগঠনিক সম্পাদক জাবের আব্দুল্লাহ সাদি, উত্তর জেলা যুবদল সদস্য সচিব গোলাম মোর্সেদ মাসুদ সহ বিভিন্ন উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এর পর্বে কোতয়ালী বিএনপি,জেলা শ্রমিকদল, উত্তর জেলা মহিলা দল, জেলা যুবদল সহ বিভিন্ন উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে এসে বিক্ষোভ সমাবেশেস্থল কানায় কানায় ভড়ে যায়।

 

 

 

দেশের মানুষের মঙ্গলের জন্য এই অবৈধ সরকারকে হটাতে হবে-মনিরুজ্জামান খান ফারুক

শামীম আহমেদ ॥

তেলের মূল্য বৃদ্ধি,পরিবহন খাতে ভাড়া বৃদ্ধি, সকল পণ্যের মূল্য বৃদ্ধি সহ অসহনীয় লোড শেডিং এবং ভোলায় পুলিশের বর্বরোচিত ছাত্রদল সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহমানকে গুলি করে হত্যার প্রতিবাদে বরিশাল ে দক্ষিণ জেলা বিএনপি ও বরিশাল উত্তর জেলা বিএনপি যৌথ আয়োজনে বিক্ষোভ সমাবেশ করে।

আজ শুক্রবার (১২) আগস্ট বিকালে সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চলনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড, আলী হায়দার বাবুল,যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন সিকদার জিয়া,যুগ্ম আহবায়ক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাধারন সম্পাদক এ্যাড, আবুল কালাম আজাদ, যুগ্ম আহবায়ক এ্যাড, শাহ্ আমিনুল ইসলাম আমিন,মহানগর বিএনপি সিনিয়র সদস্য আ.ন.ম. সাইফুল ইসলাম আজিম,মহানগর শ্রমিকদল আহবায়ক ফয়েজ আহমেদ খান, মহানগর জাসাস আহবায়ক মীর আদনান তুহিন, মহানগর স্বেচ্ছাসেবকদল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু,সাধারন সম্পাদক মশিউর রহমান মঞ্জু,মহানগর ভারপ্রাপ্ত যুবদল সাধারন সম্পাদক এ্যাড, মাযহারুল ইসলাম জাহান,সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম রতন, মহানগর ছাত্রদল সভাপতি রেজাউল করিম রনি।

এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর যুগ্ম আহবায়ক আলতাফ মাহমুদ সিকদার,যুগ্ম আহবায়ক এ্যাড, হুমাউন কবির মাসুদ, সদস্য এ্যাড,আজাদ হোসাইন,সাইফুল আনাম বিপু, বদিউজ্জামান টোলন,আরিফুর রহমান বাবু,আল-আমিন,আহমেদ জাহিদুর রহমান রিপন,আহমেদ জেকি অনুপম, এ্যাড,ইমন চাকলাদার, জহিরুল ইসলাম লিটু,এ্যাড, সরোয়ার হোসেন,মহানগর মহিলাদল সভাপতি অধ্যাপিকা ফারহানা তিথি,সাধারন সম্পাদিক পাপিয়া আজাদ, মহানগর যুবদল সাবেক আহবায়ক খন্দকার আমিনুল ইসলাম লিমন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

এসময় মহানগর বিএনপি আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক বলেন, দেশ কিন্তু শ্রিলংকার চেয়ে ভয়াবহতার দিকে এগিয়ে যাচ্ছে পালাবার পথও খুজে পাবেন না। বুলেট দিয়ে কত প্রান কেড়ে নিবেন।

তিনি দলীয় নেতা কর্মীদের বলেন,দেশেরনির্বাশিত গণতন্ত্রকে পূর্ণরুজ্জীবিত করার সংগ্রামকে আরো বেগবান করার জন্য সকলকে ঐক্যবন্ধ হয়ে এই অবৈধ সরকারকে দেশের মানুষের মঙ্গলের জন্য বিদায় ঘন্টা বাজাতে হবে।

 

বরিশালে জালানী তেল সহ দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে মহানগর বিএনপির মোমবাতি প্রজ্জলন মিছিল

শামীম আহমেদ ॥

দেশব্যাপি হঠাত করে রাতের আধারে জালানী তেল সহ দ্রব্য মূল্যের উর্ধ্বগতি ও লোড শেডিংয়ের প্রতিবাদে বরিশাল মহানগর বিএনপি সহ দলের সকল অঙ্গ সংগঠনের সমন্বয়ে মোমবাতির প্রজলন মৌন মিছিল করে।

রোববার রাতে বরিশাল সদররোডস্থ মহানগর ও জেলা বিএনপি দলীয় কার্যলয় থেকে মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব এ্যাড মীর জাহিদুল কবির জাহিদের নেতৃত্বে কয়েকশত দলীয় নেতা কর্মীদের নিয়ে মোমবাতির মৌন মিছিল করে।

মিছিলটি দলীয় কার্যলয় থেকে শুরু করে নগরীর ব্যাস্থতম সড়ক গ্রিজ্জামহল্লা, চকবাজার, কাটপট্রি হয়ে পুনরায় দলীয় কার্যলয় এসে শেষ হয়।

এসময় মহানগর বিএনপি আহবায়ক মনিরুজ্জামান খান ফরুক বলেন, এই অবৈধ সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে সারাদেশের বিরোধী দলীয় নেতা কর্মীদের গুম,খুন করে দেখে তারেক রহমানের বিএনপিকে আটকানো যাচ্ছে না তখনই প্রকাশ্যে পুলিশ দিয়ে মিছিল গুলি করে হত্যার করার মিশনে নেমেছে শেখ হাসিনা।

এসময় বিএনপি সদস্য সচিব মীর জাহিদ বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেদিন রাজপথে মোকাবেলা করার আহবান জানাবেন সেদিনই এদেশে শেখ হাসিনার মসনদ ভেঙ্গে পড়বে।

এভন থেকে প্রতিটি এলাকায় বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সজাগ ও স্বোচ্ছার হওয়ার জন্য আহবান করেন।

এখানে আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড, আলী হায়দার বাবুল,যুগ্ম আহবায়ক সাবেক বিসিসি কাউন্সিলর হাবিবুর রহমান টিপু,যুগ্ম আহবায়ক এ্যাড শাহ্ আমিনুল ইসলাম আমিন,মাকসুদুর রহমান মাকসুদ,সিনিয়র মহানগর আহবায়ক কমিটির সদস্য আ.ন.ম সাইফুল আহাসান আজিম,আরিফুর রহমান বাবু,আহমেদ জেকি অনুপম,ইয়াসিন আরাফাত, এ্যড, সরোয়ার হোসেন,মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, সাধারন সম্পাদক মশিউর রহমান মঞ্জু সহ মহানগর ও ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এর পূর্বে সন্ধায় বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকনের নেতৃত্বে প্রশাসনের সদস্যদের ফাকি দিয়ে সদররোডে মোমবাতি প্রজ্জলন করে এক ঝটিকা মিছিল বেড় করে ।

দীর্ঘদিন পর এই প্রথম মহানগর বিএনপির মিছিলের সামনে ও পিছনে বিগত দিনের ন্যায় ব্যাপক পরিমান পুলিশ সদস্যদের প্রহরায় শান্তিপূর্ণভাবে মৌন মিছিল শহর প্রদক্ষিন করে।