পটুয়াখালীতে দুই উপজেলায় ২১ গ্রাম প্লাবিত

পটুয়াখালী: ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া এলাকায় বিধ্বস্ত বেড়িবাঁধ দিয়ে স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ফুট উচ্চতায় জোয়ারের পানি ঢুকে পড়েছে। এতে পুরোপুরি প্লাবিত হয়েছে লালুয়া ইউনিয়নের ১০টি গ্রাম ও ধানখালী ইউনিয়নের চারটি গ্রাম।

এতে পানিবন্দি হয়ে পড়েছেন ওইসব গ্রামের প্রায় ১০ হাজার মানুষ। এছাড়া রাঙ্গাবালী উপজেলার পাঁচটি ইউনিয়নের বেড়িবাঁধের বাইরের সব নিম্নাঞ্চল ও চরাঞ্চলসহ সাতটি গ্রাম তিন থেকে চার ফুট পানিতে প্লাবিত হয়েছে। এছাড়া চর মোন্তাজ ইউনিয়নের চর আন্ডার বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় হাজার খানেক মানুষ।

এতে ওইসব এলাকার মানুষের রান্নাসহ স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। কয়েকশ’ পুকুর ও ঘের পানিতে তলিয়ে গেছে। রাতের জোয়ারে আরও পানির চাপ বাড়তে পারে বলে শঙ্কায় রয়েছেন ওই এলাকার মানুষ।

এদিকে, কলাপাড়ার নীলগঞ্জের ইউনিয়নের বিধ্বস্ত নীচকাটা স্লুইচ ভেঙে যে কোনো সময় প্লাবিত হতে পারে অন্তত ১২টি গ্রাম। এতে পানিবন্দি হওয়ায় শঙ্কায় রয়েছেন ১২ হাজার মানুষ।

এসব ইউনিয়নের বাসিন্দাদের জন্য জরুরি সাড়াদানে এগিয়ে আসছেন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। সাগরপাড়ের মানুষের জান ও মাল নিরাপদ রাখতে একযোগে কাজ করছেন প্রশাসন ও জনপ্রতিনিধিরা।

আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্যমতে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ইয়াস মঙ্গলবার (২৫ মে) দুপুর পর্যন্ত পটুয়াখালীর পায়রা বন্দর থেকে ৪৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। দেশের সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পটুয়াখালীতে পায়রা বন্দরসহ জেলার কোথাও এখনো পর্যন্ত ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েনি। সাগরে টানা ৬৫ দিনের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি থাকায় গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরা নৌকা এবং ট্রলারকে আগেই নিরাপদে ফিরিয়ে আনা হচ্ছে। অনেকেই বলছেন, সংকেত সম্পর্কে ধারণা না থাকায় সাইক্লোন শেল্টারে যেতে অনিহা মানুষের। তবে সাইক্লোন শেল্টারে জনগণকে নিতে এবং সেখানে নারী ও শিশুদের নিরাপত্তায় কাজ করছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা মহিবুল্লাহ পাটোয়ারী জানান, মানুষ এখনও সংকেত সম্পর্কে জানে না, কত নম্বরে কি হয়, বোঝে না। শুধু মাইকিং পানি ও বাতাসের ওপর নির্ভর করে।

আব্দুর রহিম বলেন, বন্যার-বাদলের সময়ে মাইকে সিগন্যাল শুনি, এর আগে পরে কেউ বুজায় না এহন বুঝি না, পানি বাতাস দেখলে আমরা আশ্রয় কেন্দ্রে যাই।

এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠছে। বাতাসের বেগ আগের তুলনায় বেড়েছে। কুয়াকাটা পৌরসভা ও এর আশপাশের এলাকায় প্রচার-প্রচারণা ও বেরিবাঁধের বাইরের দোকান পাট এবং আশপাশের জনসাধারণকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার জানান, তিনি ১০ হাজার মানুষের জন্য শুকনো খাবার মজুদ করেছেন। মানুষের খোঁজ খবর নিতে দ্বারে দ্বারে যাচ্ছেন। যতদূর সম্ভব চেষ্টা করে যাচ্ছেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, আশ্রয় কেন্দ্রে মানুষ নেওয়া, তাদের নিরাপত্তা, বাড়িতে মালপত্রের নিরাপত্তায় কাজ শুরু করেছি। এছাড়াও নারী ও শিশুদের নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশ কাজ করছে।

এদিকে, ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলায় মুজিব কেল্লা, সাইক্লোন শেল্টার ও শিক্ষা প্রতিষ্ঠানসহ ৮০৩টি আশ্রয় কেন্দ্র ও ৯৩টি মেডিক্যাল টিম প্রস্তুত রাখার পাশাপাশি এসব কেন্দ্রে খাদ্য, ডাক্তার ও স্কাউট এবং যুব রেডক্রিসেন্ট ভলান্টিয়ার রাখার ব্যবস্থা করা হচ্ছে।

এছাড়া জেলায় জরুরি খাদ্য সহায়তা, শিশু ও গো খাদ্যের জন্য দুই কোটি ৫৪ লাখ টাকা বরাদ্দ রাখা আছে। জেলায় ১৩শ’ পুলিশ সদস্য, সেনা বাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, সিপিপি, স্কাউট, যুব রেডক্রিসেন্ট, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং ফায়ার সার্ভিসের কমিউনিটি ভলান্টিয়ার টিমসহ মোট নয় হাজার স্বেচ্ছাসেবী প্রস্তুত আছেন।

কুয়াকাটায় যুবকের মরদেহ উদ্ধার, হত্যা মামলা দায়ের

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কুয়াকাটা পৌর শহরের কচ্ছপখালী লেক সংলগ্ন মরিচ ক্ষেত থেকে মোটরসাইকেল চালক মিরাজ ভদ্রের মরদেহ উদ্ধারের ঘটনায় মহিপুর থানার হত্যা মামলা দায়ের হয়েছে। নিহত মিরাজের পিতা সিদ্দিক ভদ্র বাদি হয়ে শুক্রবার রাত সাড়ে ১২টায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
শুক্রবার সকালে কুয়াকাটার কচ্ছপখালী লেকের পাশ থেকে যুবক মিরাজের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার শরীরের একাধিক আঘাতের চিহ্ন থাকায় তাকে হত্যা করা হয়েছে দাবি করে এ হত্যা মামলা দায়ের করেন।
নিহতের পরিবারের দাবি প্রথম স্ত্রীর পরিবারের লোকজন এ হত্যাকান্ডে জড়িত থাকতে পারে। মৃত্যুর আগের দিন তাকে জীবন নাশের হুমকিও দেয় বলে মিরাজের পিতা জানান।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান হত্যা মামলা দায়েরের কথা স্বীকার করে জানান, তারা গুরুত্ব দিয়ে মামলাটি তদন্ত করছেন। কয়েকজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করেছেন। তবে এ হত্যা মামলায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

কলাপাড়ায় ছাদ থেকে পড়ে নির্মান শ্রমিকের মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ার বালিয়াতলী ইউনিয়নের বলিপাড়া গ্রামে একতলা ভবনের ছাদ থেকে পড়ে নির্মান শ্রমিক দেলোয়ার প্যাদা (৪৫) মারা গেছে। বুধবার বেলা ১২টায় এ দূর্ঘটনা ঘটেছে। নিহত দেলেয়ারের স্বজন জাহাঙ্গীর মৃধা জানান, সকাল থেকে প্রতিবেশী রেজাউল হাওলাদারের একতলা ভবনের ছাদে ইট গাঁথুনির কাজ করছিলেন দেলোয়ার।

দুপুরে হঠাৎ ছাদ থেকে নিচে বাঁশের পাইলিংয়ের উপর পড়ে বুকে, মাথায় ও হাতে গুরুতর জখম হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কলাপাড়া হাসপাতালের সহকারী সার্জন কামরুন্নাহার মিলি জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

তার বাম হাত ভেঙ্গে গেছে। বুকের বাম পাশে মারাত্মক জখম হয়ে ফুলে গেছে। তাদের ধারণা উপর থেকে পড়ে বুকে আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছে।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) আছাদুর রহমান জানান, হাসপাতাল থেকে মৃত্যুর কারন হিসেবে জানাগেছে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে সে মারা গেছে। তবে লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

পটুয়াখালীতে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুতায়িত হয়ে মো.দেলোয়ার হোসেন (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বলিপাড়া গ্রামে আজ শনিবার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। দেলোয়ার ওই ইউনিয়নের বৈদ্যপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেলোয়ার তার বোন জামাতা রেজাউল মিয়ার বাড়ির একতলার ছাদে ইমারত নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন। এসময় একটি কাঁচা বাশ তুলতে গিয়ে বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে পড়লে ছিটকে নিচে পড়ে যান তিনি। স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ওসি তদন্ত আসাদুর রহমান জানান, ‘এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।’

কলাপাড়ায় অগ্নিকান্ডে বসতবাড়ি পুরে ছাই

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
কলাপাড়ার মহিপুরে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ইউসুফপুর গ্রামের শ্রমিক মনির মিয়ার বসতঘর। বৃহস্পতিবার (২০ মে) রাত ৮ টার দিকে গ্যাস সিলিন্ডার বাষ্ট হয়ে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, হঠাৎ মনির মিয়ার দো’চালা টিনের ঘরটিতে আগুন জ্বলতে দেখা যায়। পাশের বাড়ি থেকে বালতি ভরে পানি এনে আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে থাকেন কিন্তু ততক্ষণে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় বকফুল (৬৫) নামের একজন বৃদ্ধ দগ্ধ হয়েছেন।
ঘরের মালিক মনির মিয়া বলেন,আমি শ্রমিকের কাজ করে ঘড়টি নির্মাণ করেছি। কিন্তু আগুনে আমার ঘরটির সঙ্গে আমার সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। ঘর নির্মাণ করা আমার জন্য এখন দুঃস্বপ্ন। মহিপুরের মৎস্য ব্যবসায়ী মজনু গাজী শুক্রবার ভোরে ঘটনাস্থলে গিয়ে মনিরের অবস্থা দেখে নগদ ৫ হাজার টাকা দিয়েছেন।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো: শহীদুল হক বলেন আমি ঘটনার কথা শুনেছি আমাদের পক্ষ থেকে তার ক্ষতি কাটিয়ে ওঠার জন্য যতটা সম্ভবত সহযোগিতা করবো।

কুয়াকাটায় মরিচ ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা পৌর শহরের কচ্ছপখালী লেক সংলগ্ন মরিচ ক্ষেত থেকে মিরাজ ভদ্র (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। শুক্রবার সকাল সাড়ে নয়টায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের উদ্যোগ নিয়েছে। নিহত মিরাজ পেশায় মোটরসাইকেল চালক ও কচ্ছপখালী গ্রামের সিদ্দিক ভদ্রের ছেলে। পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে।
নিহত যুবকের পিতা সিদ্দিক ভদ্র জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে তারা দুজন একসাথে রাতের খাবার খান। এরপর মিরাজ মোবাইলে গেমস খেলতে খেলতে বাড়ির পুকুর পাড়ে যান। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তাদের ধারণা মিরাজকে হত্যার পর মৃতদেহ মরিচ ক্ষেতে ফেলে রেখে গেছে দূবৃত্তরা। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, স্থানীয় এক কিশোর সকালে মরিচ ক্ষেতের মধ্যে গরু বাঁধার খুটা আনতে গিয়ে প্রথমে মৃতদেহটি দেখতে পেয়ে এলাকাবাসীকে জানায়। তাৎক্ষণিক তারা এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে রাতে কোন একসময় সে মারা গেছে। মৃত্যুর কারন জানতে লাশ মর্গে পাঠানো হবে। কিভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট পেলেই জানা যাবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, গত সাত মাসে দুটি বিয়ে করেছে মিরাজ। প্রথম স্ত্রীর সাথে মনোমালিণ্যের পর তাকে তালাক দিয়ে ১৫ দিনের দ্বতীয় বিয়ে করেন। তবে কারা এ হত্যার সাথে জড়িত সেটি গুরুত্ব দিয়ে তদন্তকরা হচ্ছে বলে পুলিশ কর্মকর্তা জানান।

উদ্বোধন হবে কলাপাড়ার বালিয়াতলির”সৈয়দ নজরুল ইসলামসেতু”

কলাপাড়া থেকে।
যোগাযোগা ব্যবস্থা উন্নয়নে,পটুয়াখালির কলাপাড়া  উপজেলার”আন্দার মানিক”নদিতে বালিয়াতলি পয়েন্টে “সৈয়দনজরুলইসলাম” সেতুর নির্মান কাজ শেষ হয়েছে।এখন চলছেসেতুর সৌন্দর্যের কাজ ওনদীর দুইতিরের এ্যাপ্রোচ সড়কের নির্মানকাজ। সডকের মাটির কাজ শেষ হয়েছে।
দেখাগেছে উপজেলার বালিয়াতলি,লালুয়া,মিঠাগঞ্জ, ধূলাসর, ডালবুগঞ্জ,এইপাঁচটি  ইউনিয়নের কয়েক লক্ষাধিক মানূষের দূর্ভোগ লাঘব হবেএবং উপজেলা সদরের সাথে যোগাযোগ ব্যবস্থা আরো তরান্নিতহবে।  হবে। খেয়ার জন্য আর অধিক সময় ব্যয় করতেক হবেনা।এই কলাপাড়া – টু- বালিয়াতলি খেয়া ঘাটের ইজারাদের জোর, জুলুম থেকে রেহাই পাবে মানূষ। অধিক উৎসাহে জনগনজুন মাসের দিকে তাঁকিয়ে আছে। প্রধানমন্ত্রী  সেখ হাসিনাজুন২০২১ – এ- ফিতা কেটে উদ্বোধন করবেন।উ ল্লেখ্য,প্রধানমন্ত্রী  শেখ হাসিনা ২০১৩ সালের ১৯ নভেম্বর  এ সেতুটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এ সেতু নির্মানে ব্যয় হয়েছে ১২০ কোটি টাকা,জানালেন স্থানিয় সরকার প্রকৌশল অঅধিদপ্তরের ( এল জিইডি)।

সাংবাদিক রোজিনা ইস্যুতে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল

দৈনিক প্রথম আলো পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে আটকে রেখে মানসিক ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে ও মিথ্যা মামলা প্রত্যাহার এবং নি:শর্ত মুক্তির দাবিতে পটুয়াখালীর দুমকি ও  বাউফলে ঘন্টাব্যাপী মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংবাদকর্মীরা।

বুধবার (১৯ মে) সকাল ১১টায় প্রেসক্লাব দুমকির উদ্যোগে প্রেসক্লাবের সম্মুখে এ মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব দুমকির সভাপতি অধ্যক্ষ জসীম উদ্দীন সুমনের সভাপতিত্বে ও প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি সাংবাদিক হারুন-অর রশিদ, প্রেসক্লাব দুমকি ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সদস্য ইঞ্জিনিয়ার কামাল হোসেন, মো. সাইফুল ইসলাম প্রমুখ।

অপরদিকে বাউফল প্রেসক্লাবের উদ্দ্যোগে বেলা ১১ টায় পৌরসদরের কুন্ডুপট্রি সড়কে প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন  বাউফল প্রেসক্লাবের সভাপতি দৈনিক জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা মোঃ কামরুজ্জামান বাচ্চু, সাবেক সহ সভাপতি মোঃ হারুন অর রশিদ খান, সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, নির্বাহী সদস্য প্রথম আলোর এবিএম মিজানুর রহমান ও আমাদের বার্তার এম.এ.বশার।

এসময় বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে আটক, হেনস্থা ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নি:শর্ত মুক্তির দাবি করেন এবং ঘটনায় জড়িতদের দ্রুত আইনের অওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কলাপাড়ায় দুই কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজ বন্ধ জনদুর্ভোগ চরমে

কলাপাড়া ॥ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে লোন্দা গ্রামে একটি সড়ক পাকাকরন কাজ বন্ধ থাকায় জনসাধারনের দুর্ভোগ চরমে উঠেছে।

কাজ শুরু করার পর রাস্তার মাঝখানের মাটির বেড কেটে দু’পাশে ফেলে রেখে সংশ্লিষ্ট ঠিকাদার লাপাওা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপতরের দু’মাস পর্যন্ত কাজ বন্ধ থাকায় কৃষক ও সাধারন মানুষের ভোগান্তি বেড়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপতরের(এলজিইডি) উপজেলা কার্যালয় সুত্রে জানা যায়, দুই কিলোমিটার দীর্ঘ এ সড়কটি প্রায় দুই মাস আগে ঠিকাদারকে কার্যাদেশ দেয়া হয়েছে।

নতুন করে যে রাস্তাটি নির্মিত হচ্ছে তার ব্যয় ধরা হচ্ছে এক কোটি ৮৮ লাখ টাকা।

সরেজমিন দেখা গেছে, লোন্দা গ্রামে মাটির কাঁচা রাস্তা পাকাকরন করার জন্য দু’মাস আগে ঠিকাদারকে কার্যাদেশ দেয়া হয়েছে।

অথচ এই রাস্তা ব্যবহার করে প্রতিদিন শত শত মানুষকে নিত্যপ্রয়োজনীয় কাজের জন্য উপজেলা সদরের সাথে যাতায়াত করতে হয়।

ওই রাস্তা দিয়ে প্রতিদিন গড়ে এক হাজার লোক দু’টি তাপ বিদ্যুৎ কেন্দ্র যাতায়াত করে। ঠিকাদার রাস্তার মাঝখানের মাটি কেটে দু’পাশে ফেলে রেখেছে।

গত তিন-চার ধরে বৃষ্টিতে এখন পানি জমে মিনি পুকুরের মত হয়ে গেছে। কোনো কোনো জায়গা কোমর সমান আবার কোন জায়গা হ্াঁটু সমান পানি জমা হয়ে থাকছে সড়কটিতে।

স্থানীয়রা জানান, বিকল্প রাস্তা না থাকায় এটি আমাদের যাতায়াতের একমাত্র রাস্তা। আগে মাটির রাস্তা ছিল আমরা কষ্টে যাতায়াত করছিলাম।

কিন্তু উন্নয়ন নামে দীর্ঘকাল সেই রাস্তায় মাটি কেটে বালি না ফেলে এখন পানি জমে পুকুরের মত তৈরি হয়েছে। আমাদের হেঁটে চলাফেরাই এখন কষ্টসাধ্য।

লোন্দা গ্রামের মো.শহিদুল আলম জানান, এই এলাকা খুবই অবহেলিত এলাকা। প্রতিদিন গড়ে এক হাজার লোক দু’টি তাপ বিদ্যুৎ কেন্দ্র যাতায়াত করে।

প্রায় আড়াই মাস ধরে কাজটি পড়ে রয়েছে। বর্তমানে ৩/৪ ফুট পানি জমা হয়ে আছে। এলাকার লোকজনের চলাচল করতে খুবই দুর্ভোগ পোহাতে হচ্ছে।

পটুয়াখালীর ঠিকাদার প্রতিষ্টান মের্সাস দেলোয়ার হোসেন টের্ডাসের মালিক মো.দেলেয়ার হোসেন জানান, স্থানীয় লোকজনের বালি নিয়ে ঝামেলার কারনে কাজে বিলম্ব হয়েছে। ওই গ্রামের লোকজন বালির রেট বেশি চাচ্ছে । তার পর আমি বালি নেয়ার ব্যবস্থা করছি।

কলাপাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকৌশলৗ মো. মোহর আলী জানান, ঠিকাদার কাজ করতে চায় কিন্তু স্থানীয় লোকজন ঠিকাদারকে বালির পাইপ পর্যন্ত জমি দিয়ে নিতে দেয় না। তাহলে ঠিকাদার কিভাবে কাজ করবে। এজন্য কাজের ধির গতি।

পটুয়াখালীতে অসামাজিক কাজ করায় নারীসহ আটক ৪

পটুয়াখালীর মির্জাগঞ্জে অসামাজিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে এক নারীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৮ মে) দুপুরে আটককৃতদে বিরুদ্ধে দন্ডবিধি ২৯০ ধারায় মামলা করে আদালতে প্রেরন করা হয়।

আটককৃতরা হলো, দেউলি আবাসনের মৃত.কাঞ্চন আলী সিকদারের ছেলে মোঃ কবির সিকদার (৪০), মোঃ আনোয়ার গাজীর ছেলে মোঃ জসিম গাজী (৩১), মোঃ সোবাহান সিকদারের ছেলে জিয়া সিকদার(৩৫), এবং চরখালী গ্রামের রশিদ মুসুল্লির মেয়ে রেখা(২৮)।

ঘটনার সত্যতা স্বীকার করে মির্জাগঞ্জ থানার ওসি মোঃ মহিববুল্লাহ্ বলেন, ভোর রাতের দিকে ওই ৪ জনকে দেউলি আবাসনে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় স্থানীয়রা আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনার সত্যতা পেয়ে তাদের আটক করে। সম্পাদনা: সাদেক আলী