১২ সেপ্টেম্বর ৫টি বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী ১২ সেপ্টেম্বর মোট ৮৭৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন পাঁচটি বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) পরিচালক (জনসংযোগ) সাইফুল ইসলাম আজ গণমাধ্যমকে এ খবর জানিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন সকাল ১০টায় তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্রগুলো উদ্বোধন করবেন।

তিনি বলেন, পাঁচটি বিদ্যুৎ কেন্দ্র হল হাবিবগঞ্জের বিবিয়ানা ৩৪০০ মেগাওয়াট কম্পাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র, চট্টগ্রামের জুলদায় ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-২, মেঘনাঘাট ১০৪ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, বাঘারহাটের মধুমতি ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র এবং সিলেটে ১৫০  মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র থেকে ২২৫ বিদ্যুৎ কেন্দ্রে উন্নীতকরণ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র।

বরিশাল-ঝালকাঠি থেকে ৮ রুটে বাস চলাচল বন্ধ

বরিশালের রুপাতলী বাস স্টেশনে ঝালকাঠির এক বাস মালিক ও শ্রমিকদের ওপর বরিশালের বাস শ্রমিক কর্তৃক হামলার প্রতিবাদে ৮ রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার দুপুর থেকে ওই ৮ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এর ফলে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।

ঝালকাঠি বাস ও মিনিবাস মালিক সমিতির নেতা মাহাবুবুল হক দুলাল জানান, শনিবার দুপুরে রুপাতলী বাস টার্মিনালে ঝালকাঠি বাস মালিক সমিতির একজন সদস্যকে লাঞ্ছিত ও শ্রমিকদের ওপর হামলা চালায় বরিশালের বাস শ্রমিকরা। এ ঘটনায় বরিশাল ও ঝালকাঠি থেকে ৮ রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি।

 

এর ফলে বরিশাল থেকে ঝালকাঠি, পিরোজপুর, ভান্ডারিয়া, মঠবাড়িয়া ও খুলনাসহ ৮ রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ বাস বন্ধের ঘোষণায় অসংখ্য যাত্রী বিপাকে পড়েছেন।

ভারত থেকে নেপাল হয়ে ইউরোপে পাড়ি জমানোর পরিকল্পনা ছিল সোহেল রানার

ভারতে আটক ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের কথিত পৃষ্ঠপোষক বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার রাতেই স্থানীয় মেখলিগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ। সোহেলের কাছ থেকে বাজেয়াপ্ত সব জিনিস মেখলিগঞ্জ পুলিশের হাতে হস্তান্তর করা হয়। এরপর শনিবার তাকে কোচবিহার জেলা আদালতে তোলা হলে, তার ৩ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে সীমান্ত টপকে ভারতে প্রবেশের সময় তাকে আটক করে বিএসএফ। শনিবার বিএসএফের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ‘সোহেল রানা স্বীকার করেছেন অবৈধভাবে ভারত সীমান্ত পার হয়ে নেপালের কাঠমাণ্ড যেতে চেয়েছিলেন। পরে সেখান থেকে ইউরোপে পাড়ি দেওয়ার উদ্দেশ্য ছিল তার।’

এতে আরও জানানো হয়, ‘শুক্রবার (৩ সেপ্টেম্বর) পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্ত সংলগ্নন এলাকা থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় এক বাংলাদেশি নাগরিককে আটক করে ১৪৮ নম্বর ব্যাটালিয়নের সদস্যরা। বিএসএফের ওই দলের নেতৃত্বে ছিলেন বাহিনীর উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল (আইজি) রবি গান্ধী। চ্যাংড়াবান্ধা সীমান্তে তাকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় বিএসএফের। এর পরেই তাকে আটক করে শুরু হয় জিজ্ঞাসাবাদ। তাকে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে তার নাম জানা যায় শেখ সোহেল রানা, ৪৬ বছর বয়সী এই ব্যক্তি বাংলাদেশের গোপালগঞ্জের টুঙ্গিপাড়া জেলার গিমাডাঙা গ্রামের বাসিন্দা।’

এতে আরও বলা হয়, ‘তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার করা হয় ৪টি ব্যাংক ডেবিট কার্ড, ২০ মার্কিন ডলার, ১৫ ইউরো, বাংলাদেশি মোবাইল সিম সহ ২টি দামি মোবাইল ফোন এবং বেশ কিছু ওষুধ। প্রাথমিক জেরায় আটক সোহেল রানা জানান, গত ২ সেপ্টেম্বর ঢাকা থেকে বাসে করে লালমনিরহাট জেলার পাটগ্রামে পৌঁছান। ৩ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টা নাগাদ অবৈধভাবে ভারত-বাংলাদেশ সীমান্ত অতিক্রম করেন। আর সীমান্ত অতিক্রম করতে বাবু নামে এক বাংলাদেশি দালালকে ১০ হাজার টাকাও দেন সোহেল।

জানা গেছে,  ২০০৩ সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাব-ইন্সপেক্টর পদে যোগ দেন সোহেল রানা। শুক্রবার তাকে আটক করার পরই তার পরিচয় নিশ্চিত হতে বিএসএফের তরফে যোগাযোগ করা হয় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে। এরপর বাংলাদেশ পুলিশের অনুরোধে আরও তথ্য পেতে রাতভর জিজ্ঞাসাবাদ চালানো হয়। এরপরই বেরিয়ে আসে সোহেল রানার আর্থিক কেলেঙ্কারির পর গা ঢাকা দেওয়া চাঞ্চল্যকর তথ্য।

বিশাল ভোটের ব্যবধানে সিলেট-৩ আসনে নৌকার প্রার্থীর জয়

সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে দিনভর শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে হাবিবকে বেসরকারিভাবে সংসদ সদস্য ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এই জয়ের মাধ্যমে জনপ্রতিনিধি হিসেবে প্রয়াত মাহমুদ উস সামাদ চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন তিনি। নির্বাচনে ৩০ শতাংশের ওপরে ভোট পড়েছে।

জানা গেছে, আসনভূক্ত তিন উপজেলার ১৪৯টি কেন্দ্রের সবকটিতে বিজয়ী হয়েছে নৌকা প্রতীক। নৌকা প্রতীক নিয়ে হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৮৯ হাজার ৭০৫টি ভোট। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক পেয়েছেন ২৪ হাজার ৬০৪ ভোট। অর্থাৎ ৬৫ হাজার ১০১ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব। বাকি দুই প্রার্থী বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক সাংসদ শফি আহমেদ চৌধুরী (মোটরগাড়ি) ও বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া (ডাব) প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেননি।

সিলেট-৩ আসনভুক্ত চার থানার মধ্যে বালাগঞ্জে নৌকা ২৪ হাজার ২৭৩ ভোট, লাঙ্গল ৩ হাজার ৩৩৭ ভোট, ফেঞ্চুগঞ্জে নৌকা ২২ হাজার ২২৪ ভোট, লাঙ্গল ৪ হাজার ৫৫৬ ভোট, মোগলাবাজারে নৌকা ২০ হাজার ৭৪৪ ভোট, লাঙ্গল ১৩ হাজার ৫৮৮ ভোট এবং দক্ষিণ সুরমায় নৌকাে ২২ হাজার ৪৬৪ ভোট ও লাঙ্গল ৩ হাজার ১২৩ ভোট পেয়েছে।

 

এই উপনির্বাচনে প্রথমবারের মতো সিলেটে কোনো আসনের সবকটি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ করা হলো। ইভিএমের কারণে ভোটাররা দ্রুত সময়ের মধ্যে তাদের ভোট দিতে পেরেছেন। ফলে কোনো কেন্দ্রেই ভোটারদের দীর্ঘলাইন দেখা যায়নি। দুই মাসের বেশি প্রচারণা চালানো হলেও নির্বাচন ঘিরে ভোটারদের আগ্রহ তৈরি করতে পারেননি কোনো প্রার্থী। ফলে নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল কম। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল খুবই নগণ্য।

নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক ও স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী। তবে সকালে আতিকুর রহমান আতিক অভিযোগ করেন, ফেঞ্চুগঞ্জের ৭টি কেন্দ্র ও দক্ষিণ সুরমার কুচাই শ্রীরামপুর কেন্দ্র থেকে তার এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। লাঙ্গলের ভোটারদের জোর করে নৌকায় ভোট দিতে বাধ্য করা হচ্ছে। তবে ফলাফলের পর তিনি অভিনন্দন জানিয়েছেন হাবিবুর রহমান হাবিবকে। সন্তোষ প্রকাশ করেছেন নির্বাচন প্রক্রিয়া ও পরিবেশ নিয়ে। এই উপনির্বাচন দেশের জন্য মডেল হিসেবেও মন্তব্য করেন তিনি। তবে নির্বাচন থেকে মানুষের আস্থা উঠে যাওয়ায় ভোট প্রদান কাঙ্ক্ষিত হয়নি বলে দাবি করে তিনি বলেন, ভোটারদের ভেতর থেকে ভয়ভীতি দূর না হওয়ায় কাঙ্ক্ষিত ভোট কাস্ট হয়নি। সরকার ও নির্বাচন কমিশনকে এই ভীতি দূর করতে হবে।

এদিকে, বিজয়ের পর হাবিবুর রহমান হাবিব তার এই বিজয়কে নির্বাচনী এলাকার জনগণকে উৎসর্গ করে বলেন, এই উপ-নির্বাচনে ভোটাররা প্রমাণ করেছেন তারা শেখ হাসিনার নেতৃত্বে অবিচল। তারা উন্নয়ন চান। সিলেট-৩ আসনের জনগণ উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন। তিনি কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং নির্বাচনী এলাকার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

‘ভালো আছেন তোফায়েল আহমেদ’

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ সুস্থ আছেন বলে জানিয়েছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।

শনিবার গণমাধ্যমকে মুকুল বলেন, তিনি (তোফায়েল আহমেদ) ভালো আছেন, সুস্থ আছেন। আমার সঙ্গে কাল (শুক্রবার) রাতে এবং আজ সকালে তার কথা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদকে আজ দুপুরে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তার বাম পায়ে সমস্যা হচ্ছে। এজন্য আজ থেকে তার ফিজিওথেরাপি শুরু হচ্ছে। তিনি সকলের সঙ্গে কথাও বলছেন। সার্বিক অবস্থা বিবেচনায় তার শারীরিক অবস্থা উন্নতির দিকে যাচ্ছে।

 

উল্লেখ্য, তোফায়েল আহমেদ গত বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ভারতের রাজধানী দিল্লির মেডান্টা দ্য মেডিটিডি হাসপাতালে নেওয়া হয়।

পটুয়াখালীতে সিভিল সার্জনের কাছে ১৮ টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেছে ঢাকাস্থ পটুয়াখালী জেলা সমিতি

পটুয়াখালী প্রতিনিধি: কোভিড-১৯ সংক্রমন করোনা রোগীদের সেবার লক্ষ্যে পটুয়াখালী সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন এর কাছে ১৮ টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করলেন ঢাকাস্থ পটুয়াখালী জেলা সমিতির সাধারন সম্পাদক ড. এস এম এ জাফর বাদশার নের্তৃত্বে সমিতির সদস্যবৃন্দ।
গতকাল শনিবার দুপুর ১২.৩০ মিঃ সময় সিভিল সার্জন কার্যালয়ে পটুয়াখালী স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন করোনা প্রতিরোধে ফ্রন্টলাইনের অন্যতম করোনা যোদ্ধা ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপনের কাছে করোনা রোগীদের সেবায় ১৮টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন ঢাকাস্থ পটুয়াখালী জেলা সমিতির সাধারন সম্পাদক ড. এস এম এ জাফর বাদশা।
এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, সাধারন সম্পাদক জালাল আহমেদ, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এ কে এম কলেজের অধ্যক্ষ আবদুস সালাম, সমিতির সিনিয়র সদস্য মাহমুদ হোসেন বাবুল চৌধুরী, আজীবন সদস্য জাকির মাহমুদ সেলিম, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য এ কে এম কলেজের প্রভাষক স্বপন কুমার খাসকেল।
এ অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর সময় ভিডও কনফারেন্সে সিভিল সার্জনকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন ঢাকাস্থ পটুয়াখালী জেলা সমিতির সভাপতি মেজর (অবঃ) মোঃ ইকবাল হোসেন খান, সহ-সভাপতি আবিহ আবদুল্লাহ খান নান্নু, সহ-সভাপতি স্থপতি (আর্কিটেক) নিখিল চন্দ্র গুহ।
করোনা রোগীদের সেবায় অক্সিজেন সিলিন্ডার প্রাপ্ত হয়ে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন পটুয়াখালী জেলা সমিতির নের্তৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদেরকে অভিনন্দন জানান।
এ সময় সমিতির সভাপতি মির্জাগঞ্জের কৃতি সন্তান মেজর (অবঃ) ইকবাল হোসেন ব্যক্তিগতভাবে পটুয়াখালী জেলা আওয়ামী লীগ অক্সিজেন ব্যাংকে দুটি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন।

বরিশাল শেবাচিমের করোনা ওয়ার্ডে সাড়ে ৩ মাস পর মৃত্যু শূন্যের কোটায় ॥ পিসিআর ল্যাবে শনাক্তের হার ১৪ ভাগ

বরিশাল প্রতিনিধি:
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে রোগী মৃত্যুর সংখ্যা শূন্যতে নেমেছে। দির্ঘ সাড়ে ৩ মাস পর স্বস্তি ফিরেছে শেবাচিমের করোনা ওয়ার্ডে। এতে খুশী চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা। তবে গতকাল শনিবারও করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ৭৬ জন রোগী। এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার গত কয়েক দিন ধরে ১০ এর কোটা থেকে কিছুটা ওঠানামা করছে।
মেডিকেলের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, শুক্রবার শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ৭৯ জন রোগী। গত ২৪ ঘন্টায় চিকিৎসায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে ৮ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। বিগত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় কোন রোগী মারা যায়নি। গত ঈদুল ফিতরের পরদিন ১৫ মে রোগী মৃত্যু শূন্য ছিলো শেবাচিমের করোনা ওয়ার্ডে। ১৬ মে থেকে মৃত্যু সংখ্যা বাড়তে থাকে। করোনার দ্বিতীয় ঢেউয়ে ২৪ ঘন্টায় সর্বোচ্চ ২৩ জন রোগীর মৃত্যু হয়েছে শেবাচিমের করোনা ওয়ার্ডে। এক কথায় মৃত্যুপুরিতে পরিনত হয়েছিলো শেবাচিমের করোনা ওয়ার্ড। ৩শ’ শয্যার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন সর্বাধিক ৩৫৩ জন রোগী।
সাড়ে ৩ মাস পর গতকাল শনিবার দুপুর ২টা পর্যন্ত সর্বনিম্ন ৭৬ জন রোগী চিকিৎসাধীন ছিলেন করোনা শেবাচিমের ওয়ার্ডে।
এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যবে শুক্রবার রাতে সব শেষ রিপোর্টে ১৯২ জনের নমুনা পরীক্ষায় ২৭ জনের করোনা পজেটিভ হয়েছে। শনাক্তের হার ১৪ ভাগ।
এর আগে বৃহস্পতিবারের রিপোর্টে ১১.২৯ ভাগ, বুধবার ৯.৮৮ ভাগ, মঙ্গলবার ১২.১৪ ভাগ, সোমবার ১১.১৭ ভাগ, রবিবার ১৪.২৮ ভাগ, শনিবার ১৭.৮৫ ভাগ এবং গত শুক্রবার ২০.৭০ ভাগ করোনা শনাক্ত হয়।
গত বছরের ৮ এপ্রিল মেডিকেল কলেজে পিসিআর ল্যাব চালুর পর গত ৫ জুলাই সর্বাধিক ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয়।

বরিশালে যাত্রীবাহি বাস থেকে ৩৫ কচ্ছপ উদ্ধার

শামীম আহমেদ ॥

যাত্রীবাহি বাসে করে পাচারকালে ৩৫ টি কচ্ছপ উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। আজ শনিবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে কচ্ছপগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। এরআগে গেলো রাতে গেলো রাতে বরিশাল নগরের রুপাতলী এলাকা থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়।

অপরাধ দানাবাঁধার আগেই এখানে এসে বেশি বেশি তথ্য দিয়ে সহায়তা করুন – বিএমপি পুলিশ কমিশনার

শামীম আহমেদ ॥

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার বলেছেন, ওপেন হাউজ ডে’তে আমরা তিন ধরনের আবেদন গুরুত্ব সহকারে শুনে থাকি ; ভুক্তভোগীর কথা শুনি, সমাজের শৃঙ্খলা রক্ষায় সাধারণ জনগণের গঠনমূলক পরামর্শ শুনি এমনকি আমাদের কোন পুলিশের বিরুদ্ধে অভিযোগ, অনিয়ম রয়েছে কিনা তা সরাসরি আপনাদের কাছ থেকে শুনে থাকি এবং সেই অনুযায়ী গৃহীত ব্যবস্থা সকলের সামনে পর্যালোচনা করে থাকি।তাই, নিজ ও প্রতিবেশীকে ভালো রাখতে অপরাধ দানাবাঁধার আগেই এখানে এসে বেশি বেশি তথ্য দিয়ে সহায়তা করুন। এমনকি আমাদের আচরণে সাধারণ জনগণ বা সেবা প্রত্যাশী ভুক্তভোগীর প্রতি অনিয়ম-দুর্নীতি,অনাস্থার নেপথ্যে কেউ থাকলে মুখ বুজে না থেকে সরাসরি বা গোপনে বলুন।

আজ শনিবার (০৪ সেপ্টেম্বর) বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানায় অনুষ্ঠিত “ওপেন হাউজ ডে ” তে প্রধাান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, আমরা করোনা পরিস্থিতি মোকাবেলায় আমাদের স্কুল ভিজিটিং প্রোগ্রা, কমিউনিটি পুলিশিং -বিট পুলিং সভা কর্যক্রম, সচেতনতামূলক কার্যক্রমগুলো সংক্ষিপ্ত আকারে সচল রাখলেও করোনা পরিস্থিতি আরও কমে আসলে,আপনাদের সন্তানদের আইন মান্যকারী সু নাগরিক তৈরি করার জন্য পূর্ববর্তী কার্যক্রম আগের মতোই চালু রাখতে চাই। অপরাধ-বিরোধ সংঘটিত হওয়ার আগেই বিট এলাকায় কমিউনিটি পুলিশিং তথা সুশীল সমাজের নেতৃবৃন্দের সহায়তায় বিচক্ষণতার সাথে সামাজিক সমস্যাগুলো অনেকটাই সামাজিক প্রক্রিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে চাই।

তিনি বলেন, ওপেন হাউজ ডে’তে জমিজমা দখল নিয়ে বিশৃঙ্খলার উদ্ভব অভিযোগ আমরা বেশি পেয়ে থাকি, জমিজমার কাগজপত্র যাচাই-বাছাইয়ের আগে শৃঙ্খলা রয়েছে কি-না তা অধিক গুরুত্ব বহন করে। সামাজিক নিষ্পত্তি কিংবা আদালত নিষ্পত্তি ছাড়া দখলদারকে বিতাড়িত করার এখতিয়ার আমাদের নেই।

মহামারি করোনা নিয়ে তিনি বলেন, করোনায় আগের মতোই স্বাস্থ্য সুরক্ষা বিধি পালন করতে হবে, সচেতনতা বাড়াতে হবে। নিয়ম মেনে মাস্ক পরিধান ও বারবার হাত সেনিটাইজড করতে হবে, ঢিলেঢালা নীতি চলবে না।

এজন্য একজন ইমানদার দেশপ্রেমিক নাগরিক হিসেবে সকলেরই স্বাস্থ্যসুরক্ষার পক্ষে কাজ করার মাধ্যমে সকলের আন্তরিক তৎপরতায় সকল অপরাধীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে সুস্থ ও নিরাপদ বন্দর উপহার দেয়া সম্ভব মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) মোঃ এনামুল হক বলেন, জনগণের দোরগোড়ায় উত্তম, নির্ভেজাল সেবা নিশ্চিত করতে ওপেন হাউজ ডে’তে আগতদের সাথে সাধ্যমত আতিথিয়েতা রেখে সর্বচ্চ সুসম্পর্ক বজায় রাখতে চেষ্টা করছি, বিনিময়ে আপনাদের সহযোগিতা নিয়ে এলাকায় অপরাধ দানাবাঁধার আগেই তা নির্মূলে ভূমিকা রাখতে চাই।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম-বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ ফজলুল করীম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) শেখ মোহাম্মদ সেলিম, সহকারী পুলিশ কমিশনার (বন্দর থানা) শারমিন সুলতানা রাখিসহ সুশীল সমাজের সর্বস্তরের প্রতিনিধিগণ।

আমতলীতে বিদেশ পাঠানোর কথা বলে ভাতিজির টাকা হজম। টাকা চাওয়ার পিটিয়ে হাত ভেঙ্গে দিলেন চাচা!

আমতলী প্রতিনিধি ।
সৌদি আবর পাঠানোর কথা বলে ভাতিজি সাথী আক্তারের কাছ থেকে প্রতারনা করে চাচা জাকির হোসেন হাওলাদার ৬০ হাজার টাকা দেন। বিদেশ না পাঠিয়ে ওই টাকা হজম করেছেন চাচা। এ টাকা চাইতে গেলে চাচা জাকির হোসেন স্বামী পরিত্যাক্তা ভাতিজিকে পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে বলে অভিযোগ করেন সাথী। গুরুতর আহত সাথীকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে শনিবার সকালে আমতলী উপজেলার হরিমৃত্যুঞ্জয় গ্রামে।
জানাগেছে, উপজেলার হরিমৃত্যুঞ্জয় গ্রামের স্বামী পরিত্যাক্তা এক সন্তানের জননী মোসাঃ সাথী আক্তারকে সৌদি আরব পাঠানোর কথা বলে চাচা জাকির হোসেন হাওলাদার গত এক বছর পুর্বে ৬০ হাজার টাকা নেন। ওই টাকা নিয়ে চাচা জাকির হোসেন হজম করেন এমন অভিযোগ সাথী আক্তারের। চাচা ভাতিজিকে বিদেশ না পাঠিয়ে ঘুরাতে থাকে। শনিবার সকালে এ টাকা চাচার কাছে চাইতে যায় সাথী। এতে ক্ষিপ্ত হয়ে তাকে চাচা জাকির হোসেন লাঠি দিয়ে বেধরক মারধর করে। তার মারধরে সাথী আক্তারের বাম হাত ভেঙ্গে দেয়। স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ভাতিজি হাসপাতালে ভর্তিও খবর শুনে চাচা তাকে জীবন নাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন সাথী। এদিকে সাথী টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। অতি কষ্টে তিনি দিনাতিপাত করছেন।
আহত সাথী আক্তার বলেন, সৌদি আরব পাঠানোর কথা বলে চাচা জাকির হোসেন হাওলাদার আমার কাছ থেকে ৬০ হাজার টাকা নেয়। আমাকে বিদেশ না পাঠিয়ে চাচা ওই টাকা হজম করে ফেলেছে। আমি এ টাকা চাইতে গেলে আমাকে পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।
প্রতারক চাচা জাকির হোসেন হাওলাদার বিদেশ পাঠানোর কথা স্বীকার করে বলেন, আমাকে সাথী ১৫ হাজার টাকা দিয়েছিল। ওই টাকা পাসপোর্ট বাবদ খরচ করেছি। তবে তিনি মারধরের কথা অস্বীকার করেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোশের্^দ আলম বলেন, আহত সাথী আক্তারের বাম হাত ভেঙ্গে গেছে। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহৃ রয়েছে। তাকে যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।