শাকিব-বুবলী : শুরুর দিন ছিল চোখাচোখি বারণ, শেষ দিন কথা বলা

বিনোদন ডেস্ক :

লগ্নজিতা চক্রবর্তী গানে-গানে ‘প্রেমে পড়তে বারণ’ করেছিলেন। তবে ঢাকাই সিনেপর্দার আলোচিত জুটি শাকিব-বুবলী প্রেমে পড়ে সন্তানের জন্ম দিলেও এই দম্পতির শুরুর দিন বারণ ছিল চোখাচোখি আর শেষ দিন বন্ধ করেছেন কথা বলা। ‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমার শুরু আর শেষের দিনে হয়েছে এমন কাণ্ড।

প্রথমে শুরুর গল্পটা। ২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি, সন্ধ্যা ৬টা ৩৮ মিনিট। নিজের গাড়ি থেকে রাজধানী তেজগাঁওয়ের বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে হাজির শবনম বুবলী। কারণ, দীর্ঘদিনের ‘উধাও’ অবস্থা ভেঙে সেদিনই প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন চিত্রনায়িকা। শাকিব খান এসেছিলেন বুবলী আসার ২২ মিনিট পর।

সে সময়ের গুঞ্জন, মা হয়েছেন বুবলী, বাবা তাঁর সর্বাধিক সিনেমার নায়ক। সেই গুঞ্জনের পর এটাই ছিল এই জুটির প্রথম বার একসঙ্গে প্রকাশ্য আয়োজন।

‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমার পুরো সংবাদ সম্মেলনে সেদিন আয়োজনজুড়ে তাঁরা কথা তো দূরে থাক, চোখাচোখি পর্যন্ত করেননি। সেদিন সিনেমা নিয়ে বুবলী তাঁর বক্তব্যে সবার নাম নিলেও নাম নেননি নায়কের। শাকিবও নেননি তাঁর নায়িকার নাম। যদিও এর আগে আয়োজিত প্রায় সব অনুষ্ঠানে নিজের নায়ককে প্রশংসায় ভাসাতেন শবনম বুবলী।

তবে সেদিন অবশ্য বুবলী ভেন্যু ছেড়েছিলেন শাকিব খানের মেকআপম্যানকে নিয়ে।

এরপর গুঞ্জন সত্যি হয়েছে, শেহজাদ খান বীরের বাবা-মা হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান ও শবনম বুবলী। সেই খবর প্রকাশ্যে এসেছে। গতকাল ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার শেষ দিনের শুট একসঙ্গে করেছেন তাঁরা। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সারা দিন শুট করলেও দুজন কেউ কারও সঙ্গে কোনও কথা বলেননি। এমনকি ‘সুরমা সুরমা’ রোমান্টিক গানের দৃশ্য হলেও নায়ক-নায়িকা কেউ কাউকে স্পর্শ করেনি। শুটিং সংশ্লিষ্ট একাধিক সূত্র এই তথ্য এনটিভি অনলাইনের কাছে নিশ্চিত করেছে।

এর আগে  ৩০ সেপ্টেম্বর শাকিব-বুবলী দুজনই অভিন্ন ভাষায় নিজেদের সন্তানের খবর ও ছবি প্রকাশ করেছেন। সেদিনই এনটিভি অনলাইনের বিশেষ প্রতিবেদন ছিল, সন্তানের কথা স্বীকার করলেও এখন আর একসঙ্গে থাকছেন না শাকিব-বুবলী। ‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমার শুটের আগেই এই দম্পতির ‘বিচ্ছেদ’ হয়েছে বলে দাবি তাঁদের ঘনিষ্ঠ সূত্রগুলোর।

শেষ দিনের শুটের এই কাণ্ড শাকিব-বুবলীর বিচ্ছেদের গুঞ্জনকে উসকে দিচ্ছে আরও কিছুটা।

চলতি মাসে ভারি বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আভাস, বন্যার শঙ্কা

আবহাওয়া ডেস্ক : 

চলতি মাসে স্বাভাবিকের চেয়ে হতে পারে বেশি বৃষ্টিপাত। একইসঙ্গে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড়। ভারি বৃষ্টিতে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে দেখা দিতে পারে স্বল্পমেয়াদি বন্যা। এমন সব পূর্বাভাস দিয়েছে দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে আবহাওয়া অধিদপ্তর গঠিত বিশেষজ্ঞ কমিটি।

আজ রোববার আবহাওয়া অধিদপ্তরের ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান এতে সভাপতিত্ব করেন।

আজিজুর রহমান বলেন, ‘অক্টোবর মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে হতে পারে।’

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসমতে, উত্তর বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি মধ্য-বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে দেশের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। পরবর্তী তিন দিনে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

অক্টোবরের দ্বিতীয়ার্ধের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে জানিয়ে আজিজুর রহমান বলেন, ‘এ মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুই থেকে তিন দিন বিজলি চমকানোসহ মাঝারি ধরনের বজ্রঝড় এবং সারা দেশে তিন থেকে চার দিন বিজলি চমকানোসহ হালকা বজ্রঝড় হতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে।’

আবহাওয়া অধিদপ্তর সেপ্টেম্বর মাসের পর্যবেক্ষণ তুলে ধরে দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রতিবেদনে জানিয়েছে, সেপ্টেম্বর মাসে সার্বিকভাবে সারাদেশে স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে, তবে রংপুর বিভাগে স্বাভাবিকের চেয়ে কম এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে।

বিদ্যুতের দাম বাড়তে পারে, ১৪ অক্টোবরের মধ্যে ঘোষণা

ডেস্ক রিপোর্ট :

দেশের রাষ্ট্রচালিত বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থার প্রস্তাবের পর কর্তৃপক্ষ ১৪ অক্টোবরের আগে যেকোনো সময় সরবরাহকৃত বিদ্যুতের পাইকারি (বাল্ক) দাম বাড়ানোর ঘোষণা দিতে পারে। তবে, বাল্ক বিদ্যুতের শুল্কের কোনো সমন্বয় বিদ্যুতের বর্তমান খুচরা মূল্যের ওপর সরাসরি প্রভাব ফেলবে না।

আজ রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আব্দুল জলিল এক ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে অক্টোবর মাসের জন্য এলপিজির নতুন দাম কমানোর বিষয়ে একথা বলেন।

এক প্রশ্নের জবাবে বিইআরসির চেয়ারম্যান বলেন, ‘বিইআরসি আইন অনুযায়ী বিদ্যুৎ বা জ্বালানি সংক্রান্ত বিষয়ে গণশুনানির পর ৯০ দিনের মধ্যে কমিশনের সিদ্ধান্ত ঘোষণার বিধান রয়েছে।’

রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বাল্ক বিদ্যুতের দাম বাড়ানোর একটি প্রস্তাবের ওপর সর্বশেষ গণশুনানি হয় ১৮ মে। গণশুনানির সময় বিপিডিবি বাল্ক বিদ্যুতের শুল্ক ৬৫ দশমিক ৫৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছিল, যখন বিইআরসির একটি প্রযুক্তিগত মূল্যায়ন কমিটি (টিইসি) ৫৭ দশমিক ৮৩ শতাংশ বৃদ্ধির সুপারিশ করেছিল। কিন্তু, গণশুনানির পর বিইআরসি অংশীজনদের শুনানির প্রক্রিয়া শেষ করার জন্য প্রাসঙ্গিক নথি জমা দেওয়ার জন্য অতিরিক্ত দিন বাড়িয়েছে।

বিইআরসির এক সদস্য জানান, এই অতিরিক্ত সময়ের সঙ্গে বিইআরসি এখন ৯০ দিন গণনা করছে এবং নির্ধারিত সময় ১৪ অক্টোবর শেষ হবে। যেকোনো প্রস্তাবের বিষয়ে অংশীজনদের যুক্তি ও পাল্টাযুক্তি শুনে পাঁচ সদস্যের কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। যদিও এই সমন্বয়ে বাল্ক বিদ্যুতের ওপর প্রভাব ফেলবে না। তবে, এটি অবশ্যই বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর ওপর প্রভাব ফেলবে। যারা বিপিডিবি থেকে তাদের খুচরা গ্রাহকদের কাছে বিক্রি করার জন্য প্রচুর পরিমাণে বিদ্যুৎ কিনে থাকে।

একজন জ্বালানি বিশেষজ্ঞ বলেছেন, যদি নিয়ন্ত্রকের কাছ থেকে কোনো ঊর্ধ্বমুখী সমন্বয় আসে, তাহলে বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো খুচরা পর্যায়ে বিদ্যুতের শুল্ক বাড়ানোর জন্য পদক্ষেপ নেবে, যা গ্রাহকদের ওপর সরাসরি প্রভাব ফেলবে।

১৮ মে গণশুনানিতে বিভিন্ন ব্যবসায়িক সংস্থার প্রতিনিধিসহ ভোক্তা অধিকার গোষ্ঠীগুলো শুনানিতে বিদ্যুতের দাম বৃদ্ধির তীব্র বিরোধিতা করেছিল। কেননা, মূল্যবৃদ্ধির ফলে আগে থেকেই মানুষ ধুঁকছে।

ভোক্তা অধিকার গোষ্ঠীগুলো এ প্রস্তাবটিকে অযৌক্তিক আখ্যায়িত করে বলেন, ‘বিপিডিবি অদক্ষ বেসরকারি বিদ্যুৎকেন্দ্র থেকে উচ্চ হারে বিদ্যুৎ কেনার ক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি ও অনৈতিক চর্চা দূর করে রাজস্ব ঘাটতি পূরণ করতে পারে।’

প্রস্তাবটি উপস্থাপন করে বিপিডিবি কর্মকর্তারা বলেছিলেন, সংস্থাটির বিদ্যুৎ বিতরণ কোম্পানিকে সরবরাহ করতে ৮৮ হাজার ৯৯৩ মিলিয়ন কিলোওয়াট ঘণ্টা (ইউনিট) বিদ্যুৎ উৎপাদন করতে ৭৪ হাজার ১৮৯ কোটি টাকা রাজস্বের প্রয়োজন হবে।

শুনানিতে বিপিডিবির একজন শীর্ষ কর্মকর্তা বলেন, ‘কিন্তু যদি বিপিডিবি তার বর্তমান বিদ্যুৎ প্রতি ইউনিট ৫ টাকা ১৭ পয়সায় বিক্রি করে, তাহলে ২০২২ সালে তাকে ৩০ হাজার ২৫১ কোটি টাকা রাজস্ব ঘাটতির সম্মুখীন হতে হবে। তাই বিপিডিবিকে বিদ্যুতের দাম ৬৫ টাকা ৫৭ পয়সা বৃদ্ধি করতে হবে। পাঁচ টাকা ১৭ পয়সা থেকে ইউনিট প্রতি ৮ টাকা ৫৬ পয়সা হয়েছে।’

সাবেক সংসদ মেজবা উদ্দিন ফরহাদের পিতার জন্য দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

শামীম আহমেদ ॥

কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মেজবা উদ্দিন ফরহাদের পিতা কাজী আখতারুজ্জামানের রুহের সমাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (২ই) অক্টোবর আছরবাদ নগরীর কালিবাড়ি রোডস্থ মেজবা উদ্দিন ফরহাদের পারিবারিক নিজস্ব বাসভবনে অনুষ্ঠিত হয়।

এসময় বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব ও স্থানীয় কাউন্সিলর এ্যাড, মীর জাহিদুল কবির জাহিদ, মহানগর যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন সিকদার জিয়া,মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু সহ বরিশাল মহানগর জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং মুরহুমের পারিবারিক বিভিন্ন আত্বীয় স্বজন,এলাকাবাসী সহ বিভিন্নস্থরের মুসল্লিগণ অংশ গ্রহন করে।

এছাড়া মরহুম কাজী আখতারুজ্জামানের জন্য আগামী শ্রক্রবার জুম্মাবদ সরকারী বরিশাল কলেজ মসজিদে মিলাদ ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়েছে।

 

স্কুলছাত্রীকে নিয়ে উধাও প্রধান শিক্ষক

ডেস্ক রিপোর্ট :
নাটোরের গুরুদাসপুরে প্রেমের ফাঁদে ফেলে এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শনিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহম্মেদ তার বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে নিয়ে পালিয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় প্রধান শিক্ষকসহ তার তিন ভাইয়ের বিরুদ্ধে শনিবার দিবাগত রাতে গুরুদাসপুর থানায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেছেন।

জানা যায়, ওই ছাত্রী শনিবার ১০টার দিকে ব্যবহারিক পরীক্ষা দেবার জন্য বিদ্যালয়ে যায়। পরীক্ষা শেষ হলে তাকে নিয়ে পালায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্কুলছাত্রীর বাবা জানান, শনিবার সকালে ব্যবহারিক পরীক্ষা দেওয়ার কথা বলে বাড়ী থেকে বেড় হয় তার মেয়ে। বেলা ২ টার দিকে তার মেয়ে বাড়ি না আসায় স্কুলে খোঁজ নিয়ে জানতে পারেন প্রধান শিক্ষক ফিরোজ আহম্মেদ তার মেয়েকে নিয়ে একটি মাইক্রোবাসে উঠে চলে গেছে। পরে জানতে পারেন তারা রাজশাহীতে গেছে। তিনি তার আত্মীয়দের নিয়ে রাজশাহী গিয়ে ভদ্রা এলাকার একটি বাসায় তাদের আটক করে। তার মেয়েকে আসতে না দিলে তারা থানায় যান। ওই সময় ওই প্রধান শিক্ষক তার মেয়েকে নিয়ে সেখান থেকে পালিয়ে যান। তিনি রাজশাহীতে মেয়েকে খুঁজছেন।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে

২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৫৩৫

হেলথ ডেস্ক :

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২৯ হাজার ৩৬৯ জনে দাঁড়িয়েছে। এর আগে গতকাল করোনায় পাঁচ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

দেশে শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত আরও ৫৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৬ হাজার ২১২ জনে।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৭৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৬ হাজার ১০৭ জন।

পাকিস্তানকে সামলানোর জন্য প্রস্তুত বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :

চলমান নারী এশিয়া কাপে বাংলাদেশ ও পাকিস্তান দুদলই ফেভারিট। দুদলই নিজেদের প্রথম ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে। এবার একে অপরের বিপক্ষে লড়বে।

আগামীকাল সোমবার মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। সিলেটে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়।

কঠিন প্রতিপক্ষের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে নিজেদের স্পিন বিভাগ নিয়ে আত্মবিশ্বাসের কথা শোনালেন বাংলাদেশি তারকা রুমানা আহমেদ। জানালেন, বাংলাদেশের স্পিন দিয়েই পাকিস্তানকে আটকাবেন তাঁরা।

ম্যাচের আগের দিন আজ রোববার রুমানা বলেছেন, ‘আমরা জানি, ওরা স্পিন বল ভালো খেলে। কিন্তু স্পিন দিয়েই তো ওদের বরাবর অ্যাটাক করেছি। আমাদের স্পিনাররা আগের চেয়ে বেশি ভালো করছে। আমরা দেখেছি আমাদের খেলা ম্যাচগুলোতে স্পিনাররা সর্বোচ্চ চেষ্টা করে আসছে। এখানেও পাকিস্তানকে হারাতে আমাদের স্পিন যথেষ্ট।’

ব্যাট ও বল হাতে রুমানা নিজেও দারুণ ছন্দে আছেন। পাকিস্তানের বিপক্ষেও দলে অবদান রাখতে চান তিনি, ‘আমি চেষ্টা করি সবসময় অলরাউন্ড পারফরম্যান্স করতে। ওই ধারাবাহিকতাই রাখার চেষ্টা করবো।  সামনে এটা আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ। ব্যাটে-বলে অবদান রাখার চেষ্টা করব। আমি কখনও শুধু ব্যাটিং বা বোলিং দিয়ে হিরো হচ্ছি না। দুটোতেই আমি অবদান রাখছি। ব্যাটে বলে সামঞ্জস্য রাখার চেষ্টা করছি। হয়তো সবসময় রাখতে পারি না, তবুও চেষ্টা করেছি দুটোতেই যেন ক্লিক করে।’

পাবনায় বেড়েছে ছিনতাই, ধরাছোঁয়ার বাইরে দুর্বৃত্তরা

ডেস্ক রিপোর্ট :

পাবনায় একের পর এক ঘটছে ছিনতাইয়ের ঘটনা। গত কয়েকদিনে ঘটে গেছে কয়েকটি। হয়েছে ১৩ লাখ টাকা ছিনতাই। গতকাল শনিবার বিকেলেও এক ব্যবসায়ীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। যদিও ওই ব্যবসায়ীর প্রতিরোধে পিছু হটতে বাধ্য হয় দুর্বৃত্তরা।

সংশ্লিষ্টসূত্রে জানা গেছে, প্রকাশ্য দিবালোকে পরিবহণ ও চাল ব্যবসায়ীর তিন লাখ টাকা ছিনতাইয়ের ১১ দিনেও গ্রেপ্তার হয়নি ছিনতাইকারীরা। এ নিয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মনিরুল ইসলাম।

মনিরুল জানান, গত ২২ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় জনতা ব্যাংক করপোরেট শাখা থেকে তিন লাখ টাকা এবং এক লাখ টাকার চেক একটি কালো চামড়ার ব্যাগে নিয়ে রিকশায় করে অনন্ত বাজার এলাকার বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে শিবরামপুর কালাচাঁদপাড়া এলাকায় তিনজন ছিনতাইকারী একটি কালো মোটরসাইকেলে করে এসে রিকশার গতি রোধ করে। এ সময় তারা পিস্তল ও ধারাল অস্ত্র ধরে ভয় দেখিয়ে টাকার ব্যাগ জোর পূর্বক ছিনতাই করে নিয়ে যায়। তারা প্রকাশ্যে ছিনতাই করে নির্বিঘ্নে পালিয়ে যায়। সন্ত্রাসীরা একজন মাস্ক পরিহিত ও দুজন মুখ খোলা অবস্থায় ছিল। আশপাশের বাড়ির সিসি ক্যামেরায়ও ঘটনার ফুটেজ রয়েছে। এই ঘটনার ১১ দিনেও ছিনতাই হওয়া টাকা উদ্ধার বা ছিনতাইকারীদের শনাক্ত করতে পারেনি পুলিশ।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ পাওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে সদর ফাঁড়ির পুলিশ সদস্যরা কাজ করছেন। সিসি টিভি ফুটেজ যাচাই করে অপরাধীদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। আশা করছি, দ্রুতই অপরাধীরা ধরা পড়বে।’

এদিকে, গত বৃহস্পতিবার পাবনার হাজিরহাট এলাকা থেকে কাপড় ব্যবসায়ী কামরুল ইসলাম খোকনকে মাইক্রোবাসে তুলে নিয়ে ১০ লাখ টাকা ছিনতাই করে সাভারে মহাসড়কে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। এ ঘটনায়ও খোয়া যাওয়া টাকা উদ্ধার এবং আসামিরা গ্রেপ্তার হয়নি।

গতকাল শনিবার বিকেলেও এক ব্যবসায়ীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। ওই ব্যবসায়ীর নাম শামস ইকবাল (৪০)। তিনি ছিনতাই প্রতিরোধ করতে পারলেও গুলিবিদ্ধ হয়েছেন।

আহত ব্যবসায়ী শামস ইকবালকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাত ৮টার দিকে সদর উপজেলার রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে। তিনি গ্রামীণ ফোনের আঞ্চলিক ডিলার। তিনি মালঞ্চি গ্রামের এস এম সারওয়ার হোসেনের ছেলে।

আহত ব্যবসায়ী শামস ইকবাল জানান, গতকাল রাতে তিনি আতাইকুলা এলাকা থেকে ব্যবসায়িক লেনদেনের ১৫ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে পাবনায় ফিরছিলেন। হঠাৎ রাজাপুর এলাকায় একটি এলপিজি গ্যাস স্টেশনের সামনে পেছন থেকে আসা মোটরসাইকেল আরোহীরা তার টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চেষ্টা করে। তিনি দ্রুত সামনে এগিয়ে গেলে দুর্বৃত্তরা পর পর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এর একটি গুলি তার বাম হাতে বিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় শামস না থেমে সামনে এগিয়ে গেলে পিছু হটে ছিনতাইকারীরা।

পরে স্থানীয়রা ব্যবসায়ী শামসকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শামস ইকবালকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তিনি আশঙ্কামুক্ত। ছিনতাইচেষ্টার ঘটনা তদন্তে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে।’

৬ গোলের ম্যাচেও জয় পেল না লিভারপুল

স্পোর্টস ডেস্ক :
ঘরের মাঠে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওনকে হারাতে পারেনি লিভারপুল। ৩-৩ গোলে ড্র হয়েছে ম্যাচটি।

অ্যানফিল্ডে ম্যাচের শুরুতেই ট্রোজার্ডের দুই গোলে এগিয়ে গিয়েছিল ব্রাইটন। ১৭ মিনিটেই ২-০ গোলে পিছিয়ে পড়ার কারণে স্তব্ধ হয়ে যায় লিভারপুলের সমর্থকরা। অবশেষে তাদেরকে স্বস্তি এনে দেন রবার্তো ফিরমিনো। ৩৩তম মিনিটে গোল করেন তিনি। যদিও মোহাম্মদ সালাহ অফসাইডে ছিলেন- এ অজুহাতে প্রথমে গোল বাতিল করে দেয়া হয়ছিল; কিন্তু ভিএআরের সহায়তা ‍নিয়ে রেফারি পরে গোলের বাঁশি বাজান।

দ্বিতীয়ার্ধেও লিভারপুলকে চেপে ধরার চেষ্টা করে ব্রাইটন। কিন্তু তাদের চাপ উপেক্ষা করে ৫৪তম মিনিটে আবারও গোল করেন ফিরমিনো। সমতায় ফেরে লিভারপুল। ম্যাচের ৬৩তম মিনিটে প্রথমবার এগিয়ে যেতে সক্ষম হয় অল রেডরা। ব্রাইটানের অ্যাডাম ওয়েবস্টার যখন নিজেদের জালেই বল জড়িয়ে দিতে সক্ষম হয়। কিন্তু লিয়ান্দ্রো ট্রোসার্ড ক্ষান্ত হননি। নিজের হ্যাটট্রিক তো পূরণ করেনই, সঙ্গে ব্রাইটনকেও সমতায় ফিরিয়ে আনেন। যার ফলে লিভারপুলের বিপক্ষে মূল্যবান একটি পয়েন্ট অর্জন করে ব্রাইটন।

ড্র করার ফলে এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ৯ম স্থানে অবস্থান করছে লিভারপুল। আর ব্রাইটন যেন রীতিমত উড়ছে। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তারা রয়েছে চতুর্থ স্থানে।

বীরের প্রতি নিঃশর্তভাবে ভালোবাসা প্রকাশের জন্য ধন্যবাদ : বুবলী

বিনোদন ডেস্ক :
ঢালিউডের জনপ্রিয় জুটি বুবলী ও শাকিব খানের ছেলে শেহজাদ খান বীর। সম্প্রতি তারা প্রথমবারের মতো ছেলের ছবি প্রকাশ করেছেন। এতে অনেক তারকা ও শাকিব-বুবলী জুটির ভক্ত বীরের প্রতি শুভকামনা জানিয়েছেন। আজ রবিবার ছেলের আরও দুটি ছবি প্রকাশ্যে এনেছেন বুবলী।

ফেসবুকে ছবি দুটি প্রকাশ করে বুবলী লিখেছেন, ‌‘আমার সন্তান শেহজাদ খান বীরের প্রতি নিঃশর্তভাবে ভালোবাসা প্রকাশের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন’।

গত শুক্রবার ছেলের ছবি প্রকাশ করে বুবলী জানান, ‘আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি। শেহজাদ খান বীর আমার এবং শাকিব খান এর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি’।