বরিশালের বাকেরগঞ্জে নদীতে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু

শামীম আহমেদ ॥

বরিশালের বাকেরগঞ্জের তুলাতলী নদীতে পরে তনয় দাস নামে ৪ বছরের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত তনয় দাস বাকেরগঞ্জের কলসকাঠী এলাকার তপু দাসের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে তনয় বাড়িতেই ছিলো, কিছুক্ষন পর তার আর কোন খোঁজ মিলছিলো না। অনেক খোজাখুজির পর বেলা ১১ টার দিকে বাড়ির পাশের তুলাতলী নদী থেকে ভাসমান অবস্থায় তনয়কে উদ্ধার করে স্বজন ও স্থানীয়রা।

পরে তাকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ফারহানা ইসলাম মৃত ঘোষনা করেন বলে জানান শিশুটির বাবা তপু দাস।

সমন্বয় পরিষদের শোক প্রকাশ

প্রবীন নাট্য ও যাত্রা শিল্পী জ্যোতিময় প্রকাশ হিটলার ও তানসেন সংগীত বিদ্যালয়ের সাধারণ সম্পাদক সুমন দাসের পিতা বাবুল দাসের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি নজমুল হোসেন আকাশ, সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবতী, সহ-সভাপতি ললিত দাস ও বাসুদেব ঘোষ, সহ-সাধারণ সম্পাদক বিনয় ভূষন মন্ডল, সাংগঠনিক সম্পাদক প্রদীপ হালদার, কোষাধ্যক্ষ সুদর্শণ বিশ্বাস টুটুল, সাহিত্য সম্পাদক অপূর্ব গৌতম, দপ্তর সম্পাদক চন্দন দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইদুর রহমান পান্থ, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক মো. সাহেদ, গবেষণা ও পাঠাগার সম্পাদক মোরসেদ হায়দার আনসারী, কার্যনির্বাহী সদস্য সৈয়দ দুলাল, অ্যাডভোকেট এসএম ইকবাল, এ্যাড. নজরুল ইসলাম চুন্নু, শুভংকর চক্রবর্তী, মিজানুর রহমান, মিন্টু কর, সুশান্ত ঘোষ, অসিত দাস, মোস্তাফিজুর রহমান শাহীন, হাসান মাহামুদ বাবু ও অপূর্ব অপু। তারা প্রয়াতজনদের আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

কারাগারে জামায়াতের ২৮ নেতাকর্মী

নাশকতার মামলায় নীলফামারীর ডোমার উপজেলার তিন ইউনিয়নের জামায়াতের আমিরসহ ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ মামলায় চার্জশিটভুক্ত ৩০ জন পলাতক আসামির নামে আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

সোমবার দুপুরে নীলফামারীর জেলা ও দায়রা জজ রেজাউল করিম সরকারের আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিন চান। এ সময় আদালত ২৮ জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সূত্র মতে, ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর ডোমার সদর ইউনিয়ন, জোড়াবাড়ী ইউনিয়ন ও পাঙ্গা মটকপুর ইউনিয়নের জামায়াতের আমির যথাক্রমে আব্দুল কুদ্দুস, লিয়াকত আলী ও আব্দুর রাজ্জাকের নেতৃত্বে সরকারবিরোধী আন্দোলনের নামে নাশকতার সৃষ্টি করে। ঘটনার দিন রাতেই সন্ত্রাসবিরোধী আইনে ডোমার থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বাদী হয়ে নামীয় ২২ জনসহ অজ্ঞাত ৭০-৮০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলার তদন্তে একই সালের ৮ ডিসেম্বর আদালতে ৭৯ জনের নামে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করা হয়। ওই মামলায় ৩০ জন আসামি গ্রেফতার হয়ে ছয় মাস কারাবাসের পর বর্তমানে আদালত কর্তৃক জামিন পান। পলাতক ৪৯ জন আসামির মধ্যে সোমবার ৩০ জন আত্মসমর্পণ করে আদালতের কাছে জামিন আবেদন করলে, অসুস্থতাজনিত কারণে দু’জনকে জামিন ও অন্য ২৮ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

বিষয়টি নিশ্চিত করে আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অক্ষয় কুমার রায় বলেন, ৩০ জন আসামির মধ্যে দু’জন জামায়াতকর্মী আশিকুর রহমান ও ইনছান আলী শারীরিক অসুস্থতার কারণে আদালত তাদের জামিন দেন। এ মামলায় বর্তমানে ২১ জন আসামি পলাতক রয়েছেন।

সাগর উত্তাল, নিরাপদ আশ্রয়ে ফিরছে মাছধরা ট্রলার

উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসার এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হওয়ায় উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা ও এর আশেপাশে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই উপকূলীয় এলাকা ও পায়রা বন্দরকে স্থানীয়ভাবে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সাগরে অবস্থানরত সকল মাছধরা ট্রলার ও নৌকা সমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে চলাচলের নির্দেশ দেয়া হয়েছে বলে আবহাওয়া অফিস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সাগর উত্তাল থাকায় টিকতে না পেরে মাছধরা জেলে ট্রলার ও নৌকা নিরাপদ আশ্রয়ে ফিরতে শুরু করছে। ইতিমধ্যে বহু ট্রলার ফিরে এসে নিরাপদ আশ্রয়ে।

এদিকে সাগরে লঘুচাপ ও অমাবস্যার জোর প্রভাবে সাগর উত্তাল এবং নদ-নদীর পানি স্বাভাবিকের চেয়ে জোয়ারের সময় ২ ফুট পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে অর্ধশত চরসহ নিম্মাঞ্চল। তবে কোথায় কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সকাল থেকেই রোদ-বৃষ্টির সাথে দমকা হওয়া বইছে উপকূলজুড়ে। সাগর উত্তাল থাকায় পটুয়াখালীর মৎস্য বন্দর আলীপুর-মহিপুর-ঢোস-রাঙ্গাবালী-মৌডুবিসহ সবকটি এলাকার মাছধরা ট্রলার নিরাপদে ফিরতে শুরু করেছে।

আলীপুর মৎস্য বন্দরের মাছ ব্যবসায়ীরা জানান, বর্তমানে সাগরে কিছু কিছু ইলিশ মাছ জেলেদের জালে ধরা পরছিলো এর মধ্যেই আবার সাগরে লঘুচাপের কারণে ট্রলার নিয়ে বন্দরে ফিরতে বাধ্য হচ্ছে জেলেরা।

আলীপুর মৎস্য বন্দর সমবায় সমিতির সভাপতি আনছার উদ্দিন মোল্লা জানান, লঘুচাপ সৃষ্টি হওয়ার কারণে বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। তাই ইলিশের মৌসুম চললেও সাগরের ঢেউয়ের কারণে টিকতে না পেরে জেলেরা বাধ্য হয়ে বন্দরে ফিরে আসছে।

আড়াইশ শয্যায় উন্নীত হচ্ছে বরিশাল জেনারেল হাসপাতাল

প্রতিষ্ঠার ১০০ বছর পর বরিশাল জেনারেল হাসপাতাল আড়াইশ শয্যা হাসপাতালে পরিনত হচ্ছে। এই লক্ষ্য বাস্তবায়নে ইতিমধ্যে ২৩ কোটি টাকা ব্যয়ে বহুতল ভবন নির্মিত হতে যাচ্ছে। ভবন নির্মাণের দরপত্র আহবান করেছে গণপূর্ত বিভাগ। আগামী ১৬ সেপ্টেম্বর এই উন্মুক্ত দরপত্র খুলবে বরিশাল গণপূর্ত বিভাগ।

১৯১২ সালে ২০ শয্যার বরিশাল জেনারেল হাসপাতালের যাত্রা শুরু হয়। গত নব্বই দশকে ৮০ শয্যায় উন্নীত করা হয় জেনারেল হাসপাতাল। সব শেষ ২০ শয্যার ডায়রিয়া ওয়ার্ড নিয়ে ১শ শয্যায় উন্নীত হয় বরিশাল জেনারেল হাসপাতালকে। কিন্তু দিন দিন রোগীর চাপ বেড়ে যাওয়ায় জেনালের হাসপাতালের পরিসর বাড়ানোর দাবি ওঠে সর্বমহলে।

সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন জানান, ১শ শয্যার জেনারেল হাসপাতাল আড়াইশ শয্যায় উন্নীত করতে মন্ত্রনালয়সহ সংশ্লিষ্ট বিভাগে দির্ঘদিন ধরে চিঠি চালাচালি হয়। ২০১৮ সালে অপারেশন প্লান পাঠানোর প্রেক্ষিতে মন্ত্রনালয় জেনালের হাসপাতালকে আড়াইশ শয্যায় উন্নীত করে। এই লক্ষ্যে সেখানে ১২ তলা ভবন নির্মিত হবে। প্রথম পর্যায়ে ২৩ কোটি টাকা বরাদ্দ দিয়েছে মন্ত্রনালয়। আড়াইশ শয্যা হাসপাতালের জন্য অবকাঠামো নির্মাণের পাশাপাশি ধাপে ধাপে চিকিৎসক, নার্স এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ করা হবে।

 

বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জেরাল্ড অলিভার গুডা বলেন, জেনারেল হাসপাতালে ১২ তলা ভবন অনুমোদন হয়েছে। প্রথম পর্যায়ে হবে দুই তলা ভবন। এ জন্য ২৩ কোটি টাকা বরাদ্দ হয়েছে। ইতিমধ্যে দরপত্র আহবান করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর দরপত্র খুলে ঠিকাদারকে কার্যাদেশ দেয়া হবে।

দ্রুত বিচার আইনের মামলায় ইউপি চেয়ারম্যানসহ ১৬ জন জেলহাজতে

আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের পৃথক দুটি মামলায় পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদারসহ ১৬ জনকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

সোমবার দুপুরে পটুয়াখালীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. আমিরুল ইসলাম তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী মো. আল আমিন হাওলাদার বলেন, দ্রুত বিচার আইনে ছোট বিঘাই এলাকার ব্রিকফিল্ড ব্যবসায়ী মো. শহীদ গাজী বাদী হয়ে দুটি মামলা দায়ের করেন। মামলায় আলতাফ হোসেন হাওলাদারসহ মোট ১৬ জনকে আসামি করা হয়।

 

দুটি মামলায় অভিযুক্ত আসামিরা হাইর্কোট থেকে আগাম জামিন নিয়েছিলেন। সোমবার আসামিরা স্বেচ্ছায় আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে আদালত আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

তিনি আরো জানান, দ্রুত বিচার আইনের মামলায় (১৬০/২১) ১৬ জনকে আসামি করা হয়েছে এবং এদের মধ্যে ১৪ জনকে অপর একটি মামলায় আসামি করা হয় যার মামলা নম্বর (১৩৯/২১)।

আসামিপক্ষের আইনজীবী ছিলেন মো. মিজানুর রহমান (১২), সিনিয়র আইনজীবী আবুল কাসেম, অ্যাড. এনামুল হক। ১৩৯ নম্বর মামলার বাদীপক্ষের আইনি কৌঁসুলি উজ্জ্বল বসু ও ১৬০ নম্বর মামলার সৈয়দ মো. মহসীন, অতিরিক্ত আইনজীবী মো. আল আমিন।

চলতি বছর এইচএসসি পরীক্ষা দেবে ১৪ লাখ শিক্ষার্থী

চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে আবেদন ও নির্ধারিত ফি জমা দিয়েছেন ১৪ লাখ ৭ হাজার ৬০ জন শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন। সে হিসাবে গত বছরের তুলনায় এবার ৪১ হাজারের বেশি শিক্ষার্থী পরীক্ষায় বসতে যাচ্ছেন।

সোমবার আন্তঃশিক্ষা বোর্ড থেকে এ তথ্য জানা গেছে।

গণমাধ্যমকে আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি এসএম আমিরুল ইসলাম বলেন, গত বছরের চেয়ে এবার বেশি সংখ্যক শিক্ষার্থী এইচএসসির ফরম পূরণ করেছেন। আগামী ডিসেম্বরের মাঝামাঝি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি শুরু করা হয়েছে বলেও জানান তিনি।

 

করোনায় কয়েক দফায় স্থগিতের পর গত ১২ আগস্ট থেকে ফরম পূরণ শুরু হয়ে ৪ সেপ্টেম্বর শেষ হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এবার ঢাকা বোর্ডে ফরম পূরণ করেছেন ৩ লাখ ৭ হাজার ৪৭৮ জন। বরিশাল বোর্ডে ৬৬ হাজার ৯৭৮, চট্টগ্রাম বোর্ডে ৯৬ হাজার ৮১২, কুমিল্লা বোর্ডে ১ লাখ ১৪ হাজার ৭১১, দিনাজপুর বোর্ডে ১ লাখ ১৩ হাজার ৩০৬, যশোর বোর্ডে ১ লাখ ২৮ হাজার ৪৫৬, ময়মনসিংহ বোর্ডে ৬৯ হাজার ৩০৭, রাজশাহী বোর্ডে ১ লাখ ৪৬ হাজার ৪৬৯ ও সিলেট বোর্ডে ফরম পূরণ করেছেন ৬৬ হাজার ১০১ জন। এছাড়া মাদরাসা বোর্ডে ১ লাখ ১১ হাজার ১৩৭ ও কারিগরিতে ঢাকা বোর্ডে ফরম পূরণ করেছেন ১ লাখ ৮৬ হাজার ৩০৫ জন।

ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র হলেন যারা

আরিফুর রহমান, ঝালকাঠি।।

ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র-১ নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝালকাঠি জেলার সাধারণ সম্পাদক ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তরুন কুমার কর্মকার। প্যানেল মেয়র-২ নির্বাচিত হয়েছেন ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির, প্যানেল মেয়র-৩ নির্বাচিত হয়েছেন সংরক্ষিত ১, ২,৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাসলিমা বেগম।

সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে পৌর মেয়রের কার্যালয়ে তাদের প্যানেল মেয়র নির্বাচিত করা হয়।

এ বিষয়ে নির্বাচিত প্যানেল মেয়র তরুন কর্মকার বলেন, আমি প্রথমে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার অভিভাবক ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি মহোদয়ের প্রতি। আমি বিগত দিনে জনগণের সেবা করেছি। তাদের সেবার মাধ্যমে আস্থা অর্জন করতে পেরেছি। এরজন্য নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছি। আমার প্রিয় নেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি মহোদয় আমার প্রতি আস্থা রেখেছে। আমি তার নেতৃত্বে এবং মেয়র মহোদয়ের মতামতের ভিত্তিতে ঝালকাঠিকে একটি আলোকিত ঝালকাঠি গড়তে চাই আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে। এবং আগামীতে বঙ্গবন্ধুর সোনার বাংলা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করতে চাই। আমি সবার সহযোগিতায় আমার ওপর অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করব।

উল্লেখ্য, গত ২১ জুন ঝালকাঠি পৌরসভা ও জেলার ৩১ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।