পিরোজপুরে ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, গ্রেপ্তার ২

পিরোজপুরের স্বরূপকাঠির উপজেলায় এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে এ ঘটনায় গ্রেফতার দুই যুবককে আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, শনিবার রাতে ধর্ষণের শিকার কিশোরীর পিতা বাদী হয়ে ৬ জনকে আসামি করে স্বরুপকাঠী থানায় মামলা দায়ের করে। ওই রাতেই পুলিশ এ ঘটনায় স্বরুপকাঠীর বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালিয়ে গভীর রাতে দুই জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার স্বরুপকাঠী উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের নন্দুহার গ্রামের ফিরোজ ফকিরের ছেলে ফারদিন উজ্জল হোসেন (১৯) ও একই এলাকার কামাল হোসেনের ছেলে মকবুল হোসেন (২০)।

 

কিশোরীর পিতা জানান, স্বরূপকাঠির উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের বাররা গ্রামে তার বুদ্ধি প্রতিবন্ধী ১৫ বছরের মেয়েকে নানা প্রলোভন দেখিয়ে প্রতিবেশি আসামীরা বিভিন্ন সময় ধর্ষণ করে। এক পর্যায়ে সে গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়ে যায়। বর্তমানে মেয়েটি ৫ মাসের অন্তঃসত্ত্বা।
এ পর্যন্ত অভিযুক্ত ৬ জনের নাম জানা যায়।

এ বিষয়ে স্বরুপকাঠী থানার ওসি আবীর মোহাম্মদ হোসেন জানান, ‘অভিযোগ পেয়ে দুই জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আসামিদের আদালতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।’

উজিরপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের পীরেরপাড় গ্রামে পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় নিখিল চন্দ্র সরকার ( ৩৫) নামের এক রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিখিল ওই গ্রামের প্রয়াত নিত্যানন্দ সরকারের ছেলে এবং পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন।

এ ঘটনায় মৃতের পরিবার রবিবার দুপুর উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দেয়ার পর তার মরদেহ উদ্ধার বরিশাল মর্গে প্রেরণ করে পুলিশ।

নিখিলের স্ত্রী উর্মিলা সরকার বলেন, গত শনিবার সন্ধ্যায় তার স্বামীর শরীরে এলার্জি দেখা দেয়। স্থানীয় পল্লী চিকিৎসক বাসুদেব মুহুরীকে খবর দিলে সে বাড়িতে এসে তাকে ৪টি ইনজেকশন দেয়। ইনজেকশন দেয়ার কিছু সময় পরই তার স্বামীর মৃত্যু হয়। এ সময় পল্লী চিকিৎসক দ্রুত সটকে পড়ে।

এ বিষয়ে জানতে পল্লী চিকিৎসক বাসুদেবের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে।

উজিরপুর মডেল থানার এসআই কমল চন্দ্র জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর নিখিলের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

করোনায় দেশে আরও ২২৮ জনের প্রাণহানি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ২২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ২৭৪ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার  ২৯১ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ লাখ ৬৪ হাজার ৬৩৫ জনে।

আজ বরিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৮৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৯৮ হাজার ৯২৩ জন। গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৫৮৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩০ দশমিক ০৪ শতাংশ।