আরও তিন-চার দিন থাকবে বৃষ্টি

আবহাওয়া ডেস্ক :
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে রাজধানীসহ দেশের অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে। চলমান এই বৃষ্টি আরও তিন থেকে চার দিন অব্যাহত থাকতে পারে। রবিবার (২ অক্টোরব) আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা গণমাধ্যমকে এ তথ্য জানান।

অন্যদিকে ভোর থেকে চলা বৃষ্টি দিনভর চলবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আবুল কালাম আজাদ। তিনি বলেন, সাগরে লঘুচাপের পাশাপাশি মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ঢাকাসহ সারাদেশে থেমে থেমে বৃষ্টি হবে।

এদিকে রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এ অবস্থায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থেকে বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এ ছাড়া পরবর্তী ৪৮ ঘণ্টা বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনে শেষের দিকে বৃষ্টির প্রবণতা হ্রাস পেতে পারে।

 

বঙ্গোপসাগরে লঘুচাপ

আবহাওয়া ডেস্ক :
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে আগামী দুইদিনে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। শনিবার (১ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ হাফিজুর রহমান এ তথ্য জানান।

তবে আগামী পাঁচদিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানান তিনি।

মেসি-এমবাপ্পের গোলে শীর্ষে ফিরল পিএসজি

স্পোর্টস ডেস্ক :
প্যারিসে ঘরের মাঠে শনিবার (১ অক্টোবর) রাতে লিগ ওয়ানের ম্যাচে নিসের বিপক্ষে ২-১ গোলে জিতেছে পিএসজি। পিএসজির হয়ে গোল দুইটি করেছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। নিসের হয়ে একমাত্র গোলটি করেন লাবোর্দে।

বল দখলে পিএসজি এগিয়ে থাকলেও শুরুতে পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না কেউই। অবশেষে ২৮তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন মেসি। ডি-বক্সের ঠিক বাইরে থেকে ফ্রি-কিকে আর্জেন্টাইন তারকার বাঁ পায়ের শট রক্ষণ দেয়ালের ওপর দিয়ে কোনাকুনি জালে জড়ায়। তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না গোলরক্ষক কাসপের স্মাইকেলের। মেসি নিজেই ফাউলের শিকার হলে ফ্রি-কিকটি পেয়েছিল পিএসজি। ৩৭তম মিনিটে আরেকটি ফ্রি-কিক পায় পিএসজি। এবার নেইমারের শট ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়। বিরতির আগে বক্সের বাইরে থেকে মেসির শটে বল ক্রসবারের ওপর দিয়ে পাঠান স্মাইকেল।

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে সমতা ফেরায় নিস। ডান দিক থেকে সতীর্থের পাস ছয় গজ বক্সে পেয়ে ডান পায়ের শটে জালে পাঠান ফরাসি ফরোয়ার্ড লাবোর্দে। ৫৯তম মিনিটে একিতিকে-কে তুলে এমবাপ্পেকে নামান পিসজিগ কোচ ক্রিস্তফ গালতিয়ে। লিড পুনরুদ্ধারে নিসের ওপর চাপ বাড়ায় পিএসজি। ৭০তম দারুণ একটি সুযোগ পান দ্বিতীয়ার্ধে বদলি নামা নুনো মেন্দেস। মেসির পাস ডি-বক্সে ভালো পজিশনে পেয়েছিলেন পর্তুগিজ ডিফেন্ডার, সামনে একমাত্র বাধা ছিল গোলরক্ষক। কিন্তু তার শট এগিয়ে এসে রুখে দেন স্মাইকেল।

আসরে দ্বিতীয়বার পয়েন্ট হারানোর চোখ রাঙানি যখন পিএসজির সামনে, ত্রাতা হয়ে আসেন এমবাপ্পে। নির্ধারিত সময়ের সাত মিনিট বাকি থাকতে জয়সূচক গোলটি করেন তিনি। বক্সে স্বদেশি ডিফেন্ডার নর্দি মুকিয়েলের পাসে প্রথম স্পর্শে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ফরাসি ফরোয়ার্ড।

আসরে আট ম্যাচে ৮ গোল করে নেইমারের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা এখন এমবাপে। সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচে তার গোল হলো ১১টি। ৯ ম্যাচে আট জয় ও এক ড্রয়ে পিএসজির পয়েন্ট হলো ২৫। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে মার্সেই। ৮ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে নিস।

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

ডেস্ক রিপোর্ট :
টানা কয়েক দিনের ভ্যাপসা গরমের পর রাজধানীতে নেমেছে স্বস্তির বৃষ্টি। রবিবার (২ অক্টোবর) ভোর থেকে আকাশজুড়ে মেঘের খেলা শেষে রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয় বৃষ্টি।

তবে বৃষ্টির কারণে কিছুটা অসুবিধায় পড়েছে ব্যস্ত নগরবাসী। বৃষ্টিতে ভিজে অনেককে নিরাপদ আশ্রয়ের সন্ধান করতে দেখা গেছে। নির্ধারিত সময়ে অফিসে পৌঁছাতেও কিছুটা ভোগান্তিতে পড়েছে রাজধানীবাসী।

প্রচণ্ড গরমে জনজীবনে যখন নাভিশ্বাস হয়ে উঠেছিল, ঠিক তখনই এক পশলা বৃষ্টি যেন মানুষের মধ্যে স্বস্তির নিশ্বাস এনে দিয়েছে। বৃষ্টির পর রাজধানীর আবহাওয়া শীতল হয়েছে।

এদিকে দেশে কোথাও কোথাও আজ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ ছাড়াও কয়েক জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

ইন্দোনেশিয়ায় ফুটবল স্টেডিয়ামে সংঘর্ষ, পদদলিত হয়ে নিহত ১২৭

আন্তর্জাতিক ডেস্ক :

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে দর্শকদের মধ্যে সংঘর্ষ ও হুড়োহুড়ির ঘটনায় পদদলিত হয়ে ১২৭ জন নিহত ও ১৮০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

দেশটির পুলিশ আজ রোববার এক বিবৃতিতে জানায়, শনিবার রাতে পূর্বাঞ্চলীয় মালাং শহরের কানজুরুহান স্টেডিয়ামে ফুটবল ম্যাচে আরেমা ফুটবল ক্লাবের দর্শকরা পারসেবায়া সুরেবায়া দলের কাছে ৩-২ গোলে হেরে যাবার পর মাঠে নেমে পড়ে। পুলিশ এসময় ‘দাঙ্গা’ নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছোঁড়ে যার ফলে হুড়োহুড়ি করতে গিয়ে পদদলিত ও দমবন্ধ হয়ে মারা যান ১২৭ জন। খবর আল-জাজিরার।

পূর্ব জাভার পুলিশ প্রধান নিকো আফিনতা জানান, ৩৪ জন লোক স্টেডিয়ামের ভিতরে মারা যান আর বাকীরা মারা যান হাসপাতালে। নিহতদের মধ্যে দুজন  ‍পুলিশও সদস্যও রয়েছেন।

তিনি বলেন ‘ঘটনার পরপর দশর্কদের সবাই স্টেডিয়াম থেকে বের হওয়ার রাস্তায় যেতে থাকে। এর ফলে সেখানে জটলার সৃষ্টি হয় আর প্রচণ্ড ভীড়ে দম বন্ধ হয়ে অক্সিজেনের অভাবে তারা মারা যান।’

এই ঘটনার পরপরই ইন্দোনেশিয়ার ফুটবলের শীর্ষ বিআরআই লিগা কর্তৃপক্ষ এক সপ্তাহের জন্য খেলা বাতিল করেছে। এই ম্যাচে আরেমা ক্লাব চির প্রতিপক্ষ পারসেবায়া সুরাবায়ার কাছে দুই যুগেরও বেশি সময় পরে হেরে যায়।

ইন্দোনেশিয়া সরকার এই ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছে এবং পদদলিতের ঘটনাকে কেন্দ্র করে পুরো পরিস্থিতির তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে।

দেশটির যুব ও ক্রীড়ামন্ত্রী জাইনুদিন আমালি বলেন, ‘আমরা ঘটনার জন্য দুঃখিত…এটা আমাদের ফুটবলের জন্য একটি দুঃখজনক ঘটনা আর তা ঘটলো এমন একটি সময়ে যখন মানুষ স্টেডিয়ামে গিয়ে আবারও ফুটবল খেলা দেখতে শুরু করেছে।’

মন্ত্রী আরও বলেন, ‘আমরা ম্যাচের সাংগঠনিক বিষয়সহ দর্শকদের উপস্থিতির বিষয়গুলোকে বিশদভাবে মূল্যায়ন করবো। আমরা এটাও আলোচনা করবো খেলার সময় স্টেডিয়ামে দর্শক প্রবেশ নিষিদ্ধ করা হবে কিনা।’

মোংলা থেকে ঢাকায় আসছে মেট্রোরেলের ইঞ্জিন ও কোচ

ডেস্ক রিপোর্ট :
মোংলা বন্দর থেকে মেট্রোরেলের দ্বাদশ চালানে আসা ৮টি কোচ ও ৪টি ইঞ্জিন খালাসের কাজ শুরু হয়েছে। আজ রবিবার সকাল ৭টা থেকে এমভি ভেনাস ট্রাম্প নামের পানামার পতাকাবাহী জাহাজটি হতে এ কোচ ও ইঞ্জিন খালাস শুরু হয়। খালাস করে তা রাখা হচ্ছে জাহাজের পাশে ভিড়ানো বার্জে (নৌযান)। এরপর ওই বার্জে মালামাল নিয়ে আসা হচ্ছে রাজধানীর উত্তরায় দিয়াবাড়ী মেট্রোরেলের ডিপোতে।

এর আগে শনিবার বিকেলে জাপান থেকে আাসা এ জাহাজটি মোংলা বন্দরে ভিড়ে। ভিড়ার পর জাহাজটি থেকে মালামাল খালাস শুরু হয়ে রাতেই শেষ হয়।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ (অপারেশন) মোঃ রফিকুল ইসলাম জানান, রবিবার সকাল ৭টা থেকে মেট্রোরেলের কোচ খালাস শুরু হয়েছে, সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৪টি কোচ বার্জে নামানো হয়েছে। বার্জে নামানোর পর সাথে সাথেই এ মালামাল নদী পথে ঢাকার দিয়াবাড়ী মেট্রোরেলের ডিপোর উদ্দেশে ছেড়ে যাচ্ছে।

তিনি আরও জানান, রবিবার সন্ধ্যা নাগাদ এ সকল মালামাল খালাস শেষ হবে। এরপর সোমবার দুপুরে জাহাজটি এ বন্দর ত্যাগ করবে। এ পর্যন্ত ঢাকা মেট্রোরেলের ১১৬টি কোচ ও ইঞ্জিন এসেছে। তবে এখনও আসতে বাকী রয়েছে ২৮টি কোচ ও ইঞ্জিন।

এ প্রসঙ্গে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম মুসা জানান, রেলওয়ে কোচ ও ইঞ্জিন নিয়ে গত ৮ সেপ্টেম্বর জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসে জাহাজ এম ভি ভেনাস ট্রাম্প। যাত্রাপথে কোরিয়ার মারসান বন্দর থেকে এদেশের একটি পাওয়ার প্লান্টের মেশিনারী পণ্যও নিয়ে আসে জাহাজটি। মেট্রোরেলের কোচ ও ইঞ্জিনের পাশাপাশি ৪৪০ মেট্টিক টন ওজনের মেশিনারী ও পাওয়ার গ্রীড কোম্পানী লিঃ এর ৩৬৭ মেট্টিক টন ওজনের ৭৫ প্যাকেজ মেশিনারী পণ্য নিয়ে জাহাজটি শনিবার বিকেল ৫টায় বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে।