করোন সংক্রমন বিস্তাররোধে সমাজের দৃষ্টান্ত স্মাপন করেছেন নারী চেয়ারম্যান

ভান্ডারিয়া( পিরোজপুর ) সংবাদ দাতা:
পিরোজপুর জেলার কাউখালী উপজেলার করোনা ভাইরাস সংক্রমরোধে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন পিরোজপুর জেলার একমাত্র মহিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এলিজা সাঈদ(ঝুমুর)

তিনি গত বছর এক উপনির্বাচনের মাধ্যমে কাউখালী উপজেলাধীন ১ নং সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  নির্বাচিত হন।

এই ইউনিয়নটি তিন দিকে নদীবেষ্টিত থাকায় স্হল পথে কাউখালী উপজেলা সদরে যোগাযোগের  একমাত্র বাহন ট্রলার ও নৌকা।

শুধুমাএ নেছারাবাদ উপজেলারসাথে সড়ক পথে চলাচলের একটি  আধা পাকাসড়ক বিদ্যমান,

তিনি দীর্ঘ  আধা পাকা রাস্তা ও নদীভাংগন কবলিক মানুষের জন্য

নিজ পায় হেটে,  কখনো হোন্ডায় চড়ে

ইউনিয়নবাসীর সাথে দেখা সাক্ষাৎকরে তাদের সমস্যা শুনে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন! তারই অংশ হিসেবে

নিজ তহফিল থেকে প্রায় ২০০০ পরিবার কে খাদ্য সহায়তা হিসেব, চাল,ডাল,পিয়াজ,আলু,তৈল,লবন সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সীমিত আয়ের, কর্মহীন ও   লক ডাউনে গৃহবন্দি মানুষের বাড়িতে নিজ দায়িত্বে পৌঁছে দেন। রাস্তাঘাটের অবস্থা তমন ভালো না থাকায় অযান্ত্রিক ভ্যানের মাধ্যমে নিত্য নৈমিত্তিক চাহিদাপুরনের লক্ষে   ভ্রম্যমান বাজার ব্যবস্তার মাধ্যমে  জনগণের সেবা দিয়ে যাচ্ছেন, এবং  নদীর পাড়ের বাসিন্দাদের কথা বিবেচনাকরে   ভাসমান ট্রলারে করে তাদের সুবিধা সুনিশ্চিত করাহচ্ছে।

একাধিক ইউনিয়নবাসীর সাথে কথা বলে যানা গেছে,  করোনা ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে  বিপ্লবী সিপাহি সালারের  মতো  নিরালস পরিশ্রম করে যাচ্ছেন, সুযোগ পেলে নিজেই হ্যান্ড মাইক দিয়ে প্রচার শুরু করে দেন।

মুহিদুল নামে এক কলেজে শিক্ষার্থী বলেন তিনি নারী চেয়ারম্যান হওয়া সত্বেও  রাত পোহালেই তিনি ঘর সংসার রেখে বেড়িয়ে পড়েন সাধারণ মানুষের  কাছে,

তিনি নদী ও খালের পাশের মানুষের জন্য নৌকার মাধ্যমে ভাসমান বাজারের ব্যবস্হাও করেছেন।

মুঠো ফোনে তিনি বলে,  সাধারণ মানুষের পাশে থেকে কাজ করছি। এখনো পর্যন্ত নিজের আর্দশ ধারন করে,  সরকারের লক্ষ উদ্দেশ্য সফলবাস্তবায়ন ও

আমাদের নেতা পিরোজপুর ২ আসনের সাংসদ সাবেক মন্ত্রী আনোয়ারহোসেন মঞ্জু ভাইয়ের পরামর্শ ও দিক নির্দেশনা মোতাবেক মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আরো বলেন নারী বলে আমার কাছে কোন সমস্যা কখনো মনে হয়নি। সুযোগ পেলে   পুরুষের পাশাপাশি নারী সমাজ  দৃষ্টান্তমূলক কাজ করতে সক্ষম।           তানভীর আহমেদ ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *