কাউখালীতে দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

কাউখালী, পিরোজপুর সংবাদদাতা:
জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান ,সাবেক মন্ত্রী ও পিরোজপুর ২ আসনের সাংসদ আনোয়ার হোসেন মঞ্জু প্রতিষ্ঠিত দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে কাউখালী উপজেলায় করোনা ভাইরাসের কারনে পবিত্র রমজান মাসে ঘরে থাকা বিভিন্ন পেশার কর্মহীন পরিবারের মাঝে দ্বিতীয় দফায় খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে কাউখালীর সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সংস্থার খাদ্যসামগ্রী বিতরণ করেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জাতীয়পার্টির সহ-সভাপতি আবু সাঈদ মিঞা মনু, কাউখালী উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক শাহ আলম নসু,ইউপি চেয়ারম্যান এলিজা সাঈদ ঝুমুর। এ সময় জাতীয়পার্টির(জেপি)নেতৃবৃন্দ এবং ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

কাউখালিতে এই প্রথম করোনা ভাইরাস পজিটিভ রোগী শনাক্ত!

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা:
পিরোজপুর জেলার কাউখালী উপজেলা প্রথমবারের মতো করোনায় সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে,

অাব্দুর রহমান (৭০) বাড়ি উপজেলার শিয়ালকাঠী গ্রামে।

পিরোজপুর জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস নিশ্চিত করা হয়, করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে (৭০) তার বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল খায়ের মাহামুদ রাসেল বলেন, গত সোমবার (২৭এপ্রিল) সকালে কাউখালী উপজেলা থেকে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ শ্বাস কষ্টের চিকিৎসা নিতে এলে তার নমুনা সংগ্রহ করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হলে সেখান থেকে ঝালকাঠি সিভিল সার্জনের মাধ্যমর পিরোজপুর সিভিল সার্জন কে জানানো হয়।
পিরোজপুরের সিভিল সার্জন মো. হাসনাত ইউসুফ এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কাউখালী উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটিকে
অবহিত করেন এবং গতকাল রাতেই সংশ্লিষ্টদের বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে। আক্রান্ত ব্যক্তিকে তার বাড়ি থেকে উদ্ধার করে পাশের এলাকায় তার আরেকটি বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে।
এলাকায় সাধারণত মানুষের মধ্যে ভিতি বিরাজ করছে!
কাউখালী উপজেলা উপজেলা প্রশাসন আক্রান্তের বাড়ি লকডাউন করে দিয়েছেন!

 

৫০ হাজার পরিবারকে খাদ্য ও উপহার সামগ্রী দিলেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান

ভান্ডারিয়া(পিরোজপুর)সংবাদ দাতা:
পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় বসাবস রত সকল পরবারে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন, ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম মিরাজ। যদিও তিনি ইতিপূর্বে ও করোনা পরিস্থিতিতে গৃহ বন্দি অসহায় পরিবারকে খাদ্য সহায়তা ও জরুরী স্বাস্হ্য সুরক্ষা পরিসেবা সহ নানা উদ্যোগ গ্রহন করে সাধারণ মানুষের মধ্যে আলোচনার কেন্দ্র বিন্দু তে পরিনত হয়েছেন, তিনি মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় তিনশোর অধিক বিড়াট সেচ্চা সেবক টিমের মাধ্যমে ভান্ডারিয়া উপজেলার প্রত্যেক ওয়ার্ডে মানুষদের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়।

স্হানীয় আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্চা সেবক লীগ এবং ছাত্রলীগসহ দলীয় নেতাকর্মীরা একযোগে উপজেলার পৌরসভা সহ ৬টি ইউনিয়নের প্রায় ৫০ হাজার পরিবারে এ খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন ।ভান্ডারিয়া উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ৬৩টি ওয়ার্ডে বিভিন্ন শ্রেণি পেশার ৪১ হাজার ৯৭১টি পরিবার (খানা) রয়েছে। আবাসন, আশ্রায়ন, গুচ্ছগ্রাম, ভাসমান এবং ভাড়াটিয়া মিলিয়ে আরও ৮ হাজার পরিবার রয়েছে।

করোনা পরিস্থিতির কারণে পবিত্র রমজান মাসকে সমানে রেখে উল্লেখিত প্রায় ৫০০০০পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি মশুর ডাল, ১ কেজি ছোলা বুট, ১ কেজি চিড়া, ৫০০ গ্রাম চিনি, আধা লিটার সয়াবিন তৈল, উপজেলা মেম্বর এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন মুন্সি বলেন, মিরাজ ভাই এর উপহার সামগ্রী সেচ্ছা সেবক দের সাথে আমরা সার্বিক সহযোগিতার মাধ্যমে প্রত্যেকের বাড়ি পৌঁছাতে পারায় শুকরিয়া অাদায় করি, বাংলাদেশ মানবাধিকার কমিশন ভান্ডারিয়া অাঞ্চলিক কমিটির সভাপতি মো. ছগির হোসেন বলেন, মিরাজ ভাই, মানবাধিকার কমিশন ভান্ডারিয়া অাঞ্চলিক কমিটির সেক্রটারী তিনি এ ক্রান্তিলগ্নে যা করছেন, তা মানবতার অন্যন্য দৃষ্টান্ত, প্রেসক্লাবের সহ সভাপতি রিয়াজ মাহমুদ মিঠু বলেন, মিরাজ ভাই, আমাদের উপজেলা প্রেসক্লাবের সভাপতিও, তার এ-ই মহৎকর্মের মাধ্যমে ভান্ডারিয়া উপজেলায় এক ব্যাতিক্রম ধর্মি উদহারন হয়ে থাকবে, উপজেলা ছাএলীগের মেহেদী হাসান বলেন মাথায় করে মিরাজ ভাই এর উপহার সামগ্রী ঘরে ঘরে পৌঁছাতে কোন কষ্টই মনে হয়না। তানভীর অাহমেদ, ভান্ডারিয়া (পিরোজপুর) সংবাদ দাতা।

কাউখালী উপজেলা চেয়ারম্যান এর ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

ভান্ডারিয়া ( পিরোজপুর ) সংবাদ দাতা:
পিরোজপুর জেলার কাউখালী উপজেলার ৫টি ইউনিয়নে উপজেলার গৃহবন্দী মানুষের মাঝে প্রাণঘাতি কারোনা ভাইরাসের প্রার্দুভাবের কারনে কর্মহীন নিম্নঅায়ের, মধ্যবিত্ত, দিনমজুর এবং দুস্থ অসহায় লকডাউনে গৃহবন্দী পরিবারের মাঝে পবিত্র আসন্ন মাহেরমজান উপলক্ষে ইফতার ও খাদ্য সামগ্রি বিতরন করেন জাতীয় পার্টি জেপি সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলজাজ্ব আবু সামউদ মিয়া মনু।

এ সময় অারো উপস্হিত ছিলেন, জাতীয় পার্টি জেপি উপজেলার সদস্য সচিব শাহ অালম নসু ও ১ নং সয়নারঘুনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব এলিজা সাঈদ তিনি ইতিপূর্বে ও ব্যক্তিগত তহফিল থেকে প্রায় ১৫ হাজার মানুষের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেন। তানভীর অাহমেদ, (কাউখালী ও ভান্ডারিয়া) সংবাদ দাতা, ০১৭১১২১৯২৪০

করোন সংক্রমন বিস্তাররোধে সমাজের দৃষ্টান্ত স্মাপন করেছেন নারী চেয়ারম্যান

ভান্ডারিয়া( পিরোজপুর ) সংবাদ দাতা:
পিরোজপুর জেলার কাউখালী উপজেলার করোনা ভাইরাস সংক্রমরোধে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন পিরোজপুর জেলার একমাত্র মহিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এলিজা সাঈদ(ঝুমুর)

তিনি গত বছর এক উপনির্বাচনের মাধ্যমে কাউখালী উপজেলাধীন ১ নং সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  নির্বাচিত হন।

এই ইউনিয়নটি তিন দিকে নদীবেষ্টিত থাকায় স্হল পথে কাউখালী উপজেলা সদরে যোগাযোগের  একমাত্র বাহন ট্রলার ও নৌকা।

শুধুমাএ নেছারাবাদ উপজেলারসাথে সড়ক পথে চলাচলের একটি  আধা পাকাসড়ক বিদ্যমান,

তিনি দীর্ঘ  আধা পাকা রাস্তা ও নদীভাংগন কবলিক মানুষের জন্য

নিজ পায় হেটে,  কখনো হোন্ডায় চড়ে

ইউনিয়নবাসীর সাথে দেখা সাক্ষাৎকরে তাদের সমস্যা শুনে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন! তারই অংশ হিসেবে

নিজ তহফিল থেকে প্রায় ২০০০ পরিবার কে খাদ্য সহায়তা হিসেব, চাল,ডাল,পিয়াজ,আলু,তৈল,লবন সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সীমিত আয়ের, কর্মহীন ও   লক ডাউনে গৃহবন্দি মানুষের বাড়িতে নিজ দায়িত্বে পৌঁছে দেন। রাস্তাঘাটের অবস্থা তমন ভালো না থাকায় অযান্ত্রিক ভ্যানের মাধ্যমে নিত্য নৈমিত্তিক চাহিদাপুরনের লক্ষে   ভ্রম্যমান বাজার ব্যবস্তার মাধ্যমে  জনগণের সেবা দিয়ে যাচ্ছেন, এবং  নদীর পাড়ের বাসিন্দাদের কথা বিবেচনাকরে   ভাসমান ট্রলারে করে তাদের সুবিধা সুনিশ্চিত করাহচ্ছে।

একাধিক ইউনিয়নবাসীর সাথে কথা বলে যানা গেছে,  করোনা ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে  বিপ্লবী সিপাহি সালারের  মতো  নিরালস পরিশ্রম করে যাচ্ছেন, সুযোগ পেলে নিজেই হ্যান্ড মাইক দিয়ে প্রচার শুরু করে দেন।

মুহিদুল নামে এক কলেজে শিক্ষার্থী বলেন তিনি নারী চেয়ারম্যান হওয়া সত্বেও  রাত পোহালেই তিনি ঘর সংসার রেখে বেড়িয়ে পড়েন সাধারণ মানুষের  কাছে,

তিনি নদী ও খালের পাশের মানুষের জন্য নৌকার মাধ্যমে ভাসমান বাজারের ব্যবস্হাও করেছেন।

মুঠো ফোনে তিনি বলে,  সাধারণ মানুষের পাশে থেকে কাজ করছি। এখনো পর্যন্ত নিজের আর্দশ ধারন করে,  সরকারের লক্ষ উদ্দেশ্য সফলবাস্তবায়ন ও

আমাদের নেতা পিরোজপুর ২ আসনের সাংসদ সাবেক মন্ত্রী আনোয়ারহোসেন মঞ্জু ভাইয়ের পরামর্শ ও দিক নির্দেশনা মোতাবেক মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আরো বলেন নারী বলে আমার কাছে কোন সমস্যা কখনো মনে হয়নি। সুযোগ পেলে   পুরুষের পাশাপাশি নারী সমাজ  দৃষ্টান্তমূলক কাজ করতে সক্ষম।           তানভীর আহমেদ ,

পিরোজপুর জেলায় চলছে লকডাউন: সর্বশেষ পরিস্থিতি

পিরোজপুর প্রতিনিধি: করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে পিরোজপুর জেলায় চলছে লকডাউন। বৃহস্পতিবার রাতে পিরোজপুর জেলা ম্যাজিষ্ট্রেট ও করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি আবু আলী মো. সাজ্জাদ হোসেন এ জেলাকে লকডাউন ঘোষনা করে । আজ শুক্রবার সকাল থেকে জেলার সর্বসাধরনের চলাচল সিমিত করে দেওয়া হয়েছে । এতে বলা হয়, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধের জেলা কমিটির মিটিং জেলা সিভিল সার্জনের

সুপারিশক্রমে সংক্রমন রোগ (প্রতিরোধ,নিয়ন্ত্রন ও নির্মূল) আইন ২০১৮ এর প্রেক্ষিতে পিরোজপুর জেলা ম্যাজিষ্ট্রেট ও করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি আবু আলী মো. সাজ্জাদ হোসেন অবরুদ্ধ বা লকডাউন ঘোষনা দেন ।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক/মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা হতে কেউ পিরোজপুর জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা হতে অন্য কোনো জেলায় গমন করতে পারবে না। জেলার অভ্যন্তরীন আন্তঃ উপজেলায় যাতায়াতের ক্ষেত্রে এ রূপ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সব ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরী

পরিষেবা এর আওতাবহির্ভূত রাখতে বলা হয়েছে। সেই সাথে যেহেতু পিরোজপুর জেলা বরিশাল ও খুলনার মধ্যবর্ত্তী একটি জেলা তাই অন্যান্য জেলার আন্তঃসংযোগ এর আওতার বাইরে থাকবে । পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ বলবৎ ও আইন ভঙ্গকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহস করা হবে

ছাএনেতা কামাল জমাদ্দারের ইন্তেকাল

ভান্ডারিয়া ( পিরোজপুর )সংবাদ দাতা:
ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি- জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, সদর ইউপির সদস্য, কামাল উদ্দীন জোমাদ্দার গতকাল বুধবার সন্ধ্যায় আকস্মিকহ্রদযন্এের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৫৫ মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন, ভক্ত ও অণুরাগী রেখে গেছেন।

মরহুম কামাল জোমাদ্দারকে আজ বৃহস্পতিবার তার গ্রামের বাড়ী লক্ষীপুরা জোমাদ্দার বাড়ী মাঠে নামাজে জানাজা শেষে তার শেষ ইচ্ছে অনুযায়ী পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। কামাল জোমাদ্দার ৯০ দশকে জনপ্রিয় ছাত্র নেতা ছিলেন । তিনি ভান্ডারিয়া উপজেলার সবার প্রিয় মানুষ হিসেবে বিশেষ পরিচিতছিলেন, কোন মাইকিং ছাড়াই তাকে এক নজর দেখার জন্য করোনা অাতংকের মধ্যেও শত শত মানুষ তার বাড়ী ছুটে যায় ভোর রাতেই। গোটা ভান্ডারিয়া শহরে শোকের ছায়া নেমে এসেছে । তার মৃত্যুর খবরটি মুহুর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

তার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন সাবেক মন্ত্রী ও জাতিয়পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি, উপজেলা জাতীয় পার্টি জেপি সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মনিরুল হক মনি জোমাদ্দার, সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ভান্ডারিয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম সরওয়ার, জাতীয় পার্টি জেপি উপজেলার সদস্য সচিব ও ধাওয়া ইউনিয়নের চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ম.মহিউদ্দিন খান দিপু, ভিটাবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান খান এনামুল করিম পান্না ও রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান।

এছাড়াও ভা-ারিয়া উপজেলা জাতীয় পার্টি জেপি এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোর্কাত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। তানভীর অাহমেদ। ভান্ডারিয়া, ১৬/০৪/২০২০ ০১৭১১ ২১৯ ২৪০

ভান্ডারিয়ায় প্রথম করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত!

ভান্ডারিয়া ( পিরোজপুর)সংবাদ দাতা:

পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলায় এই প্রথম করনা ভাইরাস পজিটিভ    সনাক্ত হয়েছে।

ভাণ্ডারিয়ার উপজেলা সদরে উপজেলার জমির তলা গ্রামে তার বাড়ি।আক্রান্ত ব্যক্তির নাম সোহেল ফরাজি  বয়স ৩৫

লোকটি সম্প্রতি নারায়নগঞ্জ থেকে নিজ বাড়ি ভান্ডারিয়া এসেছে, সে সেখানে ট্রাক  শ্রমিকের কাজ করতো   বলে যানা যায়, এ-ই খবর দ্রত ছড়িয়ে পড়লে, ভান্ডারিয়া সদর ও আশেপাশে এলাকায় অাতংক বিরাজ করছে।  ইতিপূর্বে মঠবাড়িয়া ১ জন সহ বর্তমানে  পিরোজপুর সদর উপজেলাের   শংকরপাশা ইউনিয়নের বাদুরা গ্রামের আরো ২ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। সর্বশেষ এ জেলায়  আক্রান্তের  মোট সংখ্যা দাড়াল ৪ জনে।

সিভিল সার্জন ডা. মো: হাসনাত ইউসুফ জাকী সূত্রে জানা গেছে যে  আক্রান্ত ব্যক্তিরা বর্তমানে সবাই তাদের নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে আছে। তবে তাদের শারীরিক অবনতি  দেখা দিলে তাদের শ্বাস্হ্য কেন্দ্রের  আইসোলেশন সেন্টারে ভর্তি করা হবে।

পিরোজপুরে করোনা উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু, করোনা আতঙ্ক

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাদুলিহারানিয়া গ্রামে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন বজলুর রহমান হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধ। বুধবার (৮ এপ্রিল) ভোররাত ৪টার দিকে নিজ বাড়িতে মারা যান ওই বৃদ্ধ।

মৃত ব্যক্তির মেয়ে জামাই মিলন জানান, তার শ্বশুর গত ২৬ মার্চ ৪ মাস ধরে দেশের উত্তরবঙ্গ ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় তাবলিগ জামাতে সময় লাগিয়ে বাড়িতে ফিরে আসেন। গত কয়েকদিন ধরে হালকা জ্বর ও গলাব্যথা ছিল এবং আজ ভোররাতে মারা যায়। তিনি আরো বলেন, তিনি তার শ্বশুরের জানাজায় যাবেন না, কারণ তিনি সরকারি চাকরি করেন।

ঘটনার বিষয়ে শাঁখারীকাঠী ইউনিয়ন চেয়ারম্যান আখতারুজ্জামান গাউস বলেন, মারা যাবার বিষয়টি শুনে তাৎক্ষণিকভাবে টিএইচও, ওসি এবং ইউএনও সাহেবকে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করেছি।

মৃত ব্যক্তির নমুনা সংগ্রহের প্রস্তুতি চলছে বলে জানান নাজিরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইসও ডা. ফজলে বারি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে করোনার টেস্ট করতে প্রেরণ করা এবং উক্ত এলাকা লকডাউন করার প্রক্রিয়া চলছে।

পিরোজপুরে কোয়ারেন্টাইনে না থাকায় দুই প্রবাসীকে জরিমানা

পিরোজপুর সদর উপজেলায় হোম কোয়ারেন্টিনে না থাকায় ওমান ও সৌদি আরব ফেরত দুই ব্যক্তিকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার রাতে সদর উপজেলার ব্রাহ্মণ্যকাঠি ও আলমকাঠিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই দুই ব্যক্তিকে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খায়রুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
পিরোজপুর পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর একরামুল ইসলাম জানান ,পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণ্যকাঠি ও আলমকাঠি এলাকায় ওমান ও সৌদি আরব থেকে দুই ব্যক্তি আসেন।

নিয়মানুযায়ী তাদের হোম কোয়ারেন্টিনে থাকার কথা থাকলেও তারা এলাকরা বিভিন্ন স্থানে ঘোরাফেরা করছিলেন। জেলায় করোনাভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে জেলা প্রশাসনের অভিযানে জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আরিফ হাসানের সহায়তায় তাদের দুইজনকে শনাক্ত করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খায়রুল চৌধুরীর আদালতে তাদের উপস্থিপন করা হলে ওমান থেকে আসা ব্যক্তিকে ৫ হাজার টাকা এবং সৌদি আবর থেকে আসা ব্যক্তিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

পিরোজপুরের ডেপুটি নেজারত কালেক্টর মফিজুর রহমান জানান, করোনাভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে তাদের দুইজনকে জরিমানা করা হয়েছে এবং তাদের হোম কোয়ারেন্টিনে থাকার নিদের্শ দেওয়া হয়েছে। এ বিষয় অভিযান এখনও চলছে।