স্বামীর মৃত্যুর ১৯ দিন পরে করোনায় আক্রান্ত হয়ে স্ত্রীর মৃত্যু। স্বামীর পাশেই চির নিন্দ্রায় স্ত্রী মারিয়া

আমতলী প্রতিনিধি:
কিডনী রোগে আক্রান্ত হয়ে স্বামী বশির উদ্দিনের মৃত্যুর ১৯ দিন পরে সাত মাসের অন্তঃস্বত্তা স্ত্রী মারিয়া আক্তার (২৯) প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। স্বামী-স্ত্রীর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ওই দম্পত্তির রেখে যাওয়া একমাত্র শিশু পুত্র মারজান অসহায় হয়ে পরেছে। স্বামীর পাশেই চির নিন্দ্রায় স্ত্রী মারিয়া। ঘটনা ঘটেছে শনিবার সকালে আমতলী উপজেলার চালিতাবুনিয়া গ্রামে।
জানাগেছে, আমতলী একে সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ বশির উদ্দিন হাওলাদার গত ৫ বছর ধরে কিডনী সমস্যায় ভুগছিলেন। স্বামীকে বাঁচাতে স্ত্রী মারিয়া আক্তার পাঁচ বছর প্রাণপণ চেষ্টা করে হেরে যান। গত ১৬ আগষ্ট স্বামী বশির উদ্দিন মারা যান। স্বামীর মুত্যুর পরই প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হন স্ত্রী মারিয়া। ১৯ দিন সাত মাসের অন্তঃস্বত্তা স্ত্রী মারিয়া প্রাণঘাতী করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করে শনিবার সকাল ৮ টার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে মারা যান। ১৯ দিনের মাথায় স্বামী-স্ত্রীর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে শোকের মাতম। এক মাত্র মেয়েকে হারিয়ে পাগল প্রায় বাবা-মা। মারিয়ার মা মাহিনুর মেয়ের সেবা করতে গিয়ে অসুস্থ্য হয়ে পরেছেন। ওই দম্পত্তির রেখে যাওয়া সাত বছরের একমাত্র পুত্র সন্তান মারজান অসহায় হয়ে পরেছে। শনিবার বাড়ীতে মারিয়ার মরদেহ নিয়ে আসা হলে স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারনা হয়। ওইদিন দুপুরে জানাযা শেষে মরহুমার মরদেহ গ্রামের বাড়ী চাওড়া চালিতাবুনিয়া পারিবারিক কবরস্থানে স্বামী বশির উদ্দিনের পাশেই দাফন করা হয়।
মারিয়ার নানা আবদুস ছালাম মাষ্টার কান্নাজনিত কন্ঠে বলেন, এমন মর্মান্তিক মৃত্যু যেন আল্লাহ কাউকে না দেয়। স্বামীর মৃত্যুর ১৯ দিন পরে স্ত্রী মারিয়া সাত মাসের অন্তঃস্বত্তা অবস্থায় মারা গেছেন। মারিয়ার সাত বছরের একমাত্র পুত্র সন্তান মারজানকে দেখাশুনা করা কেউ রইলো না।

পটুয়াখালীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ৩

পটুয়াখালী-বরিশাল মাহাসড়কের কৃষি বিমান অবতরণ কেন্দ্রের প্রবেশ পথে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন।

নিহত যুবক শাহিন মৃধা (৩৫) দুমকি উপজেলার শ্রীরামপুর এলাকার মৃত কাঞ্চন মৃধার ছেলে। দুর্ঘটনায় আহত তিনজনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা জানান, মোটরসাইকেলে করে তিনজন কুয়াকাটা থেকে ঝালকাঠি জেলার নলছিটি যাওয়ার পথে ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে আহতাবস্থায় চার জনকে হাসপাতালে নিয়ে আসার পথে শাহিন মারা যায়।

 

আহতরা হলেন-নলছিটি এলাকার আরিফুল ইসলাম এর ছেলে রাফি (২৫), হিরন হাওলদারের ছেলে রনি (৩০) এবং একই এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে ইবনে রুমান (২২)।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শিক্ষার ঘাটতি পূরণে সুনির্দিষ্ট বেশকিছু পরিকল্পনা রয়েছে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, অ্যাসাইনমেন্টের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর কাছে পৌঁছাতে সম্ভব হয়েছে। ক্লাসের মতো ষোলআনা শিক্ষার কোনো বিকল্প নেই। সে ঘাটতি রয়েই গেছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পর সে ঘাটতি পূরণে সুনির্দিষ্ট বেশকিছু পরিকল্পনা রয়েছে।

আজ শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দীর্ঘদিন শিক্ষার্থীদের পাঠদান বন্ধ ছিল। আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছিলাম। সেখানে কিছু শিক্ষার্থীর টেলিভিশন দেখার বা অনলাইন ক্লাসের সুযোগ ছিল না, তখনই আমরা অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করেছি।

তিন সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন

সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিসহ জাতীয় সংসদের ৩টি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। এর মধ্যে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে নতুন সভাপতি করা হয়েছে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মো. মোসলেম উদ্দিনকে।

শুক্রবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের ১৪তম অধিবেশনের বৈঠকে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী কমিটিগুলো পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন।

পুনর্গঠিত মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে আবুল হাসেম খানকে সদস্য এবং আগা খান মিন্টুকে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির নতুন সদস্য করা হয়েছে।

গৌরনদীতে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদী বাসষ্ট্যান্ড সংলগ্ন একটি মোটরসাইকেলের গ্যারেজে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান গৌরনদী মডের থানা পুলিশ চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে । এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার গাওয়াইদ্দা এলাকার মৃত আলী জব্বার মাতুব্বরের পুত্র নীলচান ওরফে জুয়েল (২৮), এবং বরিশালের বাবুগঞ্জ উপজেলার কুমিরাইরপিট এলাকার আব্দুল কাদের হাওলাদারের পুত্র শুক্কুর হাওলাদার (২৫)। ইতিপূর্বে গ্রেপ্তারকৃত শুক্কুর হাওলাদার ওই গ্যারেজের মোটরসাইকেল মেকানিক এবং নিলচান এস্কভেটর মেকানিক হিসেবে কর্মরত ছিলো।
গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে বারটার দিকে গৌরনদী বাসষ্ট্যান্ড সংলগ্ন জনৈক বাবুলের মোটরসাইকেলের গ্যারেজে মাদক ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় নীলচান ওরফে জুয়েলকে ২৫ পিচ ইয়াবা এবং শুক্কুর হাওলাদারকে একশ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।

“করোনা মোকাবেলায় যোগাভ্যাস ও ন্যাচারোপ্যাথির ব্যবহার” শীর্ষক গৌরনদীতে মাসব্যাপী ফ্রী অনলাইন প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
করোনা সংক্রমন প্রতিরোধের সম্মুখ যোদ্ধাসহ উপজেলার বাসিন্ধাদের জন্য যোগাভ্যাস ও ন্যাচারোপ্যাথির ব্যবহার শেখাতে শুক্রবার সকাল থেকে বরিশালের গৌরনদীতে মাসব্যাপী ফ্রী অনলাইন প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
স্বাস্থ্যবিধির কথা বিবেচনায় রেখে জুম অ্যাপস এর মাধ্যমে ভার্চুয়াল পদ্ধতিতে কর্মশালাটি পরিচালিত হচ্ছে বলে আয়োজকদের সূত্রে জানাগেছে।
গৌরনদী উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় বেসরকারি সংস্থা হারমনি ট্রাস্ট “করোনা মোকাবেলায় যোগাভ্যাস ও ন্যাচারোপ্যাথির ব্যবহার” শীর্ষক ওই ফ্রী অনলাইন প্রশিক্ষণ কর্মশালাটি বাস্তবায়নে মূল ভূমিকা পালন করছে।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে শুক্রবার সকাল পৌনে ৮টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী এবং স্বাগত বক্তব্য রাখেন হারমনি ট্রাস্টের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা অমিতাভ ভট্টাচার্য।
কর্মশালাটির কোর্স কো-অর্ডিনেটর ও ন্যাচারোপ্যাথিক প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন হারমনি ট্রাস্টের আকুপ্রেশার ও রিফ্লেক্সোলজি বিভাগের প্রধান সৈয়দা শাহিদা সুলতানা। যোগ প্রশিক্ষক হিসেবে রয়েছেন হারমনি ট্রাস্টের কনসালটেন্ট ও থেরাপিউটিক ইয়োগা টিচার ইসরাত জাহান এশা। এ কের্সের আওতায় সেপ্টেম্বর মাসের প্রতি শুক্র ও শনিবার সকাল ৮ টা থেকে ৯টা পর্যন্ত ১ঘন্টা করে মোট ৮টি ক্লাস অনুষ্ঠিত হবে। কোর্সটিতে প্রথম দিন ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। কোর্স অংশগ্রহণকারীদের সকলকে কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হবে।

তালতলীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আমতলী প্রতিনিধি:
সোলায়মান হাওলাদারের আড়াই বছরের শিশুপুত্র আবু বকর পুকুরের পানিতে ডুবে মারা গেছে। ঘটনা ঘটেছে তালতলী উপজেলার উত্তর বাদুরগাছা গ্রামে শুক্রবার সকালে।
জানাগেছে, উপজেলার উত্তর বাদুরগাছা গ্রামের সোলায়মান হাওলাদারের শিশুপুত্র আবু বকর পরিবারের সকলের অজান্তে পুকুরে পড়ে যায়। শিশু আবু বকরকে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে থাকে। ঘন্টা খানেক পরে পরিবারের লোকজন পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। স্বজনরা তাৎক্ষনিক তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক হিমাদ্রী রায় শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন।
শিশুটির নানা জামাল হোসেন বলেন, শিশু আবু বকর পুকুরের পানিতে ডুবে মারা গেছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হিমাদ্রী রায় বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পূর্বেই মারা গেছে।

আমতলীতে কৃষককে পিটিয়ে টাকা ছিনতাই, হত্যার উদ্দেশ্যে হাত-পা বেঁধে পায়রা নদীতে ফেলে দেয়ার চেষ্টা

আমতলী প্রতিনিধি:
কৃষক রাসেল মীরকে সন্ত্রাসীরা পিটিয়ে ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হত্যার উদ্দেশ্যে হাত-পা বেধে নদীতে ফেলে দেয়ার চেষ্টা করেন সন্ত্রাসীরা। স্থানীয় লোকজনের সহযোগীতায় অল্পের জন্য রক্ষা পায় সে এমন অভিযোগ আহত রাসেল মীরের। স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে আমতলী উপজেলার ঘোপখালী গ্রামে।

জানাগেছে, উপজেলা ঘোপখালী গ্রামের কৃষক রাসেল মীর বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে সার-ঔষধের বকেয়া টাকা পরিশোধ করতে ঘোপখালী স্ট্যান্ডে যাচ্ছিল। পথিমধ্যে সন্ত্রাসী শাওন বেগ, রানা হাওলাদার, বেল্লাল তালুকদার ও নাঈম কৃষক রাসেল মীরকে ধরে পশুরবুনিয়া নামক স্থানে পায়রা নদীর পাড়ে নিয়ে যায়। ওইস্থানে নিয়ে তাকে পিটিয়ে গুরুতর যখম করে এবং তার সাথে থাকা ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে হাত-পা বেঁধে পায়রা নদীতে ফেলে দেয়ার চেষ্টা করে এমন অভিযোগ রাসেলের। কিন্তু স্থানীয় লোকজনের সহযোগীতায় সে রক্ষা পায়। তার ডাক চিৎকারে লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

মনির ও শহীদুল বলেন, রাসেল মীরের ডাক চিৎকারে আমরা ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আমরা না আসলে রাসেলকে সন্ত্রাসীরা নদীতে ফেলে দিতো।
আহত রাসেল মীর বলেন, আমি সার-ঔষধের বকেয়া টাকা পরিশোধ করতে ঘোপখালী স্ট্যান্ডে যাচ্ছিলাম। পথিমধ্যে শাওন বেগ, রানা হাওলাদার, বেল্লাল তালুকদার ও নাঈম আমাকে ধরে পায়রা নদীর পাড়ে নিয়ে যায়। ওইখানে নিয়ে পিটিয়ে আমার সাথে থাকা ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে। তিনি আরো বলেন, সন্ত্রাসীরা আমাকে হত্যার উদ্দেশ্যে হাত-পা বেঁধে পায়রা নদীতে ফেলে দেয়ার চেষ্টা করে। আমার ডাক চিৎকারে লোকজন ছুটে আসলে আমি প্রাণে রক্ষা পাই। আমি এ ঘটনার বিচার চাই।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হিমাদ্রী রায় বলেন, আহত রাসেল মীরের শলীরের বিভিন্ন স্থানে যখমের চিহৃ রয়েছে। তাকে যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে।
আমতলী থানার ওসি রনজিৎ কুমার সরকার বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।