বন্যা মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের নদ-নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বন্যার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ সদস্যরা সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি বৈঠকে অংশগ্রহণ করেন।

পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, ‌‘আজকের বৈঠকে অনির্ধারিত আলোচনায় বন্যা নিয়ে আলোচনা হয়েছে। বন্যায় পানির উচ্চতা বিশেষ করে যমুনা ও পদ্মা অববাহিকায় বেড়ে যাচ্ছে। সেজন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় তাদের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে অবহিত করেন।’

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী এ সময় কৃষিমন্ত্রীকে আমন চাষে কোনো অসুবিধা হলে ট্রান্সপ্লান্ট আমনের (টি-আমন) জালা প্রস্তুত রাখতে বলেন। কৃষিমন্ত্রী জানিয়েছেন, আমাদের প্রস্তুতি আছে। আশা করছি, বন্যার কারণে এ ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না।’

সচিব আরও বলেন, কৃষিমন্ত্রী জানিয়েছেন যে, প্রধানমন্ত্রী তাকে নির্দেশনা দিয়েছেন যেসব এলাকায় পানি বেড়ে যায়, বিশেষ করে গোয়ালন্দের পরে যমুনা ও পদ্মা যেখানে একসঙ্গে হয়েছে, এসব এলাকার জন্য প্রস্তুত থাকতে। কোনো এলাকায় যদি ভাদ্র মাসে পানি আসে আর বঙ্গোপসাগরে যদি জোয়ার থাকে তাহলে পানি নামতে দেরি হয়। সেক্ষেত্রে আমন চাষে কোনো অসুবিধা হলে, টি-আমন জালা প্রস্তুত রাখার জন্য প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, কৃষিমন্ত্রী বলেছেন যে, ৬০ লাখ একর জমিতে আমন চাষের কথা থাকলেও ইতোমধ্যে ৫৭ লাখ একর জমিতে চাষ হয়ে গেছে। তারা লক্ষ্যমাত্রার কাছাকাছি আছেন। সুতরাং তাদের প্রস্তুতি আছে।

সূত্র : বাসস

বরগুনায় অ্যাম্বুলেন্সে ইয়াবা বহন, আটক ৪

বরগুনায় অ্যাম্বুলেন্সে করে ইয়াবা নিয়ে যাওয়ার সময় চারজনকে আটক করেছে বরগুনা জেলা পুলিশ। এসময় অ্যাম্বুলেন্সে তল্লাশি করে ৮০ পিস ইয়াবা উদ্বার করা হয়।

বরগুনার পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর মল্লিক সাংবাদিকদের জানান, বিশ্বস্ত সূত্রে জানতে পারেন বরিশাল থেকে অ্যাম্বুলেন্সে বরগুনায় মাদক নিয়ে আসা হচ্ছে। সোমবার রাত পৌনে ৯ টার দিকে বরগুনার ২ নং গৌরিচন্না ইউনিয়নের নতুন বাসস্ট্যান্ড এলাকায় অ্যাম্বুলেন্স থামিয়ে অভিযান চালায় পুলিশ। এসময় ৮০ পিস ইয়াবাসহ চারজনকে আটক করা হয়। এরা বরিশাল থেকে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের ভাড়া একটি অ্যাম্বুলেন্সে করে ইয়াবা বহন করছিলো। অ্যাম্বুলেন্সটিও (ঢাকা মেট্রো-ছ ৭১০১৬৬) জব্দ করা হয়।

আটক হওয়া চারজন হচ্ছে, ২নং গৌরীচন্না ইউনিয়নের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার সেরাজুল হকের ছেলে শহিদুল ইসলাম শুভ (২৬), একই এলাকার বাচ্চু খানের ছেলে আবদুল্লাহ খান (৪০), বরিশালের শেরে বাংলা রোড এলাকার হানিফ কাজীর ছেলে কাজী জুয়েল (৩৫) এবং বরিশালের ওয়াপদা কলোনী এলাকার চিত্তরঞ্জন সরকারের ছেলে অ্যাম্বুলেন্স চালক দিপক সরকার (২৫)।

ক্ষমতায় দীর্ঘ মেয়াদে আঁকড়ে থাকতে চায় শাসকগোষ্ঠী : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাকে দীর্ঘ মেয়াদে আঁকড়ে থাকার লক্ষ্যে শাসকগোষ্ঠী বিএনপি নেতাকর্মীদের নির্যাতন অব্যাহত রেখেছে। আজ সোমবার  দলের সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, করোনাভাইরাসের চলমান দুর্বিসহ অবস্থায় বর্তমান শাসকগোষ্ঠী মানুষের দুর্ভোগ লাঘবে সচেষ্ট না হয়ে বরং নিজেদের ক্ষমতাকে দীর্ঘ মেয়াদে আঁকড়ে থাকার লক্ষ্যে বিএনপি নেতাকর্মীদের ওপর জুলুমের স্টিমরোলার অব্যাহত রেখেছে।

তিনি বলেন, এর ধারাবাহিক অংশ হিসেবে শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক হায়দারীর বিরুদ্ধে বানোয়াট মামলা দায়ের করা হয়েছে। বিএনপি নেতাকর্মীদের ওপর নিপীড়ন-নির্যাতন চালিয়ে তাদের মনোবল ভেঙে দিতে সরকার দিনের পর দিন হিংস্র থেকে আরও হিংস্রতররূপ ধারণ করছে। বিএনপি নেতাকর্মীদেরকে বিনা কারণে নানা কায়দায় শায়েস্তা করা যেন ফ্যাসিবাদী সরকারের দৈনন্দিন কর্মসূচিতে পরিণত হয়েছে।

 

বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিবাদী দুঃশাসন দীর্ঘস্থায়ী করতে সরকারের পৃষ্ঠপোষকতায় আইনশৃঙ্খলা বাহিনী বিরোধী দল দমনের লক্ষ্যে বিএনপি নেতাকর্মীদের ওপর জুলুম চালাতে মরিয়া হয়ে উঠেছে। তারই শিকার হয়েছেন শহিদুল হক হায়দারী।

বিএনপি মহাসচিব বিবৃতিতে শহিদুল হক হায়দারীর বিরুদ্ধে ভুয়া ও ভিত্তিহীন অভিযোগে মামলা দায়ের এবং তাকেসহ তার পরিবারের সদস্যদের নাজেহাল করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়া অবিলম্বে তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি করেন তিনি।

সরকারি কলেজের ছাত্রীদের টয়লেটে মিললো নবজাতক

খাগড়াছড়ি সরকারি কলেজের ছাত্রীদের কমন রুমের টয়লেট থেকে এক নবজাতক উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরের দিকে শিক্ষার্থীদের কাছ থেকে খবর পেয়ে কলেজ কর্তৃপক্ষ ওই নবজাতককে উদ্ধার করে।

এ ঘটনায় খাগড়াছড়িতে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। নবজাতকের মা কে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এখনো নবজাতকের মায়ের কোনো সন্ধান মেলেনি।

খাগড়াছড়ি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিক উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ২০২১ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা নেয়ার নির্ধারিত দিনে অনেক শিক্ষার্থী এসেছিল। ছাত্রীদের কমন রুমের টয়লেটে নবজাতকের কান্না শুনে শিক্ষার্থীরা খবর দিলে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত নবজাতকটি সমাজসেবার অধীনে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে রয়েছে।

‘৮০ পয়সার প্যারাসিটামল যদি পাওয়া না যায় তাহলে উন্নয়ন কতটা হয়েছে’

৮০ পয়সার প্যারাসিটামল যদি পাওয়া না যায় তাহলে উন্নয়ন কতটা হয়েছে বলে উল্লেখ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

আজ দুপুরে রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এম‌এজি ওসমানীর ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, জাতির সামনে কঠিন সমস্যা আছে। একদিকে করোনা আরেকদিকে ডেঙ্গু, আরেকটা নতুন ভাইরাস নিপা ভাইরাস। তিন রোগেরই চিকিৎসা সহজ। করোনায় সবাইকে টিকা দিতে হবে। সস্তায় টিকা পাওয়া যায়। কিন্তু সস্তায় টিকা কিনলে সরকারের পকেট ভরে না। তাই তারা কিনবে না। ডেঙ্গুর চিকিৎসা ৮০ পয়সার প্যারাসিটামল। মশারি টানাতে হবে আর প্যারাসিটামল খেতে হবে। এটাই চিকিৎসা, কিন্তু এই প্যারাসিটামল বাজারে পাওয়া যায় না। আজ যদি ৮০ পয়সার প্যারাসিটামল পাওয়া না যায় তাহলে উন্নয়ন কতটা হয়েছে ভেবে দেখেন।

 

কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, গণস্বাস্থ্য কেন্দ্রের মিডিয়া উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ আলোচনা সভায় বক্তব্য দেন।

নদীতে পানি বৃদ্ধি, তলিয়ে গেছে বরিশালের রাস্তাঘাট

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও অমাবশ্যার প্রভাবে দক্ষিণাঞ্চলের নয়টি নদ-নদীর পানির প্রবাহ বিপদসীমা অতিক্রম করেছে। ফলে নদীর তীরের জনপদ ও চরাঞ্চল দুই থেকে তিন ফুট পানির নিচে তলিয়ে গেছে। সোমবার দুপুরের পর বরিশাল নগরীর পাশ দিয়ে বয়ে যাওয়া কীর্তণখোলা নদীর পানি প্রবেশ করে নগরীর নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। ওই এলাকাগুলোর সড়ক ও বাসাবাড়ির উঠান পানির নিচে তলিয়ে যাওয়ায় দূর্ভোগে পরেছেন এসব এলাকার বাসিন্দারা। এছাড়া গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পানি জমে দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

সোমবার বিকাল থেকে বরিশাল নগরীর রসুলপুর, ভাটিখানা, সাগরদী, ধানগবেষণা রোড, জিয়ানগর, ব্যাপ্টিস্ট মিশন রোড, স্টেডিয়াম কলোনি নগরীর প্রাণকেন্দ্র সদর রোড জোয়ারের পানিতে তলিয়ে যায়। কীর্তণখোলার সঙ্গে যুক্ত ড্রেন দিয়ে এসব এলাকায় জোয়ারের পানি প্রবেশ করেছে। গত কয়েকদিন তীব্র গরমের পর সোমবার সকাল থেকে বরিশালে মেঘলা আবহাওয়া বিরাজ করছে এবং দমকা বাতাস বইছে।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: নুরুল ইসলাম সরকার জানান, বঙ্গোপসাগরে সৃস্ট লঘুচাপ ও অমাবস্যার প্রভাবে দক্ষিণাঞ্চলের প্রধান নদী মেঘনার পানি বিপদসীমা অতিক্রম করে। ফলে মেঘনার সঙ্গে সংযুক্ত তেতুলিয়া, কীর্তনখোলা, আড়িয়াল খাঁ, কালাবদর নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। একই কারনে বঙ্গোপসাগরের যুক্ত পায়রা, বিষখালী, কচা এবং সন্ধ্যা নদীর পানিও বিপদসীমা অতিক্রম করেছে।

বাবুগঞ্জে আওয়ামীলীগ নেতাকে হত্যাচেষ্টার প্রতিবাদে পৃথক বিক্ষোভ মিছিল

বাবুগঞ্জ প্রতিনিধি:
বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা, জাহাঙ্গীরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ তারিকুল ইসলাম তারেকের উপর হত্যাচেষ্টার প্রতিবাদে উপজেলা আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে পৃথক দুইটি বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছেন নেতাকর্মীরা। হত্যা চেষ্টার প্রতিবাদে সোমবার বিকেলে বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বাবুগঞ্জ থানা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেছে। বিক্ষোভ মিছিল টি বাবুগঞ্জ থানার সামনে একটি প্রবিাদ সমাবেশে মিলিত হয়।  প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম খালেদ হোসেন স্বপন’র সভাপতিত্বে বক্তারা বলেন, হামলাকারীরা কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আলনাহিয়ান খান জয়ের চাচাতো ভাই বাবুগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি বর্তমান জাহাঙ্গীর নগর ইউনিয়নের চেয়ারম্যান কামরুল আহসান হিমু খানের ছত্রছায়ায় থেকে রবিবার রাত সারে ৮টার দিকে সাবেক চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিককে হত্যা চেষ্টা কালে হিমু চেয়ারম্যানের দুই সমর্থককে দেশীয় অস্ত্রসহ আটক করেছে স্থানীয় জনতা ।

তিনি চেয়ারম্যান হওয়ার পর থেকে জাহাঙ্গীর নগর ইউনিয়নের ২২জন আওয়ামী নেতাকর্মীর উপর হামলা করা হয়েছে। আমরা বলতে চাই জয় সাহেব আপনি নিজের ঘরে বিএনপি রেখে ছাত্রলীগের নেতৃত্ব দিবেন না। নিজের ঘর ঠিক করুন না হয় পদ ছেড়ে দিন। আপনার ভাই কতৃক আওয়ামীলীগের নেতাকর্মীদের যে হামলা করা হয়েছে তার বিচার করুন। অন্যথায় আপনাকে বাবুগঞ্জ থেকে অবাঞ্চিত করা হবে। প্রয়োজনে ঢাকায় গিয়ে আন্দোলন করবে বাবুগঞ্জ আওয়ামীলীগ। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃধা মুহা. আক্তার উজ জামান মিলন, সহ সভাপতি মিজানুর রহমান রাজা সিকদার, অধক্ষ্য দেলোয়ার হোসেন, মতিন রাঢ়ি, যুগ্ম সম্পাদক খন্দকার কামাল হোসেন,  সাবেক ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসি, কেদারপুর ইউনিয়ন চেয়ারম্যান নুরে আলম বেপারি ও ৬ ইউনিয়নের সভাপতি/ সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অপর দিকে সোমবার সকালে জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামীলীগ’র উদ্যোগে আগরপুর বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় স্টিল ব্রীজ এলাকায় বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউসুফ খান এর সভাপতিত্তে¡ ও সাধারণ সম্পাদক বাদল বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃধা মুহা. আক্তার উজ জামান মিলন, সাবেক ইউনিয়ণ চেয়ারম্যান তারিকুল ইসলাম, কেদারপুর ইউপি চেয়ারম্যান নুরে আলম বেপারি প্রমুখ। এসময় সমাবেশ স্থলে র‌্যাব ও পুলিশের টহল লক্ষ্য করা গেছে।
উল্লেখ্য রবিবার রাত সারে ৮টার দিকে সাবেক চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিককে হত্যা চেষ্টার অভিযোগে হিমু চেয়ারম্যানের দুই সমর্থককে দেশীয় অস্ত্রসহ আটক করেছে স্থানীয় জনতা। আটককৃতরা হলেন মজিদ সরদার(৬৫) ও আজাহার (৪৮)। তারা এখন পুলিশ হেফাজতে রয়েছে বলে জানাগেছে।
অভিযুক্ত ইউনিয়ন চেয়ারম্যান কামরুল আহসান হিমু খান সত্য উন্মোচনে সঠিক তদন্তের দাবী জানিয়ে পুরো ঘটনাটি ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছেন।

বানারীপাড়ায় শিশু ধর্ষনের চেষ্টা ॥ অভিযুক্ত আটক

বরিশাল প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়া উপজেলায় এক শিশু (১১) ধর্ষন চেস্টার অভিযোগে মামলা হয়েছে। গত রবিবার রাতে ঐ উপজেলার উদয়কাঠী ইউনিয়নের তেতলা গ্রামে এই শিশু ধর্ষন চেস্টা ও শ্লীলতাহানীর ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত বিশ্বনাথ শীলকে (৫২) পুলিশ ঐ রাতেই আটক করেছে।
স্থানীয়রা জানায়, গত রবিবার রাতে ঐ গ্রামের এক শিশুকে (১১) জোরপূর্বক পাশ্ববর্তী পেয়ারা বাগানে নিয়ে ধর্ষনের চেস্টা করে বিশ্বনাথ শীল। পরে শিশুর ডাকচিৎকার শুনে স্বজনরা তাকে উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঐ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত বিশ্বনাথকে আটক এবং নির্যাতিত শিশুটিকে উদ্ধার করে।
এ ঘটনায় গতকাল সোমবার অভিযুক্ত বিশ্বনাথের বিরুদ্ধে বানারীপাড়ায় থানায় ধর্ষন ও শ্লীলতাহানীর একটি মামলা করেন শিশুটির বাবা। ঐ মামলায় আটক দেখিয়ে গতকাল বিকেলে বিশ্বনাথকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছেন বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাফর আহমেদ। শিশুটি ধর্ষনের শিকার না হওয়ায় ডাক্তারী পরীক্ষার প্রয়োজন হবে না বলে জানান ওসি।

বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

শামীম আহমেদ ॥ বরিশাল জেলার মুলাদী উপজেলার সদর ইউনিয়নের ভাঙ্গারমোনা গ্রামে সোমবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছালাম সিকদার (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত ছালাম সিকদার ওই গ্রামের আব্দুল খালেক সিকদারের পুত্র। সকাল ১০টার ছালাম সিকদার পার্শবর্তী নুরুল আমিনের মুরগীর ফার্মে যান। সেখানে বৈদ্যুতিক তারের সাথে লেগে থাকা একটি বাঁশের গায়ে হাত দিয়ে তিনি বিদ্যুতস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

বরিশালে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

শামীম আহমেদ ॥ নিখোঁজের একদিন পর সোমবার দুপুরে আড়িয়াল খাঁ নদের শাখা পালরদী নদীর জেলার গৌরনদী উপজেলার টিকাসার এলাকা থেকে দুই বছরের শিশু হাবিবা খানমের লাশ উদ্ধার করা হয়েছে।
সে ওই গ্রামের হাবিবুর রহমান হাওলাদারের একমাত্র কন্যা। জানা গেছে, রবিবার দুপুরে নদীর তীরবর্তী এলাকার বাসিন্দা ওই শিশু পরিবারের সবার অজান্তে খেলার ছলে নদীতে পরে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধ্যান মেলেনি। অবশেষে সোমবার দুপুরে নদীতে জেলেদের জাল ফেলে শিশু হাবিবার মৃতদেহ উদ্ধার করা হয়।
অপরদিকে সোমবার বেলা ১১টার দিকে বাকেরগঞ্জ উপজেলার তুলাতলী নদীতে ডুবে তনয় দাস নামের চার বছরের এক শিশু মারা গেছে। মৃত তনয় দাস কলসকাঠী গ্রামের তপু দাসের পুত্র।